শ্রমিক আন্দোলন
- ভারতের প্রথম শ্রমিক সংগঠন
‘’বোম্বে মিলহ্যান্ডস এসোসিয়েশন’’ ১৮৮০ তে প্রতিষ্ঠা হয়
* প্রতিষ্ঠা করেন নরেন মেখাজি লোখান্দে ( পত্রিকা – দীনবন্ধু )
Communist Party / কমিউনিস্ট পার্টি
* ১৯২০ খ্রিস্টাব্দের রাশিয়াতে কমিউনিস্ট পার্টি গঠন করে মানবেন্দ্রনাথ রায় ( M.N Ray )
* ১৯২৫ খ্রিস্টাব্দে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি গঠিত হয় কানপুরে, প্রতিষ্ঠাতা সত্যভক্ত
AITUC ( All INDIA TRADE UNION CONGRESS )
* অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয় ১৯২০ সালে
* প্রতিষ্ঠাতা – N.M Joshi (এন এম জোশি)
* প্রথম অধিবেশন (বোম্বাই) এ সভাপতি – লালা লাজপত রায়
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇
Previous Year MCQ;শ্রমিক আন্দোলন
- ভারতের প্রথম শ্রমিক সংগঠন ‘বোম্বে মিলহ্যান্ডস অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা হয় কত সালে?
(ক) ১৮৭৫ (খ) ১৮৮০ (গ) ১৮৮৫ (ঘ) ১৮৯০ [SSC CHSL 2015, RRB ALP 2018]
উত্তর: (খ) ১৮৮০ - ‘বোম্বে মিলহ্যান্ডস অ্যাসোসিয়েশন’-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) এন এম জোশি (খ) মানবেন্দ্রনাথ রায় (গ) সত্যভক্ত (ঘ) নরেন মেখাজি লোখান্দে [RRB NTPC 2016, WBPSC 2019]
উত্তর: (ঘ) নরেন মেখাজি লোখান্দে - ‘দীনবন্ধু’ পত্রিকাটি কাদের সঙ্গে যুক্ত ছিল?
(ক) এন এম জোশি (খ) মানবেন্দ্রনাথ রায় (গ) সত্যভক্ত (ঘ) নরেন মেখাজি লোখান্দে [WBP CONSTABLE 2022]
উত্তর: (ঘ) নরেন মেখাজি লোখান্দে - ভারতের বাইরে কমিউনিস্ট পার্টি গঠিত হয় কোথায় ও কার দ্বারা?
(ক) ইংল্যান্ড – এন এম জোশি (খ) আমেরিকা – লালা লাজপত রায়
(গ) রাশিয়া – মানবেন্দ্রনাথ রায় (ঘ) চীন – সত্যভক্ত [SSC CGL 2012, WBPSI 2021, RRB NTPC 2020]
উত্তর: (গ) রাশিয়া – মানবেন্দ্রনাথ রায় - ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি কোথায় গঠিত হয়?
(ক) কলকাতা (খ) কানপুর (গ) বোম্বে (ঘ) চেন্নাই [RRB GrD 2018, SSC MTS 2019]
উত্তর: (খ) কানপুর - ১৯২৫ সালে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি গঠিত হয় কাদের দ্বারা?
(ক) মানবেন্দ্রনাথ রায় (খ) সত্যভক্ত (গ) জ্যোতিবা ফুলে (ঘ) এন এম জোশি [SSC CHSL 2021, WBPSC 2023]
উত্তর: (খ) সত্যভক্ত - AITUC (All India Trade Union Congress) প্রতিষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৯১৮ (খ) ১৯২০ (গ) ১৯২৩ (ঘ) ১৯২৫ [RRB NTPC 2016, SSC CGL 2020, WBP CONSTABLE 2022]
উত্তর: (খ) ১৯২০ - AITUC-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) লালা লাজপত রায় (খ) এন এম জোশি (গ) সত্যভক্ত (ঘ) বি আর আম্বেদকর [RRB ALP 2018, WBPSC 2021]
উত্তর: (ক) লালা লাজপত রায় - AITUC-এর প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
(ক) এন এম জোশি (খ) মহাত্মা গান্ধী (গ) লালা লাজপত রায় (ঘ) বি আর আম্বেদকর [SSC CGL 2015, WBPSI 2020]
উত্তর: (গ) লালা লাজপত রায়
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇