আঞ্চলিক রাজ্যসমূহ
* ১৭০৭ খ্রিস্টাব্দে মোঘল সম্রাট ওরঙ্গজেবের মৃত্যুর পর বিভিন্ন আঞ্চলিক রাজ্য গড়ে ওঠে এগুলি হল বাংলা,হায়দ্রাবাদ,অযোধ্যা,মারাঠা,মহীশুর,পাঞ্জাব,শিখ
1) বাংলা
à বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ
i) মুর্শিদকুলি খাঁ ১৭১৭-১৭২৭
* বাংলার প্রথম নবাব
* ১৭১৭ খ্রিস্টাব্দে মোঘল সম্রাট ফারুকশিয়ার মুর্শিদকুলি খাঁ কে বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত করেন
* প্রকৃত নাম মহম্মদ হাদি
* তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন
* অর্থনীতির উন্নতির জন্য তক্কাভি ঋনের ব্যবস্থা করেন
ii)সুজাউদ্দিন খাঁ ১৭২৭-১৭৩৯
* মুর্শিদকুলি খাঁর পর বাংলার নবাব সুজাউদ্দিন খাঁ
iii) সরফরাজ খাঁ ১৭৩৯-১৭৪০
* সুজাউদ্দিনের পর
* ১৭৪০ খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে আলীবর্দী খাঁ সরফরাজ খাকে পরাজিত করে বাংলার নবাব হয়
iv) আলীবর্দী খাঁ ১৭৪০-১৭৫৬
* প্রকৃত নাম হাজী মহম্মদ
* রঘুজি ভোঁসলের মারাঠা সেনাপতি ভাস্কর পন্ডিত বারবার বাংলা আক্রমণ করে এর সময়
* ইংরেজ সম্পর্কে তার বিখ্যাত উক্তি ‘’স্থলে আগুন লাগলে তা নিবারণ করা কঠিন হয়ে পড়ে জলে আগুন লাগলে তা নিবারণ করবে কে?’’
v) সিরাজ-উদ-দৌলা ১৭৫৬-১৭৫৭
* ইনি আলীবর্দী খাঁর নাতি
* ইংরেজদের সাথে সিরাজের বিরোধের কারণ হল
* ইংরেজরা তাকে উপঢৌকন দিতে দেরি করত
* ঘসেটি বেগম,সৌকত জভ ও বাজবল্লভ এরা ইংরেজের সাথে যুক্ত হয়ে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে
* দস্তকের অপব্যবহার করে ইংরেজ
à এইসব কারণে সিরাজ ১৭৫৬ খ্রিস্টাব্দে ইংরেজদের কাশিমবাজার কুঠি ও ফোর্ট উইলিয়াম সহ সমগ্র কলকাতা দখল করে (২০শে জুন)
* ব্রিটিশ হলওয়েলের মতে ১৭৫৬, ২০ শে জুন সিরাজ ক্ষুদ্র প্রকোষ্ঠে ১৪৬ জন ব্রিটিশ সৈন্যকে বন্দী করে ও ১২৩ জন মারা যায় এটি অন্ধকূপ হত্যা নামে পরিচিত (Black hole Tragedy)
* ১৭৫৭ খ্রিস্টাব্দে ৯ই ফেব্রুয়ারি সিরাজের সাথে ইংরেজদের আলিনগরের সন্ধি হয়
* সিরাজ কলকাতার নাম রাখেন আলিনগর
পলাশীর যুদ্ধ – ২৩ শে জুন, ১৭৫৭
* লর্ড ক্লাইভ vs সিরাজ
* জয়ী হয় ইংরেজরা
* সিরাজের পক্ষে প্রাণ হারায় মীরমদন,মোহনলাল ও সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করে মানিকচাঁদ, জগৎশেঠ, রায়দুর্লভ,মীরজাফর
* এই সময় মোঘল রাজা দ্বিতীয় আলমগির
à বাংলা শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা; [শেষ নবাব – মুবারক-উদ-দৌলা]
vi) মিরজাফর ও মিরকাশিম
* ১৭৫৭-১৭৬০, ১৭৬০-১৭৬৩
১৭৬৩-১৭৬৫
* সিরাজের পর বাংলার নবাব মিরজাফর
* ইংরেজদের হাতের পুতুল হয়ে না থাকার জন্য মিরজাফর ওলন্দাজদের সাথে যুক্ত হয়ে একসাথে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে ১৭৫৯ খ্রিস্টাব্দে (বিদরার যুদ্ধ)
* এটি বিদারার যুদ্ধ নামে পরিচিত ১৭৫৯ খ্রিস্টাব্দ
* এতে ইংরেজরা জয়ী হয় ও মিরজাফরকে অপসারণ করে মিরকাশিম কে নবাব করেন ১৭৬০খ্রী
* ১৭৬৩ খ্রিস্টাব্দে মিরকাশিম গিরিয়ার ও মুঙ্গের যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যায় চলে যায় ও বাংলার নবাব হয় মিরজাফর
* ১৭৬৩ খ্রিস্টাব্দে মিরকাশিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেন
বক্সারের যুদ্ধ ১৭৬৪
( মিরকাশিম+অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা+মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ) vs ইংরেজি (জয়ী)
* বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব মিরজাফর
* গভর্নর ডেঙ্গিটার্ট
* ইংরেজ সেনাপতি হেক্টর মুনরো
* ভারতের সাম্রাজ্য স্থাপনের পলাশীর যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ ছিল
vii) নাজম-উদ-দৌলা
* ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদের প্রথম সন্ধি ইংরেজ+সুজাউদ্দৌলা (অযোধ্যা)
* ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি ইংরেজ+দ্বিতীয় শাহ আলম (মুঘল)
* ১৭৬৫ খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ বাংলাতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে
* ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনব্যবস্থা বন্ধ করে
* ১৭৬৫ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজরা দেওয়ানী লাভ করে
viii) মুবারক-উদ-দৌলা
* বাংলার শেষ নবাব ; [শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ]
2) হায়দ্রাবাদ
* স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা নিজাম-উল-মুলুক; ১৭২৪ খ্রিস্টাব্দে
* এর অপর নাম আসাফ ঝাঁ, চিলকুলিচ খাঁ (ওরঙ্গজেব দেয়)
* ১৭৯৮ খ্রিস্টাব্দে প্রথম দেশীয় রাজা হিসেবে নিজাম আলি খান ওয়েলেসলির অধীনতা মূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন
3) অযোধ্যা
i) সাদাত খান
* ১৭২২ খ্রিস্টাব্দে অযোধ্যাতে স্বাধীন নবাবীর সূচনা করেন সাদাত খান
* ১৭৩৯ খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করলে তিনি বন্দী হন ও আত্মহত্যা করেন
ii) সফদর জভ
* সাদাত খানের পর নবাব হয়
* তাকে অযোধ্যার নবাব ‘’ওয়াজির’’ নামে ভূষিত করা হয়
iii)সুজা-উদ-দৌলা
* ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে পরাজিত হয় ইংরেজদের কাছে
* ১৭৬৪ খ্রিস্টাব্দে রোহিলখন্ড দখল করেন
iv) দ্বিতীয় সাদাত খাঁ
* ১৮০১ খ্রিস্টাব্দে ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করে
v) ওয়াজিদ আলি শাহ
* অযোধ্যার শেষ নবাব
* ১৮৫৬ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কুশাসনের অভিযোগে অযোধ্যা রাজ্যটি গ্রহণ করেন
4) মহীশূর
i) হায়দার আলি
* মহীশুরের স্বাধীন বংশের স্থাপিয়তা
* প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ ১৭৬৭-১৭৬৯
* হায়দার আলি + ইংরেজ
* ১৭৬৯ খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সমাপ্ত হয়
* দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ ১৭৮০-১৭৮৪
* ১৭৮০তে শুরু হয়
* ১৭৮১ খ্রিস্টাব্দে পোর্টনোভারের যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়েরকূট এর কাছে তিনি পরাজিত হন
* ১৭৮২ খ্রিস্টাব্দে হায়দার আলির মৃত্যু হয় ক্যান্সার রোগে
ii)টিপু সুলতান (হায়দারের পুত্র)
* ১৭৮৪ তে ম্যাঙ্গালোর সন্ধি (টিপু + ইংরেজ)
* তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ ১৭৯০-১৭৯২
* টিপু এবং ইংরেজ
* ১৭৯২ খ্রিস্টাব্দের শ্রীরঙ্গপত্তনম এর সন্ধি ধারা এর অবসান হয়
* চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ ১৭৯৯
* টিপু এবং ইংরেজ
* ১৭৯৯ খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে টিপু নিহত হয়
* টিপু সুলতানের ক্যাপিটাল শ্রীরঙ্গপত্তনম
* ইনি ফ্রান্সিস জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন
* ফ্রান্সের সাথে তার সম্পর্ক ভালো ছিল।
* তিনি প্রথম বিদেশে দূতাবাস পাঠিয়েছিলেন।
5) পাঞ্জাবের শিখশক্তি
* শিখ শব্দটি এসেছে শিষ্য থেকে
* ১০ জন শিখ গুরু ছিলেন
i) গুরু নানক
* প্রথম শিখ গুরু
* তিনি লাহোরের তালবন্দীগ্রামে রাবি নদীর তীরে জন্মগ্রহণ করেন ১৪৬৯ খ্রিস্টাব্দে
* তিনি বাবর,হুমায়ুন ও ইব্রাহিম লোদীর সমসাময়িক
ii) অঙ্গদ
* গুরুমুখী বর্ণমালার সূচনা করেছিলেন
* লঙ্গর ব্যবস্থা চালু করেন (যেখানে একসাথে রান্না হয়)
iii) অমর দাস
* আকবরের সাথে স্বাক্ষর করেন
iv) রামদাস
* চতুর্থ গুরু
* রামদাসকে আকবর একটি জমি দান করেন এবং এই জমিতে তিনি অমৃতসরে একটি স্বর্ণ মন্দির তৈরি করেন
* এই সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক হয়
v) গুরু অর্জুন সিং
* তিনি শিখ পন্থ প্রতিষ্ঠা করেন
* পঞ্চম গুরু
* তিনি আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব রচিত করেন
* উপাধি – ‘’সচ্চা বাদশাহ’’
* ১৬০৬ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের পুত্র খসরুকে আশ্রয় দেওয়ার জন্য জাহাঙ্গীর তাকে হত্যা করেন
* শিখ ধর্ম হিন্দু ধর্ম থেকে পুরো পৃথক করে
vi) হরগোবিন্দ
vii) হররায়
viii) হরকিষন
ix) তেগবাহাদুর (নবম গুরু)
* ১৬৭৫ খ্রিস্টাব্দে ওরঙ্গজেব তাকে হত্যা করেন
* নবম গুরু
x)গুরু গোবিন্দ সিংহ
* শেষ / দশম শিখ গুরু
* আত্মজীবনী বিচিত্র নাটক এবং তার ধর্মনিরপেক্ষতার গ্রন্থ ‘’দশম বাদশাহ কা গ্রন্থ’’।
* তিনি শিখদের নিয়ে একটি সামরিক বাহিনী গঠন করেন
* তিনি খলসা পন্থ চালু করেন (খলসা কথার অর্থ পবিত্র)
* এর ৫ জন শিষ্য ‘’পঞ্চপিয়ারে’’ নামে পরিচিত
* ১৭০৮ খ্রিস্টাব্দে পাঠান আততায়ী তাকে হত্যা করেন
বান্দা বাহাদুর
* গোবিন্দ সিংহের মৃত্যুর শিখদের নেতৃত্ব দেন বান্দাবাহাদুর
* উপাধি সাচ্চা বাদশাহ
* ফারুকশিয়ারের শাসনকালে ১৭১৬ খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়
রনজিৎ সিংহ
* পাঞ্জাব ১২ টি মিসলে ভাগ হয়ে যায় এর মধ্যে একটি ছিল সুকের চাকিয়া
* রনজিৎ সিংহ ছিলেন সুকের চাকিয়া মিসলের প্রধান
* একে বলা হয় Lion Of Punjab (পাঞ্জাবের কেশরী)
* ‘’সব লাল হো জায়েগা’’ এটাই রঞ্জিত সিং এর উক্তি
* ইনি স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা
* ভিক্টর জ্যাকিমো তাকে বলেছেন নেপোলিয়ন এর ক্ষুদ্র সংস্করণ
* ১৮০৯ খ্রিস্টাব্দে অমৃতসরের চুক্তি ( মেটাকফ + রণজিৎ সিং )
* ১৮৩১ খ্রিস্টাব্দে চিরস্থায়ী মিত্রতা নীতি স্থাপন করেন
* ১৮৩৮ খ্রিস্টাব্দে তিনি শাহসুজা ও ইংরেজদের সাথে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষর করেন
*প্রথম ইঙ্গো-শিখ যুদ্ধ ১৮৪৫-১৮৪৬
* দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ ১৮৪৯
* ১৮৪৯ খ্রিস্টাব্দে ডালহৌসি পাঞ্জাব কে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে
পাঞ্জাবের প্রথম কমিশনার হেনরি লরেন্স
6) মারাঠা
শিবাজী
* পিতা- শাহাজি ভোঁসলে ; মাতা- জিজাবাই
* জন্ম শিবনার দুর্গে (Shivneri Fort)(পুনে)
* অভিভাবক দাদাজি কোন্ডদেব
* ধর্মগুরু – তুকারাম ও রামদাস
* জন্ম – ১৬২৭ খ্রিস্টাব্দ ; মৃত্যু- ১৬৮০ খ্রিস্টাব্দ
বিজাপুরের সুলতান আদিল শাহের সেনাপতি আফজাল খাঁ শিবাজী কে হত্যা করতে এলে শিবাজী তাকে বাঘ নখ দ্বারা হত্যা করে
* ঔরঙ্গজেব তার মামা শায়েস্তা খাঁকে দায়িত্ব দেয় শিবাজী কে হত্যা করার জন্য কিন্তু শায়েস্তা খা আহত ও তার ছেলেকে হত্যা করেন শিবাজী
* ১৬৬৪ ও ১৬৭০ খ্রিস্টাব্দে শিবাজী ইংরেজদের ঘাঁটি সুরাট দখল করেন
* শিবাজী কে দমন করার জন্য ঔরঙ্গজেব জয়সিংহ দিল্লির খাঁকে নিয়োগ করে।
* ১৬৬৫ খ্রিস্টাব্দে শিবাজীর সাথে জয় সিংহের পুরন্দের সন্ধি হয়
* ১৬৭৪ খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে শিবাজীর রাজ্যভিষেক হয়
* উপাধি ছত্রপতি ও গোব্রাহ্মণ প্রতিপালক
* ১৬৮০ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়
* শিবাজী ছিলেন স্বাধীন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা
* তিনি ছিলেন গরিলা যুদ্ধে বিশ্বাসী
* শিবাজী তার গরিলা যুদ্ধ,প্রশাসন, Tax Collect প্রভৃতি পদ্ধতি অনুসরণ করেছিলেন আহমেদনগর সুলতান মালিক অম্বরের
* শিবাজীর পরবর্তী শাষকগণ
* শিবাজীর পর সিংহাসনে বসেন শম্ভূজি
* রাজারাম মারা গেলে তার পুত্র দ্বিতীয় শিবাজী (এর মা তারাবাই)
* শম্ভূজির পুত্র শাহু
* শাহু (১৭০৭-১৭৪৯)
* ১৭০৭ খ্রিস্টাব্দে বালাজি বিশ্বনাথের সাহায্যে সাহু তারাবাইকে (দ্বিতীয় শিবাজীকে) পরাজিত করে
* এর সময় ১৭১৩ খ্রিস্টাব্দে পেশোয়া পদ চালু হয়
* মারাঠা প্রশাষনিক ব্যবস্থা
* অষ্টপ্রধান
* শিবাজীর শাসন ব্যবস্থার সাথে যুক্ত ৮ জন মন্ত্রী কে বলা হয় অষ্টপ্রধান
* অষ্ঠপ্রধান এর প্রধান পেশোয়া (Prime Minister)
i) পেশোয়া – প্রধানমন্ত্রী v) পণ্ডিতরাও – রাজার ধর্মীয় পরামর্শদাতা
ii) অমাত্য – রাজস্ব/অর্থমন্ত্রী vi) ন্যায়াধিশ – প্রধান বিচারক
iii) সরই-নৌবত – সেনাপতি vii) অকিয়ানবীশ – গৃহমন্ত্রী
iv) সুমন্ত – বিদেশ মন্ত্রী viii) স্বর্ণাবিশ/সচিব – সামরিক
* পরবর্তীকালে রাজা রাম প্রতিনিধি নাশক নবম পদের সৃষ্টি করে
* মারাঠা রাজ্য দু ধরনের অঞ্চল ছিল –
* স্বরাজ মারাঠাদের নিজস্ব শাষনাধীন এলাকা
* মুলকাগিরি মুঘল সাম্রাজ্যের সেই সকল অংশ যারা মারাঠাদের বশ্যতা স্বীকার করে তাদের নিয়মিত কর দিত
* সমগ্র স্বরাজ ভুক্ত এলাকা চারটি মহাল / প্রান্ত / সুবায় বিভক্ত ছিল
* পাতিল বা দেশপান্ডে নামক কর্মচারীর রাজস্ব আদায়,পুলিশি ব্যবস্থার তদারকি ও স্থানীয় বিরোধের মীমাংসা করত
* দুর্গের দায়িত্ব তিনজন সামরিক বাহিনীতে নিয়োগ করা হতো এরা হলো হাবিলদার সরনিশ ও স্বর্ণবৎ
* শিবাজীর অশ্বারোহী বাহিনী বর্গী ও শিলাদার নামে দুটি ভাগে বিভক্ত ছিল
* বরগীর / বর্গী – সরকারি সেনা
* শিলাদার – বেসরকারি সেনা
* জমি পরিমাপের মান বা একক ছিল কাঠি
* দু প্রকার ট্যাক্স নিত চৌথ ( উৎপন্ন ফসলের অংশ )
ও স্বরদেশমুখি ( উৎপন্ন ফসলের অংশ )
* রাজস্ব ও প্রশাসনিক নথিপত্রের বিবরণ রাখতে মারাঠারা তাদের প্রাথমিক ভাষায় মোদি লিপির ব্যবহার করত
পেশোয়াগন
1) বালাজি বিশ্বনাথ ১৭৯৩-১৭২০ খ্রিস্টাব্দ
* ১৭১৩ খ্রিস্টাব্দে মারাঠাদের পেশোয়া পদের প্রাধান্য বৃদ্ধি পায় এবং শাহু বালাজি বিশ্বনাথকে পেশোয়া পদে বসান
* প্রথম পেশোয়া হলেন বালাজি বিশ্বনাথ
* শাহু একে উপাধি দেন সেনাকর্তা (Maker of Army)
* ১৭১৯ খ্রিস্টাব্দে বালাজি বিশ্বনাথের পরামর্শে শাহু সৈয়দ ভাতৃদ্বয়ের সাহায্যে মুঘল সম্রাট ফারুকশিয়ার কে হত্যা করেন
2) প্রথম বাজিরাও ১৭২০-১৭৪০
* প্রথম বাজিরাও এর শাসনকালে মারাঠা সাম্রাজ্য উন্নতির শিখরে পৌঁছায় ইনি কোন যুদ্ধে পরাজিত হননি
* মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা
* এর সময় থেকে পেশোয়াবাদ বংশানুক্রমিক হারে হয়ে যায়
* তিনি হিন্দু পাদ-পাদশাহি ( অখন্ড হিন্দু সাম্রাজ্য স্থাপন )প্রতিষ্ঠা করেন
* শিবাজীর পর ইনি ছিলেন শ্রেষ্ঠ গরিলা যুদ্ধ বিশারদ
* গ্র্যান্ট ডাফ একে বলেছেন ‘’মারাঠা জাতির নেপোলিয়ন’’
* ইনি সাহু কে বলেছেন ‘’মৃতপ্রায় শুষ্ক বৃক্ষের কান্ড আঘাত করলে শাখা প্রশাখা গুলি আপনার থেকে ঋরে পড়বে’’
* ১৭৩৯ খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করে
3) বালাজী বাজিরাও ১৭৪০- ১৭৬১
* অপর নাম – নানা সাহেব
* তিনি হিন্দু পাদ পাদশাহি নীতি বাতিল করেন
* এর সময় মারাঠা রাজ্যের সর্বাধিক বিস্ততি লাভ করে
* পানিপথের তৃতীয় যুদ্ধ ১৪ই জানুয়ারি ১৭৬১ খ্রিস্টাব্দ
* মারাঠাড়া পাঞ্জাব দখল করে আহম্মদ শাহ আবদালি (আফগান) এর সাথে বিশ্বাস রাও সদাশিব রাও (মারাঠা) এর যুদ্ধ হয় এতে মারাঠারা পরাজিত হয়। ; আহমদ শাহ আবদালি (আফগান) vs বিশ্বাস রাও ও সদাশিব রাও(মারাঠা)
* পরাজয়ের খবর শুনে বালাজি বিশ্বনাথ মারা যায়
* ১৮ শতকে সবথেকে বড় যুদ্ধ ; * এই সময় মুঘল রাজা দ্বিতীয় শাহ আলম
4) মাধব রাও ১৭৬১-১৭৬২
5) নারায়ন রাও
6) দ্বিতীয় মাধব রাও ১৭৭৩-১৭৯৫
* প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ ১৭৭৫-১৭৮২
এই যুদ্ধের নেতৃত্বে দেন নানা ফড়নবিশ ও মহাদজি সিন্ধিয়া
নানা ফড়নবিশ – মারাঠা মেকিয়াভেলি
গঠন করেন কাউন্সিল অফ বার ভাইয়াস
আসল নাম বালাজি জনার্দন ভানু
* সলবাই সন্ধি ১৭৮২ খ্রিস্টাব্দে [ মারাঠা (মাধব রাও) + ইংরেজ ]
7) দ্বিতীয় বাজিরাও ১৭৯৪-১৮১৮
* বেসিনের সন্ধি ১৮০২
* ১৮১৮ খ্রিস্টাব্দে পেশোয়া পদ বিলুপ্তি করে লর্ড হেস্টিংস
* শেষ পেশোয়ান দ্বিতীয় বাজিরাও ১৮১৮ খ্রিস্টাব্দ পর্যন্ত
মারাঠা শাষক | সমসাময়িক মুঘল | পেশোয়া | সমসাময়িক মুঘল |
শিবাজী | শাহাজাহন & ঔরঙ্গজেব | বালাজি বিশ্বনাথ | ফারুকশিয়ার |
শম্ভূজি | ঔরঙ্গজেব | প্রথম বাজিরাও | মহম্মদ শাহ |
রাজারাম,দ্বিতীয় শিবাজী | ঔরঙ্গজেব |
* ইংরেজদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ :-
* প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধ ১৮১৪ খ্রিস্টাব্দ – সগৌলির সন্ধি ১৮১৬ খ্রিস্টাব্দ (নেপাল+ইংরেজ)
* দ্বিতীয় ইঙ্গ নেপাল যুদ্ধ ১৮১৬ খ্রিস্টাব্দ
* প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ ১৮৩৯ – ১৮৪২ খ্রিস্টাব্দ
* দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ ১৮৭৮ – ১৮৮০ খ্রিস্টাব্দ
* তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধ ১৯১৯ – রাওলা পিণ্ডির সন্ধি ১৯১৯ খ্রিস্টাব্দ
* প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ ১৮২৪-১৮২৬ খ্রিস্টাব্দ -১৮২৬ – ইয়ান্দাবুর সন্ধি
* দ্বিতীয় ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ ১৮৫২ খ্রিস্টাব্দ
* তৃতীয় ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ ১৮৮৬ খ্রিস্টাব্দ
Previous year questions
- মুর্শিদকুলি খাঁ বাংলার নবাব ছিলেন –
A. ১৭০৭-১৭১৭ B. ১৭১৭-১৭২৭ C. ১৭২৭-১৭৩৭ D. ১৭৩৭-১৭৪৭ | পরীক্ষাঃ RRB NTPC (2020), SSC CGL (2021)
✔ উত্তর: B. ১৭১৭-১৭২৭ - মুর্শিদকুলি খাঁর প্রকৃত নাম ছিল –
A. আলী মোহাম্মদ B. মহম্মদ হাদি C. হোসেন আলি D. খাজা সালেহ | পরীক্ষাঃ RRB NTPC (2021), WBPSC (2020)
✔ উত্তর: B. মহম্মদ হাদি - মুর্শিদকুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে স্থানান্তর করেন –
A. কলকাতা B. গৌড় C. মুর্শিদাবাদ D. চন্দননগর | পরীক্ষাঃ SSC CHSL (2021), WBPSI (2021)
✔ উত্তর: C. মুর্শিদাবাদ - বাংলার নবাব হিসেবে মুর্শিদকুলি খাঁর পর কে হন?
A. আলীবর্দী খাঁ B. মিরজাফর C. সরফরাজ খাঁ D. সুজাউদ্দিন খাঁ | পরীক্ষাঃ RRB GrD (2020), SSC CGL (2022)
✔ উত্তর: D. সুজাউদ্দিন খাঁ - গিরিয়ার যুদ্ধে আলীবর্দী খাঁ পরাজিত করেন –
A. মিরকাশিমকে B. মিরজাফরকে C. সরফরাজ খাঁকে D. ঘসেটি বেগমকে | পরীক্ষাঃ RRB NTPC (2022), WBPSC (2021)
✔ উত্তর: C. সরফরাজ খাঁকে - “স্থলে আগুন লাগলে তা নিবারণ করা কঠিন হয়ে পড়ে জলে আগুন লাগলে তা নিবারণ করবে কে?” — এই উক্তি কার?
A. সিরাজ-উদ-দৌলা B. মিরজাফর C. আলীবর্দী খাঁ D. সুজাউদ্দিন খাঁ | পরীক্ষাঃ WBPSI (2020), SSC CGL (2022)
✔ উত্তর: C. আলীবর্দী খাঁ - ইংরেজদের সাথে সিরাজের বিরোধের একটি কারণ –
A. যুদ্ধপ্রস্তুতি B. উপঢৌকন দিতে দেরি C. ট্যাক্স আদায় D. ফারুকশিয়ার আদেশ | পরীক্ষাঃ RRB ALP (2020), WBPSC (2021)
✔ উত্তর: B. উপঢৌকন দিতে দেরি - ১৭৫৬ সালে সিরাজ কলকাতা দখল করে কবে?
A. ২৩ জুন B. ২০ জুন C. ১৫ জুলাই D. ১ আগস্ট | পরীক্ষাঃ RRB NTPC (2021), SSC MTS (2020)
✔ উত্তর: B. ২০ জুন - অন্ধকূপ হত্যাকাণ্ড (Black Hole Tragedy) এর সাথে জড়িত ছিলেন –
A. ক্লাইভ B. হেক্টর মুনরো C. হলওয়েল D. রবার্ট ক্যানিং | পরীক্ষাঃ SSC CGL (2020), WBPSI (2022)
✔ উত্তর: C. হলওয়েল - সিরাজ কলকাতার নাম পরিবর্তন করে কী রাখেন?
A. আলিনগর B. সিরাজপুর C. নবাবগঞ্জ D. হোসেনাবাদ | পরীক্ষাঃ WBPSC (2021), SSC CGL (2022)
✔ উত্তর: A. আলিনগর - পলাশীর যুদ্ধ হয় কবে?
A. ১৭৫৬ সালের ২০ জুন B. ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি C. ১৭৫৭ সালের ২৩ জুন D. ১৭৫৯ সালের ১৭ অক্টোবর | পরীক্ষাঃ RRB NTPC (2020), SSC CHSL (2021), WBPSI (2021)
✔ উত্তর: C. ১৭৫৭ সালের ২৩ জুন - পলাশীর যুদ্ধে সিরাজের পক্ষে প্রাণ হারান –
A. রায়দুর্লভ B. মীরজাফর C. জগৎশেঠ D. মীর মদন | পরীক্ষাঃ RRB NTPC (2021), WBPSC (2022)
✔ উত্তর: D. মীর মদন - পলাশীর যুদ্ধের সময় মোঘল সম্রাট ছিলেন –
A. প্রথম আলমগির B. দ্বিতীয় আলমগির C. দ্বিতীয় শাহ আলম D. শাহজাহান | পরীক্ষাঃ SSC CGL (2021), WBPSC (2020)
✔ উত্তর: B. দ্বিতীয় আলমগির - বাংলা শেষ স্বাধীন নবাব কে?
A. মিরকাশিম B. সিরাজ-উদ-দৌলা C. মুবারক-উদ-দৌলা D. নাজম-উদ-দৌলা | পরীক্ষাঃ SSC CGL (2022), RRB GrD (2021)
✔ উত্তর: B. সিরাজ-উদ-দৌলা - বিদারার যুদ্ধ সংঘটিত হয় –
A. 1759 B. ১৭৬৪ C. ১৭৬৫ D. ১৭৬৬ | পরীক্ষাঃ RRB NTPC (2020), SSC MTS (2021)
✔ উত্তর: A. 1759 - মিরকাশিম রাজধানী স্থানান্তর করেন –
A. ঢাকা থেকে কলকাতা B. মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে C. কলকাতা থেকে পাটনা D. আলিনগর থেকে ঢাকা | পরীক্ষাঃ RRB ALP (2020), WBPSI (2022)
✔ উত্তর: B. মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে - বক্সারের যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন –
A. লর্ড ক্লাইভ B. হলওয়েল C. হেক্টর মুনরো D. ডালহৌসি | পরীক্ষাঃ SSC CGL (2021), RRB NTPC (2021)
✔ উত্তর: C. হেক্টর মুনরো - বক্সারের যুদ্ধ সংঘটিত হয় –
A. ১৭৬৩ B. ১৭৬৪ C. ১৭৬৫ D. ১৭৬৬ | পরীক্ষাঃ SSC CHSL (2020), WBPSI (2021)
✔ উত্তর: B. ১৭৬৪ - এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয় –
A. ইংরেজ ও সুজাউদ্দিন B. ইংরেজ ও শাহ আলম C. ইংরেজ ও সিরাজ D. ইংরেজ ও আলীবর্দী | পরীক্ষাঃ RRB NTPC (2020), WBPSC (2022)
✔ উত্তর: B. ইংরেজ ও শাহ আলম - বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন –
A. ওয়ারেন হেস্টিংস B. রবার্ট ক্লাইভ C. কর্নওয়ালিস D. ডালহৌসি | পরীক্ষাঃ RRB GrD (2020), SSC CGL (2022)
✔ উত্তর: B. রবার্ট ক্লাইভ - দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করেন –
A. রবার্ট ক্লাইভ B. হেক্টর মুনরো C. ওয়ারেন হেস্টিংস D. মিরকাশিম | পরীক্ষাঃ SSC CGL (2020), WBPSC (2021)
✔ উত্তর: C. ওয়ারেন হেস্টিংস - ইংরেজরা দেওয়ানী লাভ করে –
A. ১৭৬৪ সালে B. ১৭৬৫ সালে C. ১৭৭২ সালে D. ১৭৬৩ সালে | পরীক্ষাঃ RRB ALP (2020), SSC CGL (2022)
✔ উত্তর: B. ১৭৬৫ সালে - বাংলার শেষ নবাব কে?
A. সিরাজ-উদ-দৌলা B. নাজম-উদ-দৌলা C. মুবারক-উদ-দৌলা D. মিরকাশিম | পরীক্ষাঃ WBPSI (2021), SSC MTS (2020)
✔ উত্তর: C. মুবারক-উদ-দৌলা - স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) নিজাম-উদ-দৌলা B) নিজাম-উল-মুলুক C) সাদাত খান D) হায়দার আলি — RRB NTPC 2016, SSC CGL 2020
✔ উত্তর: B) নিজাম-উল-মুলুক - অযোধ্যার স্বাধীন নবাব সাদাত খান কবে নবাবী শুরু করেন?
A) 1720 B) 1722 C) 1724 D) 1739 — SSC CHSL 2019, WBPSC 2022
✔ উত্তর: C) 1724 - অযোধ্যার কোন নবাবকে “ওয়াজির” নামে ভূষিত করা হয়?
A) সাদাত খান B) সফদর জং C) সুজা-উদ-দৌলা D) ওয়াজিদ আলি শাহ — SSC MTS 2021, WBP Constable 2023
✔ উত্তর: B) সফদর জং - কে বক্সারের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন?
A) সাদাত খান B) টিপু সুলতান C) সুজা-উদ-দৌলা D) হায়দার আলি — SSC CGL 2017, RRB ALP 2018, WBPSI 2024
✔ উত্তর: C) সুজা-উদ-দৌলা - অযোধ্যার শেষ নবাব কে ছিলেন?
A) দ্বিতীয় সাদাত খাঁ B) সাদাত খান C) ওয়াজিদ আলি শাহ D) সফদর জং — RRB Gr D 2018, WBPSC 2020
✔ উত্তর: C) ওয়াজিদ আলি শাহ - মহীশূরের স্বাধীন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) টিপু সুলতান B) হায়দার আলি C) রঞ্জিত সিং D) সাদাত খান — SSC CHSL 2018, RRB NTPC 2020
✔ উত্তর: B) হায়দার আলি - কোন যুদ্ধে হায়দার আলি পরাজিত হন?
A) পোর্টনোভা ১৭৮১ B) বক্সার ১৭৬৪ C) পানিপথ ১৭৬১ D) প্লাসি ১৭৫৭ — SSC CGL 2016, WBPSI 2021
✔ উত্তর: A) পোর্টনোভা ১৭৮১
31. টিপু সুলতানের সঙ্গে কোন সন্ধি হয়েছিল ১৭৮৪ খ্রিস্টাব্দে?
A) শ্রীরঙ্গপত্তনম B) ম্যাঙ্গালোর C) মাদ্রাজ D) লাহোর
পরীক্ষা: SSC MTS 2020, RRB NTPC 2019
✅ উত্তর: B) ম্যাঙ্গালোর
32. টিপু সুলতান কোন যুদ্ধে নিহত হন?
A) তৃতীয় ইঙ্গ মহীশূর B) দ্বিতীয় ইঙ্গ মহীশূর C) চতুর্থ ইঙ্গ মহীশূর D) প্রথম ইঙ্গ মহীশূর
পরীক্ষা: RRB ALP 2018, WBPSC 2023, SSC CGL 2021
✅ উত্তর: C) চতুর্থ ইঙ্গ মহীশূর
33. শিখ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
A) সাচ্চা B) গুরু C) শিষ্য D) সাধু
পরীক্ষা: RRB Gr D 2019, SSC CHSL 2017
✅ উত্তর: C) শিষ্য
34. কোন শিখ গুরু গুরুমুখী বর্ণমালার সূচনা করেন?
A) গুরু নানক B) অঙ্গদ C) অর্জুন সিং D) রামদাস
পরীক্ষা: SSC MTS 2018, WBPSC 2021
✅ উত্তর: B) অঙ্গদ
35. কে স্বর্ণ মন্দির নির্মাণ করেন?
A) অঙ্গদ B) অমর দাস C) রামদাস D) হরগোবিন্দ
পরীক্ষা: SSC CGL 2020, RRB NTPC 2022
✅ উত্তর: C) রামদাস
36. কে “আদি গ্রন্থ” রচনা করেন এবং “সচ্চা বাদশাহ” উপাধি পান?
A) তেগবাহাদুর B) গুরু নানক C) গুরু অর্জুন সিং D) হরকিষন
পরীক্ষা: WBPSC 2023, SSC CHSL 2021
✅ উত্তর: C) গুরু অর্জুন সিং
37. কে খলসা পন্থ চালু করেন?
A) তেগবাহাদুর B) গুরু গোবিন্দ সিং C) গুরু অর্জুন সিং D) বান্দা বাহাদুর
পরীক্ষা: SSC CGL 2018, RRB Gr D 2020, WBPSI 2022
✅ উত্তর: B) গুরু গোবিন্দ সিং
38. বান্দা বাহাদুর কাকে নেতৃত্ব দিয়েছিলেন?
A) ব্রিটিশ সেনা B) শিখ সেনা C) মুঘল সেনা D) মারাঠা বাহিনী
পরীক্ষা: SSC MTS 2019, WBPSC 2020
✅ উত্তর: B) শিখ সেনা
39. রঞ্জিত সিং কোন মিসলের প্রধান ছিলেন?
A) সুন্দারিয়া B) সুকের চাকিয়া C) পাতিয়ালা D) কানহেয়া
পরীক্ষা: SSC CHSL 2016, RRB NTPC 2021
✅ উত্তর: B) সুকের চাকিয়া
40. “সব লাল হো জায়েগা” – এই উক্তিটি কার?
A) টিপু সুলতান B) হায়দার আলি C) রঞ্জিত সিং D) ডালহৌসি
পরীক্ষা: WBPSC 2019, RRB ALP 2022
✅ উত্তর: C) রঞ্জিত সিং
41. রঞ্জিত সিং কবে অমৃতসরের চুক্তি করেন?
A) ১৮৩১ B) ১৮০৯ C) ১৮৪৫ D) ১৮৪৯ — SSC CGL 2017, WBPSC 2021
✅ সঠিক উত্তর: B) ১৮০৯
42. রনজিৎ সিংহ কে,কে বলেছেন “নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ”?
A) ভিক্টর জ্যাকিমো B) মেটাকফ C) লর্ড ক্যানিং D) হেনরি লরেন্স — WBPSI 2023, SSC CHSL 2020
✅ সঠিক উত্তর: A) ভিক্টর জ্যাকিমো
43. কোন বছরে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ হয়?
A) ১৮৪৫ B) ১৮৪৬ C) ১৮৪৯ D) ১৮৫৭ — SSC MTS 2019, RRB Gr D 2018
✅ সঠিক উত্তর: C) ১৮৪৯
44. পাঞ্জাবের প্রথম ব্রিটিশ কমিশনার কে ছিলেন?
A) হেনরি লরেন্স B) মেটাকফ C) লর্ড ডালহৌসি D) উইলিয়াম বেন্টিঙ্ক — SSC CGL 2022, WBP Constable 2024
✅ সঠিক উত্তর: A) হেনরি লরেন্স
45. শিবাজীর জন্মস্থান কোথায়?
A) শিবনার দুর্গ B) রায়গড় দুর্গ C) সিংহগড় দুর্গ D) দৌলতাবাদ দুর্গ — SSC CGL 2011
✅ সঠিক উত্তর: A) শিবনার দুর্গ
46. শিবাজীর পিতার নাম কী ছিল?
A) শাহাজি ভোঁসলে B) শম্ভুজি C) রাজারাম D) বালাজি বিশ্বনাথ — RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: A) শাহাজি ভোঁসলে
47. শিবাজীর ধর্মগুরুর নাম কী ছিল?
A) তুকারাম ও রামদাস B) সন্ত একনাথ C) সন্ত নামদেব D) সন্ত ধ্যানেশ্বর — SSC CGL 2012
✅ সঠিক উত্তর: A) তুকারাম ও রামদাস
48. শিবাজী কাকে বাঘনখ দ্বারা হত্যা করেন?
A) আফজল খাঁ B) শায়েস্তা খাঁ C) জয় সিংহ D) আদিল শাহ — WBP Constable 2019
✅ সঠিক উত্তর: A) আফজল খাঁ
49. শিবাজীর রাজ্যাভিষেক কোথায় হয়েছিল?
A) রায়গড় দুর্গ B) শিবনার দুর্গ C) সিংহগড় দুর্গ D) দৌলতাবাদ দুর্গ — SSC CGL 2011
✅ সঠিক উত্তর: A) রায়গড় দুর্গ
50. শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়েছিল?
A) ১৬৭৪ খ্রিস্টাব্দ B) ১৬৮০ খ্রিস্টাব্দ C) ১৬৬৫ খ্রিস্টাব্দ D) ১৬২৭ খ্রিস্টাব্দ — SSC CGL 2011
✅ সঠিক উত্তর: A) ১৬৭৪ খ্রিস্টাব্দ
51. শিবাজীর উপাধি কী ছিল?
A) ছত্রপতি B) মহারাজা C) রাজাধিরাজ D) সম্রাট — SSC CHSL 2015
✅ সঠিক উত্তর: A) ছত্রপতি
52. শিবাজীর মৃত্যুবরণ কবে হয়েছিল?
A) ১৬৮০ খ্রিস্টাব্দ B) ১৬৭৪ খ্রিস্টাব্দ C) ১৬৬৫ খ্রিস্টাব্দ D) ১৬২৭ খ্রিস্টাব্দ — SSC CGL 2012
✅ সঠিক উত্তর: A) ১৬৮০ খ্রিস্টাব্দ
53. শিবাজীর পর মারাঠা সিংহাসনে কে বসেন?
A) শম্ভুজি B) রাজারাম C) দ্বিতীয় শিবাজী D) শাহু — WBPSC 2018
✅ সঠিক উত্তর: A) শম্ভুজি
54. মারাঠা প্রশাসনিক ব্যবস্থায় অষ্টপ্রধানের প্রধান কে ছিলেন?
A) পেশোয়া B) সেনাপতি C) অমাত্য D) সুমন্ত — SSC CGL 2013
✅ সঠিক উত্তর: A) পেশোয়া
55. মারাঠাদের মধ্যে প্রথম পেশোয়া কে ছিলেন?
ক) প্রথম বাজিরাও খ) মাধব রাও গ) বালাজি বিশ্বনাথ ঘ) দ্বিতীয় বাজিরাও 📝 RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: গ) বালাজি বিশ্বনাথ
56. কোন পেশোয়ার শাসনকালে মারাঠা সাম্রাজ্য সর্বোচ্চ বিকাশ লাভ করে?
ক) প্রথম বাজিরাও খ) বালাজি বিশ্বনাথ গ) বালাজি বাজিরাও ঘ) দ্বিতীয় মাধব রাও 📝 SSC CGL 2021, WBPSC Misc 2018
✅ সঠিক উত্তর: গ) বালাজি বাজিরাও
57. কোন পেশোয়ার সময় থেকে পেশোয়া পদ বংশানুক্রমিক হয়?
ক) বালাজি বিশ্বনাথ খ) প্রথম বাজিরাও গ) মাধব রাও ঘ) দ্বিতীয় বাজিরাও 📝 RRB ALP 2018
✅ সঠিক উত্তর:খ) প্রথম বাজিরাও
58. “মারাঠা জাতির নেপোলিয়ন” কাকে বলা হয়?
ক) বালাজি বিশ্বনাথ খ) প্রথম বাজিরাও গ) বালাজি বাজিরাও ঘ) মহাদজি সিন্ধিয়া 📝 SSC CHSL 2019, WBPSI 2020
✅ সঠিক উত্তর: খ) প্রথম বাজিরাও
59. কোন পেশোয়া “হিন্দু পাদ-পাদশাহি” নীতি বাতিল করেন?
ক) প্রথম বাজিরাও খ) বালাজি বিশ্বনাথ গ) বালাজি বাজিরাও ঘ) দ্বিতীয় বাজিরাও 📝 WBPSC Food SI 2019
✅ সঠিক উত্তর: গ) বালাজি বাজিরাও
60. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়?
ক) ১৭৩৯ খ্রিঃ খ) ১৭৫৭ খ্রিঃ গ) ১৭৬১ খ্রিঃ ঘ) ১৭৮২ খ্রিঃ 📝 SSC MTS 2020, RRB NTPC 2019, WBPSC 2022
✅ সঠিক উত্তর: গ) ১৭৬১ খ্রিঃ
61. পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের নেতৃত্বে কারা ছিলেন?
ক) মাধব রাও ও নারায়ণ রাও খ) বিশ্বাস রাও ও সদাশিব রাও গ) বাজিরাও ও সিন্ধিয়া ঘ) শাহু ও বিশ্বনাথ 📝 WBPSC Misc 2017, SSC CGL 2018
✅ সঠিক উত্তর: খ) বিশ্বাস রাও ও সদাশিব রাও
62. পানিপথের যুদ্ধে মারাঠাদের পরাজয়ের পরে কোন পেশোয়া মারা যান?
ক) বালাজি বিশ্বনাথ খ) বালাজি বাজিরাও গ) প্রথম বাজিরাও ঘ) দ্বিতীয় মাধব রাও 📝 WBPSI 2019
✅ সঠিক উত্তর: খ) বালাজি বাজিরাও
63. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে হয়?
ক) ১৭৩৭-৪০ খ) ১৭৫৭-৬১ গ) ১৭৭৫-৮২ ঘ) ১৭৯৯-১৮০২ 📝 RRB GrD 2018, SSC CHSL 2021
✅ সঠিক উত্তর: গ) ১৭৭৫-৮২
64. “মারাঠা মেকিয়াভেলি” নামে পরিচিত ছিলেন কে?
ক) মহাদজি সিন্ধিয়া খ) শাহু গ) নানা ফড়নবিশ ঘ) গ্র্যান্ট ডাফ 📝 WBPSC 2021, SSC MTS 2022
✅ সঠিক উত্তর: গ) নানা ফড়নবিশ
65. সলবাই সন্ধি কাদের মধ্যে হয়?
ক) মারাঠা-মুঘল খ) মারাঠা-আফগান গ) মারাঠা-ইংরেজ ঘ) ইংরেজ-ফরাসি 📝 SSC CGL 2016, RRB NTPC 2020
✅ সঠিক উত্তর: গ) মারাঠা-ইংরেজ
66. বেসিনের সন্ধি কত সালে হয়?
ক) ১৭৬১ খ) ১৭৮২ গ) ১৮০২ ঘ) ১৮১৮ 📝 WBPSC Misc 2019, RRB ALP 2018
✅ সঠিক উত্তর: গ) ১৮০২
67. কে পেশোয়া পদ বিলুপ্ত করেন?
ক) লর্ড ক্লাইভ খ) লর্ড হেস্টিংস গ) ওয়ারেন হেস্টিংস ঘ) ডালহৌসি 📝 SSC CHSL 2020, WBPSC Clerkship 2022
✅ সঠিক উত্তর: খ) লর্ড হেস্টিংস