“Unit and Measurement in bengali for all Competitive Exams/ফিজিক্স অধ্যায় 1

এই অধ্যায়ে পরীক্ষার উপযোগী করে ব্যাখ্যা করা হয়েছে নিচের বিষয়টিতে Unit and Measurement in Bengali

Table of Contents

𖕁 ভৌত বা প্রাথমিক রাশি (Physical quantity)

* পরিমাপ যোগ্য কোন প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে।

* এটি দুই প্রকার-

a) স্কেলার রাশি (Scalar quantity) – যে রাশি শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই।

  উদাহরণ- দৈর্ঘ্য,ভর,আয়তন,ক্ষেত্রফল,কার্য,ক্ষমতা,শক্তি,ঘনত্ব,তাপ,উষ্ণতা,চাপ,তড়িৎ প্রবাহমাত্রা

b) ভেক্টর রাশি(Vector quantity) – যে রাশির মান ও অভিমুখ দুই আছে

     উদাহরণ  – ওজন,বেগ,ত্বরণ,তড়িৎ প্রবল্য,ঘাত,টর্ক,বল,সরণ

𤉒 একক দুই প্রকার –

a) মৌলিক একক – যে সমস্ত রাশির একক অন্য একের উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক একক বলে     ;   উদাহরণ  – দৈর্ঘ্য,ভর,সময়

b) লব্ধ একক – যে সমস্ত একক পরস্পরের উপর নির্ভরশীল তাদের লব্ধ একক বলে।

      উদাহরণ  – বল,ক্ষেত্রফল ইত্যাদি

𤈡 সাতটি মৌলিক একক এবং তাদের SI একক( Fundamental units : si units)

দৈর্ঘ্য মিটার (m)
 ভর কিলোগ্রাম(kg)
 সময় সেকেন্ড(s)
 তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার(A)
তাপমাত্রা কেলভিন(K)
 বস্তুর পরিমাণ মোল(mol)
 আলোক দীপ্তি ক্যান্ডেলা(Cd)

񈈢 Supplementary units of SI system

* Plane angle – uni t- Radian

* Solid angle – unit – Steradian

                                                                                     1 ন্যানোমিটার =  10-9 মিটার

                                                                                    1 অ্যাংস্ট্রম = 10-10 মিটার

                                                                                    1 ফার্মি    =  10-15 মিটার

                                                                                    1 ন্যানোমিটার = 10 অ্যামস্ট্রং

                                                                                    1 পিকোমিটার = 10-12 মিটার

𒕁 কিছু বড় একক

1) অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (AU) ;-  

পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব মাপতে এই  একক ব্যবহার করা হয়

2) আলোকবর্ষ (Light Year) ;-

 শূন্য মাধ্যমে আলো এক বছর সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে

          * মহাকাশে নক্ষত্রদের দূরত্ব মাপতে এই একক ব্যবহার করা হয়

          * আলোকবর্ষ দৈর্ঘ্যের একক, তাই এটি মৌলিক একক

          * 1 আলোকবর্ষ = 9.467× 1012 Km

3) পারসেক

* গ্রহ ও নক্ষত্রদের দূরত্ব মাপতে ব্যবহৃত হয়

* 1 পারসেক = 3.26 আলোকবর্ষ  ; 1 পারসেক = 30.84×1012Km

* সবথেকে বড় একক হল পারসেক

𕐕 অতি ক্ষুদ্র এক

1) মাইক্রন     

          1µ=10 -6 m

* অণুবীক্ষণ যন্ত্রের সব বস্তু দেখা যায় তাদের এই এককের মাপা হয়

2)অ্যাংস্ট্রম  

            1Å=10 -10

* আলোক তরঙ্গ দৈর্ঘ্য এই এককে মাপার

3) ফার্মি       

          1 ফার্মি = 10 -15 m

* পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপার জন্য একক টি ব্যবহার হয়

𒕤 লিটার         1লিটার = 1ঘন ডেসিমিটার

* 4° C উষ্ণতায়(277K) এক কিলোগ্রাম জলের পরিমাপ , এক লিটারের সমান।

* তরলের আয়তন মাপা হয় গ্যালন দ্বারা                 1 Gallon = 4.536 Lit

𕐥 ভর  ভার

* ভরের CGS একক gm , ভারের CGS একক dyne

* ভরের SI একক Kg ,  ভারের SI একক Newton

হীরকের ওজন মাপার জন্য ক্যারাট ব্যবহার হয়।

* 1 ক্যারেট = 200 মিলিগ্রাম(mg)         

* অনু পরমাণুর ভর মাপার জন্য ডালটন / অ্যাটমিক মাস ইউনিট amu ব্যবহার করা হয়

* FPS পদ্ধতিতে ভরের একক পাউন্ড; 1lb =453.6 gm ; 1Kg = 2.204 lb

𒔒 ঘনত্ব

*ঘনত্ব =   ;  D =  M/V               CGS – gm/cm; SI – Kg/m3

* CGS পদ্ধতিতে পারদের ঘনত্ব 13.6 gm/cm3

* SI পদ্ধতিতে পারদের ঘনত্ব 13600 kg/m3

* উষ্ণতা বাড়ালে তরলের ঘনত্ব কমে

𒕁 আপেক্ষিক গুরুত্ব ( Specific Gravity)

* কোন পদার্থ 4°C  উষ্ণতায় তার সমান আয়তন জলের থেকে যত গুণ ভারী সেই সংখ্যাকে পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে

* CGS পদ্ধতিতে পদার্থের ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব একই

* এটি একটি একক বিহীন রাশি

𒔒 কিছু একক বিহীন রাশির উদাহরণ –

* বাষ্পীয় ঘনত্ব,আপেক্ষিক গুরুত্ব,বিকৃতি আণবিক গুরুত্ব,পারমাণবিক গুরুত্ব,শব্দের তীব্রতা,দ্রাব্যতা

𒕂 কয়েকটি গুরুত্বপূর্ণ SI একক ( বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে )

* বল – নিউটন         চৌম্বক প্রাবাল্য – টেসলা                   ত্বরন,মন্দন – m/s2

* বেগ,দ্রুতি – m/s  ,তেজস্ক্রিয়তা –  বেকারেল                 শব্দের তীব্রতা – বেল

* ঘনত্ব – kg/m3                     আপেক্ষিক তাপ – J/kg/K               কার্য শক্তি-  জুল (N/m)

* ধারকত্ব – ফ্যারাডে               ক্ষমতা – ওয়াট                                চুম্বক ফ্লাক্স – ওয়েবার

* চাপ – পাস্কাল                       আবেশাঙ্ক –  হেনরি                        তড়িৎ আধান – কুলম্ব

* তড়িৎ বিভব – ভোল্ট            বিভব প্রভেদ – ভোল্ট                     তড়িৎচালক বল – ভোল্ট

* পৃষ্ঠটান – N/m                    সান্দ্রতা-  N s/m-2                           রোধ –  ওহম

* লেন্সের ক্ষমতা – ডায়াপটার    তড়িৎ ক্ষমতা – BOT (Kw/h)        তাপগ্রহিতা – জুল/কেলভিন

* কম্পাঙ্ক – Hz                         জলসম – কেজি                           তড়িৎ প্রবাহ – অ্যাম্পিয়ার

𒔤 কয়েকটি রাশির মাত্রা(Dimension)

* দ্রুতি,বেগ – [LT-1]                                 * কার্যশক্তি – [ML2T-2]

* ত্বরণ মন্ডল – [LT-2]                              * ক্ষমতা   – [ML2T-3]

* বল      – [MLT-2]                                   * পীড়ন   – [ML-1T-2]

* ভরবেগ – [MLT-1]                                 * পৃষ্ঠটান – [MT-2]

* চাপ    – [ML-1T-1]

𒐒 কয়েকটি গুরুত্বপূর্ণ ধ্রুবক তাদের মান ( SI UNIT)

* অভিকর্ষজ ত্বরণ(g) = 9.8 m/s2

* অ্যাভোগ্রাড্রো সংখ্যা (N) = 6.023×1023 mol-1

* সার্বজনীন গ্যাস ধ্রুবক(R) = 8.31 JK-1mol-1

* শূন্য মাধ্যমে আলোর বেগ(C) = 3×108 m/s

* প্ল্যাঙ্ক ধ্রুবক (h) = 6.626 ×10-34 J/s

* সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক(G) = 6.67×10-11Nm2kg-2

𒑔 ভৌত রাশির পরিমাপের যন্ত্র( Unit and Measurement in bengali)

 ভৌত রাশি যন্ত্র ভৌত রাশি যন্ত্র
 ভর সাধারণ তুলা যন্ত্রগ্যাসের চাপ মনোমিটার
 ভারস্প্রিং তুলা যন্ত্রতাপ ক্যালোরিমিটার
 তারের ব্যাস স্ক্রগেজ তাপমাত্রা উষ্ণতা থার্মোমিটার
পাতের বেধ স্লাইড ক্যালিপার্সভূমিকম্পের তীব্রতাসিসমোগ্রাফ রিখটার স্কেল
সূক্ষ্মদৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলশব্দের প্রাবাল্য অডিওমিটার
 বিমানের উচ্চতা আল্টিমিটারতেজস্ক্রিয়তা গিগার মুলার কাউন্টার
 সমুদ্রের গভীরতা ফ্যাদোমিটারসান্দ্রতাভিস্কোমিটার
রক্তচাপস্ফিগমোম্যানোমিটাররেডিও ত্রুটি অ্যাভোমিটার
 উচ্চ উষ্ণতা পাইরোমিটার তাপের বিকিরণ বোলোমিটার
তড়িৎ প্রবাহ অ্যামিটার উদ্ভিদের বৃদ্ধি কেশকোগ্রাফ
 বিভব প্রভেদ ভোল্ট মিটার মানুষের হার্টবিট কার্ডিওগ্রাফ
 তড়িচ্চালক বল পোটেনশিওমিটার সূর্যকে দেখতে হেলিস্কোপ
 বায়ুমন্ডলীয় চাপব্যারোমিটারঘূর্ণন বেগট্যাকোমিটার
 দুধের বিশুদ্ধতা ল্যাক্টোমিটার মোটর গাড়ির দ্বারা অতিক্রান্ত দূরত্বওডোমিটার
 ঝড়ের গতি অ্যানিমোমিটারমোটর গাড়ির বেগ স্পিডোমিটার
তরলের আপেক্ষিক গুরুত্ব হাইড্রোমিটার
জলের মধ্যে শব্দ তরঙ্গ হাইড্রোফোন

𕉁 পদার্থবিদ্যার তত্ত্ব ও  প্রবক্তা

তত্ত্ব প্রবক্তা আবিষ্কর্তা তত্ত্ব প্রবক্তা আবিষ্কর্তা
 তড়িৎচুম্বকীয় তরঙ্গ ফ্যারাডেতড়িৎ চুম্বকত্ব অ্যাম্পিয়ার
 তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ওরস্টেড আপেক্ষিকতাবাদ আইনস্টাইন
 এক্স-রেরন্টজেনE=mc2 আইনস্টাইন
 প্লবতার ধারণাআর্কিমিডিস আলোক তড়িৎ ক্রিয়া আইনস্টাইন
কোয়ান্টাম বল বিদ্যাহাইসেনবার্গ
বিভব প্রভেদ ও প্রবাহমাত্রার সম্পর্ক ওহমস্থির তড়িৎ কুলম্ব
পদার্থের স্থিতিস্থাপক সূত্রহুক স্টিম ইঞ্জিন জেমস ওয়াট
মহাকর্ষ সূত্র নিউটন বৈদ্যুতিক বাতি আলফা এডিসন
তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র পাস্কাল তড়িৎ কোষআলসান্দ্রো ভোল্টা
 সরল দোল গতিগ্যালিলিও রমণ এফেক্টচন্দ্রশেখর ভেঙ্কট রমন
টেলিস্কোপ গ্যালিলিওঅপর্বজন নীতি পাওলি
গ্রহের গতি সংক্রান্ত সূত্রকেপলারকোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্ক 
আলোক প্রতিসরণের দ্বিতীয় সূত্র স্নেলতড়িৎ বিভবের ফলে তাপের উৎপাদন  জুল

𒕁 বিভিন্ন যন্ত্রের আবিষ্কর্তা(Instruments and Their Inventors)[Unit and Measurement in bengali ]

যন্ত্র আবিষ্কর্তা যন্ত্র আবিষ্কর্তা
 টেলিভিশনJ L Beared  গ্রামাফোন এডিসন
ব্যারোমিটারটৈরসলি টেলিফোন গ্রাহাম বেল
লেন্স ক্যামেরাJeans ক্যালকুলেটর পাস্কাল
RevolverColt হেলিকপ্টারBracket
 ডায়ালিসিস মেশিনColt এরোপ্লেন রাইট ভাতৃদ্বয়
 ট্রান্সফর্মার ফ্যারাডে রেডিওMarconi
 কেসকোগ্রাফ জগদীশচন্দ্র বসু রেল ইঞ্জিনজর্জ স্টিফেন
 স্টিম ইঞ্জিনজেমস ওয়াট Rador ওয়াটসন
 মোটরগাড়িঅ্যাস্টিন বাইসাইকেলম্যাক মিলান

Notes :-

1nm = 10Å

 আলোক দীপ্তি (Luminous Intensity) এর একক  – ক্যান্ডেলা

                      Luminous Flux – এর একক লুমেন

                      Magnetic Flux -এর একক – ওয়েবার

 চৌম্বক প্রাবাল্য (Magnetic Flux Density) এর একক – টেসলা

 চাপের একক পাস্কাল,টর,বার,atm

1bar =10 5Pa  ,  1 atm = 1.01325 ×10 5 Pa  ,  1 atm = 760 Torr

মাল্টিমিটারে থাকে – AC ভোল্ট মিটার,DC ভোল্ট মিটার,অ্যাম মিটার, ওহমমিটার

সম্পূর্ণ ফিজিক্সের প্রতিটি চ্যাপ্টার একসাথে ডাউনলোড করতে ক্লিক করুন – Click Here

Previous Year Mcq/Practice Set/(Unit and Measurement in bengali)

ALL QUESTIONS ARE TAKEN FORM  RRB (NTPC,GrD,TECH,ALP,JE);  SSC (CGL,CHSL,MTS,GD,STENO),WBPSC(WBCS,FOOD SI,CLERKSHIP,MISC.) WBP(COST. & SI)  KP(CONST. & SI) FROM THE YEAR 2000- 2024

1. বর্তমানে মৌলিক এককের সংখ্যা কটি?A.4. B.5. C.6. D.7( RRBNTPC 2021)

 2. তাপমাত্রার এসআই একক কি ?A.ক্যালোরি B.কেলভিন C. ডিগ্রী সেন্টিগ্রেড D.ফারেনহাইট

 3. আলোকবর্ষ কিসের একক?A. সময় B.দূরত্ব C.আলো D.বছর

4. এক আলোকবর্ষের মান কত?A.1011. B.1015 KM. C.1016 M. D. 1016 KM

 5. কিসের একক এম্পিয়ার ?A.তড়িৎ চুম্বক B.তড়িৎ আধান C.রোধ D.তড়িৎ প্রবাহ

 6. গ্যাসের চাপ পরিমাপের একক কোনটি? A.ব্যারোমিটার B.মনোমিটার C.অলটিমিটার D.অ্যানিমোমিটার ( RRBNTPC 2021)

 7. ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?A. বোলোমিটার B.সিসমোগ্রাফ C.হাইগ্রোমিটার D.হাইড্রোমিটার

 8. আলোক দীপ্তির এসআই একক কোনটি? A.লুমেন B.lux C.ক্যান্ডলা D.ওয়াট ( RRBNTPC 2021)

 9. চাপের এসআই একক কি ?A.পাস্কাল B.ডাইন C.নিউট্ন D.জুল

10. এক ন্যানোমিটার =কত অ্যামস্ট্রং?A.1/10. B.10. C.1/100. D.100

 11. ব্যারোমিটার কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ?A.এডিশন B.টেরিসলি C.ফ্যারাডে D.পাস্কাল ( RRBNTPC 2021)

12. গ্রহের গতি সংক্রান্ত সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী?A. নিউটন B.জুল C.কেপলার D.হুক

13. Sphigmoমনোমিটার যন্ত্র দ্বারা কি মাপা হয়?A. রক্তের গতি B.রক্তচাপ C.বাতাসের বেগ D.বায়ুর চাপ( RRBNTPC 2021)

 14. উচ্চ উষ্ণতা মাপা হয় কোন যন্ত্র দ্বারা?A. থার্মোমিটার B.ক্যালরিমিটার C.পাইরোমিটার D.কোনোটিনা

 15. নিচের কোনটি ভেক্টর রাশি নয় ? A.কার্য. B.ঘাত বল. C. সরণ D.বল

16. কোনটির মান আছে কিন্তু অভিমুখ নেই?A. ভরবেগ B.সরণ C.কার্য D.বল

 17. কোনটি ভেক্টর রাশি?A. চাপ B.সরণ C.কার্য. D.ক্ষমতা ( RRBNTPC 2021)

18. তড়িৎ আধানের উপস্থিতি বোঝা যায় কোন যন্ত্রের দ্বারা ? A.মাল্টিমিটার B.অ্যাম মিটার. C.ওহোম মিটার D.ইলেক্ট্রোস্কোপ ( RRBNTPC 2021)

 19. হাইগ্রোমিটার যন্ত্র দ্বারা কি মাপা হয় ?A.তাপ B.তাপমাত্রা C.আদ্রতা D.আপেক্ষিক গুরুত্ব

 20. কোনটি স্কেলার রাশি?A. ভরবেগ B.বল C.ভর D.বেগ ( RRBNTPC 2021)

 21. কোনটি ভেক্টর রাশি নয় ?A.ক্ষমতা B.টর্ক C.সরন D.ত্বরণ ( RRBNTPC 2021)

 22. কোনটি স্কেলার রাশি?A. চাপ B. সরণ C.বল D.ভরবেগ ( RRBNTPC 2021)

 23. কোনটির মান ও অভিমুখ দুটোই রয়েছে,?A. ভর B.দূরত্ব C.ভরবেগ D. দ্রুতি

24. তেজস্ক্রিয়তার পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা ?A.সিসমোগ্রাফ B.হাইড্রোমিটার C.গিগার গার মুলার কাউন্টার D.কোনটি নয়

25. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দ্বারা?A. ফ্যাদোমিটার B. Volt মিটার C.পোটেনশিওমিটার D.অ্যাম মিটার( RRBNTPC 2021)

 26. বাতাসের বেগ বা ঝড়ের বেগ মাপা হয় কোন যন্ত্রের দ্বারা?A. মনোমিটার B.এনিমোমিটার C.ব্যারোমিটার D.অলটিমিটার ( RRBNTPC 2021)

27. সার্বজনীন গ্যাস ধ্রুবকের সাংখ্যমান কত?A.8.31. B.6.32. C.31.8. D.34.89

 28. এমমিটার :তড়িৎ প্রবাহ:: ওহম মিটার : ? A.বিভব প্রভেদ. B. চাপ. C.রোধ. D.বেগ ( RRBNTPC 2021)

 29. গ্যালভানোমিটার দ্বারা কি পরিমাপ করা হয়?A. দ্রুতির অভিমুখ B.শব্দের অভিমুখ C.চৌম্বক আবেশ D.তড়িতের অভিমুখ( RRBNTPC 2021)

 30. কোন মানুষ ভুল বলেছে কিনা তার পরীক্ষার যন্ত্রের নাম কি ?A.সিসমোগ্রাফ. B. বারো গ্রাফ C.পোলারি মিটার D.পলিগ্রাফ ( RRBNTPC 2021)

31. ডুবোজাহাজের ভেতর থেকে সমুদ্রের উপরের কোন বস্তু দেখতে ব্যবহৃত হয় কোন যন্ত্র?A. পাইরোমিটার. B.এপিডিস্কোপ Cপেরিস্কোপ. D. ওডোমিটার

32. তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কোন যন্ত্র এর দ্বারা ?A. হাইগ্রোমিটার B. হাইড্রোমিটার C.FATHO মিটার D.অল্টিমিটার

 33. দুধ তথা তরলের বিশুদ্ধতা পরিমাপ করে যন্ত্রের নাম কি?A. হাইড্রোমিটার B.ল্যাকটোমিটার C. হাইগ্রোমিটার D.থার্মোমিটার

34. বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম কি? A.অ্যামমিটার B.পোটেনশিওমিটার C.ভোল্ট মিটার D.গ্যালভানোমিটার ( RRBNTPC 2021)

 35. বাতাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? A.ব্যারোমিটার B.মনোমিটার C.থার্মোমিটার D.ওডোমিটার

 36. মাল্টিমিটারে কি কি রয়েছে? A.ভোল্টমিটার B.অ্যামমিটার. C. ওহোম মিটার. D. সবগুলি

37. ট্যাকোমিটার কি মাপতে ব্যবহার করা হয় ?A. RPM. B.torque. C.গতিশক্তি. D. দূরত্ব[RPM-Rotation per minute

] 38. একটি মোটর গাড়ি কত দূরত্ব অতিক্রম করেছে সেটা মাপতে কি ব্যবহার করা হয়?A. স্পিডোমিটার B. ওডোমিটার. C. ট্যাকোমিটার D.কোনোটিই নয়

39. তড়িৎ পরিবাহক পরিমাপক যন্ত্রের নাম কি?? A.অ্যামমিটার B.পোটেনশিওমিটার C.ভোল্ট মিটার D.গ্যালভানোমিটার

40. তড়িৎচালক বল পরিমাপক যন্ত্রের নাম কি? A.অ্যামমিটার B.পোটেনশিওমিটার C.ভোল্ট মিটার D.গ্যালভানোমিটার

 41. শব্দ দূষণ পরিমাপ করা হয় কিসের দ্বারা ?A.ডিসিবেল. B.জুুল। C.এম্পিয়ার D.ওহম

 42. লেন্সের ক্ষমতা পরিমাপক যন্ত্রের নাম কি?A. ডায়াপটার B.স্পিডোমিটার C.অ্যাভোমিটার D.কোনোটি নয়

43. দ্রুতির এসআই একক কি ?A.মিটার B.মিটার/ সেকেন্ড. C. মিটার- সেকেন্ড D.কোনটি নয়

 44. কেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন ?A.নিউটন B.আইনস্টাইন C.জগদীশচন্দ্র বসু D.কোনটি নয়

45. X- রশ্মি কে আবিষ্কার করেন ?A.রন্টজেন B.আর্কিমিডিস C.ওহম D.হুক

 46. মন্দনের একক কি ?A.মিটার সেকেন্ড B.মিটার সেকেন্ড2 C.মিটার/ সেকেন্ড 2 D.মিটার /সেকেন্ড 3

47. তড়িৎ ক্ষমতা খরচের একক কি?A. কিলোওয়াট ঘন্টা B.জুল C.ওয়ার্ট। D.ভোল্ট

48. কম্পাঙ্কের একক কি?A. সেকেন্ড B. Hertz C.কেজি D. মিটার

49. বিভব-প্রভেদের একক কি?A. কুলম্ব B. ‘জুল. C. ভোল্ট. D. ওয়াট

50. জুল/ সেকেন্ড কার একক?A. কার্য. B.ক্ষমতা. C. শক্তি D.বল

51. মিটার সেকেন্ড -2 এটি কার একক ? A.বেগ. B. দ্রুতি C.বল D.ত্বরণ

52. আপেক্ষিকতাবাদীর সূত্র কোন বিজ্ঞানী দেন ?A.নিউটন B.আইনস্টাইন. C. জুল D.পাস্কাল

53. মহাকর্ষের সূত্র কোন বিজ্ঞানী দেনA.নিউটন B.আইনস্টাইন. C. জুল D.পাস্কাল

 54. কোন জোড়া দুটি একই একক নয় ?À.দ্রুতি এবং বেগ B.কার্য এবং শক্তি. C. সরণ এবং দূরত্ব D.বেগ এবং চাপ

55. বেগের একক কি A.মিটার  B.মিটার /সেকেন্ড  C. মিটার সেকেন্ড   D. মিটার+ সেকেন্ড

 56. ওজনের একক কোন এককের সাথে সমান ?A ঘাত বল B.ত্বরণ C.বল D.ভর

 57. সরণের একক কি ?A.মিটার. B. মিটার /সেকেন্ড C.মিটার/ সেকেন্ড. 2. D.মিটার /সেকেন্ড. 3

58. চাপের SI একক কোনটি?A. নিউটন /সেমি B.নিউটন/ মিটার 2. C.নিউট্ন মিটার D.নিউট্ন সেমি

 59. মহাকাশের দূরত্ব মাপতে কোন একক ব্যবহার করা হয়?A. পেডোমিটার B.আলোকবর্ষ C.পারসেক D.কিমি

 60. পরমাণুর ব্যাস মাপতে কোন একক ব্যবহার করা হয় ?A.আলোকবর্ষ B.পারসেক C.ন্যানোমিটার. D. Fermi

 61. গ্যালন একক দ্বারা বস্তুর কি মাপা হয় ?A.বেগ B.দ্রুতি C.ক্ষেত্রফল D.আয়তন

62. নিউটন মিটার -2এটি কিসের একক ?A.বল B.ত্বরণ C.ভরবেগ D.চাপ

 63. কোনটি একক বিহীন রাশি?A. ঘনত্ব. B. আপেক্ষিক গুরুত্ব. C. চাপ D.সরণ

64. রোধের একক কি ?A.কুলম্ব B.ভোল্ট C.নিউটন D.ওহম

 65. তড়িৎ আধানের এস আই একক কি??A.কুলম্ব B.ভোল্ট C.নিউটন D.ওহম

66. ওহম কিসের একক ? A.রোধ. B. বিভব প্রভেদ C.আধান D.তড়িৎ প্রবাহ

 67. পদার্থের পরিমাণ এর এস আই একক কি,?A. রেডিয়ান B.মোল C.জুল D.কেলভিন

 68. ক্ষমতার এসআই একক কি ?A.জুল B.পাস্কাল C.Watt D.নিউটন

69. ম্যাগনেটিক ফ্লাক্স এর এস আই একক কি?A. ফ্যারাডে B.পাসকাল C.জুল D.ওয়েবার

70. কিসের একক জুল?A. শক্তি B.বেগ C.বল D.ক্ষমতা

71. বলের এসআই একক কি ? A.নিউটন B.ডাইন C.নিউটন /মিটার D.কোনোটিই নয়

72. আইনস্টাইনে কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ?A.আপেক্ষিকতাবাদ B.আলোক তড়িৎ ক্রিয়া C.মহাকর্ষ সূত্র

73. এরোপ্লেন কে আবিষ্কার করেন?A. রাইট ভাতৃদ্বয় B.নিউটন C.জুল D.কেপলার

74. এক আমস্ট্রং = কত ন্যানোমিটার?A.10. B.10-1. C.1010. D.10. -3

 75. আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয় ?A.ফার্মি B.মাইক্রন C.এমস্ট্রং D.আলোকবর্ষ

ANSWERS

1-D          2-b    3-b     4-C   5-d    6-b    7-b   8-c   9-a  10-b    11-b  12-c  13-b   14-c   15-a   16-c         17-b     18-d     19-c    20-c    21-a     22-a      23-c    24-c    25-a    26-b     27-a  28-c   29-d   30-d   31-c   32-b   33-b   34-c    35-a   36-d  37-a     38-B   39-a   40-b    41-a   42-a   43-b     44-c   45-a     46-c    47-a   48-b  49-c   50-b      51-d    52-b   53-a    54-d   55-c    56-c       57- A     58-c   59-b   60-d   61-d    62-d       63-b    64-d   65-a    66-a   67-b  68-c    69-d    70-a    71-a     72-b    73-a    74-b   75-c

সম্পূর্ণ ফিজিক্সের প্রতিটি চ্যাপ্টার একসাথে ডাউনলোড করতে ক্লিক করুন – Click Here

চাকরির পরীক্ষার জন্য কঠিন অংক সহজ পদ্ধতিতে শিখুন – Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top