19 July 2025 Current Affairs and Static
Q1) ১৯ জুলাইয়ে কোন দিবস পালিত হয়?
Which day is observed on 19th July?
(A) জাতীয় বিজ্ঞান দিবস / National Science Day
(B) জাতীয় ক্রীড়া দিবস / National Sports Day
(C) জাতীয় হস্তচালিত তাঁত দিবস / National Handloom Day
(D) বিশ্ব এইডস দিবস / World AIDS Day
উত্তর / Answer: (C) জাতীয় হস্তচালিত তাঁত দিবস / National Handloom Day
Q2) ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কাকে নিয়োগ দেওয়া হয়েছে?
Who has been recently appointed as the new Prime Minister of Ukraine?
(A) ওলেক্সি হনচারুক / Oleksiy Honcharuk
(B) ইউলিয়া স্ভিরিডেনকো / Yuliia Svyrydenko
(C) ডেনিস শমিহাল / Denys Shmyhal
(D) ভলোদিমির জেলেনস্কি / Volodymyr Zelensky
উত্তর / Answer: (B) ইউলিয়া স্ভিরিডেনকো / Yuliia Svyrydenko
Q3) ভারত সরকার সম্প্রতি শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য কোন প্রকল্প শুরু করেছে?
Which scheme has been launched by the Government of India to enhance energy efficiency?
(A) উজালা প্রকল্প / UJALA Scheme
(B) শক্তি প্রকল্প / SHAKTI Scheme
(C) অদিতি প্রকল্প / ADEETIE Scheme
(D) সক্ষম প্রকল্প / SAKSHAM Scheme
উত্তর / Answer: (C) অদিতি প্রকল্প / ADEETIE Scheme
Q4) ভারতীয় সেনাবাহিনী আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা কোথায় করেছে?
Where did the Indian Army successfully test the Akash Prime Air Defence System?
(A) সিকিম / Sikkim
(B) অরুণাচল প্রদেশ / Arunachal Pradesh
(C) কারগিল / Kargil
(D) লাদাখ / Ladakh
উত্তর / Answer: (D) লাদাখ / Ladakh
Q5) ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে?
Which city has been declared the cleanest city in India?
(A) সুরাট / Surat
(B) ভোপাল / Bhopal
(C) ইন্দোর / Indore
(D) আহমেদাবাদ / Ahmedabad
উত্তর / Answer: (C) ইন্দোর / Indore
Q6) ড্রোর-১ কোন দেশের সবচেয়ে উন্নত যোগাযোগ উপগ্রহ?
Dror-1 is the most advanced communication satellite of which country?
(A) ভারত / India
(B) রাশিয়া / Russia
(C) ইস্রায়েল / Israel
(D) চীন / China
উত্তর / Answer: (C) ইস্রায়েল / Israel
Q7) আন্দ্রে রাসেল কোন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন?
Andre Russell represented which country in international cricket?
(A) ইংল্যান্ড / England
(B) অস্ট্রেলিয়া / Australia
(C) দক্ষিণ আফ্রিকা / South Africa
(D) ওয়েস্ট ইন্ডিজ / West Indies
উত্তর / Answer: (D) ওয়েস্ট ইন্ডিজ / West Indies
Q8) গবাদি পশু ও হাঁস-মুরগি পালনকে কৃষির মর্যাদা প্রদানকারী প্রথম রাজ্য কোনটি?
Which is the first state to grant agricultural status to livestock and poultry farming?
(A) হরিয়ানা / Haryana
(B) উত্তর প্রদেশ / Uttar Pradesh
(C) মহারাষ্ট্র / Maharashtra
(D) পাঞ্জাব / Punjab
উত্তর / Answer: (C) মহারাষ্ট্র / Maharashtra
Q9) ভারতের প্রথম আদিবাসী জিনোম সিকোয়েন্সিং প্রকল্প কোন রাজ্যে শুরু হয়েছে?
India’s first tribal genome sequencing project has been launched in which state?
(A) ওড়িশা / Odisha
(B) ঝাড়খণ্ড / Jharkhand
(C) ছত্তিশগড় / Chhattisgarh
(D) গুজরাট / Gujarat
উত্তর / Answer: (D) গুজরাট / Gujarat
Q10) কোন দেশ ১৬ ও ১৭ বছর বয়সীদের ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা করছে?
Which country is planning to allow voting rights to 16 and 17-year-olds?
(A) ফ্রান্স / France
(B) ইংল্যান্ড / England
(C) কানাডা / Canada
(D) যুক্তরাষ্ট্র / USA
উত্তর / Answer: (B) ইংল্যান্ড / England
Q11) নীতু চন্দ্রা ও ক্রান্তি প্রকাশ ঝাকে কোন রাজ্যের SVEEP আইকন হিসেবে নিয়োগ করা হয়েছে?
Neetu Chandra and Kranti Prakash Jha have been appointed as SVEEP icons for which state?
(A) উত্তর প্রদেশ / Uttar Pradesh
(B) বিহার / Bihar
(C) ঝাড়খণ্ড / Jharkhand
(D) মধ্যপ্রদেশ / Madhya Pradesh
উত্তর / Answer: (B) বিহার / Bihar
Q12) HAL-এ ইঞ্জিনিয়ারিং ও গবেষণা বিভাগের পরিচালক হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
Who has been appointed as Director (Engineering & R&D) of HAL?
(A) অজয় কুমার শ্রীবাস্তব / Ajay Kumar Srivastava
(B) আর. মাধবন / R. Madhavan
(C) সুধীর মিশ্র / Sudhir Mishra
(D) রাজীব শর্মা / Rajeev Sharma
উত্তর / Answer: (A) অজয় কুমার শ্রীবাস্তব / Ajay Kumar Srivastava
Q13) ‘ন্যাশনাল শল্যকন ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Where was the National Shalyacon 2025 organized?
(A) মুম্বাই / Mumbai
(B) ভোপাল / Bhopal
(C) নয়াদিল্লি / New Delhi
(D) জয়পুর / Jaipur
উত্তর / Answer: (C) নয়াদিল্লি / New Delhi
Q14) ‘এক রাস্তা – এক দিন’ প্রকল্পটি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহীত হয়েছে?
The ‘One Road – One Day’ scheme has been approved in which state/UT?
(A) মহারাষ্ট্র / Maharashtra
(B) দিল্লি / Delhi
(C) তামিলনাড়ু / Tamil Nadu
(D) গুজরাট / Gujarat
উত্তর / Answer: (B) দিল্লি / Delhi
Important Static GK
Q1. গুপ্ত বংশের প্রতীক কী ছিল?
What was the emblem of the Gupta dynasty?
(A) সিংহ / Lion
(B) গরুড় / Garuda
(C) চক্র / Wheel
(D) হাতি / Elephant
Answer: (B) গরুড় / Garuda
Q2. ‘ভারতের নেপোলিয়ন’ নামে কে পরিচিত?
Who is known as the ‘Napoleon of India’?
(A) চন্দ্রগুপ্ত মौर্য / Chandragupta Maurya
(B) সমুদ্রগুপ্ত / Samudragupta
(C) অশোক / Ashoka
(D) হর্ষবর্ধন / Harshavardhana
Answer: (B) সমুদ্রগুপ্ত / Samudragupta
Q3. তাজমহলের নকশা কে তৈরি করেছিলেন?
Who designed the layout of the Taj Mahal?
(A) উস্তাদ আহমদ লাহৌরি / Ustad Ahmad Lahauri
(B) উস্তাদ ঈসা / Ustad Isa
(C) শাহজাহান / Shah Jahan
(D) মির্জা ঘিয়াস বেগ / Mirza Ghiyas Beg
Answer: (B) উস্তাদ ঈসা / Ustad Isa
Q4. ভারতের প্রথম সংবাদপত্র কী ছিল?
What was the first newspaper of India?
(A) দ্য হিন্দু / The Hindu
(B) টাইমস অব ইন্ডিয়া / Times of India
(C) দ্য বেঙ্গল গেজেট / The Bengal Gazette
(D) সংবাদ দর্পণ / Samachar Darpan
Answer: (C) দ্য বেঙ্গল গেজেট / The Bengal Gazette
Q5. লবঙ্গ (clove) প্রধানত কোন রাজ্যে চাষ হয়?
Clove is mainly cultivated in which state?
(A) তামিলনাড়ু / Tamil Nadu
(B) কেরালা / Kerala
(C) কর্ণাটক / Karnataka
(D) অন্ধ্র প্রদেশ / Andhra Pradesh
Answer: (B) কেরালা / Kerala
Q6. ‘বন্দে মাতরম’ গানটি কোন গ্রন্থে রয়েছে?
In which book is the song ‘Vande Mataram’ found?
(A) গীতাঞ্জলি / Gitanjali
(B) আনন্দমঠ / Anandamath
(C) দুর্গেশনন্দিনী / Durgeshnandini
(D) দেবী চৌধুরাণী / Devi Chaudhurani
Answer: (B) আনন্দমঠ / Anandamath
Q7. ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
What is the length of India’s coastal boundary?
(A) ৫৫০০ কিমি / 5500 km
(B) ৬৫০০ কিমি / 6500 km
(C) ৭৫০০ কিমি / 7500 km
(D) ৮৫০০ কিমি / 8500 km
Answer: (C) ৭৫০০ কিমি / 7500 km
Q8. ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিল’ কোন বছরে পাশ হয়েছিল?
In which year was the Disaster Management Bill passed?
(A) ২০০২ / 2002
(B) ২০০৩ / 2003
(C) ২০০৫ / 2005
(D) ২০০৮ / 2008
Answer: (C) ২০০৫ / 2005
Q9. ভারতে ইয়াক কোথায় পাওয়া যায়?
Where is the yak found in India?
(A) আরাবল্লী / Aravalli
(B) শিবালিক / Shivalik
(C) নীলগিরি / Nilgiri
(D) সাতপুরা / Satpura
Answer: (B) শিবালিক / Shivalik
Q10. হিমবাহ কোথা থেকে প্রথম গলে যায়?
Where does a glacier melt first?
(A) উপরের দিক থেকে / From the top
(B) প্রান্ত থেকে / From the edge
(C) ভিত্তি থেকে / From the base
(D) কেন্দ্রে থেকে / From the center
Answer: (C) ভিত্তি থেকে / From the base
Q11. কালো বস্তু কী করে?
What does a black object do?
(A) সব রং প্রতিফলিত করে / Reflects all colors
(B) কোনো রং শোষণ করে না / Absorbs no colors
(C) শুধু লাল রং শোষণ করে / Absorbs only red
(D) সব রং শোষণ করে / Absorbs all colors
Answer: (D) সব রং শোষণ করে / Absorbs all colors
Q12. নাইক্রোম কী?
What is Nichrome?
(A) একক ধাতু / Pure metal
(B) মিশ্র ধাতু / Alloy
(C) প্লাস্টিক / Plastic
(D) উপাদান / Element
Answer: (B) মিশ্র ধাতু / Alloy
Q13. প্রাকৃতিক চুম্বক কোন ধাতুর অক্সাইড?
A natural magnet is an oxide of which metal?
(A) সোনা / Gold
(B) তামা / Copper
(C) লোহা / Iron
(D) অ্যালুমিনিয়াম / Aluminium
Answer: (C) লোহা / Iron (Fe₃O₄)
Q14. চলচ্চিত্রে প্রতি সেকেন্ডে কতটি ছবি দেখানো হয়?
How many frames are shown per second in motion pictures?
(A) ১৬ / 16
(B) ২০ / 20
(C) ২৪ / 24
(D) ৩০ / 30
Answer: (C) ২৪ / 24
Q15. ইন্দ্রধনু কীভাবে তৈরি হয়?
How is a rainbow formed?
(A) প্রতিফলন / Reflection
(B) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন / Total Internal Reflection
(C) অপবিকরণ / Refraction
(D) উপরোক্ত সব / All of the above
Answer: (D) উপরোক্ত সব / All of the above