রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক মূলক নীতি সমূহ(Directive principle of state policy) নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের MCQ (SSC, RRB ,WBPSC,WBP), কম্পিটিটিভ এক্সামে সাধারণত এর বাইরে প্রশ্ন হবে না
সূচনা
- এটি. part IV ; ARTICLE 36 to 51.
- রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি সমূহ নেয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে
- আম্বেদকরের মতে Dpsp হল”Novel featers of indian constitution”.
- DPSP কে বলা হয় ” Instrument of instruction”
- DPSP এর মূল লক্ষ্য হল কল্যাণকর মূলক রাষ্ট্র গড়ে তোলা(welfare state)
- DPSP হল non justicible( আদালত কর্তৃক বলবৎ যোগ্য নয়), অর্থাৎ মৌলিক অধিকার লঙ্ঘন হলে নাগরিক যেমন কোর্টের দ্বারস্থ হতে পারত কিন্তু DPSP লংঘন হলে কোর্টের দ্বারস্থ হতে পারবে না।
- একই কাজের জন্য নারী ও পুরুষের সমান বেতন (Equal pay for equal work )এটি রয়েছেDPSP তে আর্টিকেল39A
ধারা সমূহ
🔹 Article 36 – Definition of “State”//Part III (Fundamental Rights)-এর মতো এখানে “State” বলতে একই অর্থ বোঝানো হয়েছে।
🔹 Article 38 – State to secure a social order for the promotion of welfare of the people//সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব।
🔹 Article 39 – Certain principles of policy to be followed by the State//
● নাগরিকদের জন্য পর্যাপ্ত জীবিকার উপায়,
● সম্পদের সুষম বণ্টন,
● একচেটিয়া ধনসম্ভারের বিরোধিতা,
● পুরুষ ও নারীর সমান বেতন,
● শিশুদের স্বাস্থ্য ও বিকাশের অধিকার।
🔹 Article 39A – Equal justice and free legal aid (যোগ করা হয় 42nd Amendment, 1976)//সব নাগরিকের জন্য আইনগত সহায়তা ও সমবিচার নিশ্চিত করা।
🔹 Article 40 – Organisation of village panchayats//গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা গঠনের নির্দেশ।
🔹 Article 41 – Right to work, education and public assistance//চাকরি, শিক্ষা এবং জন সহায়তার অধিকার সম্পর্কে রাষ্ট্রের দায়িত্ব।
🔹 Article 42 – Provision for just and humane conditions of work and maternity relief//মানবিক ও ন্যায্য শ্রম পরিবেশ এবং মাতৃত্বকালীন সুবিধা।
🔹 Article 43 – Living wage, etc., for workers//কর্মচারীদের জন্য সম্মানজনক জীবিকা ও সামাজিক নিরাপত্তা।
🔹 Article 43A – Participation of workers in management of industries (যোগ: 42nd Amendment)//শ্রমিকদের শিল্প ব্যবস্থাপনায় অংশগ্রহণের অধিকার।
🔹 Article 44 – Uniform civil code for the citizens//সমগ্র দেশের নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি।
🔹 Article 45 – Provision for early childhood care and education (পরিবর্তন: 86th Amendment, 2002)// ৬ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রাক-প্রাথমিক যত্ন ও শিক্ষা।
🔹 Article 46 – Promotion of educational and economic interests of Scheduled Castes, Scheduled Tribes and other weaker sections//SC, ST ও অন্যান্য দুর্বল জনগোষ্ঠীর শিক্ষাগত ও আর্থিক উন্নয়ন।
🔹 Article 47 – Duty of the State to raise the level of nutrition and the standard of living//জনগণের পুষ্টি ও স্বাস্থ্যমান বৃদ্ধির দায়িত্ব।
🔹 Article 48 – Organisation of agriculture and animal husbandry//পশুপালন ও কৃষিকাজে বৈজ্ঞানিক পদ্ধতির প্রসার।
🔹 Article 48A – Protection and improvement of environment and safeguarding of forests and wildlife (যোগ: 42nd Amendment)//পরিবেশ, বন ও বন্যপ্রাণ সংরক্ষণের নির্দেশ।
🔹 Article 49 – Protection of monuments and places of national importance//ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থানের রক্ষা।
🔹 Article 50 – Separation of judiciary from the executive//বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ।
🔹 Article 51 – Promotion of international peace and security; আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, ও সহযোগিতা প্রসারের জন্য রাষ্ট্রের দায়িত্ব।
- পঞ্চায়েতি ব্যবস্থা এটি গান্ধীজীর ধারণা এটি আছে DPSP তে আর্টিকেল 40
- 42 CAA,1976- এর দ্বারা আর্টিকেল 39 A, 43 A,48A যোগ হয়
- 86thCAA,2002- আর্টিকেল 45 এর বিষয় চেঞ্জ করা হয়
Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇
Previous Year MCQ : রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক মূলক নীতি সমূহ(Directive principle of state policy)
১. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন পার্টে রয়েছে? (A) Part III (B) Part IV (C) Part V (D) Part VI — SSC CGL 2017, RRB NTPC 2016 সঠিক উত্তর: B
২. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? (A) আমেরিকা (B) ইংল্যান্ড (C) আয়ারল্যান্ড (D) অস্ট্রেলিয়া — WBPSC 2014, SSC CHSL 2022 সঠিক উত্তর: C
৩. আম্বেদকরের মতে DPSP কী? (A) Soul of Constitution (B) Fundamental Right (C) Novel features of Indian Constitution (D) Emergency Provision — SSC CGL 2015, WBP Constable 2019 সঠিক উত্তর: C
৪. DPSP-কে আরেকটি নামে কী বলা হয়? (A) Directive Act (B) Fundamental Duty (C) Instrument of Instruction (D) Policy Manual — RRB ALP 2018 সঠিক উত্তর: C
৫. DPSP-এর মূল লক্ষ্য কী? (A) শক্তিশালী রাষ্ট্র গঠন (B) মৌলিক অধিকার রক্ষা (C) কল্যাণকর রাষ্ট্র গঠন (D) সামরিক উন্নয়ন — SSC MTS 2021, RRB GrD 2018 সঠিক উত্তর: C
৬. DPSP-এর বৈশিষ্ট্য কী? (A) Justiciable (B) Court Enforceable (C) Non‑justiciable (D) Mandatory — SSC CHSL 2019, WBPSI 2021 সঠিক উত্তর: C
৭. “Equal pay for equal work” কোন অনুচ্ছেদে আছে? (A) Article 39 (B) Article 39A (C) Article 40 (D) Article 43A — RRB NTPC 2020, SSC CGL 2023 সঠিক উত্তর: A
৮. পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? (A) Article 38 (B) Article 39 (C) Article 40 (D) Article 41 — WBPSC 2015, SSC CHSL 2020 সঠিক উত্তর: C
৯. কোন সংবিধান সংশোধনীর দ্বারা Article 39A, 43A, 48A যুক্ত হয়েছিল? (A) 42nd CAA 1976 (B) 44th CAA 1978 (C) 86th CAA 2002 (D) 61st CAA 1988 — SSC CGL 2020, WBP Constable 2022 সঠিক উত্তর: A
১০. ৮৬তম সংবিধান সংশোধন দ্বারা কোন অনুচ্ছেদের বিষয়বস্তু পরিবর্তন করা হয়েছিল? (A) Article 41 (B) Article 45 (C) Article 46 (D) Article 48 — RRB GrD 2019, WBPSI 2023 সঠিক উত্তর: B
১১. ‘Equal pay for equal work’ কোন আর্টিকেলে বলা হয়েছে? (A) Article 14 (B) Article 39(d) (C) Article 41 (D) Article 21 — SSC MTS 2017, WBP Constable 2020 সঠিক উত্তর: B
১২. Article 39A-এর মূল লক্ষ্য কী? (A) প্রাথমিক শিক্ষা (B) খাদ্য নিরাপত্তা (C) সমবিচার ও বিনামূল্যে আইনগত সহায়তা (D) দুর্নীতির প্রতিরোধ — SSC CGL 2021, RRB ALP 2018 সঠিক উত্তর: C
১৩. পঞ্চায়েত ব্যবস্থা গঠনের নির্দেশ কোন আর্টিকেলে আছে? (A) Article 38 (B) Article 39 (C) Article 40 (D) Article 44 — WBPSC Clerkship 2020, SSC CHSL 2016 সঠিক উত্তর: C
১৪. Article 42-এর মূল বক্তব্য কী? (A) সমবিচার (B) শিক্ষা অধিকার (C) মানবিক শ্রম পরিবেশ ও মাতৃত্বকালীন সুবিধা (D) পরিবেশ সুরক্ষা — WBP SI 2021, SSC MTS 2018 সঠিক উত্তর: C
১৫. শ্রমিকদের ব্যবস্থাপনায় অংশগ্রহণের কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? (A) Article 43 (B) Article 43A (C) Article 44 (D) Article 45 — RRB Group D 2022 সঠিক উত্তর: B
১৬. ‘Uniform Civil Code’ কোন আর্টিকেলে উল্লেখ আছে? (A) Article 40 (B) Article 44 (C) Article 47 (D) Article 48 — SSC CGL 2015, WBPSC WBCS 2018 সঠিক উত্তর: B
১৭. Article 45 সংশোধিত হয়েছে কোন সংশোধনীর দ্বারা? (A) 42nd Amendment (B) 86th Amendment (C) 44th Amendment (D) 61st Amendment — SSC CHSL 2022, WB Primary TET 2016 সঠিক উত্তর: B
১৮. আর্টিকেল 47 কী নির্দেশ দেয়? (A) আইনগত সহায়তা (B) নারী অধিকার (C) পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নয়ন (D) শিল্প বিকাশ — RRB ALP 2019, WBPSC Miscellaneous 2021 সঠিক উত্তর: C
১৯. পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে কোন আর্টিকেল রয়েছে? (A) Article 48A (B) Article 51 (C) Article 44 (D) Article 39A — SSC MTS 2019, WBPSC Food SI 2020 সঠিক উত্তর: A
২০. বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ সংক্রান্ত আর্টিকেল কোনটি? (A) Article 50 (B) Article 51 (C) Article 45 (D) Article 49 — WBP Constable 2023, SSC CGL 2017 সঠিক উত্তর: A
২১. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রসারে রাষ্ট্রের ভূমিকা উল্লেখ আছে কোন আর্টিকেলে? (A) Article 50 (B) Article 51 (C) Article 42 (D) Article 48A — RRB NTPC 2016, SSC CGL 2022 সঠিক উত্তর: B
Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇