চুম্বকত্ব (Magnetism) – SSC, RRB, WBPSC 12

চুম্বকত্ব (Magnetism) নিয়ে সহজ ও পরীক্ষাভিত্তিক আলোচনা – SSC, RRB, WBCS, WBP ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চুম্বক ও চৌম্বক ক্ষেত্র সম্পর্কিত প্রশ্ন ও তথ্য। বাংলায় সহজ ভাষায় বিস্তারিত ব্যাখ্যা।

চুম্বকত্ব (Magnetism)

1)Paramagnetic Substance(পরাচৌম্বক পদার্থ) 

 যেসব পদার্থ শক্তিশালী চুম্বক দ্বারা ক্ষীন ভাবে আকৃষ্ট হয়।

উদা :- অ্যালুমিনিয়াম,পটাশিয়াম,সোডিয়াম,টিন,ম্যাঙ্গানিজ,অক্সিজেন,বায়ু,প্লাটিনাম ইত্যাদি

à এরা কঠিন, তরল ও গ্যাসীয় হতে পারে।

àচৌম্বক প্রবণতা (+ve) এবং নিম্নমানের হয়।

2) Diamagnetic Substance (তিরশ্চৌম্বকীয় পদার্থ)

 যেসব পদার্থ শক্তিশালী চুম্বক দ্বারা ক্ষীন ভাবে বিকর্ষিত হয় 

 উদাহরণ – অ্যান্টিমনি,বিসমাথ,দস্তা,রুপা,সোনা,সীসা,পারদ,জল,হাইড্রোজেন

* এরা কঠিন  কঠিন,তরল ও গ্যাসীয় হতে পারে

3)Ferromagnetic Substance (অয়শ্চৌম্বক পদার্থ)

* যেসব পদার্থের চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয় 

উদা- লোহা,নিকেল,কোবাল্ট,গ্যাভালিনিয়াম ও ডিসপ্রোজিয়াম এবং ইস্পাত ও কয়েকটি সংকর ধাতু।

*এরা কেলাসিত কঠিন পদার্থ

* চৌম্বক প্রবণতা (+ve)ও উচ্চ মানের হয়।

// চুম্বকের প্রকারভেদ -2 Types

1) অস্থায়ী চুম্বক (Temporary Magnet)

* অস্থায়ী চুম্বকগুলির দ্রুত চুম্বককে পরিণত হয় ও দ্রুত অচুম্বকে পরিণত হয়।

* এর অপর নাম Electromagnets

* অস্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় কাঁচা লোহা।

* ইলেকট্রিক এলার্ম,ট্রান্সফর্মার এ অস্থায়ী চুম্বক ব্যবহৃত হয়।

2) স্থায়ী চুম্বক (Permanent Magnet)

* এরা খুব ধীরে ধীরে চুম্বকে পরিণত হয় এবং সহজে অচুম্বকে পরিণত হয় না।

* অস্থায়ী চুম্বক তৈরি হয় ইস্পাত দ্বারা।

* Loudspeaker,Galvanometer এ স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়।

* চৌম্বক প্রবণতা :- কাঁচা লোহা > ইস্পাত

   চৌম্বক ধারনশীলতা :-  কাঁচা লোহা < ইস্পাত

* যে পদার্থের চুম্বক প্রবণতা যত বেশি সেই পদার্থকে তত সহজে চুম্বকিত যায়

Note :-  1) আধান ও আধান দ্বয়ের এর মধ্যবর্তী দূরত্বের গুণফল কে বলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক।

2) আদর্শ পরিবাহীর পরা বৈদ্যুতিক ধ্রুবক এর মান অসীম।

3) দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করেনা। কারণ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একটি ভেক্টর রাশি।

4) একটি আদর্শ অন্তরকের পরাবৈদ্যুতিক ধ্রুবক এর মান 1

5) তড়িৎ ফ্লাক্স স্কেলার রাশি

6) বজ্রপাতে কিসের উদাহরণ = স্থির তড়িৎ আবেশ

7) ম্যাগনেটিক ফিল্ড বলতে বোঝায় যতটা ফিল্ডের মধ্যে ম্যাগনেটিক ফোর্স কাজ করে এবং এটি ভেক্টর রাশি।

8) ম্যাগনেটিক ফ্লাক্স ঘনত্ব – CGSএকক Maxwell & SI একক Weber

9) ম্যাগনেটিক ফ্লাক্স ঘনত্ব ও চৌম্বক প্রাবাল্যে এর CGSএকক Maxwell & SI একক Weber/m2=Tesla;                         1Weber=108 Maxwell

10) পৃথিবীর অক্ষের সাথে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কত ডিগ্রী কোণ করে থাকে ? à 15°

11) তড়িৎ চুম্বকীয় প্রবাহ বা তড়িৎচুম্বকীয় বল সংক্রান্ত প্রথম সূত্র দেন বিজ্ঞানী – ওরস্টেড

  কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশ(Electromagnetic Induction) সংক্রান্ত সূত্র দেন বিজ্ঞানী ফ্যারাডে

12) শক্তিশালী চুম্বক বানানোর জন্য ব্যবহৃত হয় ALNICO (Al + Nico + Co) [এতে সব থেকে বেশি থাকে নিকেল]

13) তড়িৎচুম্বক তৈরি করা হয় অস্থায়ী চুম্বকের ক্ষেত্রে কাঁচা লোহা।

14) তড়িৎ চুম্বক তৈরি করা হয় DC উৎসের দ্বারা।

15) বৈদ্যুতিক ঘন্টা,মোটর,ডায়নামো,টেলিফোন,টেলিগ্রাম,বৈদ্যুতিক পাখা,লাউড স্পিকার এগুলিতে তড়িৎ চুম্বক ব্যবহার হয়।

 ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম

 বাম হাতের তর্জনী মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি পরস্পর সমকোণে রেখে প্রসারিত করলে যদি মধ্যমা তড়িৎ প্রবাহ তর্জনী চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলী তড়িৎ প্রবাহের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে।

 *এই সূত্রের সাহায্যে মোটরের কার্য নীতি ব্যাখ্যা করা যায়।

দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম

* বৃদ্ধাঙ্গুলি তড়িৎ প্রবাহের অভিমুখে নির্দেশ করলে অন্য আঙ্গুলগুলি চৌম্বক বলরেখা নির্দেশ করবে।

18) বার্লোর চক্র :-  ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের উপরে তৈরি

                              এতে DC ব্যবহৃত হয়

                              এতে যে তরল থাকে তা হল পারদ

19) লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ মেনে চলে

20) বৈদ্যুতিক মোটর à ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে কাজ করে

           জেনারেটর à ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে কাজ করে

21) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে AC Generator ব্যবহৃত হয়।

MAGNETIC FIELD

চুম্বকত্ব (Magnetism)

1.         চৌম্বক ক্ষেত্র এর দিক নির্ণয় করা হয় চুম্বক বলরেখার দ্বারা ।

2.         দন্ড চুম্বক এর ক্ষেত্রে চুম্বকের বাইরের বলরেখা গুলি প্রবাহিত হয় উত্তর থেকে দক্ষিনে এবং চুম্বকের ভেতরে প্রবাহিত হয় দক্ষিণ থেকে উত্তরে ।

3.         এক্ষেত্রে বলরেখা গুলি একটি বদ্ধ  বর্তনী( ক্লোজড সার্কিট )তৈরি করে ।

4.         চৌম্বক বল রেখাগুলি কখনোই পরস্পর কে ছেদ করে না ।

5.         চৌম্বক ক্ষেত্রের তীব্রতা দুই মেরুতে সর্বাধিক ।

👉🏼 Uniform magnetic field

1.         চৌম্বক বলরেখাগুলি সমান্তরাল হতে হবে ।

2.         চৌম্বক ক্ষেত্রের তীব্রতা সব জায়গায় সমান হয় ।

👉🏼 Non uniform magnetic field

1.         চুম্বক বলরেখাগুলি সব জায়গায় সমান্তরাল হবে না।

2.         চৌম্বক ক্ষেত্রের তীব্রতা সব জায়গায় সমান নয় ।

#👉🏼  কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়  এবং চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা হয় ম্যাক্সওয়েলের ডান হাতের মুষ্টি নিয়ম দ্বারা (Maxwell’s right hand thumb rule)

চুম্বকত্ব (Magnetism)

👉🏼 চুম্বক বলরেখা গুলির আকৃতি হয় সমবিন্দুগামী বৃত্ত ।

# 👉🏼 ম্যাক্সওয়েল এর ডান হাতের মুষ্টি নিয়ম দ্বারা একটি তারের যেদিক বরাবর কারেন্ট প্রবাহিত হয়, সেদিক বরাবর বুড়ো আঙ্গুর রাখলে বাকি আঙ্গুলের দিক বরাবর অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ চুম্বক্ষেত্রের দিক সৃষ্টি হয় ।

👉🏼পরিবাহীর প্রবাহমাত্রা যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র তত শক্তিশালী হবে।

👉🏼  প্রবাহের মাত্রা বিপরীত দিকে করলে চুম্মক্ষেত্রের দিকও বিপরীত দিকে হবে। ⬆

# 👉🏼সলিনয়েড একপ্রকার দন্ড চুম্বক এর ভেতরে চুম্বক রেখা গুলি ইউনিফর্ম ,পরস্পর সমান্তরাল ,চুম্বক ক্ষেত্রে তীব্রতা সব বিন্দুতে সমান।

👉🏼সলিনয়েডের তামার তারের পাক সংখ্যা বাড়ালে চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পায় ।

👉🏼 সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাড়ালে চুম্বক্ষেত্রের মান বৃদ্ধি পায় ।

👉🏼 কুণ্ডলীর  ব্যবধান বাড়ালে চৌম্বক ক্ষেত্রের মান কমে ।

# 👉🏼 ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বক

সলিনয়েডের  ভেতরে কাঁচা লোহার দন্ড প্রবেশ করিয়ে সলিনয়েডে তড়িৎ প্রবাহ করলে একটি এটি চুম্বকে পরিণত হয় এবং প্রবাহমাত্রা বন্ধ করলে এই চুম্বক তার চুম্বকত্ব হারিয়ে ফেলে অর্থাৎ এটি একটি অস্থায়ী চুম্বক ।

উদাহরণ :- কলিং বেল।

চুম্বকত্ব (Magnetism)

ফিজিক্সের একসাথে সমস্ত চ্যাপ্টার গুলির PDF ডাউনলোড করুন

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন

 MCQ PRACTICE

ALL QUESTIONS ARE TAKEN FORM  RRB (NTPC,GrD,TECH,ALP,JE);  SSC (CGL,CHSL,MTS,GD,STENO),WBPSC(WBCS,FOOD SI,CLERKSHIP,MISC.) WBP(COST. & SI)  KP(COST. & SI) FROM THE YEAR 2000- 2024

1. একটি ইউনিফর্ম চৌম্বক ক্ষেত্র বোঝায় কোনটি?

A. বৃত্তাকার রেখা B. সমান্তরাল ও সমদূরত্ব রেখা C. তির্যক রেখা D. এলোমেলো রেখা

উত্তর: B

2. তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন?

A. নিউটন B. ওহম C. ফ্যারাডে D. হেনরি

উত্তর: C

3. দন্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক কোনদিকে হয়?

A. উত্তর থেকে দক্ষিণ B. পূর্ব থেকে পশ্চিম C. দক্ষিণ থেকে উত্তর D. উপর থেকে নিচে

উত্তর: C

4. তড়িৎ প্রবাহিত সলিনয়েডের মধ্যে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি কেমন হয়?

A. বক্ররেখা B. গোলাকার রেখা C. সমান্তরাল সরলরেখা D. এলোমেলো রেখা

উত্তর: C

5. তড়িৎ প্রবাহিত সলিনয়েডের ভেতরের চৌম্বক ক্ষেত্র কেমন হয়?

A. দুর্বল ও অসমান B. শক্তিশালী ও সবদিকে সমান C. শুধু কেন্দ্রে থাকে D. শুধু প্রান্তে থাকে

উত্তর: B

6. একটি তড়িৎ প্রবাহিত সলিনয়েডের মধ্যে কাঁচা লোহার দন্ড প্রবেশ করালে চৌম্বক ক্ষেত্রের মান কী হয়?

A. কমে যায় B. অপরিবর্তিত থাকে C. বাড়ে D. শূন্য হয়

উত্তর: C

7. একটি বৃত্তাকার কয়েলের এক পাকের চৌম্বক ক্ষেত্র যদি B হয়, তবে ১০ পাকের ক্ষেত্রে ক্ষেত্র হবে কত?

A. B/10 B. B C. 10B D. √10B

উত্তর: C

8. চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলি কেমন হয়?

A. একে অপরকে ক্রস করে B. খোলা রেখা হয় C. বন্ধ বক্ররেখা হয় D. উপরের কোনটি নয়

উত্তর: C

9. চুম্বকের ভিতরে চৌম্বক ক্ষেত্রের বল রেখাগুলি কোন দিক থেকে যায়?

A. উত্তর থেকে দক্ষিণ B. দক্ষিণ থেকে উত্তর C. উপরে থেকে নিচে D. ডান থেকে বাম

উত্তর: B

10. দন্ড চুম্বকের চৌম্বক ক্ষেত্র কার সমান?

A. স্থায়ী চুম্বকের B. ব্যাটারির C. প্রবাহিত কারেন্টের সলিনয়েডের D. কেবল তারের

উত্তর: C

11. তড়িৎ প্রবাহিত কোন কয়েলের চৌম্বক ক্ষেত্র কখন বাড়ে?

A. তাপমাত্রা কমলে B. কয়েলের তড়িৎ প্রবাহ বাড়ালে C. চৌম্বকত্ব কমালে D. রোধ বাড়ালে

উত্তর: B

12. একটি সোজা তাড়ার দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের দিক কীভাবে নির্ধারিত হয়?

A. তারের সমান্তরাল B. তারের সাথে লম্ব C. চৌম্বক রেখার সমান্তরাল D. এলোমেলো

উত্তর: B

13. কোন যন্ত্র ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম অনুসারে কাজ করে?

A. জেনারেটর B. বৈদ্যুতিক মোটর C. রোধ D. ব্যাটারি

উত্তর: B

ফিজিক্সের একসাথে সমস্ত চ্যাপ্টার গুলির PDF ডাউনলোড করুন

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top