ভারতের জাতীয় কংগ্রেস নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের প্রশ্নাবলী(SSC, RRB ,WBPSC,WBP)
ভারতের জাতীয় কংগ্রেস
সূচনা
* প্রতিষ্ঠা হয় ১৮৮৫ সালে
* প্রতিষ্ঠাতা – A.O Hume (হিউম)
* প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন
* প্রথম অধিবেশন হয় ১৮৮৫ সালে
* সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি
* উপস্থিত ৭২ জন
* স্থান – বোম্বের গোকুল দাস তেজমাল সংস্কৃত কলেজ
* INC এর সর্বপ্রথম প্রেসিডেন্ট উমেশচন্দ্র ব্যানার্জি
* প্রথম মুসলিম প্রেসিডেন্ট বদরুদ্দিন আয়াবজি
* প্রথম ইংরেজ প্রেসিডেন্ট জর্জ ইউলো
* প্রথম মহিলা প্রেসিডেন্ট অ্যানি বেসান্ত
* প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট সরোজিনী নাইডু
* প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট নেতাজি
* গান্ধীজী একবার মাত্র এর প্রেসিডেন্ট হয়। বেলেগাঁও অধিবেশনে ১৯২৪
* INC এর অগ্রদূত ছিল ‘’Indian National Conference’’
* প্রথম দিকে ১৮৮৫ à ১৯০৫ পর্যন্ত নরমপন্থী যুগ বলা হয়
* এই সময় সবথেকে বেশি বার (তিন বার) প্রেসিডেন্ট হয়েছেন দাদাভাই নওরোজি
সৃষ্টির সম্পর্কে বিভিন্ন তথ্য
* Saftey Valve Theory এটি হিউমের [ Hume কে বলা হয় Father Of INC ]
* ‘’এটি এটি বাবু শ্রেণীর সংগঠন’’ ‘’বাঙালি সংগঠন’’ ‘’Microscopic Minority’’ ডাফরিন বলেন
* ‘’তিন দিনের তামাশা’’- অশ্বিনী কুমার দত্ত
* INC is a Beginning Institute’’ – অরবিন্দ ঘোষ।
* ‘’জয় রাধে কৃষ্ণ’’ ‘’ভিক্ষা দাও গো মোরে’’ ইহাই ইহাদের রাজনীতি’’ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
* চেয়েছিলেন রুটি, পেয়েছিলেন পাথরের টুকরো
ভারতের জাতীয় কংগ্রেস বিভিন্ন অধিবেশন( INDIAN NATIONAL CONGRESS)
সাল | স্থান | প্রেসিডেন্ট | বৈশিষ্ট্য |
১৮৮৫ | বোম্বে | উমেশচন্দ্র ব্যানার্জি | প্রথম অধিবেশন গোকুল দাস তেজমাল কলেজ ৭২ জন |
১৮৮৬ | কলকাতা | দাদাভাই নওরোজি | |
১৮৮৭ | মাদ্রাজ | বদরুদ্দীন তায়াবজি | প্রথম মুসলিম প্রেসিডেন্ট |
১৮৮৮ | এলাহাবাদ | জর্জ উইলো | প্রথম ইংরেজ প্রেসিডেন্ট |
১৮৯৬ | কলকাতা | রহিমতুল্লা শায়নী | বন্দেমাতরম প্রথম তে গাওয়া হয় (এটি বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ উপন্যাস থেকে নেওয়া) |
১৯০৫ | বেনারস | গোপাল চন্দ্র গোখলে | বঙ্গভঙ্গ ঘোষণা হয় |
১৯০৬ | কলকাতা | দাদাভাই নওরোজি | স্বরাজ কথাটি প্রথম ব্যবহার হয় |
১৯০৭ | সুরাট | রাসবিহারী ঘোষ | নরমপন্থী ও চরমপন্থী আলাদা হয় |
১৯১১ | কলকাতা | ‘’জনগণমন’’ প্রথমবার গাওয়া হয় | |
সাল | স্থান | প্রেসিডেন্ট | বৈশিষ্ট্য |
১৯১৬ | লক্ষৌ | অম্বিকাচরণ মজুমদার | নরমপন্থী ও চরমপন্থীর মিলন এবং লক্ষৌ চুক্তি |
১৯১৭ | কলকাতা | অ্যানি বেসান্ত | প্রথম মহিলা প্রেসিডেন্ট |
১৯১৯ | অমৃতসর | মতিলাল নেহেরু | খিলাফত আন্দোলন শুরু হয় |
১৯২০ | কলকাতা | লালা লাজপত রায় | অসহযোগ আন্দোলন শুরু হয় |
১৯২০ | নাগপুর | বিজয়ের রাঘব চার | |
১৯২২ | গয়া | চিত্তরঞ্জন দাস | ১৯২৩ তে স্বরাজি পার্টি গঠন হয় |
১৯২৪ | বেলেগাঁও | গান্ধীজী | গান্ধীজী একবার মাত্র এর প্রেসিডেন্ট হল |
১৯২৫ | কানপুর | সরোজিনী নাইডু | প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট |
১৯২৮ | কলকাতা | মতিলাল নেহেরু | নেহেরু রিপোর্ট ১৯২৮ |
১৯২৯ | লাহোর | জহরলাল নেহেরু | INC প্রথম পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় |
১৯৩১ | করাচি | বল্লভভাই প্যাটেল | প্রথম মৌলিক অধিকারের কথা বলা হয় |
১৯৩৭ | ফৈজিপুর | জহরলাল নেহেরু | প্রথম গ্রামে অধিবেশন হয় |
১৯৩৮ | হরিপুরা | সুভাষ চন্দ্র বোস | ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয় |
১৯৩৯ | ত্রিপুরা | সুভাষচন্দ্র বসু | সুভাষচন্দ্র বসু পদত্যাগ করার পর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হল |
১৯৪০ | রামগড় | মৌলানা আবুল কালাম আজাদ | ১৯৪১ – ৪৫ INCএর অধিবেশন হয়নি তাই এই সময় প্রেসিডেন্ট মৌলানা আবুল কালাম আজাদ |
১৯৪৬ | মিরাট | জে বি কৃপালিনী | ভারত স্বাধীনতার সময় প্রেসিডেন্ট ছিলেন জে বি কৃপালিনী |
১৯৪৮ | জয়পুর | পট্টভি সীতারামাইয়া | স্বাধীনতার প্রথম সেশন |
প্রথমদিকে INC এর নরমপন্থীর দাবি
* ইংল্যান্ডের মত ভারতীয় সিভিল সার্ভিস চালু করতে হবে
* Legislative Council – পুনর্গঠন করতে হবে
* ARMY দের খরচ কমাতে হবে
* লবণ TAX বাতিল করতে হবে
* এইসব দাবির কারণে আছে “Indian Council Act 1892” আসে
নরমপন্থী নেতা সমূহ
1) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
* ‘’বাংলার মুকুটহীন রাজা’’ ও ‘’রাষ্ট্রগুরু’’ – উপাধি
* পত্রিকা – ‘’Bengali’’
* Autobiography – “A Nation in making’’
* ১৮৭৬ সালে ভারত সভা প্রতিষ্ঠা করেন আনন্দমোহন বসুর সাথে
* লর্ড কার্জন বলেছেন ‘’বঙ্গভঙ্গ স্থায়ী ঘটনা’’ ‘’সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলে আমরা স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেব’’
2) সুব্রমনিয়ম আইয়ার
* একে বলা হয় দক্ষিণ ভারতের ‘’Grand Old man’’
* প্রতিষ্ঠা করেন মাদ্রাজ মহাজন সভা
* দুটি পত্রিকা – The Hindu & স্বদেশ মিত্রম
3) দাদাভাই নওরোজী
* একে বলা হয় ‘’Grand Old Man Of India’’
* পত্রিকা – The Voice Of India
* বই – ‘’Proverty and Unbritish Rule in India’’
* তিনি ‘’Drain Wealth Theory’’ দেন
* তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টে House Of Common Member হন
* তিনি লন্ডনে প্রতিষ্ঠা করেন- 1865 –‘’London Indian Association”
– 1866 – “East Indian Association’’
* তিনি ভারতের প্রথম National Income (জাতীয় আয় ) পরিমাপ করে
4) গোপালকৃষ্ণ গোখলে
* এর গুরু মহাদেব গোবিন্দ রানাভে ; গান্ধীজীর গুরু গোখলে
* ১৯০৫ সালে INC এর প্রেসিডেন্ট
* ১৯০৫ সালে Servent India Society প্রতিষ্ঠা করেন
𒕁INC এর প্রথমের দিকে চরমপন্থী নেতা
* এরা হলেন লাল , বাল , পাল ও অরবিন্দ ঘোষ
1) বালগঙ্গাধর তিলক
* মহারাষ্ট্রের বাসিন্দা
* ভারতে Anti British Movement চালু করেন
* পত্রিকা – কেশরী ও মারাঠা
* বই – i) The Arctic Home in Veda
ii) গীতা রহস্য
* ভ্যালেনটইল চিরল তিলককে বলেছেন ‘’Father Of Indian Unrest’’
* ১৯৮৬ সালে শিবাজী উৎসব চালু করে
* ১৯৯৩ সালে গণপতি উৎসব চালু করে
* ১৯৯৭ সালে ভারতের দুর্ভিক্ষের সময় প্লেগ কমিটি গঠিত হয় যার প্রধান ছিল রেন্ড ও আরেস্ট
* এরা বাড়ি গিয়ে অত্যাচার চালায় ও মেয়েদের ধর্ষণ করে ; এই রাগে পুনের চাপেকর ভাতৃদ্বয় (দামোদর চাপেকর ও বালকৃষ্ণ হরি চাপেকর) রেন্ড ও আরেস্ট কে হত্যা করে * এটি আধুনিক ভারতে প্রথম হত্যাকাণ্ড
* এর জন্য তিলকের কারাদণ্ড হয়
* ১৯১৬ খ্রিস্টাব্দে পুনাতে হোমরুল আন্দোলন চালু করেন এবং বলে ‘’স্বরাজ আমাদের জন্মগত অধিকার আমরা তা অর্জন করবই’’
* হোমরুল আন্দোলনের পর তার উপাধি – লোকমান্য তিলক
* ১লা আগস্ট ১৯২০ সালে তিলকের মৃত্যুর পরের দিন অসহযোগ আন্দোলন শুরু হয়
2) লালা লাজপত রায়
* একে বলে পাঞ্জাবের কেশরি ‘’Lion Of Punjab’’
* ১৯২০ সালে এর কলকাতাতে বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট হন ও অসহযোগ আন্দোলন শুরু হয়
* ১৯২০ সালে AITUC এর প্রথম অধিবেশনে সভাপতি লালা লাজপত রায় প্রতিষ্ঠাতা (এন এম জোশি)
* পত্রিকা বন্দেমাতরম
* বই – i) Unhappy India ii) A Call To Young India
* ১৯২৮ সালে সাইমন কমিশনের বিরোধিতার জন্য পুলিশের লাঠিচার্জে তার মৃত্যু হয়
3) বিপিনচন্দ্র পাল
* পত্রিকা – ‘’বন্দেমাতরম’’
* চিদাম্বরম পিল্লাই একে বলেছেন স্বাধীনতার সিংহ
* এর গুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি
* তিনি প্রথম নিষ্ক্রিয় প্রতিরোধের কথা বলেন
* এর গুরু সুরেন্দ্র নাথ ব্যানার্জি
* অরবিন্দ ঘোষ একে বলেছেন Mightest Prophet (শক্তিশালী ভবিষ্যৎ বাণী)
4) অরবিন্দ ঘোষ
* বই – i) New Lamp For Old ii) The Life Devine
* Passive Resistance এর মতবাদ দেন
* ১৯৩৮ খ্রিস্টাব্দে আলিপুর বিস্ফোরণে অভিযুক্ত হন,পরে চিত্তরঞ্জন দাসের চেষ্টায় তিনি ছাড়া পান এরপর তিনি সমস্ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে পন্ডিচেরিতে যোগ সাধনায় মগ্ন হন
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇
Previous year questions(ভারতের জাতীয় কংগ্রেস)
- ভারতের জাতীয় কংগ্রেস (INC) প্রতিষ্ঠা হয় কবে?
A) ১৮৮৫ B) ১৮৭৫ C) ১৮৯৫ D) ১৯০৫ | Exam: RRB NTPC 2018
✅ সঠিক উত্তর: A) ১৮৮৫ - ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
A) গাঁধীজি B) A.O Hume C) সুরেন্দ্রনাথ ব্যানার্জি D) দাদাভাই নওরোজি | Exam: SSC CGL 2019
✅ সঠিক উত্তর: B) A.O Hume - ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন কে?
A) লর্ড ডালহৌসি B) লর্ড ডাফরিন C) লর্ড কর্জন D) লর্ড মাউন্টব্যাটেন | Exam: WBPSC 2020
✅ সঠিক উত্তর: B) লর্ড ডাফরিন - ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
A) কলকাতা B) বোম্বে C) দিল্লি D) চেন্নাই | Exam: RRB ALP 2018
✅ সঠিক উত্তর: B) বোম্বে - ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে?
A) উমেশচন্দ্র ব্যানার্জি B) দাদাভাই নওরোজি C) বদরুদ্দিন আয়াবজি D) অ্যানি বেসান্ত | Exam: SSC CHSL 2020
✅ সঠিক উত্তর: A) উমেশচন্দ্র ব্যানার্জি - প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন?
A) বদরুদ্দিন আয়াবজি B) উমেশচন্দ্র ব্যানার্জি C) জর্জ ইউলো D) নেতাজি সুভাষ চন্দ্র বসু | Exam: RRB GrD 2019
✅ সঠিক উত্তর: A) বদরুদ্দিন আয়াবজি - প্রথম ইংরেজ প্রেসিডেন্ট কে ছিলেন?
A) দাদাভাই নওরোজি B) জর্জ ইউলো C) হরিশচন্দ্র মুখোপাধ্যায় D) উমেশচন্দ্র ব্যানার্জি | Exam: SSC MTS 2020
✅ সঠিক উত্তর: B) জর্জ ইউলো - প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?
A) অ্যানি বেসান্ত B) সরোজিনী নাইডু C) প্রীতিলতা ওয়াদেদার D) বেগম রুখসানা | Exam: RRB NTPC 2020
✅ সঠিক উত্তর: B) সরোজিনী নাইডু - ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট কে?
A) নেতাজি সুভাষ চন্দ্র বসু B) দাদাভাই নওরোজি C) উমেশচন্দ্র ব্যানার্জি D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Exam: SSC CGL 2021
✅ সঠিক উত্তর: B) দাদাভাই নওরোজি - গান্ধীজী ভারতের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন কোথায়?
A) দিল্লি B) বেলেগাঁও C) কলকাতা D) মুম্বাই | Exam: WBPSC WBP Constable 2019
✅ সঠিক উত্তর: B) বেলেগাঁও - “Indian National Conference” কে ভারতের জাতীয় কংগ্রেসের অগ্রদূত বলা হয়?
A) দাদাভাই নওরোজি B) নেতাজি সুভাষ চন্দ্র বসু C) সুরেন্দ্রনাথ ব্যানার্জি D) অরবিন্দ ঘোষ | Exam: RRB ALP 2019
✅ সঠিক উত্তর: C) সুরেন্দ্রনাথ ব্যানার্জি - ১৮৮৫ থেকে ১৯০৫ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কোন যুগকে বলা হয়?
A) নরমপন্থী যুগ B) সংস্কৃত যুগ C) বিপ্লবী যুগ D) রেনেসাঁ যুগ | Exam: SSC CHSL 2021
✅ সঠিক উত্তর: A) নরমপন্থী যুগ - “Safety Valve Theory” কে সম্পর্কিত?
A) দাদাভাই নওরোজি B) হিউম C) অরবিন্দ ঘোষ D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি | Exam: SSC MTS 2019
✅ সঠিক উত্তর: B) হিউম - “এটি বাবু শ্রেণীর সংগঠন” কে বলেছেন?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় B) ডাফরিন C) অরবিন্দ ঘোষ D) হিউম | Exam: RRB NTPC 2021
✅ সঠিক উত্তর: B) ডাফরিন - “এটি তিন দিনের তামাশা” কে বলেছেন?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় B) অশ্বিনী কুমার দত্ত C) উমেশচন্দ্র ব্যানার্জি D) রামমোহন রায় | Exam: SSC CGL 2019
✅ সঠিক উত্তর: B) অশ্বিনী কুমার দত্ত - “INC is a Beginning Institute” কে বলেছেন?
A) অরবিন্দ ঘোষ B) হিউম C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি | Exam: RRB GrD 2020
✅ সঠিক উত্তর: A) অরবিন্দ ঘোষ - “জয় রাধে কৃষ্ণ, ভিক্ষা দাও গো মোরে” কে বলেছিলেন?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় B) হিউম C) অরবিন্দ ঘোষ D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি | Exam: SSC MTS 2020
✅ সঠিক উত্তর: C) অরবিন্দ ঘোষ - “চেয়েছিলেন রুটি, পেয়েছিলেন পাথরের টুকরো” কে বলেছেন?
A) অশ্বিনী কুমার দত্ত B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় C) অরবিন্দ ঘোষ D) হিউম | Exam: RRB NTPC 2019
✅ সঠিক উত্তর: C) অরবিন্দ ঘোষ - ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং কে সভাপতিত্ব করেছিলেন?
A) কলকাতা, দাদাভাই নওরোজি B) বোম্বে, উমেশচন্দ্র ব্যানার্জি C) এলাহাবাদ, জর্জ উইলো D) মাদ্রাজ, বদরুদ্দীন তায়াবজি ✔️B [SSC CGL 2016]
✅ সঠিক উত্তর: B) বোম্বে, উমেশচন্দ্র ব্যানার্জি - কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
A) বদরুদ্দীন তায়াবজি B) লিয়াকত আলী খান C) মাওলানা আজাদ D) সৈয়দ আহমদ খান ✔️A [RRB ALP 2018]
✅ সঠিক উত্তর: A) বদরুদ্দীন তায়াবজি - ‘বন্দেমাতরম’ গানটি কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়?
A) 1885 বোম্বে B) 1896 কলকাতা C) 1905 বেনারস D) 1906 কলকাতা ✔️B [WBPSC 2014]
✅ সঠিক উত্তর: B) 1896 কলকাতা - কংগ্রেসে প্রথম ‘স্বরাজ’ শব্দটি ব্যবহার হয় কোন অধিবেশনে?
A) 1905 বেনারস B) 1906 কলকাতা C) 1907 সুরাট D) 1916 লক্ষৌ ✔️B [RRB NTPC 2016]
✅ সঠিক উত্তর: B) 1906 কলকাতা - কংগ্রেসে নরমপন্থী ও চরমপন্থীদের বিভাজন ঘটে কোন অধিবেশনে?
A) 1905 বেনারস B) 1906 কলকাতা C) 1907 সুরাট D) 1916 লক্ষৌ ✔️C [SSC MTS 2019]
✅ সঠিক উত্তর: C) 1907 সুরাট - ‘জনগণমন’ গানটি কোন কংগ্রেস অধিবেশনে প্রথম গাওয়া হয়?
A) 1905 বেনারস B) 1906 কলকাতা C) 1911 কলকাতা D) 1916 লক্ষৌ ✔️C [RRB GrD 2018]
✅ সঠিক উত্তর: C) 1911 কলকাতা - লক্ষৌ চুক্তি স্বাক্ষরিত হয় কোন কংগ্রেস অধিবেশনে?
A) 1916 লক্ষৌ B) 1917 কলকাতা C) 1919 অমৃতসর D) 1920 কলকাতা ✔️A [SSC CHSL 2019]
✅ সঠিক উত্তর: A) 1916 লক্ষৌ - কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
A) সরোজিনী নাইডু B) অ্যানি বেসান্ত C) কস্তুরবা গান্ধী D) ইন্দিরা গান্ধী ✔️B [RRB NTPC 2019]
✅ সঠিক উত্তর: B) অ্যানি বেসান্ত - অসহযোগ আন্দোলনের সূচনা কোন কংগ্রেস অধিবেশনে হয়?
A) 1919 অমৃতসর B) 1920 কলকাতা C) 1920 নাগপুর D) 1922 গয়া ✔️C [WBPSC 2017]
✅ সঠিক উত্তর: C) 1920 নাগপুর - গান্ধীজি একমাত্র কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করেন কোন অধিবেশনে?
A) 1920 কলকাতা B) 1922 গয়া C) 1924 বেলেগাঁও D) 1925 কানপুর ✔️C [RRB ALP 2019]
✅ সঠিক উত্তর: C) 1924 বেলেগাঁও - কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?
A) অ্যানি বেসান্ত B) সরোজিনী নাইডু C) কস্তুরবা গান্ধী D) ইন্দিরা গান্ধী ✔️B [SSC CGL 2018]
✅ সঠিক উত্তর: B) সরোজিনী নাইডু - ‘পূর্ণ স্বরাজ’ প্রস্তাব গৃহীত হয় কোন কংগ্রেস অধিবেশনে?
A) 1928 কলকাতা B) 1929 লাহোর C) 1931 করাচি D) 1937 ফৈজিপুর ✔️B [RRB NTPC 2020]
✅ সঠিক উত্তর: B) 1929 লাহোর
- মৌলিক অধিকারের উল্লেখ কোন অধিবেশনে হয়?
A) 1929 লাহোর B) 1931 করাচি C) 1937 ফৈজিপুর D) 1938 হরিপুরা ✔️B [WBPSC 2019]
✅ সঠিক উত্তর: B) 1931 করাচি - গ্রামে অনুষ্ঠিত প্রথম কংগ্রেস অধিবেশন কোথায়?
A) 1931 করাচি B) 1937 ফৈজিপুর C) 1938 হরিপুরা D) 1939 ত্রিপুরা ✔️B [SSC MTS 2021]
✅ সঠিক উত্তর: B) 1937 ফৈজিপুর - কংগ্রেস অধিবেশনে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়—
A) 1937 ফৈজিপুর B) 1938 হরিপুরা C) 1939 ত্রিপুরা D) 1940 রামগড় ✔️B [SSC CHSL 2022]
✅ সঠিক উত্তর: B) 1938 হরিপুরা - সুভাষ বসু পদত্যাগ করেন কোন অধিবেশনের পরে এবং কে উত্তরসূরি হন?
A) 1938 হরিপুরা, রাজেন্দ্র প্রসাদ B) 1939 ত্রিপুরা, রাজেন্দ্র প্রসাদ C) 1940 রামগড়, মৌলানা আজাদ D) 1946 মিরাট, কৃপালিনী ✔️B [SSC CGL 2023]
✅ সঠিক উত্তর: B) 1939 ত্রিপুরা, রাজেন্দ্র প্রসাদ - নরমপন্থীদের একটি দাবি কী ছিল?
A) সম্পূর্ণ স্বাধীনতা B) লবণ কর বাতিল C) ভারত ত্যাগ করো D) কৃষকদের বিদ্রোহ ✔️B | SSC CGL 2014, WBPSC 2017
✅ সঠিক উত্তর: B) লবণ কর বাতিল - “বাংলার মুকুটহীন রাজা” ও “রাষ্ট্রগুরু” কার উপাধি?
A) রবীন্দ্রনাথ B) সুভাষ বসু C) সুরেন্দ্রনাথ ব্যানার্জি D) রাজেন্দ্র প্রসাদ ✔️C | WBP Constable 2019, WBPSI 2021
✅ সঠিক উত্তর: C) সুরেন্দ্রনাথ ব্যানার্জি - “A Nation in Making” গ্রন্থের রচয়িতা কে?
A) দাদাভাই নওরোজি B) সুরেন্দ্রনাথ ব্যানার্জি C) গোখলে D) আরবিন্দ ঘোষ ✔️B | RRB NTPC 2020, SSC CHSL 2022
✅ সঠিক উত্তর: B) সুরেন্দ্রনাথ ব্যানার্জি - দক্ষিণ ভারতের “Grand Old Man” কাকে বলা হয়?
A) তিলক B) দাদাভাই নওরোজি C) সুব্রমনিয়ম আইয়ার D) ভি ও চিদাম্বরম পিল্লাই ✔️C | SSC MTS 2023, WBPSC 2020
✅ সঠিক উত্তর: C) সুব্রমনিয়ম আইয়ার - ‘The Hindu’ ও ‘স্বদেশ মিত্রম’ পত্রিকার সঙ্গে কে যুক্ত?
A) গোখলে B) দাদাভাই নওরোজি C) সুব্রমনিয়ম আইয়ার D) বঙ্কিমচন্দ্র ✔️C | RRB ALP 2018, SSC CGL 2012
✅ সঠিক উত্তর: C) সুব্রমনিয়ম আইয়ার - “Grand Old Man of India” কাকে বলা হয়?
A) তিলক B) গোখলে C) দাদাভাই নওরোজি D) নেহরু ✔️C | SSC CHSL 2015, WBPSC 2018
✅ সঠিক উত্তর: C) দাদাভাই নওরোজি - “Poverty and Unbritish Rule in India” কে লিখেছেন?
A) তিলক B) গোখলে C) দাদাভাই নওরোজি D) রাজা রামমোহন ✔️C | RRB NTPC 2021, SSC CGL 2013
✅ সঠিক উত্তর: C) দাদাভাই নওরোজি - ‘Drain of Wealth’ তত্ত্ব কে প্রদান করেন?
A) রবীন্দ্রনাথ B) ভগৎ সিং C) দাদাভাই নওরোজি D) আম্বেদকর ✔️C | SSC CHSL 2017, WBPSC 2016, WBP Constable 2023
✅ সঠিক উত্তর: C) দাদাভাই নওরোজি - প্রথম ভারতীয় ব্রিটিশ সংসদ সদস্য কে?
A) গোখলে B) তিলক C) দাদাভাই নওরোজি D) মাওলানা আজাদ ✔️C | SSC CGL 2011, RRB NTPC 2022
✅ সঠিক উত্তর: C) দাদাভাই নওরোজি - ‘East Indian Association’ কবে প্রতিষ্ঠিত?
A) 1858 B) 1866 C) 1875 D) 1885 ✔️B | RRB ALP 2019, WBPSC 2015
✅ সঠিক উত্তর: B) 1866 - ভারতের প্রথম জাতীয় আয় হিসাব করেন কে?
A) কে এন রাজ B) দাদাভাই নওরোজি C) সুরেন্দ্রনাথ D) আম্বেদকর ✔️B | SSC CGL 2010, WBPSI 2019
✅ সঠিক উত্তর: B) দাদাভাই নওরোজি - গান্ধীর রাজনৈতিক গুরু কে?
A) লাজপত রায় B) অরবিন্দ ঘোষ C) তিলক D) গোখলে ✔️D | SSC MTS 2022, WBPSC 2020, SSC CGL 2016
✅ সঠিক উত্তর: D) গোখলে - Servants of India Society প্রতিষ্ঠাতা কে?
A) বি পি ওয়াডিয়া B) গোখলে C) সুরেন্দ্রনাথ D) তিলক ✔️B | RRB GrD 2018, WBPSI 2022
✅ সঠিক উত্তর: B) গোখলে - “Father of Indian Unrest” কাকে বলা হয়?
A) সুভাষ বসু B) তিলক C) রবীন্দ্রনাথ D) ভগৎ সিং ✔️B | SSC CHSL 2016, WBPSC 2021
✅ সঠিক উত্তর: B) তিলক - গণপতি উৎসব চালু করেন কে?
A) সাভারকর B) লাজপত রায় C) তিলক D) বিবেকানন্দ ✔️C | RRB NTPC 2020, SSC MTS 2023
✅ সঠিক উত্তর: C) তিলক - চাপেকর ভ্রাতৃদ্বয় কাকে হত্যা করেন?
A) কার্জন-ক্যানিং B) মেকলে-লিটন C) রেন্ড-আরেস্ট D) উইলিয়াম-হেস্টিংস ✔️C | WBPSC 2019, WBPSI 2021
✅ সঠিক উত্তর: C) রেন্ড-আরেস্ট - হোম রুল আন্দোলনে তিলকের উক্তি?
A) স্বরাজ শেষ কথা B) স্বরাজ লক্ষ্য C) স্বরাজ জন্মগত অধিকার D) ভারত ছাড়ো ✔️C | SSC CGL 2014, WBP Constable 2020
✅ সঠিক উত্তর: C) স্বরাজ জন্মগত অধিকার - হোম রুল আন্দোলনের পর তিলকের উপাধি কী হয়?
A) রাষ্ট্রপিতা B) নেতাজি C) লোকমান্য D) গুরুদেব ✔️C | WBPSC 2022, RRB ALP 2018
✅ সঠিক উত্তর: C) লোকমান্য - তিলকের মৃত্যুর পর কোন আন্দোলন শুরু?
A) সাইমন বয়কট B) অসহযোগ C) ভারত ছাড়ো D) সল্ট সত্যাগ্রহ ✔️B | SSC CHSL 2021, WBPSI 2023
✅ সঠিক উত্তর: B) অসহযোগ
- লালা লাজপত রায়কে কী বলা হয়?
A) পাঞ্জাবের কেশরি B) স্বাধীনতার সিংহ C) গোঁড়া ব্রিটিশ বিরোধী D) জাতীয় নেতা | SSC CGL 2016, RRB NTPC 2020
✅ সঠিক উত্তর: A) পাঞ্জাবের কেশরি - লালা লাজপত রায় কোন পত্রিকা প্রকাশ করেছিলেন?
A) বন্দেমাতরম B) কেশরী C) ভারত মাতা D) দৈনিক দেশ | RRB GrD 2020, WBPSC 2018
✅ সঠিক উত্তর: C) ভারত মাতা - লালা লাজপত রায় কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
A) দেশান্তরী আন্দোলন B) অসহযোগ আন্দোলন C) নন-কোয়পারেশন মুভমেন্ট D) সাইমন কমিশন বিরোধিতা | SSC CHSL 2018, WBPSI 2017
✅ সঠিক উত্তর: D) সাইমন কমিশন বিরোধিতা - বিপিনচন্দ্র পালকে কে বলেছেন “স্বাধীনতার সিংহ”?
A) অরবিন্দ ঘোষ B) চিদাম্বরম পিল্লাই C) গোপালকৃষ্ণ গোখলে D) লালকৃষ্ণ আদভানি | WBPSC 2022, SSC MTS 2019
✅ সঠিক উত্তর: A) অরবিন্দ ঘোষ - বিপিনচন্দ্র পাল কোন পত্রিকা প্রকাশ করেছিলেন?
A) বন্দেমাতরম B) দ্য হিন্দু C) দেশদ্রোহী D) সুভাষ বাহিনী | RRB NTPC 2020, SSC CGL 2019
✅ সঠিক উত্তর: A) বন্দেমাতরম - বিপিনচন্দ্র পাল কি ধরনের প্রতিরোধের কথা বলেছিলেন?
A) গাঁধীজীর অহিংস প্রতিরোধ B) ন্যায়বিচারের জন্য আন্দোলন C) নিষ্ক্রিয় প্রতিরোধ D) সমাজবাদী আন্দোলন | SSC CHSL 2021, WBPSC 2020
✅ সঠিক উত্তর: C) নিষ্ক্রিয় প্রতিরোধ - বিপিনচন্দ্র পাল কার শিষ্য ছিলেন?
A) সুরেন্দ্রনাথ ব্যানার্জি B) দাদাভাই নওরোজি C) মহাত্মা গান্ধী D) তিলক | RRB ALP 2018, SSC CGL 2017
✅ সঠিক উত্তর: A) সুরেন্দ্রনাথ ব্যানার্জি - অরবিন্দ ঘোষ কোন মতবাদ দিয়েছেন?
A) অগ্নিপরীক্ষা B) Passive Resistance C) গণ আন্দোলন D) বাহ্যিক সহিংসতা | WBPSI 2020, SSC MTS 2021
✅ সঠিক উত্তর: B) Passive Resistance - অরবিন্দ ঘোষের কোন বই প্রকাশিত হয়েছে?
A) New Lamp For Old B) গীতা রহস্য C) Nation First D) জ্ঞানাভ্যাস | RRB NTPC 2019, SSC CHSL 2021
✅ সঠিক উত্তর: A) New Lamp For Old - অরবিন্দ ঘোষ কোন ঘটনার সাথে যুক্ত ছিলেন?
A) আলিপুর বিস্ফোরণ B) কাকরি স্কিম C) মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড D) দিওয়ালি ত্যাগ | SSC CGL 2014, WBPSC 2017
✅ সঠিক উত্তর: A) আলিপুর বিস্ফোরণ - ১৯৩৮ সালে অরবিন্দ ঘোষকে কিসের জন্য অভিযুক্ত করা হয়েছিল?
A) আলিপুর বিস্ফোরণ B) উগ্রবাদী আন্দোলন C) সাইমন কমিশন বিরোধিতা D) অসহযোগ আন্দোলন | WBPSC 2017, SSC MTS 2021
✅ সঠিক উত্তর: A) আলিপুর বিস্ফোরণ - অরবিন্দ ঘোষ কোথায় যোগ সাধনায় মগ্ন হন?
A) পন্ডিচেরি B) গোবিন্দপুর C) মথুরা D) কেরালা | SSC CHSL 2022, RRB ALP 2021
✅ সঠিক উত্তর: A) পন্ডিচেরি - অরবিন্দ ঘোষের কে ছিলেন গুরু?
A) সুরেন্দ্রনাথ ব্যানার্জি B) দাদাভাই নওরোজি C) মহাত্মা গান্ধী D) নেতাজি সুভাষচন্দ্র | RRB GrD 2020, WBPSC 2018
✅ সঠিক উত্তর: B) দাদাভাই নওরোজি
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇