9.মৌলিক কর্তব্য (Fundamental Duties)

মৌলিক কর্তব্য (Fundamental Duties) নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের MCQ (SSC, RRB ,WBPSC,WBP), কম্পিটিটিভ এক্সামে সাধারণত এর বাইরে প্রশ্ন হবে না

সূচনা

  • ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যেকের কিছু করণীয় কর্তব্য হল মৌলিক কর্তব্য
  • সংবিধান যখন রচনা হয় তখন কোন মৌলিক কর্তব্য ছিল না।
  • 42 তম সংবিধান সংশোধন 1976 সরন সিং কমিটির দ্বারা 10 টি টি মৌলিক কর্তব্য যুক্ত হয়
  • 86 তোমার সংবিধান সংশোধন ২০০২ এতে একটি নতুন মৌলিক কর্তব্য যুক্ত হয়।
  • PART –  IV A ;
  • ARTICLE-  51 A
  • তাই বর্তমানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা 11 টি.                                              
  • মৌলিক কর্তব্য গুলি শুধু ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ
  • ভারতে মৌলিক কর্তব্যের ধারণা নেয়া হয়েছে রাশিয়ান সংবিধান থেকে

Art 51 A ….ভারতের প্রতিটি নাগরিকের কর্তব্য হবে

(a) সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শন করা এবং তার আদর্শ, প্রতিষ্ঠান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

 (b) ভারতের স্বাধীনতা, ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা ও রক্ষা করতে সচেষ্ট থাকা।

 (c) ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গড়ে তোলার জন্য সংগ্রাম করা।

 (d) দেশের প্রতিরক্ষা ও জনগণের সেবা করার জন্য প্রস্তুত থাকা এবং যখন প্রয়োজন হয় তখন তা করা।

 (e) ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে মূল্যায়ন করা এবং সমগ্র ভারতীয় জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা।

 (f) নারীদের প্রতি অবমাননাকর আচরণ থেকে বিরত থেকে নারীদের মর্যাদা রক্ষা করা।

 (g) আমাদের সমষ্টিগত সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও সমৃদ্ধ করা।

 (h) প্রাকৃতিক পরিবেশ যেমন বন, হ্রদ, নদী ও বন্যপ্রাণী রক্ষা করা এবং প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া।

 (i) বৈজ্ঞানিক মনোভাব, মানবতা, অনুসন্ধানাত্মক চিন্তাভাবনা ও সংস্কার বিরোধী মানসিকতা গড়ে তোলা।

 (j) জনমালিকানাধীন সম্পত্তিকে রক্ষা করা এবং হিংস্রতা ও ক্ষয়ক্ষতির বিরুদ্ধে বিরোধিতা করা।

 (k) ব্যক্তি ও সমাজজীবনে উৎকর্ষতা অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো।

 (l) শিক্ষা প্রদানের সুযোগের জন্য অভিভাবক বা অভিভাবিকা হিসেবে 6-14 বছর বয়সী শিশুর শিক্ষাদান নিশ্চিত করা (এটি 86তম সংবিধান সংশোধনী, 2002-তে সংযোজিত হয়)

এদের মধ্যে ….প্রত্যেক পিতা-মাতা বা অভিভাবকের কর্তব্য তার ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা গ্রহণ , এইটি যোগ হয়েছে ৮৬ তম সংবিধান সংশোধন ২০০২ তে।

Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Previous Year MCQ : মৌলিক কর্তব্য (Fundamental Duties)

  1. মৌলিক কর্তব্য কী? A) মৌলিক অধিকার B) নাগরিক অধিকার C) নাগরিকদের কর্তব্য D) সরকারের দায়িত্ব (SSC CHSL 2017, RRB ALP 2018)
  2. সংবিধান রচনার সময় মৌলিক কর্তব্য কতটি ছিল? A) 5টি B) 8টি C) ছিল না D) 11টি (RRB NTPC 2016, SSC CGL 2020, WBPSC Clerkship 2023)
  3. কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ১০টি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছিল? A) 44তম সংশোধন B) 42তম সংশোধন C) 86তম সংশোধন D) 52তম সংশোধন (RRB Group D 2018, SSC CGL 2012, WBP Constable 2020)
  4. 42তম সংশোধনে মৌলিক কর্তব্য সংযোজনের প্রস্তাব দিয়েছিল কোন কমিটি? A) সচার কমিটি B) সরন সিং কমিটি C) কপিল কমিটি D) নানাভাটি কমিটি (SSC MTS 2019, WBPSC Miscellaneous 2021)
  5. কোন সংশোধনের মাধ্যমে ১১তম মৌলিক কর্তব্য সংযুক্ত হয়? A) 42তম B) 44তম C) 86তম D) 52তম (RRB ALP 2018, SSC CHSL 2022)
  6. বর্তমানে ভারতের সংবিধানে মোট কতটি মৌলিক কর্তব্য রয়েছে? A) 10টি B) 11টি C) 12টি D) 9টি (WBP 2023, SSC CGL 2021, RRB NTPC 2020)
  7. মৌলিক কর্তব্যগুলি কাদের জন্য প্রযোজ্য? A) সমস্ত মানুষের জন্য B) সরকারি কর্মচারীদের জন্য C) ভারতীয় নাগরিকদের জন্য D) শিশুদের জন্য (SSC CGL 2015, RRB Group D 2019, WBPSC Food SI 2023)
  8. মৌলিক কর্তব্যের ধারণা ভারতের সংবিধানে নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? A) আমেরিকা B) ব্রিটেন C) রাশিয়া D) ফ্রান্স (SSC CGL 2016, RRB NTPC 2019, WBP SI 2022)
  9. মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে উল্লিখিত আছে? A) অনুচ্ছেদ 14 B) অনুচ্ছেদ 21A C) অনুচ্ছেদ 51A D) অনুচ্ছেদ 44 (RRB NTPC 2016, SSC MTS 2021, WBPSC 2023)
  10. কোন মৌলিক কর্তব্যে পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে? A) বৈচিত্র্যে ঐক্য B) নারী মর্যাদা রক্ষা C) প্রাকৃতিক পরিবেশ রক্ষা D) জনমালিকানাধীন সম্পত্তি রক্ষা (SSC CHSL 2021, RRB Group D 2019, WBPSC Clerkship 2022)
  11. ৮৬তম সংশোধনীতে যুক্ত মৌলিক কর্তব্যে কী বলা হয়েছে? A) নারী নিরাপত্তা B) বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা C) শিশুর শিক্ষা নিশ্চিত করা D) সমাজতান্ত্রিক ভাবনা (RRB NTPC 2019, SSC MTS 2023, WB Primary TET 2022)

ANSWER KEY

  1. মৌলিক কর্তব্য কী?
    সঠিক উত্তর: C) নাগরিকদের কর্তব্য
    (SSC CHSL 2017, RRB ALP 2018)
  2. সংবিধান রচনার সময় মৌলিক কর্তব্য কতটি ছিল?
    সঠিক উত্তর: C) ছিল না
    (RRB NTPC 2016, SSC CGL 2020, WBPSC Clerkship 2023)
  3. কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ১০টি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছিল?
    সঠিক উত্তর: B) 42তম সংশোধন
    (RRB Group D 2018, SSC CGL 2012, WBP Constable 2020)
  4. 42তম সংশোধনে মৌলিক কর্তব্য সংযোজনের প্রস্তাব দিয়েছিল কোন কমিটি?
    সঠিক উত্তর: B) সরন সিং কমিটি
    (SSC MTS 2019, WBPSC Miscellaneous 2021)
  5. কোন সংশোধনের মাধ্যমে ১১তম মৌলিক কর্তব্য সংযুক্ত হয়?
    সঠিক উত্তর: C) 86তম
    (RRB ALP 2018, SSC CHSL 2022)
  6. বর্তমানে ভারতের সংবিধানে মোট কতটি মৌলিক কর্তব্য রয়েছে?
    সঠিক উত্তর: B) 11টি
    (WBP Constable 2023, SSC CGL 2021, RRB NTPC 2020)
  7. মৌলিক কর্তব্যগুলি কাদের জন্য প্রযোজ্য?
    সঠিক উত্তর: C) ভারতীয় নাগরিকদের জন্য
    (SSC CGL 2015, RRB Group D 2019, WBPSC Food SI 2023)
  8. মৌলিক কর্তব্যের ধারণা ভারতের সংবিধানে নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে?
    সঠিক উত্তর: C) রাশিয়া
    (SSC CGL 2016, RRB NTPC 2019, WBP SI 2022)
  9. মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে উল্লিখিত আছে?
    সঠিক উত্তর: C) অনুচ্ছেদ 51A
    (RRB NTPC 2016, SSC MTS 2021, WBPSC Misc 2023)
  10. কোন মৌলিক কর্তব্যে পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে?
    সঠিক উত্তর: C) প্রাকৃতিক পরিবেশ রক্ষা
    (SSC CHSL 2021, RRB Group D 2019, WBPSC Clerkship 2022)
  11. ৮৬তম সংশোধনীতে যুক্ত মৌলিক কর্তব্যে কী বলা হয়েছে?
    সঠিক উত্তর: C) শিশুর শিক্ষা নিশ্চিত করা
    (RRB NTPC 2019, SSC MTS 2023, WB Primary TET 2022)

Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top