25 July 2025 Current Affairs and Static GK
Q1) গীতা গোপীনাথ সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থার উপপ্রধান পদ থেকে পদত্যাগ করেছেন?
Gita Gopinath recently resigned from the position of Deputy Chief of which international institution?
(A) বিশ্ব ব্যাংক / World Bank
(B) আন্তর্জাতিক মুদ্রা তহবিল / International Monetary Fund
(C) বিশ্ব বাণিজ্য সংস্থা / WTO
(D) এশীয় উন্নয়ন ব্যাংক / Asian Development Bank
✅ Answer: (B)
Q2) ভারতীয় সেনা সম্প্রতি কোন দেশ থেকে অ্যাপাচে হেলিকপ্টারের প্রথম ব্যাচ পেয়েছে?
The Indian Army received the first batch of Apache helicopters from which country?
(A) আমেরিকা / USA
(B) ফ্রান্স / France
(C) ইংল্যান্ড / England
(D) রাশিয়া / Russia
✅ Answer: (C)
Q3) ‘Green Gold: The Neem Pharmacy’ বইটির লেখক কে?
Who is the author of the book ‘Green Gold: The Neem Pharmacy’?
(A) চেতন ভগত / Chetan Bhagat
(B) বিস্বরূপ রায় চৌধুরী / Biswaroop Roy Chowdhury
(C) সুধা মূর্তি / Sudha Murthy
(D) অরুন্ধতী রায় / Arundhati Roy
✅ Answer: (B)
Q4) 23 জুলাই 2025-এ চন্দ্রশেখর আজাদের কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে?
Which birth anniversary of Chandrashekhar Azad was celebrated on 23 July 2025?
(A) 115তম / 115th
(B) 118তম / 118th
(C) 119তম / 119th
(D) 120তম / 120th
✅ Answer: (C)
Q5) বিচারপতি তারলোক সিং চৌহান কোন উচ্চ আদালতের 17তম প্রধান বিচারপতি হয়েছেন?
Justice Tarlok Singh Chauhan has been appointed as the 17th Chief Justice of which High Court?
(A) পাটনা হাইকোর্ট / Patna High Court
(B) দিল্লি হাইকোর্ট / Delhi High Court
(C) ঝাড়খণ্ড হাইকোর্ট / Jharkhand High Court
(D) পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট / Punjab and Haryana High Court
✅ Answer: (C)
Q6) সম্প্রতি প্রয়াত নাট্য পরিচালক রতন থিয়াম কোন সম্মাননা পেয়েছিলেন?
Renowned theatre director Ratan Thiyam recently passed away. He was awarded which civilian honour?
(A) পদ্মভূষণ / Padma Bhushan
(B) পদ্মশ্রী / Padma Shri
(C) ভারত রত্ন / Bharat Ratna
(D) সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার / Sangeet Natak Akademi Award
✅ Answer: (B)
Q7) কোন দেশ ভারতকে তাদের সবচেয়ে বড় পাম অয়েল বীজ আমদানিকারক ঘোষণা করেছে?
Which country has declared India as its largest importer of palm oil seeds?
(A) ইন্দোনেশিয়া / Indonesia
(B) মালয়েশিয়া / Malaysia
(C) সিঙ্গাপুর / Singapore
(D) থাইল্যান্ড / Thailand
✅ Answer: (B)
Q8) ‘জাদুকরদের জন্য অস্কার’ পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে?
Who became the first Indian to win the ‘Oscar for Magicians’?
(A) জাদু রবি / Magician Ravi
(B) পি.সি. সরকার / P.C. Sorcar
(C) সুহানি শাহ / Suhani Shah
(D) গৌরব দুবে / Gaurav Dubey
✅ Answer: (C)
Q9) কো-অপারেটিভ সেক্টরে বিশ্বের বৃহত্তম শস্য সংরক্ষণ প্রকল্প কোন দেশে শুরু হয়েছে?
The world’s largest grain storage scheme in the cooperative sector has been launched in which country?
(A) চীন / China
(B) ব্রাজিল / Brazil
(C) ভারত / India
(D) রাশিয়া / Russia
✅ Answer: (C)
Q10) ভারতের প্রথম খনন পর্যটন প্রকল্প কোন রাজ্যে শুরু হবে?
India’s first mining tourism project will be launched in which state?
(A) ওডিশা / Odisha
(B) ঝাড়খণ্ড / Jharkhand
(C) ছত্তিশগড় / Chhattisgarh
(D) রাজস্থান / Rajasthan
✅ Answer: (B)
Q11) সম্প্রতি কোন দেশ UNESCO থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে?
Which country has recently announced its withdrawal from UNESCO?
(A) ফ্রান্স / France
(B) আমেরিকা / USA
(C) চীন / China
(D) জাপান / Japan
✅ Answer: (B)
Q12) অলিম্পিক ও প্যারালিম্পিক পদকজয়ীদের জন্য পুরস্কার বাড়ানো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল?
Which state/UT increased cash rewards for Olympic and Paralympic medal winners?
(A) মহারাষ্ট্র / Maharashtra
(B) পাঞ্জাব / Punjab
(C) দিল্লি / Delhi
(D) উত্তরপ্রদেশ / Uttar Pradesh
✅ Answer: (C)
Q13) জাতীয় আয়কর দিবস প্রতি বছর কবে পালিত হয়?
When is National Income Tax Day observed every year?
(A) 15 আগস্ট / 15 August
(B) 1 জুলাই / 1 July
(C) 24 জুলাই / 24 July
(D) 2 অক্টোবর / 2 October
✅ Answer: (C)
Q14) ‘Jografetus Mathewi’ নামের নতুন প্রজাপতি প্রজাতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে?
In which state was the new butterfly species ‘Jografetus Mathewi’ discovered?
(A) তামিলনাড়ু / Tamil Nadu
(B) কেরল / Kerala
(C) আসাম / Assam
(D) গোয়া / Goa
✅ Answer: (B)
Q15) 75তম প্রধানমন্ত্রী দিৱ্যাং কেন্দ্র কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
The 75th PM Divyang Centre has been inaugurated in which state?
(A) উত্তরপ্রদেশ / Uttar Pradesh
(B) গুজরাট / Gujarat
(C) বিহার / Bihar
(D) মধ্যপ্রদেশ / Madhya Pradesh
✅ Answer: (A)
GK Dose in MCQ Format
Q1. কুল্লুঘাটি কোথায় অবস্থিত?
Where is the Kullu Valley located?
(A) হিমালয়ের পূর্বাংশে / Eastern Himalayas
(B) ধৌলাধর ও পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে / Between Dhauladhar and Pir Panjal ranges
(C) করাকোরাম রেঞ্জে / In Karakoram range
(D) নীলগিরি পর্বতমালায় / In Nilgiri Hills
✅ Answer: (B)
Q2. বিশ্বের গভীরতম সামুদ্রিক পরিখা ‘মারিয়ানা ট্রেঞ্চ’ কোথায় অবস্থিত?
Where is the world’s deepest ocean trench ‘Mariana Trench’ located?
(A) আটলান্টিক মহাসাগর / Atlantic Ocean
(B) ভারত মহাসাগর / Indian Ocean
(C) আর্টিক মহাসাগর / Arctic Ocean
(D) প্রশান্ত মহাসাগর / Pacific Ocean
✅ Answer: (D)
Q3. ইউরাল পর্বত কোন দুটি মহাদেশের মধ্যে সীমানা হিসেবে কাজ করে?
Ural mountains act as a boundary between which two continents?
(A) এশিয়া ও আফ্রিকা / Asia and Africa
(B) ইউরোপ ও আমেরিকা / Europe and America
(C) এশিয়া ও ইউরোপ / Asia and Europe
(D) ইউরোপ ও অস্ট্রেলিয়া / Europe and Australia
✅ Answer: (C)
Q4. ‘মাউন্ট মালিকি’ কোন পর্বতমালার চূড়া?
Mount Maliki is a peak of which mountain range?
(A) আন্দেস / Andes
(B) রকি পর্বতমালা / Rocky Mountains
(C) হিমালয় / Himalayas
(D) আলপস / Alps
✅ Answer: (B)
Q5. ‘এশিয়ার মৃত সাগর’ বলা হয় কোনটিকে?
Which is known as the “Dead Sea of Asia”?
(A) দাল হ্রদ / Dal Lake
(B) চিলিকা হ্রদ / Chilika Lake
(C) সাম্বার হ্রদ / Sambhar Lake
(D) রিফ্ট ভ্যালি / Rift Valley
✅ Answer: (D)
Q6. রেশম উৎপাদনে ভারতের স্থান কত?
What is India’s rank in silk production?
(A) প্রথম / 1st
(B) দ্বিতীয় / 2nd
(C) তৃতীয় / 3rd
(D) চতুর্থ / 4th
✅ Answer: (A)
Q7. রেগুর মাটি কোথা থেকে উৎপন্ন হয়?
Regur soil is formed from what?
(A) নদী সঞ্চয় / River deposition
(B) পাথর ক্ষয় / Rock erosion
(C) লাভা / Lava
(D) বালু / Sand
✅ Answer: (C)
Q8. নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
What is the highest peak of Nilgiris?
(A) আনাই মুদি / Anai Mudi
(B) দোদাবেটা / Doddabetta
(C) নন্দাদেবী / Nanda Devi
(D) গঙ্গোত্রী / Gangotri
✅ Answer: (B)
Q9. নর্মদা ও তাপ্তি নদীর মাঝখানে কী অবস্থিত?
What is located between the Narmada and Tapti rivers?
(A) বিন্ধ্য পর্বতমালা / Vindhya range
(B) আরাবল্লি / Aravalli
(C) সাতপুড়া পর্বতমালা / Satpura range
(D) শিবালিক / Shivalik
✅ Answer: (C)
Q10. তুলা উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য কোনটি?
Which is the top cotton-producing state in India?
(A) গুজরাট / Gujarat
(B) মহারাষ্ট্র / Maharashtra
(C) পাঞ্জাব / Punjab
(D) কর্ণাটক / Karnataka
✅ Answer: (B)
Q11. চিলিকা হ্রদ কোথায় অবস্থিত?
Where is Chilika Lake (lagoon) located?
(A) মহানদী ও গঙ্গার মাঝে / Between Mahanadi and Ganga
(B) মহানদী ও গোদাবরীর মাঝে / Between Mahanadi and Godavari
(C) গোদাবরী ও কৃষ্ণার মাঝে / Between Godavari and Krishna
(D) ব্রহ্মপুত্র ও বরাকের মাঝে / Between Brahmaputra and Barak
✅ Answer: (B)
Q12. বিশ্বের প্রথম পাওয়ার হাউস কোথায় স্থাপিত হয়েছিল?
Where was the world’s first power house established?
(A) রাশিয়া / Russia
(B) ফ্রান্স / France
(C) জার্মানি / Germany
(D) মার্কিন যুক্তরাষ্ট্র / USA
✅ Answer: (D)
Q13. ফুলের উপত্যকা (Valley of Flowers) কোথায় অবস্থিত?
Where is the Valley of Flowers located?
(A) হিমাচল প্রদেশ / Himachal Pradesh
(B) সিকিম / Sikkim
(C) উত্তরাখণ্ড / Uttarakhand
(D) জম্মু ও কাশ্মীর / Jammu & Kashmir
✅ Answer: (C)
Q14. মাকরানা মার্বেল কোয়ারি কোথায় অবস্থিত?
Where is Makrana Marble Quarry located?
(A) গুজরাট / Gujarat
(B) রাজস্থান / Rajasthan
(C) বিহার / Bihar
(D) মহারাষ্ট্র / Maharashtra
✅ Answer: (B)
Q15. আন্তর্জাতিক তারিখ রেখা কোথা দিয়ে যায়?
Where does the International Date Line pass through?
(A) ভারত মহাসাগর / Indian Ocean
(B) আটলান্টিক মহাসাগর / Atlantic Ocean
(C) বেরিং প্রণালী / Bering Strait
(D) আরব সাগর / Arabian Sea
✅ Answer: (C)
Q16. ভারতে প্রথম তেলের কূপ কোথায় ছিল?
Where was the first oil well in India?
(A) আসাম – দুলিয়াজান / Assam – Duliajan
(B) আসাম – ডিগবোই / Assam – Digboi
(C) গুজরাট – আনন্দ / Gujarat – Anand
(D) রাজস্থান – বরমের / Rajasthan – Barmer
✅ Answer: (B)
Q17. স্থল ও সামুদ্রিক বায়ু সৃষ্টির কারণ কী?
What causes land and sea breeze?
(A) বাষ্পীয়করণ / Evaporation
(B) বায়ুচাপ পার্থক্য / Pressure difference
(C) পরিচলন / Conduction
(D) পরিচলন (Convection) / Convection
✅ Answer: (D)
Q18. কোয়ার্টজ কী দিয়ে গঠিত?
Quartz is composed of what?
(A) কার্বন / Carbon
(B) সিলিকন ও ম্যাঙ্গানিজ / Silicon & Manganese
(C) সিলিকন ডাই অক্সাইড / Silicon dioxide
(D) অ্যালুমিনিয়াম অক্সাইড / Aluminium oxide
✅ Answer: (C)
Q19. বাণিজ্য বাতাস (Trade Winds) কোথা থেকে প্রবাহিত হয়?
From where do Trade Winds originate?
(A) নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল / Equatorial low pressure
(B) উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল / Subtropical high pressure
(C) ধ্রুবীয় উচ্চচাপ অঞ্চল / Polar high pressure
(D) মহাদেশীয় নিম্নচাপ অঞ্চল / Continental low pressure
✅ Answer: (B)
Q20. ভারতে কোথায় ভারী জল (Heavy Water) প্রস্তুত করা হয়?
Where is heavy water produced in India?
(A) কলপাক্কমে / Kalpakkam
(B) বারকিতে / BARC
(C) ট্রম্বেতে / Trombay
(D) রাওরকেলায় / Rourkela
✅ Answer: (C)