পদার্থের ধর্ম – রেল, SSC, NTPC, WBCS পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক একসাথে 5

পদার্থের ধর্ম নিয়ে ব্যাখ্যা করা হয়েছে যা RRB NTPC GrD, ALP, SSC CGL,CHSL,MTS এবং রাজ্যের সমস্ত পরীক্ষার উপযোগী এবং শেষে বিগত 25 বছরের MCQ দেওয়া রয়েছে…
যা আপনাদের প্রস্তুতিকে আরো সহজ করে তুলবে

 পদার্থের ধর্ম গুলি আমরা পড়ব সেগুলি হল –

1)  স্থিতিস্থাপকতা (Elasticity)

2) চাপ (Pressure)

3) উদস্থিতিবিদ্যা (Hydrostatics)

4) পৃষ্ঠটান (Surface Tension) 

5) সান্দ্রতা (Viscosity)

1)  স্থিতিস্থাপকতা (Elasticity)

যে ধর্মের ফলে কোন বস্তু বাহ্যিক বলের প্রয়োগে তার আকার বা আয়তন উভয়ই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক ভর অপসৃত হলে পূর্বে কার আকৃতি বা আয়তনে ফিরে আসে তাকে উক্ত বস্তুর উপাদানের স্থিতিস্থাপকতা বলে।

যে বস্তু যত শক্ত তার স্থিতিস্থাপকতা তত বেশি, তাই রবারের থেকে ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি।

// বিকৃতি (Strain)

 যখন স্থিতিস্থাপক বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ করা হয় তখন বস্তুর অনুগুলির পরস্পর থেকে সরে যায় ফলে তার দৈর্ঘ্য আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটে এই পরিবর্তনকে বিকৃতি বলে।

* বিকৃতি হল একটি একক  বিহীন রাশি

* বিকৃতি তিন প্রকার এরা প্রত্যেকেই একক  বিহীন রাশি, এগুলি  হল –

A) অনুদৈর্ঘ্য  বিকৃতি (Longitudinal Strain)

অনুদৈর্ঘ্য বিকৃতি = দৈর্ঘ্যের পরিবর্তন/ প্রাথমিক দৈর্ঘ্য

B) আয়তন বিকৃতি (Volume Strain)

আয়তন বিকৃতি = আয়তনের পরিবর্তন /প্রাথমিক আয়তন

C) কৃন্তন বিকৃতি (Share Strain)

 বাহ্যিক বলের দরুন যদি আয়তনের পরিবর্তন না হয়ে শুধু আকারের পরিবর্তন হয়, তবে এই ধরনের বিকৃতিকে বলে কৃন্তন বিকৃতি।

// পীড়ন (Stress)

কোন বস্তুকে বাহ্যিক বলের সাহায্যে বিকৃত করলে স্থিতিস্থাপকতার জন্য একক ক্ষেত্রফলের যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় সেই বলকে পীড়ন বলে।

 পীড়ন = প্রযুক্ত বল/ ক্ষেত্রফল

পীড়নের একক CGS – dyne/cm2 ; SI – Newton /m2

//হুকের সূত্র

 স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক

                     পীড়ন α বিকৃতি

                  পিড়ন/ বিকৃতি       = ধ্রুবক

 এই ধ্রুবক কে স্থিতিস্থাপক গুণাঙ্ক (Modulus of Elasticity) বলে এটি তিন প্রকার

a) ইয়ং গুণাঙ্ক (Yong Modulus) ( দৈর্ঘ্য বরাবর )

  ইয়ং গুণাঙ্ক (Y) =  অনুদৈর্ঘ্য  পিড়ন / অনুদৈর্ঘ্য বিকৃতি

 যেহেতু বিকৃতির কোন একক নেই তাই   ইয়ং গুণাঙ্ক এর একক পীড়নের এককের সাথে সমান।

* ইয়ং গুণাঙ্ক শুধু কঠিন এর ক্ষেত্রে দেখা যায়।

* ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 x 1011dyne/cm2

* ইয়ং গুণাঙ্ক তারের উপাদানের উপর নির্ভর করে।

* ইয়ং গুণাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করে উষ্ণতা বাড়লে ইয়ং গুণাঙ্ক কমে ও উষ্ণতা কমলে  ইয়ং গুণাঙ্ক বাড়ে।

// পয়সন অনুপাত (poisson’s ratio)

 যখন কোন তারই টান দেওয়া হয় অর্থাৎ দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হয় তখন তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় কিন্তু সেই সঙ্গে তারের বেশ কিছুটা  হ্রাস পায় ও সরু হয়ে যায়।

 পয়সন অনুপাত =পার্শ্ব বিকৃতি/ অনুদৈর্ঘ্য বিকৃতি

* এটি শুধু কঠিন পদার্থের থাকে

* এর তাত্ত্বিক মান -1 থেকে –

* ব্যবহারিক ক্ষেত্রে এর মান 0 থেকে +

Notes –

* স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকের সূত্র প্রযোজ্য। এই সীমার উপরে গেলে বস্তুর স্থায়ী বিকৃতি দেখা যায়।

* স্থিতিস্থাপক গুণাঙ্ক ও পীড়নের মাত্রা সমান

// Collission  [ e = Coefficient of Restitution]

1)পূর্ণ স্থিতিস্থাপক (Perfectly Elastic)

    ভরবেগ সংরক্ষিত থাকে

    গতিশক্তি সংরক্ষণ থাকে  e =1

2) আংশিক স্থিতিস্থাপক (Partialy Elastic)

    ভরবেগ সংরক্ষিত থাকে

    গতিশক্তি সংরক্ষণ থাকে না e<1

3) অস্থিতিস্থাপক(In–Elastic)

    ভরবেগ সংরক্ষিত থাকে

    গতিশক্তি সংরক্ষিত থাকে না  e = 0

    e =   V2/V1      V2 = Final velocity ; V1 = Initial Velocity

PREVIOUS YEAR MCQ( পদার্থের ধর্ম ;স্থিতিস্থাপকতা)

নিচের কোন বস্তুর স্থিতিস্থাপকতা সর্বাধিক ? ১) রাবার ২) প্লাস্টিক ৩) লোহা ৪) সোডিয়াম

2.         পিড়ন বিকৃতির সমানুপাতিক এটি কার সূএ ? ১) জুল ২)  নিউটন ৩) হুক ৪) ডালটন

3.         বিকৃতির একক কী ? 1) n/m 2 2) n/m 3) dyne 4) একক বিহীন রাশি

4.         পীড়নের S.I একক কী ? 1) n/m 2 2) n/m 3) dyne 4) একক বিহীন রাশি

5.         পৃষ্টটানের S.I একক কী ? 1) n/m 2 2) n/m 3) dyne 4) একক বিহীন রাশি

6.         পয়সন অনুপাতের সর্বাধিক মান কত ? ১) 0 ২) -1  ৩) ½  4.1

      2) চাপ (Pressure)

A) কঠিন পদার্থের চাপ      চাপ =  বল /ক্ষেত্রফল

* CGS  একক  dyne / cm2 ; SI একক Newton/m2

* প্রযুক্ত বল বাড়লে চাপ বাড়বে ও প্রযুক্ত বল কমলে চাপের মান কমবে।

* ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে এবং ক্ষেত্রফল কমলে চাপ বেশি হবে। এর কিছু প্রয়োগ হল-

1) ছুরি ভোতা হলে ক্ষেত্রফল বাড়ে তাই চাপ কমে, ফলে কাটতে দেরি হয়।

2) চোরাবালিতে গেলে দাঁড়ানোর পরিবর্তে শুয়ে পড়লে বিপদের সম্ভাবনা কমে যায়।

3) ট্রাক্টরের পেছনে চাকাগুলিতে জোড়া চাকা থাকে।

4) রেল লাইনের পাত সিমেন্টের স্লিপারের উপর থাকে।

5) ব্যাগের হাতল মোটা করা হয়।

B)  তরলের চাপ

*  চাপ (P) = hdg    ; h =উচ্চতা/গভীরতা ;  d = তরলের ঘনত্ব ; g = অভিকর্ষজ ত্বরণ

* তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়ে।

* তরলের উচ্চতা বাড়ালে চাপ বাড়ে।

C) গ্যাসের চাপ

 চাপ 1/h   , p   1/h  ; অর্থাৎ উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমতে থাকে

* ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে।

* প্লেনে গেলে চোখের ব্যথা, নাক দিয়ে রক্ত পড়ার সম্ভবনা থাকে। কারণ শরীরের রক্তচাপের থেকে বায়ুমন্ডলের চাপ কম হয়।

* প্লেনে উঠলে কলমের কালি ওপর দিয়ে বেরিয়ে যায়, কারণ রিফিলের থেকে বাইরের চাপ কম থাকে

* উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কম হওয়ার জন্য তরলের স্ফটনাঙ্ক কমে যায়।

 D)বুদবুদের চাপ

* তরলের ভিতরে সৃষ্টি হওয়া বুদবুদের চাপ সব থেকে বেশি। তাই উপরে উঠে আসে  

* যে বুদবুদের ক্ষেত্রফল যত বেশি তার চাপ তত বেশি ও সেটি আগে উঠে আসবে।

* বুদবুদ  যত উপরে উঠে আসবে তার আকার তত বাড়তে থাকবে।

E)  বেলুনের চাপ

* বেলুনের ভেতরে চাপ সব থেকে বেশি তাই উপরে উঠলে বায়ুর চাপ কমে হলে বেলুনের আকার বড় হতে থাকে এবং উপরে উঠলে বেলুন ফেটে যায়।

// ঘনত্ব (Density)

 ঘনত্ব(D) =ভর /আয়তন  ; D =   M/V              M = বস্তুর ভর ; V = বস্তুর আয়তন

* CGS – gm/cm3  ; SI – kg/m3   দুধের বিশুদ্ধতা মাপা হয়, ল্যাকটোমিটারের সাহায্যে

* স্কেলার রাশি

* 4°C (277K) উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক,  এর মান 1000 kg/m3 [ অর্থাৎ 4°C উষ্ণতায় 1lit =1kg]

* কোন তরলের থেকে কোন বস্তুর ঘনত্ব বেশি হলে বস্তুটি ডুবে যায় এবং তরলের থেকে বস্তুর ঘনত্ব কম  হলে বস্তুটি উপরে  ভাসতে থাকে ।

* এই কারণে লোহার টুকরো পারদে ভাসে।

* তরলের তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, ফলে ঘনত্ব কমে।

* জলের মাছ তার বায়ু থলির বায়ু দ্বারা পূর্ণ করলে আয়তন বাড়ে তাই ঘনত্ব কমে ও উপরে ভেসে ওঠে।

// আপেক্ষিক ঘনত্ব (Relative Density)

* কোন তরলের আপেক্ষিক ঘনত্ব =

* একটি একক বিহীন রাশি

* যে সব পদার্থের  আপেক্ষিক ঘনত্ব 1 এর কম তারা জলে ভাসে এবং 1 এর বেশি হলে সেই পদার্থটি জলে ডুবে যায়।

* আপেক্ষিক গুরুত্ব / আপেক্ষিক  ঘনত্ব মাপা হয় হাইড্রোমিটার দ্বারা

* CGS পদ্ধতিতে ঘনত্ব =  আপেক্ষিক গুরুত্ব

* SI  পদ্ধতিতে ঘনত্ব = 1000 X  আপেক্ষিক গুরুত্ব

* 4°C  উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক ও আয়তন সর্বনিম্ন।

* 0 C ° থেকে 10°C উষ্ণতায় গেলে জলের ঘনত্ব প্রথমে বাড়তে থাকে(4°C পর্যন্ত) ও পরে কমতে থাকে।

* 10°C থেকে 0°C উষ্ণতায় গেলে জলের ঘনত্ব প্রথম বাড়তে থাকে ও পরে কমতে থাকে।

                    আয়তন হলে উল্টো হবে à প্রথমে কমে পরে বাড়ে

* তরলের চাপ সম্পর্কিত পাস্কালের সূত্র

* আবদ্ধ তরলের যে কোন অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ অপরিবর্তিত মানে সর্বদিকে সঞ্চালিত করে।

 * স্থির তরলের ভেতর কোন বিন্দুতে চতুর্দিকে তরল সমান চাপ প্রয়োগ করে।

* পাস্কালের সূত্রের উপর ভিত্তি করে নিচের জিনিসগুলি তৈরি করা হয়েছে –

1. Hydrolic press

2.Hydrolic breaks

3.Hydr0lic lift

4. J C B

* নদী  বাঁধ দেওয়ার সময় উপরের থেকে নিচের দিকে চওড়া করা হয়, কারণ বেশি গভীরতা হলে চাপ বেশি হবে তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।

* কোন বস্তুর ঘনত্ব সব জায়গাতেই সমান।

* পৃথিবীর ঘনত্ব 5.5 gm/cm3

          এবং Black Whole  এর ঘনত্ব 100000 kg/cm3

ফিজিক্সের একসাথে সমস্ত চ্যাপ্টার গুলির PDF ডাউনলোড করুন

//বায়ুমণ্ডলীয় চাপ (Atmospheric Pressure)

* সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশে 0°C উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে।

* বায়ুমন্ডলের চাপ নির্ণয় করা হয় – বার,মিলিবার,টর একক দ্বারা

     1  বায়ুমন্ডলীয় চাপ = 1.013 x 105  পাস্কাল

     1 এক বার  = 105 পাস্কাল

     1 মিলিবার  = 100 পাস্কাল

à  গ্যাসের চাপ ম্যানোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয়।

à বায়ুর চাপ পরিমাপের যন্ত্র হলে ব্যারোমিটার। এটি তৈরি টরিসলির নীতির উপর নির্ভর করে তৈরি

ব্যারোমিটার এর পার্ট সিদ্ধান্ত আবহাওয়ার পূর্বাভাস
 পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ  হ্রাস পেল বায়ুর চাপ দ্রুত হ্রাস ও নিম্নচাপের সৃষ্টিCyclone ঝড়ের সম্ভাবনা
 পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমলে বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা
পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে সেখানে শুষ্ক বায়ু প্রবেশ করছে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকার সম্ভাবনা 

PREVIOUS YEAR MCQ( পদার্থের ধর্ম ;চাপ (Pressure)

7.         চাপ কি রাশি ? ১) স্কেলার ২) ভেক্টর ৩) দুটোই ৪) none

8.         চাপের S.I একক কী ? ১) পাস্কাল ২) হার্জ ৩) মিটার ৪) জুল

9.         ক্ষেএফল বাড়লে চাপ কী হবে ? ১) বাড়বে ২) কমবে ৩) একই থাকবে ৪) none

10.       তরলের গভীরতা বাড়লে চাপ কী হবে ? ১) বাড়বে ২) কমবে ৩) একই থাকবে ৪) none

11.       দুধ ও জলের মধ্য কার চাপ বেশি ? ১) দুধ ২) জল ৩) সমান ৪) none

12.       নদীতে বাঁধ দেওয়ার সময় নিচের অংশ মোটা ও অপরের অংশ সরু করা হয় কেন ? ১) নিচের অংশ চাপ কম ২) উপরের অংশ চাপ বেশি ৩)  নিচের অংশ চাপ বেশি ৪) none

13.       ভুপৃষ্ট থেকে যত উপরে উঠা যায় তত বায়ুর চাপ  ১) কম ২)  বেশি  ৩) একি থাকে ৪) none

14.       প্লেনে উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে কারন উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ ১) কম ২)  বেশি  ৩) একি থাকে ৪) none

15.       ঘনত্ব = ? ১) ভর + আয়তন ২) ভর – আয়তন ৩) ভর /  আয়তন ৪) ভর * আয়তন

16.       ঘনত্বের S.I একক কি ? ১) kg-m ২) kg/m ৩) kg/m2 ৪) kg/m3 

17.       কোন তাপমাত্রা জলের ঘনত্ব সর্বাধিক  হয় ? ১) 4oc  ২) 4 of  ৩) 4k   ৪) 273 oc

18.       একটি লোহার টুকরো পারদে দিলে , টুকরোটি ১) ডুবে যাবে ২) ভাসবে ৩) নাচতে থাকবে ৪) none

19.       কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন ? ১) 273oc ২) 277 k ৩) 4 F ৪) 0oc

20.       জলের উষ্ণতা 0oc থেকে 10oc নিয়ে গেলে তার ঘনত্বের কি পরিবর্তন হয় ? ১) বাড়ে ২) কমে ৩) প্রথমে বাড়ে ,পরে কমে ৪) প্রথমে কমে ,পরে বাড়ে

21.       তরলের চাপ সংক্রান্ত সূত্র দেন কোন বিজ্ঞানী ? ১) নিউটন ২) পাস্কাল ৩) আর্কিমিডিস ৪) হুক

22.       হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর ভিত্তি করে তৈরি ? ১) নিউটন সূত্র ২) পাস্কাল সূত্র ৩) আর্কিমিডিসের সূত্র  ৪) হুকের  সূত্র

23.       ব্যারোমিটারের পারদের উচ্চতার কি পরির্বতন হলে বোঝা যায় যে নিম্নচাপ হয়েছে ? ১) কমে যায় ২) বেড়ে যায় ৩) হঠাৎ করে কমে যায় ৪) none

কম্পিটিটিভ এক্সাম এর কঠিন অংক সহজ পদ্ধতিতে দেখুন

3) উদস্থিতি বিদ্যা (HydroStatics)

// আর্কিমিডিসের সূত্র

* কোন বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজন এর আপাতত হ্রাস ঘটে এই আপাত ওজন হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়।

* আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য তরল ও গ্যাসের ক্ষেত্রে। কঠিন এর ক্ষেত্রে নয়

* কৃত্রিম উপগ্রহের আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য নয়।

* বস্তুর ভার (ওজনের) সমান হয়।

* ল্যাক্টোমিটার ও হাইড্রোমিটার আর্কিমিডিসের নীতির উপর তৈরি

// প্লবতা(Buoyancy)

* স্থির তরলে বা গ্যাসীয় পদার্থের কোন বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস দ্বারা বস্তুটির ওপর লম্বভাবে উর্ধ্বমুখী প্রযুক্ত হয় তাকে প্লবতা বলে।

* প্লবতা একটি উর্ধ্বমুখী বল।

* প্লবতা সর্বদা বস্তুর ওজনের বিপরীতে অভিমুখে কাজ করে।

* প্লবতা = mg =Dvg ;  D= ঘনত্ব; V= আয়তন, g= অভিকর্ষজ ত্বরণ

* প্লবতা নির্ভর করে –

       * তরলের ডোবানো বস্তুটির আয়তনের উপর

       * যে তরলে ডোবানো হয়েছে তার ঘনত্বের উপর

// বস্তুর ভাসনের শর্ত

 W =  বস্তুর ওজন , R = নিমজ্জিত বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন

   W > R  বস্তু ডুবে যাবে

   W = R বস্তুটির তরলের যে কোন স্থানে স্থির হয়ে থাকবে।

   W < R বস্তুটি ভেসে থাকবে

* জাহাজ , Life saving belt এগুলি আর্কিমিডিসের নীতির ওপর ভিত্তির প্রয়োগ

 // সাইফন

* কোন পাত্রকে না নাড়িয়ে তার থেকে অন্য পাত্রে তরল পদার্থ স্থানান্তরিত করার জন্য সাইফন ব্যবহৃত হয়।

Notes- 

1) একটি বরফ জলে দিলে বরফটির  অংশ ভাসবে ও    অংশ ডুবে থাকবে।

2) এক  কেজি তুলো  এক কেজি লোহা অপেক্ষা ভারী।

3) জলে এক টুকরো বরফ রাখা হল, বরফ গলার পর তরলের আয়তন একই থাকবে।

PREVIOUS YEAR MCQ( পদার্থের ধর্ম ;উদস্থিতি বিদ্যা (HydroStatics)

24.       তরলের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কী ? ১) হাইগ্রোমিটার  ২) হাইড্রোমিটার ৩) ল্যাক্টোমিটার ৪) মনোমিটার 

25.       হাইড্রোমিটার ও ল্যাক্টোমিটার কোন নীতির উপর ভিত্তি করে তৈরি ? ১) নিউটন সূত্র ২) পাস্কাল সূত্র ৩) আর্কিমিডিসের সূত্র ৪) জুলের সূত্র

26.       কোথায় আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য নয় ? ১) ভুপৃষ্টে ২) নদীতে ৩) পুকুরে ৪) কৃত্রিম উপগ্রহে

27.       তরল  যে উর্ধ্মুখী বল প্রয়োগ করে তাকে কি বলে ? ১) প্লবতা ২) পাস্কাল  ৩) নিউটন ৪) আয়তন

28.       প্লবতার বল কোন দিকে ? ১) উর্ধ্মুখী  ২) নিম্নমুখী ৩) দুটোই ৪) none

29.       প্লবতা কিসের উপর নির্ভর করে ? ১) তরলে ডোবানো বস্তুটির আয়তনের উপর ২) যে তরলে ডোবানো হয়েছে তার ঘনত্বের উপর ৩) দুটোই ৪) কোনটিই নয়

30.       একটি বরফ কে জলে দিলে বরফটির কত অংশ  ভাসবে ? ১) সম্পূর্ন অংশ  ২)  ½ অংশ ৩) 1/10 অংশ  ৪) 1/3 অংশ

31.       জলে একটি বরফ রাখা হল , বরফ গললে জলের আয়তন ১) একই থাকবে ২) বাড়বে ৩) কমবে ৪) none

4) পৃষ্ঠটান (Surfacetension)

// Cohesive Force (সংশক্তি বল)

* একই প্রকার অনুর মধ্যে  যে বল ক্রিয়া করে।

* এই বল সব দিকে সমান।

* পৃষ্ঠটানের কারণ হল সংশক্তি বল।

* উদাহরণ – জল

// Adhesive Force (অসমঞ্জস্য বল)

* ভিন্ন ধরনের অনুর মধ্যে আকর্ষণ

* উদাহরণ – ফেভিকল

// পৃষ্ঠটান

* তরলের যে ধর্মের জন্য এর মুক্ত পৃষ্ঠদেশ টান করা স্থিতিস্থাপক পদার্থের মতো আচরণ করে এবং মুক্ত পৃষ্ঠে সর্বদাই সংকুচিত হয়ে ন্যূনতম আকার পেতে চায় , তরল পৃষ্ঠের এই সংকোচন ধর্মকে তরলের পৃষ্ঠটান বলে।

* অর্থাৎ তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা হ্রাস করতে চায় যে টানের জন্য সেই টান কে বলে পৃষ্ঠটান।

* পৃষ্ঠটান (T)= বল / দৈর্ঘ্য   T =F/L

* CGS  একক dyne/cm         মাত্রা =[MT-2]

* SI  একক Newton/m

// আন্ত আণবিক বল দ্বারা পৃষ্ঠটানের ব্যাখ্যা

* আন্তঃআণবিক বল সব থেকে বেশি কঠিন পদার্থের

à ক্রম =  কঠিন>তরল>গ্যাস

 * জলের মাঝে অনুগুলির সব দিকে সমান আকর্ষণ করছে তাই ওর টান কম কিন্তু জলের উপরিতলের অনুগুলি নিচের দিকে বেশি টান  দিচ্ছে তাই সংকুচিত হতে চায়।

 // পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে

1) তরলের উষ্ণতা :-

 – উষ্ণতা বাড়ালে তরলের আন্ত আণবিক বল কমে যায় ফলে পৃষ্ঠটান কমে।

প্রয়োগ

 a) জামা কাপড় পরিষ্কার করতে গরম জল ব্যবহার করা হয় ফলে পৃষ্ঠটান কমে তাই জলের অনুগুলি মুক্তভাবে কাপড়ের ময়লার ভেতর প্রবেশ করে ও  ময়লা কে আলাদা করে।

b) শীতকালে তাপমাত্রা কম হওয়ার দরুন পৃষ্ঠটান বাড়ে তাই গ্রামের পুকুরে পোকামাকড় হেঁটে বেড়ায় ও গ্রীষ্মকালের তাপমাত্রা বেশি তাই পৃষ্ঠটান কম ও পোকামাকড় জড়ের উপর দিয়ে যেতে পারে না।

2) দূষণের/অপদ্রব্যের প্রভাব

* তরলে  অপদ্রব্য মিশলে তরলটির পৃষ্ঠটান কমে যায়

প্রয়োগ

a) জলের উপর তেল ছড়িয়ে দিলে তা চারিদিকে ছড়িয়ে পড়ে।

b) জামা কাপড় পরিষ্কার করতে  জলে ডিটারজেন্ট ব্যবহৃত হয়।

c) আগেকার দিনের সমুদ্রে প্রবল ঢেউ এ সমুদ্র উত্তাল হয়ে যেত ফলে ওর উপর তেল ঢালা হত ফলে জলের পৃষ্ঠটান পৃষ্ঠটান কমে যেত ও ঢেউ আলগা হয়ে যেত ও শক্তি কমে ও সমুদ্র শান্ত হয়ে যেত।

3) তরলের উপরিস্থ মাধ্যম

 * তরলের উপরিতলর উপরে যদি জলীয় বাষ্প বেশি থাকে তবে জলীয় বাষ্প দ্বারা জলের উপরের তলকে টানতে থাকে তাই তরলের আন্তঃআণবিক আকর্ষণ বল কমে। ফলে পৃষ্ঠটান কমে

4) তরলে দ্রবীভূত বস্তুর উপস্থিতি

* তরলে à জৈব বস্তু à পৃষ্ঠটান কমে

   অজৈব বস্তু à  পৃষ্ঠটান বাড়ে

* সাবান জৈব বস্তু তাই জলে সাবান ডিটারজেন্ট মেশালে জলের পৃষ্ঠটান কমে

//পৃষ্ঠটানের ব্যবহারিক প্রয়োগ

  1. বৃষ্টির ফোঁটা গোলাকার হয় –  তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা হ্রাস করতে চায়, সমান আয়তন বিভিন্ন বস্তুর মধ্যে গোলকের ক্ষেত্রফল সব থেকে কম।
  2. মাকড়সা জলের উপর দিয়ে হেটে যায়
  3.  ছবি আঁকা তুলি জল থেকে তুললে গুটিয়ে যায় –  তুলি যখন জলে ছিল তখন তার নিচের অংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল কিন্তু যখন জল থেকে উপরের তোলা হল তখন তুলে রঙের ফাঁকে যে জলগুলি ছিল তার সংকুচিত হতে চায় তাই তুলে রোমগুলি কাছাকাছি আসে ফলে গুটিয়ে যায়।
  4. সুচে সুতো লাগানোর আগে তা থুতুতে ভেজানো হয়।
  5.  জলের উপর সাবধানে একটি তেলবিহীন  সুচ রাখলে তা  ভাসতে থাকে।
  6.  দাড়ি কামানোর ব্লেড জলে দিলে তা ভাসতে থাকে।
  7.  বর্ষাতির ওপর ছাতার উপর জল পড়লে ধরে থাকে না  কারণ জল কণাগুলি গোলাকৃতি হয়ে তার নিচে পড়ে যায়।
  8.  এক টুকরো বরফ জলে ফেলে দিলে এদিক ওদিক এলোমেলো করে 
  9. গরম খাবার খেলে সুস্বাদু লাগে –  গরম খাওয়ার এর পৃষ্ঠটান কম তাই কণাগুলো এদিক ওদিক ছুটতে থাকে তাই সুস্বাদু লাগে।

// কৈশিকত্ত ও কৈশিক ক্রিয়া (Capillariey and Capillary action)

* কৈশিক নল দ্বারা তরলের উচ্চতা তরল পৃষ্ঠ এর উপরে ওঠার ঘটনা কৈশিকত্ব বলে।

* কৈশিকতা হয় জলের পৃষ্ঠটানের জন্য।

* কৈশিক নলে জল ওঠার কারণ পৃষ্ঠটান।

// নিচের ঘটনাগুলি কৈশিকতার জন্য ঘটে

  1. উদ্ভিদেরা জাইলেম কলা দ্বারা মাটির জল শোষণ করে পাতায়  পৌঁছায়।
  2. তোয়ালা দিয়ে গা মোছা।
  3. লম্ফ হ্যারিকানের বাতি জ্বালানো।
  4. টেবিলে জল পড়লে সুতির কাপড় দিয়ে মুছলে তার শুষে নেয়।
  5. ব্লটিং কাগজের দ্বারা কালি শুষে নেওয়া।
  6. বর্ষাকালে মাটির দেওয়াল ভিজে যায়।
  7. মাটির তুলনায় বালি অনেক  শুষ্ক।
  8. স্পঞ্জ দ্বারা জল শোষণ।

   5)  সান্দ্রতা (Viscocity)

* যে ধর্মের জন্য তরল তার অন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে তরলের সান্দ্রতা বলে।

* তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা হ্রাস পায়।

* তাপমাত্রা বাড়ালে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়।

**  সান্দ্রতাঙ্ক (Coefficient of viscosity)

àCGS – Poise or dyne – sec/cm2

àSI – Deca Poise or Newton -sec/m2

//বার্নোলির উপপাদ্য

* কোন বিন্দুতে প্রবাহের বেগ বৃদ্ধি পেলে ওই স্থানের চাপ কম হবে। 

                                                        [ স্থিস্তিশক্তি+গতিশক্তি+চাপ শক্তি = ধ্রুবক ]

* বার্নোলির উপপাদ্য আদর্শ তরলের শক্তির সংরক্ষণ মেনে চলে।

// বার্নোলির উপপাদ্য তথা সান্দ্রতার উদাহরণ /  প্রয়োগ

  1. কিছুটা দূরত্বে দুটি ইট রেখে তার ওপর একটি কাগজ রেখে কাগজটিকে উপর থেকে ফু দিলে সেটি নিচের দিকে ঝুঁকে যায়।
  2.  প্রচন্ড ঝড়ে চাল বা ছাউনি  উড়ে যায় কারণ, ঝড় হলে ছাউনির উপরে বায়ুর বেগ বৃদ্ধি পায় ফলে চাপ কমে কিন্তু নিজের বায়ু স্থির থাকার জন্য উপরের দিকে বায়ুর চাপ দিতে থাকে ফলে ছাউনি উপরের দিকে উড়ে যায়।
  3.  যখন দুটি ট্রেন পাশাপাশি চলে তখন তাদের মধ্যে কার বায়ুর বেগ বেশি হয় ফলে চাপ কম হয় তাই ট্রেন দুটির মধ্যে চাপ কমে যাওয়ার জন্য ট্রেন দুটি কাছাকাছি এসে এসে এক্সিডেন্ট ঘটাতে পারে [ দুটি জাহাজ পাশাপাশি চলতে থাকলে জাহাজ দুটি কাছাকাছি চলে আসার সম্ভাবনা থাকে এই কারণের জন্য ]
  4.  একটি ট্রেন অতিক্রম করার সময় তার সামনে দাঁড়ানো বিপদজনক কারণ বেগ বাড়লে ওর পাশের বায়ুর চাপ কমে কিন্তু ট্রেন থেকে দূরের স্থানের বায়ুচাপ বেশি থাকে ফলে ব্যক্তিকে বেশি চাপে থেকে কম চাপের দিকে ঠেলে দেয় অর্থাৎ ট্রেনের দিকে ঠেলে দেয়।
  5. এরোপ্লেনের ডানার  উপরের তল বাইরের দিকে বাঁকানো থাকে এবং নিচের তল ভিতরের দিকে থাকে এর ফলে ডানার উপরিতলের চাপ কমে তাই এরোপ্লেন উপরের দিকে উড়ে যায়।
  6.  বোলার রা বলের একদিকে থুতু লাগিয়ে ঘষে মসৃণ করে তাই যেদিকটা মসৃণ করে সেদিকে বায়ুর বেগ বেশি হয়, অপরদিকে বেশ কম হয়। যেদিকে মসৃন তল সেই দিকে বেঁকে যায় ফলে বল spin খায়।
  7. স্প্রেয়ার মেশিন দিয়ে ঔষধ স্প্রে করা হয়।
  8. রাস্তায় বোমা ফাটালে  কাঁচ ঘরে না পড়ে জানালার বাইরে পড়ে।
  9. ঘূর্ণিঝড়ে পাতা ঘুরতে থাকে ।

ফিজিক্সের একসাথে সমস্ত চ্যাপ্টার গুলির PDF ডাউনলোড করুন

PREVIOUS YEAR MCQ( পদার্থের ধর্ম ;পৃষ্ঠটান (Surfacetension)

32.       বৃষ্টির ফোঁটা গোলাকার এটি কোন ধর্মের জন্য দায়ী ? ১) সান্দ্রতা ২) পৃষ্টটান ৩) প্লবতা ৪) ঘনত্ব

33.       তরলের উষ্ণতা বাড়লে তার  পৃষ্টটান ১) বাড়ে ২) কমে ৩) একই থাকে ৪) none

34.       ময়লা জামাকাপড় পরিস্কারের জন্য জল গরম করা হয় কারন এতে জলের পৃষ্টটান ১) বাড়ে ২) কমে ৩) একই থাকে ৪) none

35.       ছবি আঁকার তুলি জল থেকে তুললে গুটিয়ে যায় ,কিসের জন্য ১) সান্দ্রতা ২) পৃষ্টটান ৩) ঘনত্ব ৪) প্লবতা 

36.       জলের উপর সাবধানে একটি তেল বিহীন সূচ রাখলে ভাসতে থাকে কিসের জন্য ১) সান্দ্রতা ২) পৃষ্টটান ৩) ঘনত্ব ৪) প্লবতা 

37.       উদ্ভিদের জাইলেম কলা দ্বারা মাটির জল শোষন করে পাতাতে নিয়ে যায় , এটি কিসের জন্য ? ১)সান্দ্রতা  ২) কৈশিকতা ৩)প্লবতা  ৪) ঘনত্ব 

38.       টেবিলে জল পড়লে , সুতির  কাপড় দিয়ে মুছলে শুষে নেয়, এটি কিসের জন্য হয় ? ১)সান্দ্রতা  ২) কৈশিকতা ৩)প্লবতা  ৪) ঘনত্ব 

39.       ব্লটিং পেপার দ্বারা কালি শুষে নেয় ,  এটি কিসের জন্য হয় ? ১)সান্দ্রতা  ২) কৈশিকতা ৩)প্লবতা  ৪) ঘনত্ব

40.       সান্দ্রতার একক কি ১) n/m ২) নিউটন ৩) পইজ ৪) ডাইন

41.       তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা ১) বাড়ে ২) কমে ৩) একই থাকে ৪) none

42.       কোন স্থানে প্রবাহের বেগ বৃদ্ধি পেলে, ঐ স্থানের চাপ কী হয় ? ১) বাড়ে ২) কমে ৩) একই থাকে ৪) none

43.       কোন স্থানে প্রবাহের বেগ বৃদ্ধি পেলে, তার চাপ কমে । এটি কার সূএ ?১) আর্কিমিডিস ২) পাস্কাল ৩) বার্নোলি ৪) জুল

44.       প্রচন্ড ঝড়ে ঘরের চাল উড়ে যায় কেন ? ১) চালের উপর বায়ুচাপ বেশি হয় ২) চালের উপর বায়ুচাপ কম হয়  ৩) বায়ুচাপের উপর নির্ভরশিল নয় ৪) none

44.1. রাস্তাতে বোমা ফাটালে রাস্তার কাচ ঘরে না পড়ে বাইরে পড়ে কেন ? ১) ভেতরের বায়ুচাপ কম হয় ২) বাইরের বায়ুচাপ বেশি হয় ৩) বাইরের বায়ুচাপ কম হয়  ৪) none

45.একটি হাইড্রোজেন ভর্তি বেলুন অধিক উচ্চতায় ফেটে যায় , এর কারন কী ? ১) বেলুনের ভেতরের চাপ কম হয় ২) বেলুনের ভেতরের চাপ বেশি হয় ৩) বেলুনের তল গলে যায় ৪) এটা স্বাভাবিক ঘটনা

45.1 বাতাসের ঘনত্ব  1.30 g/lit , 7. 8gm ভরের  বাতাসের আয়তন কত ? ১) 6 lit ২) 10 lit ৩) 6.5 lit ৪) 10.10 lit

45.2 যদি একটি নৌকা নদী থেকে সমুদ্রে যায় তবে ভাসতে থাকে কারন ১) সমুদ্রের জল গরম ২) সমুদ্রের জলে নৌকার বেগ বেশি ৩) নদীর জলে ঘনত্ব বেশি ৪) সমুদ্রের  জলের ঘনত্ব বেশি

46. পুর্ণ স্থিতিস্থাপক বডির e ( coefficient restitution ) এর মান কত ? ১) 0 ২) 1 ৩) ½ ৪) 1/3

47. জাহাজ জলে ভাসে , প্রথমে কোন বিজ্ঞানীর ধারনাগত হয় ? ১)পাস্কাল  ২) নিউটন ৩) আর্কিমিডিস ৪) কেপলার

48. যখন কোন বস্তুকে স্থির তরলে ও গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ন রুপে নিমজ্জিত করা হয় তখন বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজন , বস্তুর ওজনের সাথে সমান হয় , এটি কোন সুত্র ? ১)পাস্কাল  ২) নিউটন ৩) আর্কিমিডিস ৪) কেপলার

49. জাহাজের বেগ বাড়ানো , এটি কোন নীতির উপর ? ১)পাস্কাল  ২) নিউটন ৩) আর্কিমিডিস ৪) কেপলার

50. চাপ = ১) বল * ক্ষেত্রফল ২) বল / ক্ষেত্রফল ৩) বল / আয়তন ৪) ভর/আয়তন

51. জলের ঘনত্ব কত ? ১) 1000kg/m3  ২) 10kg/m3  ৩) 1 kg/m3  ৪) 2 kg/m3

52. বরফের টুকরো জলে ভাসে কারন এর ঘনত্ব ১) জলের থেকে বেশি ২) জলের থেকে কম ৩) 0 ৪) জলের ঘনত্বের  সমান

53. চাপ হল ১) একক আয়তনের ওজন ২) একক ক্ষেত্রফলে বল ৩) একক আয়তনে ঘনত্ব ৪) একক আয়তনে ভর

54. ঘনত্ব হল ১) একক আয়তনে ওজন ২) একক ক্ষেত্রফলে বল ৩) একক আয়তনে ঘনত্ব ৪) একক আয়তনে ভর

55. কোন বস্তুর ঘনত্ব ও জলের ঘনত্বের অনুপাতকে কি বলে ? ১) আপেক্ষিক ঘনত্ব ২) আপেক্ষিক ভর ৩) আপেক্ষিক আয়তন ৪) none

ANSWER

1.c        2.c        3.d       4.a       5.b       6.c        7.a       8.a       9.b       10.a

11.a     12.c      13.a     14.a     15.c      16.d     17.a     18.b     19.b     20.c

21.b     22.b     23.c      24.c      25.c      26.d     27.a     28.a     29.c      30.c

31.a     32.b     33.b     34.b     35.b     36.b     37.b     38.b     39.b     40.c

41.b     42.b     43.c      44.b     44.1-c  45.b     45.1-a  45.2-d  46.b     47.c

48.c      49.c      50.b     51.a     52.b     53.b     54.d     55.a

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top