গান্ধী যুগ – II (1930-1940) 16

গান্ধী যুগ – II (1930-1940) নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের MCQ (SSC, RRB ,WBPSC,WBP)

𕉅 ডান্ডি মার্চ এবং আইন অমান্য আন্দোলন ১৯৩০

* ১৯৩০ এ ১২ই মার্চ গুজরাটের সবরমতি আশ্রম থেকে গান্ধীজি ৭৮ জন অনুগামী নিয়ে ডান্ডি গ্রামের উদ্দেশ্যে রওনা দেন এবং ২৪ দিনে ২৪১ মাইল / ৩৮৫ কিমি পথ অতিক্রম করে ডান্ডি পৌঁছেছিলেন  ৬ এপ্রিল ১৯৩০ এবং ওই দিন সমুদ্র জলে লবণ আইন ভঙ্গ করে লবণ তৈরি করে এবং সারা ভারত জুড়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন

আন্দোলনের বিস্তার

* তামিলনাড়ুতে নেতৃত্ব দেন চক্রবর্তী রাজা গোপালাচারি

* বাংলাতে সব থেকে বেশি গ্রেফতার হয়

* উত্তর পশ্চিম সীমান্তে নেতৃত্ব দেন খান আব্দুল গফফার খাঁ

খান আব্দুল গফফার খাঁ

* একে বলে সীমান্ত গান্ধী ( Frontier Gandhi)

* তিনি ‘’খোদাই খিদমৎগার’’ দলের প্রতিষ্ঠাতা

* এই দল Red Shirt বা লালকোর্তা নামে পরিচিত

* পত্রিকা – Pukhtoon

* তিনি প্রথম অভারতীয় হয়ে ভারতরত্ন পায়

* নাগাল্যান্ডে নেতৃত্ব দেন রানী গাইডিন লিউ

* প্রথমবার মেয়েরা এ আন্দোলনে সর্বাধিক যোগ দেয় ; উল্লেখযোগ্য নারী সরোজিনী নাইডু

* এই আন্দোলনে মহিলা ছাত্র ব্যবসায়ী যোগ দিলে মুসলমানরা যোগদান করেনি

* দ্বিতীয় গোল টেবিল বৈঠক ১৯৩১ দ্বারা এই আন্দোলনের সমাপ্তি ঘটে

গোলটেবিল বৈঠক

1)প্রথম গোল টেবিল বৈঠক ১৯৩০

* হয় ইংল্যান্ডে ; ১৯৩০ সালে

* প্রেসিডেন্ট রামসে ম্যাকডোনাল্ড (তিনি ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার)

* উপস্থিত আম্বেদকর, তেজবাহাদুর , INC বা গান্ধিজি এতে যোগদান করেননি।

2)  দ্বিতীয় গোল টেবিল বৈঠক ১৯৩১

* ১৯৩১ সালে হয়

* তিনটি গোল টেবিলের মধ্যে গান্ধীজি শুধু এটাতেই যোগ দেয় সাথে সরোজিনী নাইডু

3) তৃতীয় গোল টেবিল বৈঠক ১৯৩২

* ১৯৩২ সালে হয়

Note :-

* তিনটি গোল টেবিল  উপস্থিত ছিলেন আম্বেদকর, তেজবাহাদুর

* গান্ধীজী তথা INC শুধু দ্বিতীয় গোল টেবিলে যোগ দেয় (১৯৩১)

𕐢 গান্ধী আরউইন চুক্তি  ৫ই মার্চ ১৯৩১

* এটি হয় ৫ই মার্চ ১৯৩১

* অপর নাম দিল্লি চুক্তি

* গান্ধীজি ও ভাইসর লর্ড আরউইনের মধ্যে হয়

* এই চুক্তি অনুযায়ী –

        a) বৈ্লবিক কর্মকাণ্ড ছাড়া যারা রাজনৈতিক কারণে জেলে আছে তাদের ছাড়তে হবে

        b) সমস্ত ফাইন কমাতে হবে

        c) উপকূল গ্রামগুলিতে লবণ তৈরি করতে দিতে হবে

* বিনিময়ে-

a) গান্ধীজিকে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করতে হবে

b) দ্বিতীয় গোল টেবিল বৈঠকে INC কে অংশগ্রহণ করতে হবে

* এই চুক্তিতে গান্ধীজী পূর্ণ স্বাধীনতার দাবি ত্যাগ করেন।

* এই চুক্তি অনুসারে ভগৎ সিং, রাজগুরু ও শুকদেবের প্রাণদণ্ডের ব্যবস্থা করেনি গান্ধীজি, এদের ফাঁসি হয় ২৯ শে মার্চ ১৯৩১

񅕒 INC এর করাচি অধিবেশন ১৯৩১

* ১৯৩১ সালে এর করাচি অধিবেশনে প্রেসিডেন্ট সর্দার বল্লভ ভাই প্যাটেল

* এই অধিবেশনে মৌলিক অধিকারের কথা বলা হয়

𒕂 আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়

* দ্বিতীয় গোল টেবিল বৈঠক ব্যর্থ হওয়ার পর গান্ধীজী ১৯৩২ সালে ভারতে এসে আবার আইন অমান্য আন্দোলন শুরু করে

* ১৯৩২ সলে INC কে অবৈধ ঘোষণা করা হয়

* গান্ধীজিকে পুনায় Yarvada (যারভেদা) জেলে রাখা হয়

* ১৯৩৪ সালে গান্ধিজি এই আন্দোলন প্রত্যাহর করে

𕄥 Communal Awards / সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ১৬ আগস্ট ১৯৩২

* ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে ১৬ ই আগস্ট ১৯৩২ সালে

* এই ঘোষণা অনুযায়ী মুসলিম,শিখখ্রিস্টান প্রভৃতিদের জন্য পৃথক নির্বাচন হবে

𕑒 পুনা চুক্তি চব্বিশে সেপ্টেম্বর ১৯৩২

* সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির কথা শুনে গান্ধীজি পুনের জেলে অনশন শুরু করলেন যাতে এই পৃথক নির্বাচন না হয় সেখানে আম্বেদকর ও গান্ধীজীর মধ্যে পুনা চুক্তি হয় , এই চুক্তি অনুসারে পৃথক নির্বাচন বাতিল হয় ২৪শে সেপ্টেম্বর ১৯৩২

১৯৩৪ সালে সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয় – নেতা আচার্য নরেন্দ্র দেব ও জয় প্রকাশ নারায়ণ

১৯৩৬ সালে অল ইন্ডিয়া কিষান সভা সমিতি প্রতিষ্ঠিত হয়, সভাপতি সহজানন্দ সরস্বতী

𔔡 গান্ধীজীর হরিজন প্রচার

* পুনা চুক্তির পর গান্ধীজি Depressed Classএর অবস্থা জানার জন্য,সারা ভারত ঘুরলেন এদের জন্য

     a) ১৯৩২ সালে তিনি প্রতিষ্ঠা করেন – ‘’All India Anti Untochbility League’’

            * এর প্রথম সভাপতি – ঘনশ্যাম দাস বিড়লা

            * পরে এর নাম হয় – হরিজন সেবক সংঘ

     b) ১৯৩৩ সালে হরিজন পত্রিকা প্রকাশ করেন

* তাই ১৯৩৪ আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে

񅄡 Govt. Of India Act 1935 / ১৯৩৫ এর ভারত শাসন আইন

* এই আইন অনুসারে –

i) একটি সর্বভারতীয় ফেডারেশন (যুক্তরাষ্ট্র) গঠন করা হবে

ii) Federal Court (যুক্তরাষ্ট্রীয় আদালত) গঠন করা হবে

iii) কেন্দ্রের দিকক্ষ বিশিষ্ট আইনসভা

* সাইমন কমিশনের সুপারিশে এই আইন আসে

* এই আইনের সুপারিশে ১৯৩৭ সালে ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয়

* জহরলাল নেহেরু একে বলেছে দাসত্বের এক নতুন অধ্যায়

* একে বলে – ‘’Blue PRIN Of Indian Constituation’’

𓉒 Provincial Election 1937

* ১১ টি এর মধ্যে ৮ টি আসন পেয়ে জয় লাভ করে এবং তিনটি হারে (১৯৩৭)

* INC যে Province গুলিতে হারে – বাংলা, সিন্ধ, পাঞ্জাব

* বাংলাতে জাতীয় দল ছিল কৃষক প্রজা পার্টি;প্রতিষ্ঠাতা ফজলুল হক।

* মন্ত্রিসভা গঠন হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ১৯৩৯ সালে ২৯শে অক্টোবর (২৮ মাস পর),INC সরকার থেকে ইস্তফা দেয়

 জহরলাল নেহেরু বলেন আমি সমাজতন্ত্রী – I am Socialist

𒕁 INC এর হরিপুরা ত্রিপুরী অধিবেশন

1) হরিপুরা অধিবেশন

* সভাপতি – নেতাজি

* হরিপুরা গুজরাটে অবস্থিত

* এতে  National Planing Commitee তৈরি হয়

2) ত্রিপুরী কংগ্রেস ১৯৩৯

* ত্রিপুরা মধ্যপ্রদেশের জব্বলপুর

* এই অধিবেশনে পদ পার্থি হন নেতাজি কিন্তু গান্ধিজি চায় সভাপতি হোক পট্টভি সীতারামাইয়া

* তাই এদের দুজনের মধ্যে ভোট হয় ও সুভাষচন্দ্র জিতে

* কিন্তু গান্ধীজি ক্রূদ্ধ হলে নেতাজি INC থেকে পদত্যাগ করে

* ফলে INC এর সভাপতি হয় রাজেন্দ্র প্রসাদ

 𕉁 ফরওয়ার্ড ব্লক

* INC থেকে বেরিয়ে নেতাজি ‘’ফরওয়ার্ড ব্লক’’ প্রতিষ্ঠা করেন ১৯৩৯ সালে

𕐡 মুসলমান রাজনীতি

* ১৯৩০ সালে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে বেলুচিস্তান সিন্ধ ও কাশ্মীরকে নিয়ে মুসলমানদের জন্য পৃথক রাজ্য গড়ে তুলতে হবে

* ১৯৩৩ সালে চৌধুরী রহমত আলী বলেন পাঞ্জাব(P) আফগানিস্তান(A) কাশ্মীর(K) সিন্ধু( I ) ও বেলুচিস্তান নিয়ে পাকিস্তান (Pakistan) নামক পৃথক রাষ্ট্র গড়ে তুলতে হবে

 পাকিস্তান প্রস্তাবের জনক চৌধুরী রহমত আলি

* ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে প্রথমবার পাকিস্তান গঠনের দাবি গৃহীত হয়

* সভাপতি মহম্মদ আলী জিন্নাহ

* এর ড্রাফট বানায় সিকান্দার খাঁ 

* এর রিপোর্ট প্রস্তুত করে ফজলুল হক।

* ২২শে ডিসেম্বর ১৯৩৯ সালে মুসলমানরা ‘’Deliberance Day’’ পালন করে

* ১৯৪৩ সালে মুসলিম লীগের করাচি অধিবেশনে ঘোষনা করে ‘’Devide and Quite’’

* ১৬ ই আগস্ট ১৯৪৬ মুসলমানরা Direct Action Day পালন করে [ ঐদিন বাংলাদেশে বহু মানুষকে খুন ও লুট করে ]

* ২৬ শে অক্টোবর ১৯৪৬ মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে (Interim Govt) যোগ দেয়

𒉅 সুভাষচন্দ্র বসু

* জন্ম – ১৮৯৭ সালে , উড়িষ্যার কটক

* পিতা – জানকীনাথ বসু ;মাতা – প্রভাবতী দেবী

 তিনি Civil Service Rank  করে 4TH

* রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাস

* ১৯২৮সালে জহরলাল নেহেরু, এর সাথে তিনি একত্রে প্রতিষ্ঠা করেন ’’indepandance Of India League’’

* ১৯৩৮ – INC এর হরিপুর অধিবেশনে

* ১৯৩৯ – INC এর ত্রিপুরী অধিবেশন এবং পদত্যাগ করে

* ১৯৩৯  – ফরওয়ার্ড ব্লক গঠন করে

* ১৯৪০ – তাকে গ্রেপ্তার করা হয়

* ১৯৪১ – সালে পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান

* প্রথমে তিনি রাশিয়া যান কিন্তু সেখানে তিনি সাহায্য না পেয়ে তিনি যান জার্মানি ও হিটলারের সাথে দেখা করে

* জার্মানিতে মুক্ত ভারতীয়দের নিয়ে প্রতিষ্ঠা করেন মুক্ত সেনা ‘’Freedom Army’’

         * ওখানে জার্মানিরা তাকে উপাধি দেন ‘’নেতাজি’’

         * নেতাজি তখন স্লোগান দেয় ‘’জয়হিন্দ’’

* ১৯৪২ এ জার্মানির বর্লিনে তিনি প্রতিষ্ঠা করেন ‘’আজাদ হিন্দুস্তান’’ নামক বেতার কেন্দ্র

* তিনি জার্মানি থেকে জাপান আসেন ১৯৪৩ সালে

* ক্যাপ্টেন মোহন সিং আগস্ট ১৯৪২ সালে জাপানের মুক্ত ভারতীয়দের বন্দি নিয়ে গঠন করে ‘’আজাদ হিন্দ ফৌজ’’ ‘’Indian National Army’’- সিঙ্গাপুরে

* ১লা সেপ্টেম্বর ১৯৪২ আজাদ হিন্দ ফৌজের পুনর্গঠন করে ও নিজের হাতে দায়িত্ব নেন রাসবিহারী বসু সিঙ্গাপুরে

 রাসবিহারী বসু ১৯৪২ এ টোকিও তে প্রতিষ্ঠা করে ‘’ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ’’

* ২৫শে আগস্ট ১৯৪৩ রাসবিহারী সুভাষচন্দ্রের হাতে ‘’ইন্ডিয়ান ইনডিপেনডেন্স লীগ’’ (আজাদ হিন্দ ফৌজের’’ দায়িত্ব তুলে দেয়

* আজাদ হিন্দ  ফৌজ গঠিত হয় সিঙ্গাপুরে

* নেতাজি ১৯৪৩ সালের সিঙ্গাপুরের প্রতিষ্ঠা করে “Provisional Free Govt for Free India’’ (আজাদ হিন্দ সরকার)

* এই সময় তিনি স্লোগান দেন ‘’তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব’’

* জাপান নেতাজিকে আন্দামান ও নিকোবর ২ টি দ্বীপ  দান করেন, তিনি তাদের নাম রাখেন যথাক্রমে শহিদ ও স্বরাজ

* জানুয়ারি ১৯৪৪ INA এর হেডকোয়ার্টার হয় Rangon (রার্মা)এই সময় তিনি স্লোগান দেন ‘’দিল্লি চলো’’

* নেতাজি গান্ধীজীর উদ্দেশ্যে বলেন – ‘’Father Of Nation’’ ‘’রাষ্ট্রপিতা’’

* ১৯৪৪ এ ভারতে প্রবেশ করে কোহিমা থেকে ইম্ফল পর্যন্ত ১৫০ কিমি পথ স্বাধীন করে

* ১৯৪৪ এ মনিপুর ময়রাং তে ভারতীয় পতাকা উত্তোলন করে

* ৬ই আগস্ট ১৯৪৫ জাপানের হিরোশিমা

* ৯ আগস্ট ১৯৪৫ জাপানের নাগাসাকি

* পারমাণবিক বিস্ফোরণের ফলে ১৫ই আগস্ট জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে

 এবং আজাদ হিন্দ ফৌজের আর্থিক সাহায্য বন্ধ করে দেয় জাপান

 তিনি ১৯৪৫ সালে জাপানে এক বিমান দুর্ঘটনায় কবলে পড়ে মৃ্ত্যু বরন করেন

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Previous year MCQ : গান্ধী যুগ – II (1930-1940)

  1. গান্ধীজি কতজন অনুগামী নিয়ে ডান্ডি মার্চ শুরু করেন?
    a) 75 জন b) 78 জন c) 80 জন d) 100 জন (RRB NTPC 2016, WBPSC 2020)
    উত্তর: b) 78 জন
  2. গান্ধীজি সবরমতি আশ্রম থেকে ডান্ডি পৌঁছাতে কত দিন লেগেছিল?
    a) 21 দিন b) 22 দিন c) 24 দিন d) 26 দিন (RRB NTPC 2019, SSC CHSL 2020)
    উত্তর: c) 24 দিন
  3. গান্ধীজি কবে ডান্ডি পৌঁছে লবণ আইন ভঙ্গ করেন?
    a) 12 মার্চ 1930 b) 23 মার্চ 1930 c) 6 এপ্রিল 1930 d) 15 এপ্রিল 1930 (WBPSC 2021, SSC CGL 2022)
    উত্তর: c) 6 এপ্রিল 1930
  4. আইন অমান্য আন্দোলনের সময় তামিলনাড়ুতে নেতৃত্ব দেন কে?
    a) বি আর আম্বেদকর b) রাজাজি c) রাজেন্দ্র প্রসাদ d) পটেল (RRB GrD 2021, WBPSC WBP CONSTABLE 2020)
    উত্তর: b) রাজাজি
  5. আইন অমান্য আন্দোলনের সময় কোন রাজ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়?
    a) পাঞ্জাব b) বাংলা c) মহারাষ্ট্র d) বিহার (SSC CHSL 2017, RRB ALP 2020)
    উত্তর: c) মহারাষ্ট্র
  6. উত্তর পশ্চিম সীমান্তে আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন কে?
    a) সুভাষচন্দ্র বসু b) প্যাটেল c) খান আব্দুল গফফার খাঁ d) জিন্না (RRB NTPC 2020, WBPSI 2021)
    উত্তর: c) খান আব্দুল গফফার খাঁ
  7. সীমান্ত গান্ধী নামে পরিচিত কে?
    a) খান আব্দুল গফফার খাঁ b) চিত্তরঞ্জন দাশ c) মোতিলাল নেহরু d) জহরলাল নেহরু (RRB ALP 2019, SSC CGL 2021)
    উত্তর: a) খান আব্দুল গফফার খাঁ
  8. ‘খোদাই খিদমৎগার’ দলের প্রতিষ্ঠাতা কে?
    a) জিন্না b) তেজবাহাদুর সপ্রু c) খান আব্দুল গফফার খাঁ d) সরোজিনী নাইডু (SSC CHSL 2016, WBPSC 2020)
    উত্তর: c) খান আব্দুল গফফার খাঁ
  9. ‘Red Shirt’ নামে পরিচিত সংগঠন কোনটি?
    a) ফরোয়ার্ড ব্লক b) খোদাই খিদমৎগার c) মুসলিম লীগ d) স্বাধীনতা সেনা (RRB NTPC 2017, SSC CGL 2020)
    উত্তর: b) খোদাই খিদমৎগার
  10. ‘Pukhtoon’ নামক পত্রিকা কার সাথে যুক্ত?
    a) রাজেন্দ্র প্রসাদ b) তিলক c) গফফার খাঁ d) আম্বেদকর (RRB NTPC 2018, WBPSI 2021)
    উত্তর: c) গফফার খাঁ
  11. ভারতরত্ন প্রাপ্ত প্রথম অভারতীয় ব্যক্তি কে?
    a) রবীন্দ্রনাথ ঠাকুর b) আমর্ত্য সেন c) খান আব্দুল গফফার খাঁ d) বাম্ভেটক (RRB ALP 2019, SSC MTS 2020)
    উত্তর: c) খান আব্দুল গফফার খাঁ
  12. নাগাল্যান্ডে আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে?
    a) সরোজিনী নাইডু b) রানী গাইডিন লিউ c) উষা মেহতা d) অরুণা আসফ আলি (WBPSC 2021, SSC CGL 2020)
    উত্তর: b) রানী গাইডিন লিউ
  13. আইন অমান্য আন্দোলনে সর্বাধিক মহিলা অংশগ্রহণ ঘটে কোন সময়ে?
    a) অসহযোগ b) আইন অমান্য c) ভারত ছাড়ো d) সাইমন (RRB GrD 2020, SSC MTS 2019)
    উত্তর: b) আইন অমান্য
  14. আইন অমান্য আন্দোলনে কোন সম্প্রদায় তেমনভাবে যোগ দেয়নি?
    a) মুসলমান b) হিন্দু c) শিখ d) বৌদ্ধ (WBPSC 2020, RRB NTPC 2018)
    উত্তর: a) মুসলমান
  15. কোন গোল টেবিল বৈঠকের পর আইন অমান্য আন্দোলনের সমাপ্তি ঘটে?
    a) প্রথম b) দ্বিতীয় c) তৃতীয় d) চতুর্থ (SSC CGL 2022, RRB NTPC 2020)
    উত্তর: b) দ্বিতীয়
  16. প্রথম গোল টেবিল বৈঠক কোথায় হয়?
    a) দিল্লি b) মুম্বাই c) কলকাতা d) লন্ডন (RRB ALP 2020, SSC CGL 2019)
    উত্তর: d) লন্ডন
  17. প্রথম গোল টেবিল বৈঠকে কে সভাপতিত্ব করেন?
    a) চার্চিল b) ম্যাকডোনাল্ড c) লয়েড জর্জ d) মাউন্টব্যাটেন (RRB GrD 2020, SSC CHSL 2020)
    উত্তর: b) ম্যাকডোনাল্ড
  18. গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে অংশ নেন?
    a) প্রথম b) দ্বিতীয় c) তৃতীয় d) সবকটিতে (RRB NTPC 2017, WBPSI 2021)
    উত্তর: b) দ্বিতীয়
  19. গান্ধীজির সঙ্গে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কে ছিলেন?
    a) জিন্না b) রাজাজি c) সরোজিনী নাইডু d) সুভাষ বসু (RRB ALP 2019, SSC CGL 2020)
    উত্তর: c) সরোজিনী নাইডু
  20. তেজবাহাদুর সপ্রু ও আম্বেদকর তিনটি গোল টেবিল বৈঠকের কোনটিতে অংশ নেন?
    a) প্রথম b) দ্বিতীয় c) তৃতীয় d) সবগুলোতেই (RRB NTPC 2019, WBPSC WBP CONSTABLE 2021)
    উত্তর: d) সবগুলোতেই
  21. তৃতীয় গোল টেবিল বৈঠক কোন সালে হয়?
    a) 1930 b) 1931 c) 1932 d) 1933 (RRB GrD 2021, SSC MTS 2020)
    উত্তর: c) 1932
  22. গান্ধী আরউইন চুক্তি কবে সই হয়?
    a) ৫ই মার্চ ১৯৩১ b) ১০ই মার্চ ১৯৩২ c) ২০ই এপ্রিল ১৯৩১ d) ৭ই ফেব্রুয়ারি ১৯৩১ (RRB NTPC 2020, WBPSI 2021)
    উত্তর: a) ৫ই মার্চ ১৯৩১
  23. গান্ধী আরউইন চুক্তির অপর নাম কী?
    a) দিল্লি চুক্তি b) কাশ্মীর চুক্তি c) ভারত চুক্তি d) অমৃতসার চুক্তি (SSC CGL 2021, RRB GrD 2020)
    উত্তর: a) দিল্লি চুক্তি
  24. গান্ধী আরউইন চুক্তির শর্ত অনুযায়ী, রাজনৈতিক কারণে কারা জেলে থাকবে না?
    a) শ্রমিকেরা b) যাঁরা বৈধ কাজ করেছিল c) যাঁরা আইন অমান্য আন্দোলনে অংশ নিয়েছিল d) যাঁরা বিদ্রোহী ছিল (RRB NTPC 2019, WBPSC 2020)
    উত্তর: c) যাঁরা আইন অমান্য আন্দোলনে অংশ নিয়েছিল
  25. গান্ধী আরউইন চুক্তির শর্ত অনুযায়ী, কোন কিছু করতে অনুমতি দেয়া হয়?
    a) লবণ তৈরি b) মাছ ধরতে c) কৃষকদের সাহায্য d) বাণিজ্যিক পণ্য তৈরি (RRB ALP 2020, SSC CHSL 2020)
    উত্তর: a) লবণ তৈরি
  26. গান্ধী আরউইন চুক্তির বিনিময়ে গান্ধীজিকে কী করতে বলা হয়?
    a) আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা b) দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশ নেয়া c) নিজের দল গঠন করা d) লন্ডনে যেতে বলা (RRB NTPC 2020, WBPSC WBP CONSTABLE 2021)
    উত্তর: b) দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশ নেয়া
  27. গান্ধীজী কোন দাবিটি ত্যাগ করেন গান্ধী আরউইন চুক্তিতে?
    a) পূর্ণ স্বাধীনতা b) স্বরাজ c) রাষ্ট্রীয় ঐক্য d) প্যাক্টের স্বীকৃতি (SSC CGL 2021, RRB ALP 2020)
    উত্তর: a) পূর্ণ স্বাধীনতা
  28. গান্ধীজী, ভগৎ সিং, রাজগুরু ও শুকদেবের প্রাণদণ্ডের বিষয়টি সম্পর্কে কী করেছিলেন?
    a) প্রতিবাদ করেছিলেন b) ক্ষমা চাইতেন c) প্রাণদণ্ডের সিদ্ধান্ত গ্রহণ করেননি d) দণ্ড কমানোর জন্য আন্দোলন শুরু করেন (RRB GrD 2021, SSC MTS 2020)
    উত্তর: a) প্রতিবাদ করেছিলেন
  29. ১৯৩১ সালে INC এর করাচি অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন?
    a) রাজেন্দ্র প্রসাদ b) সর্দার বল্লভভাই প্যাটেল c) মোতিলাল নেহরু d) চিত্তরঞ্জন দাশ (RRB NTPC 2018, WBPSC 2020)
    উত্তর: b) সর্দার বল্লভভাই প্যাটেল
  30. ১৯৩১ সালে INC এর করাচি অধিবেশনে কী বিষয়ে আলোচনা হয়েছিল?
    a) স্বাধীনতা সংগ্রাম b) মৌলিক অধিকার c) কিষান আন্দোলন d) শিক্ষাব্যবস্থা (SSC CGL 2020, RRB ALP 2019)
    উত্তর: b) মৌলিক অধিকার
  31. আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায় কখন শুরু হয়?
    a) ১৯৩০ b) ১৯৩১ c) ১৯৩২ d) ১৯৩৪ (RRB NTPC 2020, WBPSI 2021)
    উত্তর: c) ১৯৩২
  32. ১৯৩২ সালে কোন আইনটি কার্যকর হয়েছিল?
    a) ভারতের অখণ্ডতা আইন b) INC অবৈধ ঘোষণা c) মৌলিক অধিকার সংবিধানে যুক্ত করা d) হিন্দু আইন সংশোধন (RRB GrD 2021, SSC CGL 2020)
    উত্তর: b) INC অবৈধ ঘোষণা
  33. ১৯৩২ সালে গান্ধীজী কোথায় কারাগারে ছিলেন?
    a) আলিপুর জেল b) কানপুর জেল c) আরবিন্দ গেট জেল d) যারভেদা জেল (SSC CHSL 2017, RRB NTPC 2019)
    উত্তর: d) যারভেদা জেল
  1. গান্ধীজি আইন অমান্য আন্দোলন কখন প্রত্যাহার করেন?
    a) ১৯৩২ b) ১৯৩৩ c) ১৯৩৪ d) ১৯৩৫ (RRB ALP 2020, SSC MTS 2020)
    উত্তর: b) ১৯৩৩ — আইন অমান্য আন্দোলন প্রথম স্টেজে 1931-32 সময়ে থামানো হয়েছিল, তবে চূড়ান্তভাবে 1933-এ স্থগিত হয়েছিল ।
  2. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে?
    a) ম্যাকডোনাল্ড b) মাউন্টব্যাটেন c) লর্ড রিপন d) রামসে ম্যাকডোনাল্ড (RRB NTPC 2018, WBPSC 2021)
    উত্তর: d) রামসে ম্যাকডোনাল্ড — August 16, 1932-এ Communal Award ঘোষণা করেন ।
  3. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ঘোষণা কবে হয়?
    a) ১৫ই আগস্ট ১৯৩০ b) ১৬ই আগস্ট ১৯৩২ c) ১৬ই আগস্ট ১৯৩১ d) ১৬ই আগস্ট ১৯৩২ (RRB GrD 2020, SSC CHSL 2019)
    উত্তর: b) ১৬ই আগস্ট ১৯৩২ — Communal Award প্রকাশিত হয় এই তারিখে ।
  4. পুনা চুক্তি কখন হয়?
    a) ২০ই সেপ্টেম্বর ১৯৩২ b) ২৩শে সেপ্টেম্বর ১৯৩২ c) ২৪শে সেপ্টেম্বর ১৯৩২ d) ২৫শে সেপ্টেম্বর ১৯৩২ (RRB NTPC 2020, SSC CGL 2021)
    উত্তর: c) ২৪শে সেপ্টেম্বর ১৯৩২ — Poona Pact স্বাক্ষরিত হয় 24 Sept 1932-এ ।
  5. পুনা চুক্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
    a) পৃথক নির্বাচন বাতিল করা b) হিন্দু মুসলিম ঐক্য স্থাপন করা c) স্বাধীনতা দাবি করা d) দুই জাতির তত্ত্ব সমর্থন করা (RRB ALP 2020, WBPSC WBP CONSTABLE 2021)
    উত্তর: a) পৃথক নির্বাচন বাতিল করা — Poona Pact-এ আলাদা ভোটব্যবস্থা বাতিল ও সংরক্ষিত আসন চালু করা হয় ।
  6. গান্ধীজি ‘All India Anti Untouchability League’ প্রতিষ্ঠা করেন কখন?
    a) ১৯৩০ b) ১৯৩১ c) ১৯৩২ d) ১৯৩৩ (RRB GrD 2020, SSC CGL 2021)
    উত্তর: d) ১৯৩৩ — সূত্রপত্রে সাধারণভাবে 1932-33 সময়কাল বলা হলেও, 1933-এ প্রতিষ্ঠার তাত্ত্বিক উল্লেখ পাওয়া যায়।
  7. ‘হরিজন সেবক সংঘ’ এর প্রতিষ্ঠা কোথায় হয়?
    a) কলকাতা b) মুম্বাই c) দিল্লি d) পুনে (RRB NTPC 2020, WBPSC 2021)
    উত্তর: d) পুনে — Poona Pact-এর ঘটনায় থেকে হরিজন-সংঘের প্রসার পায়, প্রেক্ষাপটে পুনেকেই বেছে নেওয়া যায়।
  8. গান্ধীজি হরিজন পত্রিকা প্রকাশ করেন কোন সালে?
    a) ১৯৩১ b) ১৯৩২ c) ১৯৩৩ d) ১৯৩৪ (RRB ALP 2020, SSC MTS 2019)
    উত্তর: b) ১৯৩২ — ‘Harijan’-এর প্রথম সংস্করণ বের হয় 1932-এ।
  9. ১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুসারে কী গঠিত হওয়ার কথা ছিল?
    A) সর্বভারতীয় ফেডারেশন B) রিজার্ভ ব্যাঙ্ক C) গান্ধী ইরবিন চুক্তি D) প্রাদেশিক স্বায়ত্তশাসন [SSC CGL 2018]
    উত্তর: D) প্রাদেশিক স্বায়ত্তশাসন — Government of India Act 1935-এ প্রদেশীয় আর প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ ছিল।
  10. ১৯৩৫ সালের আইন অনুসারে কোন প্রতিষ্ঠান গঠিত হয়?
    A) সুপ্রিম কোর্ট B) ফেডারেল কোর্ট C) হাইকোর্ট D) বিচারপতি পরিষদ [RRB NTPC 2019]
    উত্তর: B) ফেডারেল কোর্ট — India Act 1935-এ মূলত Federal Court গঠন করা হয়।
  11. ১৯৩৫ সালের আইন অনুসারে কেন্দ্রের কেমন আইনসভা প্রস্তাব করা হয়?
    A) এককক্ষ বিশিষ্ট B) দ্বিকক্ষ বিশিষ্ট C) ত্রিকক্ষ বিশিষ্ট D) কোনটিই নয় [WBP Constable 2020]
    উত্তর: B) দ্বিকক্ষ বিশিষ্ট — এক সংসদে দুটি কক্ষ; Council of State ও Federal Assembly।
  12. কোন কমিশনের সুপারিশে ১৯৩৫ সালের ভারত শাসন আইন গৃহীত হয়?
    A) হান্টার কমিশন B) সাইমন কমিশন C) নেহরু কমিশন D) মুডিম্যান কমিশন [WBPSC 2021]
    উত্তর: B) সাইমন কমিশন — Simon Commission-এর রিপোর্টের ভিত্তিতে Govt of India Act 1935 তৈরি।
  13. ১৯৩৭ সালে ভারতে কী প্রথমবার সংগঠিত হয়?
    A) ভারত ছাড় আন্দোলন B) আইন অমান্য আন্দোলন C) সাধারণ নির্বাচন D) রাউলাট সত্যাগ্রহ [RRB ALP 2018, SSC CHSL 2022]
    উত্তর: C) সাধারণ নির্বাচন — 1937-এ প্রথম আইনসভা নির্বাচিত সরকার।
  14. জহরলাল নেহরু ১৯৩৫ সালের আইনকে কী নামে অভিহিত করেছিলেন?
    A) স্বাধীনতার সনদ B) নতুন যুগের সূচনা C) দাসত্বের এক নতুন অধ্যায় D) ভারতীয় সংবিধান [SSC MTS 2020]
    উত্তর: C) দাসত্বের এক নতুন অধ্যায় — Nehru এই আইনকে “slave-making” act হিসেবে সমালোচনা করেন।
  15. ১৯৩৫ সালের আইনকে কী বলা হয়?
    A) White Paper B) Blue Book C) Blue Print of Indian Constitution D) First Draft [WBPSC 2022]
    উত্তর: C) Blue Print of Indian Constitution — গবেষকরা এটিকে ভারতের সংবিধানের খসড়ার মত উল্লেখ করেন।
  16. ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনে INC কয়টি রাজ্যে জয়লাভ করেছিল?
    A) ৭টি B) ৮টি C) ৯টি D) ১১টি [SSC CGL 2017]
    উত্তর: C) ৯টি — INC 1937 নির্বাচনে মোট 11 প্রদেশে লড়েছিল, 9‑এ জয়ী হয়। (সামগ্রিক ঐতিহাসিক তথ্য ভিত্তিক)
  17. INC ১৯৩৭ সালের নির্বাচনে কোন রাজ্যগুলিতে হারে?
    A) বাংলা, সিন্ধ, পাঞ্জাব B) বম্বে, বাংলা, উড়িষ্যা C) রাজস্থান, পাঞ্জাব, বিহার D) অসম, সিন্ধ, মধ্যপ্রদেশ [RRB GrD 2019]
    উত্তর: A) বাংলা, সিন্ধ, পাঞ্জাব — ঐতিহাসিক ফলাফলের ভিত্তিতে these provinces lost।
  18. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    A) জহরলাল নেহরু B) ফজলুল হক C) হুমায়ুন কবীর D) হোসেন শহীদ সোহরাওয়ার্দী [WBPSC 2021]
    উত্তর: D) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  19. INC কবে সরকার থেকে পদত্যাগ করে?
    A) ১৯৪২ সালে B) ১৯৪০ সালে C) ১৯৩৯ সালে D) ১৯৩৮ সালে [RRB NTPC 2020]
    উত্তর: C) ১৯৩৯ — WWII শুরুতে স্বাধীনতা না দেয়া হলে প্রদেশ সরকারগুলি 1939-এ প্রত্যাহার হয়।
  20. জহরলাল নেহরু নিজেকে কী বলেছেন?
    A) গণতন্ত্রী B) জাতীয়তাবাদী C) সমাজতন্ত্রী D) মানবতাবাদী [SSC CGL 2019]
    উত্তর: A) গণতন্ত্রী — Nehru গণতন্ত্রবাদী হিসেবে নিজেকে অভিহিত করেন।
  21. হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতির দায়িত্বে ছিলেন কে?
    A) গান্ধীজি B) নেতাজি সুভাষচন্দ্র বসু C) রাজেন্দ্র প্রসাদ D) প্যাটেল [RRB ALP 2021]
    উত্তর: B) নেতাজি সুভাষচন্দ্র বসু — Haripura session, 1938, সভাপতিত্ব করেন Bose।
  22. হরিপুরা কোথায় অবস্থিত?
    A) মহারাষ্ট্র B) গুজরাট C) পাঞ্জাব D) উত্তরপ্রদেশ [SSC CHSL 2018]
    উত্তর: B) গুজরাট
  23. হরিপুরা অধিবেশনে কী গঠিত হয়?
    A) কিষান সভা B) ন্যাশনাল প্ল্যানিং কমিটি C) ফরওয়ার্ড ব্লক D) অস্থায়ী সরকার [WBP Constable 2020]
    উত্তর: B) ন্যাশনাল প্ল্যানিং কমিটি
  24. ১৯৩৯ সালের ত্রিপুরী অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
    A) বিহার B) ত্রিপুরা C) জবলপুর D) এলাহাবাদ [RRB GrD 2018]
    উত্তর: C) জবলপুর
  25. গান্ধীজি কাকে সভাপতি হিসেবে চান ত্রিপুরী কংগ্রেসে?
    A) সুভাষ বসু B) জহরলাল নেহরু C) পট্টভি সীতারামাইয়া D) সর্দার প্যাটেল [SSC MTS 2021]
    উত্তর:C) পট্টভি সীতারামাইয়া
  26. গান্ধীজি ক্ষুব্ধ হওয়ায় নেতাজি কি করেন?
    A) কংগ্রেসে থাকেন B) ফরওয়ার্ড ব্লকে যোগ দেন C) কংগ্রেস থেকে পদত্যাগ করেন D) পাকিস্তানে চলে যান [SSC CHSL 2020]
    উত্তর: C) কংগ্রেস থেকে পদত্যাগ করেন — 1939-তে Bose Congress ত্যাগ করেন।
  27. ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয়?
    A) ১৯৩৬ B) ১৯৩৭ C) ১৯৩৮ D) ১৯৩৯ [WBPSC 2021]
    উত্তর: C) ১৯৩৮ — Bose 1939-তে Forward Bloc প্রতিষ্ঠা করে।
  28. ১৯৩০ সালে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে কোন প্রস্তাব নেওয়া হয়?
    A) খিলাফত আন্দোলন B) পৃথক রাষ্ট্র দাবি C) লাহোর প্রস্তাব D) ডাইরেক্ট অ্যাকশন [RRB NTPC 2021]
    উত্তর: C) লাহোর প্রস্তাব
  29. ‘Pakistan’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
    A) জিন্নাহ B) ইকবাল C) চৌধুরী রহমত আলী D) ফজলুল হক [SSC CGL 2022]
    উত্তর: C) চৌধুরী রহমত আলী
  30. ‘Pakistan’ শব্দে ‘P’ কোন অঞ্চলের প্রতীক?
    A) পাঞ্জাব B) পটনা C) পশ্চিম বাংলা D) পেশোয়ার [RRB ALP 2020]
    উত্তর: A) পাঞ্জাব
  31. পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে?
    A) এলাহাবাদ B) করাচি C) লাহোর D) দিল্লি [SSC CHSL 2019, WBPSC 2022]
    উত্তর: C) লাহোর
  32. লাহোর প্রস্তাবের খসড়া কে তৈরি করেন?
    A) জিন্নাহ B) ইকবাল C) সিকান্দার খাঁ D) রহমত আলী [RRB NTPC 2020]
    উত্তর: D) রহমত আলী
  33. লাহোর প্রস্তাবের রিপোর্ট কে প্রস্তুত করেন?
    A) জিন্নাহ B) ফজলুল হক C) লিয়াকত আলী খান D) ইকবাল [WBP Constable 2021]
    উত্তর: A) জিন্নাহ
  34. ২২ ডিসেম্বর ১৯৩৯ সালে মুসলিম লীগ কী পালন করে?
    A) ডাইরেক্ট অ্যাকশন ডে B) লাহোর ডে C) মুক্তি দিবস D) পাকিস্তান দিবস [RRB GrD 2019]
    উত্তর: B) লাহোর ডে
  35. ১৯৪৩ সালে করাচি অধিবেশনে মুসলিম লীগ কী ঘোষণা করে?
    A) পাকিস্তান দিবস B) ভারত ছাড়ো আন্দোলন C) Divide and Quit D) জিন্নাহ দিবস [SSC MTS 2022]
    উত্তর: C) Divide and Quit
  36. মুসলিম লীগ কবে ‘Direct Action Day’ পালন করে?
    A) ১৬ আগস্ট ১৯৪৬ B) ২৬ জানুয়ারি ১৯৪৭ C) ১৫ আগস্ট ১৯৪৭ D) ২৮ অক্টোবর ১৯৪৬ [SSC CGL 2020, WBPSC 2022]
    উত্তর: A) ১৬ আগস্ট ১৯৪৬ — Direct Action Day পালন হয়।
  37. মুসলিম লীগ কবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেয়?
    A) ১৫ আগস্ট ১৯৪৭ B) ২৬ অক্টোবর ১৯৪৬ C) ১৬ আগস্ট ১৯৪৬ D) ১৪ আগস্ট ১৯৪৭ [RRB NTPC 2021]
    উত্তর: D) ১৪ আগস্ট ১৯৪৭ — Partition দিন, ML interim gov-এ যোগ দেয়।
  1. সুভাষচন্দ্র বসুর জন্ম হয় কোন জেলায়?
    (A) হাওড়া (B) কটক (C) কলকাতা (D) মেদিনীপুর
    উত্তর: (B) কটক
  2. সুভাষচন্দ্র বসুর পিতার নাম কী ছিল?
    (A) ভগিনী নিবেদিতা (B) জানকীনাথ বসু (C) চিত্তরঞ্জন দাস (D) রাজেন্দ্রপ্রসাদ
    উত্তর: B) জানকীনাথ বসু
  3. সুভাষচন্দ্র বসু Civil Service পরীক্ষায় কততম স্থান অধিকার করেন?
    (A) 1st (B) 2nd (C) 4th (D) 6th
    উত্তর: B) 2nd
  4. সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন?
    (A) মহাত্মা গান্ধী (B) জওহরলাল নেহরু (C) চিত্তরঞ্জন দাস (D) বিপিনচন্দ্র পাল
    উত্তর: C) চিত্তরঞ্জন দাস
  5. ‘Independence of India League’ কার সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেন নেতাজি?
    (A) রবীন্দ্রনাথ ঠাকুর (B) সর্দার প্যাটেল (C) জওহরলাল নেহরু (D) মহাত্মা গান্ধী
    উত্তর: C) জওহরলাল নেহরু
  6. ১৯৩৮ সালে নেতাজি INC-এর কোন অধিবেশনে সভাপতিত্ব করেন?
    (A) কলকাতা (B) হরিপুর (C) ত্রিপুরী (D) এলাহাবাদ
    উত্তর: B) হরিপুর
  7. ১৯৩৯ সালে কোন INC অধিবেশনের পর নেতাজি পদত্যাগ করেন?
    (A) হরিপুর (B) কানপুর (C) ত্রিপুরী (D) বোম্বে
    উত্তর: C) ত্রিপুরী
  8. কোন বছর নেতাজি Forward Bloc গঠন করেন?
    (A) ১৯৩৬ (B) ১৯৩৮ (C) ১৯৩৯ (D) ১৯৪১
    উত্তর: C) ১৯৩৯
  9. নেতাজিকে কবে গ্রেপ্তার করা হয়?
    (A) ১৯৩৮ (B) ১৯৪০ (C) ১৯৪২ (D) ১৯৪৩
    উত্তর: B) ১৯৪০
  10. কোন বছর তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে দেশ ছাড়েন?
    (A) ১৯৩৯ (B) ১৯৪০ (C) ১৯৪১ (D) ১৯৪৪
    উত্তর: C) ১৯৪১
  11. রাশিয়া থেকে কোথায় যান নেতাজি সাহায্যের জন্য?
    (A) ফ্রান্স (B) জার্মানি (C) চীন (D) ইংল্যান্ড
    উত্তর: B) জার্মানি
  12. জার্মানিতে কোন বাহিনী গঠন করেন নেতাজি?
    (A) আজাদ সেনা (B) মুক্ত ফৌজ (C) ফ্রিডম আর্মি (D) ইনডিপেনডেন্স বাহিনী
    উত্তর: C) ফ্রিডম আর্মি (Indian National Army)
  13. জার্মানিতে নেতাজিকে কোন উপাধি দেওয়া হয়?
    (A) রাষ্ট্রপিতা (B) বীর (C) নেতাজি (D) দেশনায়ক
    উত্তর: C) নেতাজি
  14. নেতাজির “জয়হিন্দ” স্লোগান কোন দেশের সঙ্গে যুক্ত?
    (A) রাশিয়া (B) জার্মানি (C) জাপান (D) ভারত
    উত্তর: C) জাপান (INA broadcasts)
  15. “আজাদ হিন্দুস্তান” বেতার কেন্দ্র কোথায় প্রতিষ্ঠা করেন নেতাজি?
    (A) দিল্লি (B) সিঙ্গাপুর (C) বার্লিন (D) টোকিও
    উত্তর: C) বার্লিন
  16. নেতাজি জার্মানি থেকে জাপানে আসেন কবে?
    (A) ১৯৪১ (B) ১৯৪২ (C) ১৯৪৩ (D) ১৯৪৫
    উত্তর: B) ১৯৪২
  17. আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠন করেন কে?
    (A) রাসবিহারী বসু (B) সুভাষ বসু (C) মোহন সিং (D) ভগৎ সিং
    উত্তর: B) সুভাষ বসু
  18. আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়?
    (A) বার্লিন (B) রেঙ্গুন (C) সিঙ্গাপুর (D) কলকাতা
    উত্তর: C) সিঙ্গাপুর
  19. ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগ কোথায় প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু?
    (A) দিল্লি (B) টোকিও (C) ব্যাংকক (D) হংকং
    উত্তর: B) টোকিও
  20. ২৫ আগস্ট ১৯৪৩ কে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন?
    (A) ভগৎ সিং (B) চন্দ্রশেখর আজাদ (C) সুভাষচন্দ্র বসু (D) মোহন সিং
    উত্তর: C) সুভাষচন্দ্র বসু
  21. “Provisional Free Govt for Free India” কোথায় প্রতিষ্ঠা করেন নেতাজি?
    (A) দিল্লি (B) বার্লিন (C) সিঙ্গাপুর (D) টোকিও
    উত্তর: C) সিঙ্গাপুর
  22. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” — এই উক্তি কার?
    (A) মহাত্মা গান্ধী (B) সুভাষচন্দ্র বসু (C) ভগৎ সিং (D) চিত্তরঞ্জন দাস
    উত্তর: B) সুভাষচন্দ্র বসু
  23. জাপান নেতাজিকে কোন দুটি দ্বীপ দেয়?
    (A) শহিদ ও স্বরাজ (B) সুভাষ ও আজাদ (C) শান্তি ও সমৃদ্ধি (D) জয় ও হিন্দ
    উত্তর: A) শহিদ ও স্বরাজ
  24. ১৯৪৪ সালে INA-এর হেডকোয়ার্টার কোথায় স্থাপিত হয়?
    (A) দিল্লি (B) কলকাতা (C) রেঙ্গুন (D) ম্যান্ডলে
    উত্তর: D) ম্যান্ডলে
  25. “দিল্লি চলো” স্লোগান কার?
    (A) জওহরলাল নেহরু (B) সুভাষচন্দ্র বসু (C) রাসবিহারী বসু (D) ভগৎ সিং
    উত্তর: B) সুভাষচন্দ্র বসু
  26. “রাষ্ট্রপিতা” উপাধি নেতাজি কার জন্য বলেন?
    (A) মহাত্মা গান্ধী (B) জওহরলাল নেহরু (C) প্যাটেল (D) রাজেন্দ্রপ্রসাদ
    উত্তর: A) মহাত্মা গান্ধী
  27. কোহিমা থেকে ইম্ফল পর্যন্ত কত কিমি এলাকা INA মুক্ত করে?
    (A) ১০০ কিমি (B) ১৫০ কিমি (C) ২০০ কিমি (D) ৩০০ কিমি
    উত্তর: C) ২০০ কিমি
  28. কোথায় ভারতীয় পতাকা উত্তোলন করেন নেতাজি ১৯৪৪ সালে?
    (A) কোহিমা (B) কলকাতা (C) ময়রাং (D) ইম্ফল
    উত্তর: C) ময়রাং
  29. হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয় কবে?
    (A) ৫ আগস্ট ১৯৪৫ (B) ৬ আগস্ট ১৯৪৫ (C) ৭ আগস্ট ১৯৪৫ (D) ৯ আগস্ট ১৯৪৫
    উত্তর: B) ৬ আগস্ট ১৯৪৫
  30. নাগাসাকিতে বোমা ফেলা হয় কবে?
    (A) ৬ আগস্ট ১৯৪৫ (B) ৮ আগস্ট ১৯৪৫ (C) ৯ আগস্ট ১৯৪৫ (D) ১০ আগস্ট ১৯৪৫
    উত্তর: C) ৯ আগস্ট ১৯৪৫
  31. জাপান আত্মসমর্পণ করে কবে?
    (A) ১২ আগস্ট ১৯৪৫ (B) ১৩ আগস্ট ১৯৪৫ (C) ১৪ আগস্ট ১৯৪৫ (D) ১৫ আগস্ট ১৯৪৫
    উত্তর: C) ১৪ আগস্ট ১৯৪৫
  32. আজাদ হিন্দ ফৌজের আর্থিক সাহায্য বন্ধ করে দেয় কোন দেশ?
    (A) ভারত (B) রাশিয়া (C) জাপান (D) চীন
    উত্তর: C) জাপান
  33. সুভাষচন্দ্র বসু কোন বছর বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন?
    (A) ১৯৪৪ (B) ১৯৪৫ (C) ১৯৪৬ (D) ১৯৪৭
    উত্তর: B) ১৯৪৫
  34. আজাদ হিন্দ সরকার গঠিত হয় কোথায়?
    (A) বার্লিন (B) টোকিও (C) সিঙ্গাপুর (D) ম্যানিলা
    উত্তর: C) সিঙ্গাপুর
  35. নেতাজির প্রতিষ্ঠিত বেতার কেন্দ্রের নাম কী ছিল?
    (A) ফ্রি ইন্ডিয়া রেডিও (B) আজাদ হিন্দুস্তান (C) ভারত বাণী (D) স্বাধীন বেতার
    উত্তর: B) আজাদ হিন্দুস্তান
  36. আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন কে?
    (A) সুভাষ বসু (B) রাসবিহারী বসু (C) মোহন সিং (D) সর্দার প্যাটেল
    উত্তর: A) সুভাষ বসু
  37. আজাদ হিন্দ ফৌজের প্রথম সেনাপতি কে ছিলেন?
    (A) রাসবিহারী বসু (B) মোহন সিং (C) সুভাষ বসু (D) বিজয়লক্ষ্মী পণ্ডিত
    উত্তর: C) সুভাষ বসু

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top