10.রাষ্ট্রপতি(President)

রাষ্ট্রপতি(President) নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের MCQ (SSC, RRB ,WBPSC,WBP), কম্পিটিটিভ এক্সামে সাধারণত এর বাইরে প্রশ্ন হবে না

সূচনা

  • কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি ,উপরাষ্ট্রপতি ,প্রধানমন্ত্রী ,অ্যাটর্নি জেনারেল এবং কাউন্সিল অফ মিনিস্টার নিয়ে গঠিত

রাষ্ট্রপতি(President)

  • ভারতের প্রথম নাগরিক
  • Head of indian state
  • Acts as the symbolof unity,integrity,and solidarity of nation
  • প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি হল নামসর্বস্ব শাসক কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী হল কাউন্সিল অফ মিনিস্টার
  • কেন্দ্রীয় শাসন বিভাগ আর্টিকেল 52 থেকে 78 এবং পার্ট V তে রয়েছে
  • ভারতে একজন প্রেসিডেন্ট থাকবে …ব্রিটিশ সংবিধান ;;
  • প্রেসিডেন্টের নির্বাচন পদ্ধতি …আয়ারল্যান্ড
  • প্রেসিডেন্ট ইমপিচমেন্ট পদ্ধতি… আমেরিকা থেকে নেওয়া হয়েছে।

যোগ্যতা

  • বয়স কমপক্ষে 35 বছর
  • ভারতের নাগরিক হতে হবে
  • লোকসভার সদস্যদের সমান যোগ্যতা
  • কোন লাভজনক পথে থাকা যাবে না

রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি

  • রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইনডাইরেক্ট ভোট হয়
  • একটি Electorial colleage  (বিশেষ নির্বাচকমণ্ডলী) গঠিত হয় যাতে থাকে….
  • সংসদের উভয় কক্ষের নির্বাচিত প্রার্থীরা(Elected member of both house of parliament/Elected MP)
  • রাজ্য বিধানসভার নির্বাচিত প্রার্থীরা(Elected MLA)
  • দিল্লি ও পুদুচেরি বিধানসভা নির্বাচিত প্রার্থীরা

এরা একক হস্তান্তরযোগ্য ভোটের দ্বারা দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন করে(Single transferable vote)

শপথ গ্রহণ(Oath)

  • রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি(Chief justice of india)

মেয়াদ

  • রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর কিন্তু তার আগেই মেয়াদ শেষ হয়ে যেতে পারে যদি
  • সে রিজাইন দেয় ( উপরাষ্ট্রপতি কে পদত্যাগ পত্র দেয়)
  • তাকে ইমপিচমেন্ট করা হয়।( আর্টিকেল 61)

ইমপিচমেন্ট বা প্রদচ্যুতি

  • এটি আছে আর্টিকেল 61
  • সংসদের যে কোন কক্ষে (লোকসভা বা রাজ্যসভা) উত্থাপিত হতে পারে
  • ওই কক্ষের কমপক্ষে ¼  অংশ সদস্যদের স্বাক্ষর থাকতে হবে
  • উত্থাপনের কমপক্ষে 14 দিন পূর্বে রাষ্ট্রপতিকে নোটিশ দিতে হবে
  • পরে ঐকক্ষে উপস্থিত সদস্যের ⅔  অংশ সদস্য দ্বারা পাশ হতে হবে
  • এরপর অপর কক্ষে যাবে এবং সেখানেও ⅔ অংশ সদস্য দ্বারা পাশ হলে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট হবে।
  • আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপতি ইমপিচমেন্ট হয়নি

রাষ্ট্রপতির পদ খালি

যে কারণে রাষ্ট্রপতির পথ খালি হয় তাহল

  • পাঁচ বছর পেরিয়ে গেলে
  • রাষ্ট্রপতি পদত্যাগ বা রিজাইন দিলে
  • ইমপিচমেন্ট
  • মৃত্যু

যদি এইসব কারণে রাষ্ট্রপতির পর খালি হয়, তবে ছয় মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে

রাষ্ট্রপতি >উপরাষ্ট্রপতি > সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি >সুপ্রিম কোর্টের বয়স্ক বিচারক

রাষ্ট্রপতির ক্ষমতা

A.Eexcutive power( শাসন সংক্রান্ত ক্ষমতা)   

তিনি নিয়োগ করেন……..

  • প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের( আর্টিকেল 75)
  • অ্যাটর্নি জেনারেল (আর্টিকেল 76)
  • কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল/ CAG(আর্টিকেল 148)
  • চিফ ইলেকশন কমিশনার /মুখ্য নির্বাচন কমিশনার
  • সমস্ত রাজ্যের রাজ্যপাল দের
  • ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের/UPSC
  • অর্থ কমিশনের চেয়ারম্যানদের এবং সদস্যদের (আর্টিকেল 280)
  • তিনি এসসি এসটি এবং ওবিসিদের অনুসন্ধানের জন্য কোন কমিশন গঠন করেন

B.Legislative power( আইন সংক্রান্ত ক্ষমতা)

  • তিনি সংসদের উভয় কক্ষের অধিবেশন ডাকতে পারেন এবং স্থগিত রাখতে পারেন
  • তিনি যৌথ অধিবেশন ডাকতে পারেন
  • লোকসভার কার্যকাল শেষ হওয়ার পূর্বেই তিনি লোকসভা ভেঙে দিতে পারেন
  • রাষ্ট্রপতি কোন বিলে স্বাক্ষর না করা পর্যন্ত বিলটি আইনে পরিণত হয়নি
  • প্রতিটি লোকসভার নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন
  • তিনি রাজ্য সভাতে 12 জন সদস্য মনোনীত করেন( যাদের বিশেষ জ্ঞান রয়েছে Arts, লিটারেচার ,সায়েন্স এবং সোশ্যাল ওয়ার্ক )এবং লোকসভা তে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত করেন( মোট 14 জন মনোনীত করেন)
  • কিন্তু কিন্তু 104 তম সংবিধান সংশোধন দ্বারা এটি বাতিল হয়ে গেছে
  • কোনদিন সংসদের উভয়পক্ষে পাস হওয়ার পর সেটির রাষ্ট্রপতির কাছে যায় স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতি করতে পারেন…..
  • সম্মতি দিতে পারেন
  • প্রত্যাহার করতে পারেন
  • বিলটিকে ফেরত পাঠাতে পারেন (অর্থবিল ফেরত পাঠাতে পারেন না)
  • বিলটি যদি আবার সংসদে পাস হয় সংশোধন করে অথবা সংশোধন না করে তবে রাষ্ট্রপতিকে অবশ্যই স্বাক্ষর করতে হয়।
  • যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন তিনি অধ্যাদেশ (Ordinance) জারি করতে পারেন( আর্টিকেল ১২৩);এটি সংসদে 6 সপ্তাহের মধ্যে অনুমোদন লাভ করতে হবে।
  • সংসদেCAG,UPSC, এবং অর্থ কমিশন ,তাদের রিপোর্ট পেশ করার পূর্বেই তিনি তা দেখতে পারেন

C. অর্থ সংক্রান্ত ক্ষমতা(FINANCIAL POWER)

  • কোন  অর্থবিল লোকসভায় পেশ করতে হলে তা রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়
  • প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন (আর্টিকেল 280)
  • কেন্দ্রীয় বাজেট পাস হওয়ার পূর্বে তিনি তা দেখতে পারেন
  • তার অনুমোদন ছাড়া কোন অনুদান (Grant)দেওয়া যাবে না

D. বিচার সংক্রান্ত ক্ষমতা(Judicial power)

  • সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অপর বিচারপতি নিয়োগ করেন
  • হাইকোর্টের বিচারকদের নিয়োগ করেন
  • তিনি মৃত্যুদন্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন (আর্টিকেল 72)
  • ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তিদের দন্ডাদেশ কমাতে, স্থগিত রাখতে বা সম্পূর্ণ ক্ষমা করতে পারেন।

E. কূটনৈতিক ক্ষমতা

  • কোন আন্তর্জাতিক চুক্তি হলে রাষ্ট্রপতি তা করেন।

F.সামরিক ক্ষমতা,( মিলিটারি পাওয়ার)

  • He is the “Supreme commender of diffence force”

G. জরুরি অবস্থার ক্ষমতা[Emergency]

ভারতের তিন প্রকার জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি

  1. ন্যাশনাল ইমারজেন্সি (আর্টিকেল 352)
  2. স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন (আর্টিকেল 356)
  3. আর্থিক জরুরি অবস্থা( আর্টিকেল 360)

H. ভেটো ক্ষমতা

  • কোন বিল পার্লামেন্টের উভয়পক্ষে পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে গেলে তিনি তা স্বাক্ষর করলে তবে তা আইনে পরিণত হয়;
  • কিন্তু রাষ্ট্রপতি সম্মতি নাও দিতে পারে ;সম্মতি না দেওয়ার (স্বাক্ষর না করার )ঘটনাকে ভেটো বলে। এটি তিন প্রকার…
  • পূর্ণাঙ্গ ভেটো(Absolute veto)… বিলটি কে সম্পূর্ণ প্রত্যাখ্যান /বাতিল করতে পারে . তবে এটি অর্থ বিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়
  • স্থগিত কারি ভেটো(Suspensive veto) …বিলটিকে পুনরায় বিবেচনার জন্য  সংসদে পাঠায়
  • পকেট ভেটো… বিলটি কে নিয়ে সম্মতি বা অসম্মতি কিছুই দেয় না
  • ………. সাধারণ সংশোধন বিলে তিনি ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন না ,স্বাক্ষর করতে বাধ্য.

রাষ্ট্রপতি বিষয়ক আর্টিকেল

আর্টিকেল 52 ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে

আর্টিকেল 53 কারা রাষ্ট্রপতি নির্বাচন করবে

আর্টিকেল 55 রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি

আর্টিকেল 61 রাষ্ট্রপতির ইমপিচমেন্ট

আর্টিকেল  62 রাষ্ট্রপতির পদ খালি হওয়ার 6 মাসের মধ্যে তা পূরণ করতে হবে

আর্টিকেল 65 রাষ্ট্রপতি না থাকলে তার দায়িত্ব নেবে উপরাষ্ট্রপতি

আর্টিকেল 72 অপরাধীকে ক্ষমা করতে পারে

আর্টিকেল 75 প্রধানমন্ত্রী তথা অন্য মন্ত্রীদের নিয়োগ করেন রাষ্ট্রপতি

Article 79 – সংসদ গঠিত রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে।

Article 80 – রাজ্যসভা: সর্বোচ্চ 250 সদস্য; 238 নির্বাচিত ও 12 মনোনীত।

Article 81 – লোকসভা: সর্বোচ্চ 552 সদস্য; বর্তমানে 543 নির্বাচিত সদস্য।

আর্টিকেল 108  জয়েন্ট সিটিং

আর্টিকেল 110 অর্থবিল এর সংজ্ঞা

আর্টিকেল 112 বাজেট

আর্টিকেল  123 রাষ্ট্রপতি আধ্যাদেশ (Ordinence)জারি করতে পারে

গুরুত্বপূর্ণ তথ্য

  • ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ
  • ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি
  • সর্বপল্লী রাধাকৃষ্ণ প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হন
  • প্রথম মুসলমান রাষ্ট্রপতি জাকির হোসেন
  • নিলাম সঞ্জীব রেড্ডি একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন এবং তিনি ভারতের সবথেকে Youngest রাষ্ট্রপতি।
  • ফখরুদ্দিন আহমেদ রাষ্ট্রপতির সময় ন্যাশনাল এমার্জেন্সি(1975) ঘোষণা করা হয়
  • ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল
  • ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
  • ভারতের প্রথম মহিলা উপজাতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
  • রাষ্ট্রপতি নির্বাচন করেন ভারতে নির্বাচন কমিশনার কিন্তু নিয়োগ সংক্রান্ত কোনো বিরোধ বাধলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত

নিচে ভারতের রাষ্ট্রপতিদের তালিকা, তাঁদের কার্যকাল (Tenure/Year) সহ, গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলোএক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে উপযোগী করে:

ক্র.নামকার্যকালগুরুত্বপূর্ণ তথ্য (Exam Point of View)
1ডঃ রাজেন্দ্র প্রসাদ1950 – 1962ভারতের প্রথম রাষ্ট্রপতি, দ্বিতীয়বার নির্বাচিত একমাত্র ব্যক্তি (RRB NTPC, SSC CGL)
2ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান1962 – 19675 সেপ্টেম্বর শিক্ষক দিবস (WBPSC, SSC CHSL)
3ডঃ জাকির হুসেন1967 – 1969 †প্রথম মুসলিম রাষ্ট্রপতি, কার্যরত অবস্থায় মৃত্যু (WBP Constable)
4ভি.ভি. গিরি1969 – 1974স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি
5ফকরুদ্দিন আলি আহমেদ1974 – 1977 †জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি (SSC MTS)
6নীলম সঞ্জীব রেড্ডি1977 – 1982বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতি, প্রাক্তন লোকসভা স্পিকার
7জ্ঞানী জৈল সিং1982 – 1987প্রথম শিখ রাষ্ট্রপতি
8আর. ভেঙ্কট রামন1987 – 1992পূর্বতন উপরাষ্ট্রপতি ছিলেন
9ডঃ শংকর দয়াল শর্মা1992 – 1997পূর্বে রাজ্যপাল উপরাষ্ট্রপতি ছিলেন
10কে. আর. নারায়ণন1997 – 2002প্রথম দলিত রাষ্ট্রপতি (SSC, WBPSC)
11ডঃ এ.পি.জে. আব্দুল কালাম2002 – 2007মিসাইল ম্যান, People’s President (RRB, SSC)
12প্রতিভা পাতিল2007 – 2012প্রথম মহিলা রাষ্ট্রপতি (SSC MTS, CHSL)
13প্রণব মুখার্জি2012 – 2017পশ্চিমবঙ্গ থেকে প্রথম রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী ছিলেন (WBPSC)
14রামনাথ কোবিন্দ2017 – 2022দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি (WBP SI)
15দ্রৌপদী মুর্মু2022 – বর্তমানপ্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি (শপথকালীন) (RRB, SSC)

নোট: † চিহ্নিত রাষ্ট্রপতিরা কার্যরত অবস্থায় প্রয়াত হয়েছেন।

ভারতের 15 তম রাষ্টপতি দ্রৌপদী মুর্মু

Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Previous year MCQ

  1. ভারতের প্রথম নাগরিক কে? (A) প্রধানমন্ত্রী (B) রাষ্ট্রপতি (C) প্রধান বিচারপতি (D) লোকসভার স্পিকার — SSC CGL 2014
    সঠিক উত্তর: B) রাষ্ট্রপতি
  2. ভারতীয় রাষ্ট্রের প্রধান কে? (A) রাজ্যপাল (B) প্রধানমন্ত্রী (C) রাষ্ট্রপতি (D) উপররাষ্ট্রপতি — RRB NTPC 2016
    সঠিক উত্তর: C) রাষ্ট্রপতি
  3. কে জাতির ঐক্য, অখণ্ডতা ও সংহতির প্রতীক? (A) সেনাপ্রধান (B) রাষ্ট্রপতি (C) নির্বাচন কমিশনার (D) লোকসভার অধ্যক্ষ — SSC CHSL 2019
    সঠিক উত্তর: B) রাষ্ট্রপতি
  4. ভারতে প্রকৃত শাসনক্ষমতা কার হাতে? (A) রাষ্ট্রপতি (B) প্রধান বিচারপতি (C) প্রধানমন্ত্রী (D) মন্ত্রীসভা — RRB ALP 2018
    সঠিক উত্তর: D) মন্ত্রীসভা
  5. রাষ্ট্রপতির ক্ষমতা সংবিধানে কোথায় বর্ণিত? (A) আর্টিকেল 14-20 (B) আর্টিকেল 52-78, পার্ট V (C) আর্টিকেল 80-100 (D) পার্ট III — SSC CGL 2015
    সঠিক উত্তর: B) আর্টিকেল 52-78, পার্ট V
  6. ভারতের রাষ্ট্রপতি ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? (A) আমেরিকা (B) আয়ারল্যান্ড (C) ব্রিটেন (D) কানাডা — WBPSC 2020
    সঠিক উত্তর: A) আমেরিকা
  7. রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? (A) জার্মানি (B) ব্রিটেন (C) আয়ারল্যান্ড (D) ফ্রান্স — SSC CGL 2017
    সঠিক উত্তর: C) আয়ারল্যান্ড
  8. রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া? (A) ফ্রান্স (B) ব্রিটেন (C) কানাডা (D) আমেরিকা — RRB Group D 2019
    সঠিক উত্তর: D) আমেরিকা
  9. রাষ্ট্রপতি পদের জন্য সর্বনিম্ন বয়স কত? (A) 25 বছর (B) 30 বছর (C) 35 বছর (D) 40 বছর — SSC CGL 2019
    সঠিক উত্তর: C) 35 বছর
  10. রাষ্ট্রপতি হতে হলে নাগরিকত্ব কী হতে হবে? (A) মার্কিন নাগরিক (B) ভারতীয় নাগরিক (C) দ্বৈত নাগরিক (D) বিদেশি — WBPSC 2020
    সঠিক উত্তর: B) ভারতীয় নাগরিক
  11. রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয় কারা? (A) কেবল এমপি (B) কেবল এমএলএ (C) নির্বাচিত এমপি ও এমএলএ (D) সব ভোটার — SSC CGL 2016
    সঠিক উত্তর: C) নির্বাচিত এমপি ও এমএলএ
  12. রাষ্ট্রপতি নির্বাচনে কোন ভোট পদ্ধতি ব্যবহৃত হয়? (A) গোপন ব্যালট (B) সোজাসুজি ভোট (C) একক হস্তান্তরযোগ্য ভোট (D) র্যাঙ্ক ভোটিং — RRB NTPC 2020
    সঠিক উত্তর: C) একক হস্তান্তরযোগ্য ভোট
  13. রাষ্ট্রপতির শপথ পাঠ করান কে? (A) প্রধান বিচারপতি (B) প্রধানমন্ত্রী (C) উপরাষ্ট্রপতি (D) লোকসভার স্পিকার — SSC CGL 2015
    সঠিক উত্তর: A) প্রধান বিচারপতি
  14. রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? (A) ৪ বছর (B) ৫ বছর (C) ৬ বছর (D) ৩ বছর — RRB Group D 2018
    সঠিক উত্তর: B) ৫ বছর
  15. রাষ্ট্রপতি পদত্যাগ করলে কাকে দেন? (A) লোকসভা স্পিকার (B) উপররাষ্ট্রপতি (C) প্রধানমন্ত্রী (D) প্রধান বিচারপতি — WBPSC 2020
    সঠিক উত্তর: B) উপররাষ্ট্রপতি
  16. রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সংক্রান্ত ধারা কোনটি? (A) 52 (B) 61 (C) 76 (D) 370 — SSC CGL 2016
    সঠিক উত্তর: B) 61
  17. ইমপিচমেন্ট প্রস্তাব আনতে কত শতাংশ সদস্যের স্বাক্ষর লাগে? (A) 1/2 (B) 1/3 (C) 1/4 (D) 3/4 — WBPSC 2019
    সঠিক উত্তর: C) 1/4
  18. ইমপিচমেন্টের আগে কতদিন আগে রাষ্ট্রপতিকে জানানো হয়? (A) 14 দিন (B) 7 দিন (C) 10 দিন (D) 30 দিন — SSC CHSL 2018
    সঠিক উত্তর: A) 14 দিন
  19. ইমপিচমেন্টে উভয় কক্ষে কত ভোটে পাশ হতে হয়? (A) 1/2 (B) 2/3 (C) 1/3 (D) 3/4 — SSC CGL 2016
    সঠিক উত্তর: B) 2/3
  20. আজ পর্যন্ত কতজন রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হয়েছে? (A) ০ (B) ১ (C) ২ (D) ৩ — RRB NTPC 2020
    সঠিক উত্তর: A) ০
  21. রাষ্ট্রপতির পদ খালি হয় কোন কারণে? (A) শপথ না নেওয়া (B) সংসদ ভাঙা (C) মেয়াদ, মৃত্যু, পদত্যাগ, ইমপিচমেন্ট (D) প্রধান বিচারপতি অব্যাহতি — WBPSC 2018
    সঠিক উত্তর: C) মেয়াদ, মৃত্যু, পদত্যাগ, ইমপিচমেন্ট
  22. রাষ্ট্রপতির পদ খালি হলে কতদিনের মধ্যে নির্বাচন করতে হয়? (A) ১ মাস (B) ৩ মাস (C) ৬ মাস (D) ১২ মাস — SSC CGL 2016
    সঠিক উত্তর: C) ৬ মাস
  23. রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করেন? (A) প্রধানমন্ত্রী (B) উপররাষ্ট্রপতি (C) প্রধান বিচারপতি (D) লোকসভার অধ্যক্ষ — SSC CGL 2014
    সঠিক উত্তর: B) উপররাষ্ট্রপতি
  24. রাষ্ট্রপতি কাকে নিয়োগ করেন? (A) প্রধান বিচারপতি (B) প্রধানমন্ত্রীর স্ত্রীর (C) প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের (D) লোকসভা স্পিকার — RRB NTPC 2019
    সঠিক উত্তর: C) প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের
  25. রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন কোন ধারা অনুযায়ী? (A) আর্টিকেল 75 (B) আর্টিকেল 76 (C) আর্টিকেল 280 (D) আর্টিকেল 324 — SSC CGL 2015
    সঠিক উত্তর: B) আর্টিকেল 76
  26. CAG এর নিয়োগ কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির অধিকার? (A) 148 (B) 76 (C) 280 (D) 324 — WBPSC 2018
    সঠিক উত্তর: A) 148
  27. নিম্নলিখিতদের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন? (A) মুখ্যমন্ত্রী (B) নির্বাচন কমিশনার (C) গ্রাম প্রধান (D) সেনাবাহিনী প্রধান — SSC CHSL 2020
    সঠিক উত্তর: B) নির্বাচন কমিশনার
  28. রাষ্ট্রপতি কাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করেন? (A) মন্ত্রীদের পরামর্শে (B) সুপ্রিম কোর্টের আদেশে (C) লোকসভা অনুমতিতে (D) নিজ বিবেচনায় — RRB ALP 2018
    সঠিক উত্তর: A) মন্ত্রীদের পরামর্শে
  29. UPSC এর চেয়ারম্যান নিয়োগ করেন কে? (A) লোকসভা (B) রাষ্ট্রপতি (C) প্রধানমন্ত্রী (D) সংসদ — SSC CGL 2016
    সঠিক উত্তর: B) রাষ্ট্রপতি
  30. অর্থ কমিশনের সদস্য নিয়োগের ক্ষমতা কাদের? (A) প্রধান বিচারপতি (B) সংসদ (C) রাষ্ট্রপতি (D) প্রধানমন্ত্রীর অফিস — RRB Group D 2019
    সঠিক উত্তর: C) রাষ্ট্রপতি
  31. রাষ্ট্রপতি কোন জাতিগত গোষ্ঠী নিয়ে কমিশন গঠন করতে পারেন? (A) মুসলিম (B) ওবিসি, এসসি ও এসটি (C) শিখ (D) খ্রিস্টান — WBPSC 2020
    সঠিক উত্তর: B) ওবিসি, এসসি ও এসটি
  32. রাষ্ট্রপতির কোন ক্ষমতায় তিনি সংসদের অধিবেশন ডাকতে পারেন? (A) বিচারিক ক্ষমতা (B) আইন সংক্রান্ত ক্ষমতা (C) সামরিক ক্ষমতা (D) নৈতিক ক্ষমতা — SSC CHSL 2018
    সঠিক উত্তর: B) আইন সংক্রান্ত ক্ষমতা
  33. রাষ্ট্রপতির অধীনে সংসদের যৌথ অধিবেশন ডাকতে পারেন কে? (A) লোকসভা স্পিকার (B) রাজ্যসভার চেয়ারম্যান (C) রাষ্ট্রপতি (D) প্রধান বিচারপতি — SSC CGL 2017
    সঠিক উত্তর: C) রাষ্ট্রপতি
  34. রাষ্ট্রপতি কবে লোকসভা ভেঙে দিতে পারেন? (A) নির্বাচনের সময় (B) প্রধানমন্ত্রীর মৃত্যুর পরে (C) কার্যকাল শেষের পূর্বেই (D) বাজেট পাস না হলে — RRB NTPC 2020
    সঠিক উত্তর: C) কার্যকাল শেষের পূর্বেই
  1. বিল আইনে পরিণত হয় কখন? (A) সংসদে পাস হওয়ার পর (B) রাষ্ট্রপতির স্বাক্ষরের পর (C) লোকসভায় অনুমোদনের পর (D) রাজ্যসভায় পাঠানোর পর — SSC CGL 2015 — উত্তর: (B)
  2. নতুন লোকসভা গঠনের পর রাষ্ট্রপতি কী করেন? (A) বাজেট পেশ করেন (B) শপথ নেন (C) উদ্বোধনী ভাষণ দেন (D) রাজ্যসভা বিলুপ্ত করেন — SSC CHSL 2019 — উত্তর: (C)
  3. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতোজন সদস্য মনোনীত করতে পারেন? (A) 10 (B) 12 (C) 15 (D) 20 — RRB Group D 2018 — উত্তর: (B)
  4. লোকসভায় অ্যাংলো-ইন্ডিয়ান প্রতিনিধিত্ব বাতিল করা হয়েছে কোন সংশোধনী দ্বারা? (A) 102তম (B) 103তম (C) 104তম (D) 105তম — SSC CGL 2020, WBPSC 2021 — উত্তর: (C)
  5. বিল রাষ্ট্রপতির নিকট পৌঁছানোর পর রাষ্ট্রপতির কোন বিকল্প নেই? (A) ফেরত পাঠানো (B) প্রত্যাহার (C) সম্মতি (D) সংসদ বিলুপ্ত — RRB ALP 2019 — উত্তর: (B)
  6. রাষ্ট্রপতি অর্থবিল ফেরত পাঠাতে পারেন কি? (A) হ্যাঁ (B) না (C) আংশিক পাঠাতে পারেন (D) সংসদ অনুমোদনে ফেরত — SSC CHSL 2018 — উত্তর: (B)
  7. একবার ফেরত দেওয়া বিল আবার পাস হলে রাষ্ট্রপতির করণীয় কী? (A) অপেক্ষা করা (B) সংসদে পাঠানো (C) স্বাক্ষর করা বাধ্যতামূলক (D) প্রধান বিচারপতির অনুমতি নেওয়া — SSC CGL 2016 — উত্তর: (C)
  8. সংসদের অধিবেশন বন্ধ থাকলে রাষ্ট্রপতি কী জারি করতে পারেন? (A) বিল (B) অধ্যাদেশ (C) ফতোয়া (D) অধ্যাদেশ নয় — WBPSC 2022 — উত্তর: (B)
  9. অধ্যাদেশ সংসদে অনুমোদনের জন্য কতো সময়ের মধ্যে উপস্থাপন করতে হয়? (A) ৩ সপ্তাহ (B) ৬ মাস (C) ৬ সপ্তাহ (D) ১ মাস — SSC CHSL 2020 — উত্তর: (C)
  10. CAG, UPSC, অর্থ কমিশনের রিপোর্ট সংসদে পেশ হওয়ার আগে কে দেখে থাকেন? (A) প্রধানমন্ত্রী (B) রাজ্যসভা (C) রাষ্ট্রপতি (D) লোকসভা স্পিকার — RRB NTPC 2019 — উত্তর: (C)
  11. লোকসভায় অর্থবিল পেশ করার আগে কার অনুমতি লাগে? (A) প্রধানমন্ত্রী (B) লোকসভার স্পিকার (C) রাষ্ট্রপতি (D) অর্থমন্ত্রী — SSC CGL 2017 — উত্তর: (C)
  12. অর্থ কমিশন গঠন করেন কে? (A) সুপ্রিম কোর্ট (B) প্রধানমন্ত্রী (C) রাষ্ট্রপতি (D) রাজ্যসভা — RRB NTPC 2020 — উত্তর: (C)
  13. কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগে তা কার নজরে আনা হয়? (A) রাজ্যসভা (B) রাষ্ট্রপতি (C) প্রধান বিচারপতি (D) অর্থমন্ত্রী — SSC CHSL 2016 — উত্তর: (B)
  14. রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কোনটি করা যায় না? (A) বিল বাতিল (B) বাজেট ছাঁটাই (C) অনুদান প্রদান (D) রাজ্যপাল নিয়োগ — RRB ALP 2018 — উত্তর: (D)
  15. রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন কোন ক্ষমতায়? (A) সামরিক (B) অর্থ (C) বিচার (D) প্রশাসনিক — WBPSC 2017 — উত্তর: (C)
  16. হাইকোর্টের বিচারপতি কে নিয়োগ করেন? (A) মুখ্যমন্ত্রী (B) সুপ্রিম কোর্ট (C) রাষ্ট্রপতি (D) প্রধানমন্ত্রী — SSC CGL 2015 — উত্তর: (C)
  17. রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন কোন অনুচ্ছেদ অনুযায়ী? (A) 356 (B) 360 (C) 72 (D) 123 — RRB Group D 2019 — উত্তর: (C)
  18. রাষ্ট্রপতির দণ্ড মওকুফ সংক্রান্ত ক্ষমতা কোনটির অন্তর্গত? (A) সামরিক ক্ষমতা (B) বিচার সংক্রান্ত ক্ষমতা (C) কূটনৈতিক ক্ষমতা (D) আইন ক্ষমতা — SSC CHSL 2020 — উত্তর: (B)
  19. রাষ্ট্রপতি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেন কোন ক্ষমতায়? (A) সামরিক (B) কূটনৈতিক (C) অর্থ (D) আইন — RRB NTPC 2019 — উত্তর: (B)
  20. রাষ্ট্রপতি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কী? (A) সেক্রেটারি (B) উপ-প্রধান (C) প্রধান উপদেষ্টা (D) সর্বোচ্চ অধিনায়ক — SSC MTS 2021 — উত্তর: (D)
  21. জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় কোন অনুচ্ছেদ অনুযায়ী? (A) 352 (B) 356 (C) 360 (D) 365 — SSC CGL 2020, WBPSC 2022 — উত্তর: (A)
  22. রাষ্ট্রপতি শাসন জারি করা হয় কোন আর্টিকেল অনুসারে? (A) 123 (B) 360 (C) 356 (D) 370 — RRB ALP 2019 — উত্তর: (C)
  23. আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত ধারা কোনটি? (A) 352 (B) 356 (C) 360 (D) 365 — SSC CHSL 2018 — উত্তর: (C)
  24. রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কয় প্রকার? (A) দুই (B) তিন (C) চার (D) পাঁচ — RRB Group D 2020 — উত্তর: (B)
  25. পূর্ণাঙ্গ ভেটো প্রয়োগ করা যায় না কোনটির ক্ষেত্রে? (A) সাধারণ বিল (B) অর্থ বিল (C) অধ্যাদেশ (D) বিচার আদেশ — SSC CGL 2022 — উত্তর: (C)
  26. স্থগিতকারী ভেটো কাকে সংসদে ফেরত পাঠায়? (A) বিচারপতি (B) রাজ্যসভা (C) লোকসভা (D) সংসদ — WBPSC 2021 — উত্তর: (D)
  27. রাষ্ট্রপতি বিল নিয়ে কিছুই না বললে সেটি কী ভেটো নামে পরিচিত? (A) পকেট ভেটো (B) স্থগিত ভেটো (C) সংশোধন ভেটো (D) সম্পূর্ণ ভেটো — SSC CHSL 2019 — উত্তর: (A)
  28. সাধারণ সংশোধন বিলে রাষ্ট্রপতি কী করতে বাধ্য? (A) বাতিল (B) ফেরত পাঠানো (C) স্বাক্ষর করা (D) অপেক্ষা করা — RRB NTPC 2020 — উত্তর: (C)
  29. ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে — এটি বলা হয়েছে কোন অনুচ্ছেদে? (A) 51 (B) 52 (C) 53 (D) 54 — RRB NTPC 2020 — উত্তর: (B)
  30. রাষ্ট্রপতি নির্বাচন করে কারা? (A) লোকসভা সদস্যরা (B) প্রধানমন্ত্রী (C) নির্বাচকমণ্ডলী (D) রাজ্যপালরা — SSC CHSL 2019 — উত্তর: (C)
  31. রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বলা হয়েছে কোন অনুচ্ছেদে? (A) 54 (B) 55 (C) 56 (D) 57 — WBPSC 2021 — উত্তর: (B)
  32. রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? (A) 60 (B) 61 (C) 62 (D) 63 — RRB Group D 2018 — উত্তর: (B)
  33. রাষ্ট্রপতির পদ খালি হলে তা পূরণ করতে হয় কতদিনের মধ্যে? (A) 3 মাস (B) 6 মাস (C) 1 বছর (D) 9 মাস — SSC CGL 2020 — উত্তর: (B)
  34. রাষ্ট্রপতি না থাকলে তাঁর দায়িত্ব কে পালন করে? (A) প্রধান বিচারপতি (B) লোকসভার স্পিকার (C) উপরাষ্ট্রপতি (D) প্রতিরক্ষামন্ত্রী — SSC MTS 2021 — উত্তর: (C)
  1. রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা লাভ করেন কোন অনুচ্ছেদ অনুযায়ী? (A) 72 (B) 74 (C) 76 (D) 78 — RRB ALP 2019 — উত্তর: (A)
  2. প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ করেন কোন অনুচ্ছেদ অনুযায়ী? (A) 74 (B) 75 (C) 76 (D) 77 — SSC CHSL 2018 — উত্তর: (B)
  3. রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন কোন অনুচ্ছেদ অনুসারে? (A) 121 (B) 122 (C) 123 (D) 124 — WBPSC 2019 — উত্তর: (C)
  4. সংসদের যৌথ অধিবেশন সংক্রান্ত ধারা কোনটি? (A) 105 (B) 106 (C) 107 (D) 108 — RRB NTPC 2021 — উত্তর: (D)
  5. অর্থবিল সংজ্ঞা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? (A) 110 (B) 111 (C) 112 (D) 113 — SSC CGL 2020 — উত্তর: (A)
  6. ভারতের কেন্দ্রীয় বাজেট কোন অনুচ্ছেদ অনুযায়ী পেশ হয়? (A) 111 (B) 112 (C) 113 (D) 114 — SSC MTS 2022 — উত্তর: (B)
  7. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? (A) বি.ডি. জতিভ (B) জাকির হোসেন (C) রাজেন্দ্র প্রসাদ (D) সর্বপল্লী রাধাকৃষ্ণ — RRB Group D 2018 — উত্তর: (C)
  8. ভারতের প্রথম নাগরিক হিসেবে কাকে গণ্য করা হয়? (A) প্রধানমন্ত্রী (B) প্রধান বিচারপতি (C) রাষ্ট্রপতি (D) উপররাষ্ট্রপতি — SSC CHSL 2017 — উত্তর: (C)
  9. ভারতের প্রথম উপররাষ্ট্রপতি যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হন, তিনি কে? (A) জাকির হোসেন (B) প্রতিভা পাটিল (C) সর্বপল্লী রাধাকৃষ্ণ (D) প্রণব মুখার্জি — RRB NTPC 2016 — উত্তর: (C)
  10. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? (A) আবুল কালাম আজাদ (B) জাকির হোসেন (C) এ পি জে আবদুল কালাম (D) মোহাম্মদ হামিদ আনসারি — WBPSC 2022 — উত্তর: (B)
  11. একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন কে? (A) রামনাথ কোবিন্দ (B) গিয়ানি জেল সিং (C) নিলাম সঞ্জীব রেড্ডি (D) প্রণব মুখার্জি — SSC CGL 2018 — উত্তর: (C)
  12. ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল কোন রাষ্ট্রপতির সময়ে? (A) রাজেন্দ্র প্রসাদ (B) ফখরুদ্দিন আলি আহমেদ (C) গিয়ানি জেল সিং (D) ভি ভি গিরি — RRB ALP 2019, SSC CGL 2020 — উত্তর: (B)
  13. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? (A) মীরা কুমার (B) দ্রৌপদী মুর্মু (C) প্রতিভা পাতিল (D) সরোজিনী নাইডু — SSC MTS 2019, WBPSC 2021 — উত্তর: (C)
  14. ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে? (A) অরবিন্দ ঘোষ (B) জ্যোতি বসু (C) প্রণব মুখার্জি (D) বুদ্ধদেব ভট্টাচার্য — SSC CHSL 2020 — উত্তর: (C)
  15. ভারতের প্রথম উপজাতি মহিলা রাষ্ট্রপতি কে? (A) প্রতিভা পাতিল (B) দ্রৌপদী মুর্মু (C) সরোজিনী নাইডু (D) বীরশা মুন্ডা — RRB Group D 2022, SSC CGL 2023 — উত্তর: (B)
  16. ভারতে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করে কে? (A) প্রধানমন্ত্রী (B) সুপ্রিম কোর্ট (C) নির্বাচন কমিশন (D) লোকসভা — WBPSC 2023 — উত্তর: (C)
  17. রাষ্ট্রপতি নির্বাচনে কোনো বিরোধ হলে চূড়ান্ত সিদ্ধান্ত কে দেয়? (A) সংসদ (B) সুপ্রিম কোর্ট (C) নির্বাচন কমিশন (D) উপররাষ্ট্রপতি — SSC CGL 2020 — উত্তর: (B)
  18. ভারতের ১৫তম রাষ্ট্রপতি কে? (A) রামনাথ কোবিন্দ (B) দ্রৌপদী মুর্মু (C) প্রণব মুখার্জি (D) প্রতিভা পাতিল — RRB NTPC 2023, SSC CHSL 2024 — উত্তর: (B)

Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top