মহাবিদ্রোহ / সিপাহী বিদ্রোহ: RRB SSC 8

এই বিষয় নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের প্রশ্নাবলী(SSC, RRB ,WBPSC,WBP)

 সূচনা

* মহাবিদ্রোহ/সিপাহী বিদ্রোহ হয় ১৮৫৭ সালে এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং

* মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ; ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার – পারমিস্টান

উক্তি

* বিনায়ক দামোদর সাভারকারের লিখিত বই ‘’Indian War Of Indipandence’’ তে এই বিদ্রোহকে বলেছেন ‘’এটি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ’’

* রমেশচন্দ্র মজুমদারের মতে ‘’প্রথম নয়,জাতীয় নয় ও স্বাধীনতা সংগ্রামী নয়’’

* অশোক মেহতা ও সুরেন্দ্রনাথ সেনের বলেছেন এটি ভারতের জাতীয় বিদ্রোহ

* ইংল্যান্ড পার্লামেন্ট বলেছে ‘’সিপাহী বিদ্রোহ’’

* কিন্তু তাদের বিরোধী দলনেতা ডিস্রেলি এই বিদ্রোহকে বলেছে ‘’জাতীয় বিদ্রোহ’’

* সৈয়দ আহমেদ খান , দাদাভাই নওরোজি – ‘’সিপাহী বিদ্রোহ’’

মহাবিদ্রোহের কারণ

1) প্রত্যক্ষ কারণ

 * ভারতীয় সেনাবাহিনীতে এন্ডফিল রাইফেলের প্রচলন এতে গরু ও শূকরের চর্বি মেশানো কার্তুজ দাঁতে কেটে ভরতে হয়

2) রাজনৈতিক কারণ

* ওয়েলেসলির অধীনতামূলক নীতি ১৭৯৮ সাল

* ডালহৌসি স্বত্ববিলোপ নীতি অভিযোগে রাজ্য গ্রাস

3) সামরিক কারণ

* ভারতীয় সিপাহীদের বেতন কম ছিল ইংরেজ সেনাদের তুলনায়

* ১৮২৪ খ্রিস্টাব্দে ইঙ্গব্রহ্ম যুদ্ধে সিপাহীদের কালাপানি সমুদ্র পেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়

* ১৮৫৬ খ্রিস্টাব্দে ক্যানিং নিয়ম করে যে কোন স্থানে যুদ্ধে যেতে হতে পারে

4) অর্থনৈতিক কারণ

* চিরস্থায়ী বন্দোবস্ত ও রায়তরওয়ারি ব্যবস্থা

* নীলকর চালু

* কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করতে থাকে

মহাবিদ্রোহের সূচনার আগে সিপাহীদের অসন্তোষের কারণ

১৮০৬ – ভেলুর বিদ্রোহ

১৮২৪ – ব্যারাকপুরে দেশিয় সিপাহীরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে(৪৭ নেটিভ ইনফ্যান্ট্রি নামে পরিচিত)

১৮৩৮ – সোলাপুর বিদ্রোহ

১৮৪২ – সম্বলপুর  বিদ্রোহ

১৮৪৪ – 34th Native  Infantry

১৮৪৯ – 22th Native  Infantry

১৮৫০ – 66th Native  Infantry

১৮৫২ – 37th Native  Infantry

১৮৫৭ – 47th Native  Infantry

𒕁 মহাবিদ্রোহের সূচনা লগ্ন

* ২৯ শে মার্চ ১৮৫৭ ব্যারাকপুরে সেনা ছাউনির সিপাহী মঙ্গল পান্ডে দুজন ব্রিটিশকে গুলি করে, এতে মঙ্গল পান্ডে কে ফাঁসি দেওয়া হয়।

 সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পান্ডে 

* ১০ই মে ১৮৫৭ মহাবিদ্রোহ শুরু হয় মিরাটে * ১১ই মে ১৮৫৭ দিল্লিতে

* বিদ্রোহ যে গঠিত হয়েছিল তার ক্রম

 মিরাটàদিল্লিàঅযোধ্যাàকানপুরàলক্ষৌàবেরিলিàঝাঁসিàবিহারàকোটা

񅈒 বিদ্রোহের নেতা দমনকারী পরিণতি

কেন্দ্র নেতা দমনকারী                  শেষ পরিণতি
সারা ভারতের প্রধানদ্বিতীয় বাহাদুর শাহ বাহাদুর শাহ জাফর হার্ডসনবাহাদুরকে শাহ (II) Rangoon জেলে পাঠিয়ে দেয় ও ১৮৬২ খ্রিস্টাব্দে মৃত্যু হয়
দিল্লি বখত খাঁ ও দ্বিতীয় বাহাদুর শাহনিকালসন ও হার্ডসন বখত খাঁ যুদ্ধক্ষেত্রে মারা যায়
 মিরাট কদম সিং
লক্ষৌওঅযোধ্যা বেগম হজরত মল ক্যাম্পবেল বেগম হজরত মল নেপালে চলে
কানপুরনানা সাহেব তাঁতিয়া টোপি হ্যাভলক ও ক্যাম্পবেলনানা সাহেব নেপালে যায় ও তাঁতিয়া টোপি ঝাঁসিতে যায়
 ঝাঁসি লক্ষীবাই ও তাঁতিয়া টোপি হিউজ রোজ লক্ষ্মীবাঈ যুদ্ধক্ষেত্রে মারা যায় তাঁতিয়া টোপি বন্ধুর বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে ও ফাঁসি
ফৈজাবাদমৌলবী আহমেদ উল্লাহ
আরা/জগদীশপুর কুনওয়ার সিংটেলর এবং আয়ার হাতে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়
 বেরিলি খান বাহাদুর খাঁ
 এলাহাবাদ লিয়াকত আলী
মথুরাদেবি সিং ও কদম সিং
গোয়ালিয়রতাঁতিয়া টোপি ও লক্ষ্মীবাঈ
 আসাম মনিরাম দিয়ান

  মহাবিদ্রোহের যারা অংশগ্রহণ করেনি

i) জমিদার ii) মহাজন iii) বণিক iv) শিক্ষিত ভারতীয়

𒕁 মহাবিদ্রোহে জড়িত কিছু ব্যক্তিগণ

i) নানা সাহেব প্রকৃত নাম দুধু পন্থ ; ii) তাতিয়া টোপি প্রকৃত নাম রামচন্দ্র পান্ডূরঙ্গ

iii) লক্ষীবাঈ প্রকৃত নাম মনিকারনিকা

* ঝাঁসির রাজা গঙ্গাধর রাও এর সাথে বিয়ে হয় এবং তার মৃত্যুর পর সত্ব বিলোপ নীতি অনুসারে ডালহৌসি ঝাঁসি দখল করে এই জন্য লক্ষ্মীবাঈ যুদ্ধে যোগ দেয়

মহাবিদ্রোহের প্রভাব

* এর ফলে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটানো হয় এর ‘’গর্ভমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৮৫৮’’ দ্বারা ভারতের শাসনের দায়িত্ব নেবে ব্রিটিশ পার্লামেন্ট

* মহারানীর ঘোষণাপত্র ১ লা নভেম্বর ১৮৫৮

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Previous year Questions(মহাবিদ্রোহ)

  1. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
    A. লর্ড ডালহৌসি B. লর্ড ক্যানিং C. লর্ড বেন্টিক D. লর্ড কার্জন [RRB NTPC 2016, SSC CGL 2017, WBPSC 2022]
    ✅ সঠিক উত্তর: B. লর্ড ক্যানিং
  2. ‘Indian War of Independence’ বইতে কে ১৮৫৭-র বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন?
    A. সুরেন্দ্রনাথ সেন B. বিনায়ক সাভারকার C. অশোক মেহতা D. রমেশচন্দ্র মজুমদার [SSC CHSL 2018, WBPSC 2023]
    ✅ সঠিক উত্তর: B. বিনায়ক সাভারকার
  3. “১৮৫৭-র বিদ্রোহ ছিল না প্রথম, না জাতীয়, না স্বাধীনতা সংগ্রামী” — এই মত কার?
    A. অশোক মেহতা B. সৈয়দ আহমেদ খান C. রমেশচন্দ্র মজুমদার D. দাদাভাই নওরোজি [WBP Constable 2019, SSC CGL 2015]
    ✅ সঠিক উত্তর: C. রমেশচন্দ্র মজুমদার
  4. এন্ডফিল রাইফেলের কার্তুজে কোন উপাদান থাকায় সিপাহীরা বিদ্রোহ করে?
    A. কাঠের গুঁড়ো B. গরু ও ছাগলের চর্বি C. গরু ও শূকরের চর্বি D. বারুদের গুঁড়ো [RRB ALP 2018, SSC MTS 2021, WBP Constable 2020]
    ✅ সঠিক উত্তর: C. গরু ও শূকরের চর্বি
  5. কোন গভর্নর জেনারেলের অধীনে ‘অধীনতামূলক জোট’ প্রবর্তিত হয়?
    A. লর্ড ক্যানিং B. লর্ড কার্জন C. লর্ড ওয়েলেসলি D. লর্ড ডালহৌসি [SSC CGL 2016, WBPSC 2018, RRB NTPC 2020]
    ✅ সঠিক উত্তর: C. লর্ড ওয়েলেসলি
  6. কালাপানি সমুদ্র পেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কোন যুদ্ধে?
    A. ইঙ্গ-মারাঠা যুদ্ধ B. ইঙ্গ-অফগান যুদ্ধ C. ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ D. সিপাহী বিদ্রোহ [WBPSC 2021, SSC CGL 2019]
    ✅ সঠিক উত্তর: C. ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ
  7. নিচের কোনটি ১৮৫৭ বিদ্রোহের একটি অর্থনৈতিক কারণ ছিল?
    A. নতুন অস্ত্রের প্রচলন B. কালাপানি নিয়ম C. নীলচাষের জোরপূর্বক চাপ D. ধর্ম পরিবর্তনের গুজব [SSC CHSL 2015, WBPSI 2022, RRB GrD 2018]
    ✅ সঠিক উত্তর: C. নীলচাষের জোরপূর্বক চাপ
  8. ব্যারাকপুরে ১৮২৪ সালে বিদ্রোহ করে কোন রেজিমেন্টের সৈনিকেরা?
    A. 22nd Native Infantry B. 47th Native Infantry C. 66th Native Infantry D. 47th Bengal Native Infantry [WBP Constable 2020, WBPSC 2023]
    ✅ সঠিক উত্তর: A. 22nd Native Infantry
  9. সিপাহী বিদ্রোহের সূচনা কবে ও কোথায় হয়?
    A. ২৯ মার্চ ১৮৫৭, মিরাট B. ১০ মে ১৮৫৭, মিরাট C. ১১ মে ১৮৫৭, দিল্লি D. ২৯ মার্চ ১৮৫৭, দিল্লি [RRB NTPC 2016, SSC MTS 2022, WBPSI 2021]
    ✅ সঠিক উত্তর: B. ১০ মে ১৮৫৭, মিরাট
  10. মহাবিদ্রোহ ছড়িয়ে পড়েছিল নিচের কোন ধারাবাহিকতায়?
    A. মিরাট→দিল্লি→ঝাঁসি→লক্ষৌ
    B. দিল্লি→মিরাট→কানপুর→ঝাঁসি
    C. মিরাট→দিল্লি→অযোধ্যা→কানপুর→লক্ষৌ→বেরিলি→ঝাঁসি→বিহার→কোটা
    D. ঝাঁসি→কানপুর→দিল্লি→মিরাট [SSC CGL 2014, WBPSC 2020, RRB ALP 2018]
    ✅ সঠিক উত্তর: C. মিরাট→দিল্লি→অযোধ্যা→কানপুর→লক্ষৌ→বেরিলি→ঝাঁসি→বিহার→কোটা
  11. দিল্লিতে বিদ্রোহ দমন করতে নেতৃত্ব দেন কারা?
    A. হার্ডসন ও ক্যাম্পবেল B. ক্যাম্পবেল ও হ্যাভলক C. নিকালসন ও হার্ডসন D. হিউজ রোজ ও ক্যাম্পবেল [WBPSC 2018, RRB GrD 2019]
    ✅ সঠিক উত্তর: C. নিকালসন ও হার্ডসন
  12. লক্ষৌ ও অযোধ্যায় বিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন?
    A. মৌলবী আহমেদ উল্লাহ B. খান বাহাদুর C. বেগম হজরত মহল D. লিয়াকত আলী [WBP Constable 2020, SSC MTS 2021]
    ✅ সঠিক উত্তর: C. বেগম হজরত মহল
  13. কানপুরে ১৮৫৭ সালের বিদ্রোহে নেতৃত্ব দেন—
    A. দেবি সিং ও কদম সিং B. খান বাহাদুর ও মৌলবী আহমেদ উল্লাহ C. নানা সাহেব ও তাতিয়া টোপি D. লক্ষীবাই ও রামচন্দ্র পান্ডুরঙ্গ [RRB ALP 2018, SSC CHSL 2017]
    ✅ সঠিক উত্তর: C. নানা সাহেব ও তাতিয়া টোপি
  14. ঝাঁসিতে বিদ্রোহ দমন করেন কে?
    A. হিউজ রোজ B. ক্যাম্পবেল C. নিকালসন D. হ্যাভলক [SSC CGL 2016, WBPSC 2021]
    ✅ সঠিক উত্তর: A. হিউজ রোজ
  15. ফৈজাবাদে বিদ্রোহের নেতৃত্বে ছিলেন—
    A. খান বাহাদুর খাঁ B. মৌলবী আহমেদ উল্লাহ C. কদম সিং D. মনিরাম দিয়ান [WBP Constable 2022]
    ✅ সঠিক উত্তর: B. মৌলবী আহমেদ উল্লাহ
  16. কুনওয়ার সিং বিদ্রোহ চালিয়েছিলেন কোথায়?
    A. বেরিলি B. আরা/জগদীশপুর C. এলাহাবাদ D. গোয়ালিয়র [RRB NTPC 2019, SSC CGL 2020]
    ✅ সঠিক উত্তর: B. আরা/জগদীশপুর
  17. নিচের কোন শহরে খান বাহাদুর খাঁ নেতৃত্ব দেন?
    A. বেরিলি B. মথুরা C. ফৈজাবাদ D. আসাম [WBPSC 2022]
    ✅ সঠিক উত্তর: A. বেরিলি
  18. এলাহাবাদে বিদ্রোহে নেতৃত্ব দেন কে?
    A. কদম সিং B. লিয়াকত আলী C. মনিরাম দিয়ান D. বেগম হজরত মহল [SSC CHSL 2018]
    ✅ সঠিক উত্তর: B. লিয়াকত আলী
  19. নিচের কোন শহরে দেবি সিং ও কদম সিং বিদ্রোহ চালান?
    A. কানপুর B. এলাহাবাদ C. মথুরা D. বেরিলি [RRB GrD 2018]
    ✅ সঠিক উত্তর: C. মথুরা
  20. গোয়ালিয়রে ১৮৫৭-র বিদ্রোহে নেতৃত্ব দেন—
    A. কুনওয়ার সিং ও খান বাহাদুর
    B. মৌলবী আহমেদ উল্লাহ ও লিয়াকত আলী
    C. লক্ষীবাই ও তাতিয়া টোপি
    D. কদম সিং ও মনিরাম দিয়ান [SSC MTS 2021, WBPSI 2022]
    ✅ সঠিক উত্তর: C. লক্ষীবাই ও তাতিয়া টোপি
  21. মনিরাম দিয়ান ছিলেন কোন অঞ্চলের বিপ্লবী নেতা?
    A. পাঞ্জাব B. ঝাঁসি C. আসাম D. বিহার [WBPSC 2019]
    ✅ সঠিক উত্তর: C. আসাম
  22. নিচের কোন গোষ্ঠী ১৮৫৭ সালের বিদ্রোহে অংশ নেয়নি?
    A. কৃষক B. জমিদার C. সৈনিক D. দরিদ্র মজুর [RRB NTPC 2020]
    ✅ সঠিক উত্তর: D. দরিদ্র মজুর
  23. তাতিয়া টোপির প্রকৃত নাম কী?
    A. রামচন্দ্র পান্ডুরঙ্গ B. দুধু পন্থ C. গঙ্গাধর রাও D. মনিকারনিকা [SSC CGL 2017]
    ✅ সঠিক উত্তর: A. রামচন্দ্র পান্ডুরঙ্গ
  24. লক্ষীবাঈর প্রকৃত নাম কী ছিল?
    A. মনিকারনিকা B. লক্ষ্মীমণি C. লক্ষ্মীদেবী D. মনিরামিকা [WBPSC 2021]
    ✅ সঠিক উত্তর: A. মনিকারনিকা
  25. ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর কোন নীতির কারণে ইংরেজরা ঝাঁসি দখল করে?
    A. যুদ্ধনীতি B. বন্দোবস্তনীতি C. সত্ব বিলোপ নীতি D. দমননীতি [SSC CHSL 2016, WBP Constable 2019]
    ✅ সঠিক উত্তর: C. সত্ব বিলোপ নীতি
  26. ১৮৫৭-র বিদ্রোহের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ করে কে ভারতের শাসনভার গ্রহণ করে?
    A. ব্রিটিশ সেনাবাহিনী B. মহারানি ভিক্টোরিয়া C. ভারতীয় জাতীয় কংগ্রেস D. ব্রিটিশ পার্লামেন্ট [RRB NTPC 2016]
    ✅ সঠিক উত্তর: D. ব্রিটিশ পার্লামেন্ট
  27. “Government of India Act 1858” এর মাধ্যমে কী সিদ্ধান্ত হয়?
    A. ইংরেজ সরকার ভারতে নতুন রাজা নিয়োগ করবে
    B. ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতেই থাকবে
    C. ভারতের শাসনভার ব্রিটিশ পার্লামেন্ট গ্রহণ করবে
    D. সমস্ত রাজ্য রাজাদের ফিরিয়ে দেওয়া হবে [SSC CGL 2015, WBPSC 2020]
    ✅ সঠিক উত্তর: C. ভারতের শাসনভার ব্রিটিশ পার্লামেন্ট গ্রহণ করবে
  28. মহারানীর ঘোষণাপত্র জারি হয়—
    A. ১ জানুয়ারি ১৮৫৭ B. ১৫ আগস্ট ১৮৫৮ C. ১ নভেম্বর ১৮৫৮ D. ২৬ জানুয়ারি ১৮৫৯ [SSC MTS 2018, WBPSI 2023]
    ✅ সঠিক উত্তর: C. ১ নভেম্বর ১৮৫৮

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top