আধুনিক ভারতে শিক্ষাব্যবস্থা 6

আধুনিক ভারতে শিক্ষাব্যবস্থা এই বিষয় নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের প্রশ্নাবলী(SSC, RRB ,WBPSC,WBP)

আধুনিক ভারতে শিক্ষা ব্যবস্থা

𕕁 ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান( আধুনিক ভারতে শিক্ষাব্যবস্থা)

                          প্রতিষ্ঠান    সাল            প্রতিষ্ঠাতা
কলকাতা মাদ্রাসা (আলিয়া বিশ্ববিদ্যালয়) ১৭৮১ ওয়ারেন হেস্টিংস
 এশিয়াটিক সোসাইটি ১৭৮৪ উইলিয়াম জোন্স
 বেনারস সংস্কৃত কলেজ ১৭৯১ জোনাথন ডানকান
 ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০লর্ড ওয়েলেসলি
 হিন্দু কলেজ ১৪১৭ ডেভিড হেয়ার
 হেয়ার স্কুল  ১৮১৭ ডেভিড হেয়ার
 শ্রীরামপুর কলেজ ১৮১৮ উইলিয়াম কেরি
 অ্যাংলো হিন্দু স্কুল ১৮২২ রামমোহন রায়
 বেদান্ত কলেজ ১৮২৫রামমোহন রায়
 কলকাতা মেডিকেল কলেজ ১৮৩৫উইলিয়াম বেন্টিঙ্ক
 কলকাতা,বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় ১৮৫৭
 Scientific society১৮৬৪ সৈয়দ আহমেদ
মহামেডাম  অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ (আলিগড়) ১৮৭৫ সৈয়দ আহমেদ
দয়া নন্দ আ্যংলো বৈদিক কলেজ ১৮৮৬ লালা হংসরাজ
 গুরুকুল আশ্রম (হরিদ্দার) ১৯০২  স্বামী শ্রদ্ধানন্দ
 বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ১৯১৬ মদন মোহন মালভূম
 ডেকান এডুকেশন সোসাইটি ১৮৮০ মহাদেব গোবিন্দ রানাভে

Note –

* ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ১৯১৬ সালে , প্রতিষ্ঠাতা D.K কার্ভে

* কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ও প্রথম ভারতীয় উপাচার্য – গুরুদাস বন্দ্যোপাধ্যায়

* ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে – ওয়ার্ড ও কারি ব্যাপটিস্ট মিশন গঠন করে

শিক্ষা সংক্রান্ত কিছু ব্রিটিশ আইন * (আধুনিক ভারতে শিক্ষাব্যবস্থা)

1) Charter Act – 1813

* ভারতের শিক্ষার জন্য বছরে এক  লক্ষ টাকা দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি

2) মেকলে মিনিট (১৮৩৫)

* এর সুপারিশ উইলিয়াম বন্টিং ১৮৩৫ খ্রিস্টাব্দে ইংরেজি ভাষা কে সরকারি ভাষা রূপে মান্যতা

3) লর্ড হার্ডিঞ্জের নীতি

* ১৮৮৪ খ্রিস্টাব্দে সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেওয়া হয়

4) উডের ডেসপ্যাচ

* ১৮৫৪ খ্রিস্টাব্দে শিক্ষার সংক্রান্ত

* একে বলে ভারত পাশ্চাত্য শিক্ষার বিস্তারের Magna Carta (মহাসনদ)

* এতে প্রথম প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কারের উল্লেখ করা হয়

* এর সুপারিশে ১৮৯৭ খ্রিস্টাব্দে কলকাতা,বোম্বে,মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়

5) হান্টার কমিশন

* ১৮৮২ খ্রিস্টাব্দে আসে

* প্রধানত প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সুপারিশ করা হয়

6)  রালে কমিশন

* ১৯০২ সালে আসে, এর দুজন ভারতীয় সদস্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও হুসেন বিল গার্মি

* এই কমিশনের সুপারিশে ১৯০৪ খ্রিস্টাব্দে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন করেন

7) স্যাডলার কমিশন

* ১৯১৭ সালে গঠিত হয় ও রিপোর্ট জমা দেয়  ১৯১৯

* অপর নাম কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন

8) ওয়ার্ধা পরিকল্পনা১৯৩৭

9)  সার্জেন্ট পরিকল্পনা১৯৪৪

10) কোঠারি কমিশন১৯৬৪

Note –

i) ১৯২১ – খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন

ii) ১৯১৭ – বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন – জগদীশচন্দ্র বসু

iii) ১৯১৪ – কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপন করেন – আশুতোষ মুখোপাধ্যায়

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Prevoious Year Questions(আধুনিক ভারতে শিক্ষাব্যবস্থা)

  1. কলকাতা মাদ্রাসা (আলিয়া বিশ্ববিদ্যালয়) কবে প্রতিষ্ঠিত হয়?
    A. ১৭৮১ B. ১৭৮৪ C. ১৭৯১ D. ১৮০০ | RRB NTPC 2016, WBPSC 2022
    ✅ সঠিক উত্তর: A. ১৭৮১
  2. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    A. উইলিয়াম জোন্স B. ওয়ারেন হেস্টিংস C. ডেভিড হেয়ার D. লর্ড ক্যানিং | SSC CGL 2019, WBPSC 2021
    ✅ সঠিক উত্তর: A. উইলিয়াম জোন্স
  3. বেনারস সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
    A. ১৭৯১ B. ১৮০০ C. ১৮১৭ D. ১৮৩৫ | RRB NTPC 2016
    ✅ সঠিক উত্তর: A. ১৭৯১
  4. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
    A. লর্ড ওয়েলেসলি B. লর্ড কার্নওয়ালিস C. জেমস প্রিন্সেপ D. উইলিয়াম বেন্টিঙ্ক | SSC CHSL 2020, WBPSC 2023
    ✅ সঠিক উত্তর: A. লর্ড ওয়েলেসলি
  5. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
    A. ১৮১৭ B. ১৮৩৫ C. ১৮৫৭ D. ১৮৭৫ | RRB ALP 2018, WBPSC 2022
    ✅ সঠিক উত্তর: A. ১৮১৭
  6. হেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    A. ডেভিড হেয়ার B. রাজা রামমোহন রায় C. হেনরি ডিরোজিও D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | SSC MTS 2021
    ✅ সঠিক উত্তর: A. ডেভিড হেয়ার
  7. শ্রীরামপুর কলেজ কে প্রতিষ্ঠা করেন?
    A. উইলিয়াম কেরি B. ডেভিড হেয়ার C. জেমস প্রিন্সেপ D. জন মার্শম্যান | WBPSC 2020
    ✅ সঠিক উত্তর: A. উইলিয়াম কেরি
  8. অ্যাংলো হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    A. রামমোহন রায় B. ডেভিড হেয়ার C. উইলিয়াম কেরি D. উইলিয়াম জোন্স | RRB NTPC 2016
    ✅ সঠিক উত্তর: A. রামমোহন রায়
  9. বেদান্ত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
    A. ১৮২৫ B. ১৮৩৫ C. ১৮৪৫ D. ১৮৫৭ | SSC CGL 2018
    ✅ সঠিক উত্তর: A. ১৮২৫
  10. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন –
    A. উইলিয়াম বেন্টিঙ্ক B. ওয়ারেন হেস্টিংস C. লর্ড রিপন D. লর্ড কার্জন | WBPSC 2021
    ✅ সঠিক উত্তর: A. উইলিয়াম বেন্টিঙ্ক
  11. কলকাতা, বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
    A. ১৮৫৭ B. ১৮৬৪ C. ১৮৭৫ D. ১৮৮৬ | RRB ALP 2018, SSC CHSL 2020
    ✅ সঠিক উত্তর: A. ১৮৫৭
  12. সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন –
    A. সৈয়দ আহমেদ B. রামমোহন রায় C. ডেভিড হেয়ার D. মদন মোহন মালবীয় | SSC CGL 2019
    ✅ সঠিক উত্তর: A. সৈয়দ আহমেদ
  13. মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়?
    A. আলিগড় B. কলকাতা C. দিল্লি D. মুম্বাই | RRB NTPC 2016
    ✅ সঠিক উত্তর: A. আলিগড়
  14. দয়া নন্দ আ্যংলো বৈদিক কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
    A. ১৮৮৬ B. ১৮৭৫ C. ১৮৮০ D. ১৯০২ | WBPSC 2022
    ✅ সঠিক উত্তর: A. ১৮৮৬
  15. গুরুকুল আশ্রম (হরিদ্বার) এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    A. স্বামী শ্রদ্ধানন্দ B. দয়ানন্দ সরস্বতী C. ডেভিড হেয়ার D. সায়েদ আহমেদ | SSC MTS 2021
    ✅ সঠিক উত্তর: A. স্বামী শ্রদ্ধানন্দ
  16. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    A. মদন মোহন মালবীয় B. রামমোহন রায় C. ডেভিড হেয়ার D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | RRB ALP 2018, WBPSC 2023
    ✅ সঠিক উত্তর: A. মদন মোহন মালবীয়
  17. ডেকান এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন –
    A. মহাদেব গোবিন্দ রানাডে B. বলগঙ্গাধর তিলক C. জ্যোতিরাও ফুলে D. জি.কে. ঘোষাল | SSC CGL 2019
    ✅ সঠিক উত্তর: A. মহাদেব গোবিন্দ রানাডে
  18. ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন –
    A. ডি.কে. কার্ভে B. সারোজিনী নাইডু C. পদ্মজা নাইডু D. ক্যাথরিন মায়ো | WBPSC 2021
    ✅ সঠিক উত্তর: A. ডি.কে. কার্ভে
  19. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
    A. গুরুদাস বন্দ্যোপাধ্যায় B. জগদীশচন্দ্র বসু C. দেবেন্দ্রনাথ ঠাকুর D. অরবিন্দ ঘোষ | RRB NTPC 2016
    ✅ সঠিক উত্তর: A. গুরুদাস বন্দ্যোপাধ্যায়
  20. ১৮০০ সালে শ্রীরামপুরে কোন মিশন গঠিত হয়?
    A. ব্যাপটিস্ট মিশন B. রামকৃষ্ণ মিশন C. ব্রাহ্ম সমাজ D. আর্য সমাজ | SSC CHSL 2020
    ✅ সঠিক উত্তর: A. ব্যাপটিস্ট মিশন
  1. Charter Act 1813 অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শিক্ষার জন্য বছরে কত টাকা বরাদ্দ করে?
    A. ১ লক্ষ টাকা B. ২ লক্ষ টাকা C. ৫০ হাজার টাকা D. ৫ লক্ষ টাকা | RRB NTPC 2016, SSC CGL 2014
    ✅ সঠিক উত্তর: A. ১ লক্ষ টাকা
  2. কোন নীতিতে ১৮৩৫ সালে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
    A. উডের ডেসপ্যাচ B. স্যাডলার কমিশন C. মেকলে মিনিট D. কোঠারি কমিশন | SSC CHSL 2018, WBP CONSTABLE 2019
    ✅ সঠিক উত্তর: C. মেকলে মিনিট
  3. কোন গভর্নর জেনারেলের নীতিতে ১৮৮৪ সালে সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেওয়া হয়?
    A. লর্ড কার্জন B. লর্ড হার্ডিঞ্জ C. লর্ড মিন্টো D. লর্ড রিপন | WBPSC 2020
    ✅ সঠিক উত্তর: D. লর্ড রিপন
  4. কোন শিক্ষানীতিকে ভারতীয় পাশ্চাত্য শিক্ষার মহাসনদ (Magna Carta) বলা হয়?
    A. স্যাডলার কমিশন B. উডের ডেসপ্যাচ C. হান্টার কমিশন D. রালে কমিশন | SSC CGL 2016, WBPSC 2017, RRB GrD 2018
    ✅ সঠিক উত্তর: B. উডের ডেসপ্যাচ
  5. হান্টার কমিশন কবে গঠিত হয়?
    A. ১৮৫৪ B. ১৮৮২ C. ১৯০২ D. ১৯১৭ | RRB ALP 2014, SSC MTS 2019
    ✅ সঠিক উত্তর: B. ১৮৮২
  6. রালে কমিশনের সুপারিশে কোন বছর বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন করা হয়?
    A. ১৯০২ B. ১৯০৪ C. ১৯১৭ D. ১৯২১ | SSC CGL 2012, WBPSC 2022
    ✅ সঠিক উত্তর: B. ১৯০৪
  7. স্যাডলার কমিশনের অপর নাম কী?
    A. বম্বে বিশ্ববিদ্যালয় কমিশন B. কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন C. দিল্লি বিশ্ববিদ্যালয় কমিশন D. শান্তিনিকেতন কমিশন | SSC CHSL 2015, WBPSI 2021
    ✅ সঠিক উত্তর: B. কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন
  8. ওয়ার্ধা শিক্ষানীতি কোন সালে ঘোষিত হয়?
    A. ১৯১৭ B. ১৯৩৭ C. ১৯৪৪ D. ১৯৬৪ | RRB NTPC 2019
    ✅ সঠিক উত্তর: B. ১৯৩৭
  9. সার্জেন্ট শিক্ষানীতির প্রস্তাব কোন সালে দেওয়া হয়?
    A. ১৯৩৭ B. ১৯৪৪ C. ১৯৬৪ D. ১৯২১ | WBP CONSTABLE 2020
    ✅ সঠিক উত্তর: B. ১৯৪৪
  10. কোঠারি কমিশন কবে গঠিত হয়?
    A. ১৯৬৪ B. ১৯৪৪ C. ১৯৩৭ D. ১৯২১ | SSC MTS 2017, WBPSC 2019, RRB GrD 2022
    ✅ সঠিক উত্তর: A. ১৯৬৪
  11. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে এবং কবে প্রতিষ্ঠা করেন?
    A. রবীন্দ্রনাথ ঠাকুর – ১৯২১ B. আশুতোষ মুখোপাধ্যায় – ১৯১৪ C. জগদীশচন্দ্র বসু – ১৯১৭ D. হুমায়ুন কবির – ১৯৪৮ | SSC CGL 2015, WBPSC 2023, WBPSI 2020
    ✅ সঠিক উত্তর: A. রবীন্দ্রনাথ ঠাকুর – ১৯২১
  12. বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন?
    A. জগদীশচন্দ্র বসু B. ড. হোমি ভাভা C. সি.ভি. রমন D. অমর্ত্য সেন | WBP CONSTABLE 2022
    ✅ সঠিক উত্তর: A. জগদীশচন্দ্র বসু
  13. কলকাতা বিজ্ঞান কলেজ কে প্রতিষ্ঠা করেন?
    A. আশুতোষ মুখোপাধ্যায় B. জগদীশচন্দ্র বসু C. রাজা রামমোহন রায় D. হেমচন্দ্র রায়চৌধুরী | SSC MTS 2016, WBPSC 2021
    ✅ সঠিক উত্তর: A. আশুতোষ মুখোপাধ্যায়

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top