গণপরিষদ ও সংবিধান রচনা 1

গণপরিষদ ও সংবিধান রচনা নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের MCQ (SSC, RRB ,WBPSC,WBP), কম্পিটিটিভ এক্সামে সাধারণত এর বাইরে প্রশ্ন হবে না

গণপরিষদ ও সংবিধান রচনা( Constitution Assembly)

  • গণপরিষদের (Constituition assembly)প্রথম ধারণা দেন এম এন রয় ,১৯৩৪ খ্রিস্টাব্দে.
  • ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রথমবার গণপরিষদের দাবি করে.
  • ব্রিটিশ সরকার দ্বারা প্রথম গণপরিষদের কথা গৃহীত হয় আগস্ট অফার ১৯৪০ খ্রিস্টাব্দে.
  • ১৯৪৬ সালে কেবিনেট মিশন ভারতে আসে এর ভিত্তিতে ভারতের গণপরিষদ রচিত হয়
  • ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের তিনজন সদস্য হলেন   1.  প্যাথিক লরেন্স(Chairman)    স্টেফার্ড ক্রিপস   এবং আলেকজান্ডার
  • গণপরিষদের মোট সিট সংখ্যা ছিল 389 টি ,যার মধ্যে ২৯৬ টি ছিল ব্রিটিশ ইন্ডিয়া এবং ৯৩ টি ছিল প্রিন্সলিস্ স্টেট বা দেশীয় রাজ্য ,এরা গণপরিষদে যোগদান করেনি. ২৪৬ সিটের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস পায় 208 টি এবং মুসলিম লিগ পায় ৭৩ টি ,এই ভোট হয়েছিল ইনডাইরেক্ট ইলেকশন দ্বারা.
  • গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশন ১৯৪৬ দ্বারা.

গণপরিষদের কাজ

  • গণপরিষদের প্রথম মিটিং হয় ১৯৪৬ সালের 9 ডিসেম্বর.   স্থান– দিল্লি ,  সভাপতি হয় সচিনা নন্দ সিনহা( অস্থায়ী)
  • পরের মিটিং হয় ১৯৪৬ ,১১ই ডিসেম্বর প্রেসিডেন্ট হন রাজেন্দ্র প্রসাদ( প্রথম স্থায়ী)
  • …… গণপরিষদের প্রথম সভাপতি সচিদানন্দ সিনহা কিন্তু অস্থায়ী এবং এর প্রথম স্থায়ী সভাপতি হলেন রাজেন্দ্র প্রসাদ.
  • ভারতের সংবিধান রচনা করে ছিল গণপরিষদের প্রধান কাজ
  • Objective Resolution….
  • এটি ১৩ই ডিসেম্বর ১৯৪৬ সালে জহরলাল নেহেরু পেশ করেন,
  • এটি গণপরিষদের সর্বসম্মতিভাবে গৃহীত হয় ২২ শে জানুয়ারি ১৯৪৭ সালে,
  • এই অবজেক্টিভ রিসোলিউশনকে ভিত্তি করেই ভারতের সংবিধানের প্রস্তাবানা (Preamble)রচিত হয়.

সংবিধান রচনায় ছাড়া গণপরিষদের অপর কাজ গুলি হল

  • ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় ২২ শে জুলাই ১৯৪৭ যেটি তৈরি করেন পিঙ্গালিয়া ভেঙ্কাইয়া.
  • National anthem( জাতীয় স্রোত) …..গৃহীত হয় 24 শে জানুয়ারি ১৯৫০ (জনগণমন)
  • National song ( জাতীয় সংগীত) গৃহীত হয় …২৪ শে জানুয়ারি ১৯৫০ (বন্দেমাতরম)
  • ভারতের প্রথম রাষ্ট্রপতিকে নির্বাচন করে রাজেন্দ্র প্রসাদ কে
  • ভারত কমনওয়েলথের সদস্য হয় ১৯৪৯ খ্রিস্টাব্দে

খুব গুরুত্বপূর্ণ তথ্য

  • গণপরিষদের শেষ মিটিং হয় ২৪ শে জানুয়ারি ১৯৫০ সালে
  • ভারতের সংবিধান গৃহীত হয় (Adopt) ২৬ শে নভেম্বর ১৯৪৯ সালে
  • ভারতের সংবিধান কার্যকরী হয়(came in to force) ২৬ শে জানুয়ারি ১৯৫০ সালে
  • সংবিধান রচনা করার জন্য গণপরিষদের
  • মোট সেশন ১১ টি
  • সংবিধান তৈরি করতে মোট সময় লাগে  2 বছর ১১ মাস ১৮ দিন
  • অধিবেশন হয়েছিল ১১৪ দিন
  • মোট খরচ হয়েছিল ৬৪ লক্ষ টাকা
  • ভারতের সংবিধানের প্রধান উপদেষ্টা ছিলেন বি এন রাও

গণপরিষদের বিভিন্ন কমিটি এবং চেয়ারম্যান

A. মেজর কমিটি

  • ড্রাফটিং কমিটি (খসড়া কমিটি )—–বি আর আম্বেদকর
  • ইউনিয়ন পাওয়ার্স কমিটি —-জহরলাল নেহেরু
  • ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি —জহরলাল নেহেরু
  • স্টেট কমিটি—, জহরলাল নেহেরু
  • প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি —সরদার বল্লভ ভাই প্যাটেল
  • ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি,— যে বি কৃপালিনী

B.মাইনর কমিটি

  • এড হক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ – রাজেন্দ্র প্রসাদ

ড্রাফটিং কমিটি খসড়া কমিটি

  • এটি স্থাপিত হয় ২৯ আগস্ট ১৯৪৭
  • এর চেয়ারম্যান বি আর আম্বেদকর
  • এর সদস্য সংখ্যা ৭ জন

ইম্পরট্যান্ট ফ্যাক্টস

  • বি আর আম্বেদকর কে বলা হয় ভারতের সংবিধানের জনক
  • গণপরিষদের চিহ্ন হাতি
  • গণপরিষদের উপদেষ্টা বি এন রাও
  • সংবিধান হাতে লিখেছিলেন (original) – প্রেম বাহারি নারিন রাইজাদা
  • সংবিধানকে ডেকোরেট করেছেন বা সাজিয়েছেন নন্দলাল বসু
  • গান্ধীজী গণপরিষদে সদস্য ছিলেন না
  • ভারতে প্রথম ভোট হয় ১৯৫১-৫২ সালে
  • ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ
  • ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু
  • ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণ

Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Previous Year MCQ (গণপরিষদ ও সংবিধান রচনা )

1. গণপরিষদের প্রথম ধারণা কে দেন?  [ WBPSC-2018,2020]

 A) জওহরলাল নেহেরু B) বি আর আম্বেদকর C) এম এন রয় D) বি এন রাও

2. ভারতীয় জাতীয় কংগ্রেস গণপরিষদের দাবি করে কবে?

 A) ১৯৩০ B) ১৯৩৪ C) ১৯৩৫ D) ১৯৪০

3. ব্রিটিশ সরকার প্রথম গণপরিষদের প্রস্তাব গ্রহণ করে কোন ঘোষণায়?[ WBPSC 2017, SSC CGL 2020]

 A) কেবিনেট মিশন B) আগস্ট অফার C) মন্টেগু চেমসফোর্ড D) ক্রিপস মিশন

4. কেবিনেট মিশনের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয় কত সালে?

 A) ১৯৪২ B) ১৯৪৪ C) ১৯৪৫ D) ১৯৪৬

5. কেবিনেট মিশনের চেয়ারম্যান কে ছিলেন?  [ NTPC 2021]

 A) স্টেফার্ড ক্রিপস B) প্যাথিক লরেন্স C) আলেকজান্ডার D) এটলি

6. গণপরিষদের মোট আসন সংখ্যা কত ছিল? A) 389 B) 296 C) 246 D) 208

7. গণপরিষদের প্রথম মিটিং হয় কবে?

 A) ২৬ জানুয়ারি ১৯৫০ B) ২২ জুলাই ১৯৪৭ C) ৯ ডিসেম্বর ১৯৪৬ D) ১১ ডিসেম্বর ১৯৪৬

8. গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন?

 A) রাজেন্দ্র প্রসাদ B) জওহরলাল নেহেরু C) সচিদানন্দ সিনহা D) বি এন রাও

9. ‘Objective Resolution’ কে পেশ করেন?

 A) রাজেন্দ্র প্রসাদ B) সর্দার প্যাটেল C) বি আর আম্বেদকর D) জওহরলাল নেহেরু

10. জাতীয় পতাকা গৃহীত হয় কবে? A) ২৬ জানুয়ারি ১৯৫০ B) ২৪ জানুয়ারি ১৯৫০ C) ২২ জুলাই ১৯৪৭ D) ২৬ নভেম্বর ১৯৪৯

11. জাতীয় সঙ্গীত গৃহীত হয় কবে?

 A) ২৬ জানুয়ারি ১৯৫০ B) ২৪ জানুয়ারি ১৯৫০ C) ১৫ আগস্ট ১৯৪৭ D) ২২ জুলাই ১৯৪৭

12. জাতীয় সংগীত (বন্দেমাতরম) গৃহীত হয় কবে?

 A) ২৬ জানুয়ারি ১৯৫০ B) ২৪ জানুয়ারি ১৯৫০ C) ২২ জুলাই ১৯৪৭ D) ১৫ আগস্ট ১৯৪৭

13. গণপরিষদের শেষ মিটিং কবে হয়?

 A) ২৬ জানুয়ারি ১৯৫০ B) ২৬ নভেম্বর ১৯৪৯ C) ২৪ জানুয়ারি ১৯৫০ D) ২২ জানুয়ারি ১৯৪৭

14. সংবিধান গৃহীত হয় কবে?

 A) ২৬ জানুয়ারি ১৯৫০ B) ২৪ জানুয়ারি ১৯৫০ C) ২৬ নভেম্বর ১৯৪৯ D) ২২ জানুয়ারি ১৯৪৭

15. সংবিধান কার্যকর হয় কবে?

 A) ২৬ জানুয়ারি ১৯৫০ B) ২৬ নভেম্বর ১৯৪৯ C) ৯ ডিসেম্বর ১৯৪৬ D) ২৪ জানুয়ারি ১৯৫০

16. সংবিধান রচনায় মোট কত সেশন হয়? A) ১০ B) ১১ C) ১২ D) ১৩

17. সংবিধান রচনায় মোট কত দিন লাগে?

 A) ২ বছর ১১ মাস ১৮ দিন B) ৩ বছর ৬ মাস C) ১ বছর ৯ মাস D) ২ বছর ৬ মাস

18. সংবিধান তৈরিতে মোট কত দিন অধিবেশন চলে?

 A) ৯৪ দিন B) ১০৪ দিন C) ১১৪ দিন D) ১২৪ দিন

19. সংবিধান তৈরিতে মোট খরচ হয় কত টাকা? A) ৫০ লক্ষ B) ৬৪ লক্ষ C) ৭৫ লক্ষ D) ১০০ লক্ষ

20. ভারতের সংবিধানের প্রধান উপদেষ্টা কে ছিলেন? A) বি আর আম্বেদকর B) এম এন রয় C) বি এন রাও D) রাজেন্দ্র প্রসাদ

21. ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? A) জওহরলাল নেহেরু B) বি আর আম্বেদকর C) সর্দার প্যাটেল D) বি এন রাও

22. ফান্ডামেন্টাল রাইট সাব কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

 A) জে বি কৃপালিনী B) বি আর আম্বেদকর C) রাজেন্দ্র প্রসাদ D) সর্দার প্যাটেল

23. জাতীয় পতাকা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? A) জওহরলাল নেহেরু B) সর্দার প্যাটেল C) রাজেন্দ্র প্রসাদ D) বি আর আম্বেদকর

24. ড্রাফটিং কমিটি গঠিত হয় কবে? A) ২৯ আগস্ট ১৯৪৭ B) ৯ ডিসেম্বর ১৯৪৬ C) ২৬ জানুয়ারি ১৯৫০ D) ২২ জুলাই ১৯৪৭ [wbpsc 2014,21; SSC CGL 2019]

25. সংবিধান হাতে লিখেছিলেন কে?

 A) বি এন রাও B) নন্দলাল বসু C) প্রেম বাহারি নারিন রাইজাদা D) পিঙ্গালিয়া ভেঙ্কাইয়া

26. সংবিধান সাজিয়েছেন কে? A) প্রেম বাহারি রাইজাদা B) পিঙ্গালিয়া ভেঙ্কাইয়া C) নন্দলাল বসু D) বি এন রাও

27. গান্ধীজী গণপরিষদের সদস্য ছিলেন কি? A) হ্যাঁ B) না C) আংশিক D) তথ্য নেই

28. ভারতের প্রথম ভোট হয় কবে? A) ১৯৪৬ B) ১৯৫০ C) ১৯৫১-৫২ D) ১৯৪৯

29. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? A) জওহরলাল নেহেরু B) রাজেন্দ্র প্রসাদ C) বি এন রাও D) রাধাকৃষ্ণান

30. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? A) রাজেন্দ্র প্রসাদ B) বি আর আম্বেদকর C) সর্বপল্লী রাধাকৃষ্ণন D) নেহেরু

1.C 2.C 3.B 4.D 5.B 6.A 7.C 8.C 9.D 10.C

11.B 12.B 13.C 14.C 15.A 16.B 17.A 18.C 19.B 20.C

21.B 22.A 23.C 24.A 25.C 26.C 27.B 28.C 29.B 30.C

৩১. সংবিধান প্রণয়ন কমিটির সামনে প্রস্তাবনাটি কে উপস্থাপন করেন?
(A) জওহরলাল নেহরু (B) বি.আর. আম্বেদকর (C) বি.এন. রাও (D) মহাত্মা গান্ধী — Uttarakhand PCS (Mains) 2006
উত্তর: (A) জওহরলাল নেহরু

৩২. নিম্নলিখিতদের মধ্যে কে উদ্দেশ্য প্রস্তাব (Objectives Resolution) পেশ করেছিলেন?
(A) ডঃ বি.আর. আম্বেদকর (B) পণ্ডিত জওহরলাল নেহরু (C) ডঃ রাজেন্দ্র প্রসাদ (D) ডঃ সি.ডি. দেশমুখ — UPPCS (Mains)
উত্তর: (B) পণ্ডিত জওহরলাল নেহরু

৩৩. ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য মোট কতটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল?
(A) 11 (B) 13 (C) 12 (D) 15 — UPPCS (Mains) 2005
উত্তর: (C) 12

৩৪. ভারতীয় সংবিধান প্রণয়নে সংবিধান সভা কত সময় নিয়েছিল?
(A) ২ বছর, ১১ মাস, ১৮ দিন (B) ২ বছর, ৭ মাস, ২৩ দিন (C) ৩ বছর, ৪ মাস, ১৪ দিন (D) ৩ বছর, ১১ মাস, ৫ দিন — UPPCS (Mains) 2007
উত্তর: (A) ২ বছর, ১১ মাস, ১৮ দিন

৩৫. সংবিধান সভার ইউনিয়ন সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন?
(A) বি.আর. আম্বেদকর (B) জেবি কৃষ্ণপালানি (C) জওহরলাল নেহরু (D) আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার — IAS (Pre) 2005
উত্তর: (C) জওহরলাল নেহরু

৩৬. সংবিধান সভার প্রাদেশিক সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন?
(A) ডঃ বি.আর. আম্বেদকর (B) পণ্ডিত জওহরলাল নেহরু (C) ডঃ রাজেন্দ্র প্রসাদ (D) সরদার প্যাটেল — UPPCS (Mains) 2008
উত্তর: (D) সরদার প্যাটেল

৩৭. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
(A) ডঃ ভীমরাও আম্বেদকর (B) ডঃ রাজেন্দ্র প্রসাদ (C) সচ্চিদানন্দ সিনহা (D) সি. রাজাগোপালাচারী — OAS (Pre) 2009, Chhattisgarh PCS (Pre) 2003, MPPCS (Pre) 2000, Gujarat PSC (Pre) 2018, UPRO/ARO (Mains) 2014
উত্তর: (A) ডঃ ভীমরাও আম্বেদকর

৩৮. মৌলিক অধিকার ও সংখ্যালঘুদের বিষয়ে পরামর্শ কমিটির সভাপতি কে ছিলেন?
(A) পণ্ডিত নেহরু (B) সরদার প্যাটেল (C) বি.এন. রাও (D) আম্বেদকর — MPPCS (Pre) 2014
উত্তর: (B) সরদার প্যাটেল

৪০. নিম্নলিখিতদের মধ্যে কে সংবিধান খসড়া কমিটির সদস্য ছিলেন না?
(A) মোহাম্মদ সাদুল্লাহ (B) কে.এম. মুন্সী (C) এ.কে. আয়ার (D) জওহরলাল নেহরু — Mains 2012
উত্তর: (D) জওহরলাল নেহরু

৪১. সংবিধান খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল?
(A) ১৩ই ডিসেম্বর, ১৯৪৬ (B) ২২শে জানুয়ারি, ১৯৪৭ (C) ৩রা জুন, ১৯৪৭ (D) ২৯শে আগস্ট, ১৯৪৭ — UPPCS (Mains) 2009
উত্তর: (D) ২৯শে আগস্ট, ১৯৪৭

৪২. সংবিধান রচনার সময় কে সাংবিধানিক উপদেষ্টা ছিলেন?
(A) ডঃ বি.আর. আম্বেদকর (B) ডঃ রাজেন্দ্র প্রসাদ (C) বি.এন. রাও (D) কে.এম. মুন্সী — UPPCS (Pre) 2014, Mizoram PSC (Pre) 2017, Jharkhand PCS (Pre) 2003
উত্তর: (C) বি.এন. রাও

৪৩. সংবিধানের প্রথম খসড়া কে প্রস্তুত করেছিলেন?
(A) বি.আর. আম্বেদকর (B) বি.এন. রাও (C) কে. সন্থানাম (D) কে.এম. মুন্সী
উত্তর: (B) বি.এন. রাও

৪৪. জাতীয় পতাকা সংবিধান সভা কবে গৃহীত করেছিল?
(A) ২২ জুলাই, ১৯৪৭ (B) ২৩ জুলাই, ১৯৪৭ (C) ২৫ জুলাই, ১৯৪৭ (D) ১৫ আগস্ট, ১৯৪৭
উত্তর: (A) ২২ জুলাই, ১৯৪৭

৪৫. জাতীয় পতাকা কমিটির সভাপতি কে ছিলেন?
(A) সি. রাজাগোপালাচারী (B) ডঃ রাজেন্দ্র প্রসাদ (C) জেবি কৃষ্ণপালানি (D) ডঃ বি.আর. আম্বেদকর — WPPCS (Pre) 1991
উত্তর: (B) ডঃ রাজেন্দ্র প্রসাদ

৪৬. সংবিধান সভার তৃতীয় পাঠ কবে শুরু হয়?
(A) ১৭ই নভেম্বর, ১৯৪৯ (B) ১৪ই নভেম্বর, ১৯৪৮ (C) ২৫শে নভেম্বর, ১৯৪৮ (D) ২৫শে নভেম্বর, ১৯৪৯
উত্তর: (D) ২৫শে নভেম্বর, ১৯৪৯

৪৭. ভারতীয় সংবিধান সম্পূর্ণ হয় কবে?
(A) ২৬শে জানুয়ারি, ১৯৫০ (B) ২৬শে নভেম্বর, ১৯৪৯ (C) ১১ই ফেব্রুয়ারি, ১৯৪৮ (D) উপরের কোনটিই নয় — UPPCS (Mains) 2010, UPPCS (Pre) 2002
উত্তর: (B) ২৬শে নভেম্বর, ১৯৪৯

৪৮. সংবিধান সভা ভারতীয় সংবিধান কবে গ্রহণ করে?
(A) ২৬ নভেম্বর, ১৯৪৯ (B) ১৫ আগস্ট, ১৯৪৯ (C) ২ অক্টোবর, ১৯৪৯ (D) ১৫ নভেম্বর, ১৯৪৯ — Odisha PSC
উত্তর: (A) ২৬ নভেম্বর, ১৯৪৯

৪৯. ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে?
(A) ২৬ জানুয়ারি, ১৯৫০ (B) ২৩ জানুয়ারি, ১৯৫০ (C) ১৫ আগস্ট, ১৯৪৭ (D) ২৬ ডিসেম্বর, ১৯৪৯ — UPPCS (Pre)
উত্তর: (A) ২৬ জানুয়ারি, ১৯৫০

৫০. ২৬শে জানুয়ারি সংবিধান কার্যকর করার তারিখ হিসেবে কেন নির্বাচিত হয়েছিল?
(A) ১৯৩০ সালে কংগ্রেস এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল (B) এই দিনে ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় (C) এটি শুভ দিন হিসেবে বিবেচিত ছিল (D) উপরের কোনটিই নয়
উত্তর: (A) ১৯৩০ সালে কংগ্রেস এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল

৫১. ভারতীয় সংবিধান কে গৃহীত করেছিল?
(A) সংবিধান সভা (B) ব্রিটিশ পার্লামেন্ট (C) গভর্নর জেনারেল (D) ভারতীয় সংসদ
উত্তর: (A) সংবিধান সভা

৫২. সংবিধান সভা ২৬শে নভেম্বর ১৯৪৯ তারিখে ভারতীয় সংবিধান কাদের দ্বারা প্রণীত হয়েছিল?
(A) সংবিধান সভা (B) ভারতের গভর্নর জেনারেল (C) ভারতের সংসদ (D) ব্রিটিশ পার্লামেন্ট — UPPCS (Mains) 2021
উত্তর: (A) সংবিধান সভা

৫৩. সংবিধান দিবস কবে পালন করা হয়?
(A) ২৬শে অক্টোবর (B) ২৬শে নভেম্বর (C) ২৬শে জানুয়ারি (D) ১৫ই আগস্ট — BPSC (Pre)
উত্তর: (B) ২৬শে নভেম্বর

৫৪. বি.আর. আম্বেদকর সংবিধান সভার সদস্য নির্বাচিত হয়েছিলেন কোন রাজ্য থেকে?
(A) পশ্চিমবঙ্গ (B) বোম্বে প্রেসিডেন্সি (C) মধ্য ভারত (D) পাঞ্জাব — Tripura PSC (Pre)
উত্তর: (A) পশ্চিমবঙ্গ

৫৫. ডঃ বি.আর. আম্বেদকরের জন্ম ও মৃত্যুর সাল কী?
(A) ১৮৮৬, ১৯৫১ (B) ১৮৯১, ১৯৫৬ (C) ১৮৭৭, ১৯৬১ (D) ১৮৮৯, ১৯৬১ — MPPCS (Pre) 1992
উত্তর: (B) ১৮৯১, ১৯৫৬

৫৬. ‘জন গণ মন’ কোন সালে জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়?
(A) ১৯৪৮ (B) ১৯৪৯ (C) ১৯৫০ (D) ১৯৫১ — RAS/RTS (Pre) 1996
উত্তর: (C) ১৯৫০

৫৭. ভারতের জাতীয় প্রতীক সরকার কত তারিখে গ্রহণ করে?
(A) ১৫ আগস্ট, ১৯৪৮ (B) ২ অক্টোবর, ১৯৪৭ (C) ২৬ জানুয়ারি, ১৯৪৮ (D) ২৬ জানুয়ারি, ১৯৫০ — MPPCS (Pre) 1999
উত্তর: (D) ২৬ জানুয়ারি, ১৯৫০

৫৮. প্রাপ্তবয়স্ক ভোটাধিকার স্থগিত রাখার প্রস্তাব কে দিয়েছিলেন?
(A) ডঃ রাজেন্দ্র প্রসাদ (B) জওহরলাল নেহরু (C) মৌলানা আজাদ (D) ডঃ ভীমরাও আম্বেদকর — MPPCS (Pre) 2010
উত্তর: (D) ডঃ ভীমরাও আম্বেদকর

৫৯. স্বাধীনতার পর কংগ্রেসকে একটি রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করা উচিত বলেছিলেন কে?
(A) সি. রাজাগোপালাচারী (B) জয়প্রকাশ নারায়ণ (C) আচার্য কৃষ্ণপালানি (D) মহাত্মা গান্ধী — MPPCS (Pre) 2011
উত্তর: (D) মহাত্মা গান্ধী

৬০. “ভারতীয় সংবিধান প্রণেতারা সংখ্যালঘুদের আবেগ ও অধিকারকে উপেক্ষা করেছিলেন”— এই মতামত কার?
(A) মরিস জোনস (B) হার্ডগ্রেভ জুনিয়র (C) আলেকজান্দ্রোভিত্জ (D) আইভার জেনিংস — UPPCS
উত্তর: (A) মরিস জোনস

৬১. “সংবিধান সভা ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত”— এই উক্তিটি কার?
(A) অস্টিন (B) সি.আর. অ্যাটলি (C) উইনস্টন চার্চিল (D) লর্ড মাউন্টব্যাটেন — UP UDA/LDA (Pre) 2013
উত্তর: (A) অস্টিন

৬২. ভারতীয় সংবিধান সভায় মোট কতজন মহিলা সদস্য ছিলেন?
(A) ১৫ (B) ১৩ (C) ১২ (D) ১০ — WPPCS (RI) 2014
উত্তর: (C) ১২

৬৩. কেন্দ্র এবং রাজ্য সরকারের ক্ষমতা কোথা থেকে উৎসারিত হয়?
(A) ভারতীয় সংবিধান থেকে (B) ভারতের রাষ্ট্রপতি থেকে (C) ভারতের প্রধানমন্ত্রী থেকে (D) ভারতের সংসদ থেকে
উত্তর: (A) ভারতীয় সংবিধান থেকে

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top