শব্দ (Sound) –ব্যাখ্যা & MCQ প্রশ্ন|

শব্দ (Sound) পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ব্লগে আপনি শব্দের সংজ্ঞা, উৎস, গতি, প্রকারভেদ, চারিত্রিক বৈশিষ্ট্য, ও পরীক্ষাভিত্তিক প্রশ্নোত্তর পাবেন। SSC, RRB, WBCS, WBP সহ সব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী।

*শব্দ (Sound)

– Longitudinal Wave (অনুদৈর্ঘ্য তরঙ্গ)

               – যান্ত্রিক তরঙ্গ (mechanical wave)

               – স্থিতিস্থাপক তরঙ্গ

* শব্দ শূন্যস্থানে গমন করতে পারে না।

* শব্দ তরঙ্গের বিস্তারের সময় ও মাধ্যমের কণাগুলো স্থানচ্যুত হয় না

//কম্পাঙ্কের উপর ভিত্তি করে শব্দ (Sound) তিন প্রকার

শব্দেত্তর শব্দ(Infrasonic sound)শ্রুতিগোচর শব্দ(Audiable Sound)শব্দোত্তর(Ultrasonic Sound)
 কম্পাঙ্ক 20 HZ এর কম কম্পাঙ্ক 20 HZ থেকে 20000 HZ এর মধ্যে কম্পাঙ্ক 20000 HZএর বেশি
 মানুষ শুনতে পায় না মানুষ শুনতে পায় মানুষ শুনতে পায় না
উদা- পাখি ওড়ার শব্দ পেন্ডূলামের দোলার শব্দ ভূমিকম্পের শব্দ মানুষের হার্টবিটউদা -গভীর সমুদ্রে মাছ ধরার জন্য ব্যবহৃত শব্দ  পানীয় জল ও দুধ জীবাণুমুক্ত করতে  সমুদ্রের মধ্যে ডোবা পাহাড়ের অবস্থান জানতে USG / ECG

// Ultrasonic Sound এর কিছু বৈশিষ্ট্য

* এটি প্রথম প্রস্তুত করেন Galton

* এই শব্দ উৎপন্ন করা হয় Piezo Electronic Method দ্বারা

* 50000 HZ কুকুর পর্যন্ত শব্দ শুনতে পায় তাই একে গোয়েন্দার কাজে ব্যবহার করা হয়।

* কিছু পাখি,বাদুড়,ডলফিন প্রভৃতিরা এই শব্দ উৎপন্ন করতে পারে ও এরা এই শব্দ শুনতে পায়।

* বাদুড় এই Ultrasonic Sound  উৎপন্ন করে অন্ধকার গমন করতে পারে।

// SONAR

* পুরো নাম Sound Navigation And Ranging

* সমুদ্রের গভীরতা বা ভেতরের কিছু অবস্থান জানতে এই যন্ত্র ব্যবহার করা হয়।

* এতে Ultrasonic Sound উৎপন্ন করা হয়।

* এটি শব্দের প্রতিধ্বনির (Echo) প্রয়োগ

RADAR – Radio Detention And Ranging

* বায়ুতে শব্দের বেগ প্রায় 332 m/sec

* Subsonic :- যেসব বস্তুর বেগ শব্দের বেগের থেকে কম

* Hypersonic: – যেসব বস্তুর বেগ শব্দের বেগের থেকে বেশি

* Supersonic : – যে সব বস্তুর বেগ শব্দের বেগের 5 গুণ

* Mac Number :-

// শব্দের বেগ

* শব্দ (Sound) শূন্যস্থানে যেতে পারে না। গমন করতে কোন মাধ্যমের প্রয়োজন হয় 

* শব্দের বেগ সবথেকে বেশি কঠিন মাধ্যমে

        ক্রম :- কঠিন >তরল >গ্যাস

* শব্দের বেগ প্রথম নির্ণয় করেন নিউটন

* তার মতে শব্দের বায়ুতে বেগ 280 m/sec

* এটিকে সংশোধন করে সঠিক শব্দের বেগ নির্ণয় করে ল্যাম্পলাস। তার মতে বায়ুতে শব্দের বেগ 332 m/sec

* বায়ুতে শব্দের বেগ 332 m/sec ও আলোর বেগ 3 x 10 8 যা অনেক বেশি তাই বাজ পড়লে আগে আলো দেখি ও পরে তার শব্দ শোনা যায়।

* শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য ও বেগের পরিবর্তন হয় কিন্তু কম্পাঙ্কের কোন পরিবর্তন হয় না।

* এইজন্য শব্দের বেগ কম্পাঙ্কের উপর নির্ভর করে না।

à কিছু মাধ্যম শব্দের বেগ –

বায়ু মাধ্যম – 332 m/sec                         অ্যালুমিনিয়াম – 6420 m/sec

জল মাধ্যম – 1493 m/sec                     [শব্দের বেগ লোহার থেকে স্টিলে বেশি]

লোহা মাধ্যম – 5130 m/sec

শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে

1) চাপ – শব্দের বেগ চাপের উপর নির্ভর করে না।

2) ঘনত্ব – কঠিন>তরল>গ্যাসীয়

* গ্যাসীয় মাধ্যমে –  ঘনত্ব বাড়লে শব্দের বেগ কমবে V

3) উষ্ণতা – উষ্ণতা বাড়লে মাধ্যমের ঘনত্ব কমে তাই শব্দের বেগ বাড়বে V

* প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ বাড়ে 0.61 m/sec বা 61 cm/sec

* তাই শীতকালের থেকে গ্রীষ্মকালে বেশি শব্দ শোনা যায়।

4) আর্দ্রতা (Humidity)

* বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে ওর ঘনত্ব কমে তাই শব্দের বেগ বাড়ে, এই জন্য অন্য সময়ের তুলনায় বর্ষাকালে বেশি জোরে শব্দ শোনা যায়। 

5) স্থিতিস্থাপক(Elasticity)      সমানুপাতিক                              স্টিল> লোহা

6) আণবিক ভর (Molecular Weight)

 আণবিক ভর

[ O2 এর আণবিক ভর N2 এর তুলনায় বেশি তাই O2  এর N2 তে শব্দের বেগ বেশি]

* জলের ভেতরে কোন শব্দ করলে স্থলে সেই শব্দে শোনা যাবে না।

Problems:-

1) 20° C উষ্ণতায় শব্দের বেগ 330 m/sec, 25°C উষ্ণতায় শব্দের বেগ কত ?

      5 x 0.6 = 3m   ‘.’ 330 + 3 = 333 m/sec

2) কোনটির মধ্য দিয়ে শব্দের বেগ বেশি a) Cl  b) He   c) H    d) O2

à সবথেকে হাইড্রোজেনের আণবিক ভর কম তাই হাইড্রোজেনের সব থেকে বেশি

3) কোন তাপমাত্রায় শব্দের বেগ, 0°C উষ্ণতার দ্বিগুণ হবে ?

    T1=0°C à 0+273 k = 273 ; V1 = 330 m/sec   ; V2 =2 X 330 = 660 sec  , T2 = ?

 à  àT2 = 273 x 4 =1092 ; T2 = 1092 -273 = 819 °C

// সুর যুক্ত শব্দের বৈশিষ্ট্য

                                      –  প্রাবাল্য তীব্রতা

                                       –  কম্পাঙ্ক

                                       –  গুণ/জাতি

1)প্রাবাল্য(Intensity)/তীব্রতা(Loudness)

* শব্দ কতটা জোরে আমাদের কানে এসে পৌঁছায় তাকে শব্দের প্রাবাল্য বলে।

* Amplitude বাড়লে শব্দ বেশি জোরে শোনা যাবে।

 এবং Amplitude কম হলে শব্দ কম শোনা যাবে।

– পুরুষ, গাধা,DJ Box এদের Amplitude বেশি হয় মেয়েদের তুলনায়।

* প্রাবালের SI একক Joule/sec-1/m-2 à Watt/m2

* কিন্তু প্রাবাল্যের ব্যবহারিক একক হল বেল ও ডেসিবেল [ বেল একক টির নামকরণ হয়েছে গ্রাহাম বেলের নাম  অনুসারে]

  1 বেল = 10 ডেসিবেলdb

* Intensity is The Physical Cause Of Loudness

* WHO এর মতে 45 db শব্দ মানুষের কানের জন্য ঠিক আছে 75 db এর বেশি শব্দ বিপদজনক ও 150 db Sound হলে মানুষ পাগল হয়ে যাবে। মানুষ মারা যাবে 180 db

 2) তীক্ষ্ণতা (Pitch)এবং কম্পাঙ্ক(Frequency)

* সুর যুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য খাদের সুর ও চড়া সূরের পার্থক্য বোঝা যায় তাকে তীক্ষ্ণতা বলে।

* তীক্ষ্ণতা নির্ধারিত হয় কম্পাঙ্ক দ্বারা

* কম্পাঙ্ক বেশি হলে  তীক্ষ্ণতা বেশি বেশি হবে।

* কম্পাঙ্ক কম হলে তীক্ষ্ণতা কম হবে

* তীক্ষ্ণতা কম (মোটা গম্ভীর শব্দ)

* তীক্ষ্ণতা বেশি (কোমল শব্দ)

* পুরুষদের তুলনায় মেয়েদের ও শিশুদের তীক্ষ্ণতা বেশি হয় তাই এদের গলায় কণ্ঠস্বর কোমল হয়

                          [এটি তীক্ষ্ণতার পার্থক্যের জন্য]

* সিংহের ডাকের থেকে মশার ডাকের তীক্ষ্ণতা বেশি

3) Quality/Timber (গুণ/ জাতি)

* একই প্রাবাল্য এবং একই তীক্ষ্ণতা বিশিষ্ট সুর গুলির মধ্যে পার্থক্য বোঝা যায় এই ধর্মের জন্য

* বিভিন্ন মানুষের স্বর চিনতে পারে কারণ বিভিন্ন মানুষের স্বর আলাদা হয়, এটি গুণ বা জাতির জন্য

// শব্দের বেগ,তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের সম্পর্ক

    V = n⋋        V = শব্দের বেগ; n= কম্পাঙ্ক ; ⋋ = তরঙ্গ দৈর্ঘ্য

Problem

* শব্দের বেগ 332 m/sec তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার হলে, কম্পাঙ্ক ও পর্যায়কাল কত ?

   V = 332 ; ⋋ = 2 ;V = n⋋ à 332 = n.2 à  = 116  ; কম্পাঙ্ক =116 sec-1 

                        পর্যায়কাল(T) =    =    sec

// শব্দের বিভিন্ন ধর্ম

1) শব্দের প্রতিফলন(Reflaction of sound)

* আলোর মতো শব্দের প্রতিফলন হয় অর্থাৎ ধাক্কা খেয়ে পুনরায় ফিরে আসে 

শব্দ প্রতিফলনের বৈশিষ্ট্য হল  à প্রতিধ্বনি, অনুরণ ইত্যাদি

a) প্রতিধ্বনি (Echo)

* কোন উৎস থেকে উৎপন্ন শব্দ কোন দূরের প্রতিফলকে প্রতিফলিত এর মূল শব্দ থেকে পৃথক ভাবে শ্রোতার কানে এসে পৌঁছালে প্রতিফলিত শব্দটিকে মূল শব্দের প্রতিধ্বনি বলা হয়।

à কোন ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে উৎস ও শ্রোতার দূরত্ব কমপক্ষে 16.6 মিটার (প্রায় 17 m) হতে হবে।

à কোন ক্ষণস্থায়ী শব্দ কানে এসে পৌঁছালে ওই শব্দ থেমে যাওয়ার পরও মস্তিষ্কের মধ্যে ঐ শব্দের রেশ বা অনুভূতি  সেকেন্ড স্থায়ী হয়।

 প্রয়োগ   ;- মেগাফোন

                  স্টেথোস্কোপ

                  Sound Board (ইকো মেশিন)

b) অনুনরন (Reverberation)

* মূল শব্দ থেমে যাওয়ার পর এই শব্দ কিছুক্ষণ ধরে চলতে থাকে অর্থাৎ গুম গুম শব্দ হয় এই ঘটনাকে বলে অনুনরন

উদাহরণ – মেঘ গর্জনের পর অনেক সময় গুমগুম অনেকক্ষণ ধরে শুনতে পাওয়া যায়। এটি হয় অনুরণের জন্য।

* বড় হল ঘরে শব্দ উৎপন্ন করলে শব্দ থেমে যাওয়ার পর ও গুম গুম শব্দ হতে থাকে এটি হয় অনুরণের জন্য।

* এই ঘরের মেঝের কার্পেট শব্দ শোষক হিসেবে কাজ করে।

2) শব্দের প্রতিসরণ(Refraction Of sound)

* দিনের বেলা থেকে সন্ধ্যা তে শব্দ বেশি দূর পর্যন্ত শোনা যায় এটি হয় শব্দের প্রতিসরণের জন্য হয়।

3) Force Vibration (প্রাণদিত কম্পন) : অনুনাদ (Resonance)

*  অনুনাদ হল শব্দ তরঙ্গের বারবার কম্পন

* অনুনাদ হলে শব্দের,গতিবেগ,বিস্তার ও তিব্রতা বৃদ্ধি পায়।

* 1939 তে USA এর টাকোমা ব্রিজে যে দুর্ঘটনা ঘটেছিল তা অনুনাদের জন্য।

* তাই বর্তমানে কোন Military Force একসাথে মার্জ করতে গেলেও ব্রিজে এলে তা বন্ধ করে দেওয়া হয় যাতে সকলের পা একসাথে না পড়ে।

4) শব্দের ব্যতিচার (Interference Of Sound)

* দুটি সমান কম্পাঙ্কের শব্দ একই দিকে মুখ করে থাকলে দুটি শব্দ একে অপরের উপর আপাতিত হয়, এই ঘটনাকে শব্দের ব্যতিচার বলে।

* কোন এক মুহূর্তে কোন শব্দই শোনা যায় না একে Silent Zone বলে।

5)বিবর্তন

 আলো সরলরেখায় চলে কিন্তু শব্দ সরলরেখা চলে না,বাঁকা পথে চলে এই ঘটনাকে বিবর্তন বলে।

6)ডপলার ক্রিয়া (Dopplers Effect)

* শব্দ উৎসের সাথে যদি পর্যবেক্ষকের বা শ্রোতার আপেক্ষিক গতি থাকে তবে পর্যবেক্ষক এর কানে শব্দের উৎসের কম্পাঙ্ক  প্রকৃত কম্পাঙ্ক থেকে আলাদা হয় এবং কম্পাঙ্কের আপাত পরিবর্তনকে ডপলার ক্রিয়া বলে।

 উদাহরণ :-

কোন ট্রেন হুইসেল দিতে দিতে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলে ওই প্লাটফর্মে দাঁড়ানো কোন পর্যবেক্ষক এর কাছে হুইসেলের আপাত কম্পাঙ্ক ও শব্দের তীব্রতা বৃদ্ধি পায় এটি হয় ডপলার ক্রিয়ার জন্য।

Notes :-

* তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের ভেদন ক্ষমতা হ্রাস পায়।

* আলোক তরঙ্গ শব্দ তরঙ্গ পৃথক করা যায়। Echo ধর্মের দ্বারা [কারণ আলোর প্রতিধ্বনি নাই] 

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন

ফিজিক্সের একসাথে সমস্ত চ্যাপ্টার গুলির PDF ডাউনলোড করুন

শব্দ (Sound) MCQ

ALL QUESTIONS ARE TAKEN FORM  RRB (NTPC,GrD,TECH,ALP,JE);  SSC (CGL,CHSL,MTS,GD,STENO),WBPSC(WBCS,FOOD SI,CLERKSHIP,MISC.) WBP(COST. & SI)  KP(COST. & SI) FROM THE YEAR 2000- 2024

1.         শব্দ কি তরঙ্গ ? ১)অনুদৈর্ঘ্য ২) তড়িৎচুম্বকীয় ৩) তীর্যক ৪) none

2.         শব্দ কোন মাধ্যমে যেতে পারে না ? ১) কঠিন ২) তরল ৩) গ্যাস ৪) শূন্য মাধ্যম

3.         শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক কত ? ১) 20HZ এর থেকে বেশি ২) 20000 HZ ৩) 20HZ থেকে 20000HZ  ৪) 20000HZ  এর বেশি

4.         শব্দোওর শব্দের কম্পাঙ্ক কত ?  ১) 20HZ এর থেকে বেশি ২) 20000 HZ ৩) 20HZ থেকে 20000HZ  ৪) 20000HZ  এর বেশি

5.         আলট্রাসোনিক শব্দের কম্পাঙ্ক কত ?  ১) 20HZ এর থেকে বেশি ২) 20000 HZ ৩) 20HZ থেকে 20000HZ  ৪) 20000HZ  এর বেশি 

6.         কোন শব্দ মানুষ শুনতে পারে ? ১) ইনফ্রাসোনিক ২) আলট্রোসোনিক ৩) সুপারসোনিক ৪) অভিওবল

7.         আল্ট্রাসোনোগ্রাফিতে কোন শব্দ ব্যাবহার করা হয় ? ১) ইনফ্রাসোনিক ২) আলট্রোসোনিক ৩) সুপারসোনিক ৪) অভিওবল

8.         পানীয় জল ও দুধকে জীবানু মুক্ত করতে কোন শব্দ ব্যবহার করা হয় ? ১) ইনফ্রাসোনিক ২) আলট্রোসোনিক ৩) সুপারসোনিক ৪) অভিওবল

9.         সমুদ্রের মধ্যে ডোবা পাহাড়ের অবস্থান জানতে কোন শব্দ ব্যবহৃত হয় ? ১) ইনফ্রাসোনিক ২) আলট্রোসোনিক ৩) সুপারসোনিক ৪) অভিওবল

10.       বাদুড় কোন শব্দ উৎপন্ন করে রাতে গমন করতে পারে  ? ১) ইনফ্রাসোনিক ২) আলট্রোসোনিক ৩) সুপারসোনিক ৪) অভিওবল

11.       RADAR এর পুরো নাম ১) Radio Detection and Ranging  ২) Radio Detection and Range ৩) Radio Determinant and Ranging ৪) none

12.       RADAR কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ? ১) ডুবোজাহাজের অবস্থান ২) জিওস্টেশনারি স্যাটেলাইটের অবস্থান ৩) রেডিওর সিগন্যাল ৪) উপরের কোন বস্থুর অবস্থান যেমন এরোপ্লেন

13.       SONAR কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ? ১) ডুবোজাহাজের অবস্থান ২) জিওস্টেশনারি স্যাটেলাইটের অবস্থান ৩) রেডিওর সিগন্যাল ৪) উপরের কোন বস্থুর অবস্থান যেমন এরোপ্লেন

14.       SONAR এর পুরো নাম কি ? ১) Sound Navigation and Range  ২) Sound Navigation and Ranging ৩) Sound Neutral and Ranging ৪) none

15.       RADAR কোন নীতের উপর ভিত্তি করে তৈরি ? ১) রেডিওতরঙ্গ বস্তু দ্বারা প্রতিফলিত হয় ২) শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে যেতে পারে ৩) শব্দতরঙ্গ বস্তু দ্বারা প্রতিফলিত হয় ৪) শব্দতরঙ্গ হল তীর্যক তরঙ্গ

16.       বায়ুতে শব্দের বেগ কত মি/সে ? ১) 300 ২) 310 ৩) 332 ৪) 400

17.       যে সব বস্তুর বেগ শব্দের বেগের থেকে বেশি তাদের কী বলে ? ১) সাবসোনিক ২) সুপারসোনিক ৩) হাইপারসোনিক ৪) ম্যাক সংখ্যা

18.       যে সব বস্তুর বেগ শব্দের বেগের থেকে কম তাদের কী বলে ? ১) সাবসোনিক ২) সুপারসোনিক ৩) হাইপারসোনিক ৪) ম্যাক সংখ্যা 

19.       যে সব বস্তুর বেগ শব্দের বেগের ৫ গুন তাদের কী বলে ? ১) সাবসোনিক ২) সুপারসোনিক ৩) হাইপারসোনিক ৪) ম্যাক সংখ্যা 

20.       কোন মাধ্যমে শব্দের বেগ বেশি ? ১) কঠিন ২) তরল ৩) গ্যাস ৪) শূন্যমাধ্যম

21.       প্রথম শব্দের বেগ নির্নয় করেন কোন বিজ্ঞানী ? ১) ল্যাপ্লাস ২) নিউটন ৩) জুল ৪) আইনস্টাইন

22.       শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তার কিসের পরিবর্তন হয় না ? ১) ত্বরঙ্গদৈর্ঘ্য  ২) বেগ  ৩) কম্পাঙ্ক  ৪) none

23.       শব্দের বেগ কোন বিষয়ের উপর নির্ভরশীল নয় ? ১) ঘনত্ব ২) উষ্ণতা ৩) আনবিক ভর ৪) চাপ

24.       1oc উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ বাড়ে কত ? ১) 6.1 cm/sec ২) 4 m/sec ৩) 0.61 m/sec ৪)  61 m/sec

25.       বায়ুতে জলীয় বাস্পের পরিমান বেশি হলে  শব্দের বেগ ১) বাড়বে ২) কমবে ৩) একই থাকবে ৪) none

26.       প্রাবল্যের ব্যবহারিক একক কি ? ১) বেল ২) ওয়াট ৩) পাস্কাল ৪) হার্জ

27.       1 বেল =? ডেসিবেল ? ১) 10  ২) 15 ৩) 20 ৪) 25

28.       তীক্ষতা( pitch ) কিসের উপর নির্ভরশীল ? ১) গুন/জাতি ২) কম্পাঙ্ক ৩) তীর্বতা ৪) none

29.       পুরুষদের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর কোমল হয় , কারন মহিলাদের তীক্ষতা পুরুষদের তুলনায় ১) বেশি ২) কম ৩) একই ৪) none

30.       পুরুষদের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর কোমল হয় , কেন ? ১) তীক্ষ্ণতার পার্থক্যর জন্য ২) তীব্রতার পার্থক্যর জন্য ৩) গুন বা জাতির জন্য ৪) none

31.       বিভিন্ন মানুষের কণ্ঠস্বর চেনা যায়, এটি কিসের জন্য ? ১) তীক্ষ্ণতার পার্থক্যর জন্য ২) তীব্রতার পার্থক্যর জন্য ৩) গুন বা জাতির জন্য ৪) none

32.       শব্দের বেগ = ? ১)ত্বরঙ্গদৈর্ঘ্য * কম্পাঙ্ক ২) ত্বরঙ্গদৈর্ঘ্য / কম্পাঙ্ক ৩) ত্বরঙ্গদৈর্ঘ্য – কম্পাঙ্ক ৪) ত্বরঙ্গদৈর্ঘ্য + কম্পাঙ্ক

33.       শব্দের বেগ = u কম্পাঙ্ক= n , তরঙ্গদৈঘ্য =l   হলে কোনটি ঠিক ? ১) n=un 2) l=un 3) u=nl 4) none

34.       কোন ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে উৎস ও শ্রোতার দূরত্ব কমপক্ষে  কত হতে হবে ? ১) 15 মিটার ২) 33 মিটার ৩) 16.6 মিটার ৪) 18 মিটার 

35.       শব্দের প্রতিধ্বনির প্রয়োগ কোনটি ? ১) স্টেথোস্কোপ ২) মেগাফোন ৩) ইকো মেশিন ৪) সবগুলি

36.       মেঘগর্জন থেমে যাওয়ার পর ও অনেক সময় ধরে মেঘ গুড় গুড় করতে থাকে , এটি কিসের জন্য হয় ? ১) প্রতিধ্বনি ২) প্রতিসরন ৩) অনুনাদ ৪) অনুনরন

37.       কোন একটি বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাতকে কী বলে ? ১) সুপারসোনিক ২) আল্ট্রাসোনিক ৩) ম্যাকনাম্বার ৪) none

38.       কোন তীর্বতাতে মানুষের কানের পর্দা নষ্ট হয়ে যায় ? ১) 120 db ২) 160 db ৩) 140 db ৪) 130 db

39.       শব্দ উৎপত্তির কারন কি ? ১) প্রতিসরন  ২) প্রতিফলন ৩) কম্পন ৪) ঘুর্নন

40.       শব্দ তরঙ্গ প্রবাহিত হয় ১) বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বেগে ২) বিভিন্ন মাধ্যমে একই বেগে ৩) কাঠে 10 m/sec ৪) none

41.       কত ডেসিবেলের শব্দ মানুষ শুনতে অস্বস্তি বোধ করে ? ১) 85 ২) 100 ৩) 40 ৪) 115

42.       একটি মাধ্যমে শব্দের বেগ 340 m/sec , ত্বরঙ্গদৈর্ঘ্য ২ cm  হলে কম্পাঙ্ক কত হার্জ ? ১) 17000 ২) 170 ৩) 170000 ৪) 1700

43.       শব্দের কম্পাঙ্ক 600 হার্জ এবং ত্বরঙ্গদৈর্ঘ্য ৩ মিটার ,ওই মাধ্যমে শব্দের বেগ কত m/sec ? 1) 1800 2) 180 3) 18000 4) 18

44.       কোন মাধ্যমে শব্দের বেগ 400 m/sec , কম্পাঙ্ক 200 হার্জ হলে ত্বরঙ্গদৈর্ঘ্য কত মিটার ? ১) 2 ২) 20 ৩) 0.2 ৪) 0.5

45.       কোন মাধ্যমের কোনটা বাড়ালে , শব্দের বেগ বাড়ে ? ১) উষ্ণতা ২) বল ৩) দ্রুতি ৪) চাপ

46.       25oc  উষ্ণতায় কোন মাধ্যমের শব্দের বেগ বেশি ? ১) অ্যালুমিনিয়াম ২) পিতল ৩) স্টিল ৪) আয়রন

47.       তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কি হয় ? ১) বাড়ে ২) কমে ৩) অসীম ৪) 0

48.       নিচের  কোনটিতে শব্দের বেগ বেশি ? ১) জল ২) বায়ু ৩) কাচ ৪) লোহা

49.       1 কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কী বলে ? ১) বিস্তার ২) সুর (TONE ) ৩) গুন ৪) তরঙ্গ দৈর্ঘ্য

50.       গুন/জাতি কিসের উপর নির্ভরশীল ? ১) কম্পাঙ্ক ২) তরঙ্গদৈর্ঘ্য ৩) বিস্তার ৪) সুর

51.       অডিটোডিয়ামে শব্দের প্রতিধ্বনি রোধ করার জন্য দেওয়ালে ও মেঝেতে কি ব্যাবহার করা হয় ? ১) ধাতু ২) ফাইবার বোর্ড ৩) রাবার ৪) প্লাস্টিক

52.       প্রতিধ্বনি কিসের কারনে শোনা যায় ? ১) প্রতিসরন  ২) প্রতিফলন  ৩) অনুনরন ৪) অনুনাদ

53.       শব্দ বারবার প্রতিফলন হওয়াকে কি বলে ? ১) প্রতিফলন  ২) প্রতিসরন ৩) অনুনরন ৪) অনুনাদ

54.       ইকোকার্ডিয়াম কিসের সাথে সম্পর্কিত ? ১) ডপলার ক্রিয়া ২) জিমেন ক্রিয়া ৩) আলোকতড়িৎ ক্রিয়া ৪) চৌম্বক ক্রিয়া

ANSWER

1.a       2.d       3.c       4.a       5.d       6.d       7.b       8.b       9.b       10.b

11.a     12.d     13.a     14.b     15.a     16.c     17.b     18.a     19.c     20.a

21.b     22.c     23.d     24.c     25.a     26.a     27.a     28.b     29.a     30.a

31.a     32.a     33.c     34.c     35.d     36.d     37.c     38.c     39.c     40.a

41.a     42.a     43.a     44.a     45.a     46.a     47.a     48.d     49.b     50.d 51.b     52.b     53.c     54.a

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন

ফিজিক্সের একসাথে সমস্ত চ্যাপ্টার গুলির PDF ডাউনলোড করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top