ভারতে সমাজ সংস্কার আন্দোলন নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের প্রশ্নাবলী(SSC, RRB ,WBPSC,WBP)
রাজা রামমোহন রায়
* জন্ম – হুগলি জেলার রাধানগর
* মৃত্যু – ব্রিষ্টল (ইংল্যান্ড)
* উপাধি – ‘’রাজা’’ – দ্বিতীয় আকবর
* ‘’ভারত পথিক’’ – রবীন্দ্রনাথ ঠাকুর
* ‘’আধুনিক ভারতের অগ্রদূত’’ – আর সি মজুমদার
* এছাড়া – ‘’ভারতের প্রথম আধুনিক মানুষ’’ ‘’আধুনিক ভারতের স্রষ্টা’’
* ‘’আধুনিক ভারতের জনক ও নবজাগরণের দূত’’
* পত্রিকা – সংবাদ কৌমুদি(বাংলা),মারাৎ-উল-আকবর (ফরাসি)
* বই – ‘’Percept Of Jesus’’ (ইংরেজি), ‘’Gift Of Monthesiss’’ (persi) (একেশ্বরবাদীদের প্রতি)
∢ শিক্ষা সংস্কৃত সংস্কার
* ১৮১৭ – ডেভিড হেয়ারের সাথে হিন্দু কলেজ প্রতিষ্ঠা
* ১৮১৬ – বেদান্ত সোসাইটি
* ১৮২৫ – বেদান্ত কলেজ
𲌳 সমাজ সংস্কার আন্দোলন
* ১৮১৫ খ্রিস্টাব্দে আত্মীয় সভা গঠন
* ১৮২৯ খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিঙ্ক এর সহায়তায় (Act -17) সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন
* ১৮২৮ খ্রিস্টাব্দে ব্রহ্ম সভা গঠন করেন , ১৮৩০ এ তার নাম হয় আত্মীয় সভা
ব্রাহ্মসমাজ, দেবনাথ ঠাকুর ও কেশব চন্দ্র
𒕁 দেবেন্দ্রনাথ ঠাকুর
* রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা
* ১৮৩৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন তত্ত্বাবোধিনি সভা
* ১৮৪৩ খ্রিস্টাব্দে প্রকাশ করেন তত্ত্বাবধি নি পত্রিকা
* ১৮৪৩ খ্রিস্টাব্দে ব্রহ্ম সভাতে যোগদান করেন
* ১৮৬১ তে পত্রিকা – Indian Mirror প্রকাশ করেন
কেশব চন্দ্র সেন
* ১৮৫৮ তে ব্রহ্ম সভা তে যোগ দেন
* তার কাজে মুগ্ধ হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে উপাধি দেয়- ‘’ব্রহ্মানন্দ’’
* ১৮৬৬ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে তার মতপার্থক্য হয় এবং তিনি ব্রহ্মসমাজ থেকে বেরিয়ে গঠন করেন ভারতীয় ব্রাহ্মসমাজ ; দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রম্ভ সমাজের নাম হয় আদি ব্রহ্মসমাজ
* ১৮৭০ তে প্রতিষ্ঠা করেন – Indian Reform Association
* ১৮৭২ সালে পাশ হয় – Native Marriage Act ( Act –III )
* এর বিয়ের ন্যূনতম বয়স – ছেলে ১৮ বছর ; মেয়ে ১৪ বছর
* তিনি সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন
* পত্রিকা – বামাবোধিনী পত্রিকা
* কেশবচন্দ্রের ভারতীয় ব্রাহ্মসমাজ থেকে বেরিয়ে ১৮৭৮ খ্রিস্টাব্দে আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী গঠন করেন সাধারণ ব্রহ্মসমাজ
* ১৮৮০ খ্রিস্টাব্দে কেশব চন্দ্র সেন এর ব্রহ্মসমাজের নাম হয় নববিধান ব্রহ্মসমাজ
* ভিরসআলিঙ্গম পন্তুলু
* একে বলে ‘’তেলেগুর নবজাগরণের দূত’’ এবং অন্ধের রাজা রামমোহন
* প্রতিষ্ঠা করেন – ’’ Rajmundary Social Reform Association’’
* বই – রাজ শেখর চরিত্রেমু
বেদ সমাজ
* ১৮৬৪ খ্রিস্টাব্দে মাদ্রাজে প্রতিষ্ঠা হয়
* বেদ সমাজকে বলে দক্ষিণ ভারতের ব্রহ্ম সভা
* প্রতিষ্ঠাতা শ্রীধরলু নাইডু
ধর্মসভা
* বাংলাতে প্রতিষ্ঠা হয়
* প্রতিষ্ঠাতা – রাধাকান্ত দেব
প্রার্থনা সমাজ
* ১৮৬৭ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে প্রতিষ্ঠা হয়
* প্রতিষ্ঠাতা – আত্মরাম পান্ডূরঙ্গ
* গুরুত্বপূর্ণ সদস্য – মহাদেব গোবিন্দ রানাডে
* এই সমাজের অগ্রদূত ছিল পরমংস সভা
মহাদেব গোবিন্দ রানাডে
* গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু
* ইনি প্রার্থনা সমাজের সদস্য ছিলেন
* ১৮৮৪ খ্রিস্টাব্দে পুনাতে প্রতিষ্ঠা করেন ‘’Decan Education Society’’
* এর সদস্যরা পুনাতে ফার্গু সেন কলেজ প্রতিষ্ঠিত করে
D K কার্ভে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ১৯১৬ তে
আর্য সমাজ ও দায়ানন্দ সরস্বতী
দয়ানন্দ সরস্বতী
* প্রকৃত – মূলা শঙ্কর
* গুরু বিরজানন্দ
* হিন্দু ধর্মের জন্য শুদ্ধি আন্দোলন করেন
* লিখিত বই সতার্থ প্রকাশ (হিন্দি) ও বেদ ভাষা (হিন্দি)
* উক্তি – ‘’Back to the Vedas’’
* উপাধি -ভারতের মার্টিন লুথার
* বিশেষ উক্তি ‘’A Good Government is not Suitable for self Government’’
* দিন ১৮৭৫ খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন – বোম্বাই
** প্রথম ‘’স্বরাজ’’ কথাটি বলেন
* গরুদের সুরক্ষার জন্য ‘’গৌরক্ষিনী সভা’’ প্রতিষ্ঠা করেন
* তার মৃত্যুর পর
* ১৮৮৬ খ্রিস্টাব্দে ‘’দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ’’ প্রতিষ্ঠা করেন লালা হংসরাজ
* ১৯০২ খ্রিস্টাব্দে ‘’গুরুবুল আশ্রম’’ প্রতিষ্ঠা করেন স্বামী শ্রদ্ধানন্দ
শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ
𒕂 শ্রীরামকৃষ্ণ
* জন্ম – কামারপুকুর হুগলি
* প্রকৃত নাম গদাধর চট্টোপাধ্যায়
* মৃত্যু – ১৮৮৬
বিবেকানন্দ
* জন্ম ১২ই জানুয়ারি (যুব দিবস) ১৮৬৩ খ্রিস্টাব্দ
* বাল্যনাম – নরেন্দ্রনাথ দত্ত
* পিতা – বিশ্বনাথ দত্ত
* মাতা ভুবনেশ্বরী দেবী
* মহারাজা অজিত রাজ্য একে উপাধি দেয় ‘’স্বামী বিবেকানন্দ’’
* ‘’New Hindusm’’ প্রচার করেন
* ১৮৯৩ খ্রিস্টাব্দে আমেরিকা শিকাগো শহরে বিশ্বধর্মী সম্মেলনে ভাষণ দেন
* একে USA যেতে সাহায্য করেন মহারাজ অজিত রাজ সিং
* ১৮৯৭ খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন “রামকৃষ্ণ মিশন”
* শিষ্য – মর্গারেট নোবেল (আয়ারল্যান্ডের মেয়ে)
( উপাধি – সিস্টার নিবেদিতা, ভারতে সারা জীবন কাটিয়ে দেয়)
* বই – বর্তমান ভারত,রাজ্য যোগ,কর্মযোগ,ভক্তিযো,জ্ঞানযোগ,পরিব্রাজক,Kali The Mother
* পত্রিকা – প্রবুদ্ধ ভারত ও উদ্বোধন
* তিনি বলেন ‘’আগামী ৫০ বছর ভারতে একমাত্র আরাধ্য দেবতা হোক ভারত মাতা’’
* ১৯০২ খ্রিস্টাব্দে মৃত্যু
ডিরোজিও ও ইয়ং বেঙ্গল বা নব্য বেঙ্গল আন্দোলন
* হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক প্রতিষ্ঠা করেন ইয়ং বেঙ্গল
* উপাধি – ‘’আধুনিক ভারতের প্রথম রাষ্ট্রকারি’’
* লিখিত কবিতা – ‘’To india –My Native Land’’ & ’’Fakir Of jangira’’
* পত্রিকা – ‘’পার্থেন’’ ‘’East India’’ ‘’Hesprus’’ ‘’Calcutta Literary Gazette’’
* প্রতিষ্ঠা করেন – ‘’Academic Association’’
পরমহংস সভা – প্রতিষ্ঠাতা আত্মরাম পান্ডূরঙ্গ
লোকাহিতাবাদী
* শুরু করেন গোপাল হরি দেশমুখ মহারাষ্ট্রে
* তাই গোপাল হরিদেশমুখ এর উপাধি ‘’লোকহিতাবাদী’’
* লিখিত বই ‘’জাতিভেদ’’
রাধা স্বামী আন্দোলন
* প্রতিষ্ঠাতা তুলসীরাম (উপাধি শিব দয়াল সাহেব ও স্বামী মহারাজ)
Servent India Society
* প্রতিষ্ঠাতা গোপালকৃষ্ণ গোখলে ১৯০৫ সালে পুনাতে
* এর সদস্য বাপ্পা, ইনি প্রথম আদিবাসী কথাটি উল্লেখ করেন
Indian Social Conference
* প্রতিষ্ঠাতা মহাদেব গোবিন্দ রানাভের ও রঘুনাথ রাও
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
* জন্ম – ১৮২০ ; মেদিনীপুরের বীরসিংহ গ্রামে
* মৃত্যু – ১৮৭০
* ১৮৫৬ খ্রিস্টাব্দে ডালহৌসি সহায়তায় ‘’বিধবা বিবাহ’’ চালু করেন(Act-15)
মহারাষ্ট্রে বিধবা বিবাহের সচেষ্ট হন বিষ্ণু শাস্ত্র পন্ডিত ইনি ১৮৫০ তে Widow Remarrage Associatio’’ বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন
* একে ‘’Traditional Modweniser’’ (ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী) বলেছেন অমলেশ ত্রিপাটি
* রচনা করেন – বোধোদয়,কথামালা,বর্ণপরিচয়,বহুবিবাহ,ব্যাকরণ কৌমুদী, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা
* তার উদ্যোগে ৩৫টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়
* তিনি নিজের খরচে ‘’মেট্রোপলিটন ইনস্টিটিউট’’ প্রতিষ্ঠা করেন বর্তমানে বিদ্যাসাগর কলেজ
* রবীন্দ্রনাথ ঠাকুরের মতে তিনি ‘’বাংলা ভাষার প্রথম যথার্থ কারিগর’’
সত্যসদোক সমাজ ও জ্যোতিবা ফুলে
* তিনি নীচু সম্প্রদায় (কুনবি,মাল এর হয়ে লড়াই করেন) এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে সচেতন হন
* প্রতিষ্ঠা করেন ‘’সত্যশোধক সমাজ’’ ১৮৭৩ খ্রিস্টাব্দ
* লিখিত বই – ‘’গুলমগিরি এবং সার্বজনীক সত্যধর্ম পুস্তক’’
* উপাধি – মহাত্মা
Self Respect Movement
* প্রতিষ্ঠা – রামাস্বামী নিকেয়ার বা পেরিয়ার
আলীগড় আন্দোলন
* আলিগড় আন্দোলন শুরু করেন সৈয়দ আহমেদ খান।
* একে বলে মুসলমানদের রামমোহন
* পত্রিকা – ‘’পাইওনিয়ার’’ ও ‘’তাজিব-আল-আখলখ’’
* ১৮৬৫ সালে সাইন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন
* ১৮৭৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
* এর প্রথম প্রিন্সিপাল থমাস বেক
* ১৯২০তে নাম আলীগড় বিশ্ববিদ্যালয়
* ১৮৯৩ খ্রিস্টাব্দে থমাস বেক প্রতিষ্ঠা করেন ‘’মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স এসোসিয়েশন অফ আপার ইন্ডিয়া’’
থিওসফিক্যাল সোসাইটি
* ১৮৭৫ খ্রিস্টাব্দে আমেরিকা তে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন হেলেনা ব্লাভাটস্কি এবং কর্নেল এইচ এস ওলকট
* ভারতে এর শাখা হয় আদিয়ার (মাদ্রাজের কাছে)
* ভারতে এর প্রধান হন অ্যানি বেসান্ত
* এই সোসাইটির প্রধান উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতি স্থাপন করা
* ১৮৯৮ খ্রিস্টাব্দে সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন বেনারসে
* ১৯১৬ সালে মদনমোহন মালবীর চেষ্টার ত্রুটি হয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি
১৯১৬ – ডি কে কার্ভে প্রতিষ্ঠা করেন ওমেন ইউনিভার্সিটি
* অ্যানি বেসান্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রেসিডেন্ট ১৯১৬ সালে
* পত্রিকা – নিউ ইন্ডিয়া ও কমনওয়েলথ
* তিনি ১৯১৬ খ্রিস্টাব্দে হোমরুল আন্দোলন চালু করেন
* INCএর প্রথম মহিলা প্রেসিডেন্ট অ্যানি বেসান্ত
India Reform Association
* কলকাতা তে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন
হরিজন সেবক সংঘ
* ১৯৩২ খ্রিস্টাব্দে পুনেতে প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী
বি আর আম্বেদকর
* ভারতের সংবিধানের জন্ম
* তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে সংগ্রাম করেন
* ১৯২৪ সালে প্রতিষ্ঠা করেন ‘’Depressed Class Institute’’
* খ্রিস্টাব্দে – All India Conference Of Depresssed Class
* ১৯৩৬ – ‘’indepandent labour Party’’
* ১৯৪২ – ‘’All India Schedule Cast Federation’’
* পত্রিকা – মুখনায়ক ও বহিষ্কৃত ভারত
* সমাধি – চৈত্রভূমিতে
* ‘’Statue Of Knowledge’’এটি স্থাপিত হল মহারাষ্ট্রে (আম্বেদকরের মূর্তি)
Note :-
* সতীদাহ প্রথা নিষিদ্ধ ১৮২৯ রামমোহন + বেন্টিঙ্ক
* বিধবা বিবাহ চালু করেন ১৮৬৫ বিদ্যাসাগর+ডালহৌসি
* ১৮৫০ সালে বিষ্ণু স্বাস্থ্য প্রতিষ্ঠা করেন
* ১৯২৭ – সালে ‘’All India Women Conference’’ আয়োজিত
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন
Previous year Questions(ভারতে সমাজ সংস্কার আন্দোলন)
- রাজা রামমোহন রায় কোন জেলার রাধানগরে জন্মগ্রহণ করেন? A) নদিয়া B) হুগলি C) বর্ধমান D) মুর্শিদাবাদ ✔️ [SSC CGL 2012, WBPSC 2015]
✅ সঠিক উত্তর: D) মুর্শিদাবাদ - রাজা রামমোহন রায় কোন শহরে মৃত্যুবরণ করেন? A) কলকাতা B) প্যারিস C) ব্রিস্টল D) লন্ডন ✔️ [RRB NTPC 2016, SSC CHSL 2018]
✅ সঠিক উত্তর: C) ব্রিস্টল - ‘ভারত পথিক’ উপাধিটি রাজা রামমোহন রায়কে কে প্রদান করেন? A) রবীন্দ্রনাথ ঠাকুর B) কেশব চন্দ্র সেন C) দেবেন্দ্রনাথ ঠাকুর D) আর সি মজুমদার ✔️ [WBPSC 2017]
✅ সঠিক উত্তর: D) আর সি মজুমদার - ‘আধুনিক ভারতের অগ্রদূত’ উপাধিটি কে প্রদান করেন? A) রবীন্দ্রনাথ ঠাকুর B) কেশব চন্দ্র সেন C) দেবেন্দ্রনাথ ঠাকুর D) আর সি মজুমদার ✔️ [SSC CGL 2015]
✅ সঠিক উত্তর: D) আর সি মজুমদার - রাজা রামমোহন রায় কোন পত্রিকা বাংলা ভাষায় প্রকাশ করেন? A) সংবাদ কৌমুদি B) মারাত-উল-আকবর C) তত্ত্ববোধিনী পত্রিকা D) ইন্ডিয়ান মিরর ✔️ [RRB ALP 2014, SSC CHSL 2016]
✅ সঠিক উত্তর: A) সংবাদ কৌমুদি - রাজা রামমোহন রায় কোন ইংরেজি বইটি লেখেন? A) Percepts of Jesus B) Gift of Monotheists C) The Light of Asia D) The Discovery of India ✔️ [SSC CGL 2013]
✅ সঠিক উত্তর: A) Percepts of Jesus - রাজা রামমোহন রায় কোন সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? A) 1815 B) 1816 C) 1817 D) 1818 ✔️ [WBPSC 2016]
✅ সঠিক উত্তর: C) 1817 - রাজা রামমোহন রায় কোন সালে আত্মীয় সভা গঠন করেন? A) 1815 B) 1828 C) 1830 D) 1839 ✔ [SSC MTS 2014]
✅ সঠিক উত্তর: A) 1815 - রাজা রামমোহন রায় কোন সালে সতীদাহ প্রথা নিষিদ্ধে সহায়তা করেন? A) 1825 B) 1828 C) 1829 D) 1830 ✔️ [RRB NTPC 2016, SSC CGL 2017]
✅ সঠিক উত্তর: C) 1829 - দেবেন্দ্রনাথ ঠাকুর কোন সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? A) 1839 B) 1843 C) 1861 D) 1870 ✔️ [WBPSC 2018]
✅ সঠিক উত্তর: A) 1839 - কেশব চন্দ্র সেন কোন সালে ব্রহ্ম সমাজে যোগ দেন? A) 1857 B) 1858 C) 1866 D) 1870 ✔️ [SSC CHSL 2015]
✅ সঠিক উত্তর: B) 1858 - কেশব চন্দ্র সেন কোন সালে ভারতীয় ব্রাহ্ম সমাজ গঠন করেন? A) 1866 B) 1870 C) 1878 D) 1880 ✔️ [WBPSC 2019]
✅ সঠিক উত্তর: A) 1866 - কেশব চন্দ্র সেন কোন পত্রিকা প্রকাশ করেন? A) সংবাদ কৌমুদি B) মারাত-উল-আকবর C) বামাবোধিনী পত্রিকা D) ইন্ডিয়ান মিরর ✔️[RRB ALP 2015]
✅ সঠিক উত্তর: D) ইন্ডিয়ান মিরর - ভিরসালিঙ্গম পন্তুলু কোন ভাষার নবজাগরণের দূত ছিলেন? A) বাংলা B) তেলেগু C) হিন্দি D) মারাঠি ✔️ [SSC CGL 2016]
✅ সঠিক উত্তর: B) তেলেগু - বেদ সমাজ কোন শহরে প্রতিষ্ঠিত হয়? A) কলকাতা B) মাদ্রাজ C) বম্বে D) পুনে ✔️ [WBPSC 2017]
✅ সঠিক উত্তর: B) মাদ্রাজ - ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন? A) রাধাকান্ত দেব B) রাজা রামমোহন রায় C) কেশব চন্দ্র সেন D) দেবেন্দ্রনাথ ঠাকুর ✔️ [SSC MTS 2013]
✅ সঠিক উত্তর: A) রাধাকান্ত দেব - প্রার্থনা সমাজ কোন সালে মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়? A) 1867 B) 1870 C) 1875 D) 1880 ✔️ [RRB NTPC 2016]
✅ সঠিক উত্তর: C) 1875 - মহাদেব গোবিন্দ রানাডে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন? A) হিন্দু কলেজ B) ডেকান এডুকেশন সোসাইটি C) তত্ত্ববোধিনী সভা D) ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন ✔️ [SSC CHSL 2014]
✅ সঠিক উত্তর: B) ডেকান এডুকেশন সোসাইটি - D K কার্ভে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠা করেন? A) 1910 B) 1916 C) 1920 D) 1925 ✔️ [WBPSC 2020]
✅ সঠিক উত্তর: B) 1916 - Native Marriage Act (Act III) কোন সালে পাশ হয়? A) 1870 B) 1872 C) 1875 D) 1880 ✔ [SSC CGL 2015]
✅ সঠিক উত্তর: B) 1872 - দক্ষিণ ভারতের ব্রহ্ম সভা হিসেবে পরিচিত সংগঠন কোনটি?
A) প্রার্থনা সমাজ B) বেদ সমাজ C) আত্মীয় সভা D) ধর্ম সভা
✅ সঠিক উত্তর: B) বেদ সমাজ
- প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
A) ১৮৬১ B) ১৮৬৩ C) ১৮৬৭ ✔️ D) ১৮৬৯ - মহাদেব গোবিন্দ রানাডে কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন?
A) হিন্দু কলেজ B) ফার্গুসন কলেজ ✔️ C) প্রেসিডেন্সি কলেজ D) বেথুন স্কুল - DK কার্ভে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা করেন?
A) ১৯০৫ B) ১৯১০ C) ১৯১৬ ✔️ D) ১৯২১ - প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
A) 1865 B) 1866 C) 1867 ✔️ D) 1868 – SSC CGL 2022, WBPSC 2023 - প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?
A) আত্মরাম পান্ডূরঙ্গ ✔️ B) মহাদেব গোবিন্দ রানাডে C) দয়ানন্দ সরস্বতী D) শ্রীরামকৃষ্ণ – RRB NTPC 2019, WBPSC WBP Constable 2021 - মহাদেব গোবিন্দ রানাডে কাকে রাজনৈতিক গুরু ছিলেন?
A) বাল গঙ্গাধর তিলক B) গোপালকৃষ্ণ গোখলে ✔️ C) দাদাভাই নওরোজি D) মোহনদাস গান্ধী – SSC CHSL 2021, RRB GrD 2022 - “ডেকান এডুকেশন সোসাইটি” কে প্রতিষ্ঠা করেন?
A) আত্মরাম পান্ডূরঙ্গ B) কেশবচন্দ্র সেন C) মহাদেব গোবিন্দ রানাডে ✔️ D) পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – WBPSC 2022, SSC MTS 2020 - “ডেকান এডুকেশন সোসাইটি” প্রতিষ্ঠিত হয় কোথায়?
A) মুম্বাই B) পুনে ✔️ C) কলকাতা D) দিল্লি – SSC CGL 2020, WBPSI 2021 - D.K. কার্ভে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা করেন?
A) 1910 B) 1912 C) 1916 ✔️ D) 1920 – RRB NTPC 2021, WBPSC 2022 - দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কী ছিল?
A) শঙ্কর নাথ B) মূলা শঙ্কর ✔️ C) শ্যামানন্দ D) আনন্দময়ী – SSC CGL 2021, WBPSI 2022 - দয়ানন্দ সরস্বতীর guru কে ছিলেন?
A) শ্রদ্ধানন্দ B) বিরজানন্দ ✔️ C) স্বামী রামকৃষ্ণ D) বিবেকানন্দ – SSC CHSL 2020, WBPSC 2022 - “Back to the Vedas” – এই উক্তিটি কার?
A) বিবেকানন্দ B) গান্ধীজি C) দয়ানন্দ সরস্বতী ✔️ D) অরবিন্দ ঘোষ – RRB ALP 2020, WBPSC 2021 - দয়ানন্দ সরস্বতী কোন বছর আর্য সমাজ প্রতিষ্ঠা করেন?
A) 1870 B) 1872 C) 1875 ✔️ D) 1880 – SSC CGL 2020, RRB NTPC 2021 - “স্বরাজ” কথাটি প্রথম ব্যবহার করেন কে?
A) লোকমান্য তিলক B) মহাত্মা গান্ধী C) দয়ানন্দ সরস্বতী ✔️ D) গোপালকৃষ্ণ গোখলে – SSC MTS 2020, WBPSC WBP Constable 2022 - গরুদের সুরক্ষার জন্য কোন সংগঠন প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী?
A) গোসেবা মণ্ডল B) গোমাতা সংঘ C) গৌরক্ষিনী সভা ✔️ D) গোরক্ষা সংস্থা – SSC CHSL 2021, WBPSI 2022 - “দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ” কে প্রতিষ্ঠা করেন?
A) লালা হংসরাজ ✔️ B) দয়ানন্দ সরস্বতী C) স্বামী শ্রদ্ধানন্দ D) বিবেকানন্দ – RRB ALP 2020, SSC MTS 2022 - “গুরুকুল আশ্রম” কে প্রতিষ্ঠা করেন?
A) লালা লাজপত রাই B) স্বামী শ্রদ্ধানন্দ ✔️ C) স্বামী বিবেকানন্দ D) গোপালকৃষ্ণ গোখলে – WBPSC 2022, SSC CGL 2020 - শ্রীরামকৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেন?
A) কামারপুকুর ✔️ B) জয়রামবাটি C) কলকাতা D) নবদ্বীপ – WBPSC WBP Constable 2021, RRB GrD 2022 - শ্রীরামকৃষ্ণের প্রকৃত নাম কী ছিল?
A) গদাধর চট্টোপাধ্যায় ✔️ B) নরেন্দ্রনাথ দত্ত C) রামকৃষ্ণ দেব D) ভবানীপ্রসাদ – SSC CGL 2021, WBPSI 2022 - স্বামী বিবেকানন্দের জন্ম কবে হয়?
A) 1860 B) 1861 C) 1863 ✔️ D) 1865 – SSC CHSL 2020, RRB NTPC 2021
- স্বামী বিবেকানন্দের বাল্যনাম কী ছিল?
A) গৌরনাথ Dutta B) নরেন্দ্রনাথ দত্ত ✔️ C) বিশ্বনাথ দত্ত D) গদাধর দত্ত – SSC MTS 2020, WBPSC 2021 - স্বামী বিবেকানন্দকে “স্বামী” উপাধি কে দেন?
A) শ্রীরামকৃষ্ণ B) মহারাজ অজিত রাজ সিং ✔️ C) দয়ানন্দ সরস্বতী D) রামমোহন রায় – RRB NTPC 2021, WBPSC 2022 - স্বামী বিবেকানন্দ কোন সালে শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দেন?
A) 1890 B) 1891 C) 1893 ✔️ D) 1895 – SSC CGL 2021, RRB ALP 2020 - রামকৃষ্ণ মিশন কোথায় প্রতিষ্ঠিত হয়?
A) কামারপুকুর B) বেলুড় ✔️ C) কলকাতা D) শান্তিনিকেতন – SSC MTS 2020, WBPSI 2022 - সিস্টার নিবেদিতা কোন দেশের নাগরিক ছিলেন?
A) ইংল্যান্ড B) ফ্রান্স C) আয়ারল্যান্ড ✔️ D) আমেরিকা – SSC CHSL 2021, WBPSC WBP Constable 2022 - সিস্টার নিবেদিতার প্রকৃত নাম কী ছিল?
A) মার্গারেট স্মিথ B) মার্গারেট নোবেল ✔️ C) মেরি অ্যাডামস D) মার্থা নেলসন – RRB NTPC 2021, WBPSI 2022 - স্বামী বিবেকানন্দের কোন গ্রন্থটি নেই?
A) কর্মযোগ B) রাজযোগ C) ভারতীয় অর্থনীতি ✔️ D) বর্তমান ভারত – SSC CGL 2021, RRB ALP 2020 - স্বামী বিবেকানন্দ কোন পত্রিকা সম্পাদনা করেন?
A) প্রবাসী ও সন্দেশ B) উদ্বোধন ও প্রবুদ্ধ ভারত ✔️ C) আনন্দবাজার ও তত্ত্ববোধিনী D) বঙ্গদর্শন ও বারোমাস – SSC MTS 2020, WBPSC 2022 - “আগামী ৫০ বছর ভারত মাতাই হোক আরাধ্য দেবতা” – এটি কার উক্তি?
A) গান্ধীজি B) রবীন্দ্রনাথ C) বিবেকানন্দ ✔️ D) অরবিন্দ ঘোষ – RRB GrD 2022, WBPSC 2021 - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ‘ইয়ং বেঙ্গল’ আন্দোলন প্রতিষ্ঠা করেন কোন প্রতিষ্ঠানে?
A) হিন্দু কলেজ ✔️ B) প্রেসিডেন্সি কলেজ C) কলকাতা বিশ্ববিদ্যালয় D) বাংলা অ্যাকাডেমি | Exam: RRB NTPC 2016, SSC CGL 2018 - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন (অ্যাক্ট 15) চালু করেন কবে?
A) 1856 ✔️ B) 1860 C) 1870 D) 1850 | Exam: RRB GrD 2020, SSC CHSL 2019 - ‘লোকাহিতাবাদী’ উপাধি কোন ব্যক্তির ছিল?
A) গোপাল হরি দেশমুখ ✔️ B) বিষ্ণু শাস্ত্র পন্ডিত C) সৎযশোধক সমাজ D) সত্যসদোক | Exam: RRB ALP 2018, WBPSC 2020 - রাধা স্বামী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
A) তুলসীরাম B) শিব দয়াল সাহেব ✔️ C) মহারাজ D) গোপাল কৃষ্ণ গোখলে | Exam: SSC CGL 2017, WBPSI 2018 - ‘পার্থেন’ পত্রিকা প্রকাশ করেন কে?
A) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ✔️ B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর C) রামমোহন রায় D) মাইকেল মধুসূদন দত্ত | Exam: RRB NTPC 2021, SSC CHSL 2020 - ‘Theosophical Society’ প্রতিষ্ঠা করেন কে?
A) অ্যানি বেসান্ত B) হেলেনা ব্লাভাটস্কি ✔️ C) কর্নেল এইচ এস ওলকট D) এম এ সিদ্দিকি | Exam: RRB GrD 2020, WBPSC 2022 - গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন কোন সংগঠন?
A) Servant India Society ✔️ B) Indian Social Conference C) Depressed Class Institute D) Women’s University | Exam: SSC CGL 2019, RRB NTPC 2018 - মহাত্মা গান্ধী ‘হরিজন সেবক সংঘ’ প্রতিষ্ঠা করেন কোথায়?
A) বম্বে B) পুনে ✔️ C) দিল্লি D) কলকাতা | Exam: RRB ALP 2017, WBPSI 2020 - ১৮৫০ সালে ‘Widow Remarriage Association’ প্রতিষ্ঠা করেন কে?
A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর B) বিষ্ণু শাস্ত্র পন্ডিত ✔️ C) রামমোহন রায় D) গোপাল হরি দেশমুখ | Exam: SSC MTS 2018, RRB GrD 2021 - ‘আলিগড় আন্দোলন’ কে শুরু করেছিলেন?
A) সৈয়দ আহমেদ খান ✔️ B) রবীন্দ্রনাথ ঠাকুর C) রামমোহন রায় D) কেশবচন্দ্র সেন | Exam: RRB NTPC 2019, SSC CGL 2020
- বেনারসে ‘সেন্ট্রাল হিন্দু কলেজ’ প্রতিষ্ঠা করেন কে?
A) অ্যানি বেসান্ত ✔️ B) মদনমোহন মালবি C) মহাত্মা গান্ধী D) বেনারসি দাস | Exam: SSC CHSL 2019, WBPSI 2021 - ‘আলিগড় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয় কবে?
A) 1865 B) 1887 C) 1920 ✔️ D) 1930 | Exam: SSC CGL 2020, RRB NTPC 2020 - ‘দ্বিতীয় নারী বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন কে?
A) অ্যানি বেসান্ত ✔️ B) ডি কে কার্ভে C) রামাস্বামী নিকেয়ার D) গোপালকৃষ্ণ গোখলে | Exam: RRB GrD 2018, SSC MTS 2020 - ‘নিউ ইন্ডিয়া’ পত্রিকা প্রকাশ করেন কে?
A) মাইকেল মধুসূদন দত্ত B) রামমোহন রায় C) অ্যানি বেসান্ত ✔️ D) গোপাল হরি দেশমুখ | Exam: SSC CGL 2019, WBPSC 2018 - ‘Statue Of Knowledge’ স্থাপিত হয়েছে কোথায়?
A) মহারাষ্ট্র ✔️ B) কেরালা C) গুজরাট D) উত্তরপ্রদেশ | Exam: RRB ALP 2019, WBPSI 2020 - কেশবচন্দ্র সেন ‘India Reform Association’ প্রতিষ্ঠা করেন কোথায়?
A) কলকাতা ✔️ B) দিল্লি C) মুম্বাই D) চেন্নাই | Exam: RRB NTPC 2019, SSC MTS 2020 - ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন কে?
A) সৎযশোধক B) জ্যোতিবা ফুলে ✔️ C) মহাত্মা গান্ধী D) গোপাল হরি দেশমুখ | Exam: WBPSC 2020, SSC CGL 2019 - ‘বহিষ্কৃত ভারত’ পত্রিকা প্রকাশ করেন কে?
A) বি আর আম্বেদকর ✔️ B) রামমোহন রায় C) স্যর সুরেন্দ্রনাথ ব্যানার্জি D) মধুসূদন দত্ত | Exam: RRB GrD 2021, SSC CGL 2020 - মহাত্মা গান্ধী ‘হরিজন সেবক সংঘ’ প্রতিষ্ঠা করেন কবে?
A) 1920 B) 1932 ✔️ C) 1925 D) 1930 | Exam: RRB NTPC 2020, WBPSI 2021 - ‘বেদান্ত কলেজ’ প্রতিষ্ঠা করেন কে?
A) মহাত্মা গান্ধী B) কেশবচন্দ্র সেন C) অ্যানি বেসান্ত ✔️ D) আচার্য শঙ্কর | Exam: RRB GrD 2020, SSC CHSL 2019 - ‘তাজিব-আল-আখলাখ’ পত্রিকা প্রকাশ করেন কে?
A) সৈয়দ আহমেদ খান ✔️ B) রামমোহন রায় C) কেশবচন্দ্র সেন D) গোপালকৃষ্ণ গোখলে | Exam: WBPSC 2020, RRB NTPC 2019 - মহারাষ্ট্রে বিধবা বিবাহ প্রচলন করেন কে?
A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর B) বিষ্ণু শাস্ত্র পন্ডিত ✔️ C) গোপাল হরি দেশমুখ D) রামমোহন রায় | Exam: RRB ALP 2018, SSC CGL 2020 - ‘মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স এসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন কে?
A) সৈয়দ আহমেদ খান B) থমাস বেক ✔️ C) মদনমোহন মালবি D) মোহাম্মদ আলী | Exam: RRB NTPC 2020, SSC MTS 2021 - ‘Statue of Equality’ স্থাপিত হয়েছে কোথায়?
A) মহারাষ্ট্র B) তেলেঙ্গানা ✔️ C) অন্ধ্রপ্রদেশ D) দিল্লি | Exam: WBPSC 2020, RRB GrD 2021
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন