Waves (তরঙ্গ) ব্যাখ্যা & MCQ(7)

Waves (তরঙ্গ) – পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ব্লগে আপনি তরঙ্গের সংজ্ঞা, প্রকারভেদ, গতি, ও পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাবেন। SSC, RRB, WBCS, ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একদম উপযুক্ত

Waves (তরঙ্গ)

a) যান্ত্রিক তরঙ্গ(Mechanical Wave)

যে সমস্ত তরঙ্গ শূন্য মাধ্যমে মধ্যে দিয়ে যেতে পারে না, এদের গমন করতে কঠিন তরল ও গ্যাসীয় মাধ্যমের প্রয়োজন তাদের যান্ত্রিক তরঙ্গ বলে।

যেমন – শব্দ তরঙ্গ

à যান্ত্রিক তরঙ্গের প্রধান বৈশিষ্ট্য 2টি হল – 1) Elasticity  2) Inertia

à যান্ত্রিক তরঙ্গ দু  প্রকার –

// তির্যক তরঙ্গ (Transverse)

* Waves (তরঙ্গ)গতির অভিমুখে কণাগুলো লম্বভাবে কম্পিত হয়

 বৈশিষ্ট্য :-

* এটি কঠিন এবং তরলের কম্পিত হয় কিন্তু তরল বা গ্যাসের ভেতরে কম্পিত হয় না।

* দুটি Crest মধ্যবর্তী দূরত্বকে বলে তরঙ্গ দৈর্ঘ্য (⋋)

2) অনুদৈর্ঘ্য তরঙ্গ(longitudinal wave)

* তরঙ্গের গতির অভিমুখ কনাগুলি সমান্তরাল (Parallel) ভাবে

কম্পিত হয়। যেমন – শব্দ তরঙ্গ

বৈশিষ্ট্য – এটি কঠিন তরল ও গ্যাসীয় মাধ্যমের ভিতর কম্পিত হয়

 b) Electromagnetic Wave (তড়িৎ চুম্বকীয় তরঙ্গ)

* যে সমস্ত Waves (তরঙ্গ)প্রবাহের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয় না শূন্য মাধ্যমে যাতায়াত করতে পারে তাকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে।

àউদাহরন – X-ray,UV Re,visible light,Infrared, microwave, radio wave

বৈশিষ্ট্য :-

* তরঙ্গ বিস্তারে কোন মাধ্যমর প্রয়োজন হয় না

* এই তরঙ্গ শূন্যস্থানে চলে 3x 108 m/sec বেগে

* এই তরঙ্গ পরস্পর লম্বভাবে অবস্থান করে

1)Gama ray

* ভেদন ক্ষমতা সর্বাধিক

* ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয়

* আমাদের গুদামে এটি ব্যবহার হয়

* শরীরের সবথেকে বেশি ক্ষতি করে

* তেজস্ক্রিয় মৌল থেকে gama ray নির্গত হয়

2) X ray

* আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন।

* হাড়,দাঁত,গহনা ছেদ করতে পারেনা,তাই হাড়ের পরীক্ষা তে ব্যবহার হয়।

* 6 রন্টজেনের বেশি হলে ক্ষতি হয় ( x ray এর মান)

3) UV ray / Ultraviolet ray (অতিবেগুনি রশ্মি)

* বায়ুমন্ডলের স্ট্যাটোস্ফিয়ারে ওজন স্তর রয়েছে যা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে।

à এই রশ্মি আমাদের চামড়ার ক্যান্সার ঘটায়।

* কালো লোকের চামড়ার নিচে মেলানির নামক একপ্রকার রঞ্জক থাকে যা আমাদের চামড়ার ক্যান্সার থেকে রক্ষা করে।

* ব্যাকটেরিয়া ধ্বংস করতে Fingure Print এর কাগজে, ডিমের বিশুদ্ধতা যাচাই করতে এই রশ্মি ব্যবহার করা হয়

4) দৃশ্যমান আলোক রশ্মি (Visible Rays)

* আবিষ্কার করেন নিউটন

* তরঙ্গ দৈর্ঘ্য 3.9 x 10-7 থেকে 7.8 x 10-7 m

5) Infrared Rediation (অবলোহিত রশ্মি)

* টিভির রিমোটে এই তরঙ্গ ব্যবহার হয়।

* CCTV  ক্যামেরা তে যে লাল আলো জলে।

* বায়ুমণ্ডল গরম হয় সূর্যের অবলোহিত রশ্মির জন্য।

* এটি অন্ধদের দেখতে ব্যবহার হয়। এটি তাপ উৎপন্ন করে 

6) মাইক্রোওয়েভ(Microwave)

* Dish Tv এর Set top box এ এটি ব্যবহার হয়।

* মোবাইল টাওয়ার।

* মাইক্রোওভেন এ ব্যবহার হয়।

* Speed gun (গাড়ি দেখে তার গতি নির্ণয় করা যায়) এ ব্যবহার হয়।

7) রেডিও ওয়েভ (Radio wave)

* বেতার,রেডি ও টেলিভিশন এর প্রচার এ ব্যাবহার হয়। 

* টেলিফোনে এটি ব্যবহার হয়।

Note à

                                    তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে   (Left ToRight)

Gama ray : X ray : UV : Visible : Microwave : Radiowave

                                        কম্পাঙ্ক বাড়ে(Right to Left)

* তাই gama ray এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম ও রেডিও ওয়েভের সব থেকে বেশি

 এবং gama এর কম্পাঙ্ক সর্বাধিক ও রেডিও ওয়েভের সর্বনিম্ন

* সব থেকে বেশি দূরত্ব যায় রেডিও ওয়েভ

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য

* এই তরঙ্গ আবিষ্কার করেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল

* শূন্যস্থানে বেগ 3 x 10 8 m/sec

* শক্তি(E) =h  (তাই শক্তি বাড়লে ভেদন ক্ষমতা বাড়ে)

* আধান-শূন্য

* তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না 

কম্পিটিটিভ এক্সাম এর কঠিন অংক সহজ পদ্ধতিতে দেখুন

ফিজিক্সের একসাথে সমস্ত চ্যাপ্টার গুলির PDF ডাউনলোড করুন

Waves (তরঙ্গ)  MCQ

ALL QUESTIONS ARE TAKEN FORM  RRB (NTPC,GrD,TECH,ALP,JE);  SSC (CGL,CHSL,MTS,GD,STENO),WBPSC(WBCS,FOOD SI,CLERKSHIP,MISC.) WBP(COST. & SI)  KP(COST. & SI) FROM THE YEAR 2000- 2024

1.            যে তরঙ্গ প্রবাহের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয় না তাকে কী বলে ? ১) অনুদৈর্ঘ্য ২) তীর্যক ৩) যান্ত্রিক ৪) তড়িতচুম্বকীয়

2.            আলো কী তরঙ্গ ? ১) অনুদৈর্ঘ্য ২) তীর্যক ৩) যান্ত্রিক ৪) তড়িতচুম্বকীয়

3.            শব্দ কী তরঙ্গ ? ১) তড়িৎচুম্বকীয় ২) তীর্যক ৩) অনুদৈর্ঘ্য ৪) none

4.            তীর্যক তরঙ্গে কণাগুলি তরঙ্গের গতির অভিমুখের সাথে কেমন ভাবে থাকে ১)লম্বভাবে ২) সমান্তরাল ভাবে ৩) গোলিয়ভাবে ৪) none

5.            অনুদৈর্ঘ্য তরঙ্গে কণাগুলি তরঙ্গের গতির অভিমুখের সাথে কেমন ভাবে থাকে ১)লম্বভাবে ২) সমান্তরাল ভাবে ৩) গোলিয়ভাবে ৪) none

6.            তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি কার ? ১) গামা রশ্মি ২) এক্স- রশ্মি ৩) মাইক্রোওয়েভ ৪) রেডিও ওয়েভ

7.            তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম কার ? ১) গামা রশ্মি ২) এক্স- রশ্মি ৩) মাইক্রোওয়েভ ৪) রেডিও ওয়েভ

8.            কম্পাঙ্ক সবথেকে কম কার ? ১) গামা রশ্মি ২) এক্স- রশ্মি ৩) মাইক্রোওয়েভ ৪) রেডিও ওয়েভ

9.            কম্পাঙ্ক  সবথেকে বেশি  কার ? ১) গামা রশ্মি ২) এক্স- রশ্মি ৩) মাইক্রোওয়েভ ৪) রেডিও ওয়েভ

10.          কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক ? ১) X ২) আলফা ৩) বিটা ৪) গামা

11.          তেজস্ক্রিয় মৌল থেকে কোন রশ্মি নির্গত হয় ? ১) গামা ২) এক্স ৩) UV ৪) none

12.          ভেদন ক্ষমতা সর্বাধিক কার ? ১) গামা ২) এক্স ৩) UV ৪) none

13.          মানুষের সবথেকে বেশি ক্ষতি করে কোন রশ্মি ? ১) গামা ২) এক্স ৩) UV ৪) none

14.          X- রশ্মি আবিস্কার করেন কোন বিজ্ঞানী ? ১) নিউটন ২) রন্টজেন ৩) জুল ৪) হুক

15.          হাড়ের ছেদ আছে কিনা তা কোন রশ্মির পরীক্ষাতে জানা যায় ? ১) গামা ২) এক্স ৩) UV 4) অবলোহিত রশ্মি

16.          ডিমের বিশুদ্ধতা যাচাই করতে কোন রশ্মি ব্যাবহার করা হয় ? ১) গামা ২) এক্স ৩) UV 4) অবলোহিত রশ্মি

17.          UV রশ্মি থেকে বাঁচায় বায়ুমণ্ডলের কোন স্তর ? ১) ট্রপোস্ফিয়ার ২) স্ট্রাটোস্ফিয়ার ৩) মেসোস্ফিয়ার ৪) none

18.          কোন রশ্মি থেকে ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ? ১) গামা ২) এক্স ৩) UV   ৪) অবলোহিত রশ্মি

19.          বায়ুমন্ডল গরম হয় কোন রশ্মির প্রভাবে ? ১) গামা ২) এক্স ৩) UV   ৪) অবলোহিত রশ্মি

20.          টিভির রিমোটে কোন তরঙ্গ ব্যবহৃত হয় ? ১) গামা ২) এক্স ৩) UV   ৪) অবলোহিত রশ্মি

21.          ডিশটিভি ও setup box এ কোন তরঙ্গ ব্যাবহৃত হয় ? ১) গামা ২) এক্স ৩) অবলোহিত ৪) মাইক্রোওয়েভ   

22.          টেলিফোনের টাওয়ারে কোন তরঙ্গ ব্যাবহৃত হয় ? ১)মাইক্রোওয়েভ ২) রেডিও তরঙ্গ ৩) a+b ৪) none

23.          দৃশ্যমান আলো কে আবিস্কার করেন ? ১) নিউটন ২) ম্যক্সওয়েল ৩) জুল ৪) পাস্কাল

24.          তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোন বিজ্ঞানী আবিস্কার করেন ? ১) নিউটন ২) ম্যক্সওয়েল ৩) জুল ৪) পাস্কাল

ANSWER

1.d          2.d          3.c          4.a          5.b          6.d          7.a          8.d          9.a          10.c

11.a        12.a        13.a        14.b       15.b       16.c        17.b       18.c        19.d       20.d

19.d       20.d       21.d       22.c        23.a        24.b

কম্পিটিটিভ এক্সাম এর কঠিন অংক সহজ পদ্ধতিতে দেখুন

ফিজিক্সের একসাথে সমস্ত চ্যাপ্টার গুলির PDF ডাউনলোড করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top