ভারতের পত্রিকার সমূহের ইতিহাস 7

ভারতের পত্রিকার সমূহের ইতিহাস বিষয় নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের প্রশ্নাবলী(SSC, RRB ,WBPSC,WBP)

ভারতের পত্রিকার সমূহের ইতিহাস

Note –                                                                             

* বাংলার মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স

* ভারতের প্রথম প্রেস চালু করেন পর্তুগিজরা

* ভারতের ‘’Liberater Of Press’’ বলা হয়  চার্লস মেটাকফ

𔉔 ভারতের বিভিন্ন পত্রিকা সমূহ

    সংবাদপত্র          সম্পাদক প্রতিষ্ঠাতা                 বিশেষ তথ্য
বেঙ্গল গেজেট (১৭৮০) অগাস্টাস হিকিভারতের প্রথম সংবাদপত্র
সমাচার দর্পণ ১৮১৮ মার্শম্যান প্রথম বাংলা সংবাদপত্র
 দিকদর্শন ১৮১৮ মার্শম্যান
 সোমপ্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও দ্বারকানাথ বিদ্যাভূষণ
 সংবাদ কৌমুদী রামমোহন রায়
মিরাত-উল-আকবর রামমোহন রায় ফরাসি ভাষায় প্রথম পত্রিকা
 রাস্ত গোফতার দাদাভাই নওরোজি
 হিন্দু প্যাট্রিয়ট হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের অত্যাচার তুলে ধরে
 বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 দি বেঙ্গল সুরেন্দ্রনাথ ব্যানার্জি
 ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশব চন্দ্র সেন
 বামাবোধিনী কেশব চন্দ্র সেন
 অমৃতবাজার পত্রিকাশিশির কুমার ঘোষ প্রথমে বাংলা ও পরে ইংরেজি
মারাঠা তিলক ইংরেজি ভাষা
 কেশরী তিলকমারাঠা ভাষা
দি স্টেটমেন্ট রবার্ট নাইট
সঞ্জীবনী কৃষ্ণ কুমার মিত্র প্রথম স্বদেশী ও বয়কটের কথা উল্লেখ করে
সূলভ সমাচার কেশবচন্দ্র সেন
 যুগান্তর বারীন্দ্র ঘোষ
 সংবাদপত্র        সম্পাদক প্রতিষ্ঠাতা                 বিশেষ তথ্য
 আল হিলাল আবুল কালাম আজাদ
 কমরেড
 সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায়
 কমনওয়েলথঅ্যানি বেসান্ত
New Indiaঅ্যানি বেসান্ত
YYoung India গান্ধীজি
 Indian Sociologist শ্যামাজি কৃষ্ণবর্মা
 বন্দেমাতরম মাদাম কামা (বিদেশে)  অরবিন্দ ঘোষ (দেশে)
 কাল বোম্বেতে প্রকাশ
Free Hindusthanতারকনাথ দাস
গ্রাম বার্তা প্রকাশিকা কাঙাল হরিনাথ
Indian Opinionগান্ধিজি ১৯০৩ এর প্রথম পত্রিকা
 হরিজন পত্রিকাগান্ধীজি 

* Vernacular Press Act – 1878 দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন লর্ড লিটন এর দ্বারা দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশ করা যাবে না

   * এটি বাতিল করে ১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপন

   * এই আইনের পরিপ্রেক্ষিতে অমৃতবাজার পত্রিকা বাংলা থেকে ইংরেজি হয়ে যায়

* Press Act – 1835 এর দ্বারা ভারতের দেশীয় ভাষায় সংবাদপত্র স্বাধীনতা দেওয়া হয়

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Previous year Questions( ভারতের পত্রিকার সমূহের ইতিহাস)

  1. বাংলার মুদ্রণ শিল্পের জনক কে?
    A. চার্লস উইলকিন্স B. চার্লস মেটাকফ C. অগাস্টাস হিকি D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর [RRB NTPC 2019, SSC CGL 2017]
    ✅ সঠিক উত্তর: A. চার্লস উইলকিন্স
  2. ভারতের প্রথম প্রেস চালু করেন কে?
    A. পর্তুগিজরা B. ব্রিটিশরা C. ফরাসিরা D. ওলন্দাজরা [SSC MTS 2018, WBPSC 2020]
    ✅ সঠিক উত্তর: A. পর্তুগিজরা
  3. ভারতের “Liberator of Press” বলা হয় কাকে?
    A. চার্লস মেটাকফ B. লর্ড রিপন C. অগাস্টাস হিকি D. মার্শম্যান [WBPSI 2020, RRB GrD 2022]
    ✅ সঠিক উত্তর: A. চার্লস মেটাকফ
  4. ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
    A. বেঙ্গল গেজেট B. সমাচার দর্পণ C. দিকদর্শন D. সংবাদ কৌমুদী [RRB NTPC 2016, SSC CGL 2014]
    ✅ সঠিক উত্তর: A. বেঙ্গল গেজেট
  5. সমাচার দর্পণ (১৮১৮) এর সম্পাদক কে ছিলেন?
    A. মার্শম্যান B. হিকি C. রামমোহন রায় D. বিদ্যাসাগর [WBP CONSTABLE 2021]
    ✅ সঠিক উত্তর: A. মার্শম্যান
  6. দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. মার্শম্যান B. বিদ্যাসাগর C. দাদাভাই নওরোজি D. হরিশচন্দ্র [SSC CGL 2019]
    ✅ সঠিক উত্তর: A. মার্শম্যান
  7. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর B. দাদাভাই নওরোজি C. রামমোহন রায় D. বারীন্দ্র ঘোষ [WBPSC 2022]
    ✅ সঠিক উত্তর: A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  8. সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. রামমোহন রায় B. বিদ্যাসাগর C. কেশব চন্দ্র সেন D. তিলক [WBP CONSTABLE 2019, SSC MTS 2020]
    ✅ সঠিক উত্তর: A. রামমোহন রায়
  9. মিরাত-উল-আকবর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. রামমোহন রায় B. দীনবন্ধু মিত্র C. হরিশচন্দ্র D. বঙ্কিমচন্দ্র [SSC CGL 2017]
    ✅ সঠিক উত্তর: A. রামমোহন রায়
  10. রাস্ত গোফতার পত্রিকা সম্পাদনা করেন কে?
    A. দাদাভাই নওরোজি B. তিলক C. বিদ্যাসাগর D. হিকি [RRB GrD 2021]
    ✅ সঠিক উত্তর: A. দাদাভাই নওরোজি
  11. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. হরিশচন্দ্র মুখোপাধ্যায় B. রামমোহন রায় C. কেশব চন্দ্র সেন D. বারীন্দ্র ঘোষ [WBP CONSTABLE 2022]
    ✅ সঠিক উত্তর: A. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
  12. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় B. রামমোহন রায় C. বিদ্যাসাগর D. কেশবচন্দ্র সেন [RRB NTPC 2019, WBPSC 2020]
    ✅ সঠিক উত্তর: A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  13. দি বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. সুরেন্দ্রনাথ ব্যানার্জি B. দেবেন্দ্রনাথ ঠাকুর C. বিদ্যাসাগর D. কেশবচন্দ্র সেন [SSC CGL 2018]
    ✅ সঠিক উত্তর: A. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
  14. ইন্ডিয়ান মিরর পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    A. কেশবচন্দ্র সেন B. দেবেন্দ্রনাথ ঠাকুর C. রামমোহন রায় D. অ্যানি বেসান্ত [WBP CONSTABLE 2021]
    ✅ সঠিক উত্তর: A. কেশবচন্দ্র সেন
  15. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. কেশব চন্দ্র সেন B. বিদ্যাসাগর C. বঙ্কিমচন্দ্র D. রামমোহন রায় [RRB GrD 2022]
    ✅ সঠিক উত্তর: A. কেশব চন্দ্র সেন
  16. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. শিশির কুমার ঘোষ B. হরিশচন্দ্র C. তিলক D. বিদ্যাসাগর [SSC MTS 2019, WBP CONSTABLE 2020]
    ✅ সঠিক উত্তর: A. শিশির কুমার ঘোষ
  17. মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. তিলক B. গোখলে C. কেশবচন্দ্র D. মধুসূদন দত্ত [RRB NTPC 2017, SSC CHSL 2016]
    ✅ সঠিক উত্তর: A. তিলক
  18. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. তিলক B. দাদাভাই নওরোজি C. বিদ্যাসাগর D. হরিশচন্দ্র [WBP CONSTABLE 2019]
    ✅ সঠিক উত্তর: A. তিলক
  19. দি স্টেটসম্যান পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. রবার্ট নাইট B. হিকি C. বারীন্দ্র ঘোষ D. সুভাষচন্দ্র বসু [RRB ALP 2018]
    ✅ সঠিক উত্তর: A. রবার্ট নাইট
  20. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    A. কৃষ্ণ কুমার মিত্র B. রামমোহন রায় C. বিদ্যাসাগর D. হরিশচন্দ্র [SSC MTS 2020]
    ✅ সঠিক উত্তর: A. কৃষ্ণ কুমার মিত্র

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top