11 July 2025 Current Affairs

Q1) বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়?
When is World Population Day observed?

a) ৫ জুন / 5 June
b) ১১ জুলাই / 11 July ✅
c) ১ মে / 1 May
d) ১০ ডিসেম্বর / 10 December

🔎 ব্যাখ্যা: জনসংখ্যা সম্পর্কিত সমস্যা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়।
World Population Day is observed every year on 11 July to raise awareness about population issues.


Q2) কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের দুই দিনের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Where was the two-day conference of Central University Vice Chancellors held?

a) দিল্লি / Delhi
b) গুজরাট / Gujarat ✅
c) পাঞ্জাব / Punjab
d) মহারাষ্ট্র / Maharashtra

🔎 ব্যাখ্যা: শিক্ষা খাতের উন্নয়ন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য গুজরাটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
This conference was organized in Gujarat to discuss the development and challenges in the education sector.


Q3) ভারতের প্রথম দেশীয় কোয়ান্টাম-সুরক্ষিত উপগ্রহ কার সঙ্গে অংশীদারিত্বে তৈরি হচ্ছে?
India’s first indigenous quantum-secure satellite is being developed in partnership with whom?

a) ISRO
b) DRDO
c) সিনার্জি কোয়ান্টাম / Synergy Quantum ✅
d) টাটা অ্যাডভান্সড / Tata Advanced

🔎 ব্যাখ্যা: স্পেস ট্রান্সপোর্টেশন সিস্টেম, সিনার্জি কোয়ান্টাম-এর সঙ্গে যৌথভাবে ভারতের প্রথম কোয়ান্টাম-সুরক্ষিত উপগ্রহ নির্মাণের ঘোষণা দিয়েছে।
Space Transportation System has announced building India’s first quantum-secure satellite in collaboration with Synergy Quantum.


Q4) এশীয় প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ভারত কততম স্থান পেয়েছে?
What was India’s position in the 2025 Asian Para Archery Championship?

a) প্রথম / First
b) দ্বিতীয় / Second ✅
c) তৃতীয় / Third
d) চতুর্থ / Fourth

🔎 ব্যাখ্যা: চীনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারত চমৎকার পারফরম্যান্স করে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
India secured second place with an impressive performance at the championship held in China.


Q5) পুরুষদের ১০০ মিটার দৌড় ১০.২ সেকেন্ডের কম সময়ে শেষ করা প্রথম ভারতীয় কে?
Who is the first Indian to complete the men’s 100m race in under 10.2 seconds?

a) নীরজ চোপড়া / Neeraj Chopra
b) অনিমেষ কুজুর / Animesh Kujur ✅
c) মোহাম্মদ আনাস / Mohammad Anas
d) অমিত পंघাল / Amit Panghal

🔎 ব্যাখ্যা: অনিমেষ কুজুর ১০০ মিটার দৌড় ১০.২১ সেকেন্ডে সম্পন্ন করে নতুন রেকর্ড গড়েছেন।
Animesh Kujur set a new record by completing the 100m sprint in 10.21 seconds.


Q6) আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে নির্মিত হচ্ছে?
In which country is Africa’s largest hydroelectric project being built?

a) মিশর / Egypt
b) ইথিওপিয়া / Ethiopia ✅
c) নাইজেরিয়া / Nigeria
d) কেনিয়া / Kenya

🔎 ব্যাখ্যা: ইথিওপিয়ার গ্র্যান্ড রেনেসাঁ ড্যাম প্রকল্প আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প।
Ethiopia is home to the Grand Renaissance Dam, Africa’s largest hydroelectric project.


Q7) সম্প্রতি প্রয়াত বিসমিল্লাহ জান শিনওয়ারি কে ছিলেন?
Who was Bismillah Jan Shinwari who passed away recently?

a) লেখক / Writer
b) ক্রিকেট আম্পায়ার / Cricket Umpire ✅
c) রাজনীতিবিদ / Politician
d) ডাক্তার / Doctor

🔎 ব্যাখ্যা: বিসমিল্লাহ জান শিনওয়ারি ছিলেন আফগানিস্তানের একজন খ্যাতনামা ক্রিকেট আম্পায়ার।
Bismillah Jan Shinwari was a well-known cricket umpire from Afghanistan.


Q8) সম্প্রতি আলোচিত ‘বত্সলা’ কে ছিল?
Who was Vatsala who was recently in the news?

a) স্বাধীনতা সংগ্রামী / Freedom Fighter
b) প্রবীণ নারী / Elderly Woman
c) হাতিনী / Elephant ✅
d) অভিনেত্রী / Actress

🔎 ব্যাখ্যা: বত্সলা ছিল এশিয়ার সবচেয়ে প্রবীণ হাতিনী, যার সম্প্রতি মৃত্যু হয়েছে।
Vatsala was Asia’s oldest elephant who recently passed away.


Q9) ২০২৬ সালে ইউরোজোনে যোগদানকারী ২১তম দেশ কোনটি হবে?
Which country will become the 21st member of the Eurozone in 2026?

a) রোমানিয়া / Romania
b) বুলগেরিয়া / Bulgaria ✅
c) হাঙ্গেরি / Hungary
d) ক্রোয়েশিয়া / Croatia

🔎 ব্যাখ্যা: বুলগেরিয়া ২০২৬ সালে ইউরোজোনে যোগদানের পরিকল্পনা করছে, যার ফলে মোট সদস্য সংখ্যা হবে ২১।
Bulgaria plans to join the Eurozone in 2026, becoming its 21st member.


Q10) শিশুদের জন্য উপযুক্ত প্রথম ম্যালেরিয়ার ওষুধ কোন দেশে তৈরি হয়েছে?
In which country was the first infant-friendly malaria drug developed?

a) ভারত / India
b) আমেরিকা / USA
c) সুইজারল্যান্ড / Switzerland ✅
d) জার্মানি / Germany

🔎 ব্যাখ্যা: সুইজারল্যান্ডে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ ম্যালেরিয়ার প্রথম ওষুধ তৈরি হয়েছে।
Switzerland has developed the first malaria drug suitable for newborns and infants.


Q11) প্রধানমন্ত্রী মোদিকে ‘The Order of the Most Ancient Welwitschia Mirabilis’ কোন দেশ দিয়েছে?
Which country awarded PM Modi with ‘The Order of the Most Ancient Welwitschia Mirabilis’?

a) নাইজেরিয়া / Nigeria ✅
b) নামিবিয়া / Namibia
c) ঘানা / Ghana
d) মরক্কো / Morocco

🔎 ব্যাখ্যা: নাইজেরিয়া প্রধানমন্ত্রী মোদিকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেছে।
Nigeria conferred its highest civilian honour on Prime Minister Modi.


Q12) ভারতীয় পর্যটকদের জন্য UPI পরিষেবা চালু করা প্রথম ক্যারিবীয় দেশ কোনটি?
Which Caribbean country became the first to offer UPI services for Indian travelers?

a) জামাইকা / Jamaica
b) ত্রিনিদাদ ও টোবাগো / Trinidad and Tobago ✅
c) বার্বাডোস / Barbados
d) কিউবা / Cuba

🔎 ব্যাখ্যা: ত্রিনিদাদ ও টোবাগো ভারতীয় পর্যটকদের জন্য UPI পরিষেবা চালু করা প্রথম ক্যারিবীয় দেশ হয়েছে।
Trinidad and Tobago became the first Caribbean country to offer UPI services for Indian travelers.


Q13) BIMSTEC দেশের জন্য ক্যান্সার কেয়ার প্রশিক্ষণ কর্মসূচি কোথায় শুরু হয়েছে?
Where was the cancer care training program for BIMSTEC countries launched?

a) নয়াদিল্লি / New Delhi
b) কলকাতা / Kolkata
c) মুম্বই / Mumbai ✅
d) চেন্নাই / Chennai

🔎 ব্যাখ্যা: মুম্বইয়ে BIMSTEC দেশের ডাক্তারদের জন্য ক্যান্সার কেয়ার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
A training program for cancer care for doctors from BIMSTEC countries was launched in Mumbai.

Q14) প্রধানমন্ত্রী মোদিকে ‘Grand Collar of the Southern Cross’ কোন দেশ প্রদান করেছে?
Which country conferred the ‘Grand Collar of the Southern Cross’ on PM Modi?

a) আর্জেন্টিনা / Argentina
b) ব্রাজিল / Brazil ✅
c) চিলি / Chile
d) পেরু / Peru

🔎 ব্যাখ্যা: ব্রাজিল প্রধানমন্ত্রী মোদিকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মানে সম্মানিত করেছে।
Brazil honoured PM Modi with its highest civilian honour.

🧪 Science Important Formula

🔬 বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্রাবলি

  1. Work = force × distance
    কাজ = বল × দূরত্ব
  2. Energy = force × distance
    শক্তি = বল × দূরত্ব
  3. Speed = distance / time
    গতি = দূরত্ব / সময়
  4. Velocity = displacement / time
    বেগ = স্থানচ্যুতি / সময়
  5. Electric field = electrical force / charge
    বিদ্যুৎ ক্ষেত্র = বৈদ্যুতিক বল / আধান
  6. Force = force / area
    চাপ = বল / ক্ষেত্রফল
  7. Volume = length × width × height
    আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
  8. Mass density = mass / volume
    ভর ঘনত্ব = ভর / আয়তন
  9. Acceleration = velocity / time
    ত্বরণ = বেগ / সময়
  10. Power = work / time
    শক্তি = কাজ / সময়
  11. Pressure = force / area
    চাপ = বল / ক্ষেত্রফল
  12. Momentum = mass × velocity
    সংवेগ = ভর × বেগ
  13. Area (A) = Length × Width
    ক্ষেত্রফল (A) = দৈর্ঘ্য × প্রস্থ
  14. Force (F) = Mass × Acceleration
    বল (F) = ভর × ত্বরণ
  15. Pressure Energy = Pressure × Volume
    চাপজনিত শক্তি = চাপ × আয়তন
  16. Impulse = force × time
    আঘাত = বল × সময়
  17. Linear momentum = mass × velocity
    রৈখিক সংवेগ = ভর × বেগ
  18. Kinetic energy = 1/2 mv²
    গতিজ শক্তি = 1/2 mv²
  19. Mechanical energy = kinetic energy + potential energy
    যান্ত্রিক শক্তি = গতিজ শক্তি + বিভব শক্তি
  20. Angular momentum = Inertia × Angular velocity
    কৌণিক সংवेগ = জড়তা × কৌণিক বেগ

✍️ International Boundaries – MCQs (আন্তর্জাতিক সীমারেখা)


Q1) ম্যাকমোহন রেখা কোন দুটি দেশের সীমান্ত?
MacMahon Line is the boundary between which countries?

a) ভারত ও নেপাল / India and Nepal
b) পাকিস্তান ও চীন / Pakistan and China
c) ✅ ভারত ও চীন / India and China
d) ভারত ও আফগানিস্তান / India and Afghanistan


Q2) র‍্যাডক্লিফ রেখা কোন দুটি দেশকে বিভক্ত করে?
Radcliffe Line divides which two countries?

a) ভারত ও চীন / India and China
b) ✅ ভারত ও পাকিস্তান / India and Pakistan
c) ভারত ও মায়ানমার / India and Myanmar
d) বাংলাদেশ ও পাকিস্তান / Bangladesh and Pakistan


Q3) হিন্ডেনবার্গ রেখা কার মধ্যে অবস্থিত?
Hindenburg Line lies between which nations?

a) জার্মানি ও ফ্রান্স / Germany and France
b) ✅ জার্মানি ও পোল্যান্ড / Germany and Poland
c) রাশিয়া ও ফিনল্যান্ড / Russia and Finland
d) ইউক্রেন ও রাশিয়া / Ukraine and Russia


Q4) ৩৮তম সমান্তরাল রেখা কোন দেশগুলিকে আলাদা করে?
38th Parallel separates which countries?

a) উত্তর কোরিয়া ও চীন / North Korea and China
b) ✅ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া / North Korea and South Korea
c) দক্ষিণ কোরিয়া ও জাপান / South Korea and Japan
d) দক্ষিণ কোরিয়া ও চীন / South Korea and China


Q5) ম্যাজিনো রেখা কোন দেশের মধ্যে অবস্থিত?
Maginot Line is between which countries?

a) জার্মানি ও ইতালি / Germany and Italy
b) ✅ জার্মানি ও ফ্রান্স / Germany and France
c) ফ্রান্স ও স্পেন / France and Spain
d) জার্মানি ও নেদারল্যান্ডস / Germany and Netherlands


Q6) ৪৯তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের সীমান্ত?
49th Parallel is the boundary between which countries?

a) ✅ যুক্তরাষ্ট্র ও কানাডা / USA and Canada
b) যুক্তরাষ্ট্র ও মেক্সিকো / USA and Mexico
c) কানাডা ও আলাস্কা / Canada and Alaska
d) কানাডা ও গ্রিনল্যান্ড / Canada and Greenland


Q7) মাননারহেইম রেখা কোন দুটি দেশের মধ্যে?
Mannerheim Line is the boundary between which countries?

a) রাশিয়া ও এস্তোনিয়া / Russia and Estonia
b) ✅ রাশিয়া ও ফিনল্যান্ড / Russia and Finland
c) ফিনল্যান্ড ও সুইডেন / Finland and Sweden
d) রাশিয়া ও লাটভিয়া / Russia and Latvia


Q8) ডুরান্ড রেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
Durand Line is between which two countries?

a) ভারত ও আফগানিস্তান / India and Afghanistan
b) ইরান ও আফগানিস্তান / Iran and Afghanistan
c) ✅ পাকিস্তান ও আফগানিস্তান / Pakistan and Afghanistan
d) চীন ও পাকিস্তান / China and Pakistan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top