16 July 2025 Current Affairs

16 July 2025 Current Affairs With Static GK (Top 15 MCQs)

১৬ জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স ও স্ট্যাটিক জিকে (সেরা ১৫টি MCQ)


Q) ১৬ জুলাই কোন দিবস পালিত হয়?
Which day is observed on 16th July?

(A) বিশ্ব দাবা দিবস / World Chess Day
(B) বিশ্ব সাপ দিবস ✅ / World Snake Day
(C) বিশ্ব যুব দিবস / World Youth Day
(D) আন্তর্জাতিক বাঘ দিবস / International Tiger Day

🔎 ব্যাখ্যা: ১৬ জুলাই সাপ সংরক্ষণ ও সচেতনতার জন্য বিশ্ব সাপ দিবস পালিত হয়।
World Snake Day is observed on 16 July to raise awareness about snake conservation.


Q) BIMSTEC পোর্ট কনক্লেভ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
In which city was the two-day BIMSTEC Ports Conclave held?

(A) কলকাতা / Kolkata
(B) চেন্নাই / Chennai
(C) বিশাখাপত্তনম ✅ / Visakhapatnam
(D) মুম্বই / Mumbai

🔎 ব্যাখ্যা: এই কনক্লেভটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছে।
The conclave was held in Visakhapatnam, Andhra Pradesh.


Q) বি. সরোজা দেবী কে ছিলেন যাঁর সম্প্রতি মৃত্যু হয়েছে?
Who was B. Saroja Devi who passed away recently?

(A) গায়িকা / Singer
(B) লেখিকা / Writer
(C) অভিনেত্রী ✅ / Actress
(D) রাজনীতিবিদ / Politician

🔎 ব্যাখ্যা: বি. সরোজা দেবী দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী ছিলেন।
B. Saroja Devi was a well-known actress in South Indian cinema.


Q) মেজর লিগ ক্রিকেট ২০২৫-এ কে জয়ী হয়েছে?
Who won the Major League Cricket 2025 title?

(A) এমআই নিউ ইয়র্ক ✅ / MI New York
(B) টেক্সাস সুপার কিংস / Texas Super Kings
(C) এলএ নাইট রাইডার্স / LA Knight Riders
(D) সিয়াটেল অর্চার্ডস / Seattle Orchards

🔎 ব্যাখ্যা: এমআই নিউ ইয়র্ক মেজর লিগ ক্রিকেট ২০২৫-এ জয়লাভ করেছে।
MI New York won the Major League Cricket 2025 title.


Q) মুহাম্মদু বুহারি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি যাঁর মৃত্যু হয়েছে?
Muhammadu Buhari was the former President of which country?

(A) ঘানা / Ghana
(B) নাইজেরিয়া ✅ / Nigeria
(C) কেনিয়া / Kenya
(D) ইথিওপিয়া / Ethiopia

🔎 ব্যাখ্যা: মুহাম্মদু বুহারি নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন।
Muhammadu Buhari was the former President of Nigeria.


Q) আশিম কুমার ঘোষকে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে?
Ashim Kumar Ghosh has been appointed as the Governor of which state?

(A) পাঞ্জাব / Punjab
(B) হরিয়ানা ✅ / Haryana
(C) পশ্চিমবঙ্গ / West Bengal
(D) আসাম / Assam

🔎 ব্যাখ্যা: অধ্যাপক আশিম কুমার ঘোষকে হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।
Professor Ashim Kumar Ghosh has been appointed as the Governor of Haryana.


Q) জাতীয় চিকিৎসা কমিশনের নতুন চেয়ারপার্সন কে হয়েছেন?
Who has been appointed as the new Chairperson of the National Medical Commission?

(A) ড. রণদীপ গুলেরিয়া / Dr. Randeep Guleria
(B) ড. হর্ষ বর্ধন / Dr. Harsh Vardhan
(C) ড. অভিজাত শেঠ ✅ / Dr. Abhijat Sheth
(D) ড. সৌম্য স্বামীনাথন / Dr. Soumya Swaminathan

🔎 ব্যাখ্যা: ড. অভিজাত শেঠ জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারপার্সন হয়েছেন।
Dr. Abhijat Sheth has been appointed as the new Chairperson of the NMC.


Q) হরেলা উৎসব কোন রাজ্যে পালিত হয়?
In which state is the Harela festival celebrated?

(A) হিমাচল প্রদেশ / Himachal Pradesh
(B) উত্তরাখণ্ড ✅ / Uttarakhand
(C) আসাম / Assam
(D) মণিপুর / Manipur

🔎 ব্যাখ্যা: হরেলা উত্তরাখণ্ডের একটি পরিবেশবান্ধব ঐতিহ্যবাহী উৎসব।
Harela is a traditional environmental festival of Uttarakhand.


Q) ২০২৫ ক্লাব বিশ্বকাপ কারা জিতেছে?
Who won the 2025 Club World Cup title?

(A) ম্যানচেস্টার সিটি / Manchester City
(B) বার্সেলোনা / Barcelona
(C) চেলসি ✅ / Chelsea
(D) রিয়াল মাদ্রিদ / Real Madrid

🔎 ব্যাখ্যা: ২০২৫ ক্লাব বিশ্বকাপের শিরোপা চেলসি জিতেছে।
Chelsea won the 2025 Club World Cup title.


Q) রেলওয়ে প্রটেকশন ফোর্সের প্রথম মহিলা ডিজি কে হয়েছেন?
Who became the first woman Director General of the Railway Protection Force?

(A) কঞ্চন চৌধুরী / Kanchan Chaudhary
(B) সোনালি মিশ্র ✅ / Sonali Mishra
(C) অরুণা বহুগুণা / Aruna Bahuguna
(D) রাধিকা সিনহা / Radhika Sinha

🔎 ব্যাখ্যা: সোনালি মিশ্র RPF-এর প্রথম মহিলা ডিজি হয়েছেন।
Sonali Mishra became the first woman DG of RPF.


Q) “ট্যালিসম্যান সেবার” সামরিক মহড়া কোন দেশে হয়েছিল?
In which country was the “Talisman Sabre” military exercise held?

(A) যুক্তরাষ্ট্র / USA
(B) ফ্রান্স / France
(C) অস্ট্রেলিয়া ✅ / Australia
(D) জাপান / Japan

🔎 ব্যাখ্যা: এই যৌথ সামরিক মহড়াটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয় এবং ভারত প্রথমবার অংশগ্রহণ করেছে।
Talisman Sabre is a joint military exercise held in Australia.


Q) যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
In which city will the Youth Spiritual Summit be organized?

(A) লখনউ / Lucknow
(B) প্রয়াগরাজ / Prayagraj
(C) বারাণসী ✅ / Varanasi
(D) উজ্জয়িনী / Ujjain

🔎 ব্যাখ্যা: যুব বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই সম্মেলন বারাণসীতে হবে।
The Youth Spiritual Summit will be organized in Varanasi.


Q) ১১তম বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালিত হয়েছে?
When was the 11th World Youth Skills Day observed?

(A) ১২ জুলাই / 12 July
(B) ১৩ জুলাই / 13 July
(C) ১৪ জুলাই / 14 July
(D) ১৫ জুলাই ✅ / 15 July

🔎 ব্যাখ্যা: ১৫ জুলাই ২০২৫ তারিখে ১১তম বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়েছে।
The 11th World Youth Skills Day was celebrated on 15 July 2025.


Q) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কতজনকে রাজ্যসভায় মনোনীত করেছেন?
How many members have been nominated to Rajya Sabha by President Droupadi Murmu recently?

(A) ২ / 2
(B) ৩ / 3
(C) ৪ ✅ / 4
(D) ৫ / 5

🔎 ব্যাখ্যা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি ৪ জনকে রাজ্যসভায় মনোনীত করেছেন।
President Murmu has recently nominated 4 persons to the Rajya Sabha.


Q) আদিবাসী ছাত্রদের জন্য কোন নতুন উদ্যোগ শুরু হয়েছে?
Which new initiative has been launched for holistic education of tribal students?

(A) উড়ান / Udaan
(B) জ্ঞানদীপ / GyanDeep
(C) তালাশ ✅ / Talaash
(D) শক্তি / Shakti

🔎 ব্যাখ্যা: “তালাশ” হলো একটি নতুন উদ্যোগ যা আদিবাসী ছাত্রদের সামগ্রিক শিক্ষায় সহায়তা করবে।
Talaash is a new initiative to promote holistic education for tribal students.

📘 ভূগোল, ইতিহাস ও সংবিধান ভিত্তিক MCQs 

Q1. ‘সাভানা’ ঘাসের প্রান্তর কোন মহাদেশে পাওয়া যায়?
On which continent are ‘Savanna’ grasslands found?
(A) এশিয়া / Asia
(B) ইউরোপ / Europe
(C) আফ্রিকা ✅ / Africa
(D) দক্ষিণ আমেরিকা / South America


Q2. ‘গ্রেট ব্যারিয়ার রিফ’ কোন দেশের উপকূলের কাছে অবস্থিত?
Near the coast of which country is the ‘Great Barrier Reef’ located?
(A) ভারত / India
(B) আমেরিকা / USA
(C) অস্ট্রেলিয়া ✅ / Australia
(D) নিউজিল্যান্ড / New Zealand


Q3. ‘সাহারা মরুভূমি’ কোন মহাদেশে অবস্থিত?
On which continent is the ‘Sahara Desert’ located?
(A) ইউরোপ / Europe
(B) আফ্রিকা ✅ / Africa
(C) এশিয়া / Asia
(D) অস্ট্রেলিয়া / Australia


Q4. ‘নাইল নদী’ কোন দিকে প্রবাহিত হয়?
In which direction does the ‘Nile River’ flow?
(A) দক্ষিণ / South
(B) উত্তর ✅ / North
(C) পূর্ব / East
(D) পশ্চিম / West


Q5. মাউন্ট এভারেস্ট-এর উচ্চতা কত?
What is the height of Mount Everest?
(A) ৮,৮৮৪ মিটার / 8,884 meters
(B) ৮,৮৪৮ মিটার ✅ / 8,848 meters
(C) ৯,০২৫ মিটার / 9,025 meters
(D) ৮,৭৯৫ মিটার / 8,795 meters


Q6. সিন্ধু উপত্যকা সভ্যতার একটি প্রধান নগর কোনটি?
Which was a major city of the Indus Valley Civilization?
(A) মিশর / Egypt
(B) মোহনজোদাড়ো / Mohenjo-daro
(C) হরপ্পা ✅ / Harappa
(D) পাটলিপুত্র / Pataliputra


Q7. সম্রাট অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা ছিল?
In which script were Ashoka’s edicts written?
(A) সংস্কৃত / Sanskrit
(B) খারোষ্ঠী / Kharosthi
(C) ব্রাহ্মী ✅ / Brahmi
(D) নাগরি / Nagari


Q8. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Who was the founder of the Gupta dynasty?
(A) চন্দ্রগুপ্ত / Chandragupta
(B) समुद्रগুপ্ত / Samudragupta
(C) বিক্রমাদিত্য / Vikramaditya
(D) শ্রীগুপ্ত ✅ / Shri Gupta


Q9. পানিপথের তৃতীয় যুদ্ধ কার মধ্যে হয়েছিল?
Between whom was the Third Battle of Panipat fought?
(A) মোঘল ও মারাঠা / Mughals and Marathas
(B) মারাঠা ও আফগান ✅ / Marathas and Afghans
(C) ব্রিটিশ ও মারাঠা / British and Marathas
(D) রাজপুত ও আফগান / Rajput and Afghans


Q10. সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠা করেন?
Where did Subhas Chandra Bose establish the Indian National Army?
(A) জার্মানি / Germany
(B) মায়ানমার / Myanmar
(C) জাপান / Japan
(D) সিঙ্গাপুর ✅ / Singapore


Q11. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার রয়েছে?
Which Article of the Indian Constitution provides Fundamental Rights?
(A) অনুচ্ছেদ 1–10 / Articles 1–10
(B) অনুচ্ছেদ 12–35 ✅ / Articles 12–35
(C) অনুচ্ছেদ 36–51 / Articles 36–51
(D) অনুচ্ছেদ 51–59 / Articles 51–59


Q12. লোকসভার সদস্যদের মেয়াদ কত বছর?
What is the tenure of Lok Sabha members?
(A) ৪ বছর / 4 years
(B) ৫ বছর ✅ / 5 years
(C) ৬ বছর / 6 years
(D) ৭ বছর / 7 years


Q13. রাজ্যসভায় মনোনীত সদস্য সংখ্যা কত?
How many nominated members are there in the Rajya Sabha?
(A) ১০ জন / 10
(B) ১১ জন / 11
(C) ১২ জন ✅ / 12
(D) ১৪ জন / 14


Q14. ভারতের সংবিধানের কোন ভাগে বিচার বিভাগ সম্পর্কে বলা হয়েছে?
In which part of the Indian Constitution is the Judiciary described?
(A) অংশ III / Part III
(B) অংশ IV / Part IV
(C) অংশ V ✅ / Part V
(D) অংশ VI / Part VI


Q15. জাতীয় জরুরি অবস্থা কে ঘোষণা করেন?
Who declares the National Emergency?
(A) প্রধানমন্ত্রী / Prime Minister
(B) সংসদ / Parliament
(C) রাষ্ট্রপতি ✅ / President
(D) স্বরাষ্ট্র মন্ত্রী / Home Minister


Q16. গঙ্গা নদীর উৎসস্থল কোথায়?
Where is the source of the Ganga River?
(A) গোমুখ / Gomukh
(B) গঙ্গোত্রী হিমবাহ ✅ / Gangotri Glacier
(C) কৈলাশ / Kailash
(D) কেদারনাথ / Kedarnath


Q17. থার মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
In which state is the Thar Desert located?
(A) গুজরাট / Gujarat
(B) রাজস্থান ✅ / Rajasthan
(C) পাঞ্জাব / Punjab
(D) হরিয়ানা / Haryana


Q18. সাতপুরা পর্বতমালা কোন দিকে বিস্তৃত?
In which direction does the Satpura range extend?
(A) উত্তর-দক্ষিণ / North-South
(B) পূর্ব-দক্ষিণ / East-South
(C) পূর্ব-পশ্চিম ✅ / East to West
(D) উত্তর-পশ্চিম / North-West


Q19. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
In which sea are the Andaman and Nicobar Islands located?
(A) আরব সাগর / Arabian Sea
(B) লাক্ষাদ্বীপ সাগর / Laccadive Sea
(C) বঙ্গোপসাগর ✅ / Bay of Bengal
(D) আন্দামান সাগর / Andaman Sea


Q20. কাবেরী নদী কোন রাজ্যে প্রবাহিত হয়?
In which state does the Kaveri River flow?
(A) কেরালা / Kerala
(B) তামিলনাড়ু / Tamil Nadu
(C) কর্ণাটক ✅ / Karnataka & Tamil Nadu
(D) অন্ধ্রপ্রদেশ / Andhra Pradesh

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top