গভর্নর(Governor) ,গভর্নর জেনারেল ও ভাইসরয় এই বিষয় নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের প্রশ্নাবলী(SSC, RRB ,WBPSC,WBP)
1) লর্ড ক্লাইভ (১৭৫৭ – ১৭৬০ ,১৭৬৫ – ১৮৬৭ )
* ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা
* ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের সিরাজ কে পরাজিত করে ইংরেজরা
* ১৭৬৫ খ্রিস্টাব্দের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন
* ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদের সন্ধি
* ১৭৬৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় শাহ আলম এর কাছ থেকে দেওয়ানি লাভ
* ১৭৭৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গিয়ে suicide করে।
* প্রথম ‘’Governor of Bengal’’
2) হেনরি ভেন্সিটার্ট (১৭৬০- ১৭৬৪)
* ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হেক্টর মুনরোর নেতৃত্বে,( মীরকাশিম + সিরাজউদ্দৌলা+ দ্বিতীয় শাহ আলম) vs ইংরেজ।
3) জন কার্টিয়ার
* এই সময় ছিয়াত্তরের মন্বন্তর ( ১৭৭০ বাংলা ১১৭৬) দেখা যায়।
4) ওয়ারেন হেস্টিংস (১৭৭২ – ১৭৮৫)
* শেষ Governor of Bengal এবং প্রথম governor of Bengal (by Regulating Act 1773) – এর দ্বারা সুপ্রিম কোর্ট গঠিত হয়
* ১৭৭২ খ্রিস্টাব্দ – পাঁচশালা বন্দোবস্ত
* ১৭৭ খ্রিস্টাব্দ – একসালা বন্দোবস্ত
* ১৭৭২ খ্রিস্টাব্দে দ্বৈত শাসন (DUAL গভর্নমেন্ট) এর অবসান ঘটান
* বাংলার কার্যালয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতাতে স্থানান্তরিত করেন
* ১৭৭৪ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা ( প্রধান বিচারপতি এলিজা ইম্প)
* ১৭৭৪ খ্রিস্টাব্দে রোহিলা খন্ডের যুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অযোধ্যার নবাব সিরাজ উদ্দৌলাকে সাহায্য করেন
* ১৭৮২ সল্বহি সন্ধি ( ইংরেজ বনাম মারাঠা)
* ১৭৮৪ তে ম্যাঙ্গালোর সন্ধি হেস্টিংস বনাম টিপু সুলতান
* ১৭৭৪ খ্রিস্টাব্দের নন্দকুমারের ফাঁসি হয় (এই ঘটনাকে বলে judicial murder )
* ১৭৮১ খ্রিস্টাব্দে হেস্টিংস কলকাতায় মাদ্রাসা আলিয়া / আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন
* ১৭৮৪ খ্রিস্টাব্দে উইলিয়াম জুন এশিয়াটিক সোসাইটি গঠন করেন কলকাতাতে।
* চার্লস উইলকিন্স – গীতাকে ইংরেজিতে অনুবাদ হয়
* ফতোয়া ই আলমগিরিতে ইংরেজিতে অনুবাদ হয়
* ১৭৮০ খ্রিস্টাব্দে ভারতের প্রথম নিউজ পেপার বেঙ্গল গেজেট প্রকাশিত করেন অগস্টাস হিকি
* ১৭৮৪ খ্রিস্টাব্দে পিটার ভারত শাষন আইন
* Civil and Criminal Court (দেওয়ানী ও ফৌজিদারী আদালত) স্থাপন করেন
* ১৭৮৫ খ্রিস্টাব্দে দেশে ফিরে যান এবং তার বিরুদ্ধে Impeachment আনা হয় ও ৭ বছর পরে তা তুলে নেওয়া হয়
5) লর্ড কর্নওয়ালিস (১৭৮৬ – ১৭৯৩)
* ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত (বাংলা, বিহার, উড়িষ্যা)
* সূর্যাস্ত আইন চালু করেন ( সূর্যাস্তের আগে রাজস্ব প্রধান)
* ১৭৯৩ খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড পরিবর্তন করেন এর বিচার ব্যবস্থাকে স্বরাজ্য ব্যবস্থা দ্বারা পৃথক করা হয়
* ভারতের পুলিশি ব্যবস্থার জনক
* ভারতের সিভিল সার্ভিসের জনক
* ১৭৯২ খ্রিস্টাব্দে শ্রীরঙ্গ পত্তনমের সন্ধি (কর্নওয়ালিস বনাম টিপু সুলতান)
কলকাতাতে Super Intedent of Police (SP) পদ চালু করেন
6) জন সোর ( ১৭৯৩ – ১৭৯৮)
* ১৭৯৩ এর চিরস্থায়ী বন্দোবস্তের Main Planner
* Female Infanticide (শিশুকন্যা হত্যা) নিষিদ্ধ করেন।
7) লর্ড ওয়েলেসলি (১৭৯৮ – ১৮০৫)
* ১৭৯৮ খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন
* এতে প্রথম স্বাক্ষর করেন হায়দ্রাবাদের নিজাম ১৭৯৮ খ্রিস্টাব্দে।
* ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতা তে Fort William College প্রতিষ্ঠা করেন
* চতুর্থ ইঙ্গ মহীশর যুদ্ধ ১৭৯৯
* ১৭৯৯ এ টিপু সুলতানের মৃত্যু হয়
* ১৮০২ সালে বেসিনের সন্ধি (কর্নওয়াল বনাম মারাঠা)
8) লর্ড মিন্টো (১৮০৭ থেকে ১৮১৩)
* ১৮০৯ খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি (মেটাকাফ বনাম রনজিৎ সিং)
* ১৮১৩ খ্রিস্টাব্দে Chater Act পাস হয়, এর দ্বারা East India Company এর ভারত একচেটিয়া ব্যবসার অবসান ঘটায় ও শিক্ষাক্ষেত্রে প্রতি এক বছর এক লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়
9) লর্ড হেস্টিংস (১৮১৩- ১৮২৩)
* ১৮১৬ খ্রিস্টাব্দে গোর্খাদের সাথে সগলীর সন্ধি
* ১৮১৮ খ্রিস্টাব্দের তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের অবস্থান ও পেশোয়া পদের অবসান (শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরাও)
* ১৮১৮ খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয় (প্রকাশক – মার্শম্যান)
* ১৮২০ খ্রিস্টাব্দে মাদ্রাজে রায়তরওয়ারী ব্যবস্থা চালু করেন টমাস মুনরো এবং আলেকজান্ডার রিড
* জমিদারদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষার জন্য ১৮২২ খ্রিস্টাব্দে বেঙ্গল “টেনান্সি অ্যাক্ট” পাশ হয়।
* ১৮২২ খ্রিস্টাব্দে গাঙ্গের উপত্যকায় ফল্ট ম্যাকেন্জি ও R.M. Bird- মহলওয়ারি ব্যবস্থা চালু করেন
10) লর্ড আমহাস্ট (১৮২৩ -১৮২৮)
* প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ (১৮২৪- ১৮২৬) তে ইংরেজরা জয়ী হয়
* ১৮২৬ খ্রিস্টাব্দে বার্মার সাথে ইয়োন্দাবুর সন্ধি
* ১৮২৪ খ্রিস্টাব্দে ব্যারাকপুরে সেনা বিদ্রোহ।
11) উইলিয়াম বেন্টিং (১৮২৮-১৮৩৩,১৮৩৩-১৮৩৬)
* ১৮৩৩ সালে Charter Act পাস হয় এর দ্বারা Governor General Of Bengal à Governor General Of India
* Governor General Of Bengal এবং প্রথম Oovernor General Of India – লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
* ১৮২৯ খ্রিস্টাব্দে রামমোহনের চেষ্টায় তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।
১৮৩০ খ্রিস্টাব্দে হেনরি স্লিমেনের নেতৃত্বে ঠগ ( Thag)দের দমন করেন
* সব থেকে বেশি শিক্ষিত গভর্নর জেনারেল
মেকলে মিনিট
* ১৮৩৫ সালে প্রকাশিত হয়
* উদ্দেশ্য- উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার প্রচলন
* প্রকাশক – টমাস ব্যারিংটন মেকলে
* ১৮৩৫ খ্রিস্টাব্দে ইংরেজিকে সরকারি ভাষা করে
* ১৮৩৫ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয়।
* ১৮৩১ খ্রিস্টাব্দের ছোটনাগপুর অঞ্চলে কোল বিদ্রোহের নেতা বুদ্ধ ভগত, জয়া ভগত
* এর শাসনকালে নর বলি প্রথা নিষিদ্ধ হয়।
* ইনি হলেন “Father Of Modern Western Education Of India”
* ১৮৩১ খ্রিস্টাব্দের রণজিৎ সিং এর সাথে চিরস্থায়ী মিত্রতা নীতি
12) চার্লস মেটাকাফ
* ১৮৩৫ সালে প্রেস অ্যাক্ট পাস হয়
* এর দ্বারা দেশীয় ভাষার সংবাদপত্রের উপর যে বাধা নিষেধ ছিল তা তুলে নেওয়া হয়
* তাই ইনাকে বলা হয় ভারতের ” Liberator of Press “
13) লর্ড অকলেন্ড (১৮৩৬ – ১৮৪২)
* ১৮৩৮ খ্রিস্টাব্দে রনজিৎ সিং, শাহ সুজা ও ইংরেজদের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় এর জন্যই প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ হয়
14) লর্ড এলেনবোরা (১৮৪২ -১৮৪৪)
* ১৮৪৩ খ্রিস্টাব্দে সিন্ধু ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হয়।
* সিন্ধুর প্রথম গভর্নর ছিলেন চার্লস নেপিয়ার
* ১৮৪৩ খ্রিস্টাব্দে দাস প্রথার অবসান ঘটে ( Indian Slavery Act 1843)
15) লর্ড হার্ডিন্জ (১৮৪৪-১৮৪৮)
* সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলে
16) লর্ড ডলহৌসি
* Youngest Governor General
* প্রকৃত নাম – অ্যান্ড্র ব্রাউন রামসে
* রাজ্য জয়ের নীতি
a) সত্ববিলোপ নীতি ( Doctorine of Lapse )
* এই নীতি অনুসারে কোন রাজার পুত্র না থাকলে সেটি ইংরেজদের এবং কোন রাজা দত্তক পত্র নিতে পারবে না।
* প্রথম দখল করেন সাতারা ১৮৪৮ খ্রিস্টাব্দে।
ক্রম :- সাতারা (১৮৪৮ )àজৈতপুরàসম্বলপুরàউদয়পুরàঝাঁসি(১৮৫৩)àনাগপুর ( ১৮৫৪)
b) যুদ্ধের মাধ্যমে রাজ্য জয়
* ১৮৪৯ খ্রিস্টাব্দে পাঞ্জাব রাজ্যটি জয় করেন (দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে (১৮৪৮-১৮৪৯)
c) কুশাসনের অভিযোগে রাজ্য গ্রাস
* ১৮৫৬ খ্রিস্টাব্দে ডালহৌসি অযোধ্যা রাজ্যটি গ্রাস করেন
* ১৮৫৩ খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে ৩৪ কিমি প্রথম ট্রেন চলে।
* ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে Open Competition For Civil Service চালু হয়।
ভারতে Civil Service এর জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে
* সত্ব বিলোপ নীতি চালু করেন
* ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ ( নেতা- সিধু কানহু )
* ১৮৫৪ খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত উডের ডেসপ্যাচ প্রকাশ হয়।(একে বলা হয় ভারতের শিক্ষা ব্যবস্থার “Magna Carta” )
* এর দ্বারা ১৮৫৭ খ্রিস্টাব্দে কলকাতা , বোম্বে ও মাদ্রাজে University প্রতিষ্ঠা হয়।
* ১৮৫৬ খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন চালু হয়- বিদ্যাসাগরের চেষ্টায়।
* ভারতে প্রথম পূর্ত বিভাগ (Public Work Department) চালু হয়।
* ১৮৫৩ খ্রিস্টাব্দে প্রথম কলকাতা ও আগ্রার মধ্যে টেলিগ্রাম লাইন স্থাপিত হয়।
* তিনি GT Road ও গঙ্গা ক্যানেল সংস্কার করেন
* ১৮৪৭ খ্রিস্টাব্দে Roorkee তে তিনি প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেন তাই তাকে বলা হয় “(Father Of Technical Education Of India)”
17) লর্ড ক্যানিং (১৮৫৬ – ১৮৫৮,১৮৫৮-১৮৭২)
* Government of India Act 1858 দ্বারা –
১) ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে ও ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন শুরু করে।
২ Governor General Of IndiaàViceroy Of India
* Last Governor of India এবং প্রথম Viceroy of India হলেন লর্ড ক্যানিং
* ১৮৫৭ খ্রীঃ সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়
* ১৮৫৭ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
* ১৮৫৮ খ্রীঃ মহারানীর ঘোষণাপত্র
* প্রথম বাজেট ব্যবস্থা ও Indian Penal code (IPC) চালু হয়
* ১৮৫৯ খ্রিস্টাব্দে স্বত্ববিলোপ নীতি বাতিল হয়
* ১৮৬৯ খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়
* ১৮৬০ খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়
* ১৮৬০ খ্রিস্টাব্দে শেতাঙ্গ সেনা বিদ্রোহ (White Mutinicy ) হয়
* প্রথম Income tax চালু করেন ( বন্ধ- North book )
* Indian Council Act 1861 এর দ্বারা ভারতে Port Follio system চালু হয়
18) জন লরেন্স(১৮৬৪- ৬৯)
* ১৮৬৫ খ্রিস্টাব্দে কলকাতা,বোম্বে ও মাদ্রাজ High Court প্রতিষ্ঠা হয়
19) লর্ড মায়ো (১৮৬৯ -৭২)
* ভারতের অর্থনিতীতে বিকেন্দ্রিকরনের ( Decentralization) সূচনা করেন
* ১৮৭২ খ্রিস্টাব্দে প্রথম Unofficial জনগননা শুরু হয়
* ১৮৭২ খ্রিস্টাব্দে Statistical Survey Of India স্থাপিত করে
* তিনি প্রথম ভাইসরয় যাঁকে কার্যরত অবস্থায় আন্দামানে শের আলী – হত্যা করেন
* একমাত্র Viceroy যিনি Murder হন
* ভারতে Infrastructure এর কর্তা
20) লর্ড নর্থবুক (১৮৭২ -৭৬)
* Income tax বাতিল করেন
* ১৮৭৬ খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রন আইন( Dramatic performence Act) পাস হয়
* ১৮৭২ সালে পাঞ্জাবে কুকা আন্দোলন ( ভগত জহরমল)
21) লর্ড লিটন (১৮৭৬-১৮৮০)
* ভারতের ইতিহাসের সব থেকে কুখ্যাত ভাইসরয়
* ইনাকে বলা হয় ‘’Brilliant Faliure’’এর ‘’Reverse Character’’
* ১৮৭৭ খ্রিস্টাব্দে দিল্লী দরবার অনুষ্ঠিত হয় এবং রানী ভিক্টোরিয়াকে ভারত ‘’সম্রাঞ্জী’’ (কাই-জার-হিন্দ) উপাধি দেওয়া হয় ( Undeer Royal Little Act )
* ১৮৭৮ খ্রিস্টাব্দে Vernacular Press Act (দেশীয় সংবাদপত্র নিবারণী আইন ) চালু করেন (এর দ্বারা দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশনা বন্ধ করেন)
Vernacular Press Act বাতিল করেন লর্ড রিপন ১৮৮২ খ্রিস্টাব্দ
* ১৮৭৮ খ্রিস্টাব্দে অস্ত্র আইন ( Arms Act )চালু করেন বিনা লাইসেন্সে ভারতে অস্ত্র রাখা নিষিদ্ধ
* ১৮৭৫ খ্রিস্টাব্দে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত করেন সৈয়দ আহমেদ খান
22) লর্ড রিপন (১৮৮০ – ১৮৮৪)
* রিপন একমাত্র ভাইসরয় যিনি ভারতীয়দের বিশেষ জনপ্রিয় হন
* ১৮৮২ খ্রিস্টাব্দে Vernacular Press Act বাতিল করেন
* ১৮৮২ খ্রিস্টাব্দে ভারতের স্বায়ত্ব শাসন চালু করেন
ভারতের স্থায়ত্ব শাসনের জনক – লর্ড রিপন
* ১৮৮৩ খ্রিস্টাব্দে Famine Code পাশ করেন
* ১৮৮৩ খ্রিস্টাব্দে ইলবার্ট বিল বিতর্কে জড়িয়ে পড়ে
তৎকালীন সময়ে ভারতীয় বিচারকরা ইউরোপের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করার জন্য ইলবার্ট বিল আনে কিন্তু ব্রিটিশদের আন্দোলনে তা প্রত্যাহার বাধ্য হয়
* ১৮৮১ খ্রিস্টাব্দে নিয়মিত দশ বছর অন্তর জনগণনা (Census) চালু হয়
* ১৮৮১ খ্রিস্টাব্দে শিশু শ্রমিকদের কল্যাণে ‘’প্রথম Factory’’ আইন চালু করেন
* ১৮৮২ খ্রিস্টাব্দে শিক্ষা সম্পর্কিত হান্টার কমিশন গঠিত হয়
* তিনি বলেন আমার কাজ আমার পরিচয় দেবে
23) লর্ড ডাফরিন (১৮৮৪–১৮৮৮)
* তার সময় ১৮৮৫ খ্রিস্টাব্দে Indian National Congress প্রতিষ্ঠা করেন হিউম
* তিনি INC কে বলেন অণুবীক্ষণিক সংখ্যালঘু
* Bengal Tenacy Act (ভাড়াটিয়া আইন) পাশ হয়
24) লর্ড ল্যান্স ডাউন (১৮৮৮-১৮৯৪)
* ১৮৯১ খ্রিস্টাব্দে ‘’দ্বিতীয় Factory Act’’ পাস হয়
* ১৮৯১ খ্রিস্টাব্দে ‘’Age Consent Act’’ পাশ হয় (মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১২)
* ১৮৯৩ খ্রিস্টাব্দে কাবুলে ডুরান্ট কমিশন যায়
* ভারত + আফগানিস্তান= ডুরান্ট লাইন
* পাকিস্তান + আফগানিস্তান = ডুরান্ট লাইন
25) লর্ড কার্জন (১৮৯৯ – ১৯০৫)
* পুসাতে Agriculture Research Institute গঠিত হয়
* ১৯৩২ খ্রিস্টাব্দে রালে কমিশন (বিশ্ববিদ্যালয় কমিশন) গঠিত হয়
* এর সুপারিশ অনুযায়ী ১৯০৪ খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন(Indian University Act)পাশ হয়
* ১৯০৫ এর ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গ হয়ে যায় (১৯১১ বঙ্গভঙ্গ বাতিল)
* ১৯০২ সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা
26) লর্ড মিন্টো – II (১৯০৫–১৯১০)
* গভর্নর জেনারেল কাউন্সিলে প্রথম সদস্য (ভারতীয়) – S P Sinha
* ১৯০৬ যুগান্তর দল প্রতিষ্ঠা
* ১৯০৬ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ(প্রথম সভাপতি – আগাখাঁ)
* ১৯০৬ কলকাতায় ‘’ভিক্টোরিয়া মেমোরিয়াল’’ স্থাপিত হয়
* ১৯০৭ এ সুরাট অধিবেশনে এর নরমপন্থী ও চরমপন্থীর আলাদা হয় (প্রেসিডেন্ট রাসবিহারী ঘোষ)
* ১৯০৯ খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইন পাশ হয়; এর দ্বারা মুসলিমদের জন্য পৃথক নির্বাচন হয়
27) লর্ড হার্ডিঞ্জ – II (১৯১০-১৯১৬)
* ১৯১১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা Gorge-V এর সম্মানে দিল্লির দরবার অনুষ্ঠিত হয়
* ১৯১১ তে বঙ্গভঙ্গ রদ (বাতিল) হয়
* ১৯১১ তে ঘোষণা হয় ভারতের ক্যাপিটাল কলকাতা থেকে পরিবর্তন হয়ে দিল্লি হবে
* ভারতের ক্যাপিটাল কলকাতা থেকে দিল্লী হয় ১৯১২ সালে
* ১৯১৫ খ্রিস্টাব্দে মদন মোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন
* হোমরুল আন্দোলন ১৯১৬ তিলক ও অ্যানি বেসান্ত
* ১৯১৪-১৯১৮ প্রথম বিশ্বযুদ্ধ
* ১৯১৩ খ্রিস্টাব্দে, আমেরিকা সানফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল
* ১৯১৬ তে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়
* ১৯১৪ খ্রিস্টাব্দে কোমাগাতামারু ঘটনা ঘটে
28) লর্ড চেমসফোর্ড (১৯১৬–১৯২১)
* ১৯১৬ তে ডি কে কার্ভে পুনাতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলে
* ১৯১৭ খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন (কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন) গড়ে তোলে
* ১৯১৬ খ্রিস্টাব্দে এর লক্ষৌ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী মিলিত হয় (প্রেসিডেন্ট – অম্বিকা চরণ মজুমদার)
* ১৯১৬ লক্ষৌ চুক্তি – INC +মুসলিম লীগ
* ১৯১৭ গান্ধীজীর চম্পারন সত্যাগ্রহ
* ১৯১৮ গান্ধীজীর আমেদাবাদ ধর্মঘট ও খেদা সত্যাগ্রহ
* ১৩ ই এপ্রিল ১৯১৯ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড
* ১৯১৯ রাওলাপিন্ডির সন্ধি (ইংরেজ vs আফগান)
* ১৯১৯ খিলাফত আন্দোলন (চালু করেন মৌলানা মহম্মদ আলি ও সৌকত আলি)
* ১৯২০ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন ( Non Co-opration)
29) লর্ড রিডিং (১৯২১–১৯২৬)
* ৫ ই ফেব্রুয়ারি ১৯২২চৌরচিরা ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বাতিল হয়
* ১৯২১ কেরলে মোপালা বিদ্রোহ
* ১৯২৪ শে রেল বাজেট থেকে সাধারণ বাজেট পৃথক করা হয়
* ১৯২৩ খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু স্বরাজ দল প্রতিষ্ঠা করেন
* ১৯২০ তে AITUC ( All India Trade Union Congress) প্রতিষ্ঠা করেন- এন. এম. জোশি
* এর প্রথম সভাপতি লালা লাজপত রায়
* ১৯২৫ এ Communist Party প্রতিষ্ঠা করেন – M. N. Roy
* ১৯২৫শে কাকোরি ট্রেন ডাকাতি
* গান্ধীজী এর একবারই (১৯২৪)প্রেসিডেন্ট হন বেলেগাঁও অধিবেশনে
30) লর্ড আরউইন (১৯২৬–১৯৩১)
* ভারতের সংবিধান তৈরির জন্য সাইমন কমিশন গঠিত হয় ১৯২৭ সালে ও ভারতে আসে ১৯২৮ সালে ; ভারতীয় না থাকায় ভারত এটিকে প্রত্যাহার করে
* ১৯২৮ – নেহেরুর রিপোর্ট – By মতিলাল নেহেরু
* ১৯২৮ – জিন্না ১৪ দফা দাবি – Byমহম্মদ আলী জিন্নাহ
* ১৯২৯ – খ্রিস্টাব্দে তিনি দীপাবলি চালু করেন
* ১৯২৮ – এ ভগৎ সিং ও রাজগুরু – সান্ডার্স হত্যা
* ১৯২৯ – ভগত সিং ও বটুকেশ্বর দত্ত আইনসভায় বোমা নিক্ষেপ
* ১৯৩০ – মাস্টারদা সূর্যসেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
* ১৯৩০ – অলিন্দ যুদ্ধ বিনয় বাদল দীনেশ
* ১৯২৯ – লাহোর অধিবেশন(প্রেসিডেন্ট জহরলাল নেহেরু),ভারতের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়
* ১২ই মার্চ ১৯৩০ – ৬ই এপ্রিল ১৯৩০ লবণ সত্যাগ্রহ
* ১৯৩০ আইন অমান্য আন্দোলন শুরু হয়
* ১৯২৮ খ্রিস্টাব্দে All India Youthh Conference গঠিত হয়
* ১৯২৮ খ্রিস্টাব্দে জহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বোস‘’Indepandance Of India League‘’ প্রতিষ্ঠা হয়
* ১৯৩০ – প্রথম গোল টেবিল বৈঠক।
* ৫ই মার্চ ১৯৩১ গান্ধী আরউইন চুক্তি
* ১৯২৯ এ সারদা Act, ন্যূনতম বিয়ের বয়স ছেলেদের ১৮ বছর, মেয়েদের ১৪ বছর
31) লর্ড উইলিং ডন (১৯৩১–১৯৩৬)
* ১৯৩১ দ্বিতীয় গোল টেবিল বৈঠক (গান্ধীজি একমাত্র এটিতেই অংশগ্রহণ করেছিল)
* ১৬ই আগস্ট ১৯৩২ সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি(Communal Award) ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী – ম্যাকডোনাল্ড
* এতে Depressed Class দের পৃথক নির্বাচন ঘোষিত হয়
* ২৫ সেপ্টেম্বর ১৯৩২ পুনা চুক্তি (গান্ধীজি ও আম্বেদকর)
* ১৯৩২ তৃতীয় গোলটেবিল বৈঠক
* ১৯৩৪ Congress Socialist Party গঠিত হয়
* ১৯৩৬ সালে ‘’ All India Kiahan Sabha’’ প্রতিষ্ঠা হয় ; এর প্রথম সভাপতি সহজানন্দ সরস্বতী
32) লর্ড লিনলিথগো (১৯৩৬ –১৯৪৪)
* ১৯৩৭ – এ প্রথম ভোট হয়
* ১৯৩৮ – INC এর হরিপুরা কংগ্রেস, প্রেসিডেন্ট – নেতাজি
* ১৯৩৯ – INC এর ত্রিপুরি কংগ্রেস , প্রেসিডেন্ট – নেতাজি পরে রাজেন্দ্র প্রসাদ
* ১৯৩৯-১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ
* ১৯৩৯ -এ নেতাজি ফডওয়ার্ড ব্লক গঠন করেন
* ১৯৪০ – মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রসার গৃহীত হয়
* ১৯৪০ – ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়
* ১৯৪০ – আগস্ট অফার
* ১৯৪২ ক্রিপস মিশন ভারতে আসে
* ৯ই আগস্ট ১৯৪২ – ভারত ছাড়ো আন্দোলন
* ১৯৪৪ – CR Formulae (চক্রবর্তী রাজা গোপালাচারি সূত্র)
33) লর্ড ওয়াডেল [১৯৪৪–১৯৪৭(মার্চ)]
* ১৯৪৫ – ওয়াডেল পরিকল্পনা ও সিমলা কনফারেন্স
* ১৯৪৬ – ক্যাবিনেট মিশন ভারতে আছ এর দ্বারাই ভারতে সংবিধান রচিত হয়
* ১৯৪৬ – এ বোম্বের তলোয়ার জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়
* ১৯৪৬ – সালে ১৬ই আগস্ট জিন্না-Direct ActionDay(প্রত্যক্ষ সংগ্রাম দিবস) এর ডাক দেয় ও দাঙ্গা শুরু হয়
* ২রা সেপ্টেম্বর ১৯৪৬ – ( Intrim Govt) অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এর ভাইস প্রেসিডেন্ট জহরলাল নেহেরু
34) লর্ড মাউন্টব্যাটেন (১৯৪৭-১৯৪৮)
* ৩রা জুন ১৯৪৭ মাউন্টব্যাটেন প্ল্যান
* Indian Independent Act ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ৪ই জুলাই ১৯৪৭ এবং রাজকীয় সম্মতি মিলে ১৮ জুলাই ১৯৪৭
* এই Act অনুযায়ী ভারত ও পাকিস্তান ভাগ হয়
– ১৪ই আগস্ট ১৯৪৭ পাকিস্তান স্বাধীন হয়
– ১৫ই আগস্ট ১৯৪৭ ভারত স্বাধীন হয়
* ইনি ভারতের শেষ ভাইসরয় এবং প্রথম ‘’Governor General Of Free India’’
35) চক্রবর্তী রাজা গোপালাচারি (১৯৪৮ – ১৯৫০)
* স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল
* ২৬ শে নভেম্বর ১৯৪৯ ভারতীয় সংবিধান গৃহীত হয়
* ২৬ শে জানুয়ারি ১৯৫০ ভারতীয় সংবিধান কার্যকরী হয়
* সংবিধান কার্যকরী হলে গভর্নর জেনারেল এই পদটি বাতিল হয়, এই পদটি হয়ে যায় প্রেসিডেন্ট
𣕁 Note :-
* ভারতের প্রথম ভোট হয় ১৯৫১ -১৯৫২ সালে
* ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু
* ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ
*ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লিম্যান এটলি
* ভারত যখন স্বাধীন হয় তখন প্রেসিডেন্ট ছিলেন – J. B. Kripalini ( কৃপালিনী)
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন
Previous year Questions ( গভর্নর(Governor) ,গভর্নর জেনারেল ও ভাইসরয়)
- ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
ক) লর্ড ক্লাইভ খ) ওয়ারেন হেস্টিংস গ) লর্ড কার্জন ঘ) লর্ড ডালহৌসি
📌 SSC CGL 2019, WBPSC 2017
✅ ক) লর্ড ক্লাইভ - পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন কে?
ক) লর্ড ক্লাইভ খ) হেক্টর মুনরো গ) ওয়ারেন হেস্টিংস ঘ) জন কার্টিয়ার
📌 RRB NTPC 2016, SSC CHSL 2020
✅ ক) লর্ড ক্লাইভ - দ্বৈত শাসন ব্যবস্থা কবে প্রবর্তিত হয়?
ক) ১৭৫৭ খ) ১৭৬৫ গ) ১৭৭২ ঘ) ১৭৭৪
📌 WBCS Prelims 2012, SSC CGL 2015
✅ খ) ১৭৬৫ - এলাহাবাদের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
ক) ১৭৬৪ খ) ১৭৬৫ গ) ১৭৭৩ ঘ) ১৭৭৫
📌 RRB ALP 2018, WBPSC 2019
✅ খ) ১৭৬৫ - দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে ইংরেজরা কবে?
ক) ১৭৬৫ খ) ১৭৭২ গ) ১৭৭৪ ঘ) ১৭৮৪
📌 SSC CGL 2014, WBP Constable 2020
✅ ক) ১৭৬৫ - লর্ড ক্লাইভ কবে ইংল্যান্ডে গিয়ে আত্মহত্যা করেন?
ক) ১৭৭২ খ) ১৭৭৪ গ) ১৭৭৬ ঘ) ১৭৭৮
📌 SSC MTS 2017
✅ গ) ১৭৭৬ - প্রথম ‘Governor of Bengal’ কে ছিলেন?
ক) ওয়ারেন হেস্টিংস খ) লর্ড ক্লাইভ গ) জন কার্টিয়ার ঘ) হেক্টর মুনরো
📌 SSC CGL 2018, WBPSC 2021
✅ খ) লর্ড ক্লাইভ - বক্সারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দেন কে?
ক) লর্ড ক্লাইভ খ) হেক্টর মুনরো গ) ওয়ারেন হেস্টিংস ঘ) জন কার্টিয়ার
📌 RRB NTPC 2019, SSC CHSL 2016
✅ খ) হেক্টর মুনরো - ছিয়াত্তরের মন্বন্তর কবে ঘটে?
ক) ১৭৬৯ খ) ১৭৭০ গ) ১৭৭১ ঘ) ১৭৭২
📌 WBCS Prelims 2015, SSC CGL 2013
✅ খ) ১৭৭০ - Regulating Act অনুযায়ী প্রথম Governor general of Bengal কে ছিলেন?
ক) ওয়ারেন হেস্টিংস খ) লর্ড ক্লাইভ গ) জন কার্টিয়ার ঘ) হেক্টর মুনরো
📌 SSC CGL 2017, WBPSC 2020
✅ ক) ওয়ারেন হেস্টিংস - পাঁচসালা বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়?
ক) ১৭৭২ খ) ১৭৭৪ গ) ১৭৭৬ ঘ) ১৭৭৮
📌 RRB NTPC 2016, SSC CHSL 2019
✅ ক) ১৭৭২ - একসালা বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়?
ক) ১৭৭২ খ) ১৭৭৪ গ) ১৭৭৬ ঘ) ১৭৭৮
📌 WBP Constable 2018, SSC CGL 2015
✅ ক) ১৭৭২ - দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে?
ক) ওয়ারেন হেস্টিংস খ) লর্ড ক্লাইভ গ) জন কার্টিয়ার ঘ) হেক্টর মুনরো
📌 SSC CGL 2020, WBPSC 2016
✅ ক) ওয়ারেন হেস্টিংস - বাংলার প্রশাসনিক কেন্দ্র মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন কে?
ক) ওয়ারেন হেস্টিংস খ) লর্ড ক্লাইভ গ) জন কার্টিয়ার ঘ) হেক্টর মুনরো
📌 RRB ALP 2019, SSC CHSL 2017
✅ ক) ওয়ারেন হেস্টিংস - ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৭৭২ খ) ১৭৭৪ গ) ১৭৭৬ ঘ) ১৭৭৮
📌 SSC CGL 2016, WBCS Prelims 2018
✅ খ) ১৭৭৪ - রোহিলা যুদ্ধ কবে সংঘটিত হয়?
ক) ১৭৭২ খ) ১৭৭৪ গ) ১৭৭৬ ঘ) ১৭৭৮
📌 RRB NTPC 2017, SSC MTS 2015
✅ খ) ১৭৭৪ - সালবাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
ক) ১৭৮০ খ) ১৭৮২ গ) ১৭৮৪ ঘ) ১৭৮৬
📌 SSC CGL 2019, WBPSC 2014
✅ খ) ১৭৮২ - ম্যাঙ্গালোর সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
ক) ১৭৮২ খ) ১৭৮৪ গ) ১৭৮৬ ঘ) ১৭৮৮
📌 RRB ALP 2018, SSC CHSL 2016
✅ খ) ১৭৮৪ - নন্দকুমারের ফাঁসি কবে হয়?
ক) ১৭৭২ খ) ১৭৭৪ গ) ১৭৭৬ ঘ) ১৭৭৮
SSC CGL 2015
✅ গ) ১৭৭৬ - কলকাতায় মাদ্রাসা আলিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৭৭৯ খ) ১৭৮০ গ) ১৭৮১ ঘ) ১৭৮২
📌 SSC CGL 2017, WBPSC 2013
✅ গ) ১৭৮১ - এশিয়াটিক সোসাইটি কবে গঠিত হয়?
ক) ১৭৮২ খ) ১৭৮৩ গ) ১৭৮৪ ঘ) ১৭৮৫
📌 RRB NTPC 2016, SSC CHSL 2018
✅ গ) ১৭৮৪ - গীতা ইংরেজিতে অনুবাদ করেন কে?
ক) উইলিয়াম জোন্স খ) চার্লস উইলকিন্স গ) হিকি ঘ) জন মার্শাল
📌 SSC CGL 2014, WBPSC 2012
✅ খ) চার্লস উইলকিন্স - ফতোয়া-ই-আলমগিরি ইংরেজিতে অনুবাদ করেন কে?
ক) উইলিয়াম জোন্স খ) চার্লস উইলকিন্স গ) হিকি ঘ) জন মার্শাল
📌 RRB ALP 2017, SSC CHSL 2015
✅ খ) চার্লস উইলকিন্স - ভারতের প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ কবে প্রকাশিত হয়?
ক) ১৭৭৯ খ) ১৭৮০ গ) ১৭৮১ ঘ) ১৭৮২
📌 SSC CGL 2016, WBCS Prelims 2015
✅ খ) ১৭৮০ - পিটের ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়?
ক) ১৭৮২ খ) ১৭৮৪ গ) ১৭৮৬ ঘ) ১৭৮৮
📌 RRB NTPC 2019, SSC CHSL 2017
✅ খ) ১৭৮৪ - ১৭৯৩ খ্রিস্টাব্দে কোন বন্দোবস্ত চালু হয়েছিল?
ক) একসালা বন্দোবস্ত খ) পাঁচসালা বন্দোবস্ত গ) চিরস্থায়ী বন্দোবস্ত ঘ) দশসালা বন্দোবস্ত
পরীক্ষা: SSC CGL 2017, WBPSC 2019
✅ গ) চিরস্থায়ী বন্দোবস্ত - সূর্যাস্ত আইন চালু করেন কে?
ক) লর্ড কার্নওয়ালিস খ) লর্ড ওয়েলেসলি গ) লর্ড মিন্টো ঘ) লর্ড হেস্টিংস
পরীক্ষা: RRB NTPC 2016, WBPSC 2020
✅ ক) লর্ড কার্নওয়ালিস - ভারতের পুলিশি ব্যবস্থার জনক কাকে বলা হয়?
ক) লর্ড কার্নওয়ালিস খ) ওয়ারেন হেস্টিংস গ) লর্ড ডালহৌসি ঘ) লর্ড বেন্টিক
পরীক্ষা: SSC CHSL 2018, WBPSC 2021
✅ ক) লর্ড কার্নওয়ালিস - শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কোন সালে হয়েছিল?
ক) ১৭৯২ খ্রিস্টাব্দ খ) ১৭৯৯ খ্রিস্টাব্দ গ) ১৮০২ খ্রিস্টাব্দ ঘ) ১৮০৫ খ্রিস্টাব্দ
পরীক্ষা: RRB ALP 2018, WBPSC 2022
✅ ক) ১৭৯২ খ্রিস্টাব্দ - কলকাতায় Super Intendent of Police (SP) পদ চালু করেন কে?
ক) লর্ড কার্নওয়ালিস খ) লর্ড ওয়েলেসলি গ) লর্ড মিন্টো ঘ) লর্ড হেস্টিংস
পরীক্ষা: WBPSC 2018
✅ ক) লর্ড কার্নওয়ালিস
- চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান পরিকল্পনাকারী কে ছিলেন?
ক) ওয়ারেন হেস্টিংস খ) জন সোর গ) লর্ড কার্নওয়ালিস ঘ) লর্ড মিন্টো
পরীক্ষা: SSC CGL 2016, WBPSC 2020
✅ খ) জন সোর - শিশুকন্যা হত্যা নিষিদ্ধ করেন কে?
ক) জন সোর খ) লর্ড বেন্টিক গ) লর্ড ডালহৌসি ঘ) লর্ড কার্নওয়ালিস
পরীক্ষা: SSC MTS 2019, WBPSC 2021
✅ খ) লর্ড বেন্টিক - অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন কে?
ক) লর্ড ওয়েলেসলি খ) লর্ড মিন্টো গ) লর্ড হেস্টিংস ঘ) লর্ড ডালহৌসি
পরীক্ষা: RRB NTPC 2019, WBPSC 2022
✅ ক) লর্ড ওয়েলেসলি - Fort William College কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
ক) মাদ্রাজ খ) কলকাতা গ) বোম্বে ঘ) দিল্লি
পরীক্ষা: SSC CGL 2015, WBPSC 2019
✅ খ) কলকাতা - চতুর্থ ইং-মহীশূর যুদ্ধ কোন সালে হয়েছিল?
ক) ১৭৯৯ খ্রিস্টাব্দ খ) ১৭৮৪ খ্রিস্টাব্দ গ) ১৮০২ খ্রিস্টাব্দ ঘ) ১৮০৫ খ্রিস্টাব্দ
পরীক্ষা: RRB Group D 2018, WBPSC 2020
✅ ক) ১৭৯৯ খ্রিস্টাব্দ - বেসিনের সন্ধি কোন সালে হয়েছিল?
ক) ১৮০২ খ্রিস্টাব্দ খ) ১৭৯৯ খ্রিস্টাব্দ গ) ১৮০৫ খ্রিস্টাব্দ ঘ) ১৮১৩ খ্রিস্টাব্দ
পরীক্ষা: SSC CHSL 2017, WBPSC 2021
✅ ক) ১৮০২ খ্রিস্টাব্দ - অমৃতসরের সন্ধি কোন সালে হয়েছিল?
ক) ১৮০৯ খ্রিস্টাব্দ খ) ১৮১৩ খ্রিস্টাব্দ গ) ১৮০৫ খ্রিস্টাব্দ ঘ) ১৮১৮ খ্রিস্টাব্দ
পরীক্ষা: RRB ALP 2019, WBPSC 2022
✅ ক) ১৮০৯ খ্রিস্টাব্দ - ১৮১৩ সালের চাটার অ্যাক্ট দ্বারা কোম্পানির কোন একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে?
ক) চা খ) আফিম গ) তুলা ঘ) লবণ
পরীক্ষা: SSC CGL 2018, WBPSC 2020
✅ ক) চা - ১৮১৩ সালের চাটার অ্যাক্ট অনুযায়ী শিক্ষাক্ষেত্রে প্রতি বছর কত টাকা বরাদ্দ করা হয়?
ক) ১ লক্ষ টাকা খ) ১ হাজার টাকা গ) ১০ হাজার টাকা ঘ) ৫ হাজার টাকা
পরীক্ষা: SSC MTS 2019, WBPSC 2021
✅ ক) ১ লক্ষ টাকা - গোর্খাদের সাথে সগলীর সন্ধি কোন সালে হয়েছিল?
ক) ১৮১৪ খ্রিস্টাব্দ খ) ১৮১৫ খ্রিস্টাব্দ গ) ১৮১৬ খ্রিস্টাব্দ ঘ) ১৮১৭ খ্রিস্টাব্দ
পরীক্ষা: WBPSC 2021, RRB NTPC 2016
✅ গ) ১৮১৬ খ্রিস্টাব্দ - কোন যুদ্ধে পেশোয়া পদের অবসান ঘটে এবং শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরাও সরে যান?
ক) প্রথম মারাঠা যুদ্ধ খ) দ্বিতীয় মারাঠা যুদ্ধ গ) তৃতীয় মারাঠা যুদ্ধ ঘ) পানিপথের যুদ্ধ
পরীক্ষা: SSC CGL 2017, WBPSC 2020
✅ গ) তৃতীয় মারাঠা যুদ্ধ - বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ কবে প্রকাশিত হয়?
ক) ১৮১৬ খ্রিস্টাব্দ খ) ১৮১৭ খ্রিস্টাব্দ গ) ১৮১৮ খ্রিস্টাব্দ ঘ) ১৮২০ খ্রিস্টাব্দ
পরীক্ষা: RRB ALP 2018, SSC MTS 2019
✅ গ) ১৮১৮ খ্রিস্টাব্দ - মাদ্রাজে রায়তওয়ারী ব্যবস্থা চালু করেন কে?
ক) লর্ড হেস্টিংস খ) টমাস মুনরো ও আলেকজান্ডার রিড গ) রিচার্ড ওয়েলেসলি ঘ) জেমস মিল
পরীক্ষা: WBPSC 2023, SSC CHSL 2016
✅ খ) টমাস মুনরো ও আলেকজান্ডার রিড - কোন আইনের দ্বারা জমিদারদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়?
ক) বেঙ্গল রেন্ট অ্যাক্ট ১৮৫৯ খ) বেঙ্গল টেনান্সি অ্যাক্ট ১৮৮৫ গ) বেঙ্গল টেনান্সি অ্যাক্ট ১৮২২ ঘ) কৃষি সংস্কার আইন ১৯৫০
পরীক্ষা: WBPSC 2019
✅ খ) বেঙ্গল টেনান্সি অ্যাক্ট ১৮৮৫ - মহলওয়ারি ব্যবস্থা গাঙ্গের উপত্যকায় কে চালু করেন?
ক) লর্ড বেন্টিঙ্ক খ) উইলিয়াম জোন্স গ) ম্যাকেন্জি ও বার্ড ঘ) টমাস মুনরো
পরীক্ষা: SSC CGL 2016, RRB NTPC 2020
✅ গ) ম্যাকেন্জি ও বার্ড - ইয়োন্দাবুর সন্ধি কোন যুদ্ধে জয়ের পরে হয়েছিল?
ক) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ খ) প্রথম ইঙ্গ-বর্মা যুদ্ধ গ) প্রথম ইঙ্গ-সিখ যুদ্ধ ঘ) তৃতীয় মারাঠা যুদ্ধ
পরীক্ষা: RRB Group D 2018, WBPSC 2020
✅ ক) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ - ১৮২৪ খ্রিস্টাব্দে ব্যারাকপুরে কী ঘটেছিল?
ক) সিপাহি বিদ্রোহ খ) বর্মা আক্রমণ গ) সেনা বিদ্রোহ ঘ) কৃষক আন্দোলন
পরীক্ষা: WBPSC 2021
✅ গ) সেনা বিদ্রোহ - ১৮৩৩ সালের চাটার অ্যাক্ট দ্বারা কোন পরিবর্তন হয়?
ক) কোম্পানির রাজস্ব বন্ধ খ) গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন ভারতবর্ষের গভর্নর জেনারেল গ) ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি ঘ) ইংরেজিকে সরকারি ভাষা ঘোষণা
পরীক্ষা: SSC CHSL 2020, WBPSC 2022
✅ খ) গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন ভারতবর্ষের গভর্নর জেনারেল - কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল?
ক) লর্ড ডালহৌসি খ) লর্ড কার্নওয়ালিস গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ঘ) লর্ড মিন্টো
পরীক্ষা: SSC CGL 2018, RRB NTPC 2022
✅ গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক - কার শাসনকালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়?
ক) লর্ড কার্নওয়ালিস খ) লর্ড ডালহৌসি গ) লর্ড বেন্টিঙ্ক ঘ) লর্ড মিন্টো
পরীক্ষা: WBPSC 2019, SSC MTS 2021
✅ গ) লর্ড বেন্টিঙ্ক - কাকে নেতৃত্বে ঠগিদের দমন করা হয়?
ক) উইলিয়াম স্লিমেন খ) হেনরি স্লিমেন গ) চার্লস নেপিয়ার ঘ) জন লরেন্স
পরীক্ষা: RRB ALP 2020, WBPSC 2022
✅ ক) উইলিয়াম স্লিমেন - মেকলে মিনিটের উদ্দেশ্য কী ছিল?
ক) বাংলা ভাষাকে সরকারি ভাষা করা খ) ইংরেজি শিক্ষার প্রসার গ) আইন সংস্কার ঘ) আদালত সংস্কার
পরীক্ষা: SSC CHSL 2018, WBPSC 2020
✅ খ) ইংরেজি শিক্ষার প্রসার - কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক) ১৮৩০ খ্রিস্টাব্দ খ) ১৮৩৫ খ্রিস্টাব্দ গ) ১৮৪০ খ্রিস্টাব্দ ঘ) ১৮৫০ খ্রিস্টাব্দ
পরীক্ষা: SSC CGL 2017, WBPSC 2021
✅ খ) ১৮৩৫ খ্রিস্টাব্দ - কোল বিদ্রোহের নেতার নাম কী ছিল?
ক) সিধু-কানু খ) বুদ্ধ ভগত ও জয়া ভগত গ) টিকা মুরমু ঘ) রঘুনাথ মাহাতো
পরীক্ষা: WBPSC 2023
✅ খ) বুদ্ধ ভগত ও জয়া ভগত - কে ভারতের ‘Father of Modern Western Education’ নামে পরিচিত?
ক) রাজা রামমোহন রায় খ) ডেভিড হেয়ার গ) লর্ড বেন্টিঙ্ক ঘ) ম্যাকলে
পরীক্ষা: SSC MTS 2019, WBPSC 2021
✅ ঘ) ম্যাকলে - প্রেসের মুক্তিদাতা হিসেবে কাকে মনে করা হয়?
ক) লর্ড অকলেন্ড খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক গ) চার্লস মেটাকাফ ঘ) হেস্টিংস
পরীক্ষা: RRB NTPC 2016, WBPSC 2020
✅ গ) চার্লস মেটাকাফ - প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধের পূর্বে কোন চুক্তি হয়েছিল?
ক) সগলীর সন্ধি খ) ত্রিপাক্ষিক চুক্তি গ) ইয়োন্দাবুর সন্ধি ঘ) অমৃতসরের সন্ধি
পরীক্ষা: WBPSC 2021, SSC CGL 2020
✅ খ) ত্রিপাক্ষিক চুক্তি - সিন্ধু ব্রিটিশদের দখলে আসে কোন সালে?
ক) ১৮৪২ খ্রিস্টাব্দ খ) ১৮৪৩ খ্রিস্টাব্দ গ) ১৮৪৪ খ্রিস্টাব্দ ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দ
পরীক্ষা: RRB Group D 2019, WBPSC 2022
✅ খ) ১৮৪৩ খ্রিস্টাব্দ - সিন্ধুর প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন কে?
ক) চার্লস মেটাকাফ খ) টমাস মুনরো গ) চার্লস নেপিয়ার ঘ) হেনরি হ্যাভলক
পরীক্ষা: SSC CGL 2016, WBPSC 2020
✅ গ) চার্লস নেপিয়ার - ১৮৪৩ সালের Indian Slavery Act দ্বারা কী নিষিদ্ধ হয়েছিল?
ক) সতীদাহ প্রথা খ) ক্রীতদাস প্রথা গ) ঠগ প্রথা ঘ) কর প্রথা
পরীক্ষা: WBPSC 2021, SSC MTS 2020
✅ খ) ক্রীতদাস প্রথা
৬১. সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন কে?
A) লর্ড ডালহৌসি B) লর্ড হার্ডিন্জ C) লর্ড মায়ো D) লর্ড ক্যানিং 📌 SSC CGL 2017
✅ সঠিক উত্তর: B) লর্ড হার্ডিন্জ
৬২. ‘সত্যবিলোপ নীতি’ কাদের শাসনকালে চালু হয়?
A) লর্ড কার্জন B) লর্ড বেন্টিংক C) লর্ড ডালহৌসি D) লর্ড রিপন 📌 RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: C) লর্ড ডালহৌসি
৬৩. নিচের মধ্যে কোন রাজ্যটি প্রথম সত্যবিলোপ নীতিতে দখল হয়?
A) ঝাঁসি B) নাগপুর C) সাতারা D) উদয়পুর 📌 WBPSC 2019
✅ সঠিক উত্তর: C) সাতারা
৬৪. দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের ফলে কোন রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যে যুক্ত হয়?
A) মৈসোর B) পাঞ্জাব C) ঝাঁসি D) হায়দ্রাবাদ 📌 SSC CGL 2017
✅ সঠিক উত্তর: B) পাঞ্জাব
৬৫. কুশাসনের অভিযোগে কোন রাজ্যটি দখল করেন লর্ড ডালহৌসি?
A) কানপুর B) বারাণসী C) অযোধ্যা D) দিল্লি 📌 RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: C) অযোধ্যা
৬৬. ভারতের প্রথম ট্রেন চালু হয় কোন দুটি স্থানের মধ্যে?
A) হাওড়া-দূর্গাপুর B) মুম্বাই-থানে C) দিল্লি-আম্বালা D) চেন্নাই-হায়দ্রাবাদ 📌 RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: B) মুম্বাই-থানে
৬৭. ভারতে Open Civil Service পরীক্ষার সূচনা হয় কোন বছরে?
A) ১৮৫৩ B) ১৮৫৭ C) ১৮৫৮ D) ১৮৬১ 📌 SSC CGL 2017
✅ সঠিক উত্তর: A) ১৮৫৩
৬৮. সিধু ও কানহু কোন বিদ্রোহের নেতা ছিলেন?
A) কোল বিদ্রোহ B) নীল বিদ্রোহ C) সাঁওতাল বিদ্রোহ D) সিপাহী বিদ্রোহ 📌 WBPSC 2019
✅ সঠিক উত্তর: C) সাঁওতাল বিদ্রোহ
৬৯. “Magna Carta of Indian Education” নামে পরিচিত কোন দলিলটি?
A) Charter Act 1833 B) Macaulay Minute 1835 C) Wood’s Despatch 1854 D) Indian Education Act 1860 📌 SSC CGL 2017
✅ সঠিক উত্তর: C) Wood’s Despatch 1854
৭০. বিধবা বিবাহ আইন চালু হয় কোন বছর?
A) ১৮৫৭ B) ১৮৫৬ C) ১৮৫৪ D) ১৮৫৮ 📌 WBPSC 2019
✅ সঠিক উত্তর: B) ১৮৫৬
৭১. ভারতে প্রথম Public Works Department চালু করেন কে?
A) লর্ড ক্যানিং B) লর্ড কার্জন C) লর্ড ডালহৌসি D) লর্ড রিপন 📌 RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: C) লর্ড ডালহৌসি
৭২. ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয় কোথা থেকে কোথায়?
A) দিল্লি-মুম্বাই B) কলকাতা-আগ্রা C) চেন্নাই-হায়দ্রাবাদ D) হাওড়া-দিল্লি 📌 SSC CGL 2017
✅ সঠিক উত্তর: B) কলকাতা-আগ্রা
৭৩. ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় স্থাপিত হয়?
A) মুম্বাই B) রুরকি C) পাটনা D) মাদ্রাজ 📌 WBPSC 2019
✅ সঠিক উত্তর: B) রুরকি
৭৪. প্রথম Viceroy of India কে ছিলেন?
A) লর্ড কার্জন B) লর্ড রিপন C) লর্ড ক্যানিং D) লর্ড ডালহৌসি 📌 SSC CGL 2017
✅ সঠিক উত্তর: C) লর্ড ক্যানিং
৭৫. সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় কোন বছরে?
A) ১৮৫৬ B) ১৮৫৭ C) ১৮৫৮ D) ১৮৫৯ 📌 RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: B) ১৮৫৭
৭৬. Government of India Act 1858 অনুযায়ী ভারতের শাসনভার কার হাতে যায়?
A) ব্রিটিশ রাণী B) ইস্ট ইন্ডিয়া কোম্পানি C) গভর্নর জেনারেল D) ব্রিটিশ গর্ভনর 📌 SSC CGL 2017
✅ সঠিক উত্তর: A) ব্রিটিশ রাণী
৭৭. IPC বা Indian Penal Code চালু হয় কোন বছরে?
A) ১৮৬০ B) ১৮৫৮ C) ১৮৬১ D) ১৮৫৭ 📌 WBPSC 2019
✅ সঠিক উত্তর: A) ১৮৬০
৭৮. কোন বছরে স্বত্ববিলোপ নীতি বাতিল হয়?
A) ১৮৫৬ B) ১৮৫৮ C) ১৮৫৯ D) ১৮৬০ 📌 RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: B) ১৮৫৮
৭৯. নীল বিদ্রোহ শুরু হয় কোন সালে?
A) ১৮৫৮ B) ১৮৫৯ C) ১৮৬০ D) ১৮৬১ 📌 WBPSC 2019
✅ সঠিক উত্তর: B) ১৮৫৯
৮০. Indian Council Act 1861-এর ফলে কোন ব্যবস্থা চালু হয়?
A) Charter Act B) Port Folio System C) Judicial Reforms D) Vernacular Press Act 📌 SSC CGL 2017
✅ সঠিক উত্তর: B) Port Folio System
৮১. কলকাতা, মাদ্রাজ ও বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কোন বছরে?
A) ১৮৬১ B) ১৮৬২ C) ১৮৬৪ D) ১৮৬৫ 📌 RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: B) ১৮৬২
৮২. ভারতে বিকেন্দ্রীকরণ ব্যবস্থা প্রথম চালু করেন কে?
A) লর্ড রিপন B) লর্ড লিটন C) লর্ড মায়ো D) লর্ড হার্ডিন্জ 📌 WBPSC 2019
✅ সঠিক উত্তর: C) লর্ড মায়ো
৮৩. প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় কোন বছরে?
A) ১৮৬৯ B) ১৮৭১ C) ১৮৭২ D) ১৮৭৩ 📌 SSC CGL 2017
✅ সঠিক উত্তর: C) ১৮৭২
৮৪. Statistical Survey of India কোন বছর স্থাপিত হয়?
A) ১৮৬৯ B) ১৮৭০ C) ১৮৭২ D) ১৮৭৪ 📌 WBPSC 2019
✅ সঠিক উত্তর: A) ১৮৬৯
৮৫. আন্দামানে হত্যাকাণ্ডের শিকার হন কোন ভাইসরয়?
A) লর্ড রিপন B) লর্ড মায়ো C) লর্ড এলেনবারো D) লর্ড কারমাইকেল 📌 RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: B) লর্ড মায়ো
৮৬. ভারতের “Infrastructure এর কর্তা” নামে পরিচিত কে?
A) লর্ড ডালহৌসি B) লর্ড মায়ো C) লর্ড কার্জন D) লর্ড হার্ডিন্জ 📌 SSC CGL 2017
✅ সঠিক উত্তর: B) লর্ড মায়ো
৮৭. লর্ড নর্থবুক কোন কর বাতিল করেন?
A) আয়কর B) রপ্তানি শুল্ক C) জমি কর D) বিক্রয় কর 📌 RRB NTPC 2021
✅ সঠিক উত্তর: B) রপ্তানি শুল্ক
৮৮. ১৮৭৬ সালে কোন আইন নাট্যাভিনয় নিয়ন্ত্রণের জন্য পাস হয়?
A) Arms Act B) Dramatic Performances Act C) Vernacular Press Act D) Indian Councils Act 📌 SSC CGL 2017
✅ সঠিক উত্তর: B) Dramatic Performances Act
৮৯. ১৮৭২ সালে পাঞ্জাবে কোন আন্দোলন শুরু হয়েছিল?
A) সিপাহী বিদ্রোহ B) কুকা আন্দোলন C) সাঁওতাল বিদ্রোহ D) নীল বিদ্রোহ 📌 WBPSC 2019
✅ সঠিক উত্তর: B) কুকা আন্দোলন
৯০. ‘Brilliant Failure’ উপাধি কোন ভাইসরয়কে দেওয়া হয়েছিল?
A) লর্ড রিপন B) লর্ড লিটন C) লর্ড কার্জন D) লর্ড ডালহৌসি 📌 SSC CHSL 2017
✅ সঠিক উত্তর: B) লর্ড লিটন
৯১. ১৮৭৭ সালে দিল্লি দরবারে রানী ভিক্টোরিয়াকে কোন উপাধি দেওয়া হয়?
A) Empress of India B) Queen of England C) Empress of Britain D) Queen of the World
📘 RRB ALP 2018
✅ উত্তর: A) Empress of India
৯২. ১৮৭৮ সালে কোন আইন দেশীয় ভাষার সংবাদপত্র নিয়ন্ত্রণের জন্য প্রণীত হয়?
A) Vernacular Press Act B) Arms Act C) Indian Press Act D) Newspaper Regulation Act
📘 SSC CGL 2015
✅ উত্তর: A) Vernacular Press Act
৯৩. ১৮৭৮ সালের Arms Act অনুযায়ী কোনটি নিষিদ্ধ ছিল?
A) অস্ত্র বহন করা B) অস্ত্র আমদানি C) অস্ত্র রপ্তানি D) অস্ত্র নির্মাণ
📘 WBPSC 2020
✅ উত্তর: A) অস্ত্র বহন করা
৯৪. মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
A) স্যার সৈয়দ আহমেদ খান B) লর্ড লিটন C) লর্ড রিপন D) রামমোহন রায়
📘 RRB NTPC 2016
✅ উত্তর: A) স্যার সৈয়দ আহমেদ খান
৯৫. ভারতের স্বায়ত্ব শাসনের জনক কাকে বলা হয়?
A) লর্ড রিপন B) লর্ড কার্জন C) লর্ড লিটন D) লর্ড ডালহৌসি
📘 SSC CGL 2019
✅ উত্তর: A) লর্ড রিপন
৯৬. ১৮৮৩ সালে কোন বিল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল?
A) ইলবার্ট বিল B) মোরলে-মিন্টো রিফর্ম C) মন্টেগু-চেমসফোর্ড রিফর্ম D) রাউলাট অ্যাক্ট
📘 WBPSC 2018
✅ উত্তর: A) ইলবার্ট বিল
৯৭. ভারতে নিয়মিত দশ বছর অন্তর জনগণনা শুরু হয় কোন বছরে?
A) ১৮৮১ B) ১৮৯১ C) ১৯০১ D) ১৯১১
📘 SSC CHSL 2020
✅ উত্তর: A) ১৮৮১
৯৮. ভারতের প্রথম Factory আইন চালু হয় কোন বছরে?
A) ১৮৮১ B) ১৮৮৫ C) ১৮৯০ D) ১৮৯৫
📘 RRB Group D 2018
✅ উত্তর: A) ১৮৮১
৯৯. ১৮৮২ সালে কোন কমিশন শিক্ষা সংক্রান্ত গঠিত হয়?
A) হান্টার কমিশন B) স্যাডলার কমিশন C) র্যাডক্লিফ কমিশন D) সাইমন কমিশন
📘 WBPSC 2017
✅ উত্তর: A) হান্টার কমিশন
১০০. ‘আমার কাজ আমার পরিচয় দেবে’—এই উক্তি কার?
A) লর্ড রিপন B) লর্ড কার্জন C) লর্ড লিটন D) লর্ড ডালহৌসি
📘 SSC MTS 2016
✅ উত্তর: A) লর্ড রিপন
১০১. ১৮৮৫ সালে Indian National Congress প্রতিষ্ঠা করেন কে?
A) এ.ও. হিউম B) দাদাভাই নওরোজি C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় D) গোপাল কৃষ্ণ গোখলে
📘 RRB NTPC 2019
✅ উত্তর: A) এ.ও. হিউম
১০২. কোন ভাইসরয়ের সময়ে ১৮৯১ সালে ‘দ্বিতীয় Factory Act’ পাস হয়েছিল?
A) লর্ড কার্জন B) লর্ড ল্যান্সডাউন C) লর্ড রিপন D) লর্ড হার্ডিঞ্জ
📘 SSC CGL 2017, WBPSC 2019
✅ উত্তর: B) লর্ড ল্যান্সডাউন
১০৩. ‘Age of Consent Act’ কোন সালে পাস হয়েছিল?
A) ১৮৮১ B) ১৮৯১ C) ১৯০১ D) ১৯১১
📘 RRB NTPC 2016, SSC CHSL 2020
✅ উত্তর: B) ১৮৯১
১০৪. ডুরান্ট কমিশন কোন সালে কাবুলে যায়?
A) ১৮৯৩ B) ১৮৯৫ C) ১৮৯৭ D) ১৮৯৯
📘 WBPSC 2018, SSC CGL 2022
✅ উত্তর: A) ১৮৯৩
১০৫. কোন ভাইসরয়ের সময়ে পুসাতে কৃষি গবেষণা প্রতিষ্ঠান গঠিত হয়েছিল?
A) লর্ড কার্জন B) লর্ড রিপন C) লর্ড ল্যান্সডাউন D) লর্ড হার্ডিঞ্জ
📘 RRB Group D 2018, SSC MTS 2021(Testbook)
✅ উত্তর: A) লর্ড কার্জন
১০৬. ‘Indian University Act’ কোন সালে পাস হয়েছিল?
A) ১৯০২ B) ১৯০৪ C) ১৯০৬ D) ১৯০৮
📘 SSC CGL 2019, WBPSC 2020(wbpscupsc)
✅ উত্তর: B) ১৯০৪
১০৭. বঙ্গভঙ্গ কোন তারিখে কার্যকর হয়েছিল?
A) ১৬ অক্টোবর ১৯০৫ B) ১৫ আগস্ট ১৯০৫ C) ১ জানুয়ারি ১৯০৬ D) ২৬ জানুয়ারি ১৯০৬
📘 RRB NTPC 2019, SSC CHSL 2020
✅ উত্তর: A) ১৬ অক্টোবর ১৯০৫
১০৮. অনুশীলন সমিতি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯০০ B) ১৯০২ C) ১৯০৪ D) ১৯০৬
📘 WBPSC 2017, SSC CGL 2021
✅ উত্তর: D) ১৯০৬
১০৯. গভর্নর জেনারেল কাউন্সিলে প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন?
A) সুরেন্দ্রনাথ ব্যানার্জি B) দাদাভাই নওরোজি C) এস.পি. সিনহা D) গোপাল কৃষ্ণ গোখলে
📘 SSC CGL 2018, RRB NTPC 2020(Utkarsh)
✅ উত্তর: C) এস.পি. সিনহা
১১০. ‘যুগান্তর’ দল কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯০৪ B) ১৯০৬ C) ১৯০৮ D) ১৯১০
📘 WBPSC 2016, SSC CHSL 2019
✅ উত্তর: B) ১৯০৬
১১১. মুসলিম লীগ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯০৫ B) ১৯০৬ C) ১৯০৭ D) ১৯০৮
📘 পরীক্ষা: RRB Group D 2018, SSC CGL 2020(Testbook)
✅ উত্তর: B) ১৯০৬
১১২. ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল’ কোন সালে কলকাতায় স্থাপিত হয়েছিল?
A) ১৯০৫ B) ১৯০৬ C) ১৯০৭ D) ১৯০৮
📘 পরীক্ষা: WBPSC 2015, SSC MTS 2019
✅ উত্তর: B) ১৯০৬
১১৩. সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন কোন সালে হয়েছিল?
A) ১৯০৫ B) ১৯০৬ C) ১৯০৭ D) ১৯০৮
📘 পরীক্ষা: SSC CGL 2017, RRB NTPC 2019
✅ উত্তর: C) ১৯০৭
১১৪. ‘মর্লে-মিন্টো সংস্কার আইন’ কোন সালে পাস হয়েছিল?
A) ১৯০৭ B) ১৯০৮ C) ১৯০৯ D) ১৯১০
📘 পরীক্ষা: SSC CHSL 2020, WBPSC 2021
✅ উত্তর: C) ১৯০৯
১১৫. দিল্লি দরবার কোন সালে অনুষ্ঠিত হয়েছিল?
A) ১৯০৫ B) ১৯০৭ C) ১৯১১ D) ১৯১৩
📘 পরীক্ষা: RRB Group D 2019, SSC CGL 2022(Testbook)
✅ উত্তর: C) ১৯১১
১১৬. বঙ্গভঙ্গ রদ কোন সালে হয়েছিল?
A) ১৯০৯ B) ১৯১০ C) ১৯১১ D) ১৯১২
📘 পরীক্ষা: WBPSC 2018, SSC CHSL 2021
✅ উত্তর: C) ১৯১১
১১৭. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর কোন সালে কার্যকর হয়েছিল?
A) ১৯১১ B) ১৯১২ C) ১৯১৩ D) ১৯১৪
📘 পরীক্ষা: SSC CGL 2019, RRB NTPC 2020
✅ উত্তর: B) ১৯১২
১১৮. হিন্দু মহাসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯১৩ B) ১৯১৪ C) ১৯১৫ D) ১৯১৬
📘 পরীক্ষা: WBPSC 2017, SSC MTS 2020
✅ উত্তর: D) ১৯১৬
১১৯. হোম রুল আন্দোলন কোন সালে শুরু হয়েছিল?
A) ১৯১৫ B) ১৯১৬ C) ১৯১৭ D) ১৯১৮
📘 পরীক্ষা: SSC CGL 2018, RRB Group D 2019
✅ উত্তর: B) ১৯১৬
১২০. গদর পার্টি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯১২ B) ১৯১৩ C) ১৯১৪ D) ১৯১৫
📘 পরীক্ষা: WBPSC 2016, SSC CHSL 2019
✅ উত্তর: B) ১৯১৩
১২১. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯১৪ B) ১৯১৫ C) ১৯১৬ D) ১৯১৭
📘 পরীক্ষা: SSC CGL 2020, RRB NTPC 2021
✅ উত্তর: C) ১৯১৬
১২২. ‘কোমাগাতামারু’ ঘটনা কোন সালে ঘটে?
A) ১৯১২ B) ১৯১৩ C) ১৯১৪ D) ১৯১৫
📘 পরীক্ষা: WBPSC 2015, SSC MTS 2018
✅ উত্তর: C) ১৯১৪
১২৩. ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোন সালে পুনেতে গঠিত হয়েছিল?
A) ১৯১৫ B) ১৯১৬ C) ১৯১৭ D) ১৯১৮
📘 পরীক্ষা: SSC CHSL 2020, WBPSC 2021
✅ উত্তর: B) ১৯১৬
১২৪. স্যাডলার কমিশন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত হয়েছিল?
A) কলকাতা বিশ্ববিদ্যালয় B) দিল্লি বিশ্ববিদ্যালয় C) মাদ্রাজ বিশ্ববিদ্যালয় D) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
📘 পরীক্ষা: SSC CGL 2019, RRB Group D 2020
✅ উত্তর: A) কলকাতা বিশ্ববিদ্যালয়
১২৫. লক্ষৌ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীরা কোন সালে মিলিত হয়েছিল?
A) ১৯১৫ B) ১৯১৬ C) ১৯১৭ D) ১৯১৮
📘 পরীক্ষা: WBPSC 2018, SSC MTS 2021
✅ উত্তর: B) ১৯১৬
১২৬. লক্ষৌ চুক্তি কোন দুটি দলের মধ্যে হয়েছিল?
A) INC ও মুসলিম লীগ B) INC ও হিন্দু মহাসভা C) মুসলিম লীগ ও হিন্দু মহাসভা D) INC ও অখিল ভারতীয় কিষাণ সভা
📘 পরীক্ষা: SSC CHSL 2020, RRB NTPC 2021
✅ উত্তর: A) INC ও মুসলিম লীগ
১২৭. চম্পারন সত্যাগ্রহ কোন সালে অনুষ্ঠিত হয়েছিল?
A) ১৯১৫ B) ১৯১৬ C) ১৯১৭ D) ১৯১৮
📘 পরীক্ষা: SSC CGL 2009
✅ উত্তর: C) ১৯১৭
১২৮. কোন ঘটনার ফলে ৫ ফেব্রুয়ারি ১৯২২ সালে অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে যায়?
A) চাম্পারণ আন্দোলন B) জলিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড C) নরম পন্থী আন্দোলন D) চৌরিচৌরা কাণ্ড
📘 পরীক্ষা: RRB NTPC (2016), SSC CGL (2018), WBPSC (2020)
✅ উত্তর: D) চৌরিচৌরা কাণ্ড
১২৯. ১৯২১ সালে কেরলে সংঘটিত মোপালা বিদ্রোহ কাদের বিরুদ্ধে হয়েছিল?
A) ব্রিটিশ সরকার B) জমিদার ও ব্রিটিশদের C) মুসলিমদের D) গাঁধীজির নেতৃত্বে
📘 পরীক্ষা: RRB ALP (2018), SSC CHSL (2019)
✅ উত্তর: B) জমিদার ও ব্রিটিশদের
১৩০. রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে প্রথম পৃথক করা হয় কত সালে?
A) ১৯১৮ B) ১৯২২ C) ১৯২৪ D) ১৯২৭
📘 পরীক্ষা: RRB NTPC (2016), SSC CGL (2017)
✅ উত্তর: C) ১৯২৪
১৩১. স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) গান্ধীজি ও প্যাটেল (B) চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু (C) সুভাষচন্দ্র বোস (D) রাজগুরু ও ভগৎ সিং
📘 SSC CGL (2018), WBPSC (2019)
✅ উত্তর: (B) চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু
১৩২. AITUC (All India Trade Union Congress) প্রতিষ্ঠা করেন কে?
(A) সুভাষচন্দ্র বোস (B) লালা লাজপত রায় (C) গান্ধীজি (D) ড. বি. আর. আম্বেদকর
📘 RRB ALP (2018), SSC CHSL (2020)
✅ উত্তর: (B) লালা লাজপত রায়
১৩৩. AITUC-এর প্রথম সভাপতি কে ছিলেন?
(A) সুভাষচন্দ্র বোস (B) গান্ধীজি (C) লালা লাজপত রায় (D) চিত্তরঞ্জন দাস
📘 SSC CGL (2019), WBPSC (2021)
✅ উত্তর: (C) লালা লাজপত রায়
১৩৪. ভারতের কমিউনিস্ট পার্টি (CPI) প্রতিষ্ঠা করেন কে?
(A) ভগৎ সিং (B) এম এন রায় (C) মোহাম্মদ আলি জিন্নাহ (D) সুভাষচন্দ্র বোস
📘 RRB NTPC (2016), SSC CHSL (2018)
✅ উত্তর: (B) এম এন রায়
১৩৫. কাকোরি ট্রেন ডাকাতি সংঘটিত হয় কত সালে?
(A) ১৯২১ (B) ১৯২৩ (C) ১৯২৫ (D) ১৯২৭
📘 SSC CGL (2017), WBPSC (2020)
✅ উত্তর: (C) ১৯২৫
১৩৬. গান্ধীজি কেবল একবার কংগ্রেসের সভাপতি হন কোন অধিবেশনে?
(A) মথুরা (B) কলকাতা (C) বেলগাঁও (D) সেলেম
📘 SSC CHSL (2019), WBPSC (2021)
✅ উত্তর: (C) বেলগাঁও
১৩৭. ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে সাইমন কমিশন গঠিত হয় কত সালে?
(A) ১৯২৬ (B) ১৯২৭ (C) ১৯৩০ (D) ১৯৩২
📘 RRB ALP (2018), SSC CGL (2019)
✅ উত্তর: (B) ১৯২৭
১৩৮. ‘নেহেরু রিপোর্ট’ কে প্রস্তুত করেছিলেন?
(A) গান্ধীজি (B) মতিলাল নেহেরু (C) সুভাষচন্দ্র বোস (D) চিত্তরঞ্জন দাস
📘 SSC CHSL (2020), WBPSC (2021)
✅ উত্তর: (B) মতিলাল নেহেরু
১৩৯. ১৯২৮ সালে জিন্নাহ কত দফা দাবি প্রকাশ করেন?
(A) ১০ (B) ১২ (C) ১৪ (D) ১৫
📘 RRB NTPC (2016), SSC CGL (2018)
✅ উত্তর: (C) ১৪
১৪০. নিচের কোন ব্যক্তি দীপাবলি চালু করেছিলেন বলে মনে করা হয়?
(A) লর্ড হার্ডিঞ্জ (B) লর্ড আরউইন (C) লর্ড লিনলিথগো (D) লর্ড মিনটো
📘 SSC CHSL (2019), WBPSC (2020)
✅ উত্তর: (B) লর্ড আরউইন
১৪১. ভগৎ সিং ও রাজগুরু সান্ডার্সকে হত্যা করেন কত সালে?
(A) ১৯২৫ (B) ১৯২৮ (C) ১৯৩০ (D) ১৯৩২
📘 RRB ALP (2018), SSC CGL (2019)
✅ উত্তর: (B) ১৯২৮
১৪২. আইনসভায় বোমা নিক্ষেপ করেন কারা?
(A) সুভাষচন্দ্র বোস ও ক্ষুদিরাম বসু (B) বটুকেশ্বর দত্ত ও রাজগুরু (C) ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত (D) চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু
📘 SSC CHSL (2020), WBPSC (2021)
✅ উত্তর: (C) ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত
১৪৩. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কার নেতৃত্বে হয়?
(A) মাস্টারদা সূর্যসেন (B) ভগৎ সিং (C) রাজগুরু (D) সুভাষচন্দ্র বোস
📘 RRB NTPC (2016), SSC CGL (2018)
✅ উত্তর: (A) মাস্টারদা সূর্যসেন
১৪৪. অলিন্দ যুদ্ধ কাদের সঙ্গে সম্পর্কিত?
(A) দীনেশ, বিনয়, বাদল (B) রাজগুরু, ভগৎ সিং, সুভাষ (C) চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু (D) গান্ধীজি, প্যাটেল, সুভাষ
📘 SSC CHSL (2019), WBPSC (2020)
✅ উত্তর: (A) দীনেশ, বিনয়, বাদল
১৪৫. কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়?
(A) কলকাতা (B) লাহোর (C) পটনা (D) সিমলা
📘 RRB ALP (2018), SSC CGL (2019)
✅ উত্তর: (B) লাহোর
১৪৬. লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল?
(A) ১২ই মার্চ ১৯৩০ (B) ১লা জানুয়ারি ১৯৩০ (C) ১৫ই আগস্ট ১৯৩০ (D) ২৭শে ডিসেম্বর ১৯৩০
📘 SSC CHSL (2020), WBPSC (2021)
✅ উত্তর: (A) ১২ই মার্চ ১৯৩০
১৪৭. আইন অমান্য আন্দোলন শুরু হয় কত সালে?
(A) ১৯২৯ (B) ১৯৩০ (C) ১৯৩১ (D) ১৯৩২
📘 RRB NTPC (2016), SSC CGL (2018)
✅ উত্তর: (B) ১৯৩০
১৪৮. All India Youth Conference গঠিত হয় কত সালে?
(A) ১৯২৭ (B) ১৯২৮ (C) ১৯২৯ (D) ১৯৩০
📘 SSC CHSL (2019), WBPSC (2020)
✅ উত্তর: (C) ১৯২৯
১৪৯. ‘Independence of India League’ কারা প্রতিষ্ঠা করেন?
(A) গান্ধীজি ও চিত্তরঞ্জন দাস (B) লালা লাজপত রায় ও সুভাষচন্দ্র বোস (C) জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বোস (D) সুভাষচন্দ্র বোস ও মোহাম্মদ আলি জিন্নাহ
📘 RRB ALP (2018), SSC CGL (2019)
✅ উত্তর: (C) জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বোস
১৫০. প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়?
(A) ১৯২৭ (B) ১৯৩০ (C) ১৯৩২ (D) ১৯৩৩
📘 SSC CHSL (2020), WBPSC (2021)
✅ উত্তর: (B) ১৯৩০
১৫১. গান্ধী-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
(A) ৫ জানুয়ারি ১৯৩১ (B) ১৫ মার্চ ১৯৩১ (C) ৫ মার্চ ১৯৩১ (D) ১০ আগস্ট ১৯৩১
📘 RRB NTPC (2016), SSC CGL (2018)
✅ উত্তর: (C) ৫ মার্চ ১৯৩১
১৫২. সারদা আইনের মাধ্যমে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত ধার্য করা হয়?
(A) ১২ বছর (B) ১৪ বছর (C) ১৬ বছর (D) ১৮ বছর
📘 SSC CHSL (2019), WBPSC (2020)
✅ উত্তর: (B) ১৪ বছর
১৫৩. গান্ধীজি নিচের কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন?
(A) প্রথম (B) দ্বিতীয় (C) তৃতীয় (D) সবগুলোতে
📘 SSC CGL 2015, RRB NTPC 2016, WBP Constable 2021
✅ উত্তর: (B) দ্বিতীয়
১৫৪. ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড কত তারিখে Communal Award ঘোষণা করেন?
(A) ১৫ আগস্ট ১৯৩২ (B) ১৬ আগস্ট ১৯৩২✅ (C) ১৭ আগস্ট ১৯৩২ (D) ১৮ আগস্ট ১৯৩২ 📘 SSC CHSL 2019, WBPSC 2022
১৫৫. Communal Award অনুযায়ী পৃথক নির্বাচন কোন সম্প্রদায়ের জন্য ঘোষণা করা হয়?
(A) মুসলিমদের (B) শিখদের (C) Depressed Class ✅ (D) দলিত মুসলিম 📘 RRB ALP 2018, WBP Constable 2020
১৫৬. পুনা চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয়?
(A) গান্ধীজি ও নেহেরু (B) গান্ধীজি ও আম্বেদকর ✅ (C) আম্বেদকর ও সুভাষ বোস (D) রাজেন্দ্র প্রসাদ ও আম্বেদকর 📘 SSC MTS 2021, RRB NTPC 2020
১৫৭. তৃতীয় গোল টেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
(A) ১৯৩০ (B) ১৯৩১ (C) ১৯৩২ ✅ (D) ১৯৩৩ 📘 WBPSC Clerkship 2019
১৫৮. কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত হয় কত সালে?
(A) ১৯৩২ (B) ১৯৩৩ (C) ১৯৩৪ ✅ (D) ১৯৩৫ 📘 SSC CGL 2017
১৫৯. All India Kisan Sabha প্রতিষ্ঠিত হয় কত সালে এবং কে ছিলেন প্রথম সভাপতি?
(A) ১৯৩৫, জওহরলাল নেহেরু (B) ১৯৩৬, সহজানন্দ সরস্বতী ✅ (C) ১৯৩৭, রাজেন্দ্র প্রসাদ (D) ১৯৩৮, সতীশচন্দ্র দাসগুপ্ত 📘 RRB Group D 2018, WBPSC Misc 2021
১৬০. ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
(A) ১৯৩৫ (B) ১৯৩৬ (C) ১৯৩৭ ✅ (D) ১৯৩৮ 📘 SSC CHSL 2018, RRB NTPC 2020, WBPSC 2023
১৬১. INC-র হরিপুরা অধিবেশনে সভাপতি কে ছিলেন?
(A) প্যাটেল (B) রাজেন্দ্র প্রসাদ (C) নেতাজি ✅ (D) নেহেরু 📘 RRB Group D 2018, WBPSC WBCS 2019
১৬২. INC-র ত্রিপুরি কংগ্রেসে সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে?
(A) নেতাজি ✅ (B) রাজেন্দ্র প্রসাদ (C) ভল্লভভাই প্যাটেল (D) নেহেরু 📘 SSC CGL 2014, WBP Constable 2022
১৬৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন বছর?
(A) ১৯৩৮ (B) ১৯৩৯ ✅ (C) ১৯৪০ (D) ১৯৪১ 📘 SSC MTS 2020, RRB ALP 2019
১৬৪. নেতাজি কোন বছর Forward Bloc গঠন করেন?
(A) ১৯৩৮ (B) ১৯৩৯ ✅ (C) ১৯৪০ (D) ১৯৪১ 📘 SSC CGL 2019, WBPSC Misc 2022
১৬৫. মুসলিম লীগের লাহোর প্রস্তাবে কোন বিষয় গৃহীত হয়?
(A) পৃথক নির্বাচন (B) হিন্দু-মুসলিম ঐক্য (C) পাকিস্তান রাষ্ট্র ✅ (D) ভারত ছাড়ো প্রস্তাব 📘 RRB NTPC 2016, SSC CHSL 2017, WBP SI 2021
১৬৬. ব্যক্তিগত সত্যাগ্রহ কোন বছর শুরু হয়?
(A) ১৯৩৮ (B) ১৯৩৯ (C) ১৯৪০ ✅ (D) ১৯৪১ 📘 SSC CGL 2015, RRB Group D 2019
১৬৭. আগস্ট অফার ঘোষিত হয় কোন সালে?
(A) ১৯৩৯ (B) ১৯৪০ ✅ (C) ১৯৪১ (D) ১৯৪২ 📘 SSC MTS 2021, WBP Constable 2023
১৬৮. ক্রিপস মিশন ভারতে আসে কোন সালে?
(A) ১৯৪০ (B) ১৯৪১ (C) ১৯৪২ ✅ (D) ১৯৪৩ 📘 SSC CGL 2020, RRB NTPC 2019, WBPSC Misc 2023
১৬৯. ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় কবে?
(A) ৮ আগস্ট ১৯৪২ (B) ৯ আগস্ট ১৯৪২ ✅ (C) ১০ আগস্ট ১৯৪২ (D) ১১ আগস্ট ১৯৪২ 📘 SSC CHSL 2018, RRB ALP 2018, WBP SI 2022
১৭০. চক্রবর্তী রাজাগোপালাচারির সূত্র (CR Formula) কোন সালে প্রস্তাবিত হয়?
(A) ১৯৪২ (B) ১৯৪৩ (C) ১৯৪৪✅ (D) ১৯৪৫ 📘 RRB NTPC 2020, SSC CGL 2021
১৭১. ওয়াভেল পরিকল্পনা ও সিমলা কনফারেন্স অনুষ্ঠিত হয় কোন সালে?
(A) ১৯৪৪ (B) ১৯৪৫ ✅ (C) ১৯৪৬ (D) ১৯৪৭ 📘 RRB NTPC 2016, SSC CGL 2018
১৭২. ভারতে ক্যাবিনেট মিশন আসে কোন সালে?
(A) ১৯৪৫ (B) ১৯৪৬ ✅ (C) ১৯৪৭ (D) ১৯৪৮ 📘 RRB NTPC 2017, SSC CGL 2020
১৭৩. ১৯৪৬ সালে কোন শহরে নৌ বিদ্রোহ হয়?
(A) চেন্নাই (B) কলকাতা (C) মুম্বাই ✅ (D) দিল্লি 📘 RRB GrD 2019, SSC MTS 2017
১৭৪. ‘Direct Action Day’ ঘোষণার তারিখ ছিল—
(A) ১৪ আগস্ট ১৯৪৬ (B) ১৫ আগস্ট ১৯৪৬ (C) ১৬ আগস্ট ১৯৪৬ ✅ (D) ১৭ আগস্ট ১৯৪৬ 📘 WBPSC 2018, SSC CHSL 2019
১৭৫. অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে?
(A) ১৫ আগস্ট ১৯৪৬ (B) ১ সেপ্টেম্বর ১৯৪৬ (C) ২ সেপ্টেম্বর ১৯৪৬ ✅ (D) ৩ সেপ্টেম্বর ১৯৪৬ 📘 WBPSI 2019, RRB ALP 2018
১৭৬. মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়—
(A) ২ জুন ১৯৪৭ (B) ৩ জুন ১৯৪৭ ✅ (C) ৪ জুন ১৯৪৭ (D) ৫ জুন ১৯৪৭ 📘 RRB NTPC 2019, SSC CGL 2020
১৭৭. Indian Independence Act রাজকীয় সম্মতি পায়—
(A) ৪ জুলাই ১৯৪৭ (B) ১৮ জুলাই ১৯৪৭ ✅ (C) ১৪ আগস্ট ১৯৪৭ (D) ১৫ আগস্ট ১৯৪৭ 📘 SSC MTS 2017, RRB GrD 2018
১৭৮. পাকিস্তান স্বাধীনতা লাভ করে—
(A) ১৩ আগস্ট ১৯৪৭ (B) ১৪ আগস্ট ১৯৪৭ ✅ (C) ১৫ আগস্ট ১৯৪৭ (D) ১৬ আগস্ট ১৯৪৭ 📘 WBPSC 2020, RRB NTPC 2016
১৭৯. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
(A) লর্ড কার্জন (B) লর্ড ডাফরিন (C) লর্ড মাউন্টব্যাটেন ✅ (D) লর্ড লিটন 📘 SSC CHSL 2018, WBPSI 2019
১৮০. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) সি. রাজাগোপালাচারী (B) মাউন্টব্যাটেন ✅ (C) নেহেরু (D) রাজেন্দ্র প্রসাদ 📘 RRB GrD 2017, SSC CGL 2019
১৮১. ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে?
(A) ২৬ জানুয়ারি ১৯৪৮ (B) ২৬ নভেম্বর ১৯৪৯ ✅ (C) ১৫ আগস্ট ১৯৪৯ (D) ২৬ জানুয়ারি ১৯৫০ 📘 RRB NTPC 2020, WBPSI 2020
১৮২. ভারতীয় সংবিধান কার্যকর হয়—
(A) ২৬ নভেম্বর ১৯৪৯ (B) ১ জানুয়ারি ১৯৫০ (C) ২৬ জানুয়ারি ১৯৫০ ✅ (D) ১৫ আগস্ট ১৯৫০ 📘 SSC CGL 2020, RRB ALP 2019
১৮৩. ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়—
(A) ১৯৪৯–৫০ (B) ১৯৫০–৫১ (C) ১৯৫১–৫২ ✅ (D) ১৯৫২–৫৩ 📘 WBPSC 2019, SSC MTS 2018
১৮৪. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
(A) রাজেন্দ্র প্রসাদ (B) সর্দার প্যাটেল (C) নেহেরু ✅ (D) বাবাসাহেব আম্বেদকর 📘 SSC CGL 2019, RRB NTPC 2020
১৮৫. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন—
(A) বি. আর. আম্বেদকর (B) জওহরলাল নেহেরু (C) ড. রাজেন্দ্র প্রসাদ ✅ (D) সি. রাজাগোপালাচারী 📘 RRB GrD 2018, SSC CHSL 2019
১৮৬. ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন—
(A) উইনস্টন চার্চিল (B) অ্যাটলি ✅ (C) হ্যারল্ড ম্যাকমিলান (D) উইলসন 📘 RRB NTPC 2020, SSC MTS 2017
১৮৭. ভারতের স্বাধীনতার সময় প্রেসিডেন্ট হিসেবে উল্লেখযোগ্য ছিলেন—
(A) রাজেন্দ্র প্রসাদ (B) জে. বি. কৃপালানি ✅ (C) বি. এন. রাও (D) এন. সি. কেলকর 📘 SSC CGL 2020, WBPSC 2021
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন