ভারতের অঙ্গরাজ্য এবং নাগরিকত্ব 4&5

ভারতের অঙ্গরাজ্য এবং নাগরিকত্ব নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের MCQ (SSC, RRB ,WBPSC,WBP), কম্পিটিটিভ এক্সামে সাধারণত এর বাইরে প্রশ্ন হবে না

ভারতের অঙ্গরাজ্য

সূচনা

  • এটি পার্ট 1 ;( Art 1 to art 4)
  • ভারতে বর্তমানে ২৮ টি রাজ্য এবং 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে
  • ART -1——–India is a “Union of states

রাজ্য পুনর্গঠন এর বিভিন্ন কমিটি

  • স্বাধীনতা লাভের সময় ভারতে মোট ৫৫২ টি Princely state  বা দেশীয় রাজ্য ছিল. যার মধ্যে ৫৪৯ টি ভারতের যুক্ত হয় এবং তিনটি যুক্ত হয়নি এরা হলো হায়দ্রাবাদ ,জুনাগর , কাশ্মীর…
  • … পরে কাশ্মীর ১৯৪৭ সালে এবং হায়দ্রাবাদ ১৯৪৮ সালে ভারতের যুক্ত হয়.
  • সরদার বল্লভ ভাই প্যাটেল সমস্ত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করে তাই একে বলা হয় “বিসমার্ক অফ ইন্ডিয়া” ও ” ভারতের লৌহ মানব”

1.ধর কমিশন- ১৯৪৮ সালে গঠিত হয় ,রাজ্য পুনর্গঠন এর জন্য

2. JVP কমিশন-

১৯৪৮ সালে গঠিত হয়, চেয়ারম্যান হলে জহরলাল নেহেরু(J) ,বল্লভ ভাই প্যাটেল (V) এবং পট্টভি সিতা রামাইয়া(p)

3. ফজল আলী কমিশন-

১৯৫৫ সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন এর জন্য, এর ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন (১৯৫৬) আসে।

State Recognisation Act,1956( রাজ্য পুনর্গঠন আইন)

এর দ্বারা ভারতের ১৪ টি রাজ্য ও 6 টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়

ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য হল অন্ধ্রপ্রদেশে (১৯৫৩ সালে)

Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

Previous year MCQ :ভারতের অঙ্গরাজ্য

1. ভারতীয় সংবিধানের কোন অংশে অঙ্গরাজ্য পুনর্গঠন সংক্রান্ত ধারা উল্লেখ আছে?
A) পার্ট 1 (ধারা 1–4) B) পার্ট 2 (ধারা 5–11) C) পার্ট 3 (ধারা 12–35) D) পার্ট 4 (ধারা 36–51)
উত্তর: A) পার্ট 1 (ধারা 1–4)

2. বর্তমানে ভারতে কতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?
A) 29 রাজ্য ও 7 কেন্দ্রশাসিত অঞ্চল
B) 28 রাজ্য ও 8 কেন্দ্রশাসিত অঞ্চল
C) 27 রাজ্য ও 9 কেন্দ্রশাসিত অঞ্চল
D) 30 রাজ্য ও 6 কেন্দ্রশাসিত অঞ্চল
উত্তর: B) 28 রাজ্য ও 8 কেন্দ্রশাসিত অঞ্চল

3. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে “India is a Union of States”?
A) ধারা 2 B) ধারা 3 C) ধারা 1 D) ধারা 4
উত্তর: C) ধারা 1

4. স্বাধীনতার সময় ভারতের মোট কতটি দেশীয় রাজ্য বা Princely States ছিল?
A) 562 টি B) 552 টি C) 548 টি D) 560 টি
উত্তর: A) 562 টি

5. নিচের কোন দেশীয় রাজ্য স্বাধীনতার পর প্রথমে ভারতের সঙ্গে যুক্ত হয়নি?
A) বারোদা B) হায়দ্রাবাদ C) রাজস্থান D) গ্বালিয়র
উত্তর: B) হায়দ্রাবাদ

6. কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় কোন সালে?
A) ১৯৪৮ B) ১৯৫০ C) ১৯৪৭ D) ১৯৫২
উত্তর: C) ১৯৪৭

7. হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় কবে?
A) ১৯৪৭ সালে B) ১৯৪৯ সালে C) ১৯৪৮ সালে D) ১৯৫০ সালে
উত্তর: C) ১৯৪৮ সালে

8. “বিসমার্ক অফ ইন্ডিয়া” ও “ভারতের লৌহ মানব” কাকে বলা হয়?
A) জহরলাল নেহরু B) রাজেন্দ্র প্রসাদ C) বল্লভ ভাই প্যাটেল D) বি.আর. আম্বেদকর
উত্তর: C) বল্লভ ভাই প্যাটেল

9. ধর কমিশন কোন সালে গঠিত হয়েছিল?
A) ১৯৫০ B) ১৯৫৩ C) ১৯৪৮ D) ১৯৫৫
উত্তর: C) ১৯৪৮

10. JVP কমিশনের চেয়ারম্যানদের মধ্যে কে ছিলেন না?
A) জহরলাল নেহরু B) বল্লভ ভাই প্যাটেল
C) বি.আর. আম্বেদকর D) পট্টভি সিতা রামাইয়া
উত্তর: C) বি.আর. আম্বেদকর

11. ফজল আলী কমিশন গঠিত হয় কবে?
A) ১৯৫৩ B) ১৯৫৫ C) ১৯৫৬ D) ১৯৪৮
উত্তর: A) ১৯৫৩

12. রাজ্য পুনর্গঠন আইন কবে গৃহীত হয়?
A) ১৯৫৩ B) ১৯৫৫ C) ১৯৫৬ D) ১৯৫৭
উত্তর: C) ১৯৫৬

13. রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে কতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়?
A) ১৪ রাজ্য ও ৬ কেন্দ্রশাসিত অঞ্চল
B) ১৫ রাজ্য ও ৭ কেন্দ্রশাসিত অঞ্চল
C) ১৩ রাজ্য ও ৫ কেন্দ্রশাসিত অঞ্চল
D) ১৬ রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চল
উত্তর: A) ১৪ রাজ্য ও ৬ কেন্দ্রশাসিত অঞ্চল

14. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি?
A) গুজরাট B) কেরালা C) অন্ধ্রপ্রদেশ D) মহারাষ্ট্র
উত্তর: C) অন্ধ্রপ্রদেশ

15. ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় কবে?
A) ১৯৫৬ সালে B) ১৯৫৩ সালে C) ১৯৫৫ সালে D) ১৯৫২ সালে
উত্তর: B) ১৯৫৩ সালে

Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

নাগরিকত্ব( Citizenship)

সূচনা                                                          

  • PART-II
  • ART 5 TO 11
  • সংবিধান বলা নেই কিভাবে কোন মানুষ সিটিজেনশিপ অর্জন করবে। এইসব নিয়ম চালু করার ক্ষমতাও আছে পার্লামেন্টের.
  • Citizenship Act ,1955- এর দ্বারা বিভিন্ন নিয়ম রয়েছে
  • নাগরিকত্ব আইন সবার প্রথম আসে ১৯৫৫ সালে
  • ভারতে নাগরিকত্ব হলো সিঙ্গেল সিটিজেনশিপ (এক নাগরিকত্ব)
  • আমেরিকায় হল দি নাগরিকত্ব(Dual citizenship)
  • সংবিধান অনুযায়ী পাঁচ ভাবে নাগরিকত্ব অর্জন করা যায়

1.জন্মসূত্রে(By birth)

2.রক্ত সম্পর্ক বা উত্তরাধিকার সূত্রে(By Desecent)

3.নথিভূক্ত করণের মাধ্যমে(By Registration)

4.দেশীয়করণের দ্বারা(By nationalisation)

5.ভারতভুক্তি করণ দ্বারা(Incorporation of territory)

  • কোন ভারতীয় যদি একটানা ভারতের বাইরে সাত বছর কাটান তবে তার ভারতের নাগরিকত্ব বাতিল হয়ে যায়
  • ভারতের সিঙ্গেল সিটিজেনশিপ এর ধারণাটি নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে
  • Citizenship act 1955 এই আইনটি প্রথমবার সংশোধিত হয় ১৯৮৬ সালে

1. সংবিধানে নাগরিকত্ব অর্জনের নিয়ম নির্ধারণের ক্ষমতা কার?
A) রাষ্ট্রপতি B) সুপ্রিম কোর্ট C) সংসদ D) রাজ্য সরকার – SSC CGL 2019, RRB NTPC 2016
উত্তর: C) সংসদ

2. ভারতের নাগরিকত্ব আইন প্রথম কবে প্রণীত হয়?
A) 1947 B) 1950 C) 1955 D) 1962 – RRB Group D 2018, SSC CHSL 2022
উত্তর: C) 1955

3. ভারতের নাগরিকত্ব ব্যবস্থা কেমন?
A) ডুয়েল সিটিজেনশিপ B) সিঙ্গেল সিটিজেনশিপ
C) প্রভিন্সিয়াল সিটিজেনশিপ D) অস্থায়ী সিটিজেনশিপ – WBP Constable 2019, SSC MTS 2021, RRB ALP 2014
উত্তর: B) সিঙ্গেল সিটিজেনশিপ

4. নিচের কোন দেশে ডুয়েল সিটিজেনশিপ আছে?
A) ভারত B) চীন C) আমেরিকা D) রাশিয়া – SSC CGL 2017
উত্তর: C) আমেরিকা

5. ভারতের নাগরিকত্ব অর্জনের উপায় নয় কোনটি?
A) জন্মসূত্রে B) রক্ত সম্পর্ক দ্বারা C) চাকরির মাধ্যমে D) দেশীয়করণ দ্বারা – RRB NTPC 2020, SSC CHSL 2015
উত্তর: C) চাকরির মাধ্যমে

6. রক্ত সম্পর্কসূত্রে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি কোনটি?
A) By birth B) By descent C) By registration D) By nationalisation – SSC MTS 2022, WBP Constable 2020
উত্তর: B) By descent

7. নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব লাভের পদ্ধতি কোনটি?
A) By birth B) By descent C) By registration D) By incorporation – SSC CHSL 2021, WBPSC Clerkship 2019
উত্তর: C) By registration

8. দীর্ঘদিন ভারতে বসবাস করে নাগরিকত্ব পাওয়া যায় কোন উপায়ে?
A) By descent B) By nationalisation C) By registration D) By marriage – RRB Group D 2018, SSC MTS 2020
উত্তর: B) By nationalisation

9. ভূখণ্ড অন্তর্ভুক্তির ফলে নাগরিকত্ব লাভের উপায় কোনটি?
A) By incorporation of territory B) By registration
C) By migration D) By grant – WBP Constable 2023, SSC CGL 2014
উত্তর: A) By incorporation of territory

10. কত বছর একটানা বিদেশে থাকলে নাগরিকত্ব বাতিল হতে পারে?
A) 5 বছর B) 6 বছর C) 7 বছর D) 10 বছর – SSC CHSL 2016, RRB ALP 2018
উত্তর: C) 7 বছর

11. ভারতের সিঙ্গেল সিটিজেনশিপ ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে?
A) আমেরিকা B) কানাডা C) অস্ট্রেলিয়া D) ব্রিটেন – SSC CGL 2013, WBPSC Misc 2018, RRB NTPC 2019
উত্তর: D) ব্রিটেন

12. Citizenship Act 1955 প্রথম সংশোধন হয়েছিল কবে?
A) 1962 B) 1975 C) 1986 D) 1992 – SSC MTS 2023, WBP Constable 2022
উত্তর: C) 1986

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top