15 July 2025 Current Affairs & Static GK
Q1) 15 জুলাই কোন আন্তর্জাতিক দিবস পালন করা হয়?
Which international day is observed on 15th July?
(A) বিশ্ব জনসংখ্যা দিবস / World Population Day
(B) বিশ্ব যুব দক্ষতা দিবস / World Youth Skills Day
(C) আন্তর্জাতিক শিশুশ্রম নিষেধ দিবস / World Day Against Child Labour
(D) বিশ্ব স্বাস্থ্য দিবস / World Health Day
উত্তর: (B)
Q2) উইম্বলডন 2025-এ পুরুষ এককের খেতাব কে জিতেছেন?
Who won the Men’s Singles title at Wimbledon 2025?
(A) কার্লোস আলকারাজ / Carlos Alcaraz
(B) নোভাক জোকোভিচ / Novak Djokovic
(C) দানিল মেদভেদেভ / Daniil Medvedev
(D) জানিক সিনার / Jannik Sinner
উত্তর: (D)
Q3) আন্তর্জাতিক শার্ক সচেতনতা দিবস কবে পালিত হয়?
On which day is International Shark Awareness Day observed?
(A) ১২ জুলাই / 12 July
(B) ১৪ জুলাই / 14 July
(C) ১০ জুন / 10 June
(D) ১৬ আগস্ট / 16 August
উত্তর: (B)
Q4) ভারতের প্রথম ISO স্বীকৃত থানার নাম ‘অর্থুনকাল’ কোন রাজ্যে অবস্থিত?
Arthunkal, India’s first ISO-certified police station, is located in which state?
(A) মহারাষ্ট্র / Maharashtra
(B) তামিলনাড়ু / Tamil Nadu
(C) কেরালা / Kerala
(D) কর্ণাটক / Karnataka
উত্তর: (C)
Q5) COAI-এর সভাপতি হিসেবে কে নিয়োগ পেয়েছেন?
Who has been appointed as the Chairman of COAI?
(A) রবি শর্মা / Ravi Sharma
(B) অভিজিৎ কিশোর / Abhijit Kishore
(C) সুরেশ নায়ার / Suresh Nair
(D) রাজীব দুবে / Rajeev Dubey
উত্তর: (B)
Q6) জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার 2025 কে পেয়েছেন?
Who received the 2025 UN Population Award in the individual category?
(A) পুনম মুথ্থা / Poonam Mutha
(B) বর্ষা দেশপাণ্ডে / Varsha Deshpande
(C) সুনীতা কৃষ্ণন / Sunita Krishnan
(D) ইলা ভট্ট / Ela Bhatt
উত্তর: (B)
Q7) পরিবেশবান্ধব পণ্য পরিবহনের জন্য কোন স্কিম চালু হয়েছে?
Which scheme was launched to promote eco-friendly freight transport?
(A) গ্রীন ইন্ডিয়া মিশন / Green India Mission
(B) পিএম ই-ড্রাইভ যোজনা / PM E-Drive Scheme
(C) নতুন শক্তি যোজনা / New Energy Scheme
(D) গ্রীন ট্রান্সপোর্ট স্কিম / Green Transport Scheme
উত্তর: (B)
Q8) গ্লোবাল ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ কনফারেন্স 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Where was the Global Manuscript Heritage Conference 2025 held?
(A) মুম্বই / Mumbai
(B) চেন্নাই / Chennai
(C) নয়াদিল্লি / New Delhi
(D) বেঙ্গালুরু / Bengaluru
উত্তর: (C)
Q9) ইউনেস্কো কতটি মারাঠা দুর্গকে বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত করেছে?
How many forts built by Maratha rulers have been included in UNESCO’s World Heritage List?
(A) ৬
(B) ১০
(C) ১২
(D) ১৫
উত্তর: (C)
Q10) অমরনাথ যাত্রার নিরাপত্তার জন্য ভারতীয় সেনা কোন অভিযান চালু করেছে?
Which operation was launched by the Indian Army for the security of the Amarnath Yatra?
(A) অপারেশন অমরনাথ / Operation Amarnath
(B) অপারেশন হিমালয় / Operation Himalaya
(C) অপারেশন শিবা / Operation Shiva
(D) অপারেশন রক্ষা / Operation Raksha
উত্তর: (C)
Q11) ভারতের ৮৭তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন?
Who became the 87th Grandmaster of India?
(A) প্রণব আনন্দ / Pranav Anand
(B) হরিকৃষ্ণন এ / Harikrishnan A
(C) রৌনক সাদওয়ানি / Raunak Sadhwani
(D) অর্জুন এরিগাইসি / Arjun Erigaisi
উত্তর: (B)
Q12) ঐতিহাসিক জিঞ্জি দুর্গ কোন রাজ্যে অবস্থিত?
In which state is the historic Gingee Fort located?
(A) মহারাষ্ট্র / Maharashtra
(B) কর্ণাটক / Karnataka
(C) তামিলনাড়ু / Tamil Nadu
(D) অন্ধ্রপ্রদেশ / Andhra Pradesh
উত্তর: (C)
Q13) কোটা শ্রীনিবাস রাও কে ছিলেন?
Who was Kota Srinivasa Rao?
(A) লেখক / Writer
(B) গায়ক / Singer
(C) অভিনেতা / Actor
(D) রাজনীতিবিদ / Politician
উত্তর: (C)
Q14) স্বচ্ছতা সার্ভে 2024-এ প্রথম স্থানে কোন শহর ছিল?
Which city ranked first in Swachh Survekshan 2024?
(A) ইন্দোর / Indore
(B) সুরাত / Surat
(C) আহমেদাবাদ / Ahmedabad
(D) ভোপাল / Bhopal
উত্তর: (C)
Q15) PEN Pinter পুরস্কার 2025 কে পেয়েছেন?
Who has been awarded the PEN Pinter Prize 2025?
(A) সালমান রুশদি / Salman Rushdie
(B) লীলা আবুলেলা / Leila Aboulela
(C) অরুন্ধতী রায় / Arundhati Roy
(D) ঝুম্পা লাহিড়ী / Jhumpa Lahiri
উত্তর: (B)
Most important Gk
1. ভারতীয় সংবিধান রচনার প্রক্রিয়ার জন্য কোন কমিটি গঠিত হয়েছিল?
Which committee was formed for the process of Constitution-making in India?
(A) খোসলা কমিশন / Khosla Commission
(B) সংবিধান সভা / Constituent Assembly
(C) রাষ্ট্রপতি সমিতি / President’s Committee
(D) আইন সংস্কার কমিটি / Law Reform Committee
উত্তর: (B)
2. সংবিধানের খসড়া প্রস্তুতির দায়িত্ব কোন কমিটির ছিল?
Which committee was responsible for drafting the Indian Constitution?
(A) মৌলিক অধিকার কমিটি / Fundamental Rights Committee
(B) পরামর্শদাতা কমিটি / Advisory Committee
(C) খসড়া কমিটি / Drafting Committee
(D) ভাষা কমিটি / Language Committee
উত্তর: (C)
👉 সভাপতি: ডঃ বি. আর. আম্বেদকর / Chairman: Dr. B. R. Ambedkar
3. ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন কোন কমিটির সুপারিশ ছিল?
Which committee recommended the reorganization of states on a linguistic basis?
(A) ধর্ম কমিশন / Dhar Commission
(B) জাষ্টিস ভেঙ্কটচেলিয়া কমিশন / Justice Venkatachaliah Commission
(C) ফজল আলি কমিশন / Fazal Ali Commission
(D) রাধাকৃষ্ণন কমিশন / Radhakrishnan Commission
উত্তর: (C)
👉 সদস্য: ফজল আলি, কে. এম. পনিক্কর, হৃদয়নাথ কুঞ্জুর
4. পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ কোন কমিটি করেছিল?
Which committee recommended the Panchayati Raj system?
(A) নরসিংহ রাও কমিটি / Narasimha Rao Committee
(B) জয়প্রকাশ নারায়ণ কমিটি / Jayaprakash Narayan Committee
(C) বলবন্ত রায় মেহতা কমিটি / Balwant Rai Mehta Committee
(D) আশোক মেহতা কমিটি / Ashok Mehta Committee
উত্তর: (C)
👉 বছর: 1957
5. সংরক্ষণ পর্যালোচনার জন্য ‘মন্ডল কমিশন’ কবে গঠিত হয়?
When was the Mandal Commission formed to review reservation?
(A) 1977
(B) 1979
(C) 1981
(D) 1983
উত্তর: (B)
👉 সভাপতি: বি. পি. মন্ডল / Chairman: B. P. Mandal
6. ভারতের নির্বাচন সংস্কারের সুপারিশ কোন কমিটি করেছিল?
Which committee(s) recommended electoral reforms in India?
(A) শ্রীকৃষ্ণ কমিশন / Srikrishna Commission
(B) তর্কুন্ডে ও ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি / Tarkunde and Indrajit Gupta Committee
(C) নানাবতী কমিশন / Nanavati Commission
(D) জ্ঞানেশ্বর কমিটি / Gyaneshwar Committee
উত্তর: (B)
7. কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক পর্যালোচনার জন্য কোন কমিটি গঠিত হয়েছিল?
Which committee was formed to review Centre-State relations?
(A) মালিমাথ কমিটি / Malimath Committee
(B) ভেঙ্কটচেলিয়া কমিশন / Venkatachaliah Commission
(C) সরকারিয়া কমিশন / Sarkaria Commission
(D) ঠাকর কমিশন / Thakkar Commission
উত্তর: (C)
👉 সভাপতি: জাস্টিস আর. এস. সরকারিয়া / Chairman: Justice R. S. Sarkaria
8. পৌরসভা ব্যবস্থার সুপারিশ কোন কমিটি করেছিল?
Which committee recommended the urban municipal system in India?
(A) হরবিলাস শারদা কমিটি / Harbilas Sarda Committee
(B) ভি. কে. আর. ভি. রাও ও এল. এম. সিংভি কমিটি / V. K. R. V. Rao & L. M. Singhvi Committee
(C) রাজামান্নার কমিটি / Rajamannar Committee
(D) অজয় মুখার্জি কমিটি / Ajay Mukherjee Committee
উত্তর: (B)
9. আর্থিক ফেডারেলিজম পর্যালোচনার জন্য কোন সংস্থা গঠন করা হয়?
Which body is constituted to review fiscal federalism in India?
(A) নীতি আয়োগ / NITI Aayog
(B) অর্থ কমিশন / Finance Commission
(C) রিজার্ভ ব্যাঙ্ক / Reserve Bank
(D) বাজেট পর্যালোচনা কমিটি / Budget Review Committee
উত্তর: (B)
👉 নিয়োগকারী: রাষ্ট্রপতি প্রতি ৫ বছরে / Appointed by President every 5 years
10. রাষ্ট্রপতি শাসনের অপব্যবহার (Article 356) রোধে কোন কমিটি সুপারিশ করেছিল?
Which committee suggested reforms to prevent misuse of President’s Rule (Article 356)?
(A) এম. এম. পুনচি কমিশন / M. M. Punchhi Commission
(B) থার্টি কমিশন / Thirti Commission
(C) নাগেশ্বর রাও কমিটি / Nageshwar Rao Committee
(D) গিলানি কমিশন / Gilani Commission
উত্তর: (A)
👉 এছাড়াও: সর্দার স্বর্ণ সিংহ কমিটি / Also: Sardar Swaran Singh