23 July 2025 Current Affairs With Static GK
Q1) ২৩ জুলাই কাদের জন্মজয়ন্তী হিসেবে পালিত হয়?
23rd July is celebrated as the birth anniversary of whom?
(A) মহাত্মা গান্ধী / Mahatma Gandhi
(B) পন্ডিত নেহরু / Pandit Nehru
(C) বাল গঙ্গাধর তিলক ও চন্দ্রশেখর আজাদ ✅ / Bal Gangadhar Tilak and Chandrashekhar Azad
(D) লালা লাজপত রাই / Lala Lajpat Rai
📌 Answer: (C)
—
Q2) ফিডে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় নারী কে?
Who became the first Indian woman to reach the semifinals of the FIDE Women’s World Cup?
(A) হারিকা দ্রোণাভল্লি / Harika Dronavalli
(B) তানিয়া সচদেব / Tania Sachdev
(C) কোনেরু হাম্পি ✅ / Koneru Humpy
(D) বৈশালী আর / Vaishali R
📌 Answer: (C)
—
Q3) কোন রাজ্য ‘শক্তিশ্রী’ নামক মহিলাদের সুরক্ষার উদ্যোগ চালু করেছে?
Which state launched the ‘Shakti Shree’ initiative for women’s safety?
(A) কর্ণাটক / Karnataka
(B) ওড়িশা ✅ / Odisha
(C) পাঞ্জাব / Punjab
(D) মধ্যপ্রদেশ / Madhya Pradesh
📌 Answer: (B)
—
Q4) ভারত FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ব্যাডমিন্টনে প্রথমবার কোন পদক জিতেছে?
Which medal did India win for the first time in badminton at the FISU World University Games?
(A) সোনা / Gold
(B) রূপা / Silver
(C) ব্রোঞ্জ ✅ / Bronze
(D) কিছুই না / None
📌 Answer: (C)
—
Q5) ভারতীয় ওপেন অ্যাথলেটিক্স মিট প্রথমবার কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে?
In which state was the Indian Open Athletics Meet organized for the first time?
(A) বিহার ✅ / Bihar
(B) গুজরাট / Gujarat
(C) তামিলনাড়ু / Tamil Nadu
(D) আসাম / Assam
📌 Answer: (A)
—
Q6) প্রফেসর আসিম ঘোষ কোন রাজ্যের ১৯তম রাজ্যপাল নিযুক্ত হয়েছেন?
Professor Asim Ghosh was appointed as the 19th Governor of which state?
(A) পাঞ্জাব / Punjab
(B) ঝাড়খন্ড / Jharkhand
(C) হরিয়ানা ✅ / Haryana
(D) ওড়িশা / Odisha
📌 Answer: (C)
—
Q7) ISRO প্রধান কবে পর্যন্ত একটি স্বাধীন ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছেন?
By which year has the ISRO chief announced to establish an independent Indian space station?
(A) ২০২৮ / 2028
(B) ২০৩০ / 2030
(C) ২০৩৫ ✅ / 2035
(D) ২০৪০ / 2040
📌 Answer: (C)
—
Q8) ২০২৫ সালের ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ভারতের স্থান কত?
What rank did India achieve at the 66th International Mathematical Olympiad 2025?
(A) ৪র্থ / Fourth
(B) ৫ম / Fifth
(C) ৭ম ✅ / Seventh
(D) ১০ম / Tenth
📌 Answer: (C)
—
Q9) অস্কারজয়ী অ্যালান বার্গম্যান কে ছিলেন?
Who was Oscar winner Alan Bergman who passed away recently?
(A) অভিনেতা / Actor
(B) লেখক ✅ / Writer
(C) গায়ক / Singer
(D) পরিচালক / Director
📌 Answer: (B)
—
Q10) আগামী তিনটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজনের অধিকার কোন দেশ পেয়েছে?
Which country has ICC granted the hosting rights for the next three World Test Championship finals?
(A) ভারত / India
(B) অস্ট্রেলিয়া / Australia
(C) ইংল্যান্ড ✅ / England
(D) দক্ষিণ আফ্রিকা / South Africa
📌 Answer: (C)
—
Q11) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি (IICT)-এর প্রথম ক্যাম্পাস কোথায় উদ্বোধন হয়েছে?
Where was the first campus of the Indian Institute of Creative Technology (IICT) inaugurated?
(A) দিল্লি / Delhi
(B) পুনে / Pune
(C) মুম্বই ✅ / Mumbai
(D) ব্যাঙ্গালোর / Bangalore
📌 Answer: (C)
—
Q12) ‘নেশা মুক্ত যুবা, উন্নত ভারত’ অভিযান কোন শহরে শুরু হয়েছে?
In which city was the ‘Drug-Free Youth, Developed India’ campaign launched?
(A) দিল্লি / Delhi
(B) লখনউ / Lucknow
(C) বারাণসী ✅ / Varanasi
(D) ভোপাল / Bhopal
📌 Answer: (C)
—
Q13) ভদ্রাদ্রি কোঠাগুডেম, যেটি ওপেন-সোর্স GIS কোহর্ট পুরস্কার পেয়েছে, কোন রাজ্যে অবস্থিত?
Bhadrachalam Kothagudem, which won the Open-Source GIS Cohort Award, is located in which state?
(A) অন্ধ্রপ্রদেশ / Andhra Pradesh
(B) তেলেঙ্গানা ✅ / Telangana
(C) ওড়িশা / Odisha
(D) কর্ণাটক / Karnataka
📌 Answer: (B)
—
Q14) জগদীপ ধনখড় ভারতের কততম উপ-রাষ্ট্রপতি ছিলেন যিনি পদত্যাগ করেছেন?
Jagdeep Dhankhar was which number Vice President of India who resigned?
(A) ১২তম / 12th
(B) ১৩তম / 13th
(C) ১৪তম ✅ / 14th
(D) ১৫তম / 15th
📌 Answer: (C)
—
Q15) কে মোড়ি লিপিকে দেবনাগরীতে রূপান্তর করতে বিশ্বের প্রথম AI মডেল তৈরি করেছেন?
Who developed the world’s first AI model to convert Modi script into Devanagari?
(A) IIT দিল্লি / IIT Delhi
(B) IIT মাদ্রাজ / IIT Madras
(C) IIT বোম্বে / IIT Bombay
(D) IIT রূড়কি ✅ / IIT Roorkee
📌 Answer: (D)
✍️ সাধারণ বিজ্ঞান / General Science
1. উদ্ভিদের জন্য সর্বোত্তম সার কোনটি?
What is the best fertilizer for plants?
a) ইউরিয়া / Urea
b) এন.পি.কে. / NPK
c) কম্পোস্ট / Compost ✅
d) পটাশ / Potash
2. পেট্রোলিয়াম কোন ধরনের শিলায় পাওয়া যায়?
In which type of rocks is petroleum found?
a) আগ্নেয় শিলা / Igneous rocks
b) রূপান্তরিত শিলা / Metamorphic rocks
c) অবসাদী শিলা / Sedimentary rocks ✅
d) স্ফটিক শিলা / Crystalline rocks
3. বেলুন ফোলানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়?
Which gas is used to fill balloons?
a) হাইড্রোজেন / Hydrogen
b) অক্সিজেন / Oxygen
c) নাইট্রোজেন / Nitrogen
d) হিলিয়াম / Helium ✅
4. DDT কী হিসেবে ব্যবহৃত হয়?
What is the use of DDT?
a) সার / Fertilizer
b) কীটনাশক / Insecticide ✅
c) রাসায়নিক দ্রবণ / Chemical reagent
d) জ্বালানী / Fuel
5. অতিরিক্ত ইথানল সেবনে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়?
Which organ is affected by excess ethanol consumption?
a) হৃদপিণ্ড / Heart
b) যকৃত / Liver ✅
c) বৃক্ক / Kidney
d) ফুসফুস / Lungs
6. সব অ্যাসিডে যে মৌলিক উপাদানটি অবশ্যই থাকে তা কী?
Which element is necessarily present in all acids?
a) অক্সিজেন / Oxygen
b) হাইড্রোজেন / Hydrogen ✅
c) নাইট্রোজেন / Nitrogen
d) কার্বন / Carbon
7. আগুন লাগার সম্ভাবনা সবচেয়ে কম কোন কাপড়ে?
Which fabric is least likely to catch fire?
a) সিল্ক / Silk
b) নাইলন / Nylon
c) পলিয়েস্টার / Polyester
d) সুতির / Cotton ✅
8. লোহার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কী?
What is the most important source of iron?
a) দুধ / Milk
b) মাছ / Fish
c) সবুজ শাকসবজি / Green vegetables ✅
d) মাংস / Meat
9. গ্যাসোহল কী মিশিয়ে তৈরি হয়?
Gasohol is made by mixing gasoline with what?
a) মিথাইল অ্যালকোহল / Methyl alcohol
b) প্রোপেন / Propane
c) ইথাইল অ্যালকোহল / Ethyl alcohol ✅
d) বেনজিন / Benzene
10. দ্রুত শক্তির জন্য দৌড়বিদদের কী দেওয়া হয়?
What is given to athletes for instant energy?
a) প্রোটিন / Protein
b) গ্লুকোজ / Glucose ✅
c) ফ্যাট / Fat
d) মিনারেল / Minerals
✍️ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর / General Knowledge Q&A (MCQs)
1. ‘শিক্ষা’ কোন তালিকাভুক্ত বিষয়ে পড়ে?
‘Education’ falls under which list?
a) কেন্দ্রীয় তালিকা / Union List
b) রাজ্য তালিকা / State List
c) সমবায় তালিকা / Cooperative List
d) সমবর্তী তালিকা / Concurrent List ✅
2. ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
Where is ‘India House’ located?
a) দিল্লি / Delhi
b) নিউ ইয়র্ক / New York
c) লন্ডন / London ✅
d) প্যারিস / Paris
3. লাফিং গ্যাস-এর রাসায়নিক নাম কী?
What is the chemical name of laughing gas?
a) নাইট্রিক অক্সাইড / Nitric Oxide
b) নাইট্রোজেন ডাই অক্সাইড / Nitrogen Dioxide
c) নাইট্রাস অক্সাইড / Nitrous Oxide (N₂O) ✅
d) অ্যামোনিয়া / Ammonia
4. ভারতে ব্যাংক জাতীয়করণ কবে হয়েছিল?
When was the nationalization of banks done in India?
a) 1950
b) 1965
c) 1969 ✅
d) 1971
5. ‘মুদ্রারাক্ষস’ বইটির লেখক কে?
Who is the author of ‘Mudrarakshasa’?
a) कालिदास / Kalidasa
b) विष्णु शर्मा / Vishnu Sharma
c) विशाखदत्त / Vishakhadatta ✅
d) भास / Bhasa
6. রাশিয়ান বিপ্লব কবে ঘটেছিল?
When did the Russian Revolution take place?
a) 1905
b) 1914
c) 1917 ✅
d) 1921
7. লোকসভায় অর্থবিলকে কে সার্টিফাই করেন?
Who certifies a Money Bill in Lok Sabha?
a) রাষ্ট্রপতি / President
b) প্রধানমন্ত্রী / Prime Minister
c) লোকসভার স্পিকার / Speaker ✅
d) রাজ্যসভার চেয়ারম্যান / Rajya Sabha Chairman
8. ‘মোনাজাইট’ কোন মৌলিক উপাদানের আকরিক?
‘Monazite’ is an ore of which element?
a) ইউরেনিয়াম / Uranium
b) থোরিয়াম / Thorium ✅
c) লিড / Lead
d) লিথিয়াম / Lithium
9. ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
Who was the first Prime Minister of England?
a) উইনস্টন চার্চিল / Winston Churchill
b) রবার্ট পিল / Robert Peel
c) মার্গারেট থ্যাচার / Margaret Thatcher
d) রবার্ট ওয়ালপোল / Robert Walpole ✅
10. আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়েছিল?
When was the Indian National Army formed?
a) 1939
b) 1940
c) 1942 ✅
d) 1945
11. লোদি বংশের শেষ শাসক কে ছিলেন?
Who was the last ruler of the Lodi dynasty?
a) বাহলুল লোদি / Bahlul Lodi
b) সিকান্দার লোদি / Sikandar Lodi
c) ইব্রাহিম লোদি / Ibrahim Lodi ✅
d) গিয়াসউদ্দিন লোদি / Ghiyasuddin Lodi
12. গার্সোপ্পা (জগ) জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
Gersoppa (Jog) Falls is on which river?
a) গঙ্গা / Ganga
b) গোদাবরী / Godavari
c) শারাবতী নদী / Sharavati River ✅
d) কাবেরী / Kaveri
13. জাতীয় সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Where is the National Institute of Oceanography located?
a) মুম্বাই / Mumbai
b) দিল্লি / Delhi
c) চেন্নাই / Chennai
d) গোয়া / Goa ✅
14. ভারতের সবচেয়ে বড় কৃষি খামার কোথায় অবস্থিত?
Where is India’s largest agricultural farm?
a) পাটনা / Patna
b) কানপুর / Kanpur
c) আম্বালা / Ambala ✅
d) হায়দরাবাদ / Hyderabad
15. রাজ্যসভার পদাধিকার চেয়ারম্যান কে?
Who is the ex-officio Chairman of Rajya Sabha?
a) রাষ্ট্রপতি / President
b) লোকসভার স্পিকার / Lok Sabha Speaker
c) প্রধান বিচারপতি / Chief Justice
d) উপ-রাষ্ট্রপতি / Vice President ✅
16. ভারতে সেনা দিবস কবে পালিত হয়?
When is Army Day celebrated in India?
a) 26 জানুয়ারি / 26 January
b) 15 জানুয়ারি / 15 January ✅
c) 1 জুলাই / 1 July
d) 2 অক্টোবর / 2 October
17. রক্তচাপ কোথায় সর্বাধিক থাকে?
Where is blood pressure highest?
a) শিরায় / Veins
b) হৃৎপিণ্ডে / Heart
c) ধমনিতে / Arteries ✅
d) ফুসফুসে / Lungs
18. নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় কেন হয়?
Why do cyclones occur due to low pressure?
a) অধিক তাপ / Excessive heat
b) উচ্চ বায়ুচাপ / High air pressure
c) বায়ুমণ্ডলীয় ভারসাম্যের অভাব / Imbalance in atmosphere ✅
d) জলীয় বাষ্প / Water vapor
19. ভারতে প্রথম ট্রেন কখন এবং কার শাসনামলে চলেছিল?
When and under whose rule did the first train run in India?
a) লর্ড কার্জন / Lord Curzon
b) লর্ড রিপন / Lord Ripon
c) লর্ড ডালহৌজি / Lord Dalhousie ✅
d) লর্ড ওয়েভেল / Lord Wavell