“ভারতের উপজাতি,কৃষকওঅন্যান্যবিদ্রোহসমূহ এক অনন্য অধ্যায়।RRB NTPC,SSC,WBPSC,WBP etc. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতাল, মুন্ডা, ভীলসহ বহু জনগোষ্ঠী এবং কৃষকদের সংগ্রাম কিভাবে শোষণের প্রতিবাদে রূপ নেয়, তা জানতে পড়ুন এই গবেষণামূলক ব্লগ।”
ভারতের উপজাতি,কৃষক ও অন্যান্য বিদ্রোহ সমূহ
বিদ্রোহের নাম | সাল | নেতা | স্থান | বিশেষ তথ্য |
সন্ন্যাসী ফকির বিদ্রোহ | ১৭৬৩ ১৮০০ | ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু,শাহ মুসা শাহ | ঢাকা সমগ্র বাংলা | * বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ গ্রন্থে এই বিদ্রোহের উল্লেখ আছে * সন্ন্যাসী ও ফকির ছিল কৃষক * হেস্টিংস এ বিদ্রোহে এদের বলেছে পেশাদার ডাকাত |
পাগল পন্থী | টিপু শাহ (করিম শাহ এর পুত্র) | ময়মনসিংহ | * জমিদার ও ব্রিটিশ বিরোধী সামাজিক ধর্মীয় আন্দোলন | |
ভেলু থাম্বি | ১৮০৮ | ভেলু থাম্বি | ত্রিবাঙ্কূর | |
পাইক বিদ্রোহ | ১৮১৭ | জগবন্ধ ও বিদ্যাধর মহাপাত্র | উড়িষ্যা | পাইকরা ছিল সৈন্য |
চুয়াড় বিদ্রোহ | ১৭৬৮ | জগন্নাথ ও দুর্জন সিং | বিষ্ণুপুর | * চুয়াড়রা ছিল কৃষিজীবী উপজাতি * এটি প্রধানত হয়েছিল জঙ্গলমহল অঞ্চলে তাই এর অপর নাম ‘’জঙ্গলমহল’’ বিদ্রোহ |
কোল বিদ্রোহ | ১৮৩১ ১৮৩২ | বুদ্ধ ভগত,জয়া ভগত | ছোটনাগপুর অঞ্চল | * বহিরাগত দিকুরা (হিন্দু,শিখ,মুসলিম, মহাজন,কৃষক)উপজাতিদের জমি অধিগ্রহণ ও শোষণ করলে এই বিদ্রোহ হয় |
মুন্ডা বিদ্রোহ | ১৮৯৯ ১৯০০ | বিরসা মুন্ডা | ছোটনাগপুর অঞ্চল | * মুন্ডা কথার অর্থ গ্রাম প্রধান * এই বিদ্রোহের অপর নাম উলগুলান বিদ্রোহ * বিরসা মুন্ডা নিজেকে ‘’ধরিত্র্রি আবা’’ বলেছেন |
কুকা বিদ্রোহ | ১৮৪০ | ভগৎ জওহর মল বাবা রাম সিং বালক সিং | পাঞ্জাব | এটি শিখদের বিদ্রোহ অপর নাম নামধারী বিদ্রোহ |
রামোসি বিদ্রোহ | চিতুর সিং,প্রতাপ সিং | মহারাষ্ট্র | রামোসিরা পাহাড়ি এলাকার উপজাতি |
সাঁওতাল বিদ্রোহ
* শুরু ১৮৫৫ সালে
* অপর নাম – হুল বিদ্রোহ
* এর প্রতীক শাল গাছের ডাল
* সাঁওতাল রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে জঙ্গল পরিষ্কার করে চাষযোগ্য করে তোলে এবং তার নাম দেয় – দামিন-ই-কোহি
* ইংরেজদের অত্যাচারে এই আন্দোলন শুরু হয়
* ভাগনাডিহির মাঠে এই বিদ্রোহর সূচনা হয়
* রমেশচন্দ্র মজুমদারের মতে ১৮৫৭ এর মহাবিদ্রোহকে যদি স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া হয় তবে সাঁওতাল বিদ্রোহ কে একই মর্যাদা দেওয়া উচিত।
ওয়াহাবি আন্দোলন ১৮২০-১৮৯০
* ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ
* ভারতে আন্দোলন শুরু করেন সৈয়দ আহমেদ ব্রেলভি
* বাংলার এই বিদ্রোহ শুরু করে তিতুমীর , প্রকৃত নাম মীর নিসার আলী
* তিতুমীর ২৪ পরগনার নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন (কর্নেল স্টুয়ার্ট এই কেল্লা ধ্বংস করে)
* এই আন্দোলনের অপর নাম তারিখ-ই-মহাম্মদিয়া
* এটি প্রথমে ইসলামিক আন্দোলন ছিল পরে কৃষক আন্দোলনে পরিচিত হয়
ফরাজি আন্দোলন
* ফরাজি কথার অর্থ ইসলাম প্রবর্তিত বাধ্যতামূলক কর্তব্য
* আন্দোলনের প্রবর্তক হাজি সারিয়াত উল্লাহ
* অন্যান্য নেতা দুধু মিঞা (অপর নাম মহম্মদ মুসিন), নোনা মিঞা
* স্থান – ফরিদপুর, বাংলাদেশ
𒕁 নীল বিদ্রোহ
* সময় ১৮৫৯-১৮৬০
* স্থান – নদীয়ার চৌগাছা গ্রামে সূচনা
* নেতা – বিষ্ণুচরণ বিশ্বাস,দিগম্বর বিশ্বাস,বিশ্বনাথ সর্দার,রাম রতন রায়
* হরিশচন্দ্র মুখোপাধ্যায় এর ‘’হিন্দু প্যাট্রিয়ট’’ পত্রিকায় নীল চাষীদের অত্যাচারের কথা জানা যায়
* নীল দর্পণ নাটকটি লিখেছেন – দীনবন্ধু মিত্র
* জেমস লং সাহেবের অনুরোধে মাইকেল মধুসূদন দত্তের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করে ; এর ফলে লং সাহেবের শাস্তি হয়
* ‘’Blue Mutiny’’ বইটির লেখক
* বাংলার নানা সাহেব বলা হয় রাম রতন রায়কে
* ১৮৬০ সালে নীল কমিশন গঠিত হয়।
𒑐 পাবনা বিদ্রোহ
* জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ।
* নেতা – ঈশান চন্দ্র রায়/ ঈশ্বর রায়
𒕁 দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ
* স্থান – মহারাষ্ট্রের পুনা ও আহমেদনগর
* ১৮৭৫ সালে হয়
* এটি কৃষক বিদ্রোহ
𒕁 একা আন্দোলন
* স্থান – উত্তরপ্রদেশ ; নেতা – মাদারি পাসি
𒕁 কিষাণ আন্দোলন
১৯১৮ – উত্তরপ্রদেশে, কিষান সভা গঠন
১৯২০ – অযোধ্যাতে কিষান সভা গঠন করেন – বাবা রামচন্দ্র
১৯৩৬ – অল ইন্ডিয়া কিষান সভা গঠিত হয় ; এর প্রথম প্রেসিডেন্ট সহজানন্দ সরস্বতী
𒕁 মোপালা বিদ্রোহ
* ১৯২১ খ্রিস্টাব্দে
* কেরলের মালাবার উপকূলে এবং মোপালারা ছিল মুসলিম কৃষক সম্প্রদায় এরা হিন্দু জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করে
* নেতা সৈয়দ আলী ও সৈয়দ ফৈজি
* এটি কৃষক বিদ্রোহ
𒕀 রম্পা বিদ্রোহ
* নেতা – আল্লুরি সীতারাম রাজু
* স্থান – অন্ধ্রপ্রদেশ এর গোদাবরী অঞ্চল
* সময় ১৯২২ – ১৯২৪
নাগা বিদ্রোহ
* নাগাল্যান্ড
* নেতা – রানি গাইডিনলু
* এই বিদ্রোহের মাধ্যমে উপজাতিগোষ্ঠীর মানুষের মধ্যে একতা গড়ে ওঠে
𒕁 বরদৌলি সত্যাগ্রহ
* ১৯২৮ সালে , স্থান – বরদৌলি (গুজরাট)
* নেতা বল্লভ ভাই প্যাটেল
* তখনকার মেয়েরা বল্লভ ভাই প্যাটেল কে উপাধি দেয় ‘’সর্দার’’
তেভাগা আন্দোলন
* ১৯৪৬ খ্রিস্টাব্দে
* স্থান – বাংলা দিনাজপুরে শুরু হলেও সমগ্র উত্তর ভারতে
* স্লোগান – ‘’আধি নয় তেভাগা চাই’’
* কৃষক আন্দোলন
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন
Previous year Questions( ভারতের উপজাতি,কৃষকওঅন্যান্যবিদ্রোহসমূহ)
১. সন্ন্যাসী-ফকির বিদ্রোহকে “পেশাদার ডাকাত” বলা হয়েছিল কাদের দ্বারা?
A) কার্নওয়ালিস B) ওয়ারেন হেস্টিংস ✅ C) ডালহৌসি D) বেন্টিঙ্ক
📘 SSC CGL 2017, WBPSC 2021
২. পাগল পন্থী আন্দোলনের নেতা কে ছিলেন?
A) ভগৎ সিং B) করিম শাহ ✅ C) টিপু শাহ D) ভগৎ জওহর মল
📘 WBPSC 2019, RRB NTPC 2016
৩. ভেলু থাম্বির নেতৃত্বে বিদ্রোহ কোথায় হয়?
A) হায়দরাবাদ B) ত্রিবাঙ্কূর ✅ C) মণিপুর D) মহীশূর
📘 SSC CGL 2016
৪. পাইক বিদ্রোহের দুই নেতা কে ছিলেন?
A) বিরসা মুন্ডা ও বুদ্ধ ভগত B) জগবন্ধ ও বিদ্যাধর মহাপাত্র ✅ C) দুর্জন সিং ও প্রতাপ সিং D) জয়া ভগত ও বাবা রাম সিং
📘 RRB ALP 2018, WBPSC Clerkship 2020
৫. ‘জঙ্গলমহল বিদ্রোহ’ কোন বিদ্রোহকে বলা হয়?
A) কোল বিদ্রোহ B) মুন্ডা বিদ্রোহ C) চুয়াড় বিদ্রোহ ✅ D) কুকা বিদ্রোহ
📘 WBPSC 2020, WBP Constable 2021, SSC MTS 2019
৬. কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোন অঞ্চলে?
A) মালভূমি অঞ্চল B) ছোটনাগপুর অঞ্চল ✅ C) রাজমহল অঞ্চল D) গড়ো পাহাড়
📘 SSC CHSL 2021, WBPSI 2022
৭. “উলগুলান” বিদ্রোহ বলা হয় কোনটিকে?
A) কুকা বিদ্রোহ B) রামোসি বিদ্রোহ C) মুন্ডা বিদ্রোহ ✅ D) সন্ন্যাসী বিদ্রোহ
📘 SSC CGL 2020, WBPSC Miscellaneous 2018
৮. কুকা বিদ্রোহের অপর নাম কী?
A) ফকির আন্দোলন B) শিখ সংগ্রাম C) নামধারী বিদ্রোহ ✅ D) ধর্মযুদ্ধ
📘 SSC CHSL 2017, RRB NTPC 2020
৯. রামোসি উপজাতিরা কোথায় বসবাস করত?
A) সমতল অঞ্চল B) বনাঞ্চল অঞ্চল C) নদীবর্তী অঞ্চল D) পাহাড়ি অঞ্চল ✅
📘 WBPSC 2017, RRB Group D 2018
১০. “আনন্দমঠ” গ্রন্থে কোন বিদ্রোহের উল্লেখ আছে?
A) কোল বিদ্রোহ B) সন্ন্যাসী ফকির বিদ্রোহ ✅ C) কুকা বিদ্রোহ D) চুয়াড় বিদ্রোহ
📘 SSC MTS 2020, WBPSC 2015, RRB NTPC 2019
১১. সাঁওতাল বিদ্রোহের আরেকটি নাম কী?
A) কুকা বিদ্রোহ B) হুল বিদ্রোহ ✅ C) উলগুলান D) সন্ন্যাসী বিদ্রোহ
📘 WBPSC 2018, SSC CGL 2016
১২. দামিন-ই-কোহি অঞ্চল কোথায় গড়ে উঠেছিল?
A) বিহার B) রাজমহল পাহাড় ✅ C) ছত্তিশগড় D) নাগাল্যান্ড
📘 RRB Group D 2022, SSC CHSL 2019
১৩. ওয়াহাবি আন্দোলনের সূচনা ভারতে কে করেন?
A) মীর নিসার আলী B) সৈয়দ আহমেদ ব্রেলভি ✅ C) হাজী শরিয়তুল্লাহ D) দুধু মিঞা
📘 SSC CGL 2014, WBPSC 2020
১৪. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?
A) ফরিদপুর B) দামিন-ই-কোহি C) নারকেলবেড়িয়া ✅ D) ভাগনাডিহি
📘 WBP Constable 2018, WBPSC Miscellaneous 2016
১৫. ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
A) হাজী শরিয়তুল্লাহ ✅ B) তিতুমীর C) দুধু মিঞা D) সৈয়দ ফৈজি
📘 RRB NTPC 2019, SSC CHSL 2020
১৬. নীল বিদ্রোহ কোন জেলায় শুরু হয়েছিল?
A) মুর্শিদাবাদ B) নদীয়া ✅ C) চব্বিশ পরগনা D) মালদা
📘 WBPSC 2019, SSC MTS 2016
১৭. নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন?
A) মাইকেল মধুসূদন দত্ত B) হরিশচন্দ্র মুখোপাধ্যায় C) দীনবন্ধু মিত্র ✅ D) জেমস লং
📘 SSC CGL 2017, WBP Constable 2021
১৮. পাবনা বিদ্রোহ কোন কারণে সংঘটিত হয়েছিল?
A) ইংরেজদের শোষণ B) মুসলিম জমিদারদের অত্যাচার C) জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে ✅ D) উচ্চ কর আরোপ
📘 WBPSC Miscellaneous 2017, SSC CHSL 2021
১৯. দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ কোন স্থানে সংঘটিত হয়েছিল?
A) কর্ণাটক ও কেরল ✅ B) আহমেদনগর ও পুনা C) চেন্নাই ও তামিলনাড়ু D) হায়দরাবাদ ও বিজয়ওয়াড়া
📘 RRB NTPC 2016, SSC MTS 2022
২০. একা আন্দোলনের নেতা কে ছিলেন?
A) বাবা রামচন্দ্র B) সহজানন্দ সরস্বতী C) মাদারি পাসি ✅ D) ঈশ্বর রায়
📘 WBP Constable 2022, SSC CGL 2018
২১. অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন?
A) সর্দার প্যাটেল B) সহজানন্দ সরস্বতী ✅ C) দুধু মিঞা D) বাবা রামচন্দ্র
📘 SSC CHSL 2018, WBPSC 2021
২২. মোপালা বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল?
A) তামিলনাড়ু B) মহারাষ্ট্র C) কেরল ✅ D) কর্ণাটক
📘 RRB ALP 2019, SSC MTS 2020
২৩. রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন?
A) আল্লুরি সীতারাম রাজু ✅ B) তিতুমীর C) রানি গাইডিনলু D) সৈয়দ ফৈজি
📘 SSC CGL 2020, WBPSC Miscellaneous 2019
২৪. নাগা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
A) রানি গাইডিনলু ✅ B) সহজানন্দ সরস্বতী C) সৈয়দ আহমেদ D) জ্যোতিবা ফুলে
📘 WBPSC 2020, SSC CHSL 2017
২৫. বল্লভভাই প্যাটেলকে ‘সর্দার’ উপাধি কোথায় দেওয়া হয়?
A) গান্ধী আশ্রম B) বরদৌলি ✅ C) পোরবন্দর D) অমেদাবাদ
📘 SSC MTS 2021, WBPSC 2016
২৬. তেভাগা আন্দোলনের মূল দাবি ছিল কী?
A) জমির অধিকার B) সমান ফসল বণ্টন C) তৃতীয়াংশ ফসল পাওয়া ✅ D) জমিদার রাজনীতি নিষিদ্ধ
📘 WBPSC Miscellaneous 2021, SSC CGL 2019
Modern History এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন
কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন