REVOLUTIONARY ACTIVITIES ,সন্ত্রাসবাদি 14

REVOLUTIONARY ACTIVITIES ,সন্ত্রাসবাদি নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের প্রশ্নাবলী(SSC, RRB ,WBPSC,WBP)

REVOLUTIONARY ACTIVITIES /সন্ত্রাসবাদি ক্রিয়া-কলাপ

মহারাষ্ট্র ,বাংলা ,পাঞ্জাব ,ভারতের বাইরে

A . মহারাষ্ট্র

1)ফাড়কে

* ভারতের সর্বপ্রথম সশন্ত্র পথে ব্রিটিশ শাসন উচ্ছেদের উদ্দেশ্যে প্রথম গুপ্ত সমিতি গড়ে ওঠে মহারাষ্ট্রে ১৮৭৯ খ্রিস্টাব্দে। ‘’বাসুদেব বলবন্ত ফাড়কের’’ নেতৃত্বে।

* তিনি বলেন ভারতে সকল দুরব্যবস্থার জন্য দায়ী ইংরেজরা। তাই তাদের সশন্ত্র পথে দেশ থেকে উচ্ছেদের জন্য সচেষ্ট হন।

* কিন্তু এইসব কাজ করা শুরু করলে তাকে গ্রেফতার করে ও তার মৃত্যু হয়।

* রমেশ চন্দ্র মজুমদার তাকে বলেছেন ‘’ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক’’।

2) তিলক

* মহারাষ্ট্রে বৈপ্লবিক চেতনার উদবুদ্ধের জন্য তিলক গণপতি উৎসব (১৮৯৩) ও শিবাজী উৎসব (১৮৯৬) চালু করে।

* তিলকের আদর্শে উদবু দ্ধ হয়ে চাপেকর ভাতৃদ্বয় (দামোদর হরি চাপেকর ও বাল কৃষ্ণ হরি চাপেকর ) পুনাতে ১৮৯৫ সালে “হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সংঘ” নামে একটি গুপ্ত সমিতি (Secret Society) গড়ে তোলেন।

* ১৮৯৭ সালে পুনাতে প্লেগ এর জন্য মি রেন্ড ও অ্যারেস্ট বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের উপর অত্যাচার / সম্মানহানি করতে থাকে।

* এই খবর তিলক কেশরি পত্রিকায় প্রকাশ করলে, চাপেকর ভাতৃদ্বয় রেন্ড ও অ্যারেস্ট কে গুলি করে।

এটি আধুনিক ভারতের সর্বপ্রথম সন্ত্রাসবাদি হত্যাকাণ্ড

* বিচার চাপেকর ভাতৃদ্বয়ের ফাঁসি হয়।

* তিলকের ১৮ মাসের জেল হয়।

* তিলকের আদর্শে মহারাষ্ট্রের কিছু কিশোর” বাল সমাজ”  নামক একটি সংস্থা গঠন করে।

3) বিনায়ক দামোদর সভারকর

* ১৮৯৯ খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সভারকর “মিত্র মেলা “নামে একটি গুপ্ত সমিতি গড়ে তোলে- পুনাতে।

* এই মিত্র মেলা ১৯০৪ সালে “অভিনব ভারত” এর সাথে একত্রিত হয়।

* অভিনব ভারত প্রতিষ্ঠা করে V.D.Savarkor ও তার ভাই গণেশ সাভারকর

* অস্ত্র সংগ্রহ ছিল এই সমিতির প্রধান কর্মসূচি

* ১৯০৬ খ্রিস্টাব্দে তিনি লন্ডনে যান এবং সেখান থেকে তিনি অস্ত্র ও বোমা তৈরির নিয়মাবলী ভারতে পাঠাতেন।

* বিনায়ক দামোদর সভারকরের প্ল্যান অনুযায়ী দুটি হত্যাকাণ্ড হয়।

a)  ১৯০৯ খ্রিস্টাব্দে মদন লাল ধিংড়া-লন্ডনে কার্জন উহলিকে হত্যা করে

b) ১৯০৯ খ্রিস্টাব্দে ‘’অনন্ত লক্ষণ কানহেরি’’ -নাসিকের জেলশাসক জ্যাকসন কে হত্যা করে।

* কানহেরি এর ফাঁসি হয়।

* নাসিক ষড়যন্ত্র মামলা (১৯১০-১৯১১)

এই ঘটনার জন্য ভি ডি সবারকর এর যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে জেলে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

* জেলে থাকা অবস্থায় তিনি বই লিখেন “Indian War Of Independence”এতে তিনি বলেন সিপাহী বিদ্রোহ হলো প্রথম ভারতের স্বাধীনতার যুদ্ধ।

B. বাংলা

1) অনুশীলন সমিতি – I

* বাংলার প্রথম বিপ্লবী কেন্দ্র গড়ে ওঠে ১৯০২সালে কলকাতাতে। এর নাম অনুশীলন সমিতি।

* অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করে-প্রমথনাথ মিত্র।

* বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে এই নামটি গৃহীত হয়।

* যতিন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের তৈরি গুপ্ত সমিতি ; অনুশীলন সমিতিতে মিশে যায়।

* ১৯০৬ সালে ঢাকাতে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করে পুলিনবিহারী দাস।

2) অনুশীলন সমিতি – II / যুগান্তর দল

* অনুশীলন সমিতির সদস্যের বিতর্কের জন্য বারিন্দ্র কুমার ঘোষ (অরবিন্দ ঘোষের ভাই) অনুশীলন সমিতি থেকে বেরিয়ে প্রতিষ্ঠা করে “যুগান্তর দল”- ১৯০৬ খ্রীঃ।

* যুগান্তর পত্রিকার সম্পাদক বারিন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত (বিবেকানন্দের ভাই)।

বন্দেমাতরম -অরবিন্দ ঘোষ।

শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাস ১৯২৬ সালে রাজদ্রোহের অপরাধে নিষিদ্ধ হয়।

3) যুগান্তর দলের কর্মসূচি

* প্রথম কর্মসূচি ব্রিটিশ LT governor “রামফিল্ড ফুলরকে” হত্যা করার চেষ্টা হয় কিন্তু বেঁচে যায়।

* প্রধান কর্মসূচি ১৯০৯ সালে কিংসফোর্ডকে হত্যা করা; এতে দায়িত্ব দেওয়া হয় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কে

* ৩০ শে এপ্রিল ১৯০৮ তারা কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা করে, কিন্তু গাড়িতে কিংসফোর্ড ছিল না, ছিল কেনেডির স্ত্রী ও কন্যা, এতে তারা মারা যায়।

* প্রফুল্ল চাকি মোকাম স্টেশনে নিজেকে গুলি মেরে আত্মহত্যা করে।

* ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। ১১ ই এপ্রিল ১৯০৮ খ্রিস্টাব্দে।

* মুজাফরপুর ষড়যন্ত্র মামলা (১৯০৮)

* কিংসফোর্ড এর হত্যার চেষ্টায় এই মামলা হয় এতে ক্ষুদিরামের ফাঁসি হয়।

আলিপুর ( বোম )ষড়যন্ত্র মামলা

* বোমা তৈরি স্থান খুঁজে পায়। সেখানে অরবিন্দ ঘোষ, বরেন্দ্র ঘোষ প্রভৃতি গ্রেপ্তার হয়।

* C.R. Das এর প্রচেষ্টা অরবিন্দ ঘোষ ছাড়া পায় এবং রাজনৈতিকের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে পন্ডিচেরিতে যোগ সমাধানে মগ্ন হন এবং বই লিখেন কর্মযোগ।

* ১৯০৯ খ্রিস্টাব্দে যুগান্তর দল ও অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষণা হয়।

4) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

* আলিপুর বোম মামলায় যুগান্তর দলের বিপ্লবীরা বন্দী হলে – দলের নেতৃত্ব করবেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘাযতীন)।

5) ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়

* ১৯১২ সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করার সময় রাসবিহারীর পরিকল্পনা অনুযায়ী নদীয়ার বসন্ত বিশ্বাস “লর্ড হার্ডিজ-II” এর ওপর বোমা নিক্ষেপ করে কিন্তু হার্ডিন্জ বেঁচে যায়।

দিল্লি / ষড়যন্ত্র মামলা(১৯১২-১৯১৪)

বিচারে বসন্ত বিশ্বাসের ফাঁসি হয়।

* রাজবিহারী বসুর পরিকল্পনা ছিল উত্তর ভারতে গান আন্দোলন করবে কিন্তু  ব্যর্থ হয়।

* ১৯১৫ সালে জার্মান থেকে অস্ত্র ও অর্থ সহ জাহাজে ভারতে আসে। (এর জন্য নরেন্দ্রনাথ রায় C Martine ছদ্মনাম নিয়ে জার্মানি যায়।)

* এই জাহাজ উড়িষ্যার বালেশ্বরে পৌঁছালে বাঘাযতীন তা আনতে যায় কিন্তু ইংরেজরা বাধা দিলে বাঘাযতীনের সাথে ইংরেজদের যুদ্ধ হয়।

(বুড়িবালামের যুদ্ধ-১৯১৫)-ইংরেজ (চার্লস টেগাট) এর সঙ্গে বাঘাযতীন, এতে বাঘাযতীন মারা যায়।

6) সূর্যসেন

* উপাধি – মাস্টারদা

* তিনি প্রতিষ্ঠা করে-“Indian Republican Army”

* তিনি ১৮ ই এপ্রিল ১৯৩০ চট্টগ্রামে অস্ত্রাগার লুট করেন। (Chittagong Armoury Raid)

পরে ইংরেজরা তাকে ধরে ফেলে।

* ১২ ই জানুয়ারি ১৯৩৪ খ্রীঃ তার ফাঁসি হয়।

* সূর্যসেন দুইজন নারীকে বিপ্লবী মন্ত্রে দণ্ডিত করে।

a) প্রীতিলতা ওয়েদ্দার

* ইনি পাহাড়তলীর ইউরোপীয় ক্লাবে আক্রমণ করে ব্রিটিশদের হাতে ধরা পড়ে ও পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করে।

b) কল্পনা দত্ত

* তিনি চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনে যোগদান করেছিলেন।

7)বিনয় –বাদল –দীনেশ

* ১৯২৮ সালে নেতাজি ‘’বেঙ্গল ভলেন্টিয়ার্স’’ প্রতিষ্ঠা করেন বিনয় ,বাদল ,দীনেশ এর সদস্য ছিল।

অলিন্দ যুদ্ধ (১৯৩০)

১৯৩০ এর ৮ ডিসেম্বর বিনয় ,বাদল ,দীনেশ রাইটার্স বিল্ডিং এ গুলি চালাতে থাকেন। গুলিতে মৃত্যু হয় সিম্পসনের ।

* তিনজনই পটাশিয়াম সায়ানাইড খেয়ে কপালে গুলি চালায় বিনয় ,বাদল মারা গেলেও, দীনেশের ফাঁসি হয় ৭ ই জুন ১৯৩১

C.  পাঞ্জাব দিল্লী

à অজিত সিং (ভগত সিং এর কাকু) “ভারতমাতা” পত্রিকা প্রকাশ করে।

1) HRA

* ১৯২৪ সালে কানপুরে প্রতিষ্ঠা হয় “Hindusthan Republican Association”

* প্রতিষ্ঠাতা -শচীন্দ্রনাথ সান্যাল ও যোগেশ চ্যাটার্জি।

সদস্য – ১)  রামপ্রসাদ বিসমিল

               ২) ঠাকুর রোশন সিং

              ৩) আশফাক উল্লেখ খাঁ

              ৪) রাজেন্দ্র লাহিড়ী

                                     এই চারজন কাকোড়ি ট্রেন ডাকাতি করেন ১৯২৫ খ্রিস্টাব্দে।

             ৫) ভগত সিং

            ৬) চন্দ্রশেখর আজাদ

             ৭) শুকদেব

  • ককোরি ট্রেন ডাকাতি, ৯ ই আগস্ট ১৯২৫

* এই সংস্থা চালানোর খরচের জন্য একটি ট্রেন ডাকাতি করেন সদস্যরা যা কাকোরি ট্রেন ডাকাতি নামে পরিচিত।

* এটি করেছিল রামপ্রসাদ বিসমিল (প্রধান),রোশন সিং ,আসফাক ঊল্লাহ খাঁ এবং রাজেন্দ্র লাহিড়ি বিচারে এই চারজনের ফাঁসি হয়।

2) HSRA

* এই চারজনের ফাঁসিতে HRA নিষিদ্ধ হয়।

* ১৯২৮ সালে গঠিত হয় Hindustan socialist republican army , (HSRA) “দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে”

* প্রতিষ্ঠাতা – চন্দ্রশেখর আজাদ

এদের কর্মসূচি – ১) সানডার্স হত্যা ১৯২৮ (ভগৎ সিং ও রাজগুরু)

                        ২) Assembly ব্যোম কাণ্ড ১৯২৯ (ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত)

১) সানডার্স হত্যা

* সাইমন কমিশন গঠিত হয় ১৯২৭ সালে এবং ভারতে আস ১৯২৮ সালে। এতে কোন ভারতীয় সদস্য না থাকায় সারা ভারত সাইমন বিরোধী আন্দোলন করতে থাকে। লালা লাজপত রায় এর বিরোধিতা করতে গেলে পুলিশের লাঠি চার্জে তার মৃত্যু হয় ১৯২৮ তে।

* এই লাঠিচার্জের প্রধান ছিল জেমস স্কট, একে হত্যা করার জন্য দায়িত্ব দেওয়া হয় ভগৎ সিং এবং রাজগুরুকে কিন্তু তারা ভুল করে  স্কট এর পরিবর্তে সান্ডার্সকে হত্যা করে

২) Assembly বোমকাণ্ড

* ব্রিটিশ সরকারের দুটি বিল “পাবলিক সেফটি বিল ” ও “ট্রেড ইউনিয়ন বিল” যা ভারতীয় বিরোধী এর প্রতিবাদে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত Parliament Or assembly তে বোম নিক্ষেপ করে এবং ভগৎ সিং বলে ইনক্লাব জিন্দাবাদ (এর অর্থ বিপ্লবী দীর্ঘজীবি হোক)

* তারপর এদের নিয়ে দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 সালে।

* বিচারে ভগৎ সিং, রাজগুরু ও শুকদেবের একসঙ্গে ফাঁসি হয়২৩ শে মার্চ ১৯৩১।

* শচীন্দ্রনাথ সান্ন্যাল

* ভগৎ সিং এর গুরু

* HRA প্রতিষ্ঠাতা

জেলে থাকা অবস্থায় তিনি বই লিখেন-“বন্দী জীবন” এবং ” The Revolutionary”।

ভগত সিং

* ১৯২৬ সালে লাহোরে গিন করে “ভারত নওজোয়ান সভা”

* বই  – “Why I am Atheist”

* ইনক্লাব জিন্দাবাদ এটি ভগৎ সিং এর উক্তি

যতীন্দ্রনাথ দাস

* দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলায়  (১৯২৯) তাকে গ্রেফতার করা হয়। এবং ৬৩ দিন অনশনের পর তার মৃত্যু হয়।

D. ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন

1) শ্যামাজি কৃষ্ণবর্মা

* ভারতের বাইরে প্রথম বিপ্লবী আন্দোলন করেন শ্যামাজি কৃষ্ণবর্মা।(লন্ডনে)

* তিনি লন্ডনে প্রতিষ্ঠা করেন- ” Indian home rule society” (১৯০৫)  এবং “India House”

* পত্রিকা – Indian Sociolagist

2) মাদাম কামা

* শ্যামাজি কৃষ্ণবর্মার সহকর্মী পার্সি মহিলা ‘’মাদাম ভিকাজি রুস্তামজি কামা’’ বা মাদাম কামা

* মাদাম কামাকে বলা হয় “ভারতের সন্ত্রাসবাদের জননী”

* ১৯০৬ সালে লন্ডনে প্রতিষ্ঠা করে” free India society”

* ১৯০৭ সালে জার্মানিতে (স্কুটর্গাট শহরে) ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।

* এটি ছিল লাল,হলুদ ও সবুজ রঙের এবং এতে লেখা ছিল বন্দেমাতরম।

বন্দেমাতরম পত্রিকা –  ভারতের বাইরে – মাদাম কামা।

* ১৯০৭ সালে তারকনাথ দাস- আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে “Indian Indepence  league” প্রতিষ্ঠা করেন।

* মাদাম কামা বিদেশ থেকে ভারতে অস্ত্র ও অর্থ পাঠাত।

3) গদর দল

* আমেরিকার সানফ্রান্সিকোতে প্রতিষ্ঠা ১৯১৩ খ্রিস্টাব্দে।

* প্রতিষ্ঠাতা – লালা হরদয়াল (এর সাথে শোহন সিং ভাকনা)।

* প্রথম সভাপতি – শোভন সিং ভাকনা।

* গদর কথার অর্থ – বিদ্রোহ।

* উদ্দেশ্য – হিন্দু ,মুসলমান ও শিখদের একত্রিত করে ভারতের স্বাধীনতা অর্জন।

𕉁 Revoluntary Organisation : ভারতে

       Organisation   Year                   Founder            Place
    ব্যায়াম মন্ডল১৮৯৬-৯৭চাপেকর ভাতৃদ্বয়পুনা
      মিত্রমেলা১৮৯৯V.D. সভারকরপুনা
অভিনব ভারত১৯০৪V.D. সভারকর+গণেশ সাভারকরপুনা
অনুশীলন সমিতি – I১৯০২P Mitraকলকাতা
অনুশীলন সমিতি – II১৯০৬বারিন্দ্র ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্তঢাকা
ঢাকা অনুশীলন সমিতি পুলিনবিহারী দাসঢাকা
স্বদেশ বান্ধব সমিতি১৯০৫অশ্চিনি কুমার দত্তবরিশাল
ভারত মাতা সোসাইটি১৯০৭অজিত সিং ও অম্বা প্রসাদপাঞ্জাব
Hindustan republican association১৯২৪শচীন্দ্রনাথ সান্যালকানপুর
ভারত নওজোয়ান সভা১৯২৬ভগৎ সিংলাহোর
Hindustan Socialist republican army১৯২৮চন্দ্রশেখর আজাদদিল্লির ফিরোজ শাহ কোটা স্টেডিয়াম
Indian republican army সূর্যসেনঢাকা

ভারতের বাইরে

      Organisation    Year                        Founder         Place
Indian House,Indian Home Rule Society১৯০৫শ্যামাজি কৃষ্ণবর্মালন্ডন
অভিনব ভারত১৯০৬V.D. সাভারকারলন্ডন
Indian Independence League১৯০৭তারকনাথ দাসUSA
গদর দল১৯১৩লালা হরদয়ালসানফ্রান্সিসকো
Provisional Goverment/অস্থায়ী সরকার১৯১৫রাজা মহেন্দ্রপ্রতাপকাবুল
Indian Independene League১৯৪২রাসবিহারী বসুজাপান
Indian National Army১৯৪২রাসবিহারী বসুজাপান

𒕂 বিপ্লবিক কর্মকাণ্ড

                ঘটনা        স্থান    সাল         যিনি করেছেন
রেন্ড ও অ্যারেস্ট হত্যাপুনা১৮৯৭চাপেকর ভাতৃদ্বয়
কিংসফোর্ড হত্যাকাণ্ডমুজাফরপুর১৯০৮ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি
জ্যাকসন হত্যানাসিক১৯০৯অনন্ত লক্ষণ কানহারি
কার্জন উইলী হত্যালন্ডন১৯০৯মদন লাল ধিংড়া
দ্বিতীয় হার্ডিন্জকে হত্যার চেষ্টাচাঁদনী চক,দিল্লি১৯১২বসন্তকুমার বিশ্বাস ও রাসবিহারী বসু
কাকোরি ট্রেন ডাকাতিকাকোরি, UP১৯২৫রামপ্রসাদ বিসমিল, রোশন সিং, রাজেন্দ্র লাহিড়ি, অসফাক উল্লাহ খাঁ
সানডার্স হত্যালাহোর১৯২৮ভগৎ সিং ও  রাজগুরু
Assembly বোমা কেসদিল্লী১৯২৯ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনচট্টগ্রাম১৯৩০সূর্যসেন
মাইকেল ও ডায়ার হত্যালন্ডন১৯৪০উধম সিং
  • ফাঁসি – ক্ষুদিরাম বসু – ১১ই আগস্ট ১৯০৮

           ভগৎ সিং ,রাজগুরু ,শুকদেব – ২৩শে মার্চ ১৯৩১

        দিনেশ – ৭ই জুলাই ১৯৩১

        সূর্য সেন – ১২ই জানুয়ারি ১৯৩৪

* গান – ‘’একবার বিদায় দেমা ঘুরে আসি’’- পিতম্বর দাস

         ‘’ স্বাধীনতার  হীনতায় কে বাঁচতে চায়’’ – রঙ্গলাল ব্যানার্জি

        ‘’মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই’’ – মুকুন্দ দাস

* যুদ্ধ – বুড়িবালামের যুদ্ধ-১৯১৫-বাঘাযতীন বনাম ইংরেজ

              অলিন্দ যুদ্ধ -১৯৩০-বিনয় ,বাদল, দীনেশ 

              পাহাড়তলীর যুদ্ধ-১৯৩২-প্রীতিলতা ওয়াদ্দেদার

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Previous Year Questions(REVOLUTIONARY ACTIVITIES )

  1. ভারতের প্রথম গুপ্ত বিপ্লবী সংগঠন কোথায় গঠিত হয়?
    a) বাঙাল b) পাঞ্জাব c) মহারাষ্ট্র d) দিল্লি – RRB NTPC 2016
    সঠিক উত্তর: c) মহারাষ্ট্র
  2. বাসুদেব বলবন্ত ফাড়কের মতে ভারতের সমস্ত দুরবস্থার জন্য কে দায়ী ছিল?
    a) জমিদার b) রাজারাজড়া c) ইংরেজ d) ব্রাহ্মণ – SSC CHSL 2017
    সঠিক উত্তর: c) ইংরেজ
  3. রমেশচন্দ্র মজুমদার কাকে “ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক” বলেছেন?
    a) ভগৎ সিং b) তিলক c) ফাড়কে d) সাভারকর – WBP Constable 2023
    সঠিক উত্তর: c) ফাড়কে
  4. গণপতি উৎসব কে চালু করেন?
    a) ফাড়কে b) তিলক c) সুভাষ বোস d) বিবেকানন্দ – WBPSC WBCS Prelims 2018
    সঠিক উত্তর: b) তিলক
  5. শিবাজী উৎসব চালু হয় কত সালে?
    a) ১৮৯৩ b) ১৮৯৫ c) ১৮৯৬ d) ১৮৯৭ – SSC CGL 2022
    সঠিক উত্তর: a) ১৮৯৩
  6. “হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সংঘ” গঠনের সঙ্গে কে যুক্ত ছিলেন?
    a) বিনায়ক সাভারকর b) তিলক c) চাপেকর ভাতৃদ্বয় d) ভগৎ সিং – RRB ALP 2019
    সঠিক উত্তর: c) চাপেকর ভাতৃদ্বয়
  7. পুনায় প্লেগ মহামারিতে অত্যাচার করতেন কে?
    a) কার্জন ও ক্যানিং b) রেন্ড ও অ্যারেস্ট c) হিউম ও লর্ড লিটন d) ব্যারিং ও এলগিন – SSC MTS 2020
    সঠিক উত্তর: b) রেন্ড ও অ্যারেস্ট
  8. আধুনিক ভারতের প্রথম সন্ত্রাসবাদী হত্যাকাণ্ড কোনটি?
    a) লালা লাজপত রাই হত্যা b) জালিয়ানওয়ালাবাগ c) রেন্ড ও অ্যারেস্ট হত্যা d) জ্যাকসন হত্যা – WBPSC SI 2021
    সঠিক উত্তর: c) রেন্ড ও অ্যারেস্ট হত্যা
  9. চাপেকর ভাতৃদ্বয়ের বিচারফল কী হয়েছিল?
    a) যাবজ্জীবন কারাদণ্ড b) ফাঁসি c) মুক্তি d) নির্বাসন – RRB Group D 2018
    সঠিক উত্তর: b) ফাঁসি
  10. চাপেকর হত্যার পরে তিলকের কী শাস্তি হয়?
    a) ৬ মাসের জেল b) ১৮ মাসের জেল c) ৩ বছরের জেল d) ১০ বছরের জেল – SSC CHSL 2019
    সঠিক উত্তর: c) ৩ বছরের জেল
  11. তিলকের আদর্শে কিশোররা কোন সংগঠন গঠন করে?
    a) মিত্র মেলা b) বাল সমাজ c) বিপ্লবী সংঘ d) স্বরাজ দল – WBP Constable 2022
    সঠিক উত্তর: a) মিত্র মেলা
  12. ‘মিত্র মেলা’ সংগঠনের প্রতিষ্ঠাতা কে?
    a) জ্যোতিবা ফুলে b) বিনায়ক দামোদর সাভারকর c) চাপেকর ভাইরা d) বিবেকানন্দ – RRB NTPC 2020
    সঠিক উত্তর: b) বিনায়ক দামোদর সাভারকর
  13. ‘অভিনব ভারত’ কার দ্বারা প্রতিষ্ঠিত?
    a) শুধু বিনায়ক সাভারকর b) শুধু গণেশ সাভারকর c) ভাই বিনায়ক ও গণেশ সাভারকর d) ভগৎ সিং – SSC CGL 2020
    সঠিক উত্তর: c) ভাই বিনায়ক ও গণেশ সাভারকর
  14. ‘অভিনব ভারত’ এর প্রধান লক্ষ্য কী ছিল?
    a) শিক্ষা বিস্তার b) অস্ত্র সংগ্রহ ও বিপ্লব c) সমাজ সংস্কার d) গান্ধীবাদ প্রচার – WBPSC WBCS Prelims 2019
    সঠিক উত্তর: b) অস্ত্র সংগ্রহ ও বিপ্লব
  15. ১৯০৬ সালে বিনায়ক সাভারকর কোথায় যান?
    a) প্যারিস b) কলকাতা c) লন্ডন d) আমেরিকা – SSC CHSL 2021
    সঠিক উত্তর: c) লন্ডন
  16. কার পরিকল্পনায় কার্জন উহলি হত্যা হয়?
    a) ভগৎ সিং b) চাপেকর ভাইরা c) সাভারকর d) খুদিরাম – RRB ALP 2018
    সঠিক উত্তর: c) সাভারকর
  17. মদন লাল ধিংড়া কোথায় হত্যাকাণ্ড ঘটান?
    a) নাসিক b) দিল্লি c) প্যারিস d) লন্ডন – SSC CGL 2019
    সঠিক উত্তর: d) লন্ডন
  18. জেলশাসক জ্যাকসন কে হত্যা করেন?
    a) মদন লাল ধিংড়া b) কানহেরি c) রাজগুরু d) ক্ষুদিরাম – WBPSC Clerkship 2020
    সঠিক উত্তর: b) কানহেরি
  19. জ্যাকসন হত্যার পর কোন মামলাটি হয়?
    a) কানপুর ষড়যন্ত্র মামলা b) নাসিক ষড়যন্ত্র মামলা c) আলিপুর মামলা d) লাহোর ষড়যন্ত্র মামলা – SSC MTS 2022
    সঠিক উত্তর: b) নাসিক ষড়যন্ত্র মামলা
  20. সাভারকর কোন বই জেলে বসে লেখেন?
    a) Wake up India b) Why I am an Atheist c) Indian War of Independence d) Hind Swaraj – RRB Group D 2019
    সঠিক উত্তর: c) Indian War of Independence
  21. Indian War of Independence-এ সাভারকর কী দাবি করেন?
    a) স্বরাজই আমাদের অধিকার b) সিপাহী বিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ c) সশস্ত্র বিপ্লবই পথ d) গান্ধীবাদই মুক্তির উপায় – WBPSC WBCS Prelims 2023
    সঠিক উত্তর: b) সিপাহী বিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ
  22. বাংলার প্রথম বিপ্লবী কেন্দ্র ‘অনুশীলন সমিতি’ কবে গঠিত হয়?
    (A) ১৯০৫ (B) ১৯০২ (C) ১৮৯৮ (D) ১৯০৬ – SSC CHSL 2015, WBP Constable 2022
    সঠিক উত্তর: B) ১৯০২
  23. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?
    (A) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (B) পুলিনবিহারী দাস (C) প্রমথনাথ মিত্র (D) অরবিন্দ ঘোষ – RRB NTPC 2016, WBPSC Clerkship 2019
    সঠিক উত্তর: C) প্রমথনাথ মিত্র
  24. ‘অনুশীলন সমিতি’ নামটি গৃহীত হয় কোন উপন্যাস থেকে?
    (A) দেবদাস (B) দুর্গেশনন্দিনী (C) আনন্দমঠ (D) পথের দাবী – SSC MTS 2021, WBPSC Miscellaneous 2012
    সঠিক উত্তর: C) আনন্দমঠ
  25. ১৯০৬ সালে ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
    (A) যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (B) পুলিনবিহারী দাস (C) বারীন্দ্র ঘোষ (D) হেমচন্দ্র কানুনগো – WBP Constable 2020, RRB ALP 2014
    সঠিক উত্তর: B) পুলিনবিহারী দাস
  26. বারীন্দ্র কুমার ঘোষ অনুশীলন সমিতি থেকে বেরিয়ে কোন দল গঠন করেন?
    (A) যুগান্তর দল (B) বাল সমাজ (C) অভিনব ভারত (D) ইন্ডিয়া হাউস – SSC CGL 2019, WBP SI 2021
    সঠিক উত্তর: A) যুগান্তর দল
  27. যুগান্তর পত্রিকার দুইজন সম্পাদক ছিলেন —
    (A) অরবিন্দ ঘোষ ও ক্ষুদিরাম বসু (B) যতীন্দ্রনাথ ও ভূপেন্দ্রনাথ (C) বারীন্দ্র ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত (D) হেমচন্দ্র ও পুলিনবিহারী – RRB NTPC 2020, SSC CHSL 2017
    সঠিক উত্তর: C) বারীন্দ্র ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত
  28. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস রাজদ্রোহের অভিযোগে নিষিদ্ধ হয়?
    (A) চরিত্রহীন (B) পথের দাবী (C) দেবদাস (D) পরিণীতা – WBPSC Miscellaneous 2018, SSC MTS 2022
    সঠিক উত্তর: B) পথের দাবী
  29. যুগান্তর দলের প্রথম হত্যাচেষ্টা হয়েছিল কাকে লক্ষ্য করে?
    (A) কিংসফোর্ড (B) ফুলার (C) জ্যাকসন (D) কার্জন – WBP Constable 2019, SSC CHSL 2015
    সঠিক উত্তর: B) ফুলার
  30. ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কাকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেছিলেন?
    (A) কার্জন উহলি (B) কিংসফোর্ড (C) জ্যাকসন (D) ফুলার – SSC CGL 2016, WBPSC Clerkship 2020, RRB Group D 2018
    সঠিক উত্তর: B) কিংসফোর্ড
  1. মুজাফরপুর ষড়যন্ত্র মামলা সম্পর্কিত ছিল —
    (A) নাসিক বোমা বিস্ফোরণ (B) কিংসফোর্ড হত্যা প্রচেষ্টা (C) দীনেশ গুপ্ত হত্যাকাণ্ড (D) কার্জন উহলি হত্যা – RRB ALP 2018, SSC MTS 2021
    সঠিক উত্তর: (B) কিংসফোর্ড হত্যা প্রচেষ্টা
  2. আলিপুর বোম ষড়যন্ত্র মামলায় কে প্রধান অভিযুক্ত ছিলেন?
    (A) ক্ষুদিরাম বসু (B) বারীন্দ্র ঘোষ (C) হেমচন্দ্র কানুনগো (D) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় – SSC CHSL 2013, WBPSC Miscellaneous 2022
    সঠিক উত্তর: (B) বারীন্দ্র ঘোষ
  3. ‘কর্মযোগ’ গ্রন্থটি কে রচনা করেন?
    (A) বিবেকানন্দ (B) বারীন্দ্র ঘোষ (C) অরবিন্দ ঘোষ (D) শরৎচন্দ্র – SSC CGL 2017, WBPSC Food SI 2014
    সঠিক উত্তর: (C) অরবিন্দ ঘোষ
  4. কোন সালে অনুশীলন সমিতি ও যুগান্তর দল নিষিদ্ধ ঘোষণা করা হয়?
    (A) ১৯০৮ (B) ১৯০৭ (C) ১৯০৯ (D) ১৯১০ – WBP Constable 2017, RRB Group D 2018
    সঠিক উত্তর: (A) ১৯০৮
  5. আলিপুর বোম মামলার পরে যুগান্তরের নেতৃত্বে আসেন কে?
    (A) ক্ষুদিরাম বসু (B) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (C) ভূপেন্দ্রনাথ দত্ত (D) অরবিন্দ ঘোষ – WBP SI 2023, SSC CHSL 2019, WBPSC Miscellaneous 2020
    সঠিক উত্তর: (B) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
  6. কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?
    (A) ১৯০৫ (B) ১৯১১ (C) ১৯১২ (D) ১৯২১ – RRB NTPC 2016, WBPSC Miscellaneous 2014
    সঠিক উত্তর: (B) ১৯১১
  7. দিল্লিতে বোমা নিক্ষেপে রাসবিহারী বসুর পরিকল্পনায় কারা অংশ নিয়েছিল?
    (A) বসন্ত বিশ্বাস (B) ক্ষুদিরাম বসু (C) হেমচন্দ্র দাস (D) বিপিন চন্দ্র পাল – WBP Constable 2020, SSC MTS 2019
    সঠিক উত্তর: (A) বসন্ত বিশ্বাস
  8. দিল্লি ষড়যন্ত্র মামলার বিচার শেষে বসন্ত বিশ্বাসের কী শাস্তি হয়?
    (A) যাবজ্জীবন কারাদণ্ড (B) ফাঁসি (C) নির্বাসন (D) জরিমানা – SSC CHSL 2018, WBPSC Food SI 2023
    সঠিক উত্তর: (B) ফাঁসি
  9. উত্তর ভারতে বিপ্লব সংগঠনের জন্য রাসবিহারী বসুর পরিকল্পনা কী ছিল?
    (A) অস্ত্র সংগ্রহ (B) গান্ধীবাদ প্রচার (C) গান আন্দোলন (D) শ্রমিক ধর্মঘট – RRB Group D 2018
    সঠিক উত্তর: (A) অস্ত্র সংগ্রহ
  10. জার্মান থেকে অস্ত্র আনতে কে C. Martine ছদ্মনাম গ্রহণ করে?
    (A) রাসবিহারী বসু (B) নরেন্দ্রনাথ রায় (C) বারীন্দ্র ঘোষ (D) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় – WBP SI 2022, SSC MTS 2020
    সঠিক উত্তর: (A) রাসবিহারী বসু
  11. বাঘাযতীনের সাথে ইংরেজদের যুদ্ধে কে নেতৃত্ব দেন?
    (A) উইলিয়াম ব্যান্ডি (B) চার্লস টেগাট (C) কিংসফোর্ড (D) হ্যারি কার্টার – WBP Constable 2018, SSC CGL 2016
    সঠিক উত্তর: (B) চার্লস টেগাট
  12. মাস্টারদা নামে পরিচিত বিপ্লবী কে ছিলেন?
    (A) বিনয় বসু (B) প্রীতিলতা ওয়াদ্দেদার (C) সূর্যসেন (D) রাজবিহারী বসু – SSC CHSL 2020, WBPSC Miscellaneous 2016
    সঠিক উত্তর: (C) সূর্যসেন
  13. সূর্যসেন কোন সংগঠন গঠন করেছিলেন?
    (A) ভারতের যুব সংঘ (B) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (C) অনুশীলন সমিতি (D) যুগান্তর – RRB ALP 2018, WBP SI 2020
    সঠিক উত্তর: (B) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
  14. চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল কবে?
    (A) ১৮ এপ্রিল ১৯২৯ (B) ১৮ এপ্রিল ১৯৩০ (C) ১২ জানুয়ারি ১৯৩৪ (D) ১৫ আগস্ট ১৯৪২ – SSC CGL 2021, WBPSC Clerkship 2019
    সঠিক উত্তর: (B) ১৮ এপ্রিল ১৯৩০
  15. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর সূর্যসেনের শাস্তি কী হয়?
    (A) যাবজ্জীবন (B) ফাঁসি (C) নির্বাসন (D) মুক্তি – WBP Constable 2023, SSC MTS 2022
    সঠিক উত্তর: (B) ফাঁসি
  16. পাহাড়তলীর ইউরোপীয় ক্লাবে আক্রমণ করেন কে?
    (A) কল্পনা দত্ত (B) প্রীতিলতা ওয়েদ্দার (C) সরোজিনী নাইডু (D) লক্ষ্মীবাঈ – SSC CHSL 2022, WBP SI 2017
    সঠিক উত্তর: (B) প্রীতিলতা ওয়েদ্দার
  17. প্রীতিলতা কীভাবে মৃত্যু বরণ করেন?
    (A) ফাঁসি (B) গুলি (C) বিষ খেয়ে (D) দাহ করে – WBP Constable 2021, SSC CGL 2019
    সঠিক উত্তর: (C) বিষ খেয়ে
  18. কল্পনা দত্ত কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
    (A) ভারত ছাড়ো আন্দোলন (B) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন (C) নন-কোপারেশন (D) ডান্ডি অভিযান – SSC CHSL 2020, WBPSC Miscellaneous 2018
    সঠিক উত্তর: (B) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
  19. ‘বেঙ্গল ভলেন্টিয়ার্স’ সংগঠনটি কে প্রতিষ্ঠা করেন?
    (A) রাসবিহারী বসু (B) নেতাজি সুভাষচন্দ্র বসু (C) চিত্তরঞ্জন দাশ (D) বারীন্দ্র ঘোষ – WBP SI 2022, SSC MTS 2021
    সঠিক উত্তর: (C) চিত্তরঞ্জন দাশ
  20. অলিন্দ যুদ্ধ সংঘটিত হয়েছিল কবে?
    (A) ৮ ডিসেম্বর ১৯৩০ (B) ৭ জুন ১৯৩১ (C) ১২ জানুয়ারি ১৯৩৪ (D) ১৯৩২ – RRB Group D 2018, WBPSC Clerkship 2020
    সঠিক উত্তর: (A) ৮ ডিসেম্বর ১৯৩০
  21. অলিন্দ যুদ্ধের সময় ব্রিটিশ অফিসার সিম্পসনের মৃত্যু হয় কার হাতে?
    (A) দীনেশ (B) বিনয় (C) বাদল (D) যতীন – WBP Constable 2020, SSC CHSL 2016
    সঠিক উত্তর: (A) দীনেশ
  22. দীনেশ গুপ্তের ফাঁসি কবে হয়?
    (A) ১২ জানুয়ারি ১৯৩৪ (B) ৭ জুন ১৯৩১ (C) ৮ ডিসেম্বর ১৯৩০ (D) ১৫ আগস্ট ১৯৪৭ – SSC MTS 2022, WBP SI 2019
    সঠিক উত্তর: (A) ১২ জানুয়ারি ১৯৩৪
  23. কোন শহরে “Hindusthan Republican Association” (HRA) প্রতিষ্ঠা হয়?
    a) দিল্লি b) কলকাতা c) কানপুর d) লখনউ – RRB NTPC (2020), SSC CGL (2021), WBPSC (2022)
    সঠিক উত্তর: c) কানপুর
  24. কাকোরি ট্রেন ডাকাতির সময় নিচের কোন বিপ্লবী উপস্থিত ছিলেন না?
    a) রামপ্রসাদ বিসমিল b) রাজেন্দ্র লাহিড়ী c) ভগৎ সিং d) আশফাক উল্লেখ খাঁ – SSC CHSL (2020), WBPSC (2021)
    সঠিক উত্তর: c) ভগৎ সিং
  25. Hindustan Socialist Republican Army (HSRA) কোথায় গঠিত হয়?
    a) দিল্লির লাল কেল্লা b) ফিরোজ শাহ কোটলা c) কলকাতার ময়দান d) এলাহাবাদ – RRB ALP (2018), WBPSI (2021)
    সঠিক উত্তর: b) ফিরোজ শাহ কোটলা
  26. সানডার্স হত্যাকাণ্ডে ভগৎ সিং কে সাথে ছিলেন?
    a) সুকদেব b) রাজগুরু c) চন্দ্রশেখর আজাদ d) যতীন্দ্রনাথ দাস – RRB NTPC (2020), SSC CGL (2021), WBPSC (2022)
    সঠিক উত্তর: b) রাজগুরু
  27. কোন দুটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা নিক্ষেপ করেন?
    a) রাওলাট আইন ও খিলাফত বিল b) পাবলিক সেফটি বিল ও ট্রেড ইউনিয়ন বিল c) ইন্ডিয়ান কাউন্সিল বিল ও গভার্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট d) অ্যানার্কি বিল ও টেরোরিজম বিল – SSC MTS (2020), WBPSC (2021)
    সঠিক উত্তর: b) পাবলিক সেফটি বিল ও ট্রেড ইউনিয়ন বিল
  28. নিচের কোন বিপ্লবী “Why I am Atheist” বইটি লিখেছেন?
    a) চন্দ্রশেখর আজাদ b) যতীন্দ্রনাথ দাস c) ভগৎ সিং d) শচীন্দ্রনাথ সান্যাল – SSC CGL (2021), WBPSI (2022)
    সঠিক উত্তর: c) ভগৎ সিং
  29. “বন্দী জীবন” বইটি কে জেলে থাকা অবস্থায় লেখেন?
    a) ভগৎ সিং b) শচীন্দ্রনাথ সান্যাল c) রাজগুরু d) বটুকেশ্বর দত্ত – RRB GrD (2020), WBPSC (2022)
    সঠিক উত্তর: b) শচীন্দ্রনাথ সান্যাল
  30. যতীন্দ্রনাথ দাস কতদিন অনশন করার পর মারা যান?
    a) 56 দিন b) 60 দিন c) 63 দিন d) 65 দিন – SSC CHSL (2020), WBPSC (2022)
    সঠিক উত্তর: c) 63 দিন
  31. লন্ডনে “Indian Home Rule Society” কে প্রতিষ্ঠা করেন?
    a) মাদাম কামা b) তারকনাথ দাস c) শ্যামাজি কৃষ্ণবর্মা d) ভগৎ সিং – RRB NTPC (2020), SSC CGL (2021)
    সঠিক উত্তর: c) শ্যামাজি কৃষ্ণবর্মা
  32. নিচের কোন পত্রিকা শ্যামাজি কৃষ্ণবর্মা সম্পাদনা করতেন?
    a) বন্দেমাতরম b) Indian Sociologist c) ভারতমাতা d) Swarajya – SSC CGL (2021), WBPSC (2021)
    সঠিক উত্তর: b) Indian Sociologist
  33. কাকে বলা হয় “ভারতের সন্ত্রাসবাদের জননী”?
    a) অন্নি বেসান্ত b) সারোজিনী নাইডু c) মাদাম কামা d) কল্পনা দত্ত – SSC CHSL (2020), WBPSC (2022)
    সঠিক উত্তর: c) মাদাম কামা
  34. “Indian Independence League” কোথায় প্রতিষ্ঠিত হয়?
    a) কানাডা b) জার্মানি c) আমেরিকা, ক্যালিফোর্নিয়া d) ইংল্যান্ড – WBPSC (2022)
    সঠিক উত্তর: c) আমেরিকা, ক্যালিফোর্নিয়া
  35. গদর দলের প্রথম সভাপতি কে ছিলেন?
    a) শ্যামাজি কৃষ্ণবর্মা b) শোভন সিং ভাকনা c) লালা লাজপত রায় d) ভগৎ সিং – RRB GrD (2020), WBPSC (2021)
    সঠিক উত্তর: b) শোভন সিং ভাকনা
  36. গদর শব্দের অর্থ কী?
    a) বাঁচো বা মরো b) সন্ত্রাস c) বিদ্রোহ d) মুক্তি – SSC MTS (2020), WBPSI (2021)
    সঠিক উত্তর: c) বিদ্রোহ

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top