মৌলিক অধিকার(Fundamental Rights) নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের MCQ (SSC, RRB ,WBPSC,WBP), কম্পিটিটিভ এক্সামে সাধারণত এর বাইরে প্রশ্ন হবে না
সূচনা
- মৌলিক অধিকার এর ধারণা নেওয়া হয়েছে আমেরিকান সংবিধান থেকে.
- মৌলিক অধিকার রয়েছে… Part-III; ART 12 to 35;
- মৌলিক অধিকারকে বলে- Magna carta.
- সংবিধান যখন রচিত হয় তখন মৌলিক অধিকারের সংখ্যা ছিল 7 টি কিন্তু বর্তমানে এই সংখ্যা 6 টি
- যে মৌলিক অধিকার 7 টি আগে ছিল সেগুলি হল
- সাম্যের অধিকার (আর্টিকেল 14 to 18)
- স্বাধীনতার অধিকার (আর্টিকেল 19 to 22)
- শোষণের বিরুদ্ধে অধিকার (আর্টিকেল 23 to 24)
- ধর্মীয় স্বাধীনতার অধিকার (আর্টিকেল 25 to 28)
- সংস্কৃতি ও শিক্ষার অধিকার( আর্টিকেল 29 to 30)
- সম্পত্তির অধিকার (আর্টিকেল 31)
- সংবিধান প্রতিবিধানের অধিকার (আর্টিকেল 32)
44th CAA ,1978 দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে( এটি এখন বর্তমানে লিগ্যাল রাইট ,Art 300A)..
- তাই বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6 টি এবং সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকার নয়
- প্রথম মৌলিক অধিকারের ধারণা দেন মতিলাল নেহেরু তার নেহেরুর রিপোর্টটি ১৯২৮ সালে
- Right to Information act( RTI )-2005 সালে চালু হয়
- RIght to Education act (RTE)- 2009 ( চালু হয় 1st april,2010 সালে)
মৌলিক অধিকারের বৈশিষ্ট্য
- মৌলিক অধিকার গুলি হল Justicible; অর্থাৎ কোন নাগরিকের মৌলিক অধিকার লংঘন হলে সে সরাসরি হাইকোর্ট (আর্টিকেল 226) বা সুপ্রিম কোর্ট (আর্টিকেল -32) এ যেতে পারে।
- ন্যাশনাল ইমারজেন্সি (আর্টিকেল 352) এর সময় সমস্ত মৌলিক অধিকার বাতিল হয় (আর্টিকেল 20 ও আর্টিকেল 21 ছাড়া)
মৌলিক অধিকার সমূহ
আর্টিকেল 13- যেসব আইন মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্য নেই সেগুলি বাতিল হবে
সাম্যের অধিকার( আর্টিকেল 14 to18)
আর্টিকেল 14- আইনের চোখে ভারতের সকল নাগরিক সমান(Equality beefore law & equal protection of law)
আর্টিকেল 15– জাতি(Race), ধর্ম (Religion),লিঙ্গ(Sex), বর্ণ (caste),জন্মস্থান (Birth place),এদের ভিত্তিতে কোন নাগরিকের সাথে বৈষম্যমূলক আচরণ(Discrimination) করা যাবে না (পাঁচটি বিষয়ে)
আর্টিকেল 16- সরকারি চাকরিতে সকলের সমান অধিকার( এটি শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে (Public )প্রযোজ্য প্রাইভেট চাকরি ক্ষেত্রে প্রযোজ্য নয়)
আর্টিকেল 17- অস্পৃশ্যতা বর্জন(Aboltion of untouchebility);
Untouchebility act 1955 সালে পাশ হয়
আর্টিকেল 18- উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধকরণ(Abolition of titles).
স্বাধীনতার অধিকার (আর্টিকেল 19 to 22)
আর্টিকেল 19- নাগরিকদের মোট ছটি মৌলিক স্বাধীনতা দেওয়া হয়েছে
- বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা
- শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা
- সমিতি ও সংঘ গঠনে স্বাধীনতা
- সমগ্র দেশে যে কোন স্থানে স্বাধীনভাবে চলাফেরা করা স্বাধীনতা
- ভারতের যেকোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করতে পারবে
- যেকোনো পেশা অবলম্বন ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে
আর্টিকেল 20– অপরাধী ব্যাক্তিদের স্বার্থ রক্ষ
- 20(1)- অপরাধী যে সময় অপরাধ করেছে সেই সময়ের প্রচলিত আইন অনুযায়ী দণ্ড দিতে হবে তার বেশি দন্ড দেওয়া যাবে না।
- 20(2)- একটি অপরাধীর জন্য একবারের বেশি শাস্তি দেওয়া যাবে না
- 20(3)- কোন ব্যক্তিকে জোর করে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না
আর্টিকেল 21 -জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার( Protection of life and personal liberty)…. আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোন ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না যেমন রাইট টু প্রাইভেসি, রাইট টু হেলথ ,রাইট টু স্লিপ,( রাইট টু স্ট্রাইক এটি মৌলিক অধিকার নয়)
আর্টিকেল 21A- রাইট টু এডুকেশন (শিক্ষার অধিকার),
- রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সি সকলের শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে,
এই ধারণাটি 86 তম সংবিধান সংশোধন 2002 দ্বারা মৌলিক অধিকারের সংযোজন হয়েছে।
আর্টিকেল 22- অবৈধ গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সাংবিধানিক অধিকার(Protection against arrest and detention)
কোন ব্যক্তিকে গ্রেপ্তার করলে তাকে ……1. জানাতে হবে গ্রেফতারের কারণ. 2. নিজের পছন্দমত সে উকিল নিতে পারে. 3. আটকের ২4 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে.
শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল( 23 & 24)
আর্টিকেল 23– Prohibition trafic human being and forced law
এই ধারা অনুযায়ী.
- মানুষ কেনাবেচা যাবেনা
- জোর করে কাউকে কাজ করানো যাবে না
- বিনা পারিশ্রমিকে (বেগার) কাজ করানো যাবে না
আর্টিকেল 24- 14 বছরের কম বয়সী শিশুদের খনি ,কারখানা ও অন্য কোন বিপদজনক কার্যে নিয়োগ করা যাবে না।
ধর্মীয় স্বাধীনতার অধিকার (আর্টিকেল 25 TO 28)
আর্টিকেল 25- প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছামত ধর্ম গ্রহণ করতে পারবে ও ধর্মীয় অনুষ্ঠান করতে পারবে এবং পেশা বা জীবিকা অর্জনের ক্ষেত্রে ধর্ম বাধা হবে না।
আর্টিকেল 26- প্রতিটি ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে
আর্টিকেল 27- ধর্মের ভিত্তিতে কর(tax) নেওয়া যাবে না
আর্টিকেল 28– সরকারি প্রতিষ্ঠানের ধর্ম শিক্ষা দেওয়া যাবে না
শিক্ষা ও সংস্কৃতির অধিকার (আর্টিকেল ২৯ ও ৩০)
আর্টিকেল 29– সংখ্যালঘুদের স্বার্থরক্ষা ,সকল সম্প্রদায়কে নিজে ভাষা ,লিপি ও সংস্কৃতি ব্যবহারের অধিকার.
আর্টিকেল 30- সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান গঠন এবং এই গঠনের অনুদানে সরকার কোনরকম বৈষম্য করবে না
সম্পত্তির অধিকার আর্টিকেল 31 এ ছিল যেটি 44 তম সংবিধান সংশোধন 1978 দ্বারা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে।
সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (আর্টিকেল ৩২)
আর্টিকেল 32
- মৌলিক অধিকারের কোন গুরুত্ব থাকবে না যদি তা সুরক্ষিত না থাকে ,তাই মৌলিক অধিকার গুলিকে নিরাপত্তার জন্য এই মৌলিক অধিকার,
- কোন নাগরিকের কোন মৌলিক অধিকার লঙ্ঘন হলে সে সরাসরি সুপ্রিমকটে যেতে পারে আর্টিকেল 32 এবং ( হাইকোর্টে যেতে পারে আর্টিকেল 226 দ্বারা)
এই আর্টিকেলকে বি আর আম্বেদকর বলেছেন সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র(Heart and soul of constition)
- এই মৌলিক অধিকার গুলি লঙ্ঘন হলে ,হাইকোর্ট আর্টিকেল 226 দ্বারা এবং সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 দ্বারা 5 ধরনের লেখ (Writ) জারি করতে পারে। এই লেখ বা writ জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টের বেশি।
📜 ভারতের সংবিধানে ৫টি রিট (Writs of the Indian Constitution):
রিটের নাম | অর্থ (সহজ ভাষায়) | উদ্দেশ্য |
1. Habeas Corpus | “শরীরকে উপস্থিত কর” | বেআইনি বন্দিত্ব থেকে মুক্তির জন্য, যাতে আদালত নির্দেশ দেয় বন্দিকে আদালতে হাজির করতে। |
2. Mandamus | “আদেশ প্রদান কর” | সরকারি কর্মচারী বা সংস্থা তার আইনি কর্তব্য পালন না করলে আদালত তাকে বাধ্য করে। |
3. Prohibition | “নিষেধ কর” | নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল তাদের ক্ষমতার বাইরে কোনো কাজ করলে, উচ্চ আদালত তা বন্ধ করতে আদেশ দেয়। |
4. Certiorari | “পরীক্ষার জন্য আহ্বান” | নিম্ন আদালতের আদেশ বা রায় বাতিল করার জন্য উচ্চ আদালতের নির্দেশ। |
5. Quo Warranto | “কোন অধিকারে?” | কেউ অবৈধভাবে বা যোগ্যতা ছাড়া সরকারি পদে থাকলে, আদালত জানতে চায় সে কোন অধিকারে আছে। |
🧠 পরীক্ষা টিপস (Exam Point):
- Habeas Corpus → ব্যক্তির স্বাধীনতার সঙ্গে সরাসরি যুক্ত (সর্বাধিক ব্যবহৃত writ)
- Mandamus ও Prohibition → প্রশাসনিক ও বিচারিক কর্তৃত্বের সীমা নির্ধারণে ব্যবহৃত
- Quo Warranto → Public office-এ অবৈধ নিয়োগ চ্যালেঞ্জ করা যায়
📌 এই পাঁচটি রিট মূলত Supreme Court (Art. 32) এবং High Court (Art. 226) দ্বারা জারি করা যায়।
আর্টিকেল 33- Armed force ( সশস্ত্র বাহিনীর) অধিকারের পার্লামেন্টে নিয়ন্ত্রণ
আর্টিকেল 34- সামরিক আইন(Martial law) জারি থাকাকালীন মৌলিক অধিকারের বাধা নিষেধ.
আর্টিকেল 35- মৌলিক অধিকার রক্ষা করার জন্য পার্লামেন্ট বিভিন্ন নিয়ম করতে পারে।
Notes
আর্টিকেল 15, 16, 19, 29 ,30 এগুলি শুধু ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য বিদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়
Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇
Previous Year MCQ :মৌলিক অধিকার(Fundamental Rights)
- মৌলিক অধিকার ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? A) ব্রিটেন B) কানাডা C) আমেরিকা D) অস্ট্রেলিয়া [WBCS Pre, 2020] সঠিক উত্তর: C
- ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন পার্টে রয়েছে? A) Part-II B) Part-III C) Part-IV D) Part-V [SSC CGL, 2018] সঠিক উত্তর: B
- মৌলিক অধিকারকে বলা হয়— A) Magna Carta B) Civil List C) Indian Charter D) Fundamental Record [RRB NTPC, 2017] সঠিক উত্তর: A
- সংবিধান প্রণয়নের সময় মৌলিক অধিকারের সংখ্যা ছিল— A) 5 B) 6 C) 7 D) 8 [WBCS, 2019] সঠিক উত্তর: C
- সম্পত্তির অধিকার কোন অনুচ্ছেদে ছিল? A) Art 30 B) Art 31 C) Art 33 D) Art 35 [SSC CHSL, 2020] সঠিক উত্তর: B
- কোন সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ পড়ে? A) 42nd B) 44th C) 52nd D) 61st [UPSC Pre, 2015] সঠিক উত্তর: B
- বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কতটি? A) 5 B) 6 C) 7 D) 8 [WBCS, 2020] সঠিক উত্তর: B
- বর্তমানে সম্পত্তির অধিকার হল— A) মৌলিক অধিকার B) মানবাধিকার C) আইনি অধিকার D) নাগরিক অধিকার [SSC CGL, 2019] সঠিক উত্তর: C
- মৌলিক অধিকারের ধারণা প্রথম দেন— A) জওহরলাল নেহেরু B) মতিলাল নেহেরু C) বি আর আম্বেদকর D) গান্ধীজি [UPSC CDS, 2016] সঠিক উত্তর: B
- নেহেরু রিপোর্ট প্রকাশিত হয়— A) 1925 B) 1926 C) 1927 D) 1928 [WBCS, 2018] সঠিক উত্তর: D
- RTI আইন চালু হয়— A) 2004 B) 2005 C) 2006 D) 2007 [SSC CHSL, 2018] সঠিক উত্তর: B
- RTE আইন কার্যকর হয়— A) 2008 B) 2009 C) 1 এপ্রিল 2010 D) 15 আগস্ট 2010 [WBCS, 2017] সঠিক উত্তর: C
- মৌলিক অধিকারগুলো— A) Justiciable B) Directive C) Statutory D) Preventive [RRB NTPC, 2016] সঠিক উত্তর: A
- মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নাগরিক কোথায় যেতে পারে? A) রাষ্ট্রপতি B) সংসদ C) সুপ্রিম কোর্ট/হাইকোর্ট D) ন্যায়পাল [SSC MTS, 2019] সঠিক উত্তর: C
- হাইকোর্টে মৌলিক অধিকার সংরক্ষণ সংক্রান্ত অনুচ্ছেদ— A) Art 226 B) Art 32 C) Art 300A D) Art 249 [WBCS, 2021] সঠিক উত্তর: A
- জাতীয় জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার বাতিল হয় না? A) Art 14 B) Art 19 C) Art 20 ও 21 D) Art 29 [SSC CGL, 2020] সঠিক উত্তর: C
- জাতীয় জরুরি অবস্থার অনুচ্ছেদ— A) Art 352 B) Art 356 C) Art 360 D) Art 365 [WBCS, 2020] সঠিক উত্তর: A
- সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে যে মৌলিক অধিকারের পরিপন্থী আইন বাতিলযোগ্য? A) Art 12 B) Art 13 C) Art 14 D) Art 32 [WBCS, 2021] সঠিক উত্তর: B
- আইনের চোখে সকল নাগরিক সমান – এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? A) Art 13 B) Art 14 C) Art 15 D) Art 16 [SSC CGL, 2020] সঠিক উত্তর: B
- জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে কোন আর্টিকেলে? A) Art 14 B) Art 15 C) Art 16 D) Art 17 [RRB NTPC, 2018] সঠিক উত্তর: B
- সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে? A) Art 15 B) Art 16 C) Art 17 D) Art 18 [WBP Constable, 2022] সঠিক উত্তর: B
- অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? A) Art 17 B) Art 18 C) Art 19 D) Art 21 [RRB ALP, 2017] সঠিক উত্তর: A
- Untouchability Act পাশ হয় কোন সালে? A) 1950 B) 1955 C) 1960 D) 1965 [SSC MTS, 2019] সঠিক উত্তর: B
- উপাধি (Title) গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধ কোন অনুচ্ছেদে বলা হয়েছে? A) Art 15 B) Art 16 C) Art 18 D) Art 19 [WBCS, 2018] সঠিক উত্তর: C
- আর্টিকেল ১৯ নাগরিকদের মোট কতটি মৌলিক স্বাধীনতা প্রদান করে? A) 5 B) 6 C) 7 D) 8 [SSC CHSL, 2021] সঠিক উত্তর: C
- আর্টিকেল ২০-র ১ নম্বর উপধারায় কী বলা হয়েছে? A) দু’বার শাস্তি নয় B) নিজের বিরুদ্ধে সাক্ষ্য নয় C) পূর্ব আইন অনুযায়ী শাস্তি D) আইনজীবী নিতে পারবে [RRB NTPC, 2016] সঠিক উত্তর: C
- এক অপরাধে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না – এটি কোন অনুচ্ছেদের অধীন? A) Art 20(1) B) Art 20(2) C) Art 20(3) D) Art 21 [SSC CGL, 2022] সঠিক উত্তর: B
- নিজের বিরুদ্ধে জোর করে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না – কোন অনুচ্ছেদে বলা হয়েছে? A) Art 20(1) B) Art 20(2) C) Art 20(3) D) Art 21 [WBP SI, 2020] সঠিক উত্তর: C
- জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? A) Art 19 B) Art 20 C) Art 21 D) Art 22 [SSC CHSL, 2020] সঠিক উত্তর: C
- রাইট টু প্রাইভেসি, রাইট টু হেলথ ইত্যাদি কোন মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত? A) Art 19 B) Art 20 C) Art 21 D) Art 22 [UPSC Pre, 2021] সঠিক উত্তর: C
- রাইট টু এডুকেশন কোন অনুচ্ছেদে যুক্ত হয়েছে? A) Art 21 B) Art 21A C) Art 24 D) Art 25 [WBCS, 2022] সঠিক উত্তর: B
- 6-14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার সংযোজন করা হয়েছিল কোন সংশোধনী দ্বারা? A) 42nd B) 44th C) 86th D) 91st [SSC CGL, 2019] সঠিক উত্তর: C
- গ্রেফতারের সময় ব্যক্তিকে কোন বিষয়ে জানানো বাধ্যতামূলক? A) অপরাধের ধরণ B) গ্রেফতারের কারণ C) চার্জশিট D) সাক্ষ্যদানের প্রমাণ [RRB Group D, 2018] সঠিক উত্তর: B
- গ্রেফতারকৃত ব্যক্তি কাকে নিয়োগ করার অধিকার রাখে? A) সরকারি উকিল B) নিজের পছন্দমতো উকিল C) বিচারপতি D) রাষ্ট্রপতি [WBP Constable, 2021] সঠিক উত্তর: B
- আটক ব্যক্তিকে কত ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে? A) 12 ঘণ্টা B) 24 ঘণ্টা C) 36 ঘণ্টা D) 48 ঘণ্টা [SSC CHSL, 2017] সঠিক উত্তর: B
- কোন অনুচ্ছেদ মানুষ পাচার এবং জোর করে শ্রম করানো নিষিদ্ধ করে? A) Art 22 B) Art 23 C) Art 24 D) Art 25 [RRB NTPC, 2020] সঠিক উত্তর: B
- বেগার (বিনা পারিশ্রমিক শ্রম) নিষিদ্ধ – এটি কোন মৌলিক অধিকারে উল্লেখ আছে? A) Art 22 B) Art 23 C) Art 24 D) Art 21 [WBCS, 2021] সঠিক উত্তর: B
- ১৪ বছরের কম বয়সী শিশুকে বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ কোন অনুচ্ছেদে বলা হয়েছে? A) Art 23 B) Art 24 C) Art 25 D) Art 26 [SSC MTS, 2020] সঠিক উত্তর: B
- আর্টিকেল ২৫ অনুযায়ী একজন ব্যক্তি কী করতে পারেন? (A) ধর্ম পরিবর্তন (B) ধর্মীয় অনুষ্ঠান (C) ধর্ম ভিত্তিক পেশা (D) উপরিউক্ত সবগুলো — [SSC CGL 2016, RRB NTPC 2020] সঠিক উত্তর: D
- কোন অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারে? (A) ২৫ (B) ২৬ (C) ২৭ (D) ২৮ — [RRB ALP 2018] সঠিক উত্তর: B
- কোন অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কর নেওয়া যাবে না? (A) ২৫ (B) ২৬ (C) ২৭ (D) ২৯ — [SSC CHSL 2022, RRB NTPC 2016] সঠিক উত্তর: C
- সরকারি প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নিষিদ্ধ আছে কোন অনুচ্ছেদে? (A) ধর্মীয় অনুদান (B) ধর্ম শিক্ষা (C) ধর্মীয় সভা (D) ধর্ম প্রতীক — [WBPSC Clerkship 2019, SSC MTS 2021] সঠিক উত্তর: B (Art 28)
- সংখ্যালঘুরা ভাষা ও সংস্কৃতি রক্ষার অধিকার পায় কোন অনুচ্ছেদে? (A) ২৮ (B) ২৯ (C) ৩০ (D) ৩১ — [SSC CGL 2014, WBP Constable 2022] সঠিক উত্তর: B
- সংখ্যালঘুরা নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান গঠনের অধিকার পায় কোন অনুচ্ছেদে? (A) ২৯ (B) ৩০ (C) ৩১ (D) ৩২ — [RRB NTPC 2019, SSC CHSL 2020] সঠিক উত্তর: B
- কোন সংশোধনীতে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? (A) ৪২তম (B) ৪৪তম (C) ৪৬তম (D) ৫২তম — [SSC CGL 2017, WBP Constable 2023] সঠিক উত্তর: B
- কোন অনুচ্ছেদকে আম্বেদকর সংবিধানের আত্মা বলেছেন? (A) ৩০ (B) ৩১ (C) ৩২ (D) ৩৫ — [SSC CGL 2015, RRB ALP 2018, WBPSC Misc 2020] সঠিক উত্তর: C
- সুপ্রিম কোর্ট কত নম্বর অনুচ্ছেদ দ্বারা Writ জারি করতে পারে? (A) ৩২ (B) ৩৪ (C) ৩৫ (D) ৩৩ — [SSC CHSL 2021, WBP Constable 2023, SSC MTS 2020] সঠিক উত্তর: A
- সশস্ত্র বাহিনীর অধিকার নিয়ন্ত্রণ করে কোন অনুচ্ছেদ? (A) ৩২ (B) ৩৩ (C) ৩৪ (D) ৩৫ — [RRB NTPC 2016] সঠিক উত্তর: B
- সামরিক আইন চলাকালে মৌলিক অধিকার সীমিত করার অনুচ্ছেদ? (A) ৩২ (B) ৩৩ (C) ৩৪ (D) ৩৫ — [WBP Constable 2020, SSC CGL 2013] সঠিক উত্তর: C
- মৌলিক অধিকার রক্ষার জন্য আইন করতে পারে কোন অনুচ্ছেদে? (A) ৩২ (B) ৩৩ (C) ৩৪ (D) ৩৫ — [SSC CHSL 2019, WBPSI 2021] সঠিক উত্তর: D
Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇