20 July 2025 Current Affairs

20 July 2025 Current Affairs and Static GK

Q1. বিশ্ব দাবা দিবস কোন তারিখে পালিত হয়?
On which date is World Chess Day celebrated?
(A) ১০ জুলাই / 10 July
(B) ১৫ আগস্ট / 15 August
(C) ২০ জুলাই / 20 July
(D) ৫ জুন / 5 June
Answer: (C) ২০ জুলাই / 20 July
📘 Explanation: বিশ্ব দাবা দিবস প্রতি বছর ২০ জুলাই পালন করা হয়, কারণ এই দিনে ১৯২৪ সালে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (FIDE) প্রতিষ্ঠিত হয়।


Q2. স্বচ্ছ সার্ভে ২০২৪-২৫-এ ‘সুপার স্বচ্ছ লিগ সিটি’ পুরস্কার কোন শহর পেয়েছে?
Which city received the ‘Super Swachh League City’ award in Swachh Survekshan 2024-25?
(A) ইন্দোর / Indore
(B) সুরাট / Surat
(C) বিজয়ওয়াড়া / Vijayawada
(D) ভোপাল / Bhopal
Answer: (C) বিজয়ওয়াড়া / Vijayawada


Q3. আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড ২০২৫-এ ভারত কোন স্থান অর্জন করেছে?
What position did India achieve at the 57th International Chemistry Olympiad 2025 held in Dubai?
(A) প্রথম / First
(B) তৃতীয় / Third
(C) ষষ্ঠ / Sixth
(D) দশম / Tenth
Answer: (C) ষষ্ঠ / Sixth


Q4. ভারত SIMBEX-৩২ সামরিক মহড়ায় কোন দেশের সঙ্গে অংশগ্রহণ করবে?
India will participate in the 32nd SIMBEX military exercise with which country?
(A) ইন্দোনেশিয়া / Indonesia
(B) সিঙ্গাপুর / Singapore
(C) ভিয়েতনাম / Vietnam
(D) জাপান / Japan
Answer: (B) সিঙ্গাপুর / Singapore


Q5. জাতীয় আর্থিক রিপোর্টিং কর্তৃপক্ষ (NFRA)-এর নতুন চেয়ারপার্সন কে নিয়োগ পেয়েছেন?
Who has been appointed as the new Chairperson of National Financial Reporting Authority (NFRA)?
(A) অরুণ কুমার / Arun Kumar
(B) নীতিন গুপ্ত / Nitin Gupta
(C) বিনয় সাক্সেনা / Vinay Saxena
(D) অনিল আগরওয়াল / Anil Agrawal
Answer: (B) নীতিন গুপ্ত / Nitin Gupta


Q6. IGPL-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
Who has been appointed as the brand ambassador of IGPL (Indian Golf Premier League)?
(A) বিরাট কোহলি / Virat Kohli
(B) শচীন তেন্ডুলকর / Sachin Tendulkar
(C) যুবরাজ সিং / Yuvraj Singh
(D) রজার ফেডেরার / Roger Federer
Answer: (C) যুবরাজ সিং / Yuvraj Singh


Q7. মণিপুরের নতুন মুখ্য সচিব কে নিয়োগ পেয়েছেন?
Who has been appointed as the Chief Secretary of Manipur?
(A) রাজেশ বর্মা / Rajesh Verma
(B) ড. পুনীত কুমার গোয়েল / Dr. Puneet Kumar Goel
(C) সঞ্জয় মালহোত্রা / Sanjay Malhotra
(D) অজয় কুমার ভল্লা / Ajay Kumar Bhalla
Answer: (B) ড. পুনীত কুমার গোয়েল / Dr. Puneet Kumar Goel


Q8. DRDO এবং কোন প্রতিষ্ঠান যৌথভাবে প্রথম উন্নত কার্বন ফাইবার কৃত্রিম পা তৈরি করেছে?
With which institution did DRDO develop India’s first affordable advanced carbon fiber foot prosthesis?
(A) AIIMS দিল্লি / AIIMS Delhi
(B) JIPMER পুডুচেরি / JIPMER Puducherry
(C) NIMS হায়দরাবাদ / NIMS Hyderabad
(D) AIIMS বিবীনগর / AIIMS Bibinagar
Answer: (D) AIIMS বিবীনগর / AIIMS Bibinagar


Q9. ব্রেন্ডা রেনল্ডসের সঙ্গে কারা ২০২৫ সালের UN নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়েছেন?
Who, along with Brenda Reynolds, received the UN Nelson Mandela Prize 2025?
(A) গ্রেটা থুনবার্গ / Greta Thunberg
(B) কেনেডি ওডেডে / Kennedy Odede
(C) মালালা ইউসুফজাই / Malala Yousafzai
(D) কালুঙ্গা মুটালে / Kalunga Mutale
Answer: (B) কেনেডি ওডেডে / Kennedy Odede


Q10. ২০২৫ সালের যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
In which city was the Youth Spiritual Summit 2025 organized?
(A) হরিদ্বার / Haridwar
(B) ঋষিকেশ / Rishikesh
(C) বারাণসী / Varanasi
(D) উজ্জয়িনী / Ujjain
Answer: (C) বারাণসী / Varanasi


Q11. বিশ্বের সবচেয়ে নির্ভুল পারমাণবিক ঘড়ি কোন দেশে তৈরি হয়েছে?
In which country has the world’s most accurate atomic clock been built?
(A) জাপান / Japan
(B) ফ্রান্স / France
(C) যুক্তরাষ্ট্র / USA
(D) জার্মানি / Germany
Answer: (C) যুক্তরাষ্ট্র / USA


Q12. বিশ্ব ভ্রমণ ও পর্যটন পরিষদের ২০২৪-২৫ রিপোর্টে ভারতের স্থান কত?
What rank did India get in the WTTC 2024-25 top global economies list?
(A) চতুর্থ / Fourth
(B) অষ্টম / Eighth
(C) দশম / Tenth
(D) দ্বিতীয় / Second
Answer: (B) অষ্টম / Eighth


Q13. ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে নৌসেনা মহড়া করেছে?
India recently conducted a naval exercise with which country?
(A) রাশিয়া / Russia
(B) জাপান / Japan
(C) ফ্রান্স / France
(D) অস্ট্রেলিয়া / Australia
Answer: (B) জাপান / Japan


Q14. সর্বশেষ নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে উদ্ভাবনী রাজ্য কোনটি?
According to the latest NITI Aayog report, which is the most innovative state?
(A) মহারাষ্ট্র / Maharashtra
(B) কর্ণাটক / Karnataka
(C) তামিলনাড়ু / Tamil Nadu
(D) কেরালা / Kerala
Answer: (B) কর্ণাটক / Karnataka


Q15. প্রশ্ন: বিশ্ব দাবা দিবস কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কেন?
🤔 Question of the Day: When and why was World Chess Day established?
Answer: ২০ জুলাই ১৯২৪ সালে FIDE-এর প্রতিষ্ঠা স্মরণে দিবসটি পালিত হয়।
It commemorates the founding of FIDE on 20 July 1924.

✍️Static GK – One-Liner MCQs (বাংলা-ইংরেজি)

1. বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষা কে প্রকাশ করে?
Who publishes the Economic Review before the budget?
(A) রাষ্ট্রপতি / President
(B) অর্থ মন্ত্রক / Finance Ministry ✅
(C) লোকসভা / Lok Sabha
(D) রিজার্ভ ব্যাংক / Reserve Bank

2. অ্যাসিড ও ক্ষার চিহ্নিত করতে কোন পরীক্ষাটি ব্যবহার করা হয়?
Which test is used to identify acids and bases?
(A) বেনেডিক্ট পরীক্ষা / Benedict test
(B) লিটমাস পরীক্ষা / Litmus test ✅
(C) বায়ুর পরীক্ষা / Air test
(D) কার্বন পরীক্ষা / Carbon test

3. ‘রেড ডেটা বুক’ কে রক্ষণাবেক্ষণ করে?
Who maintains the ‘Red Data Book’?
(A) UNESCO
(B) WHO
(C) IUCN ✅
(D) WWF

4. সন্ন্যাসী বিদ্রোহ কী ছিল?
What was the Sanyasi Rebellion?
(A) ব্রিটিশদের সহযোগিতায় এক যুদ্ধ
(B) মোঘলদের বিরুদ্ধে আন্দোলন
(C) একটি প্রাকৃতিক বিপর্যয়
(D) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রারম্ভিক বিদ্রোহ ✅

5. ঝাভেরি বোনেরা কোন নৃত্যের সাথে যুক্ত?
Jhaveri sisters are associated with which dance form?
(A) ভরতনাট্যম / Bharatanatyam
(B) মণিপুরী / Manipuri ✅
(C) কথক / Kathak
(D) ওড়িসি / Odissi


✍️General Science PYQs – MCQs (বাংলা-ইংরেজি)

6. কোন প্রাণীগুলি অ্যানিলিডা (Annelida) গোষ্ঠীর অন্তর্ভুক্ত?
Which animals belong to the Annelida group?
(A) জোঁক ও কেঁচো / Leech and Earthworm ✅
(B) তেলাপোকা ও মাছি / Cockroach and Fly
(C) ঘোঙা ও খোল / Snail and Shell
(D) তারা মাছ ও ব্রিটল স্টার / Starfish and Brittle Star

7. কোন প্রাণীগুলি আর্থোপোডা (Arthropoda) গোষ্ঠীর অন্তর্ভুক্ত?
Which animals belong to the Arthropoda group?
(A) জোঁক ও কেঁচো / Leech and Earthworm
(B) তেলাপোকা, মশা, ছারপোকা, মাছি / Cockroach, Mosquito, Bedbug, Fly ✅
(C) তারা মাছ ও ব্রিটল স্টার / Starfish and Brittle Star
(D) ঘোঙা ও খোল / Snail and Shell

8. মলাস্কা (Mollusca) গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী কোনগুলো?
Which animals fall under the Mollusca group?
(A) জোঁক ও কেঁচো / Leech and Earthworm
(B) তেলাপোকা ও মাছি / Cockroach and Fly
(C) ঘোঙা ও খোল / Snail and Shell ✅
(D) তারা মাছ ও ব্রিটল স্টার / Starfish and Brittle Star

9. ইকাইনোডারমাটা (Echinodermata) ফাইলামের অন্তর্ভুক্ত প্রাণীগুলি কোনগুলি?
Which animals belong to the Echinodermata phylum?
(A) তারা মাছ ও ব্রিটল স্টার / Starfish and Brittle Star ✅
(B) তেলাপোকা ও মাছি / Cockroach and Fly
(C) ঘোঙা ও খোল / Snail and Shell
(D) জোঁক ও কেঁচো / Leech and Earthworm

10. মানুষের হজম কোথা থেকে শুরু হয়?
Where does digestion begin in humans?
(A) পাকস্থলি / Stomach
(B) খাদ্যনালী / Esophagus
(C) মুখ / Mouth ✅
(D) ক্ষুদ্রান্ত্র / Small intestine

11. শিরা (vein) কী ধরনের রক্ত পরিবহন করে?
What type of blood is carried by veins?
(A) বিশুদ্ধ রক্ত / Oxygenated blood
(B) বিষাক্ত রক্ত / Toxic blood
(C) হরমোন / Hormone
(D) অশুদ্ধ রক্ত / Deoxygenated blood ✅

12. ধমনী (artery) কী ধরনের রক্ত পরিবহন করে?
What type of blood is carried by arteries?
(A) বিশুদ্ধ রক্ত / Oxygenated blood ✅
(B) অশুদ্ধ রক্ত / Deoxygenated blood
(C) লাল রক্তকণিকা / Red blood cells
(D) হরমোন / Hormone

13. কোন ভিটামিনগুলো পানিতে দ্রবণীয়?
Which vitamins are water-soluble?
(A) A ও D
(B) E ও K
(C) B ও C ✅
(D) A ও E14. সোডিয়ামের কাজ কী?
What is the function of sodium?
(A) হাড় শক্ত করা / Strengthening bones
(B) হজমে সহায়তা / Aids digestion
(C) রক্তচাপ নিয়ন্ত্রণ ও জলের ভারসাম্য রক্ষা / Regulates blood pressure and maintains water balance ✅
(D) অক্সিজেন পরিবহন / Oxygen

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top