03 July 2025 Current Affairs

03 July Current Affairs with static GK

Q1) ভোগ্য ও পরিষেবা কর দিবস নিচের মধ্যে কোন তারিখে পালিত হয়?
On which of the following days is the Goods and Services Tax Day celebrated?

উত্তর / Answer: a) ১ জুলাই / 1 July
ব্যাখ্যা / Explanation: ভারতে ভোগ্য ও পরিষেবা কর (GST) চালু হয়েছিল ১ জুলাই ২০১৭ সালে। তাই প্রতি বছর এই দিনটি GST দিবস হিসেবে পালিত হয়।
In India, GST was implemented on 1 July 2017. Hence, this day is celebrated annually as GST Day.


Q2) নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানী পণ্যের কনটেইনার আটকাতে কোন অভিযান শুরু করা হয়েছে?
Which operation was launched to seize a container carrying goods of Pakistani origin despite the ban?

উত্তর / Answer: a) ডীপ ম্যানিফেস্ট / Deep Manifest
ব্যাখ্যা / Explanation: রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর ‘ডীপ ম্যানিফেস্ট’ নামক অভিযানের মাধ্যমে নিষিদ্ধ পাকিস্তানি পণ্যের চোরাচালান প্রতিরোধ করেছে।
The Directorate of Revenue Intelligence launched ‘Deep Manifest’ to stop smuggling of banned Pakistani goods.


Q3) অপারেশন চক্র V এর অধীনে সাইবার প্রতারণার মিউল অ্যাকাউন্ট ফাঁস করেছে কে?
Who busted cyber fraud mule accounts under Operation Chakra V?

উত্তর / Answer: d) সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন / Central Bureau of Investigation
ব্যাখ্যা / Explanation: সিবিআই অপারেশন চক্র V-এর অধীনে সারা দেশে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত ভুয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁস করেছে।
CBI, under Operation Chakra V, exposed fake bank accounts used in cyber crimes across the country.


Q4) ক্রিকেটের তিনটি ফরম্যাটেই শতরান করা প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় কে হয়েছেন?
Who has become the first Indian woman to score a century in all three formats of cricket?

উত্তর / Answer: a) স্মৃতি মন্ধানা / Smriti Mandhana
ব্যাখ্যা / Explanation: স্মৃতি মন্ধানা হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি টেস্ট, ওয়ানডে এবং টি২০—তিনটি ফরম্যাটেই শতরান করেছেন।
Smriti Mandhana is the first Indian woman to score centuries in Tests, ODIs, and T20Is.


Q5) হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইনডেক্স ২০২৫ অনুযায়ী ভারত কোন স্থানে রয়েছে?
What position has India secured in the Hurun Global Unicorn Index 2025?

উত্তর / Answer: b) তৃতীয় / Third
ব্যাখ্যা / Explanation: ইউনিকর্ন স্টার্টআপের সংখ্যার বিচারে ভারত আমেরিকা ও চীনের পরে তৃতীয় স্থানে রয়েছে।
India ranks third in terms of number of unicorn startups, after the US and China.


Q6) প্রথম আসিয়ান-ভারত ক্রুজ সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Where was the first ASEAN-India Cruise Dialogue held?

উত্তর / Answer: c) চেন্নাই / Chennai
ব্যাখ্যা / Explanation: সামুদ্রিক সহযোগিতা বাড়াতে প্রথম আসিয়ান-ভারত ক্রুজ সংলাপ চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়।
The first ASEAN-India Cruise Dialogue was held in Chennai to promote maritime cooperation.


Q7) ভারতের প্রথম কাঠের গুরুদ্বারা কোন রাজ্যে নির্মিত হয়েছে?
In which state has India’s first wooden Gurudwara been constructed?

উত্তর / Answer: c) পাঞ্জাব / Punjab
ব্যাখ্যা / Explanation: পাঞ্জাবে ঐতিহ্যবাহী কাঠের স্থাপত্য অনুসরণ করে ভারতের প্রথম কাঠের গুরুদ্বারা তৈরি হয়েছে।
India’s first wooden Gurudwara has been built in Punjab using traditional architecture.


Q8) GOSAT-GW নামক জলবায়ু উপগ্রহ কোন দেশ দ্বারা উৎক্ষেপণ করা হয়েছে?
Which country launched the climate satellite GOSAT – GW?

উত্তর / Answer: a) জাপান / Japan
ব্যাখ্যা / Explanation: জলবায়ু পরিবর্তন নিরীক্ষণ বৃদ্ধির উদ্দেশ্যে জাপান GOSAT – GW উপগ্রহ উৎক্ষেপণ করেছে।
Japan launched the GOSAT – GW satellite to enhance climate change monitoring.


Q9) ভারতের প্রথম মহিলা ই-ভোটার কে হয়েছেন?
Who has become India’s first female e-voter?

উত্তর / Answer: a) বিভা দেবী / Vibha Devi
ব্যাখ্যা / Explanation: বিভা দেবী ডিজিটাল মাধ্যমে ভোট প্রদান করে ভারতের প্রথম মহিলা ই-ভোটার হয়েছেন।
Vibha Devi has become India’s first female e-voter by casting her vote digitally.


Q10) প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Where was the first Astro Tourism Festival organized?

উত্তর / Answer: b) লাদাখ / Ladakh
ব্যাখ্যা / Explanation: জ্যোতির্বিজ্ঞান পর্যটন উৎসাহিত করতে প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল লাদাখে আয়োজিত হয়েছে।
The first Astro Tourism Festival was held in Ladakh to promote astronomy tourism.


Q11) ভারতের প্রথম পরিবেশবান্ধব ডেটা সেন্টার কোথায় স্থাপিত হয়েছে?
Where is India’s first green data center established?

উত্তর / Answer: d) গাজিয়াবাদ / Ghaziabad
ব্যাখ্যা / Explanation: পরিবেশবান্ধব প্রযুক্তির সাহায্যে ভারতের প্রথম সবুজ ডেটা সেন্টার গাজিয়াবাদে স্থাপন করা হয়েছে।
India’s first green data center with eco-friendly tech has been established in Ghaziabad.


Q12) এলব্রুস পর্বত জয় করা সবচেয়ে কম বয়সী পর্বতারোহী কে?
Who is the youngest mountaineer to climb Mount Elbrus?

উত্তর / Answer: c) তেগবীর সিং / Tegbir Singh
ব্যাখ্যা / Explanation: তেগবীর সিং অল্প বয়সে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস পর্বত জয় করে রেকর্ড গড়েছেন।
Tegbir Singh set a record by climbing Mount Elbrus, Europe’s highest peak, at a young age.


Q13) প্যটঙটার্ন সিনাওয়াত্রা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি সম্প্রতি বরখাস্ত হয়েছেন?
Paetongtarn Shinawatra was the Prime Minister of which country who was recently removed?

উত্তর / Answer: c) থাইল্যান্ড / Thailand
ব্যাখ্যা / Explanation: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যটঙটার্ন সিনাওয়াত্রা রাজনৈতিক অস্থিরতার কারণে বরখাস্ত হয়েছেন।
Thailand’s Prime Minister Paetongtarn Shinawatra was removed due to political instability.


Q14) সিনথেটিক হিউম্যান জিনোম প্রকল্প (SynHG) কোন দেশে শুরু হয়েছে?
In which country has the Synthetic Human Genome Project (SynHG) been launched?

উত্তর / Answer: d) ইংল্যান্ড / England
ব্যাখ্যা / Explanation: মানব জিন সম্পাদন এবং কৃত্রিম জিনোম তৈরি উন্নয়নের জন্য ইংল্যান্ডে এই প্রকল্প শুরু হয়েছে।
The project was launched in England to advance gene editing and synthetic genome creation.


Q15) জুলাই ২০২৫-এ কেন্দ্র সরকার কোন উদ্দেশ্যে সব মন্ত্রককে কাগজবিহীন করার উদ্যোগ নিয়েছে?
For what purpose has the central government started the plan to make all ministries paperless in July 2025?

উত্তর / Answer: c) পরিবেশ সংরক্ষণের জন্য / For environmental conservation
ব্যাখ্যা / Explanation: কাগজবিহীন কার্যপ্রণালী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কাগজের ব্যবহার হ্রাস করে পরিবেশ রক্ষায় সহায়ক হবে।
Going paperless increases efficiency and reduces paper usage, contributing to environmental protection.

GK ONE LINER

প্রশ্ন ১. সুফি সন্ন্যাসী খ্বাজা মইনুদ্দিন চিশতি ভারতের কোন শাসকের শাসনামলে এসেছিলেন?

Q1. During the reign of which ruler did Sufi saint Khwaja Moinuddin Chishti come to India?

উত্তর / Answer – পৃথ্বীরাজ চৌহান / Prithviraj Chauhan

প্রশ্ন ২. সুফি মতবাদের আধ্যাত্মিক প্রচারককে কী বলা হয়?

Q2. What is the spiritual preacher of the Sufi sect called?

উত্তর / Answer – পীর / Pir

প্রশ্ন ৩. সুফিদের আশ্রমকে কী বলা হতো?

Q3. What was the ashram of the Sufis called?

উত্তর / Answer – খানকাহ / Khanqah

প্রশ্ন ৪. সুলতান উপাধি ধারণকারী প্রথম তুর্কি শাসক কে ছিলেন?

Q4. Who was the first Turkish ruler to assume the title of Sultan?

উত্তর / Answer – মহম্মদ গজনভি / Mahmud of Ghazni

প্রশ্ন ৫. ‘সুরক্ষা প্রकोষ্ঠ নীতি’ কার সঙ্গে সম্পর্কিত?

Q5. The ‘Ring Fence Policy’ is related to whom?

উত্তর / Answer – ওয়ারেন হেস্টিংস / Warren Hastings

প্রশ্ন ৬. সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে “দিল্লি চলো” স্লোগান কবে দিয়েছিলেন?

Q6. When did Subhash Chandra Bose raise the slogan “Delhi Chalo” in Singapore?

উত্তর / Answer – 1945 খ্রিষ্টাব্দে / In 1945

প্রশ্ন ৭. সুবুক্তগিন কখন গজনির উপর অধিকার স্থাপন করেন?

Q7. When did Sabuktigin take control over Ghazni?

উত্তর / Answer – ৯৭৭ খ্রিষ্টাব্দে / In 977 AD

প্রশ্ন ৮. সুবুক্তগিন কে ছিলেন?

Q8. Who was Sabuktigin?

উত্তর / Answer – আল্পতগিনের জামাতা / Son-in-law of Alptigin

প্রশ্ন ৯. সুবুক্তগিনের মৃত্যুর পর তার উত্তরসূরি কে হয়?

Q9. Who became the successor of Sabuktigin after his death?

উত্তর / Answer – তার পুত্র মহম্মদ গজনভি / His son Mahmud of Ghazni

প্রশ্ন ১০. সুখদেব, ভগত সিং ও রাজগুরু কবে ফাঁসি পান?

Q10. When were Sukhdev, Bhagat Singh, and Rajguru hanged?

উত্তর / Answer – ২৩ মার্চ, ১৯৩১ খ্রিষ্টাব্দ / 23 March, 1931

STATIC GK

1. প্রশ্ন: রঙ্গোলি কোন রাজ্যের লোকশিল্প?

Q: Rangoli is a folk art of which state?

উত্তর / Answer: মহারাষ্ট্র / Maharashtra

2. প্রশ্ন: সাঠিয়া কোন রাজ্যের লোকশিল্প?

Q: Sathiya belongs to which state?

উত্তর / Answer: গুজরাট / Gujarat

3. প্রশ্ন: গোদনা শিল্প কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?

Q: Godna art is related to which state?

উত্তর / Answer: বিহার / Bihar

4. প্রশ্ন: আহপন কোন রাজ্যের প্রসিদ্ধ লোকশিল্প?

Q: Ahapan is a folk art of which state?

উত্তর / Answer: বিহার / Bihar

5. প্রশ্ন: মাণ্ডণা কোন রাজ্যের লোকশিল্প?

Q: Mandana is folk art of which state?

উত্তর / Answer: রাজস্থান / Rajasthan

6. প্রশ্ন: চৌক পূরণা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?

Q: Chowk Poorna belongs to which state?

উত্তর / Answer: উত্তর প্রদেশ / Uttar Pradesh

7. প্রশ্ন: মেহেন্দি কোন রাজ্যের প্রসিদ্ধ লোকশিল্প হিসেবে বিবেচিত হয়?

Q: Mehendi is considered folk art of which state?

STATIC GK ALL

1. মেগাস্থিনিস মৌর্য রাজাদের দরবারে বহু বছর ধরে ছিলেন।

Megasthenes stayed in the court of the Maurya kings for many years.

2. সমতল দর্পণে পুরো শরীরের প্রতিবিম্ব দেখার জন্য দর্পণের ন্যূনতম উচ্চতা ব্যক্তির উচ্চতার অর্ধেক হওয়া উচিত।

To see a full image of oneself in a plane mirror, the mirror should be at least half the height of the person.

3. কলাগাছের পাতা সহজেই ছিঁড়ে যায় কারণ এর শিরাগুলি সমান্তরালভাবে সাজানো থাকে।

Banana leaves can be easily torn because their veins are arranged parallel to each other.

4. বিচারপতি রামাস্বামীর বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়নি।

Impeachment proceedings were initiated against Justice Ramaswamy in Parliament but they failed to gain majority.

5. যখন ভারী ও হালকা বস্তুকে একই উচ্চতা থেকে ফেলা হয়, তখন দুটোই একসঙ্গে মাটিতে পৌঁছে যায়।

When a heavy and a light object are dropped from the same height, both reach the ground at the same time.

6. ভারতে পারমাণবিক শক্তি কমিশন ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

The Atomic Energy Commission of India was established in the year 1948.

7. বাতাসের আর্দ্রতা পরিমাপের জন্য হাইগ্রোমিটার ব্যবহার করা হয়।

Humidity in the air is measured using a hygrometer.

8. সিমেন্ট মূলত ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেটের মিশ্রণ।

Cement is mainly a mixture of calcium silicate and calcium aluminate.

9. গ্রীনহাউস প্রভাবের জন্য প্রধানত দায়ী গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড।

Carbon dioxide is the primary gas responsible for the greenhouse effect.

10. প্রকৃত জাতীয় আয় নির্ধারণ করতে হলে, প্রতি ব্যক্তির প্রকৃত আয়কে জনসংখ্যার সঙ্গে গুণ করতে হয়।

To calculate real national income, per capita real income is multiplied by the population.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top