8.রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক মূলক নীতি সমূহ(Directive principle of state policy)

রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক মূলক নীতি সমূহ(Directive principle of state policy) নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের MCQ (SSC, RRB ,WBPSC,WBP), কম্পিটিটিভ এক্সামে সাধারণত এর বাইরে প্রশ্ন হবে না

সূচনা

  • এটি. part IV ;  ARTICLE 36 to 51.
  • রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি সমূহ নেয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে
  • আম্বেদকরের মতে Dpsp হল”Novel featers of indian constitution”.
  • DPSP কে বলা হয় ” Instrument of instruction”
  • DPSP এর মূল লক্ষ্য হল কল্যাণকর মূলক রাষ্ট্র গড়ে তোলা(welfare state)
  • DPSP হল non justicible( আদালত কর্তৃক বলবৎ যোগ্য নয়), অর্থাৎ মৌলিক অধিকার লঙ্ঘন হলে নাগরিক যেমন কোর্টের দ্বারস্থ হতে পারত কিন্তু DPSP লংঘন হলে কোর্টের দ্বারস্থ হতে পারবে না।
  • একই কাজের জন্য নারী ও পুরুষের সমান বেতন (Equal pay for equal work )এটি রয়েছেDPSP তে আর্টিকেল39A

ধারা সমূহ

🔹 Article 36 – Definition of “State”//Part III (Fundamental Rights)-এর মতো এখানে “State” বলতে একই অর্থ বোঝানো হয়েছে।

🔹 Article 38 – State to secure a social order for the promotion of welfare of the people//সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব।

🔹 Article 39 – Certain principles of policy to be followed by the State//

● নাগরিকদের জন্য পর্যাপ্ত জীবিকার উপায়,

 ● সম্পদের সুষম বণ্টন,

 ● একচেটিয়া ধনসম্ভারের বিরোধিতা,

 ● পুরুষ ও নারীর সমান বেতন,

 ● শিশুদের স্বাস্থ্য ও বিকাশের অধিকার।

🔹 Article 39A – Equal justice and free legal aid (যোগ করা হয় 42nd Amendment, 1976)//সব নাগরিকের জন্য আইনগত সহায়তা ও সমবিচার নিশ্চিত করা।

🔹 Article 40 – Organisation of village panchayats//গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা গঠনের নির্দেশ।

🔹 Article 41 – Right to work, education and public assistance//চাকরি, শিক্ষা এবং জন সহায়তার অধিকার সম্পর্কে রাষ্ট্রের দায়িত্ব।

🔹 Article 42 – Provision for just and humane conditions of work and maternity relief//মানবিক ও ন্যায্য শ্রম পরিবেশ এবং মাতৃত্বকালীন সুবিধা।

🔹 Article 43 – Living wage, etc., for workers//কর্মচারীদের জন্য সম্মানজনক জীবিকা ও সামাজিক নিরাপত্তা।

🔹 Article 43A – Participation of workers in management of industries (যোগ: 42nd Amendment)//শ্রমিকদের শিল্প ব্যবস্থাপনায় অংশগ্রহণের অধিকার।

🔹 Article 44 – Uniform civil code for the citizens//সমগ্র দেশের নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি।

🔹 Article 45 – Provision for early childhood care and education (পরিবর্তন: 86th Amendment, 2002)//           ৬ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রাক-প্রাথমিক যত্ন ও শিক্ষা।

🔹 Article 46 – Promotion of educational and economic interests of Scheduled Castes, Scheduled Tribes and other weaker sections//SC, ST ও অন্যান্য দুর্বল জনগোষ্ঠীর শিক্ষাগত ও আর্থিক উন্নয়ন।

🔹 Article 47 – Duty of the State to raise the level of nutrition and the standard of living//জনগণের পুষ্টি ও স্বাস্থ্যমান বৃদ্ধির দায়িত্ব।

🔹 Article 48 – Organisation of agriculture and animal husbandry//পশুপালন ও কৃষিকাজে বৈজ্ঞানিক পদ্ধতির প্রসার।

🔹 Article 48A – Protection and improvement of environment and safeguarding of forests and wildlife (যোগ: 42nd Amendment)//পরিবেশ, বন ও বন্যপ্রাণ সংরক্ষণের নির্দেশ।

🔹 Article 49 – Protection of monuments and places of national importance//ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থানের রক্ষা।

🔹 Article 50 – Separation of judiciary from the executive//বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ।

🔹 Article 51 – Promotion of international peace and security; আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, ও সহযোগিতা প্রসারের জন্য রাষ্ট্রের দায়িত্ব।

  • পঞ্চায়েতি ব্যবস্থা এটি গান্ধীজীর ধারণা এটি আছে DPSP তে আর্টিকেল 40
  • 42 CAA,1976- এর দ্বারা আর্টিকেল 39 A, 43 A,48A যোগ হয়
  • 86thCAA,2002- আর্টিকেল 45 এর বিষয় চেঞ্জ করা হয়

Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Previous Year MCQ : রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক মূলক নীতি সমূহ(Directive principle of state policy)

১. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন পার্টে রয়েছে? (A) Part III (B) Part IV (C) Part V (D) Part VI — SSC CGL 2017, RRB NTPC 2016 সঠিক উত্তর: B

২. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? (A) আমেরিকা (B) ইংল্যান্ড (C) আয়ারল্যান্ড (D) অস্ট্রেলিয়া — WBPSC 2014, SSC CHSL 2022 সঠিক উত্তর: C

৩. আম্বেদকরের মতে DPSP কী? (A) Soul of Constitution (B) Fundamental Right (C) Novel features of Indian Constitution (D) Emergency Provision — SSC CGL 2015, WBP Constable 2019 সঠিক উত্তর: C

৪. DPSP-কে আরেকটি নামে কী বলা হয়? (A) Directive Act (B) Fundamental Duty (C) Instrument of Instruction (D) Policy Manual — RRB ALP 2018 সঠিক উত্তর: C

৫. DPSP-এর মূল লক্ষ্য কী? (A) শক্তিশালী রাষ্ট্র গঠন (B) মৌলিক অধিকার রক্ষা (C) কল্যাণকর রাষ্ট্র গঠন (D) সামরিক উন্নয়ন — SSC MTS 2021, RRB GrD 2018 সঠিক উত্তর: C

৬. DPSP-এর বৈশিষ্ট্য কী? (A) Justiciable (B) Court Enforceable (C) Non‑justiciable (D) Mandatory — SSC CHSL 2019, WBPSI 2021 সঠিক উত্তর: C

৭. “Equal pay for equal work” কোন অনুচ্ছেদে আছে? (A) Article 39 (B) Article 39A (C) Article 40 (D) Article 43A — RRB NTPC 2020, SSC CGL 2023 সঠিক উত্তর: A

৮. পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? (A) Article 38 (B) Article 39 (C) Article 40 (D) Article 41 — WBPSC 2015, SSC CHSL 2020 সঠিক উত্তর: C

৯. কোন সংবিধান সংশোধনীর দ্বারা Article 39A, 43A, 48A যুক্ত হয়েছিল? (A) 42nd CAA 1976 (B) 44th CAA 1978 (C) 86th CAA 2002 (D) 61st CAA 1988 — SSC CGL 2020, WBP Constable 2022 সঠিক উত্তর: A

১০. ৮৬তম সংবিধান সংশোধন দ্বারা কোন অনুচ্ছেদের বিষয়বস্তু পরিবর্তন করা হয়েছিল? (A) Article 41 (B) Article 45 (C) Article 46 (D) Article 48 — RRB GrD 2019, WBPSI 2023 সঠিক উত্তর: B

১১. ‘Equal pay for equal work’ কোন আর্টিকেলে বলা হয়েছে? (A) Article 14 (B) Article 39(d) (C) Article 41 (D) Article 21 — SSC MTS 2017, WBP Constable 2020 সঠিক উত্তর: B

১২. Article 39A-এর মূল লক্ষ্য কী? (A) প্রাথমিক শিক্ষা (B) খাদ্য নিরাপত্তা (C) সমবিচার ও বিনামূল্যে আইনগত সহায়তা (D) দুর্নীতির প্রতিরোধ — SSC CGL 2021, RRB ALP 2018 সঠিক উত্তর: C

১৩. পঞ্চায়েত ব্যবস্থা গঠনের নির্দেশ কোন আর্টিকেলে আছে? (A) Article 38 (B) Article 39 (C) Article 40 (D) Article 44 — WBPSC Clerkship 2020, SSC CHSL 2016 সঠিক উত্তর: C

১৪. Article 42-এর মূল বক্তব্য কী? (A) সমবিচার (B) শিক্ষা অধিকার (C) মানবিক শ্রম পরিবেশ ও মাতৃত্বকালীন সুবিধা (D) পরিবেশ সুরক্ষা — WBP SI 2021, SSC MTS 2018 সঠিক উত্তর: C

১৫. শ্রমিকদের ব্যবস্থাপনায় অংশগ্রহণের কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? (A) Article 43 (B) Article 43A (C) Article 44 (D) Article 45 — RRB Group D 2022 সঠিক উত্তর: B

১৬. ‘Uniform Civil Code’ কোন আর্টিকেলে উল্লেখ আছে? (A) Article 40 (B) Article 44 (C) Article 47 (D) Article 48 — SSC CGL 2015, WBPSC WBCS 2018 সঠিক উত্তর: B

১৭. Article 45 সংশোধিত হয়েছে কোন সংশোধনীর দ্বারা? (A) 42nd Amendment (B) 86th Amendment (C) 44th Amendment (D) 61st Amendment — SSC CHSL 2022, WB Primary TET 2016 সঠিক উত্তর: B

১৮. আর্টিকেল 47 কী নির্দেশ দেয়? (A) আইনগত সহায়তা (B) নারী অধিকার (C) পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নয়ন (D) শিল্প বিকাশ — RRB ALP 2019, WBPSC Miscellaneous 2021 সঠিক উত্তর: C

১৯. পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে কোন আর্টিকেল রয়েছে? (A) Article 48A (B) Article 51 (C) Article 44 (D) Article 39A — SSC MTS 2019, WBPSC Food SI 2020 সঠিক উত্তর: A

২০. বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ সংক্রান্ত আর্টিকেল কোনটি? (A) Article 50 (B) Article 51 (C) Article 45 (D) Article 49 — WBP Constable 2023, SSC CGL 2017 সঠিক উত্তর: A

২১. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রসারে রাষ্ট্রের ভূমিকা উল্লেখ আছে কোন আর্টিকেলে? (A) Article 50 (B) Article 51 (C) Article 42 (D) Article 48A — RRB NTPC 2016, SSC CGL 2022 সঠিক উত্তর: B

Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top