প্রথম বিশ্বযুদ্ধ, হোমরুল আন্দোলন,লক্ষৌ চুক্তি নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের প্রশ্নাবলী(SSC, RRB ,WBPSC,WBP)
প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৯১৮ )
(UK+ফ্রান্স+রাশিয়া+ জাপান+ চীন) – মিত্র শক্তি VS (জার্মানি +অস্ট্রিয়া +হাংগারি) – কেন্দ্রীয় শক্তি
* অস্ট্রিয়া যুবরাজ ফার্দিনান্দকে হত্যা করা হলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
𒑑 গদর দল – (১৯১৩)
* গদর দল প্রতিষ্ঠা হয় আমেরিকার সানফ্রান্সিকো শহরে 1913 খ্রিস্টাব্দে।
* প্রতিষ্ঠাতা- লালা হরদয়াল। সদস্য- সোহন সিং ভাকনা, তারকনাথ দাস।
* গদর কথার অর্থ বিদ্রোহ।
কোমাগাতামারু ঘটনা- (১৯১৪)
* ১৯১৪ সালে কোমাগাতামারু জাহাজের ঘটনা
* পাঞ্জাবে বিদ্রোহ সৃষ্টি করে
হোমরুল আন্দোলন-(১৯১৬)
* হোমরুল কথার অর্থ স্বায়ত্তশাসন ( Self Government )
* হোমরুল আন্দোলন ১৯১৬ সালে ২ জন করে তিলক ও অনি বেসান্ত।
* ‘’INDIAN HOME RULE LEAGUE’’ প্রতিষ্ঠা করেন তিলক।
* ‘’HOME RULE LEAGUE’’ প্রতিষ্ঠা করে অনি বসন্ত।
1) তিলকের হোমরুল আন্দোলন
* HQ পুনাতে।
* এই সময় ত্রিলোক ঘোষণা করেন ‘’স্বরাজ আমাদের জন্মগতঅধিকার তা আমরা অর্জুন করবই’’।
* একে উপাধি দেয় ‘’লোকমান’’
* ভ্যালেন্টাইন চিরল তাকে বলেন “Father of unrest of India”.
* পত্রিকা- কেশরি ও মারাঠা
2) অনি বেসান্তের হোমরুল আন্দোলন
* মাদ্রাজের আদিয়ারে হোমরুল আন্দোলন শুরু করেন
* News paper -” New India” & “Common Wealth”.
* বই – ‘’Weak up India’’
* ১৯১৭ সালে কলকাতা অধিবেশনে INC এর president হয় (INC এর প্রথম মহিলা প্রেসিডেন্ট)
INC এর লক্ষৌ অধিবেশন (১৯১৬)
* ১৯১৬ তে INC এর লখনও অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী পুর্নমিলন হয়।
* প্রেসিডেন্ট -অম্বিকা চরণ মজুমদার
লখনৌ চুক্তি (১৯১৬)
* ১৯১৬ সালে মুসলিম ও INC এর মধ্যে লক্ষৌ চুক্তি হয়।
* সরোজিনী নাইডু, মোহাম্মদ আলী জিন্নাহ কে বলেন (যিনি এই চুক্তির প্রধান গঠনকর্তা) “The Ambasador Of Hindu Muslim Unity”
* এই চুক্তি অনুসারে –
1)- কংগ্রেস ও মুসলিম লীগ যুগ্মভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি পেশ করে।
2)- মুসলিম লীগ কংগ্রেসের স্বরাজের দাবি মেনে নেয়।
3)- কংগ্রেস মুসলিমদের পৃথক নির্বাচন মেনে নেয়।
4)- কেন্দ্রীয় আইন পরিষদের মোট সদস্যের অংশ মুসলমান হবে।
𒔒 August Declaration
* আগস্ট ঘোষণা হয় ১৯১৭ সালে।
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇
Previous Year Questions
- গদর দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
a) ১৯১০ b) ১৯১১ c) ১৯১২ d) ১৯১৩ – RRB NTPC 2016, SSC CHSL 2019
✅ সঠিক উত্তর: d) ১৯১৩ - গদর দল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
a) লন্ডন b) দিল্লি c) সানফ্রান্সিস্কো d) প্যারিস – RRB ALP 2018, SSC MTS 2021
✅ সঠিক উত্তর: c) সানফ্রান্সিস্কো - গদর দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) ভগৎ সিং b) লালা হরদয়াল c) চিত্তরঞ্জন দাস d) মহাত্মা গান্ধী – SSC CGL 2015, WBPSC Clerkship 2019
✅ সঠিক উত্তর: b) লালা হরদয়াল - গদর দলের সদস্যদের মধ্যে কে ছিলেন না?
a) সোহন সিং ভাকনা b) তারকনাথ দাস c) সুরেন্দ্রনাথ ব্যানার্জী d) লালা হরদয়াল – WBPSC WBCS Prelims 2023
✅ সঠিক উত্তর: c) সুরেন্দ্রনাথ ব্যানার্জী - ‘গদর’ শব্দের অর্থ কী?
a) স্বাধীনতা b) বিদ্রোহ c) শান্তি d) স্বরাজ – RRB Group D 2019, SSC CHSL 2020
✅ সঠিক উত্তর: b) বিদ্রোহ - কোমাগাতামারু জাহাজের ঘটনা ঘটেছিল কোন সালে?
a) ১৯১২ b) ১৯১৩ c) ১৯১৪ d) ১৯১৫ – SSC CGL 2017, WBP Constable 2022
✅ সঠিক উত্তর: c) ১৯১৪ - কোমাগাতামারু ঘটনার ফলে কোথায় বিদ্রোহ শুরু হয়?
a) বম্বে b) দিল্লি c) পাঞ্জাব d) বেঙ্গল – SSC MTS 2018, RRB NTPC 2020
✅ সঠিক উত্তর: c) পাঞ্জাব - হোমরুল শব্দের অর্থ কী?
a) রাজতন্ত্র b) স্বায়ত্তশাসন c) সাম্রাজ্যবাদ d) স্বাধীনতা – SSC CHSL 2022, WBPSC SI 2021
✅ সঠিক উত্তর: b) স্বায়ত্তশাসন - হোমরুল আন্দোলন শুরু করেন কারা?
a) গান্ধী ও নেহরু b) তিলক ও অনি বেসান্ত c) সুভাষ ও রাজাগোপালাচারী d) প্যাটেল ও আজাদ – SSC CGL 2013, RRB ALP 2018, WBPSC WBCS 2021
✅ সঠিক উত্তর: b) তিলক ও অনি বেসান্ত - ‘Indian Home Rule League’ কে প্রতিষ্ঠা করেন?
a) অনি বেসান্ত b) তিলক c) জিন্নাহ d) ভগৎ সিং – SSC CHSL 2020, WBP Constable 2023
✅ সঠিক উত্তর: a) অনি বেসান্ত - ‘Home Rule League’ কে প্রতিষ্ঠা করেন?
a) তিলক b) মহাত্মা গান্ধী c) অনি বেসান্ত d) রবীন্দ্রনাথ ঠাকুর – RRB NTPC 2016, SSC MTS 2021
✅ সঠিক উত্তর: a) তিলক - তিলকের হোমরুল লিগের প্রধান কার্যালয় কোথায় ছিল?
a) কলকাতা b) পুনা c) বম্বে d) মাদ্রাজ – RRB NTPC 2019
✅ সঠিক উত্তর: b) পুনা - “স্বরাজ আমাদের জন্মগত অধিকার…” এই উক্তিটি কে করেছিলেন?
a) গান্ধীজি b) তিলক c) অনি বেসান্ত d) নেহরু – SSC CGL 2016, WBP Constable 2022
✅ সঠিক উত্তর: b) তিলক - ‘লোকমান্য’ উপাধি কাকে দেওয়া হয়?
a) রবীন্দ্রনাথ b) লালা লাজপত রাই c) তিলক d) সুভাষ বোস – SSC CHSL 2018, WBPSC WBCS Prelims 2023
✅ সঠিক উত্তর: c) তিলক - কে তিলককে “Father of unrest of India” বলেন?
a) অ্যালান অক্টেভিয়ান হিউম b) মাউন্টব্যাটেন c) ভ্যালেন্টাইন চিরল d) জন ব্রাডলি – SSC CGL 2021
✅ সঠিক উত্তর: c) ভ্যালেন্টাইন চিরল - তিলকের সম্পাদিত পত্রিকা কোনটি?
a) নিউ ইন্ডিয়া b) কেশরি ও মারাঠা c) যুগান্তর d) বন্দে মাতরম – WBPSC Clerkship 2019
✅ সঠিক উত্তর: b) কেশরি ও মারাঠা - অনি বেসান্ত কোথা থেকে হোমরুল আন্দোলন শুরু করেন?
a) পুনা b) কলকাতা c) আদিয়ার, মাদ্রাজ d) আমেদাবাদ – RRB Group D 2018
✅ সঠিক উত্তর: c) আদিয়ার, মাদ্রাজ - অনি বেসান্তের পত্রিকা কোনটি?
a) কেশরি b) কমনওয়েলথ ও নিউ ইন্ডিয়া c) নওজোয়ান ভারত d) সত্যগ্রহ – SSC MTS 2020
✅ সঠিক উত্তর: b) কমনওয়েলথ ও নিউ ইন্ডিয়া - ‘Wake up India’ বইটি কে লিখেছিলেন?
a) গোপাল কৃষ্ণ গোখলে b) সি আর দাস c) অনি বেসান্ত d) মদন মোহন মালব্য – SSC CHSL 2022
✅ সঠিক উত্তর: c) অনি বেসান্ত - ১৯১৭ সালের কংগ্রেসের অধিবেশনে কে প্রেসিডেন্ট ছিলেন?
a) সরোজিনী নাইডু b) অনি বেসান্ত c) অ্যানি হ্যারিসন d) সুভাষ বোস – SSC CGL 2020
✅ সঠিক উত্তর: b) অনি বেসান্ত - INC এর লক্ষৌ অধিবেশনে সভাপতির দায়িত্বে ছিলেন কে?
a) তিলক b) জিন্নাহ c) অম্বিকা চরণ মজুমদার d) ভল্লভ ভাই প্যাটেল – WBPSC WBCS 2017
✅ সঠিক উত্তর: c) অম্বিকা চরণ মজুমদার - লক্ষৌ চুক্তি কত সালে হয়?
a) ১৯১৫ b) ১৯১৬ c) ১৯১৭ d) ১৯১৮ – RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: b) ১৯১৬ - “The Ambassador of Hindu Muslim Unity” কাকে বলা হয়?
a) গান্ধীজি b) মোহাম্মদ আলি জিন্নাহ c) সরোজিনী নাইডু d) তিলক – SSC CGL 2019
✅ সঠিক উত্তর: b) মোহাম্মদ আলি জিন্নাহ - লক্ষৌ চুক্তি অনুসারে, মুসলিম লীগ কী কংগ্রেসের কোন দাবিটি মেনে নেয়?
a) পূর্ণ স্বাধীনতা b) পৃথক নির্বাচন না চাওয়া c) স্বরাজ দাবি d) ভাষাগত বিভাজন – SSC CHSL 2023
✅ সঠিক উত্তর: c) স্বরাজ দাবি - লক্ষৌ চুক্তি অনুসারে, কংগ্রেস কী মেনে নেয়?
a) হিন্দু রাজনীতি b) মুসলিমদের পৃথক নির্বাচন c) জোট সরকার d) ব্রিটিশ শাসন – WBP Constable 2022
✅ সঠিক উত্তর: b) মুসলিমদের পৃথক নির্বাচন - লক্ষৌ চুক্তি অনুসারে, কেন্দ্রীয় আইন পরিষদে কত অংশ মুসলমান থাকবে?
a) 1/2 b) 1/4 c) 1/3 d) 1/5 – SSC MTS 2020
✅ সঠিক উত্তর: c) 1/3 - আগস্ট ঘোষণা কবে হয়?
a) ১৯১৫ b) ১৯১৬ c) ১৯১৭ d) ১৯১৮ – WBPSC SI 2021
✅ সঠিক উত্তর: c) ১৯১৭
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇