18 July 2025 current affairs and Static GK
Q1) ১৮ জুলাই কোন আন্তর্জাতিক দিবস পালন করা হয়?
Which international day is observed on 18th July?
(A) বিশ্ব পরিবেশ দিবস / World Environment Day
(B) আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস / International Nelson Mandela Day ✅
(C) বিশ্ব বিচার দিবস / World Justice Day
(D) আন্তর্জাতিক নারী দিবস / International Women’s Day
Q2) ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল-স্টেইড সেতু ‘সিগান্ডুর’ কোন রাজ্যে অবস্থিত?
In which state is India’s second longest cable-stayed bridge ‘Sigandur’ located?
(A) কেরল / Kerala
(B) কর্ণাটক / Karnataka ✅
(C) গুজরাট / Gujarat
(D) ওড়িশা / Odisha
Q3) ভারতের প্রথম একোয়া টেক পার্ক কোন রাজ্যে শুরু হয়েছে?
In which state was India’s first Aqua Tech Park launched?
(A) মহারাষ্ট্র / Maharashtra
(B) অসম / Assam ✅
(C) পাঞ্জাব / Punjab
(D) তামিলনাড়ু / Tamil Nadu
Q4) ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত ফার্মেসি কোথায় চালু হয়েছে?
Where was India’s first fully women-operated pharmacy inaugurated?
(A) রায়পুর / Raipur
(B) লখনউ / Lucknow
(C) বিলাসপুর / Bilaspur ✅
(D) জয়পুর / Jaipur
Q5) ODOP পুরস্কার ২০২৪-এ সবচেয়ে বেশি পুরস্কার কোন রাজ্য পেয়েছে?
Which state received the highest number of awards in the ODOP Awards 2024?
(A) মহারাষ্ট্র / Maharashtra
(B) উত্তর প্রদেশ / Uttar Pradesh
(C) অন্ধ্র প্রদেশ / Andhra Pradesh ✅
(D) গুজরাট / Gujarat
Q6) ভারতের প্রথম ডিজিটাল ঘুমন্ত গ্রাম কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে?
In which state was India’s first digital nomad village established?
(A) হিমাচল প্রদেশ / Himachal Pradesh
(B) গোয়া / Goa
(C) সিকিম / Sikkim ✅
(D) কেরল / Kerala
Q7) বিখ্যাত ‘বেহদেনখলাম’ উৎসব কোন রাজ্যে পালিত হয়?
In which state is the famous Behdeinkhlam festival celebrated?
(A) নাগাল্যান্ড / Nagaland
(B) মিজোরাম / Mizoram
(C) মেঘালয় / Meghalaya ✅
(D) মণিপুর / Manipur
Q8) QS Best Student Cities Ranking 2026 অনুযায়ী ছাত্রদের জন্য সবচেয়ে সাশ্রয়ী শহর কোনটি?
According to QS Best Student Cities Ranking 2026, which is the most affordable city for students?
(A) মুম্বই / Mumbai
(B) কলকাতা / Kolkata
(C) দিল্লি / Delhi ✅
(D) বেঙ্গালুরু / Bengaluru
Q9) ভারতের প্রথম রো-রো ফেরি পরিষেবা কোন রাজ্যে চালু হয়েছে?
In which state was India’s first Ro-Ro ferry service launched?
(A) গুজরাট / Gujarat
(B) গোয়া / Goa ✅
(C) কেরল / Kerala
(D) পশ্চিমবঙ্গ / West Bengal
Q10) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে কলিঙ্গ রত্ন পুরস্কার ২০২৪ প্রদান করেছেন?
To whom did President Droupadi Murmu present the Kalinga Ratna Award 2024?
(A) ধর্মেন্দ্র প্রধান / Dharmendra Pradhan ✅
(B) অশ্বিনী বৈষ্ণব / Ashwini Vaishnaw
(C) নির্মলা সীতারামন / Nirmala Sitharaman
(D) ওম বিড়লা / Om Birla
Q11) সম্প্রতি কৃষি খাতের জন্য কোন নতুন প্রকল্প চালু হয়েছে?
Which new scheme has been recently launched for the agriculture sector?
(A) প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা / PM Krishi Sinchayee Yojana
(B) প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি / PM-KISAN
(C) প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা / PM Dhan-Dhanya Krishi Yojana ✅
(D) জাতীয় খাদ্য সুরক্ষা মিশন / National Food Security Mission
Q12) পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় কে?
Who became the first Indian to win the Poligras Magic Skill Award?
(A) দীপিকা সেহরাওয়াত / Deepika Seharawat ✅
(B) বন্দনা কাটারিয়া / Vandana Katariya
(C) সবিতা পুনিয়া / Savita Punia
(D) রানি রামপাল / Rani Rampal
Q13) জুনিয়র জাতীয় রাগবি ৭স ২০২৫-এ অনূর্ধ্ব-১৮ বালক বিভাগের শিরোপা কে জিতেছে?
Who won the Under-18 Boys title in Junior National Rugby 7s 2025?
(A) বিহার / Bihar ✅
(B) উত্তর প্রদেশ / Uttar Pradesh
(C) দিল্লি / Delhi
(D) ওড়িশা / Odisha
Q14) ভারতীয় কৃষি গবেষণা পরিষদের (ICAR) ৯৭তম প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়েছে?
When was the 97th Foundation Day of the Indian Council of Agricultural Research (ICAR) celebrated?
(A) ১৫ জুলাই / 15 July
(B) ১৬ জুলাই / 16 July ✅
(C) ১৭ জুলাই / 17 July
(D) ১৮ জুলাই / 18 July
Q15) আন্তর্জাতিক বিচার দিবস প্রতি বছর কবে পালিত হয়?
When is International Justice Day observed every year?
(A) ১৫ জুলাই / 15 July
(B) ১৭ জুলাই / 17 July ✅
(C) ১৮ জুলাই / 18 July
(D) ১৬ জুলাই / 16 July
✍️ General Knowledge MCQs
Q1) ‘শিক্ষা’ কোন তালিকাভুক্ত বিষয়ের অন্তর্গত?
‘Education’ falls under which list?
(A) কেন্দ্রীয় তালিকা / Union List
(B) রাজ্য তালিকা / State List
(C) সমবায় তালিকা / Cooperative List
(D) সমবর্তিতা তালিকা / Concurrent List ✅
Q2) ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
Where is ‘India House’ located?
(A) নিউ ইয়র্ক / New York
(B) লন্ডন / London ✅
(C) দিল্লি / Delhi
(D) প্যারিস / Paris
Q3) লাফিং গ্যাস-এর রাসায়নিক নাম কী?
What is the chemical name of Laughing Gas?
(A) নাইট্রোজেন ডাইঅক্সাইড / Nitrogen Dioxide
(B) নাইট্রাস অক্সাইড (N₂O) / Nitrous Oxide (N₂O) ✅
(C) কার্বন মনোক্সাইড / Carbon Monoxide
(D) অ্যামোনিয়া / Ammonia
Q4) ভারতে ব্যাংক জাতীয়করণ কবে হয়েছিল?
When was the nationalization of banks done in India?
(A) 1955
(B) 1965
(C) 1969 ✅
(D) 1975
Q5) ‘মুদ্রারাক্ষস’ গ্রন্থের রচয়িতা কে?
Who is the author of ‘Mudrarakshasa’?
(A) কালিদাস / Kalidasa
(B) ভানুভক্ত / Bhanubhakta
(C) বিশ্বাখদত্ত / Vishakhadatta ✅
(D) ভর্তৃহরি / Bhartṛhari
Q6) রাশিয়ান বিপ্লব কবে হয়েছিল?
When did the Russian Revolution take place?
(A) 1914
(B) 1917 ✅
(C) 1921
(D) 1930
Q7) লোকসভায় অর্থ বিল কে প্রত্যয়ন করে?
Who certifies a Money Bill in the Lok Sabha?
(A) রাষ্ট্রপতি / President
(B) প্রধানমন্ত্রী / Prime Minister
(C) অর্থমন্ত্রী / Finance Minister
(D) স্পিকার / Speaker ✅
Q8) ‘মোনাজাইট’ হলো কোন মৌলিক উপাদানের আকরিক?
‘Monazite’ is an ore of which element?
(A) ইউরেনিয়াম / Uranium
(B) থোরিয়াম / Thorium ✅
(C) পারদ / Mercury
(D) লেড / Lead
Q9) ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
Who was the first Prime Minister of England?
(A) উইনস্টন চার্চিল / Winston Churchill
(B) রবার্ট পিল / Robert Peel
(C) মার্গারেট থ্যাচার / Margaret Thatcher
(D) রবার্ট ওয়ালপোল / Robert Walpole ✅
Q10) আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়?
When was the Indian National Army (INA) formed?
(A) 1939
(B) 1940
(C) 1942 ✅
(D) 1945
Q11) লোদি বংশের শেষ শাসক কে ছিলেন?
Who was the last ruler of the Lodi dynasty?
(A) বাহলুল লোদি / Bahlul Lodi
(B) সিকান্দার লোদি / Sikandar Lodi
(C) ইব্রাহিম লোদি / Ibrahim Lodi ✅
(D) শাহ লোদি / Shah Lodi
Q12) গার্সোপ্পা (জোগ) জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
Gersoppa (Jog) Falls is on which river?
(A) গঙ্গা / Ganga
(B) গোদাবরী / Godavari
(C) শারাবতী / Sharavati ✅
(D) কাবেরী / Kaveri
Q13) জাতীয় সমুদ্রবিজ্ঞান সংস্থা কোথায় অবস্থিত?
Where is the National Institute of Oceanography located?
(A) মুম্বই / Mumbai
(B) চেন্নাই / Chennai
(C) বিশাখাপত্তনম / Visakhapatnam
(D) গোয়া / Goa ✅
Q14) ভারতের বৃহত্তম কৃষি খামার কোথায়?
Where is India’s largest agricultural farm located?
(A) হরিয়ানা / Haryana
(B) পাঞ্জাব / Punjab
(C) আম্বালা / Ambala ✅
(D) কানপুর / Kanpur
Q15) রাজ্যসভার পদাধিকারপ্রাপ্ত (ex-officio) সভাপতি কে?
Who is the ex-officio Chairman of the Rajya Sabha?
(A) রাষ্ট্রপতি / President
(B) প্রধানমন্ত্রী / Prime Minister
(C) উপরাষ্ট্রপতি / Vice President ✅
(D) লোকসভার স্পিকার / Speaker
Q16) ভারতে সেনা দিবস কবে পালিত হয়?
When is Army Day celebrated in India?
(A) ২৬ জানুয়ারি / 26 January
(B) ১৫ জানুয়ারি / 15 January ✅
(C) ১৬ ডিসেম্বর / 16 December
(D) ১৪ ফেব্রুয়ারি / 14 February
Q17) রক্তচাপ সর্বোচ্চ কোথায় থাকে?
Where is blood pressure highest?
(A) শিরায় / In veins
(B) ধমনিতে / In arteries ✅
(C) কেশিকায় / In capillaries
(D) হৃৎপিণ্ডে / In heart
Q18) নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় কেন হয়?
Why do cyclones occur due to low pressure?
(A) তাপমাত্রা বৃদ্ধির কারণে / Due to rise in temperature
(B) বৃষ্টির কারণে / Due to rainfall
(C) নিম্নচাপ বায়ুমণ্ডলে অসাম্য সৃষ্টি করে / Due to imbalance caused by low pressure ✅
(D) সূর্যের তাপের কারণে / Due to solar heat
Q19) ভারতে প্রথম ট্রেন কবে ও কার শাসনকালে চালু হয়?
When and under whose rule did the first train run in India?
(A) লর্ড কার্জনের শাসনকালে / During Lord Curzon
(B) লর্ড রিপনের শাসনকালে / During Lord Ripon
(C) লর্ড ডালহৌজির শাসনকালে / During Lord Dalhousie ✅
(D) লর্ড মিন্টো / During Lord Minto