23 July 2025 Current Affairs

23 July 2025 Current Affairs With Static GK 

Q1) ২৩ জুলাই কাদের জন্মজয়ন্তী হিসেবে পালিত হয়?

23rd July is celebrated as the birth anniversary of whom?

(A) মহাত্মা গান্ধী / Mahatma Gandhi

(B) পন্ডিত নেহরু / Pandit Nehru

(C) বাল গঙ্গাধর তিলক ও চন্দ্রশেখর আজাদ ✅ / Bal Gangadhar Tilak and Chandrashekhar Azad

(D) লালা লাজপত রাই / Lala Lajpat Rai

📌 Answer: (C)

Q2) ফিডে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় নারী কে?

Who became the first Indian woman to reach the semifinals of the FIDE Women’s World Cup?

(A) হারিকা দ্রোণাভল্লি / Harika Dronavalli

(B) তানিয়া সচদেব / Tania Sachdev

(C) কোনেরু হাম্পি ✅ / Koneru Humpy

(D) বৈশালী আর / Vaishali R

📌 Answer: (C)

Q3) কোন রাজ্য ‘শক্তিশ্রী’ নামক মহিলাদের সুরক্ষার উদ্যোগ চালু করেছে?

Which state launched the ‘Shakti Shree’ initiative for women’s safety?

(A) কর্ণাটক / Karnataka

(B) ওড়িশা ✅ / Odisha

(C) পাঞ্জাব / Punjab

(D) মধ্যপ্রদেশ / Madhya Pradesh

📌 Answer: (B)

Q4) ভারত FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ব্যাডমিন্টনে প্রথমবার কোন পদক জিতেছে?

Which medal did India win for the first time in badminton at the FISU World University Games?

(A) সোনা / Gold

(B) রূপা / Silver

(C) ব্রোঞ্জ ✅ / Bronze

(D) কিছুই না / None

📌 Answer: (C)

Q5) ভারতীয় ওপেন অ্যাথলেটিক্স মিট প্রথমবার কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে?

In which state was the Indian Open Athletics Meet organized for the first time?

(A) বিহার ✅ / Bihar

(B) গুজরাট / Gujarat

(C) তামিলনাড়ু / Tamil Nadu

(D) আসাম / Assam

📌 Answer: (A)

Q6) প্রফেসর আসিম ঘোষ কোন রাজ্যের ১৯তম রাজ্যপাল নিযুক্ত হয়েছেন?

Professor Asim Ghosh was appointed as the 19th Governor of which state?

(A) পাঞ্জাব / Punjab

(B) ঝাড়খন্ড / Jharkhand

(C) হরিয়ানা ✅ / Haryana

(D) ওড়িশা / Odisha

📌 Answer: (C)

Q7) ISRO প্রধান কবে পর্যন্ত একটি স্বাধীন ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছেন?

By which year has the ISRO chief announced to establish an independent Indian space station?

(A) ২০২৮ / 2028

(B) ২০৩০ / 2030

(C) ২০৩৫ ✅ / 2035

(D) ২০৪০ / 2040

📌 Answer: (C)

Q8) ২০২৫ সালের ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ভারতের স্থান কত?

What rank did India achieve at the 66th International Mathematical Olympiad 2025?

(A) ৪র্থ / Fourth

(B) ৫ম / Fifth

(C) ৭ম ✅ / Seventh

(D) ১০ম / Tenth

📌 Answer: (C)

Q9) অস্কারজয়ী অ্যালান বার্গম্যান কে ছিলেন?

Who was Oscar winner Alan Bergman who passed away recently?

(A) অভিনেতা / Actor

(B) লেখক ✅ / Writer

(C) গায়ক / Singer

(D) পরিচালক / Director

📌 Answer: (B)

Q10) আগামী তিনটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজনের অধিকার কোন দেশ পেয়েছে?

Which country has ICC granted the hosting rights for the next three World Test Championship finals?

(A) ভারত / India

(B) অস্ট্রেলিয়া / Australia

(C) ইংল্যান্ড ✅ / England

(D) দক্ষিণ আফ্রিকা / South Africa

📌 Answer: (C)

Q11) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি (IICT)-এর প্রথম ক্যাম্পাস কোথায় উদ্বোধন হয়েছে?

Where was the first campus of the Indian Institute of Creative Technology (IICT) inaugurated?

(A) দিল্লি / Delhi

(B) পুনে / Pune

(C) মুম্বই ✅ / Mumbai

(D) ব্যাঙ্গালোর / Bangalore

📌 Answer: (C)

Q12) ‘নেশা মুক্ত যুবা, উন্নত ভারত’ অভিযান কোন শহরে শুরু হয়েছে?

In which city was the ‘Drug-Free Youth, Developed India’ campaign launched?

(A) দিল্লি / Delhi

(B) লখনউ / Lucknow

(C) বারাণসী ✅ / Varanasi

(D) ভোপাল / Bhopal

📌 Answer: (C)

Q13) ভদ্রাদ্রি কোঠাগুডেম, যেটি ওপেন-সোর্স GIS কোহর্ট পুরস্কার পেয়েছে, কোন রাজ্যে অবস্থিত?

Bhadrachalam Kothagudem, which won the Open-Source GIS Cohort Award, is located in which state?

(A) অন্ধ্রপ্রদেশ / Andhra Pradesh

(B) তেলেঙ্গানা ✅ / Telangana

(C) ওড়িশা / Odisha

(D) কর্ণাটক / Karnataka

📌 Answer: (B)

Q14) জগদীপ ধনখড় ভারতের কততম উপ-রাষ্ট্রপতি ছিলেন যিনি পদত্যাগ করেছেন?

Jagdeep Dhankhar was which number Vice President of India who resigned?

(A) ১২তম / 12th

(B) ১৩তম / 13th

(C) ১৪তম ✅ / 14th

(D) ১৫তম / 15th

📌 Answer: (C)

Q15) কে মোড়ি লিপিকে দেবনাগরীতে রূপান্তর করতে বিশ্বের প্রথম AI মডেল তৈরি করেছেন?

Who developed the world’s first AI model to convert Modi script into Devanagari?

(A) IIT দিল্লি / IIT Delhi

(B) IIT মাদ্রাজ / IIT Madras

(C) IIT বোম্বে / IIT Bombay

(D) IIT রূড়কি ✅ / IIT Roorkee

📌 Answer: (D)

✍️ সাধারণ বিজ্ঞান / General Science

1. উদ্ভিদের জন্য সর্বোত্তম সার কোনটি?
What is the best fertilizer for plants?
a) ইউরিয়া / Urea
b) এন.পি.কে. / NPK
c) কম্পোস্ট / Compost ✅
d) পটাশ / Potash


2. পেট্রোলিয়াম কোন ধরনের শিলায় পাওয়া যায়?
In which type of rocks is petroleum found?
a) আগ্নেয় শিলা / Igneous rocks
b) রূপান্তরিত শিলা / Metamorphic rocks
c) অবসাদী শিলা / Sedimentary rocks ✅
d) স্ফটিক শিলা / Crystalline rocks


3. বেলুন ফোলানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়?
Which gas is used to fill balloons?
a) হাইড্রোজেন / Hydrogen
b) অক্সিজেন / Oxygen
c) নাইট্রোজেন / Nitrogen
d) হিলিয়াম / Helium ✅


4. DDT কী হিসেবে ব্যবহৃত হয়?
What is the use of DDT?
a) সার / Fertilizer
b) কীটনাশক / Insecticide ✅
c) রাসায়নিক দ্রবণ / Chemical reagent
d) জ্বালানী / Fuel


5. অতিরিক্ত ইথানল সেবনে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়?
Which organ is affected by excess ethanol consumption?
a) হৃদপিণ্ড / Heart
b) যকৃত / Liver ✅
c) বৃক্ক / Kidney
d) ফুসফুস / Lungs


6. সব অ্যাসিডে যে মৌলিক উপাদানটি অবশ্যই থাকে তা কী?
Which element is necessarily present in all acids?
a) অক্সিজেন / Oxygen
b) হাইড্রোজেন / Hydrogen ✅
c) নাইট্রোজেন / Nitrogen
d) কার্বন / Carbon


7. আগুন লাগার সম্ভাবনা সবচেয়ে কম কোন কাপড়ে?
Which fabric is least likely to catch fire?
a) সিল্ক / Silk
b) নাইলন / Nylon
c) পলিয়েস্টার / Polyester
d) সুতির / Cotton ✅


8. লোহার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কী?
What is the most important source of iron?
a) দুধ / Milk
b) মাছ / Fish
c) সবুজ শাকসবজি / Green vegetables ✅
d) মাংস / Meat


9. গ্যাসোহল কী মিশিয়ে তৈরি হয়?
Gasohol is made by mixing gasoline with what?
a) মিথাইল অ্যালকোহল / Methyl alcohol
b) প্রোপেন / Propane
c) ইথাইল অ্যালকোহল / Ethyl alcohol ✅
d) বেনজিন / Benzene


10. দ্রুত শক্তির জন্য দৌড়বিদদের কী দেওয়া হয়?
What is given to athletes for instant energy?
a) প্রোটিন / Protein
b) গ্লুকোজ / Glucose ✅
c) ফ্যাট / Fat
d) মিনারেল / Minerals

✍️ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর / General Knowledge Q&A (MCQs)

1. ‘শিক্ষা’ কোন তালিকাভুক্ত বিষয়ে পড়ে?
‘Education’ falls under which list?
a) কেন্দ্রীয় তালিকা / Union List
b) রাজ্য তালিকা / State List
c) সমবায় তালিকা / Cooperative List
d) সমবর্তী তালিকা / Concurrent List ✅


2. ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
Where is ‘India House’ located?
a) দিল্লি / Delhi
b) নিউ ইয়র্ক / New York
c) লন্ডন / London ✅
d) প্যারিস / Paris


3. লাফিং গ্যাস-এর রাসায়নিক নাম কী?
What is the chemical name of laughing gas?
a) নাইট্রিক অক্সাইড / Nitric Oxide
b) নাইট্রোজেন ডাই অক্সাইড / Nitrogen Dioxide
c) নাইট্রাস অক্সাইড / Nitrous Oxide (N₂O) ✅
d) অ্যামোনিয়া / Ammonia


4. ভারতে ব্যাংক জাতীয়করণ কবে হয়েছিল?
When was the nationalization of banks done in India?
a) 1950
b) 1965
c) 1969 ✅
d) 1971


5. ‘মুদ্রারাক্ষস’ বইটির লেখক কে?
Who is the author of ‘Mudrarakshasa’?
a) कालिदास / Kalidasa
b) विष्णु शर्मा / Vishnu Sharma
c) विशाखदत्त / Vishakhadatta ✅
d) भास / Bhasa


6. রাশিয়ান বিপ্লব কবে ঘটেছিল?
When did the Russian Revolution take place?
a) 1905
b) 1914
c) 1917 ✅
d) 1921


7. লোকসভায় অর্থবিলকে কে সার্টিফাই করেন?
Who certifies a Money Bill in Lok Sabha?
a) রাষ্ট্রপতি / President
b) প্রধানমন্ত্রী / Prime Minister
c) লোকসভার স্পিকার / Speaker ✅
d) রাজ্যসভার চেয়ারম্যান / Rajya Sabha Chairman


8. ‘মোনাজাইট’ কোন মৌলিক উপাদানের আকরিক?
‘Monazite’ is an ore of which element?
a) ইউরেনিয়াম / Uranium
b) থোরিয়াম / Thorium ✅
c) লিড / Lead
d) লিথিয়াম / Lithium


9. ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
Who was the first Prime Minister of England?
a) উইনস্টন চার্চিল / Winston Churchill
b) রবার্ট পিল / Robert Peel
c) মার্গারেট থ্যাচার / Margaret Thatcher
d) রবার্ট ওয়ালপোল / Robert Walpole ✅


10. আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়েছিল?
When was the Indian National Army formed?
a) 1939
b) 1940
c) 1942 ✅
d) 1945


11. লোদি বংশের শেষ শাসক কে ছিলেন?
Who was the last ruler of the Lodi dynasty?
a) বাহলুল লোদি / Bahlul Lodi
b) সিকান্দার লোদি / Sikandar Lodi
c) ইব্রাহিম লোদি / Ibrahim Lodi ✅
d) গিয়াসউদ্দিন লোদি / Ghiyasuddin Lodi


12. গার্সোপ্পা (জগ) জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
Gersoppa (Jog) Falls is on which river?
a) গঙ্গা / Ganga
b) গোদাবরী / Godavari
c) শারাবতী নদী / Sharavati River ✅
d) কাবেরী / Kaveri


13. জাতীয় সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Where is the National Institute of Oceanography located?
a) মুম্বাই / Mumbai
b) দিল্লি / Delhi
c) চেন্নাই / Chennai
d) গোয়া / Goa ✅


14. ভারতের সবচেয়ে বড় কৃষি খামার কোথায় অবস্থিত?
Where is India’s largest agricultural farm?
a) পাটনা / Patna
b) কানপুর / Kanpur
c) আম্বালা / Ambala ✅
d) হায়দরাবাদ / Hyderabad


15. রাজ্যসভার পদাধিকার চেয়ারম্যান কে?
Who is the ex-officio Chairman of Rajya Sabha?
a) রাষ্ট্রপতি / President
b) লোকসভার স্পিকার / Lok Sabha Speaker
c) প্রধান বিচারপতি / Chief Justice
d) উপ-রাষ্ট্রপতি / Vice President ✅


16. ভারতে সেনা দিবস কবে পালিত হয়?
When is Army Day celebrated in India?
a) 26 জানুয়ারি / 26 January
b) 15 জানুয়ারি / 15 January ✅
c) 1 জুলাই / 1 July
d) 2 অক্টোবর / 2 October


17. রক্তচাপ কোথায় সর্বাধিক থাকে?
Where is blood pressure highest?
a) শিরায় / Veins
b) হৃৎপিণ্ডে / Heart
c) ধমনিতে / Arteries ✅
d) ফুসফুসে / Lungs


18. নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় কেন হয়?
Why do cyclones occur due to low pressure?
a) অধিক তাপ / Excessive heat
b) উচ্চ বায়ুচাপ / High air pressure
c) বায়ুমণ্ডলীয় ভারসাম্যের অভাব / Imbalance in atmosphere ✅
d) জলীয় বাষ্প / Water vapor


19. ভারতে প্রথম ট্রেন কখন এবং কার শাসনামলে চলেছিল?
When and under whose rule did the first train run in India?
a) লর্ড কার্জন / Lord Curzon
b) লর্ড রিপন / Lord Ripon
c) লর্ড ডালহৌজি / Lord Dalhousie ✅
d) লর্ড ওয়েভেল / Lord Wavell

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top