আধুনিক ভারতে শিক্ষাব্যবস্থা এই বিষয় নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের প্রশ্নাবলী(SSC, RRB ,WBPSC,WBP)

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান( আধুনিক ভারতে শিক্ষাব্যবস্থা)
প্রতিষ্ঠান | সাল | প্রতিষ্ঠাতা |
কলকাতা মাদ্রাসা (আলিয়া বিশ্ববিদ্যালয়) | ১৭৮১ | ওয়ারেন হেস্টিংস |
এশিয়াটিক সোসাইটি | ১৭৮৪ | উইলিয়াম জোন্স |
বেনারস সংস্কৃত কলেজ | ১৭৯১ | জোনাথন ডানকান |
ফোর্ট উইলিয়াম কলেজ | ১৮০০ | লর্ড ওয়েলেসলি |
হিন্দু কলেজ | ১৪১৭ | ডেভিড হেয়ার |
হেয়ার স্কুল | ১৮১৭ | ডেভিড হেয়ার |
শ্রীরামপুর কলেজ | ১৮১৮ | উইলিয়াম কেরি |
অ্যাংলো হিন্দু স্কুল | ১৮২২ | রামমোহন রায় |
বেদান্ত কলেজ | ১৮২৫ | রামমোহন রায় |
কলকাতা মেডিকেল কলেজ | ১৮৩৫ | উইলিয়াম বেন্টিঙ্ক |
কলকাতা,বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় | ১৮৫৭ | |
Scientific society | ১৮৬৪ | সৈয়দ আহমেদ |
মহামেডাম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ (আলিগড়) | ১৮৭৫ | সৈয়দ আহমেদ |
দয়া নন্দ আ্যংলো বৈদিক কলেজ | ১৮৮৬ | লালা হংসরাজ |
গুরুকুল আশ্রম (হরিদ্দার) | ১৯০২ | স্বামী শ্রদ্ধানন্দ |
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় | ১৯১৬ | মদন মোহন মালভূম |
ডেকান এডুকেশন সোসাইটি | ১৮৮০ | মহাদেব গোবিন্দ রানাভে |
Note –
* ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ১৯১৬ সালে , প্রতিষ্ঠাতা D.K কার্ভে
* কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ও প্রথম ভারতীয় উপাচার্য – গুরুদাস বন্দ্যোপাধ্যায়
* ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে – ওয়ার্ড ও কারি ব্যাপটিস্ট মিশন গঠন করে
শিক্ষা সংক্রান্ত কিছু ব্রিটিশ আইন * (আধুনিক ভারতে শিক্ষাব্যবস্থা)
1) Charter Act – 1813
* ভারতের শিক্ষার জন্য বছরে এক লক্ষ টাকা দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি
2) মেকলে মিনিট (১৮৩৫)
* এর সুপারিশ উইলিয়াম বন্টিং ১৮৩৫ খ্রিস্টাব্দে ইংরেজি ভাষা কে সরকারি ভাষা রূপে মান্যতা
3) লর্ড হার্ডিঞ্জের নীতি
* ১৮৮৪ খ্রিস্টাব্দে সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেওয়া হয়
4) উডের ডেসপ্যাচ
* ১৮৫৪ খ্রিস্টাব্দে শিক্ষার সংক্রান্ত
* একে বলে ভারত পাশ্চাত্য শিক্ষার বিস্তারের Magna Carta (মহাসনদ)
* এতে প্রথম প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কারের উল্লেখ করা হয়
* এর সুপারিশে ১৮৯৭ খ্রিস্টাব্দে কলকাতা,বোম্বে,মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
5) হান্টার কমিশন
* ১৮৮২ খ্রিস্টাব্দে আসে
* প্রধানত প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সুপারিশ করা হয়
6) রালে কমিশন
* ১৯০২ সালে আসে, এর দুজন ভারতীয় সদস্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও হুসেন বিল গার্মি
* এই কমিশনের সুপারিশে ১৯০৪ খ্রিস্টাব্দে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন করেন
7) স্যাডলার কমিশন
* ১৯১৭ সালে গঠিত হয় ও রিপোর্ট জমা দেয় ১৯১৯
* অপর নাম কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন
8) ওয়ার্ধা পরিকল্পনা – ১৯৩৭
9) সার্জেন্ট পরিকল্পনা – ১৯৪৪
10) কোঠারি কমিশন – ১৯৬৪
Note –
i) ১৯২১ – খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন
ii) ১৯১৭ – বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন – জগদীশচন্দ্র বসু
iii) ১৯১৪ – কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপন করেন – আশুতোষ মুখোপাধ্যায়
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇
Prevoious Year Questions(আধুনিক ভারতে শিক্ষাব্যবস্থা)
- কলকাতা মাদ্রাসা (আলিয়া বিশ্ববিদ্যালয়) কবে প্রতিষ্ঠিত হয়?
A. ১৭৮১ B. ১৭৮৪ C. ১৭৯১ D. ১৮০০ | RRB NTPC 2016, WBPSC 2022
✅ সঠিক উত্তর: A. ১৭৮১ - এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. উইলিয়াম জোন্স B. ওয়ারেন হেস্টিংস C. ডেভিড হেয়ার D. লর্ড ক্যানিং | SSC CGL 2019, WBPSC 2021
✅ সঠিক উত্তর: A. উইলিয়াম জোন্স - বেনারস সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
A. ১৭৯১ B. ১৮০০ C. ১৮১৭ D. ১৮৩৫ | RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: A. ১৭৯১ - ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
A. লর্ড ওয়েলেসলি B. লর্ড কার্নওয়ালিস C. জেমস প্রিন্সেপ D. উইলিয়াম বেন্টিঙ্ক | SSC CHSL 2020, WBPSC 2023
✅ সঠিক উত্তর: A. লর্ড ওয়েলেসলি - হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
A. ১৮১৭ B. ১৮৩৫ C. ১৮৫৭ D. ১৮৭৫ | RRB ALP 2018, WBPSC 2022
✅ সঠিক উত্তর: A. ১৮১৭ - হেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. ডেভিড হেয়ার B. রাজা রামমোহন রায় C. হেনরি ডিরোজিও D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | SSC MTS 2021
✅ সঠিক উত্তর: A. ডেভিড হেয়ার - শ্রীরামপুর কলেজ কে প্রতিষ্ঠা করেন?
A. উইলিয়াম কেরি B. ডেভিড হেয়ার C. জেমস প্রিন্সেপ D. জন মার্শম্যান | WBPSC 2020
✅ সঠিক উত্তর: A. উইলিয়াম কেরি - অ্যাংলো হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. রামমোহন রায় B. ডেভিড হেয়ার C. উইলিয়াম কেরি D. উইলিয়াম জোন্স | RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: A. রামমোহন রায় - বেদান্ত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
A. ১৮২৫ B. ১৮৩৫ C. ১৮৪৫ D. ১৮৫৭ | SSC CGL 2018
✅ সঠিক উত্তর: A. ১৮২৫ - কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন –
A. উইলিয়াম বেন্টিঙ্ক B. ওয়ারেন হেস্টিংস C. লর্ড রিপন D. লর্ড কার্জন | WBPSC 2021
✅ সঠিক উত্তর: A. উইলিয়াম বেন্টিঙ্ক - কলকাতা, বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
A. ১৮৫৭ B. ১৮৬৪ C. ১৮৭৫ D. ১৮৮৬ | RRB ALP 2018, SSC CHSL 2020
✅ সঠিক উত্তর: A. ১৮৫৭ - সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন –
A. সৈয়দ আহমেদ B. রামমোহন রায় C. ডেভিড হেয়ার D. মদন মোহন মালবীয় | SSC CGL 2019
✅ সঠিক উত্তর: A. সৈয়দ আহমেদ - মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়?
A. আলিগড় B. কলকাতা C. দিল্লি D. মুম্বাই | RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: A. আলিগড় - দয়া নন্দ আ্যংলো বৈদিক কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
A. ১৮৮৬ B. ১৮৭৫ C. ১৮৮০ D. ১৯০২ | WBPSC 2022
✅ সঠিক উত্তর: A. ১৮৮৬ - গুরুকুল আশ্রম (হরিদ্বার) এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. স্বামী শ্রদ্ধানন্দ B. দয়ানন্দ সরস্বতী C. ডেভিড হেয়ার D. সায়েদ আহমেদ | SSC MTS 2021
✅ সঠিক উত্তর: A. স্বামী শ্রদ্ধানন্দ - বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. মদন মোহন মালবীয় B. রামমোহন রায় C. ডেভিড হেয়ার D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | RRB ALP 2018, WBPSC 2023
✅ সঠিক উত্তর: A. মদন মোহন মালবীয় - ডেকান এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন –
A. মহাদেব গোবিন্দ রানাডে B. বলগঙ্গাধর তিলক C. জ্যোতিরাও ফুলে D. জি.কে. ঘোষাল | SSC CGL 2019
✅ সঠিক উত্তর: A. মহাদেব গোবিন্দ রানাডে - ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন –
A. ডি.কে. কার্ভে B. সারোজিনী নাইডু C. পদ্মজা নাইডু D. ক্যাথরিন মায়ো | WBPSC 2021
✅ সঠিক উত্তর: A. ডি.কে. কার্ভে - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
A. গুরুদাস বন্দ্যোপাধ্যায় B. জগদীশচন্দ্র বসু C. দেবেন্দ্রনাথ ঠাকুর D. অরবিন্দ ঘোষ | RRB NTPC 2016
✅ সঠিক উত্তর: A. গুরুদাস বন্দ্যোপাধ্যায় - ১৮০০ সালে শ্রীরামপুরে কোন মিশন গঠিত হয়?
A. ব্যাপটিস্ট মিশন B. রামকৃষ্ণ মিশন C. ব্রাহ্ম সমাজ D. আর্য সমাজ | SSC CHSL 2020
✅ সঠিক উত্তর: A. ব্যাপটিস্ট মিশন
- Charter Act 1813 অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শিক্ষার জন্য বছরে কত টাকা বরাদ্দ করে?
A. ১ লক্ষ টাকা B. ২ লক্ষ টাকা C. ৫০ হাজার টাকা D. ৫ লক্ষ টাকা | RRB NTPC 2016, SSC CGL 2014
✅ সঠিক উত্তর: A. ১ লক্ষ টাকা - কোন নীতিতে ১৮৩৫ সালে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
A. উডের ডেসপ্যাচ B. স্যাডলার কমিশন C. মেকলে মিনিট D. কোঠারি কমিশন | SSC CHSL 2018, WBP CONSTABLE 2019
✅ সঠিক উত্তর: C. মেকলে মিনিট - কোন গভর্নর জেনারেলের নীতিতে ১৮৮৪ সালে সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেওয়া হয়?
A. লর্ড কার্জন B. লর্ড হার্ডিঞ্জ C. লর্ড মিন্টো D. লর্ড রিপন | WBPSC 2020
✅ সঠিক উত্তর: D. লর্ড রিপন - কোন শিক্ষানীতিকে ভারতীয় পাশ্চাত্য শিক্ষার মহাসনদ (Magna Carta) বলা হয়?
A. স্যাডলার কমিশন B. উডের ডেসপ্যাচ C. হান্টার কমিশন D. রালে কমিশন | SSC CGL 2016, WBPSC 2017, RRB GrD 2018
✅ সঠিক উত্তর: B. উডের ডেসপ্যাচ - হান্টার কমিশন কবে গঠিত হয়?
A. ১৮৫৪ B. ১৮৮২ C. ১৯০২ D. ১৯১৭ | RRB ALP 2014, SSC MTS 2019
✅ সঠিক উত্তর: B. ১৮৮২ - রালে কমিশনের সুপারিশে কোন বছর বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন করা হয়?
A. ১৯০২ B. ১৯০৪ C. ১৯১৭ D. ১৯২১ | SSC CGL 2012, WBPSC 2022
✅ সঠিক উত্তর: B. ১৯০৪ - স্যাডলার কমিশনের অপর নাম কী?
A. বম্বে বিশ্ববিদ্যালয় কমিশন B. কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন C. দিল্লি বিশ্ববিদ্যালয় কমিশন D. শান্তিনিকেতন কমিশন | SSC CHSL 2015, WBPSI 2021
✅ সঠিক উত্তর: B. কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন - ওয়ার্ধা শিক্ষানীতি কোন সালে ঘোষিত হয়?
A. ১৯১৭ B. ১৯৩৭ C. ১৯৪৪ D. ১৯৬৪ | RRB NTPC 2019
✅ সঠিক উত্তর: B. ১৯৩৭ - সার্জেন্ট শিক্ষানীতির প্রস্তাব কোন সালে দেওয়া হয়?
A. ১৯৩৭ B. ১৯৪৪ C. ১৯৬৪ D. ১৯২১ | WBP CONSTABLE 2020
✅ সঠিক উত্তর: B. ১৯৪৪ - কোঠারি কমিশন কবে গঠিত হয়?
A. ১৯৬৪ B. ১৯৪৪ C. ১৯৩৭ D. ১৯২১ | SSC MTS 2017, WBPSC 2019, RRB GrD 2022
✅ সঠিক উত্তর: A. ১৯৬৪ - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে এবং কবে প্রতিষ্ঠা করেন?
A. রবীন্দ্রনাথ ঠাকুর – ১৯২১ B. আশুতোষ মুখোপাধ্যায় – ১৯১৪ C. জগদীশচন্দ্র বসু – ১৯১৭ D. হুমায়ুন কবির – ১৯৪৮ | SSC CGL 2015, WBPSC 2023, WBPSI 2020
✅ সঠিক উত্তর: A. রবীন্দ্রনাথ ঠাকুর – ১৯২১ - বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন?
A. জগদীশচন্দ্র বসু B. ড. হোমি ভাভা C. সি.ভি. রমন D. অমর্ত্য সেন | WBP CONSTABLE 2022
✅ সঠিক উত্তর: A. জগদীশচন্দ্র বসু - কলকাতা বিজ্ঞান কলেজ কে প্রতিষ্ঠা করেন?
A. আশুতোষ মুখোপাধ্যায় B. জগদীশচন্দ্র বসু C. রাজা রামমোহন রায় D. হেমচন্দ্র রায়চৌধুরী | SSC MTS 2016, WBPSC 2021
✅ সঠিক উত্তর: A. আশুতোষ মুখোপাধ্যায়
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇