গান্ধী যুগ – III (1940 – 1952) নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের প্রশ্নাবলী(SSC, RRB ,WBPSC,WBP)
𒕁 August Offer (1940)
* ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করার জন্য ভারতীয়দের বলতে থাকে এবং বলে যুদ্ধে তারা যোগদান করলে কিছু সুযোগ-সুবিধা দেবে। এই সুবিধা গুলি August Offer নামে পরিচিত
* এগুলি হল –
1. যুদ্ধান্তে ভারতে Domain Status এর মর্যাদা দেওয়া হবে।
2. যুদ্ধান্তে ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হবে
গণপরিষদ গঠনের কথা প্রথম আগস্ট অফার এ বলা হয়
* পূর্ণ স্বাধীনতা না থাকার জন্য INC একে বাতিল করে এবং পাকিস্তানের গঠনের উল্লেখ না থাকে মুসলিম লীগ একে বাতিল করে

𒕁 Individual Satyagraha / ব্যক্তিগত সত্যাগ্রহ- ১৯৪০
* অপর নাম দিল্লি চলো আন্দোলন
* ১৯৪০ সালে প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন শুরু করে বিনোবা ভাবে – পুনার আশ্রমে
* দ্বিতীয় করে জওহরলাল নেহেরু
* তৃতীয় করে ব্রহ্মদত্ত
ক্রিপস মিশন ১৯৪২
* ভাতকে খুশি করার জন্য স্টাফোর্ড ক্রিপস ভারতে একটি মিশন পাঠায় যা ক্রিপস মিশন নামে পরিচিত
* এই প্রস্তাব অনুযায়ী –
1. যুদ্ধান্তে ভারতে Domain Status দেওয়া হবে
2. যুদ্ধান্তে ভারতীয়দের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে
3. ভারতীয় সম্পদ কে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে
* INC ও লীগ এই প্রস্তাবকে প্রত্যাহার করে
* গান্ধীজি একে বলে ‘’A post Dated Cheque’’ [ফেল পড়া ব্যাংকের উপর চেক কাটার সামিল]
ভারতছাড়ো আন্দোলন /Quit India Movement
* ৯ই আগস্ট ১৯৪২ এই আন্দোলন শুরু হয় বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্ক থেকে
* এই আন্দোলনের অপর নাম আগস্ট আন্দোলন।
* এই সময় ভারতের ভাইসরয় ‘’লর্ড লিনলিথগো’’
* এই আন্দোলনের সর্বভারতীয় নেতা গান্ধীজি
* তিনি বলেন’‘Do or die করব অথবা মরব’’এবং পূর্ণ স্বাধীনতা ছাড়া কোন কিছুতেই আমরা সন্তুষ্ট নয়
* উল্লেখযোগ্য নারী অরুনা আসাফ আলি
* এই আন্দোলনে প্রথম গ্রেপ্তার হয় গান্ধীজী
অরুনা আসাদ আলী কে বলে Old Lady Of India
* বেশিরভাগ নেতা গ্রেফতার হওয়ায় এই আন্দোলন কে বলে নেতা বিহীন আন্দোলন
মেদিনীপুরের ৭৩ বছরের মহিলা মাতঙ্গিনী হাজরা এই আন্দোলনে যোগ দেয়
* আন্দোলনের পাশাপাশি বিভিন্ন স্থানে Parallel Govt. প্রতিষ্ঠা হয় তার মধ্যে উল্লেখযোগ্য-
* তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করে সতীশচন্দ্র সামন্ত।
* ব্রিটিশরা কঠোর ও নির্মমভাবেই আন্দোলন দমন করে
* এই আন্দোলনের যোগ দান করেনি কমিউনিস্ট পার্টি,মুসলিম লীগ,হিন্দু মহাসভা
𒕁 C R Formule / রাজাজি সূত্র ১৯৪৪
* এটি দেয় চক্রবর্তীরাজা গোপাল আচারি
* এটি হয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ১৯৪৪ সালে
দেশাই লিয়াকৎ প্রস্তাব ১৯৪৫
* কংগ্রেসের ভুলাভাই দেশাই ও মুসলিম লীগের লিয়াকং আলি খানের মধ্যে চুক্তি হয়
* এটি Interim Govt. (অন্তর্বর্তীকালীন সরকার) গঠন বিষয়ক
ওয়াডেল চুক্তি (জুন ১৯৪৫)
* তৎকালীন ভাইসরয় ওয়াডেল ঘোষনা করেন –
1. শীঘ্রই সরকার ক্ষমতা হস্তান্তর করবে ও সংবিধান রচনার কাজ শুরু করবে
2. সংবিধান রচনা না হওয়া পর্যন্ত ভারতীয়দের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে
3. সমস্ত বন্দি কংগ্রেস দের নিয়ে সিমলাতে একটি বৈঠক হবে
সিমলা বৈঠক ১৯৪৫
* এটি ছিল সর্বদলীয় বৈঠক
* কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন মৌলানা আবুল কালাম আজাদ
* মুসলিম লীগের প্রতিনিধিত্ব করেন মহম্মদ আলী জিন্নাহ
𒕁 General Election ( 1945 – 46)
* এটি রাজ্য ও কেন্দ্র উভয় জায়গাতেই হয়
* কেন্দ্রে ৯১ শতাংশ ভোট পায় কংগ্রেস
* Province এ ১১ টির মধ্যে ৮ টি জিতে কংগ্রেস
* কংগ্রেস হারে তিনটি স্থানে – 1.বাংলা 2.পাঞ্জাব 3.সিন্ধ
নৌবিদ্রোহ ফেব্রুয়ারি ১৯৪৬
* ভারতীয় নৌ সেনাদের উপর অত্যাচারের জন্য তারা নৌবিদ্রোহ ঘোষণা করে; স্থান বোম্বে
* তারা HMIS তলোয়ার জাহাজে বিদ্রোহ শুরু করে ১৯৪৬
* মহম্মদ আলি জিন্নাহর অনুরোধে তারা আত্মসমর্পণ করেন
𒕂 কাবিনেট মিশন / মন্ত্রী মিশন ১৯৪৬
* ১৯৪৬ সালে কাবিনেট মিশন ভারতে আসে; এর তিনজন সদস্য
1. পেথিক লরেন্স (প্রধান) 2. স্ট্যাফোর্ড ক্রিপস 3. এ ভি আলেকজান্ডার ;চেয়ারম্যান পেথিক লরেন্স
* এই মিশন অনুযায়ী –
i) পাকিস্তান প্রস্তাব বাতিল হয়
ii) অন্তবর্তী সরকার ( Interim Govt ) গঠন করা হবে
iii) সংবিধানে রচনার জন্য গণপরিষদ (Constitutional Assembly) গঠন হবে
* গণপরিষদের সদস্য নির্বাচন করা হয় Indirect Election দ্বারা মোট সিট ৩৮৯ টি
British India Province এর জন্য ২৯২ টি /Pricely State Province এর জন্য ৯৩ টি/Chief Commisonar Province এর জন্য ৪ টি
* Cabinet Misson অনুযায়ী ভারতে গণপরিষদ গঠিত হয় ও সংবিধান রচিত হয়
* গণপরিষদ এর প্রথম অধিবেশন হয় ৯ই ডিসেম্বর ১৯৪৬ বোম্বেতে
Direct Action Day / প্রত্যক্ষ সংগ্রাম ১৬ ই আগস্ট ১৯৪৬
* মুসলমানরা বাংলাতে প্রায় ১ লক্ষ হিন্দুকে হত্যা করে ১৬ই আগস্ট ১৯৪৬
* তাই ১৬ই আগস্ট ১৯৪৬ এই দিনটি Direct Action Day পালিত হয়েছিল
* এই দিনকে ব্ল্যাক ডে ও বলে
𔔤 অন্তর্বর্তীকালীন সরকার / Interim Govt
গঠিত হয় ২রা সেপ্টেম্বর ১৯৪৬ ; ২৬শে অক্টোবর ১৯৪৬ মুসলিম লীগ এতে যোগ দেয়
পোস্ট
1. জহরলাল নেহেরু – ভাইস প্রেসিডেন্ট
2. বল্লভ ভাই প্যাটেল – হোম মিনিস্টার
3. রাজেন্দ্র প্রসাদ – ফুড এন্ড এগ্রিকালচার মিনিস্টার
এটলি ঘোষণা ,মাউন্টব্যাটেন ঘোষণা,3rd june plan
* ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয় ক্লিমেন এটলি (পার্টি হাউস অফ কমন) ঘোষণা করেন ১৯৪৮ এর জুনের আগে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে
* তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ৩ রা জুন ১৯৪৭ ঘোষণা করে
* সারা ভারতকে ভেঙে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডোমিনিয়ানে ভাগ করা হবে
* পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করা হবে সীমানা নির্ধারণ করার জন্য একটি কমিশন গঠন করা হবে
এই ঘোষণা মাউন্ট ব্যাটেন প্ল্যান বা 3rd june প্ল্যান নামে পরিচিত
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇
Previous Year MCQ ;গান্ধী যুগ – III (1940 – 1952)
- August Offer কোন সালে ঘোষণা করা হয়?
a) ১৯৩৯ b) ১৯৪০ c) ১৯৪১ d) ১৯৪২ [SSC CGL 2017]
উত্তর: b) ১৯৪০ - August Offer অনুযায়ী, যুদ্ধে ভারতীয়রা যোগদান করলে পরবর্তী কী সুবিধা দেওয়ার কথা বলা হয়?
a) পূর্ণ স্বাধীনতা b) Domain Status c) স্বাধীন বেতার কেন্দ্র d) লবণ আইন বাতিল [RRB NTPC 2019]
উত্তর: b) Domain Status - প্রথমবার গণপরিষদ গঠনের কথা কোন প্রচেষ্টায় বলা হয়?
a) Round Table Conference b) August Offer c) Cripps Mission d) Wavell Plan [WBPSC 2020]
উত্তর: c) Cripps Mission - INC August Offer বাতিল করলে কারণ কী ছিল?
a) Domain Status না থাকা b) গণপরিষদ না গঠন c) পূর্ণ স্বাধীনতা না থাকা d) লবণ আইন না বাতিল [SSC CHSL 2018]
উত্তর: c) পূর্ণ স্বাধীনতা না থাকা - মুসলিম লীগ August Offer বাতিল করে কারণ কী উল্লেখ ছিল?
a) স্বরাজ না হওয়া b) গণপরিষদ না গঠন c) পাকিস্তান গঠনের কথার অভাব d) লবণ আইন পরিবর্তন [RRB ALP 2020]
উত্তর: c) পাকিস্তান গঠনের কথার অভাব - Individual Satyagraha-র অপর নাম কী?
a) Quit India Movement b) Delhichalo c) Salt Satyagraha d) Civil Disobedience [SSC MTS 2021]
উত্তর: b) Delhichalo - প্রথম ব্যক্তি সত্যাগ্রহ শুরু করেন কে?
a) ব্রহ্মদত্ত b) জওহরলাল নেহরু c) বিনোবা ভাগবৎ d) মোহন সিং [WBPSC 2021]
উত্তর: c) বিনোবা ভাগবৎ - Cripps Mission ভারত আসে কোন সালে?
a) ১৯৪০ b) ১৯৪১ c) ১৯৪২ d) ১৯৪৩ [SSC CGL 2019]
উত্তর: c) ১৯৪২ - Cripps Mission-এর প্রস্তাবে কোন বিষয় অন্তর্ভুক্ত ছিল?
a) পূর্ণ স্বাধীনতা b) Domain Status c) Quit India codenamed d) Direct Action [RRB NTPC 2020]
উত্তর: b) Domain Status - গান্ধীজি Cripps Mission-কে কী বলে অভিহিত করেন?
a) White Paper b) A post Dated Cheque c) Freedom Charter d) Interim Pact [SSC CHSL 2020]
উত্তর: b) A post Dated Cheque - Quit India Movement কবে শুরু হয়?
a) ১৫ আগস্ট ১৯৪২ b) ৯ আগস্ট ১৯৪২ c) ১৫ অগাস্ট ১৯৪১ d) ৯ অগাস্ট ১৯৪১ [RRB ALP 2021]
উত্তর: b) ৯ আগস্ট ১৯৪২ - Quit India Movement কোথায় প্রথম শুরু হয়?
a) দিল্লি b) কোলকাতা c) গোয়ালিয়র ট্যাঙ্ক d) মুম্বাই [WBPSC 2022]
উত্তর: d) মুম্বাই - Quit India অভ্যাসিক স্লোগান “Do or Die” ঘোষণা করেন কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর b) মহাত্মা গান্ধী c) জহরলাল নেহরু d) সুভাষ চন্দ্র বসু [SSC CGL 2018]
উত্তর: b) মহাত্মা গান্ধী - Quit India Movement-এ প্রথম গ্রেপ্তার হন কে?
a) অরুনা আসাফ আলি b) মহাত্মা গান্ধী c) জওহরলাল নেহরু d) সর্দার প্যাটেল [RRB NTPC 2019]
উত্তর: b) মহাত্মা গান্ধী - অরুনা আসাফ আলিকে “Old Lady of India” বলা হয়— কার জন্য?
a) Quit India Movement b) Salt March c) Civil Disobedience d) Non-Cooperation Movement [SSC MTS 2020]
উত্তর: a) Quit India Movement - Quit India Movement কে বলা হয় “leaderless movement” কেন?
a) লিডাররা গ্রেপ্তার হওয়া b) আন্দোলন নিষিদ্ধ c) সম্প্রীতির অভাব d) ব্রিটিশ সমর্থন [WBPSC 2021]
উত্তর: a) লিডাররা গ্রেপ্তার হওয়া - C R Formula/রাজাজি সূত্র প্রকাশিত হয় কোন বছরে?
a) ১৯৪৩ b) ১৯৪৪ c) ১৯৪৫ d) ১৯৪৬ [SSC CHSL 2017]
উত্তর: b) ১৯৪৪ - C R Formula-র প্রস্তাব দেন কে?
a) রাজা গান্ধী b) চক্রবর্তীরাজা গোপালাচারী c) সুভাষ বসু d) ভগৎ সিং [RRB GrD 2020]
উত্তর: b) চক্রবর্তীরাজা গোপালাচারী - দেশাই-লিয়াকৎ প্রস্তাব কোন বছরের?
a) ১৯৪৪ b) ১৯৪৫ c) ১৯৪৬ d) ১৯৪৭ [SSC CGL 2022]
উত্তর: b) ১৯৪৫ - দেশাই-লিয়াকৎ প্রস্তাবের উদ্দেশ্য ছিল?
a) বাজার সংস্কার b) Interim Govt. গঠন c) Constituent Assembly d) Complete Independence [RRB NTPC 2021]
উত্তর: b) Interim Govt. গঠন - Wavell Plan (Wavell Agreement) ঘোষণা করা হয় কোন বছরের জুনে?
a) ১৯৪৪ b) ১৯৪৫ c) ১৯৪৬ d) ১৯৪৭ [SSC CHSL 2019]
উত্তর: b) ১৯৪৫ - Wavell Plan অনুযায়ী কাদের নিয়ে Interim Government গঠন করার কথা বলা হয়?
a) শুধুমাত্র কংগ্রেস b) কংগ্রেস ও মুসলিম লীগ c) ব্রিটিশ কর্মকর্তা d) স্বাধীনতাবিরোধী নেতারা [WBPSC 2020]
উত্তর: b) কংগ্রেস ও মুসলিম লীগ
২৩. সিমলা বৈঠক ১৯৪৫ সালে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন কে?
(ক) জওহরলাল নেহেরু (খ) মহাত্মা গান্ধী (গ) মৌলানা আবুল কালাম আজাদ (ঘ) বল্লভভাই প্যাটেল – SSC CHSL 2015, WBPSC Clerkship 2020
উত্তর: (গ) মৌলানা আবুল কালাম আজাদ
২৪. ১৯৪৫-৪৬ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস কত শতাংশ ভোট পায়?
(ক) ৮১% (খ) ৯১% (গ) ৭১% (ঘ) ১০১% – RRB NTPC 2016, SSC CGL 2020
উত্তর: (খ) ৯১%
২৫. নিচের কোন তিনটি প্রদেশে কংগ্রেস ১৯৪৫-৪৬ নির্বাচনে হেরে যায়?
(ক) বাংলা, পাঞ্জাব, সিন্ধ (খ) বাংলা, বিহার, সিন্ধ (গ) পাঞ্জাব, তামিলনাড়ু, বাংলা (ঘ) সিন্ধ, গুজরাট, বাংলা – WBPSC Misc 2023, SSC MTS 2022
উত্তর: (ক) বাংলা, পাঞ্জাব, সিন্ধ
২৬. নৌবিদ্রোহ কোথায় শুরু হয়েছিল এবং কোন জাহাজে?
(ক) চেন্নাই – INS বিক্রান্ত (খ) কলকাতা – INS শিবাজী (গ) বোম্বে – HMIS তলোয়ার (ঘ) কোচি – INS দিল্লি – RRB ALP 2018, SSC CHSL 2019, WB Constable 2022
উত্তর: (গ) বোম্বে – HMIS তলোয়ার
২৭. কাবিনেট মিশনের প্রধান কে ছিলেন?
(ক) স্ট্যাফোর্ড ক্রিপস (খ) এ ভি আলেকজান্ডার (গ) পেথিক লরেন্স (ঘ) লর্ড লিনলিথগো – SSC CGL 2016, WBP SI 2023
উত্তর: (গ) পেথিক লরেন্স
২৮. গণপরিষদের মোট আসন সংখ্যা ছিল –
(ক) ৩৮৯ (খ) ২৯২ (গ) ৪০০ (ঘ) ৩৫৫ – SSC CHSL 2021, RRB Gr-D 2019
উত্তর: (ক) ৩৮৯
২৯. গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
(ক) ১৫ আগস্ট ১৯৪৭ (খ) ৩ জুন ১৯৪৭ (গ) ৯ ডিসেম্বর ১৯৪৬ (ঘ) ২ নভেম্বর ১৯৪৬ – WBPSC Misc 2022, SSC MTS 2018
উত্তর: (গ) ৯ ডিসেম্বর ১৯৪৬
৩০. ১৬ই আগস্ট ১৯৪৬ সালে মুসলিম লীগের ডাকা Direct Action Day-কে আর কি বলা হয়?
(ক) Independence Day (খ) White Day (গ) Black Day (ঘ) Republic Day – SSC CGL 2017, WBPSC Clerkship 2021
উত্তর: (গ) Black Day
৩১. অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়?
(ক) ১৫ আগস্ট ১৯৪৭ (খ) ২৬ জানুয়ারি ১৯৫০ (গ) ৩ জুন ১৯৪৭ (ঘ) ২ সেপ্টেম্বর ১৯৪৬ – RRB NTPC 2019, WBPSC Misc 2021
উত্তর: (ঘ) ২ সেপ্টেম্বর ১৯৪৬
৩২. অন্তর্বর্তীকালীন সরকারে ভাইস প্রেসিডেন্ট পদে কে ছিলেন?
(ক) মহাত্মা গান্ধী (খ) জওহরলাল নেহরু (গ) সর্দার প্যাটেল (ঘ) রাজেন্দ্র প্রসাদ – SSC CGL 2015, RRB ALP 2022, WBPSC Clerkship 2023
উত্তর: (খ) জওহরলাল নেহরু
৩৩. ক্লিমেন এটলি কোন পদে ছিলেন যখন তিনি ভারতের স্বাধীনতার ঘোষণা দেন?
(ক) ভাইসরয় (খ) বিদেশমন্ত্রী (গ) ইংল্যান্ডের প্রধানমন্ত্রী (ঘ) ভারতের গভর্নর জেনারেল – SSC CHSL 2020, WBP Constable 2023
উত্তর: (গ) ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
৩৪. মাউন্টব্যাটেন ঘোষণা কবে প্রকাশিত হয়?
(ক) ২৬ জানুয়ারি ১৯৫০ (খ) ৩ জুন ১৯৪৭ (গ) ১৫ আগস্ট ১৯৪৭ (ঘ) ২ সেপ্টেম্বর ১৯৪৬ – RRB Group D 2018, WBPSC Misc 2020
উত্তর: (খ) ৩ জুন ১৯৪৭
৩৫. ৩রা জুন পরিকল্পনা অনুযায়ী কোন দুটি প্রদেশ বিভক্ত করা হবে?
(ক) বিহার ও উড়িষ্যা (খ) বাংলা ও পাঞ্জাব (গ) গুজরাট ও মহারাষ্ট্র (ঘ) কর্ণাটক ও তামিলনাড়ু – SSC CGL 2014, RRB ALP 2018, WBPSC WBCS 2023
উত্তর: (খ) বাংলা ও পাঞ্জাব
৩৬. ভারত ও পাকিস্তান গঠনের প্রস্তাব দেওয়া পরিকল্পনাটি কোন নামে পরিচিত?
(ক) ক্যাবিনেট মিশন (খ) আগস্ট অফার (গ) ৩রা জুন পরিকল্পনা (ঘ) ক্রিপস মিশন – SSC CHSL 2016, WBPSC Clerkship 2023, RRB NTPC 2020
উত্তর: (গ) ৩রা জুন পরিকল্পনা
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇