গান্ধী যুগ 1(1915-1930)
গান্ধীজীর জীবনী
* জন্ম – ১৮৬৯ খ্রিস্টাব্দে ২রা অক্টোবর (অহিংসা দিবস/Non violent day)
* ভারতে আসে ১৫ই জানুয়ারি ১৯১৫ -প্রবাসী ভারতী দিবস
* মৃত্যু – ৩০ শে জানুয়ারি ১৯৪৮ – শহীদ দিবস
* জন্মস্থান – পোরবন্দর (গুজরাট)
* সমাধি – রাজঘাট (দিল্লী)
* গান্ধীজিকে হত্যা করে – নাথুরাম গডসে
* প্রকৃত নাম- মোহনদাস করমচাঁদ গান্ধী
* পিতা – করমচাঁদ গান্ধী, মাতা – পুতলি বাই গান্ধী
* স্ত্রী – কস্তুর্বা গান্ধী
গান্ধীজী ১৩ বছর বয়সে ১৪ বছরের মেয়ে কস্তুর্বা গান্ধীকে বিয়ে করেন
* ১৮৯৩ খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা যায় আইনের কাজে।
* সেখানে বর্ণ বৈষম্যের জন্য পিটার মরিসর্বাগ স্টেশন থেকে তাকে ফেলে দেওয়া হয়।
* ১৯০৩ সালে তার প্রথম News paper – “Indian opinion” প্রকাশ হয়।
* ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকাতে সত্যাগ্রহ আন্দোলন চালু করে। এটি গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ ,কিন্তু ভারতের বাইরে।
* এর রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে
* ভারতে আসে ১৯১৫ এর ১৫ই জানুয়ারি
* 1917 সালে গুজরাটে প্রতিষ্ঠা করে সবরমতী আশ্রম
* ব্রিটিশদের দেওয়া উপাধি – কাইজার-ই -হিন্দ, তিনি ফিরিয়ে দেন জালিয়ান ওয়ালিবাগের হত্যাকাণ্ডের সময় (১৯১৯)
পত্রিকা :- 1: Indian opinion (প্রথম)
2: Young India (New India – অ্যানি বেসান্ত)
3: হরিজন -১৯৩২ সালে
বই :- 1: My experiments with true. (Autobiography)
2: হিন্দ স্বরাজ (দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ভ্রমণের বর্ণনা আছে)
3: India is my dream
4: Conquest of self
Inspired by -1. লিও টলস্টয়ের -Kingdom of God -বই
2. রাসকিনের Onto the lasf -বই
3. থরেফর – “Civil Disobedience” বই।
উপাধি- ১. মহাত্মা – রবীন্দ্রনাথ ঠাকুর
২. রাষ্ট্রপিতা – নেতাজি
৩. বাপুজী- জওহর লাল নেহেরু
৪. অর্ধনগ্ন ফকির – চার্চিল (Charchil)
৫. One man boundary force – মাউন্ট ব্যাটেন
Note :-
* তিনি একবার INC এর প্রেসিডেন্ট হয়েছিলেন। বেলগাঁও অধিবেশনে (১৯২৪)
* সত্যাগ্রহ কথার অর্থ – Truth and non violence
𒕁 গান্ধীজীর প্রথম কিছু সত্যাগ্রহ (৩ টি)
1) বিহারের চম্পারন সত্যাগ্রহ ( ১৯১৭)
* এটি গান্ধীজীর ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন।
* এটি কৃষক আন্দোলন।
* বিহারের চম্পারণের কৃষকদের মোট জমির অংশ ইংরেজরা জোর করে নীল চাষ করাতে বাধ্য করতো এবং তারা যে নীল বিক্রি করত তার দাম ঠিক করত ইংরেজরা।
* এই ব্যবস্থা তিন কাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত
* আন্দোলনের চাপে ইংরেজরা তিন কাঠিয়া ব্যবস্থা বাতিল করতে বাধ্য হয়।
* এই আন্দোলনে গান্ধীজি সফল হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে উপাধি দেয় মহত্মা
এই আন্দোলন গান্ধীজীর ভারতে প্রথম আইন অমান্য আন্দোলন
2) আমেদাবাদ শ্রমিক আন্দোলন (১৯১৮)
* আমেদাবাদের কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বোনাসের জন্য অনুসূয়া বেনের নেতৃত্বে আন্দোলন শুরু হয়, পরে গান্ধীজী এর সঙ্গে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে
* এটি ছিল গান্ধীজীর প্রথম অনশন আন্দোলন (Hunger Strike)।
* এটি শ্রমিক আন্দোলন। গান্ধীজি এতেও সফল হয়।
3) গুজরাটের খেদা সত্যাগ্রহ (১৯১৮)
* গুজরাটের খেদা অঞ্চলে খাওয়ার জন্য ফসল না হওয়া সত্ত্বেও ইংরেজরা জোর করে সেখানের কৃষকদের কাছ থেকে ট্যাক্স নেয়। ফলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়
* গান্ধীজী এর জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করে।
* আন্দোলনের চাপে ইংরেজ সরকার তাদের ট্যাক্স বাতিল করতে বাধ্য হয় ।
* এটি ছিল গান্ধীজীর প্রথম অসহযোগ আন্দোলন।
* এটি কৃষক আন্দোলন।
Note :- ক্রম চম্পারন সত্যাগ্রহ ১৯১৭àআমেদাবাদের শ্রমিক ধর্মঘট ১৯১৮àখেদা সত্যাগ্রহ ১৯১৮
𒕁 রাওলাট আইন (১৯১৯)
* ভারতে বিপ্লবী আন্দোলন সমাপ্ত করতে ইংল্যান্ডে ১৯১৭ সালে রাওলাট কমিটি গঠিত হয়।
* ১৯১৮ সালের সংসদে ” Anarchical and Revoluntary Crimes Act ” পাশ হয়।
* ১৯১৯ সালে এই রাওলাট আইন ভারতে আসে
* গান্ধীজী এই আইন কে বলেছেন Black Act
* এই আইন অনুসারে –
১.- সন্দেহজনক কোন ব্যক্তিকে বিনা কারণে গ্রেফতার করা হবে। বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য বন্দী করে রাখা হবে। কোন সাক্ষ্য দেওয়া যাবে না
২.- সংবাদপত্রের কন্ঠ রুদ্ধ করা হয়।
𒕁 রাওলাট সত্যাগ্রহ আন্দোলন
* রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজীর নেতৃত্বে সারা ভারত জুড়ে রাওলাট সত্যাগ্রহ (ধর্মঘট) পালিত হয়।
* গান্ধীজী প্রতিষ্ঠা করে সত্যাগ্রহ সভা।
* গান্ধীজীর প্রথম সর্বভারতীয় সত্যাগ্রহ আন্দোলন হল রাওলাট সত্যাগ্রহ আন্দোলন
জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড (১৩ই এপ্রিল ১৯১৯)
* রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি গ্রেফতার হয় এবং পাঞ্জাবের দুই নেতা সত্যপাল ও সাইফুদ্দিন কিচন্দু কে গ্রেফতার করা হয়।
* এর প্রতিবাদে ১৩ই এপ্রিল ১৯১৯ বৈশাখী পূর্ণিমার দিন পাঞ্জাবের অমৃতসরে একটি মিটিং করেছিল (প্রায় ২০০০০ মানুষ)।
পাঞ্জাবের Lt. Governor- মাইকেল-ও-ডায়ার, এর চাপ কমানোর জন্য তিনি দায়িত্ব দেন জেনারেল আর ডায়ারকে
* এই মিটিংয়ে হঠাৎ করে জেনারেল আর ডায়ারের নির্দেশে গুলি চলে। কিন্তু এর Main Planner ছিল মাইকেল -ও- ডায়ার
* INC অনুযায়ী ১০০০ জন মারা যায়, ১৫০০ জন আহত হয়।
* এই ঘটনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ও গান্ধীজী কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করে
* ১৯২৭ সালে জেনারেল আর ডায়ার এর মৃত্যু হয়। ১৯৪০ সালে মাইকেল-ও-ডায়ার কে হত্যা করে উধম সিং (ইংল্যান্ডে)।
হান্টার কমিশন (১৯১৯)
* জালিয়ানাবাগ এর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করার জন্য সরকার একটি কমিশন গঠন করে এর নাম হান্টার কমিশন।
হান্টার কমিটি ১৮৮২ শিক্ষা সংক্রান্ত
খিলাফৎ আন্দোলন (১৯১৯ – ১৯২২)
* তুরস্ক তে বা তুর্কিতে মুসলিম জগতের ধর্মগুরু খলিফা নামে পরিচিত।
* প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড তুরস্ককে পরাজিত করে এবং খালিফার শক্তি কমাতে চায় তাই ভারতীয় মুসলমানরা খিলাফৎ আন্দোলন শুরু করে আলী ভাতৃদ্বয় সৈকত আলী ও মহম্মদ আলী (১৯১৯ খ্রিস্টাব্দে)।
* “All India khilafat conference” ১৯১৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত হয়। এর প্রেসিডেন্ট গান্ধীজী।
* এই আন্দোলন অসহযোগ আন্দোলনের সাথে মিশে যায় এবং ১৯২৪ সালে কামাল পাশার নেতৃত্বে খলিফার পদ অবসান হয়
* অসহযোগ আন্দোলন ( Non- Cooperation Movement) (1920-1922)
* এটি প্রথম গান্ধীজীর নেতৃত্বে সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলন
* ফার্স্ট আগস্ট ১৯২০ এই আন্দোলন শুরু করেন গান্ধীজি কিন্তু ঐদিন তিলকের মৃত্যু হয়।
তিলককে বলা হয় Marker Of Modern India
* তিলকের মৃত্যুর এক বছরের মধ্যে “তিলক স্বরাজ ফান্ড” -এতে এক কোটি টাকা জমা হয়।
* INC এর কলকাতা অধিবেশন ১৯২০ তে (প্রেসিডেন্ট লালা লাজপত রায়) গান্ধীজি বলে আন্দোলন সফল হলে এক বছরের মধ্যে স্বরাজ পাওয়া যাবে।
* চিত্তরঞ্জন দাস এই আন্দোলনের বিরোধিতা করে তিনি বলেন এক বছরের মধ্যে স্বরাজ পাওয়া সম্ভব নয়।
* মূল কর্মসূচি ছিল বিদেশী বস্তু বর্জন করে দেশীয় জিনিস গ্রহণ
* জনগণরা বিদেশি বস্তু পুডিয়ে দেশীয় বস্ত্র ধারণ করে ; ছাত্ররা বিদেশি শিক্ষা বর্জন করে দেশীয় শিক্ষা গ্রহণ করে।
* বাংলাতে কৃষকদের নেতা সোমেশ্বর প্রসাদ চৌধুরী,
* বিহারের তানা ভগত দল বিদেশি বস্তু বর্জন করে।
* পাঞ্জাবে অকালি আন্দোলন শুরু হয়
* অন্ধ্রপ্রদেশে আলুরি সিতারাম রাজু নেতৃত্ব দেন।
* এই আন্দোলনের প্রতীক ছিল “খাদি ও চরকা”
* বাংলাতে নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল
* এই আন্দোলন সব থেকে বেশি হিন্দু মুসলমান একতা গড়ে ওঠে।
𒕁 চৌরিচিরা ঘটনা (৫ ই ফেব্রুয়ারি ১৯২২)
* অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয় চৌরিচৌরা ঘটনার জন্য।
* উত্তরপ্রদেশের গোরুক্ষপুর জেলায় চৌরচিরা গ্রামে উত্তপ্ত জনতা থানাতে 22 জন পুলিশকে পুড়িয়ে মেরে ফেলে ৫ এ ফেব্রুয়ারি ১৯২২ এটি চৌরচিরা ঘটনা।
* গান্ধীজি চেয়েছিলেন আন্দোলন হবে অহিংস ভাবে কিন্তু হিংসা রূপ ধারণ করে।
* তাই “বারদৌলি Resolution” এ ঠিক হয় যে এই আন্দোলন বাতিল করা হবে।
* সেইমতো ১২ই ফেব্রুয়ারি ১৯২২ (অনেকের মতে ১১ই ফেব্রুয়ারি) অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়।
* ১৯২২ এ গান্ধীজীর ছয় বছরের জেল হয়, কিন্তু ২ বছর পর ছাড়া পেয়ে বেলগাঁও অধিবেশনে INC এর প্রেসিডেন্ট হয়।
স্বরাজ দল (১৯২৩)
* ১৯২৩ সালে কংগ্রেস খিলাফৎ স্বরাজ দল বা স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। এর প্রেসিডেন্ট – চিত্তরঞ্জন দাস। সচিব – মতিলাল নেহেরু
* এই দলের মূল উদ্দেশ্য ছিল সরকারি আইন সভার সদস্য হয়ে সমস্ত সরকারি বিলের বিপক্ষে মত প্রদান করা
* ১৯২২ সালের INC এর গয়া অধিবেশনে প্রেসিডেন্ট চিত্তরঞ্জন দাস ( C R Das)।
সাইমন কমিশন (১৯২৭)
* সাইমন কমিশন গঠিত হয় ১৯২৭ সালে
* সাইমন কমিশন ভারতে আসে ১৯২৮ সালে
* এই কমিশনে কোন ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা এই কমিশনের বিরোধিতা করে।
* এই কমিশনের উদ্দেশ্য ছিল ভারতের সংবিধান তৈরি করা।
* এই কমিশনকে সমর্থন করে –
1. justice party, 2. Uniontost party
3. Depressed class association ( আম্বেদকর)
* লাহোরে সাইমন কমিশনের বিরোধিতা করে লালা লাজপত রায় (পাঞ্জাবের কেশরী)। পুলিশের লাঠিচার্জে তার মৃত্যু হয়।
* সাইমন কমিশন তার রিপোর্ট জমা দেয় ১৯৩০ সালে।
* সাইমন কমিশনকে বলা হয় – ‘’All White Commission’’ .
* এই রিপোর্টের উপর ভিত্তি করে ১৯৩৫ সালে ভারত শাসন আইন রচিত হয়।
নেহেরু রিপোর্ট ( ১৯২৮)
* নেহেরু রিপোর্ট প্রকাশ করেন মতিলাল নেহেরু ১৯২৮ সালে।
* ভারতের সংবিধান তৈরির জন্য এই রিপোর্ট তৈরি করা হয়।
* এই রিপোর্টের মূল বিষয় হলো — “Dominion Status” ( ব্রিটিশ সাম্রাজ্যের অভ্যন্তরে স্বায়ত্ব শাসন)।
* এর জন্য নেতাজি ও জহরলাল নেহেরু জাতীয় কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে – Independence Of India league প্রতিষ্ঠা করে।
* নেহেরুর রিপোর্টে প্রথম মৌলিক অধিকার (Fundamental Rights) এর কথা উল্লেখ করা হয়।
জিন্না 14 দফা দাবি ১৯২৯
* মহম্মদ আলী জিন্না নেহেরু রিপোর্টে বিরোধিতা করে সংবিধান সংস্কারের জন্য ১৪ দফা দাবি পেশ করেন ১৯২৯ খ্রিস্টাব্দে।
* এর মধ্যে উল্লেখযোগ্য কয়টি হল –
১. কেন্দ্রীয় আইনসভা মুসলিম সদস্য অংশের কম হবে না।
২. মুসলমানদের জন্য পৃথক নির্বাচন
৩. বোম্বে প্রেসিডেন্সি থেকে সিন্ধ প্রদেশকে আলাদা করে।
* জিন্নার এই ১৪ দফা দাবি মূলত ছিল মুসলমানদের শর্তরক্ষা ; তাই ভারতের জাতীয় কংগ্রেস একে প্রত্যাহার করে।
লাহোর অধিবেশন (১৯২৯)
* জাতীয় কংগ্রেসের ১৯২৯ সালের লাহোর অধিবেশনে প্রথম “পূর্ণ স্বরাজ (Complete Independence)” এর প্রস্তাব গৃহীত হয়।
– এর সভাপতি জহরলাল নেহেরু।
* ৩১শে ডিসেম্বর ১৯২৯ ভারতের প্রথম 3 রংয়ের জাতীয় পতাকা উত্তোলন হয় এবং ২৬ শে জানুয়ারি ১৯৩০ সালে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇
Previous Year MCQ: গান্ধী যুগ 1(1915-1930)
- গান্ধীজীর জন্ম তারিখ কী?
a) ২রা অক্টোবর ১৮৬৯ b) ১৫ই জানুয়ারি ১৯১৫ c) ৩০শে জানুয়ারি ১৯৪৮ d) ১৮৮৮ – (RRB NTPC 2020)
উত্তর: a) ২রা অক্টোবর ১৮৬৯ - গান্ধীজী ভারতে কখন ফিরে আসেন?
a) ১৯০৩ b) ১৯১৫ c) ১৯১৯ d) ১৯৪৭ – (SSC CGL 2021)
উত্তর: b) ১৯১৫ - গান্ধীজীর মৃত্যু দিবস কোন তারিখে?
a) ২রা অক্টোবর ১৯৪৮ b) ১৫ই জানুয়ারি ১৯৪৮ c) ৩০শে জানুয়ারি ১৯৪৮ d) ১৫ই আগস্ট ১৯৪৭ – (WBPSC 2022)
উত্তর: c) ৩০শে জানুয়ারি ১৯৪৮ - গান্ধীজীর জন্মস্থান কোথায়?
a) দিল্লী b) মুম্বাই c) পোরবন্দর d) কলকাতা – (SSC MTS 2020)
উত্তর: c) পোরবন্দর - গান্ধীজীকে হত্যা করেন কে?
a) নাথুরাম গডসে b) জওহর লাল নেহেরু c) নেতাজি সুভাষ চন্দ্র বোস d) চন্দ্রশেখর আজাদ – (RRB ALP 2020)
উত্তর: a) নাথুরাম গডসে - গান্ধীজীর প্রকৃত নাম কী?
a) মোহনদাস করমচাঁদ গান্ধী b) মহাত্মা গান্ধী c) কস্তুর্বা গান্ধী d) রবীন্দ্রনাথ ঠাকুর – (RRB GrD 2021)
উত্তর: a) মোহনদাস করমচাঁদ গান্ধী - গান্ধীজীর পিতা-মাতা কে ছিলেন?
a) করমচাঁদ গান্ধী, পুতলি বাই গান্ধী b) হরিলাল গান্ধী, কস্তুর্বা গান্ধী c) মোহনদাস গান্ধী, সুভদ্রা দাস d) শেখ ফজলুল হক, রওশন আরা – (WBPSI 2021)
উত্তর: a) করমচাঁদ গান্ধী, পুতলি বাই গান্ধী - গান্ধীজী ১৮৯৩ সালে কোথায় যান আইনের কাজে?
a) ইংল্যান্ড b) আফ্রিকা c) আমেরিকা d) ক্যালকাটা – (RRB NTPC 2020)
উত্তর: b) আফ্রিকা - গান্ধীজীকে দক্ষিণ আফ্রিকাতে কোন ঘটনায় বর্ণ বৈষম্যের শিকার হতে হয়েছিল?
a) ট্রেন থেকে ফেলা হয়েছিল b) মারধর করা হয়েছিল c) চাকরি থেকে বের করা হয়েছিল d) চিঠি ফেরত দেওয়া হয়েছিল – (SSC CGL 2021)
উত্তর: a) ট্রেন থেকে ফেলা হয়েছিল - গান্ধীজীর প্রথম পত্রিকা কোনটি ছিল?
a) Young India b) Indian Opinion c) Harijan d) Swaraj – (RRB ALP 2019)
উত্তর: b) Indian Opinion - গান্ধীজী দক্ষিণ আফ্রিকায় কোন বছর সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
a) ১৮৯৯ b) ১৯০৬ c) ১৯১৫ d) ১৯২০ – (WBPSC 2022)
উত্তর: b) ১৯০৬ - গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন?
a) নেতাজি সুভাষ চন্দ্র বোস b) লিও টলস্টয় c) গোপালকৃষ্ণ গোখলে d) চিত্তরঞ্জন দাশ – (RRB NTPC 2020)
উত্তর: c) গোপালকৃষ্ণ গোখলে - গান্ধীজী কোন বছর গুজরাটে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন?
a) ১৯০০ b) ১৯১৫ c) 1917 d) ১৯৫০ – (SSC MTS 2020)
উত্তর: c) 1917 - গান্ধীজী ব্রিটিশ সরকার থেকে কোন উপাধি গ্রহণ করেছিলেন?
a) কাইজার-ই-হিন্দ b) সর্দার c) মহাত্মা d) রাষ্ট্রপিতা – (RRB GrD 2021)
উত্তর: a) কাইজার-ই-হিন্দ - গান্ধীজী কোন ঘটনায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ব্রিটিশদের দেওয়া উপাধি ফিরিয়ে দেন?
a) ১৯১৭ b) ১৯১৯ c) ১৯২০ d) ১৯৪২ – (WBPSC 2021)
উত্তর: c) ১৯২০ - “Indian Opinion” পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) নেতাজি সুভাষ চন্দ্র বোস b) রবীন্দ্রনাথ ঠাকুর c) গান্ধীজী d) কস্তুর্বা গান্ধী – (RRB ALP 2020)
উত্তর: c) গান্ধীজী - গান্ধীজী কোন বইটি লিখেছিলেন যা তার জীবনের পরীক্ষা এবং মতামত প্রকাশ করে?
a) My Experiments with Truth b) হিন্দ স্বরাজ c) Conquest of Self d) India is My Dream – (SSC CGL 2021)
উত্তর: a) My Experiments with Truth - “হিন্দ স্বরাজ” বইয়ে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে?
a) সাম্রাজ্যবাদ b) অহিংসা এবং সত্যাগ্রহ c) ভারতের স্বাধীনতা সংগ্রাম d) জনগণের ক্ষমতা – (RRB NTPC 2020)
উত্তর: b) অহিংসা এবং সত্যাগ্রহ - গান্ধীজী কোন বই থেকে প্রভাবিত হয়ে অহিংসা এবং সত্যাগ্রহের ধারণা গ্রহণ করেছিলেন?
a) Onto the Last b) Kingdom of God c) Civil Disobedience d) All of the above – (SSC MTS 2020)
উত্তর: d) All of the above - “মহাত্মা” উপাধি প্রথম কে গান্ধীজীকে দেন?
a) জওহরলাল নেহেরু b) রবীন্দ্রনাথ ঠাকুর c) চিৎরঞ্জন দাশ d) সুভাষ চন্দ্র বোস – (WBPSC 2021)
উত্তর: b) রবীন্দ্রনাথ ঠাকুর - গান্ধীজীকে কোন উপাধি দিয়েছিলেন চিত্রলেখা দাস?
a) বাপুজী b) মহাত্মা c) রাষ্ট্রপিতা d) অর্ধনগ্ন ফকির – (RRB GrD 2021)
উত্তর: d) অর্ধনগ্ন ফকির - গান্ধীজী কোথায় একবার INC-এর প্রেসিডেন্ট নির্বাচিত হন?
a) ১৯১৬ b) ১৯২৪ c) ১৯৩০ d) ১৯৪২ – (SSC CGL 2021)
উত্তর: b) ১৯২৪ (বেলগাঁও অধিবেশন) - “সত্যাগ্রহ” শব্দের অর্থ কী?
a) অহিংসা এবং সত্য b) প্রতিবাদ c) যুদ্ধ d) আন্দোলন – (RRB NTPC 2020)
উত্তর: a) অহিংসা এবং সত্য - চম্পারন সত্যাগ্রহ (১৯১৭) কোন ধরনের আন্দোলন ছিল?
a) কৃষক আন্দোলন b) শ্রমিক আন্দোলন c) ছাত্র আন্দোলন d) মহিলা আন্দোলন – (RRB NTPC 2016, SSC CGL 2018)
উত্তর: a) কৃষক আন্দোলন - চম্পারন সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল?
a) গুজরাট b) বিহার c) মহারাষ্ট্র d) পশ্চিমবঙ্গ – (WBPSC 2020, SSC MTS 2019)
উত্তর: b) বিহার - চম্পারন সত্যাগ্রহ আন্দোলনের সফলতার ফলে কোন ব্যবস্থা বাতিল করা হয়েছিল?
a) তিন কাঠিয়া ব্যবস্থা b) পাট চাষ ব্যবস্থা c) কৃষি ব্যবস্থা d) জমিদারি ব্যবস্থা – (SSC CHSL 2020, RRB GrD 2018)
উত্তর: a) তিন কাঠিয়া ব্যবস্থা - গান্ধীজীকে ‘মহাত্মা’ উপাধি দেন কে?
a) সুভাষ চন্দ্র বসু b) জওহরলাল নেহেরু c) রবীন্দ্রনাথ ঠাকুর d) লালা লাজপত রায় – (SSC CGL 2019, RRB ALP 2018)
উত্তর: c) রবীন্দ্রনাথ ঠাকুর - আমেদাবাদ শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেন কে?
a) গান্ধীজী b) সুভাষ চন্দ্র বসু c) অনুসূয়া বেন d) মোতিলাল নেহেরু – (RRB NTPC 2020, WBPSI 2021)
উত্তর: a) গান্ধীজী - আমেদাবাদ শ্রমিক আন্দোলন কোন ধরনের আন্দোলন ছিল?
a) কৃষক আন্দোলন b) শ্রমিক আন্দোলন c) ছাত্র আন্দোলন d) নারী আন্দোলন – (SSC MTS 2021, RRB ALP 2019)
উত্তর: b) শ্রমিক আন্দোলন
- গুজরাটের খেদা সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়েছিল?
a) ফসলের অভাব b) জমি অধিকার c) বিদ্যুৎ সমস্যা d) সরকারের কর বৃদ্ধি – (SSC CGL 2020, RRB NTPC 2019)
উত্তর: d) সরকারের কর বৃদ্ধি - গুজরাটের খেদা সত্যাগ্রহ কোন ধরনের আন্দোলন ছিল?
a) কৃষক আন্দোলন b) শ্রমিক আন্দোলন c) শিক্ষার্থী আন্দোলন d) সশস্ত্র আন্দোলন – (SSC CHSL 2020, WBPSC 2021)
উত্তর: a) কৃষক আন্দোলন - গান্ধীজীর প্রথম অসহযোগ আন্দোলন কোনটি ছিল?
a) চম্পারন সত্যাগ্রহ b) আমেদাবাদ শ্রমিক আন্দোলন c) গুজরাট খেদা সত্যাগ্রহ d) রাওলাট সত্যাগ্রহ – (RRB GrD 2018, WBPSI 2019)
উত্তর: a) চম্পারন সত্যাগ্রহ - রাওলাট আইন কী কারণে প্রণীত হয়েছিল?
a) কৃষক আন্দোলন দমন করতে b) বিপ্লবী আন্দোলন সমাপ্ত করতে c) মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করতে d) শিক্ষার উন্নতি করতে – (SSC CGL 2021, RRB ALP 2018)
উত্তর: b) বিপ্লবী আন্দোলন সমাপ্ত করতে - রাওলাট আইনকে গান্ধীজী কী উপাধি দিয়েছিলেন?
a) কালো আইন b) অশুভ আইন c) শক্তি আইন d) নিষিদ্ধ আইন – (RRB NTPC 2020, WBPSC 2021)
উত্তর: a) কালো আইন - রাওলাট আইন অনুসারে, সন্দেহজনক ব্যক্তিকে কীভাবে গ্রেফতার করা হতো?
a) বিচারের মাধ্যমে b) বিনা বিচারে c) আদালতের আদেশে d) সরকারের অনুমতিতে – (SSC MTS 2019, RRB GrD 2019)
উত্তর: b) বিনা বিচারে - রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের সময় গান্ধীজী কী প্রতিষ্ঠা করেন?
a) সত্যাগ্রহ সভা b) সভা পরিষদ c) স্বাধীনতা সংগ্রাম দপ্তর d) কৃষক কমিটি – (SSC CGL 2020, WBPSI 2019)
উত্তর: a) সত্যাগ্রহ সভা - রাওলাট সত্যাগ্রহ আন্দোলন ছিল গান্ধীজীর কোন ধরনের আন্দোলন?
a) সর্বভারতীয় আন্দোলন b) স্থানীয় আন্দোলন c) আঞ্চলিক আন্দোলন d) ছাত্র আন্দোলন – (RRB ALP 2019, SSC CHSL 2018)
উত্তর: a) সর্বভারতীয় আন্দোলন - জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কোন তারিখে?
a) ১৩ই মার্চ ১৯১৯ b) ১৩ই এপ্রিল ১৯১৯ c) ১৫ই আগস্ট ১৯১৯ d) ২রা অক্টোবর ১৯১৯
উত্তর: b) ১৩ই এপ্রিল ১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবে গ্রেফতার হন কারা?
a) মাইকেল ও ডায়ার ও রবীন্দ্রনাথ b) সত্যপাল ও সাইফুদ্দিন কিচলু c) মোহাম্মদ আলী ও শওকত আলী d) গান্ধীজি ও তিলক
উত্তর: b) সত্যপাল ও সাইফুদ্দিন কিচলু - জালিয়ানওয়ালাবাগে গুলি চালনার নির্দেশ দেন কে?
a) লর্ড কার্জন b) মাইকেল ও’ডায়ার c) জেনারেল আর ডায়ার d) চার্লস হ্যার্ডিং
উত্তর: c) জেনারেল আর ডায়ার - জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী কে ছিলেন?
a) লালা লাজপত রায় b) জেনারেল আর ডায়ার c) মাইকেল ও’ডায়ার d) সাইফুদ্দিন কিচলু
উত্তর: c) মাইকেল ও’ডায়ার - INC অনুযায়ী জালিয়ানওয়ালাবাগে কতজন নিহত হয়েছিল?
a) ৫০০ b) ৭০০ c) ১০০০ d) ২০০০
উত্তর: c) ১০০০ - জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপাধি ত্যাগ করেন?
a) ভারতরত্ন b) নাইট উপাধি c) কাইজার-ই-হিন্দ d) পদ্মভূষণ
উত্তর: b) নাইট উপাধি - মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেন ও কোথায়?
a) সুভাষ চন্দ্র বসু – বার্লিন b) ভগৎ সিং – দিল্লি c) উধম সিং – ইংল্যান্ড d) চন্দ্রশেখর আজাদ – কানপুর
উত্তর: c) উধম সিং – ইংল্যান্ড - হান্টার কমিশন গঠিত হয়েছিল কোন ঘটনার তদন্তের জন্য?
a) চম্পারন আন্দোলন b) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড c) রাওলাট আইন d) খিলাফৎ আন্দোলন
উত্তর: b) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড - হান্টার কমিটি কোন বিষয়ে ছিল?
a) শিক্ষা (১৮৮২) b) শিল্পনীতি (১৯২১) c) কৃষি সংস্কার (১৯৪৭) d) নারী শিক্ষা (১৯১১)
উত্তর: b) শিল্পনীতি (১৯২১) - খিলাফৎ আন্দোলনের প্রধান দুই নেতা কারা ছিলেন?
a) তিলক ও লালা লাজপত রায় b) সাইফুদ্দিন কিচলু ও সত্যপাল c) শওকত আলী ও মোহাম্মদ আলী d) গান্ধীজি ও সুভাষ বসু
উত্তর: c) শওকত আলী ও মোহাম্মদ আলী - খিলাফৎ আন্দোলনের শুরু হয় কোন বছর?
a) ১৯১৭ b) ১৯১৯ c) ১৯২১ d) ১৯২৪
উত্তর: b) ১৯১৯ - All India Khilafat Conference ১৯১৯ সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
a) কলকাতা b) মুম্বাই c) দিল্লি d) লাহোর
উত্তর: b) মুম্বাই - খিলাফৎ আন্দোলন কোন বছরের মধ্যে খতম হয়ে যায়?
a) ১৯২১ b) ১৯২৩ c) ১৯২৪ d) ১৯২৬
উত্তর: c) ১৯২৪ - অসহযোগ আন্দোলন শুরু হয় কোন তারিখে?
a) ২৬ জানুয়ারি ১৯২০ b) ১লা জুলাই ১৯২০ c) ১লা আগস্ট ১৯২০ d) ২রা অক্টোবর ১৯২০
উত্তর: c) ১লা আগস্ট ১৯২০ - তিলকের মৃত্যুর পর স্বরাজ ফান্ডে কত টাকা জমা হয়?
a) ৫০ লক্ষ b) ৭৫ লক্ষ c) ১ কোটি d) ১.৫ কোটি
উত্তর: c) ১ কোটি - INC এর ১৯২০ সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
a) তিলক b) সি আর দাস c) লালা লাজপত রায় d) মোতিলাল নেহেরু
উত্তর: b) সি আর দাস - অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেন কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর b) চিত্তরঞ্জন দাস c) জওহরলাল নেহেরু d) লালা লাজপত রায়
উত্তর: a) রবীন্দ্রনাথ ঠাকুর - অসহযোগ আন্দোলনের মূল কর্মসূচি কী ছিল?
a) বিদেশি শিক্ষা গ্রহণ b) ভারত ছাড়ো c) বিদেশি বস্তু বর্জন d) সম্প্রীতির বার্তা
উত্তর: c) বিদেশি বস্তু বর্জন - বাংলায় অসহযোগ আন্দোলনের কৃষক নেতা কে ছিলেন?
a) সোমেশ্বর প্রসাদ চৌধুরী b) মোহাম্মদ আলী c) বীরেন্দ্রনাথ শাসমল d) শওকত আলী
উত্তর: c) বীরেন্দ্রনাথ শাসমল - বিহারের কোন কৃষক দল বিদেশি বস্তু বর্জন করেছিল?
a) খুদিরাম বাহিনী b) চাষী আন্দোলন c) তানা ভগত দল d) ব্রিটিশ বিরোধী দল
উত্তর: c) তানা ভগত দল
- পাঞ্জাবে অসহযোগ আন্দোলনের সময় কোন আন্দোলন শুরু হয়?
a) অকালি আন্দোলন b) খিলাফৎ আন্দোলন c) সায়মন বর্জন d) কৃষক বিদ্রোহ
উত্তর: a) অকালি আন্দোলন - আলুরি সিতারাম রাজু কোন অঞ্চলে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?
a) পাঞ্জাব b) অন্ধ্রপ্রদেশ c) বিহার d) মহারাষ্ট্র
উত্তর: b) অন্ধ্রপ্রদেশ - অসহযোগ আন্দোলনের প্রতীক কী ছিল?
a) গান্ধী টুপি b) স্বদেশী বস্ত্র c) খাদি ও চরকা d) জাতীয় পতাকা
উত্তর: c) খাদি ও চরকা - বাংলায় অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন কে?
a) মোতিলাল নেহেরু b) বীরেন্দ্রনাথ শাসমল c) চিত্তরঞ্জন দাস d) সুভাষ চন্দ্র বসু
উত্তর: c) চিত্তরঞ্জন দাস - অসহযোগ আন্দোলনের সময় হিন্দু-মুসলিম ঐক্য সবচেয়ে বেশি দেখা যায় কোথায়?
a) পাঞ্জাব b) বাংলা c) উত্তর প্রদেশ d) মাদ্রাজ
উত্তর: c) উত্তর প্রদেশ - চৌরিচৌরা ঘটনার তারিখ কী?
a) ৫ ফেব্রু. 1922 b) ১২ ফেব্রু. 1922 c) ১৩ এপ্রিল 1919 d) ২৬ জানু. 1930 – [RRB NTPC 2020, WBPSC 2019]
উত্তর: a) ৫ ফেব্রু. 1922 - গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কখন?
a) ১১ ফেব্রু. 1922 b) ১২ ফেব্রু. 1922 c) ১৩ ফেব্রু. 1922 d) ১৪ ফেব্রু. 1922 – [SSC CGL 2017]
উত্তর: b) ১২ ফেব্রু. 1922 - স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কারা?
a) মোতিলাল ও জহরলাল b) চিত্তরঞ্জন ও মোতিলাল c) জহরলাল ও সুভাষ d) চিত্তরঞ্জন ও সুভাষ – [SSC CGL 2013, WBPSC 2018]
উত্তর: b) চিত্তরঞ্জন ও মোতিলাল - সাইমন কমিশন ভারতে আসে কবে?
a) 1927 b) 1928 c) 1929 d) 1930 – [RRB NTPC 2016, SSC CHSL 2019]
উত্তর: b) 1928 - লালা লাজপত রায় কোথায় আহত হন?
a) দিল্লি b) লাহোর c) কলকাতা d) মুম্বাই – [SSC CGL 2015, WBPSC 2017]
উত্তর: b) লাহোর - নেহেরু রিপোর্ট কবে প্রকাশিত হয়?
a) 1927 b) 1928 c) 1929 d) 1930 – [RRB GrD 2018, SSC CGL 2016]
উত্তর: b) 1928 - নেহেরু রিপোর্টের উদ্দেশ্য কী ছিল?
a) পূর্ণ স্বাধীনতা b) ডমিনিয়ন স্ট্যাটাস c) পৃথক নির্বাচন d) মৌলিক অধিকার – [SSC CHSL 2020]
উত্তর: b) ডমিনিয়ন স্ট্যাটাস - জিন্নার ১৪ দফায় কোনটি ছিল না?
a) পৃথক নির্বাচন b) সংরক্ষিত আসন c) হিন্দু-মুসলিম ঐক্য d) সিন্ধ আলাদা করা – [WBPSC 2020]
উত্তর: c) হিন্দু-মুসলিম ঐক্য - লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ কবে গৃহীত হয়?
a) 1928 b) 1929 c) 1930 d) 1931 – [SSC MTS 2021, RRB ALP 2018]
উত্তর: b) 1929 - প্রথম জাতীয় পতাকা উত্তোলন কবে?
a) ১৫ অগাস্ট 1947 b) ২৬ জানু. 1930 c) ৩১ ডিসে. 1929 d) ২ অক্টোবর 1929 – [WBPSC 2016]
উত্তর: c) ৩১ ডিসে. 1929 - ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়?
a) ২৬ জানু. 1930 b) ১৫ অগাস্ট 1947 c) ২ অক্টোবর 1947 d) ২৬ জানু. 1950 – [SSC CGL 2014]
উত্তর: a) ২৬ জানু. 1930 - সাইমন কমিশনকে “All White Commission” কেন বলা হত?
a) ইংরেজ সদস্য b) ভারতীয় সদস্য c) শ্বেতাঙ্গদের জন্য d) কৃষকদের জন্য – [RRB NTPC 2019]
উত্তর: a) ইংরেজ সদস্য - স্বরাজ দলের উদ্দেশ্য কী ছিল?
a) বিল সমর্থন b) আইনসভায় বিরোধিতা c) সংগ্রাম ত্যাগ d) সহযোগিতা – [SSC CHSL 2018]
উত্তর: b) আইনসভায় বিরোধিতা - সাইমন কমিশনকে কোন দল সমর্থন করেছিল?
a) কংগ্রেস b) মুসলিম লীগ c) জাস্টিস পার্টি d) হিন্দু মহাসভা – [WBPSC 2015]
উত্তর: c) জাস্টিস পার্টি - নেহেরু রিপোর্টে প্রথম কোনটি ছিল?
a) মৌলিক অধিকার b) পূর্ণ স্বাধীনতা c) পৃথক নির্বাচন d) সংবিধান – [SSC CGL 2012]
উত্তর: d) সংবিধান - জিন্নার ১৪ দফা দাবি কবে পেশ হয়?
a) 1927 b) 1928 c) 1929 d) 1930 – [RRB ALP 2017]
উত্তর: c) 1929 - লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন?
a) মোতিলাল b) জহরলাল c) সুভাষ d) চিত্তরঞ্জন – [SSC MTS 2020]
উত্তর: b) জহরলাল
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇