ভারতের পত্রিকার সমূহের ইতিহাস বিষয় নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের প্রশ্নাবলী(SSC, RRB ,WBPSC,WBP)
ভারতের পত্রিকার সমূহের ইতিহাস
Note –
* বাংলার মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স
* ভারতের প্রথম প্রেস চালু করেন পর্তুগিজরা
* ভারতের ‘’Liberater Of Press’’ বলা হয় চার্লস মেটাকফ
ভারতের বিভিন্ন পত্রিকা সমূহ
সংবাদপত্র | সম্পাদক প্রতিষ্ঠাতা | বিশেষ তথ্য |
বেঙ্গল গেজেট (১৭৮০) | অগাস্টাস হিকি | ভারতের প্রথম সংবাদপত্র |
সমাচার দর্পণ ১৮১৮ | মার্শম্যান | প্রথম বাংলা সংবাদপত্র |
দিকদর্শন ১৮১৮ | মার্শম্যান | |
সোমপ্রকাশ | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও দ্বারকানাথ বিদ্যাভূষণ | |
সংবাদ কৌমুদী | রামমোহন রায় | |
মিরাত-উল-আকবর | রামমোহন রায় | ফরাসি ভাষায় প্রথম পত্রিকা |
রাস্ত গোফতার | দাদাভাই নওরোজি | |
হিন্দু প্যাট্রিয়ট | হরিশচন্দ্র মুখোপাধ্যায় | নীলকরদের অত্যাচার তুলে ধরে |
বঙ্গদর্শন | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | |
দি বেঙ্গল | সুরেন্দ্রনাথ ব্যানার্জি | |
ইন্ডিয়ান মিরর | দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশব চন্দ্র সেন | |
বামাবোধিনী | কেশব চন্দ্র সেন | |
অমৃতবাজার পত্রিকা | শিশির কুমার ঘোষ | প্রথমে বাংলা ও পরে ইংরেজি |
মারাঠা | তিলক | ইংরেজি ভাষা |
কেশরী | তিলক | মারাঠা ভাষা |
দি স্টেটমেন্ট | রবার্ট নাইট | |
সঞ্জীবনী | কৃষ্ণ কুমার মিত্র | প্রথম স্বদেশী ও বয়কটের কথা উল্লেখ করে |
সূলভ সমাচার | কেশবচন্দ্র সেন | |
যুগান্তর | বারীন্দ্র ঘোষ | |
সংবাদপত্র | সম্পাদক প্রতিষ্ঠাতা | বিশেষ তথ্য |
আল হিলাল | আবুল কালাম আজাদ | |
কমরেড | ||
সন্ধ্যা | ব্রহ্মবান্ধব উপাধ্যায় | |
কমনওয়েলথ | অ্যানি বেসান্ত | |
New India | অ্যানি বেসান্ত | |
YYoung India | গান্ধীজি | |
Indian Sociologist | শ্যামাজি কৃষ্ণবর্মা | |
বন্দেমাতরম | মাদাম কামা (বিদেশে) অরবিন্দ ঘোষ (দেশে) | |
কাল | বোম্বেতে প্রকাশ | |
Free Hindusthan | তারকনাথ দাস | |
গ্রাম বার্তা প্রকাশিকা | কাঙাল হরিনাথ | |
Indian Opinion | গান্ধিজি | ১৯০৩ এর প্রথম পত্রিকা |
হরিজন পত্রিকা | গান্ধীজি |
* Vernacular Press Act – 1878 দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন লর্ড লিটন এর দ্বারা দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশ করা যাবে না
* এটি বাতিল করে ১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপন
* এই আইনের পরিপ্রেক্ষিতে অমৃতবাজার পত্রিকা বাংলা থেকে ইংরেজি হয়ে যায়
* Press Act – 1835 এর দ্বারা ভারতের দেশীয় ভাষায় সংবাদপত্র স্বাধীনতা দেওয়া হয়
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇
Previous year Questions( ভারতের পত্রিকার সমূহের ইতিহাস)
- বাংলার মুদ্রণ শিল্পের জনক কে?
A. চার্লস উইলকিন্স B. চার্লস মেটাকফ C. অগাস্টাস হিকি D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর [RRB NTPC 2019, SSC CGL 2017]
✅ সঠিক উত্তর: A. চার্লস উইলকিন্স - ভারতের প্রথম প্রেস চালু করেন কে?
A. পর্তুগিজরা B. ব্রিটিশরা C. ফরাসিরা D. ওলন্দাজরা [SSC MTS 2018, WBPSC 2020]
✅ সঠিক উত্তর: A. পর্তুগিজরা - ভারতের “Liberator of Press” বলা হয় কাকে?
A. চার্লস মেটাকফ B. লর্ড রিপন C. অগাস্টাস হিকি D. মার্শম্যান [WBPSI 2020, RRB GrD 2022]
✅ সঠিক উত্তর: A. চার্লস মেটাকফ - ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
A. বেঙ্গল গেজেট B. সমাচার দর্পণ C. দিকদর্শন D. সংবাদ কৌমুদী [RRB NTPC 2016, SSC CGL 2014]
✅ সঠিক উত্তর: A. বেঙ্গল গেজেট - সমাচার দর্পণ (১৮১৮) এর সম্পাদক কে ছিলেন?
A. মার্শম্যান B. হিকি C. রামমোহন রায় D. বিদ্যাসাগর [WBP CONSTABLE 2021]
✅ সঠিক উত্তর: A. মার্শম্যান - দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. মার্শম্যান B. বিদ্যাসাগর C. দাদাভাই নওরোজি D. হরিশচন্দ্র [SSC CGL 2019]
✅ সঠিক উত্তর: A. মার্শম্যান - সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর B. দাদাভাই নওরোজি C. রামমোহন রায় D. বারীন্দ্র ঘোষ [WBPSC 2022]
✅ সঠিক উত্তর: A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. রামমোহন রায় B. বিদ্যাসাগর C. কেশব চন্দ্র সেন D. তিলক [WBP CONSTABLE 2019, SSC MTS 2020]
✅ সঠিক উত্তর: A. রামমোহন রায় - মিরাত-উল-আকবর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. রামমোহন রায় B. দীনবন্ধু মিত্র C. হরিশচন্দ্র D. বঙ্কিমচন্দ্র [SSC CGL 2017]
✅ সঠিক উত্তর: A. রামমোহন রায় - রাস্ত গোফতার পত্রিকা সম্পাদনা করেন কে?
A. দাদাভাই নওরোজি B. তিলক C. বিদ্যাসাগর D. হিকি [RRB GrD 2021]
✅ সঠিক উত্তর: A. দাদাভাই নওরোজি - হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. হরিশচন্দ্র মুখোপাধ্যায় B. রামমোহন রায় C. কেশব চন্দ্র সেন D. বারীন্দ্র ঘোষ [WBP CONSTABLE 2022]
✅ সঠিক উত্তর: A. হরিশচন্দ্র মুখোপাধ্যায় - বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় B. রামমোহন রায় C. বিদ্যাসাগর D. কেশবচন্দ্র সেন [RRB NTPC 2019, WBPSC 2020]
✅ সঠিক উত্তর: A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - দি বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. সুরেন্দ্রনাথ ব্যানার্জি B. দেবেন্দ্রনাথ ঠাকুর C. বিদ্যাসাগর D. কেশবচন্দ্র সেন [SSC CGL 2018]
✅ সঠিক উত্তর: A. সুরেন্দ্রনাথ ব্যানার্জি - ইন্ডিয়ান মিরর পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. কেশবচন্দ্র সেন B. দেবেন্দ্রনাথ ঠাকুর C. রামমোহন রায় D. অ্যানি বেসান্ত [WBP CONSTABLE 2021]
✅ সঠিক উত্তর: A. কেশবচন্দ্র সেন - বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. কেশব চন্দ্র সেন B. বিদ্যাসাগর C. বঙ্কিমচন্দ্র D. রামমোহন রায় [RRB GrD 2022]
✅ সঠিক উত্তর: A. কেশব চন্দ্র সেন - অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. শিশির কুমার ঘোষ B. হরিশচন্দ্র C. তিলক D. বিদ্যাসাগর [SSC MTS 2019, WBP CONSTABLE 2020]
✅ সঠিক উত্তর: A. শিশির কুমার ঘোষ - মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. তিলক B. গোখলে C. কেশবচন্দ্র D. মধুসূদন দত্ত [RRB NTPC 2017, SSC CHSL 2016]
✅ সঠিক উত্তর: A. তিলক - কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. তিলক B. দাদাভাই নওরোজি C. বিদ্যাসাগর D. হরিশচন্দ্র [WBP CONSTABLE 2019]
✅ সঠিক উত্তর: A. তিলক - দি স্টেটসম্যান পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. রবার্ট নাইট B. হিকি C. বারীন্দ্র ঘোষ D. সুভাষচন্দ্র বসু [RRB ALP 2018]
✅ সঠিক উত্তর: A. রবার্ট নাইট - সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. কৃষ্ণ কুমার মিত্র B. রামমোহন রায় C. বিদ্যাসাগর D. হরিশচন্দ্র [SSC MTS 2020]
✅ সঠিক উত্তর: A. কৃষ্ণ কুমার মিত্র
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇